নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপির \'৬ দফা\', শেখ হাসিনার সঠিক অবস্হান, জনতা হতাশায় ও ধুম্রজালে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩


Link to the news

বিএনপি'র ৪০ বছর পুরণ হয়েছে; সময়টা বিএনপি'র জন্য পুরোপুরিই চ্যালেন্জিং: বেগম জিয়া লালঘরে, সভাপতি লন্ডনে নির্বাসিত, সামনে ইলেকশান ও গ্রেনেড হত্যা বিচারের রায় আসছে; তারেক জিয়ার মৃত্যদন্ড হলে, সে সভাপতির পদ বর্জন করবে।

বেগম জিয়াকে নিয়ে বিএনপি এমন অবস্হানে আছে যে, বিএনপি বলতে আসলে বেগম জিয়াকেই বুঝায়; এই দলে তিনি ব্যতিত যারা আছে, তাদেরকে কেহ গণনা করে না; মনে হয়, ওরা নিজেরাও নিজেদেরকে গণনা করে না; ফলে, বেগম জিয়া লালঘরে মানে বিএনপিই লালঘরে। বেগম জিয়াকে বাসায় যেতে দেয়ার দরকার, কিন্তু কোনভাবেই শাস্তি মওকুফ করা ঠিক হবে না; বরং, আপীলে উনাকে ১০ বছর দেয়াই ঠিক হবে।

'৬ দফা' কথাটি বাংগালীদের জন্য একটি ঐতিহাসিক স্মৃতি, ইহা কেহ ব্যবহার করা উচিত নয়; কিন্তু বিএনপি'র চিল-কাউয়াগুলো ভেবেচিন্তে এর থেকে ভালো কিছু বের করতে পারেনি, তারা আগামী নির্বাচন নিয়ে সরকারের কাছে বাতাসের ঠিকানায় '৬ দফা' পেশ করেছে। বিএনপি'র ৬ দফার নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেছেন, "বিএনপি'কে নির্বাচনে ডেকে আনা হবে না, নির্বাচনে অংশ নিতে বাধাও দেয়া হবে না"; তিনি যা বলেছেন, তা যদি মেনে চলেন, সেটা হবে সুন্দর পলিসি; কিন্তু তিনি যা বলেন, ঠিক সেভাবে করেছেন বলে ইতিহাস নেই!

বিএনপি নিজেও জানে যে, ৬ দফার প্রথম দফাও পুর্ণ হবে না; বর্তমান সরকার কোন অবস্হায় বেগম জিয়ার শাস্তি মওকুফ করবে না; ফলে, বিএনপি যদি তাদের দাবীতে অটল থাকে, এারের ভোটও আগের ভোটের মতো হবে। তবে, শেখ হাসিনার জন্য খারাপ সংবাদ হলো, বিএনপি এখন পানির থেকেও তরল, উহা কখন কি আকার ধারণ করবে স্বয়ং ড: এমাজুদ্দিন সাহবেও জানেন না।

আগামী নির্বাচন সম্পর্কে শেখ হাসিনা বলেছেন, "জনগণ চাইলে আছি, না হয় নেই"; এখানে উনার কথা পরিস্কার নয়; কারণ, জনগণ সন্দেহ করছেন যে, তিনি নির্বাচনে জয়ী হবেন; কিন্তু কেহ জানেন না, আসলে তিনি কিভাবে জয়ী হবেন, এটা ধুম্রজাল। গতবার,বিএনপি ভোটে অংশ গ্রহন না করাতে তিনি সহজে জয়ী হয়েছেন; এবার কি হবে?

আগামী নির্বাচন সম্পর্কে শেখ হাসিনাকে পরিস্কার হওয়া উচিত: উনার জন্য একটা পথ হচ্ছে, 'ফেয়ার প্রার্থী ও ফেয়ার ভোট দিয়ে' জয়ী হওয়া; সবচেয়ে বড় দল হিসেবে এটাই উনার জন্য সঠিক পথ। আর যদি এই ধরণের ব্যবস্হার উপর উনার আস্হা না থাকে, তা'হলে বলা উচিত যে, নির্বাচনের সময় দেশে কোন ধরণের গন্ডগোল হবে না, মানুষের ক্ষতি হবে না, সবকিছু শক্তহাতে ধরে রাখা হবে; কিন্তু তিনি জয়ী হবেন। এটা ঠিক যে, তিনি যখন মানুষের জন্য তেমন কিছু করেননি, সেখানে বিএনপি জিতলে নতুন কিছু হবার সম্ভাবনা নেই, বরং বিপদ হবে, জামাত-শিবির দেশকে অস্হিতিশীল করে তুলবে।

মন্তব্য ৫৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: আমরা সাধারণত সুশিক্ষা, অশিক্ষা, কুশিক্ষা, সম্পর্কে জানি কিন্তু বেগম জিয়া ও তার দল বিএনপি বারংবার প্রমাণ করেন যে দেশে বিএনপি দলের আরেকটি শিক্ষা আছে তার নাম “বশিক্ষা” বশিক্ষা হচ্ছে ব কলম শিক্ষা !!! !!!

- কথাটি বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি ।।


১৫ অগাষ্ট নিয়ে বিতর্কিত জন্মদিন পালন করেছেন বছরের পর বছর বেগম খালেদা জিয়া - বশিক্ষা !!!
৬ দফা আন্দোলোনের দরপত্র আহবান করেছেন - বশিক্ষা !!!


০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


কিছু ব্যাপারে সামান্য হলেও বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়; ওদের দাবীগুলোকে ৫, ৭, ৮ যেকোন দফায় পরিণত করা যায়; কিন্তু আবর্জনাকে ৬ দফায় পরিণত করতেই হবে!

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: বিএনপি ও বেগম জিয়া সহ তার সুযোগ্য সন্তান তারেক জিয়া সম্পর্কে আমি বলি: -


বিএনপি, বেগম জিয়া, তারেক
ফিরে তাকাও বার এক, তোমদের কি বলি শুনো
তোমরা ঊম্মাদ, মাতাল, পাড় মাতাল
তোমাদের একমাত্র জায়গা হাসপাতাল !!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


তারেকের ঝুলার সম্ভাবনা আছে

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২

মাহমুদুর রহমান বলেছেন: এসবের জন্য বিএনপি নিজেই দ্বায়ী।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র জন্ম দেয়া হয়েছিল, বাংগালী জাতিকে ধ্বংস করার জন্য, সেটাই ঘটায়েছে পাকীরা ও সিআইএ মিলে।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

লায়নহার্ট বলেছেন: {আওয়ামীলীগ আরো পাঁচ বছর রুল করলে কেমন হয়?}

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


এখন যেভাবে দেশ চালাচ্ছে, এভাবে দেশ আরো ৫ ছর চালালে দেশ সোমালিয়ার পথে রওয়ানা দেবে।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২

বলেছেন: BAL & BNP একই মুদ্রার দুটি অংশ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


২টি একই রকম রাজনীতি করছে; তবে ২টি এখনও এক নয়; আওয়ামী লীগ গঠন করেছিলেন ততকালীন বুদ্ধিমান বাংগালীরা, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য; বিএনপি গঠনে পাকিস্তান, সিআইএ ও বাংলাদেশ-বিরোধী বাংগালীদের হাত ছিলো, ইহার উদ্দেশ্য ছিলো জাতিকে বিপথে নেয়া।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন: বিএন‌পি এখন আর কোন দ‌লের নাম নয়।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


এই অবস্হায় এটা বিলুপ্তি ঘটানোর দরকার ছিলো; কিন্তু শেখ হাসিনা উহাকে লালন পালন করছে।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ ঠাকুর মাহমুদ - আপনার প্রিয় নেত্রী ডাঃ দীপু মনি, পর্যটক পররাষ্ট্রমন্ত্রী (2009-2013) হিসাবে সুযোগ পেয়ে সাড়ে চার বছরে মাত্র (!) 187 বার বিভিন্ন দেশে 600 দিন ভ্রমণ করে করেছেন। (সূত্র: Wikipedia) । বলেন , আলহামদুলিল্লাহ ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


দীপুমনি ফাউল

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বর্তমান ব্যবস্থায় আবারও শেখ হাসিনা আসতে যাচ্ছেন। আর গন্ডগোল হওয়ারও সম্ভাবনা তেমন নেই। তারেক দেশে আসলে কিছুটা চাঙ্গা হতে পারে দল। এছাড়া এই দল নিয়ে ভোটে গেলেই হারবে...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমার মতে, তারেকের ভবিষ্যত নেই; আওয়ামী লীগ ও মিলিটারীর ভয়ে সে দেশে আসবে না।

ড: মইন খানকে সভাপতি করে, ড: খোন্দকার মোশারফ, মওদুদ, আমান উল্লা আমানদের বাদ দিয়ে দল করলে, বিএনপি রাজনীতি করতে পারবে, না হয়, আশা নেই।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

নাজিম সৌরভ বলেছেন: শাহবাগে নবীন প্রজন্মের যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল তার ধারা অক্ষুণ্ণ রাখা উচিত ছিল। নতুন প্রজন্ম নতুন রাজনৈতিক দল নিয়ে এগিয়ে আসলে ভালো হত। আমরা একটি শক্তিশালি বিরোধী দল পেতাম

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


ওখানে যেটা ঘটেছিলো, সেটাও একটা ষড়যন্ত্রের অংশ; ফলে, উহা টিকার সম্ভাবনা ছিলো না।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: সুন্দর বিশ্লেষণ। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:



বুঝার চেষ্টা করছি, শেখ হাসিনা কি করছেন বুঝা বেশ মুশকিল; তিনি জাতির কাছে কিছু পরিস্কার করছেন না।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ স্বপ্নীল ফিরোজ- জনাব, বিএনপি এখন কোনো দলের নাম নয় ? আসুন কিছু তথ্য দেই আপনাকে । 2018 সালের গাজীপুর,বরিশাল,রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল দেখি (ভোটচুরি,কেন্দ্র দখল,জাল ভোট এসব বিষয় এড়িয়ে যাব) ।

1. গাজীপুর - আওয়ামী লীগ ভোট পেয়েছে -4,00,010,
আর BNP পেয়েছে - 1,97,611 ,
জয়ী - আওয়ামী লীগ প্রার্থী ।

2. রাজশাহী - আওয়ামী লীগ ভোট পেয়েছে- 1,66,394,
আর BNP পেয়েছে - 78,493 ,
জয়ী- আওয়ামী লীগ প্রার্থী ।

3. বরিশাল - আওয়ামী লীগ ভোট পেয়েছে- 1,09,803 ,
আর BNP পেয়েছে - 13,041 ।
জয়ী- আওয়ামী লীগ প্রার্থী ।

4. সিলেট - আওয়ামী লীগভোট পেয়েছে - 86,870 ,
আর BNP পেয়েছে - 90,496 ,
জয়ী - BNP প্রার্থী ।

চার সিটি কর্পোরেশন নির্বাচনে -

আওয়ামী লীগের সর্বমোট প্রাপ্ত ভোট - 7,63,077,
BNP-র সর্বমোট প্রাপ্ত ভোট- 3,79,640 ।

এই 3,79,640 জন ভোটারকে আপনার মানুষ মনে হয় না ?
ব্লগে যখন কমেন্ট করবেন, তখন একটু পড়াশোনা করে নিবেন। অজ্ঞ-মূর্খের মত কমেন্ট করবেন না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালের পর থেকে যারা বিএনপি'কে ভোট দিয়ে আসছে, তারা জাতীকে ডুায়েছে, নিজেরা ডুবেছে।

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

নূর আলম হিরণ বলেছেন: আওমীলীগ মনে করে বড় বড় ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার করে দিলে মানুষের ভাগ্য ফিরে যাবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



এগুলো আওয়ামী লীগের ব্যবসায়ীদের প্রজেক্ট, এগুলো পেছেন যে পরিমাণ টাকা খরচ হচ্ছে, মানুষ সেই পরিমাণ উপকৃত হচ্ছে না; ফলে, ক্যাপিটেল কমে যাচ্ছে, বেকার সমস্যা প্রকট হচ্ছে

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপ‌নি খুব সুন্দর লি‌খেন। শুভ কামনা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমার লেখা লজিক্যালী ও সিমানটিক্যালী সঠিক কিনা, সেটার উপর মতামত দরকার।

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: সে যে মন্বন্তর, মৃত্যুর দূত, অপঘাত, মহামারী-
মানুষ তবু সে, তার চেয়ে বড় – সে যে নারী!

এটা আমার প্রাথমিক মন্তব্য। আমি আবার আসবো সিরিয়াস মন্তব্য নিয়ে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:



সিরিয়াস হয়ে যাবেন না, মানুষ হাসিখুশী মানুষকে বেশী পছন্দ করেন।

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

ব্লু হোয়েল বলেছেন: চোখ বন্ধ থাকলে যদি দৃষ্টি শক্তি সেভ হত তাহলে সবাই চোখ বন্ধ করে থাকত ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



রাজনৈতিক ঘটনাপ্রবাহ কঠিন, উহাকে এনালাইসিস করে বুঝতে হবে; চোখের দেখা ঠিক আছে, তবে সেটাই শেষ কিছু নয়।

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন: অনল চৌধুরী ভাই বলেছেন: কালকের বাংলাদেশ প্রতিদিনর (০৩/০৯/২০১৮) প্রথম পাতায় জেনারেল (অব:) শফিউল্লাহ ভয়ংকর অভিযোগ করেছেন। এব্যাপারে প্রতিবাদ জানিয়ে কিছু লিখছেন না কেনো?



http://www.ebdpratidin.com/arc/archive/2018-09-03

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


জেনারেল শফি উল্লাহ সাহেব দেশের মুক্তিযুদ্ধের সফল সৈনিক; পরে তিনি সেনাাহিনীকে সঠিকভাবে সাজাননি

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ : আপনার অদ্ভুৎ প্রশ্ন পড়ে মনে হতে পারে আপনি কি বাংলা সিনেমা বেশী দেখেন? ডাক্তার দীপু মনি আমার প্রিয় নেত্রী তিনি পররাষ্ট্রমন্ত্রী তিনিতো প্রবাসেই বেশী থাকবেন তার কাজই পরবাস/প্রবাস নিয়ে আর স্বাস্থ্য মন্ত্রী থাকবেন হাসপাতালে হাসপাতালে, সড়ক মন্ত্রী থাকবেন সড়কে !!! কোনো সন্দেহ ???

দুঃখিত “আলহামদুল্লিাহ বলা গেলো না, কারণ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ ও ব্যাক্ষা আপনার জানা নাই” ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


দীপুমনিকে কোন প্রাইমারী স্কুলের হেডমিষ্ট্রেস অবধি করলে ঠিক হতো

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো বলেছেন ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, দেশে অস্হিরতা অনেক বাড়বে

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এটা ঠিক যে, তিনি যখন মানুষের জন্য তেমন কিছু করেননি, সেখানে বিএনপি জিতলে নতুন কিছু হবার সম্ভাবনা নেই, বরং বিপদ হবে, জামাত-শিবির দেশকে অস্হিতিশীল করে তুলবে।
বক্ত্যবে ৬০% সহমত,
তবে শক্ত বিরোধী দল না থাকলে,
গনতন্ত্র আরও বিপন্ন হবে, দূর্নীতি উন্নয়ন খেয়ে ফেলবে
নব্য নব্য স্বৈরাচার জন্ম নেবে ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:



বিএনপি কিংবা আওয়ামী লীগ যখন বিরোধীদলে থাকে, তারা হরতাল কে, রেললাইন তুলে ফেলে; কিন্তু সংসদে যায় না।

২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ততদিনে পদ্মা ,মেঘনা, যমুনায় অনেক রক্তর স্রোত বয়ে গেছে
পদ্মা ,মেঘনা, যমুনায় এখন অনেক ঘড়বাড়ী, গাছ=আগাছা
চাইলেই উপড়ে ফেলা যায় না।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
'৯৬ তে তিনি পরিপূর্ণ ভাবে রাজনীতি,
সমাজনীতি বুঝে উঠতে পারেন নাই
সময় মানুষ কে বদলে দেয়!
এখন তিনি অনেক অভিজ্ঞ ,
অনেক ডকসাইট নেতাকে শাস্তি দিয়েছেন নীরবে,
এমন কি প্রশাসনের কেউ কেউ ভালো কাজ করে একসময়ে পুরস্কৃত
তবে পরে দূর্ণীতিতে জড়ায়ে পরার জন্য তিনি তাদের তিরস্কৃত করেছেন !!
একা শুদ্ধি অভিযান করলে তো হবে না,
আমাদের নৈতিক চরিত্র ও সততা , দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে !!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা মানুষকে সাথে নেননি, সেজন্য তিনি বেশী কিছু করতে পারেননি; তিনি এখনো মানুষের গুরুত্ব বুঝতে পারছেন না

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


কমেন্টে ছবি দিলে, কম্পুটারের মেমোরি স্পেস খরচ হয়

২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

চিটাগং এক্সপ্রেস বলেছেন: সেনাগর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক দলের কেমন পরিণতি হয় সেটা বিএনপি আর জাতীয় পার্টিকে দেখলে বোঝা যায় ।
হাসিনা নির্বাচনের পর শক্ত হাতে দলীয় ক্রিমিনালদের দমন করবে বলে মনে হচ্ছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


নির্বাচনের পরে কি করবেন, সেটা দিয়ে মানুষ কি করবেন? মানুষের মাঝে এখন আশার সন্চার করার দরকার।

২২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

চিটাগং এক্সপ্রেস বলেছেন: মানুষ কি এখন খুব বেশি হতাশাগ্রস্থ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


মানুষ ও সরকারের মাঝে আস্হা গড়ে উঠেনি, স্বাধীনতার পক্ষের বাংগালীরাও অনিশ্চয়তার মাঝে বাস করছেন, তাদের সামনে সরকারের কোন রোডম্যাপ নেই।

২৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:

কথা দেয়ার পরও বি চৌধুরীর নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্টে যোগ দিলেন না ড. কামাল হোসেনের গণফোরাম।
(কোইথ থাইকা নাকি আশা পাইছেন বিম্পিতে যুগ দিলে তারে পেরধানমুন্তী বানাইবো)

কিন্তু ঢিলা বিম্পি লন্ডনের ফুন আর আশে না। তবুও উনি আশায়!
তাই মিটিংয়ে দায়সারা বলা - পৃথক অবস্থানে থেকেই তিনি যুক্তফ্রন্টের সঙ্গে 'জাতীয় ঐক্য'!

এই কারনে মিটিংয়ের ভেতরই মান্নার হাতে - গালাগালি ... হাতাহাতির পর্যায়ে .. প্রায় থাবর খাইতে গেছিল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


ক্লাউনদের চিড়িয়াখানা

২৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭

চিটাগং এক্সপ্রেস বলেছেন: সরকারের ভিশন ২০৪১। এই রোডম্যাপ কি গ্রহণযোগ্য নয়?
স্বাধীনতার বিপক্ষে কত শতাংশ বাংলাদেশী আছে বলে আপনার মনে হয়?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


জয় টয় মিলে, বাংগালীদের ইডিয়ট ভাবছে, মনেঝয়; ২০৪১ সাল অবধি শেখ হাসিনা টিকবেন? আওয়ামী লীগ এখন যাদের নিয়ে গঠিত, শেখ হাসিনা না থাকলে, এদের ১ পয়সা দাম আছে? কে শুনবে হানিফ, ড: হাছান, মায়া, নাসিমদের কথা? এদেরকে কেহ মানুষ মনে করে?

রোডম্যাপ দেয়ার দরকার ছিলো ২০১৬-২০১৮ সালের জন্য, সেটা হয়নি; এখন দরকার, ২০১৮-২০২০ সালের জন্য।

২৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

চিটাগং এক্সপ্রেস বলেছেন: হাসিনা না টিকলেও আওয়ামীলীগ টিকবে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা না থাকলে, মাহবুবুল হানিফ, ড: হাছান, মেনন, ইনুরা পালিয়ে যাবার সম্ভাবনা আছে; এদের উপর মানুষের আস্হা নেই; এদের বুদ্ধিমত্তা লিলিপুটিয়ান লেভেলের।

২৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫

চিটাগং এক্সপ্রেস বলেছেন: এরা পালিয়ে গেলেও আওয়ামীলীগের কোন ক্ষতি হবে না। তৃণমূলের উপর ভর করে দাঁড়িয়ে থাকবে সবসময়

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



১৯৭৫ সালের পর, ২১ বছর তৃণমুলের উপর ঘাস জন্মছে

২৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার বিশ্লেষণ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


এটা এখন জাতির ডেফিনেশনে পড়ে না

২৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯

চিটাগং এক্সপ্রেস বলেছেন: সত্তর আর আশির দশকের বিশ্বরাজনীতির প্রেক্ষাপটও আপনার বিবেচনা রাখা উচিত

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০২

চাঁদগাজী বলেছেন:


সত্তুরের বড় ঘটনা, ছাত্রলীগ নেতা শেখ সাহেবের দক্ষতা ধরা খেয়েছে; ৮০ হলো বিশ্বাসঘাটক কেন্টনমেন্টের রাজত্বকাল।

২৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

গিলগামেশের দরবার বলেছেন: বিএনপির দিনকাল ভালো যাচ্ছে না। বৈঠাবিহীন নৌকার মত পথ জানা থাকলেও অভিষ্ঠ লক্ষ্যে তারা যেতে পারছে না এবং পারবেও না। খালেদা জিয়াকে জেলে পুরে আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে মাস্টার ট্রাম করেছে। কিন্তু নির্বাচন কমিশন ২০১৮ তে ফেয়ার নির্বাচন দিতে পারবে বলে মনে হয় না, যেটা খুবই দরকার ছিল। বিএনপি তার বর্তমান মেনুফেস্টো নিয়ে আগালে, সরকার গঠনের স্বপ্ন্ব মেন্ডিট হারাবে। যাই হোক একটা কোট দিই, " বিএনপি ক্ষমতায় আসলে দেশে ১ লক্ষ মানুষ মারা যাবে"- এটা বাংলাদেশ সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী বলেছেন।

এই কারনেই বর্তমান সরকারদলীয় কোরাম; ফেয়ার প্রার্থী দিবে কিন্তু ফেয়ার ইলেকশন দিবে না।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বিএনপি-জামাতকে মাঠে রেখে ভোট করাই ঠিক হচ্ছে না; উনার উচিত ছিলো, বিএনপি জামাতকে ভোটের বাইরে রেখে, সাধারণ মানুষের থেকে ১৪৯ জন প্রার্থী ও উনার দল থেকে ১৫১ জন প্রার্থী দিয়ে 'ফেয়ার ইলেকশান' দেয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.