নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা বিএনপি-জামাতের ভয়ে কি \'ফেয়ার ভোট\' দিচ্ছেন না?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯



বিএনপি-জামাতের বিজয় কি উনার কাছে ভয়ের ব্যাপার? যদি আসলে উহা উনার কাছে ভয়ের ব্যাপার হয়ে থাকে, উনাকে তাহা নিয়ে ভাবতে হবে; যাকে ভয়, তাকে কেন জয়ী হতে দেয়া হবে? বিএনপি-জামাত কি ভয়ের মত কিছু করেছে অতীতে? যাকে কেহ ভয় করে, তাকে আদৌ জয়ী হতে দেওয়া কি সঠিক? বিএনপি-জামাতকে ভয় পাবার মতো কারণ আছে কিনা শেখ হাসিনার, নাকি ভয়ের ভান করে ক্ষমতা দখলে রাখার পঁয়তারা?

শেখ হাসিনার কথা বাদ, জামাতকে ভয় পায় না, এমন কোন বাংগালী আছে কিনা এই বিশ্বে? যেই বাংগালী জামাতকে ভয় পায় না, সে বাংগালী নন, সে নিজেই জামা্তের অংশ; আসলে, প্রত্যকে জামাতী আলাদাভাবে জামাতকে ভয় পাবারই কথা।

গ্রেনেড মেরে শেখ হাসিনাকে হত্যা করার প্রচেষ্টা করার পর, সেটার আসামী যদি "জর্জমিয়া" হয়ে থাকে, সেই সরকারের লোকদের পুনরায় সরকারে আসতে দেয়া কি নিরাপদ? যারা নিরাপদ মনে করেন, শেখ হাসিনা কি তাদের সাথে থাকার কথা? বিশেষ করে শেখ হাসিনা যখন এই মহুর্তে ক্ষমতায় আছে?

ধরা যাক শেখ সাহেব আজীবনের জন্য প্রেসিডেন্ট হয়ে যাচ্ছিলেন, দেশে ধর্মনিরপেক্ষ শাসনতন্ত্র চালু করেছিলেন, মানুষের আশানুযায়ী দক্ষতা উনি দেখাননি, সেজন্য উনাকে হত্যা করেছে সামান্য কয়েকজন সেনা-অফিসার; এই হত্যাকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট করে আসছে, শেখ হাসিনা তাদেরকে কি বিজয়ী হতে দিতে বাধ্য?

শেখ হাসিনা নাগরিকদের কাছে দায়ী, খুনীদের কাছে কোনভাবে দায়বদ্ধ থাকার কথা নয়। শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখার প্রচেষ্টার ফলে, মানুষ যদি লাভবান হতো, শেখ হাসিনাকে এখন ভোট নিয়ে ভাবতে হতো না; তিনি নিজের প্রাণ রক্ষার জন্যই যদি ক্ষমতা ধরে রাখতে চান, তা'হলে মানুষের জন্য কাজ করার দরকার ছিলো।

শেখ সাহেবকে যে সব কারণে হত্যা করা হয়েছে, সেইসব কারণেই কি তাজুদ্দিন সাহেবকে হত্যা করা হয়েছিল? তাজুদ্দিন সাহেব কি শেখ সাহেবর মতো একই কাজগুলো করেছিলো? উনাকে হত্যা করায় কি প্রমাণিত হয়? যে দল তাজুদ্দিন সাহেবের হত্যার বিচার চায়নি, তাদেরকে 'ফেয়ার ভোট' দেয়ার কোন কারণ থাকতে পারে? বাংগালীরা যদি শুধু তাজুদ্দিন সাহেরবের প্রতি কৃতজ্ঞ থাকে, তা'হলে বিএনপি-জামাত কখনো ভোট পাবে না, আওয়ামী লীগও ভোট পাবে না।

শেখ হাসিনা নিশ্চয় ড: কামাল, ড: আলী আকবর খান, ড: ইউনুস, ডা: জাফর উল্লাহ, মেজর রফিকদের মতো লোকদের ভয় পান না; তাদের নিয়ে 'ফেয়ার ভোট' করলেই পারেন।

মন্তব্য ৫৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

অনল চৌধুরী বলেছেন: ভোট হলে আবার বিএনপি-জামতিরা অাসতে পারে।
অাবার তারেক,ফালু,অাব্বাস,সাদেক,অামান,হারিস,মোশাররফরা এস দুর্নীতি,সন্ত্রাস,লুটপাট,২১ আগষ্টের মতো গ্রেনেড হামলা ঘটাবে।
এদেশের মূর্খ,লোভী,স্বার্থপর,নীতি অার দেশপ্রেমহীন নির্বোধ,জনগণের তো এই পরিণতিই প্রাপ্য।
হয় সালমান চক্রের লুটপাট,না হলে এই চক্রের।
যেমন দেশের মানুষ,তেমনই উপযুক্ত তাদের নেতা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা অনেক সময় পেয়েছেন, জাতি উনার কাছে কিছু চায়নি; সালমান রহমান, কর্ণেল ফারুক, বসুন্ধরা, ওরিয়ন, আলম ব্রাদার্সরা সব দখল করে নিয়েছে; এখন তারা ভোট দেক।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৫ নং প্যারাতেই জবাব দিয়ে দিয়েছেন।
আর বাকী গুলো শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছা। ব্যক্তিগত ইচ্ছা দিয়ে দেশ ও সংবিধান চলতে পারে না। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি বিএনপি-জামায়াতকে চায় তাহলে কারো অধিকার নেই সেটা দাবায়া রাখার...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:



কমনসেন্স অনুযায়ী বিএনপি-জামাত ও জাপা মনে হয় রাজনৈতিক দল নয়।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: শেখ হাসিনা নিশ্চয় ড: কামাল, ড: আলী আকবর খান, ড: ইউনুস, ডা: জাফর উল্লাহ, মেজর রফিকদের মতো লোকদের ভয় পান না; তাদের নিয়ে 'ফেয়ার ভোট' করলেই পারেন।
সহমত।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


যারা মানুষ মারে না, তাদের নিয়ে ভোট করার দরকার।
যারা ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ হত্যার সাথে জড়িত, যারা তাজুদ্দিনকে মেরেছে, যারা শেখ হাসিনার মাকে মেরেছে, যারা গ্রেনেড মারে, তাদেরকে ভোটে আসতে দেয়ার কি দরকার?

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

এটম২০০০ বলেছেন: নিরপেক্ষ নির্বাচন আওয়ামী লীগের জন্য হারাম

মতিনুজ্জামান মিটু : মুসলমানদের জন্য যেমন শূকর তেমনই আওয়ামী লীগের জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হারাম।পরম প্রিয়বন্ধু ভারতের কুটনীতিকের আগাম লেখা থেকেই অপ্রিয় এই কথাটি উঠে এসেছে। বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী দক্ষিণ এশিয়া ভিত্তিক একটি প্রত্রিকায় লিখেছেন, ক্রমেই এমন অভিমত জোরালো হচ্ছে যে, ‘নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ লজ্জাজনক সংখ্যালঘুতে পরিণত হবে।’ অনেকে বিশ্বাস করেন, শেখ হাসিনা নির্বাচন ‘ম্যানেজ’ করবেন। নির্বাচন সামনে নিয়ে আওয়ামী লীগের বন্ধুরাষ্ট্র ভারতের এই কুটনীতিকের এ লেখায় অনেকটাই আল্লাদিত হয়েছেন বিএনপিসহ প্রতিপক্ষ মহল। তাদের পত্রপত্রিকায় লেখাটি ফলাও করে ছাপাও হয়েছে। তবে আওয়ামী লীগ এতে নাখোশ হয়েছে কিনা তা জানা যায়নি।

এদিকে স্বাভাবিকভাবেই ভারতীয় কুটনীতিকের এই লেখা নিয়ে অভিজ্ঞ মহলে নানা ভাবনার উদয় হয়েছে।তাদের প্রশ্ন নির্বাচনের ঠিক আগ মূহুর্তে ওই ধরনের লেখা প্রকাশ করা বন্ধু রাষ্ট্রের কুটনীতিকের পক্ষে ঠিক হয়েছে কিনা? বা ওই লেখার মধ্যে দিয়ে অভিজ্ঞ ওই কুটনীতিক কাকে কি সিগনাল দিয়েছেন? যা হোক লেখাটি ঠিক লেখার জন্যই নয়। লেখাটির মধ্য দিয়ে ইঙ্গিতে হুঁশিয়ার করা হয়েছে এবং কি করতে হবে তার নির্দেশনাও দেয়া হয়েছে।



বর্তমানের বাস্তবতায় ওসব নিরপেক্ষতাকে বরণ করা হবে অনেকটাই আত্মঘাতি। এক্ষেত্রে ম্যানেজ করাই হবে কার্যকর পথ। সবচেয়ে কাছের বন্ধু রাষ্ট্রের অভিজ্ঞ এই কুটনীতিকের লেখাকে গুরুত্ব দেয়া ছাড়া আর কোনো বিকল্প পথ আছে কিনা তা এক মাত্র আওয়ামী লীগ প্রধানই জানেন। জেনেশুনে কেউ এমন আত্মহননের পথে যাবেন এমন ভাবনা মাথায় না আসাই ভাল।
পিনাকের লেখা অনুযায়ি ম্যানেজ করাকে দক্ষিণ এশিয়ায় নির্বাচনী জালিয়াতি বলা হয়। যেমন করে ফুটবল খেলায় গোলের জন্য ফাউলের পথ বেছে নেওয়া হয়, তেমনই ক্ষমতার জন্য ম্যানেজ করাও জালিয়াতি নয়, যদি না পড়ে ধরা।

যা হোক হারামতো আর খাওয়া যায়না। তাই পিনাকের লেখা প্রকাশের অনেক আগেই বাস্তবতা অনুধাবন করে চলছে ম্যানেজের নানা প্রক্রিয়া।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


পিনাক মিনাক বাংালীদের বুঝে বলে আপনার ধারণা? ভারতীয়দের সাথে বাংগালীদের তেমন মিল নেই।

শেখ হাসিনা দেশের সরকারের ভুমিকাই ভুলে গেছেন; ৫ বছর পরপর যে ভোট হয়, ভোট এলে উনি টের পান।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার অনেক অবস্থানের মধ্যে এ যাবৎ দুইটি অবস্থানকে সমর্থন করতে পারছি না -
১. বঙ্গবন্ধু হত্যাকান্ডে দায়িত্ব পালনে ব্যর্থতার পরও শফিউল্লাহকে সমর্থন...
২. গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হওয়ার উপায় না থাকার পরও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাওয়া...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


শফি উল্লার স্হানে জেনারেল জিয়া আসলো কি করে?

শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে মেরে কেহ এই দেশে রাজনীতি করার অনুমতি পাবে কেন?

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮

সুমন আরাব বলেছেন: dui tar aktakeo amr posondo hoy na like as akta ex gf arek ta new gf

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:



২ জনের ব্যাকগ্রাউন্ড এক নয়, ২ জন একই কারণে রাজনীতিতে আসেনি। একজন ১টি ঐতিহাসিক রাজনৈতিক দল দখল করেছে, অন্যজন একটা বেআইনী দল দখল করেছে।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪

কানিজ রিনা বলেছেন: নিরপেক্ষ ভোট হলে বিএনপি সংগরিষ্ঠ
সরকার হবে। আওয়ামী যদি জাতীয়পার্টি
নিয়ে দেশ চালায় বিএনপি জামাতের
সাথে চালাবে এটাতো নতুন কিছু না।
তবে বিএনপি ক্ষমতায় গেলে জামাত
বিলুপ্ত হবে বলে আশা করা যায়।
জামায়াত বিএপির উপর আশা রাখেনা।
বরঞ্চ জামায়াতের লোক আওয়ামীতে
এখন বেশী বিশ্বাসী। বুঝে দেখুন
দেলওয়ার হোসেন সাইদীর কিন্তু ফাঁসী
হয়নাই।
আর যতই বলুন সফি আওয়ামীতে
বিশ্বাস করে আসলে তা না।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


শেখ ও তাজুদ্দিন সাহেবকে মেরে যেই পার্টি করা হয়েছে, উহাকে শেখ হাসিনা ভোটে আসতে দিচ্ছে কোন দু:খে? দেশে কি ভালো মানুষের অভাব আছে?

জামাত বিএনপি চালায়, নাকি বিএনপি জামাত চালায়?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া শেষের বছরগুলো জামাতের উপর নির্ভরশীল ছিলো।

উনি জানতেন যে, রিজভী সাহেব ২ ঘন্টার "অনশন" দেবে।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

চিটাগং এক্সপ্রেস বলেছেন: এবার অনেকটা হেসে খেলেই হাসিনা জিতবেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:


তবে, জাতি অগণতান্ত্রিক দেশে বাস করে নৈরাজ্যবাদী হয়ে যাচ্ছে; নৈরাজ্যবাদ হলো হতাশা ও ক্রিাইমের জনক; পুলিশ, ডিএ, মিলিটারী অফিসারেরা, ব্যুরোক্রেটরা ও স্বয়ং প্রশাসন ক্রিমিনালদের বাসস্হানে পরিণত হচ্ছে।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১. আপনি কি সংবিধান পড়েছেন? সেটা বুঝেছেন??

ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতাঃ
১২। ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য
ক) সর্ব প্রকার সাম্প্রদায়িকতা,
(খ) রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান,
(গ) রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার,
(ঘ) কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন,
...বিলোপ করা হইবে।
১২(খ) অনুযায়ী জাশি রাজনীতি করার অযোগ্য। সেটা কি জানা আছে হে কানাবগী? ;)





শেখ হাসিনা বিএনপি-জামাতের ভয়ে কি 'ফেয়ার ভোট' দিচ্ছেন না?
হ্যাঁ। কারণ, এদেশে নিজের ভালো কাজের জন্য জেতে না। তারা জেতে, অন্যের আকাম কুকামের গুণগান করে। ;)

শেখ হাসিনার কথা বাদ, জামাতকে ভয় পায় না, এমন কোন বাংগালী আছে কিনা এই বিশ্বে? যেই বাংগালী জামাতকে ভয় পায় না, সে বাংগালী নন, সে নিজেই জামা্তের অংশ; আসলে, প্রত্যকে জামাতী আলাদাভাবে জামাতকে ভয় পাবারই কথা।
. আমি তো ভয় পায় না। কোন সমস্যা? :D
গাজী সাবের যুদ্ধকরা নিয়ে আমার বিস্তর সন্দেহ আছে। মুক্তিযোদ্ধারা এত লুজ না যে, জামাতকে ভয় পাববে।।:D
আবস্য, প্রত্যকে জামাতী আলাদাভাবে জামাতকে ভয় পাবারই কথা।
গুরু মারা বিদ্যে ঠিকমত জানা আছে তো গাজী???;)




[আমার কমেন্টের প্রতিউত্তর করার মত ঘিলু চাঁদগাজীর নেই। তাঁরছেড়া ম্যাওপ্যাও টাইপ প্রতিউত্তর না করলেই আমি খুশি হব।]

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:



সংবিধান কাজে লাাগানো হয় ভোট করার জন্য।

ড: কামাল যা লিখেছেন, এতে নাগরিক অধিকার নেই।

শেখ হাসিনার উচিত, ভালো মানুষদের নিয়ে "ফেয়ার ভোট" দেয়া; বিএনপি, জামাত ও জাপাকে বিশ্রামে রাখার দরকার।

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কি ধারণা শেখ হাসিনা দেশ জনগণের জন্য কিছুই করেননি এই দশ বছরে?!!

উত্তর তো আপনিই দিবেন যদি দশ বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের মধ্যে তফাৎ একটু কষ্ট করে খোঁজে দেখেন তো।
আমাকে বলবেন কি, শেখ হাসিনা বাংলাদেশের কোন সেক্টরে দশবছর আগের অবস্থান থেকে পিছিয়ে গেছেন? অথবা বিগত সরকার গুলোর চেয়ে তুলনামূলক এগিয়ে নেয়ার হিসেবটা যদি দেখেন।

আমরা রাতারাতি উন্নতির শিখরে পৌঁছে যাবো এমন তো নয়, নাকি এমনই?

দুর্নীতি দুর্নীতিবাজ সবসময় ছিল, এখনো আছে বৈকি, তবে প্রতিটি সেক্টরে বাংলাদেশ উন্নতি হয়েছে তা আপনি আমি অস্বীকার করলেই আড়াল হয়ে যাবেনা শ্রদ্ধেয়। ওই পাকিস্তানি কামাল আর পল্টিবাজ মান্না বদরুদদের বিশ্বাস করতে বলছেন? এও কি সম্ভব কখনো বাংলাদেশের মানুষদের কাছে!!!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:



উনি ১৭ কোটীকে যা দিয়েছেন, একা বসুন্ধরা, খুলনা পাওয়ার, আলম ব্রাদার্ষ ও সালমান রহমানকে তার ১০০০ গুণ বেশী সুযোগ দিয়েছেন; সরকারী কর্মচারীরা দরকারের বেশী বেতন ও সুযোগ পাওয়ায়, নতুন গ্রেজুয়েটরা বেকার।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:


উনার উচিত "ফেয়ার ইলেকশান" দেয়া; ড: কামাল, ড: আলী আকবরেরা মানুষ মারবে না; এদের নিয়ে উনি ফেয়ার ইলেকশান দিতে পারেন।

কিন্তু ড: মোশারফ, আমান উল্লাহ আমান, মওদুদরা জামাতের সাথে মিলে মানুষ মারবে।

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আইছে ল্যাদাইতে রাজনৈতিক বিশ্লেষক !!
'ফেয়ার ভোট' হবেনা এমন গুজব কোথা
থেকে শুনলেন? বিদেশে থেকে বড় .....ছিড়তে
পারেন। দেশে আসুন পরামর্শ দিন!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


এগুলো এখনো ঘটেনি, এগুলো নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে, দেশের অবস্হা বুঝার জন্য; এগুলো আপনার জন্য সোজা কিছু নয়।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নীচ থেকে উপরের দিকে যেতে ৩ নম্বর প্যারাটা খুব ভালো লিখেছেন।

বাঙ্গালিরা যদি শুধু তাজুদ্দিন সাহেবের কাছে কৃতজ্ঞ থাকে তাহলে জামাত বিএনপি ভোট পাবে না, আওয়ামী লীগও পাবে না। তাহলে কে পাবে?

একটা ফেয়ার ইলেকশন হলো সাংবিধানিক বাধ্যবাধকতা। শেখ হাসিনা এটা দিতে বাধ্য কী বাধ্য নন, এই প্রশ্ন অবান্তর। তিনি নিজেই কি কখনো বলবেন, আমি ফেয়ার ইলেকশন দিব না? কিংবা, ৫ জানুয়ারি ১৪'র নির্বাচন ফেয়ার হয় নি? অমুককে আসতে দেয়া ঠিক হবে না, তমুককে আসতে দেয়া ঠিক হবে না, এটা কে নির্ধারণ করবে? এটা জনগণ নির্ধারণ করবে। ফেয়ার ইলেকশন হোক। এমনও তো হতে পারে, আওয়ামীলীগই বিজয়ী হলো। তাদের সাফল্য তো প্রচুর, রেকর্ড। এতে আমি কোনো ভয় দেখি না।



০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


বিএনপি, জাপা যেভাবে গঠিত হয়েছে, জামাত যেসব অপরাধ করেছে, এগুলোকে ভোটে অংশ নিতে দেয়া উচিত নয়; এদের কারণে দেশে সঠিক ভোট করা মুশকিল; দেশে সঠিক ভোট চালু করা দরকার, যাতে নাগরিকেরা নিজের দেশকে দেশ বলে অনুভব করে।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা দেশের ভবিষ্যত সে দেশের জনগণই ঠিক করে নেয়। এই বাংলার সীমারেখা যুগে যুগে পরিবর্তিত হয়েছে। কখনো শাসকরা, কখনো জনগণই এটা করেছে। এটা যে শুধু এ বঙ্গদেশেই ঘটেছে তা না। পৃথিবীর প্রায় সব দেশের ইতিহাস এমনই।

ভোটে কেউ অংশগ্রহণ করবে, কেউ করবে না, একটা স্বাধীন দেশে কখনো এরকম হয় না। যাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া উচিত না বলছেন, তাদের সংখ্যা তো ৭০%-ও হতে পারে। ৯০'র নির্বাচন দেখলেই তো বোঝা যায়। তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তারাও ঠিক একইভাবে বলতে পারে- ঐ দলকে নির্বাচনে আসতে দেয়াই ঠিক না। আপনার পক্ষে ১০টা যুক্তি থাকলে তারা ১০০টা যুক্তি দাঁড় করাতে পারবে। ধরুন, স্বাধীনতার বিপক্ষ শক্তি (যদিও বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তিই।) নির্বাচনে জয়লাভ করলো। এর তাৎপর্য খুব গভীর।

একপেশে ও অগভীর ভাবনা দেশের জন্য মঙ্গলজনক না।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:



দেশের মংগলের কথা ভাবলে, খুনীদের ভোটাধিকার থাকার কথা নয়; তাজুদ্দিনকে হত্যা করার পর, দল করেছে, সেই দলকে এখনি বিলুপ্ত করার সময়।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
খালেদাকে কোলে করে গদিতে বসিয়ে না দেয়া পর্যন্ত "পেয়ার ইলেকশান" হয়েছে বলা যাবে না।

৯০'র নির্বাচনে বিম্পি বেশী সিট পেলেও টোটাল ভোট আওয়ামীলীগে বেশী ছিল।
বিম্পি পরে জামাতের এমপি যোগ করে সংখাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল।

পরবর্তি সবগুলো নির্বাচনে আওয়ামীলীগ মাঝে একবার পরাজিত হলেও টোটাল ভোট প্রতিবারই বেশী পেয়ে ছিল।
সুতরাং আম্লিগকে পেয়ার ইলেকশানের ভয় দেখিয়ে লাভ হবে না।

আচ্ছা সংসদ ইলেকশন বাদ দেন,

সুধু হাসিনা VS খালেদা বা তারেক

এই মুহুর্তে নির্বাচন হলে কে কত ভোট পাবে?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯

চাঁদগাজী বলেছেন:


শুধু শেখ হাসিনা ও বেগম জিয়ার মাঝে ভোট হলে, শেখ হাসিনা অনেক সামনে থাকবে; উনাকে ফেয়ার ইলেকশানের জন্য দেশের ভালো মানুষ নিয়ে ভোট করার দরকার; সেজন্য বিএনপি, জাপা ও জামাতকে বাইরে রাখার দরকার।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: উন্নয়নের সাথে প্যারালালি ব্যাপক সাহিত্যকর্ম চলতেছে দেশে তা দেইখা জাতি আনন্দে ভাসতেছে। কাজের কাজ বটেক!


এটা একটা সাধারন মন্তব্য। আসল মন্তব্য নিয়ে একটু পরে আসছি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


আসলে, এটা অসাধারণ

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

নতুন নকিব বলেছেন:



পিনাক মিনাক বাংালীদের বুঝে বলে আপনার ধারণা? ভারতীয়দের সাথে বাংগালীদের তেমন মিল নেই।

শেখ হাসিনা দেশের সরকারের ভুমিকাই ভুলে গেছেন; ৫ বছর পরপর যে ভোট হয়, ভোট এলে উনি টের পান।


--- এখন এই কথা বলছেন! (৪ নং এটম ২০০০ এর মন্তব্যের প্রত্যুত্তর)!

এখন 'পিনাক' বুঝি 'মিনাক' হয়ে গেছে! 'পিনাক'কেই একরকম অচেনা লাগে আপনার কাছে!

পিনাকের বক্তব্য যদি আওয়ামীলীগের পক্ষে যেত, তখন কী বলতেন?

তখন কি পিনাকের পিঠ চাপড়ে দিতেন না?

বহুরূপী চরিত্র বহু বিনোদনের যোগান দেয়!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



পিনাক, মিনাক বা আপনার কথার দাম আমার কাছে খুবই সামান্য

১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: সরকার সিটি নির্বাচনে যখন পুরোপুরি প্রযুক্তি নির্ভরে আস্হা (উনাদের ভাষায়-টেস্ট নির্ভর) রাখতে পারেন নি -সেখানে স্বল্প সময়ে দেশব্যাপী প্রযুক্তির ব্যবহার চাইছেন-দেখে মনে হয়-ম্যানেজ প্রযুক্তির আভাস!

--@গাজী ভাই--মুহিত সাহেবের মত সকাল-বিকাল কথা বলার লোক যতদিন চাকুরে থাকবে ততদিন এ দ্যাশে গ্রাজুয়্যাট-রা বেকার থাকবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


মুহিত জাতিকে ৫০ বছর পেছেন নিয়ে গেছে, উনি আসলে জীবন্ত ইডিয়ট

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আগামি কয়েক মাস ব্যাপী দেশে নির্বাচন ও সহিংসতা দুটো শংকা নিয়েই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাপ আছে।
৫ ই জানুয়ারির নির্বাচন ঘিরে দেশব্যাপী বিএনপি-জামাতের জ্বালাও-পোড়াও মানুষ এখনো ভুলে নাই।।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


দলগুলো ডাকাত প্রার্থী দিয়ে যাচ্ছে, মানুষ আশা করে ভোট দিয়ে পায়ে কুড়াল মারে, ডাকাতের হাতে নিজের ভবিষ্যত তুলে দেন।

মানুষের জন্য যা ব্যালেট, ডাকাতদের জন্য তা খালি ব্যাংক চেক

১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

অক্পটে বলেছেন: স্বৈরাচারের সমর্থক গোষ্ঠী একেই বলে। কাকে ভোটে আসতে দেয়া হবে কাকে আসতে দেয়া হবেনা এই ভাবনায় আপনি একজন অন্ধ আওয়ামী বিজ্ঞানীই বটে।

"শুধু শেখ হাসিনা ও বেগম জিয়ার মাঝে ভোট হলে, শেখ হাসিনা অনেক সামনে থাকবে" আপনার এই ধারনা ক্ষোদ শেখ হাসিনার অন্তরেও নেই। সদা ভয় নিয়ে দিনাতিপাত করা হাসিনা এই বাজি জীবনেও ধরবেনা। কিন্তু অন্ধকে হাতি দেখানো মতোই আপনার অন্ধত্ব জীবনে ঘুচঁবেনা।

স্বৈরাচার এবং অবৈধ এই সরকারকে যেন তেন ভাবে ক্ষমতায় দেখা আপনার স্বভাবজাত ভাবনা। জনগণের মনের খবর রাখার মতো অবস্থান আপনার নেই। হাসিনা জানে বলেই ফেয়ার ইলেকশানটা সে দেবেনা। বিএনপিকে ভূতের মতোই ভয় পায় আপনার নেত্রী।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


পাউডারের দুধ থেকে তৈরি করা মিষ্টি খেয়ে আসছেন বলে, আসল মিষ্টির স্বাদ বুঝার ক্ষমতা আপনার নেই।

শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে যারা হত্যা করেছে, তাদের দল বাংলাদেশে থাকা উচিত নয়; বিএনপি-জামত ও জাপার বিলুপ্তি দরকার।

২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

ভাইয়ু বলেছেন: জামাতকে ভয় না পেলে সে জামাতের লোক যুক্তিটা খুব সস্তা লেগেছে৷
আর আমার কমনসেন্স যা বলে তাতে আমি দেশে প্রধান দলগুলোর একটাও সুস্থ রাজনীতি করার মত দল দেখি না৷
শেখ হাসিনা, খালেদা আর নিজামি বলেন (বর্তমানের নাম জানি না) সবগুলাই স্বার্থসিন্ধির জন্য দৌড়ায়...
সো কল্ড গনতান্ত্রিক দেশে বাস করা জনগন নির্বাচনের আগে ভাবে কোন দল আসলে একটু হইলেও শান্তিতে থাকা যাবে৷
দেশ বেঁচাকেনা সব দলই যে করে, সেটা এখন জনগনের কাছে একপ্রকার ডালভাতই হয়ে গেছে...

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা গৃহবধু থেকে এক লাফে দলের সভানেত্রী হওয়ার পেছেন কার অবদান? সেটা হলো জেনারেল জিয়া। সেইজন্য ষহেখ হাসিনা এি রকম; উনার তো রাজনীতিতে আসার কথা নয়, বিএনপি'র কারণে উনার উদ্ভব।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


জামাতের সদস্যরা মনেপ্রাণে জল্লাদ, এগুলো মানুষ নয়।

২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

লায়নহার্ট বলেছেন: {আপনি শুধু এটা বলেন, ফেয়ার ইলেকশন ধুয়ে আমরা কি খাব? আপনি সেদিন বললেন, আওয়ামীলীগ আরো ৫ বছর থাকলে, দেশ সোমালিয়া হবে। একই ভাবে, বিএনপি ক্ষমতায় এলে, প্রতিশোধের রাজনীতি করবে! (দেশে কি অবস্থা হবে,তা স্ববিস্তারে বলার প্রয়োজন নাই!) আপনি ইলেকশন করে, সুস্ঠু ভোট দিয়ে জনগনকে শান্তি দিতে পারবেন? গনতন্ত্র মানেই ভোট?}

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:

গণতন্ত্রের কয়েকটি ধাপ হচ্ছে:

১। প্রজাতান্ত্রিক সংবিধান
২। গণতান্ত্রিক রাজনৈতিক দল
৩। গণতান্ত্রিক নির্বাচন ( দল, প্রার্থী, ভোট)
৪। পার্লামেন্টে গণতান্ত্রিক পদক্ষেপের মাঝে ভিল/আইন
৫। গণতান্ত্রিক সরকার ও প্রশাসন (৫ বছর)

আওয়ামী লীগ গণতান্ত্রিক পথ অনুসরণ করছে না

২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

এটম২০০০ বলেছেন: A. Which of the following leaders turned Bangladesh most indebted by borrowing necessary / unnecessary foreign loan? (01) Sheikh Mujib, (02) Ziaur Rahman, (03) Ershad, (04) Khaleda and (05) Hasina.
B. Which of the following leaders helped to drain out maximum of country's valuable wealth (including turned Fund from Bangladesh Bank, Reserve Gold from Bank) ? (01) Sheikh Mujib, (02) Ziaur Rahman, (03) Ershad, (04) Khaleda and (05) Hasina.
C. Which of the following leaders made worst damage to education sector? (01) Sheikh Mujib, (02) Ziaur Rahman, (03) Ershad, (04) Khaleda and (05) Hasina.
D. Which of the following leaders showed maximum failure in transportation sector? (01) Sheikh Mujib, (02) Ziaur Rahman, (03) Ershad, (04) Khaleda and (05) Hasina.
E. Which of the following leaders is/was the worst dictator and oppressor? (01) Sheikh Mujib, (02) Ziaur Rahman, (03) Ershad, (04) Khaleda and (05) Hasina.
In all FIVE cases the name is HASINA who still looks for power to rule the country.

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:



ঋণ নিয়েছে: (02) Ziaur Rahman, (03) Ershad, (04) Khaleda and (05) Hasina.

দেশের সম্পদ নষ্ট করেছে: (02) Ziaur Rahman, (03) Ershad, (04) Khaleda

পরালেখার ক্ষতি করেছে: (02) Ziaur Rahman, (03) Ershad, (04) Khaleda and (05) Hasina.
ট্রান্সপোর্ট সমস্যার সৃষ্টি করেছে: (04) Khaleda and (05) Hasina.

ডিক্টেটর: (02) Ziaur Rahman, (03) Ershad,

২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

শিখণ্ডী বলেছেন: আওয়ামী লীগ যত কাজই করুক, দেশকে যদি সুইজারল্যান্ডও বানিয়ে ফেলত, তবু জামাত-বিএনপি কখনও সেসব বিবেচনায় নিত না। ওরা ফিরে এলে কী করবে তা তো নিজেরাই ঘোষণা করছে " কেউ পালানোর পথ পাবে না.."

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:



খুনী জিয়া বাংলার ক্রিমিনালদের জড় করেছিলো।

২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪০

অক্পটে বলেছেন: আমাদের প্রধানমন্ত্রী বার্নিকাটকে বলেছেন, "কোনো নির্বাচনেই প্রভাব খাটিয়ে বিজয়ী হওয়ার চেষ্টা করি নাই।"

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের ক্ষমতা বদলে অনেক ফ্যাক্টর কাজ করে, যা সাধরণ মানুষের জন্য বুঝা কঠিন

২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

এটম২০০০ বলেছেন: She is the living goddess of truthfulness.
ঋণ নিয়েছে: (02) Ziaur Rahman, (03) Ershad, (04) Khaleda and (05) Hasina.

দেশের সম্পদ নষ্ট করেছে: (02) Ziaur Rahman, (03) Ershad, (04) Khaleda Why not Hasina? She managed to syphon currency even from the Bangladesh Bank. People, due to genuine reason doubt that she managed to replace the gold deposit of the vault in Bangladesh bank by some other cheap materials.

পরালেখার ক্ষতি করেছে: (02) Ziaur Rahman, (03) Ershad, (04) Khaleda and (05) Hasina.
ট্রান্সপোর্ট সমস্যার সৃষ্টি করেছে: (04) Khaleda and (05) Hasina.

ডিক্টেটর: (02) Ziaur Rahman, (03) Ershad, Worst is Hasina.

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


এগুলো নির্ধানরণ করতে হলে, পুরো সিস্টমকে এনালাইসিস করার দরকার।

২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০

এটম২০০০ বলেছেন: IT WILL BE WISE TO CHECK THE BULLION DEPOSITED IN BANGLADESH BANK VAULT. THERE IS STRONG WHISPER THAT HASINA HAS MANAGED TO CHANGE GOLD, SEND THOSE OUTSIDE AND TO REPLACE GOLD BY RUBBISH.

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


এটা সামান্য স্বর্ণ, সেগুলো নিয়ে তিনি মাথা ঘামাবেন বলে মনে হয় না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.