নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ছাত্রলীগ হাল ধরলে নিরক্ষরতা দূর করতে লম্বা সময় লাগবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৩


Link to the news

আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে, ছাত্রলীগ হাল ধরলে নিরক্ষরতা দূর করতে লম্বা সময় লাগবে না; উনি নিজেই কি ছাত্রলীগ নন, তোফায়েল আহমেদ কি ছাত্রলীগ নন, শেখ হাসিনা কি ছাত্রলীগ নন? মুহিত, মায়া, নাসিম, শামীম ওসমান, শিরিন আকতার, শেখ সাহেব, তাজুদ্দিন সাহেব, সবাই তো ছাত্রলীগ ; আজকে কেন বাংলায় ৪০% মানুষে নিরক্ষর? শেখ সাহেবের ছেলেমেয়েরা তো নিরক্ষর হয়ে থাকেননি, শেখ জামাল বিদেশে ট্রেনিং নিয়েছিল; তাজুদ্দিন সাহেবের ছেলেমেয়ােরা উচ্চশিক্ষা পেয়েছে; তাজুদ্দিন সাহেবের ম্যাঁওপ্যাঁও ছেলে একটা আছে না, কি যেন নাম, উহা তো আমেরিকায় বাসই করে; ছাত্রলীগ কি আজকে নতুন করে জন্ম নিচ্ছে যে, তারা হাল ধরলে নিরক্ষরতা দূর হবে?

শেখ সাহেবের মত ছাত্র লীগার নিরক্ষতা কমানোর গুরুত্ব বুঝেননি, বুঝেননি তাজুদ্দিন সাহেব; এখনকার মাফিয়া ছাত্র লীগের ছেলেরা নিরক্ষতা দুর করবে? শেখ হাসিনা ছাত্রলীগের এই লিলিপুটিয়নকে স্বরাষ্ট্রমন্ত্রী বানায়েছেন; এরা কি বলে নিজেই বুঝে না।

নিরক্ষতা দুর করার সময় ছিল ১৯৭২ সাল; শেখ যদি বলতেন যে, প্রতিটি ছাত্র: ৫ম শ্রেণী থেকে পিএইচডি অবধি, নিজ এলাকায় সপ্তাহে ২ দিন করে ২ বছর কাজ করে, সবাইকে অক্ষর জ্ঞান দিতে হবে, পড়তে ও লিখতে সাহায্য করতে হবে; সবাই মাসে ২০/২৫ টাকা হিসেবে বৃত্তি পাবে; তা'হলে আজকে খাসিয়ারাও অশিক্ষিত থাকতো না।

আগামী ইলেকশানের ভয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বুদ্ধি বেড়ে যাচ্ছে, শেষে ভোটের সময় লিলিপুটিয়ানও মানুষ হচ্ছে যাচ্ছে; ভোটের পরে বুদ্ধি বাস্পীভুত হয়ে যাবে। ছাট্রলীগ তো এখনো আছে; আজকে কাজে লাগিয়ে দিক।

ছাত্রলীগের ইতিহাস হলো, ওরা এইচএসসি অবধি টেনেটুনে পড়ে, এরপর এরা ক্লাশে যায় না; এটাই ছিলো তোফায়েল আহমেদ, রব, সিরাজুল আলম খানদের ইতিহাস। শিক্ষকেরা ভয়ে এদের ভালো নম্বের দিয়ে, ভালো ক্লাশ দিয়ে পাশ করায়ে দিতো; এরা মানুষের জন্য কিছু করার লোকজন, এদের দক্ষতা আছে?

১৯৭২ সালে ছাত্রলীগের বিলুপ্তি করার দরকার ছিলো; শেখ সাহেব বুঝতে পারেননি বলে প্রাণ দিয়ে মুল্য শোধ করেছেন। আজকে শেখ হাসিনাও ছাত্রলীগকে নিয়ে একই অবস্হানে আছেন; শেখ হাসিনা যদি উনার বাবার মৃত্যুর কারণগুলো খুজতেন ও বুঝতেন, বহু আগেই ছাত্রলীগকে বিলুপ্ত করে দিতেন। ছাত্রলীগ আসলে শিক্ষা-বিরোধী একটি মাফিয়ার দল; এরা বাংলার দু:খ।




মন্তব্য ৬৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

নাজিম সৌরভ বলেছেন: হায় হায়, এটা কি পোস্ট দিলেন?

আপনি কি ব্লগের লীগ ভাইদের ভয় পান না নাকি?? :(

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


ছাত্রলীগ বাংলাদেশকে টেনে পেছনে নিয়ে গেছে, এখন পেছনে টেনে রেখেছে; এরা শিক্ষাকে অশিক্ষায় পরিণত করেছে

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

সনেট কবি বলেছেন: ভাল কিছু করার চেষ্টা করা দরকার।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


ভোট আসলে লিলিপুটিয়ান মন্ত্রীরা মানুষের মতো কথা বলার শুরু করে।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধ না করলে ছাত্রলীগ বাতিল করা সম্ভব না। এরশাদ সাহেব ছাত্র সংগঠন বাতিল করে কী বেকায়দায় আছেন, দেখছেন তো?

এদেশের রাজনীতির সূতিকাগার হলো ছাত্র সংগঠন। ছাত্র সংগঠন বাতিল করলে মাঠে রাম-দা-এসএমজি-কুড়াল-লাঠি-হাতুড়ি দিয়ে মাঠে নামার কেউ থাকবে না, দলও অস্তিত্বের সংকটে পড়বে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


এরশাদ সাহেব সাত্তার থেকে ক্ষমতা কেড়ে নেয়ার জন্য বিচার হবে সামনের দিন গুলোতে।

এই দেশে "অপরাজনীতির সূতিকাগার" ও জল্লাদ তৈরির কারখানা হচ্ছে ছাত্র সংগঠন।

ইসলামী ছাত্র সংঘের নাম মনে আছে? এই জল্লাদ বাহিনী শিবির নামে এখন "রাজনীতি" করছে!

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৮

কানিজ রিনা বলেছেন: দেশে শিক্ষিতর প্রয়োজন নাই, আওয়ামী
ছাত্ররা কই? কোটা আন্দলনে সবইতো
রাজাকারের বাচ্চারা ছিল। নিরাপদ সড়ক
চাই খুদে কিশোর কিশোরীরা তারেকের
টাকায় সাতদিন রাস্তায় ছিল। সবইতো
বিম্পি রাজাকারের পুলাহান সেই দেশে
শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে?
হায় চাঁদগাজী আমরিকা বসে কত কত
যুক্তি যে বাতলান সরকার কি কারো যুক্তি
পরোয়া করে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৬

চাঁদগাজী বলেছেন:


এই দেশের প্রশাসন, সেরকারগুলো ও ব্যুরোক্রেরা মিলে মানুষকে অশিক্ষিত করে রেখে বিদেশে দাস হিসেবে বিক্রয় করে ট্রিলিয়ন ডলার আয় করেছে।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪

মাহমুদুর রহমান বলেছেন: এখন যেভাবে আছে এ ভাবেই থাকুক।কারো হাতে দায়িত্ব দেয়ার দরকার নাই। দেশে শিক্ষিতের অভাব নাই।সরকারের উচিৎ পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যাবস্থা করা কারন এদেশে বেকারের সংখ্যা মেলা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২০

চাঁদগাজী বলেছেন:


সব মানুষ শিক্ষিত হয়ে গেলে, দেশে বেকার থাকতো না; কম-শিক্ষিত থাকতো একজন, সেটা আপনি।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১

নতুন বলেছেন: উনি ঠিকই বলেছেন.... ছাত্রলীগ হেলমেট পড়ে যখন নিরক্ষরদের শিক্ষা দেওয়া শুরু করবে তখন না পড়ে যাবে কই?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২২

চাঁদগাজী বলেছেন:



ছাত্রলীগ তাদের গুরুকে খেয়ে ফেলেছে

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

লায়নহার্ট বলেছেন: {গত ১০ বছরে বাংলাদেশে সাক্ষরতার হার ২৬ দশমিক ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড পরিমাণ ৭২ দশমিক ৭৬ শতাংশে উন্নীত হয়েছে। }

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



১৯৮০ সালের আগে ১০০% শিক্ষিত করা যেতো।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

শিখণ্ডী বলেছেন: ছাত্রলীগ এখন দলের বোঝা। ছাত্ররাজনীতির প্রয়োজনীয়তা অনেক আগেই ফুরিয়েছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা উনার বাবার মতো অজগর মাথায় নিয়ে হাঁটছেন।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০

ইব্‌রাহীম আই কে বলেছেন: লায়নহার্ট বলেছেন: {গত ১০ বছরে বাংলাদেশে সাক্ষরতার হার ২৬ দশমিক ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড পরিমাণ ৭২ দশমিক ৭৬ শতাংশে উন্নীত হয়েছে। }

দাদা, পাসের হার বৃদ্ধি পাওয়া আর সাক্ষরতার হার বৃদ্ধি পাওয়া বর্তমান বাংলাদেশ শিক্ষাব্যবস্থার জন্য একই বিষয় নয়!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৭

চাঁদগাজী বলেছেন:


ওটাই কি যথেষ্ট?

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

নাহিদ আহসান বলেছেন: বদলাতে হবে সবকিছু, সবকিছুই।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনাে উনার বাবার কষ্ট বুঝতে পারলে, এদেশে ছাত্র রাজনীতি অনেক আগে বন্ধ হয়ে যেতো।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫

আলআমিন১২৩ বলেছেন: মন্ত্রী মহোদয় এতদিনে উপযুক্ত শিক্ষক খুজে পেয়েছেন। সাবাস।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:


পিগমী সরকারের লিলিপুটিয়ান মন্ত্রী।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

তাওহিদ হিমু বলেছেন: শুধু ছাত্রলীগ নয়, ছাত্রদল, শিবির, ছাত্রইউনিয়নসহ পুরো ছাত্ররাজনীতি নিষিদ্ধের আওয়াজ তুলুন। এই ছাত্ররাজনীতিই সকল নষ্টের মূল, রাজনৈতিক গুণ্ডা-সন্ত্রাসী তৈরির সূতিকাগার। গত ৪৭ বছরে এরা অনেককিছু ছিঁড়ে উল্টায় ফেলছে৷ দেশের দুঃসময়ে এগিয়ে আসার জন্য সাধারণ অরাজনৈতিক ছাত্ররাই যথেষ্ট।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৮

চাঁদগাজী বলেছেন:


ছাত্র রাজনীতি মানে ডাকাত তৈরির কারখানা

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছাত্র রাজনীতির বন্ধ চাই। যে দেশে শিক্ষকরা ছাত্রনেতার ভয়ে অফিস করে, তোয়াজ করে চলে, দৌড়ানি খায়, ধমক খায় সে দেশে ছাত্র রাজনীতি সন্ত্রাসী, চাঁদাবাজ অথবা অসৎ রাজনীতিবিদই তৈরি করবে...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৭

চাঁদগাজী বলেছেন:


স্বয়ং শেখ সাহেব রাজনীতি কম বুঝতেন, সেখানে ছাত্ররা কিভাবে রাজনীতি বুজবে? প্রশ্ন ফাঁস করে দেয়ার পর ৭ দিন লাগে উত্তর খুঁজে বের করতে।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪৩

অনল চৌধুরী বলেছেন: হাল ধরেই তো হাতুড়ি-হেলমেট বাহিনী হয়েছে।
রাস্তার টোকাই থেকে শত-হাজার কোটি টাকার আলাদিনের চেরাগ লাভের একমাত্র উপায় দলীয় রাজনীতি অার ছাত্র রাজনীতি অার দলীয় রাজনীতি।
এই সুযোগ কে ছাড়তে চায়?
তাইতো প্রতিটা জায়গায় চাদাবাজি,টেন্ডারবাজি।
পৃথিবীর কোন দেশে বাংলাদেশের মতো লাঠিয়াল পদ্ধতির ছাত্র রাজনীতি নাই।
ভারত এমনকি পাকিস্তানেও না।
২০০৭ এ বন্ধ করার চেষ্টা কার হয়েছিলো।
কিন্ত এব্যাপারে সব শিয়ালের এক কথা না না!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সালে ছাত্র রাজনীতি বন্ধ না করাতে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়ংকরভাবে, তিনি নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছেন, শেখ হাসিনা সেটা অনুধাবণ করতে পারেননি।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৬

অনল চৌধুরী বলেছেন: যেদিন শফিউল আলম প্রধান মহসিন হলে ব্রাশ ফায়ার করে ৭জন ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছিলো,সেদিনই বোঝা গিয়েছিলো,য়ভংকর দিন অাসছে।
মুজিব অামলেই প্রধানের ফাসীর রায় হয়।কিন্ত ১৫ই অাগষ্টের পর জিয়া তার দন্ড বাতিল করে মুক্তি দিয়ে ছাত্র নামধারী সন্ত্রাসীদের উৎসাহিত করে।
জিয়া-এরশাদের আমলে কিশ্ববিদ্যালয়গুলির হলগুলি ছিলো অস্ত্রাগার।
বহু মানুষ নিগত অার অনেক নারী হলে অত্যাচারিত হয়েছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


জিয়া জানতো যে, তাকে টিকতে (যতদিন সম্ভব) হলে, খল-বাংগালীদের নিজের পায়ের তলে ঠাঁই দিতে হবে; এরশাদের জন্য সবকিছু ছিলো 'প্লেবয়-সাম্রাজ্য'। তবে, জিয়া সাপদের পালন করতো বুটের নীচে রেখে

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: এই স্বরাষ্ট্র মন্ত্রী অনেকদিন ধরে আছেন।
এর আগে সাহারা খাতুন ছিলেন, মখা ছিলেন- তারা বেশি দিন টিকতে পারেন নি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


মখা ব্যাংক ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সাহারা খাতুনের দক্ষতা যে কোন গার্মেন্টস মেয়ের থেকে কম ছিলো

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের শেষ লাইন গুলো চরম সত্য।

ছাত্রলীগ জঙ্গীদের চেয়ে খারাপ। ভয়ঙ্কর।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


ওরা জংগী নয়, ওরা মাফিয়া

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

সাহাদাত উদরাজী বলেছেন: কঠিন কথা বার্তা!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


দেশে অদক্ষ রাজনীতিবিদ তৈরি হয়েছে ছাত্রলীগের কারণে। ১৯৭২ সালে ছাত্রলীগ বন্ধ করে দিলে, ছাত্র রাজনীতির অবসান হয়ে যেতো।

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

অক্পটে বলেছেন: ছাত্র রাজনীতি বন্ধ হোক এটা সত্যিই প্রাণের দাবী। তবে হাসিনা খালেদা ক্ষমতায় থাকা কালীন ছাত্ররাজনীতি বন্ধ হবেনা। বর্তমান প্রশাসনে শেখ হাসিনার এই ডাকাত দল দিয়ে বোঝাই করা হয়েছে। ১৮ মামলার আসামী, জোড়া খুনের আসামী এরা এখন পুলিশের এএসপি পদে আসিন। নেতাদের ঝাড় ফুঁকে ওই সব আসামীরা ফুলের মতো পবিত্র হয়ে এখন পুলিশের মহান দায়িত্ব পালন করছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যদি সুশিক্ষিত দেশ চায়, ছাত্র রাজনীতি বন্ধ করার সময় এখন।

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: নির্বাচন সামনে, এখন আরো কতো কথা কতো গান উনারা শুনাইবেন। আমরাও শুনবো।
ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির - এরা নিজেদের দল ক্ষমতায় থাকলে কলেজ, ভার্সিটিতে সাধারণ ছাত্রছাত্রীদের স্টাডিতে ব্যাঘাত ঘটায়; ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে।

দেশে অশান্তি সৃষ্টি করে। এরা শিক্ষার মর্ম বুঝতে ব্যর্থ। এদের দ্বারা দুর্নীতি, প্রতারণা,অপরাজনীতি ছাড়া ভালো কিছু সম্ভব না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব ছাত্রনেতা হওয়ায়, উনাদেরকে এত স হজে মিলিটারী হত্যা করতে সমর্থ হয়েছিলো।

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: ছাত্রলীগের পোলাপানদের ইনকাম কি?
তারা গাড়ি কিভাবে কিনে?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



এখন ছাত্রলীগের নেতা দেশের ধনী ব্যবসায়ীদের সমান আয় করে, উৎস মাফিয়া প্রসেস, বহুমুখী জবর দখল।

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

স্টার আইটি বলেছেন: আমি মনে করি আরও বেশি নিরক্ষরতা বেড়ে যাবে !

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



ছাত্রলীগের মাফিয়া, শিবিরের জল্লাদ, ছাত্রদলের চোর ডাকাতের ফলে, আমাদের ইউনিভার্সিটিগুলোর মান মাদ্রাসার সমান হয়ে গেছে।

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ছাত্রলীগের পোলাপাইন কি লেখাপড়া করে? তারা এ দায়িত্ব নিলে জাতি পঙ্গু হয়ে যাওয়ার চান্স। তারা সন্ত্রাসী উৎপাদন করতে পারবে, হাতুড়ি চালানো শেখাতে পারবে,ভোট লুট শেখাতে পারবে। দেখা গেল ছাত্র পড়া পড়েনি ব্যাস শাস্তি স্বরূপ হাতুড়ি দিয়ে দিল ঘা ছাত্রলীগের প্রচেষ্টায় তখন জীবন তাইরে নাইরে না ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



ছাত্রলীগ মাফিয়া, ছাত্রদল চোর ডাকাত, শিবির জল্লাদের দল।

২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১

কোয়েজার বলেছেন: ছাত্র ও রাজনীতি শব্দ দুটি আমার কাছে খুবই বেমানান। যে ছাত্র সে রাজনীতি করার সময় পাবে কেন? ছাত্রদল, ছাত্রলীগ শব্দগুলো অযৌক্তিক সেকারণে বর্জনীয়।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


আমাদের বেশীর ভাগ ছাত্র ১০ লািনের মুখস্হ কবিতা লিখতে নকল করে, সবাই প্রশ্নফাঁসের জন্য বসে থাকে; তারা ৫ লাইন লিখতে গেলে ২ বার পানি খায়, তারা রাজনীতি বুঝার কোন সম্ভাবনা নেই; আসলে, ড: কামালও রাজনীতি বুঝেন না; তিনি ভোটে দাঁড়ালে ২০০০ ভোট পাবেন।

২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

নূর আলম হিরণ বলেছেন: আইয়ূব খানও ছাত্র রাজনীতি বন্ধ করেছিল, সেও ছাত্র রাজনীতির বিপক্ষে ছিল!

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:


আইয়ুব যদি পুর্ব পাকিস্তানের লোকদের পশ্চিমের লোকদের মত সুযোগ দিতো, ছাত্র রাজনীতি তো দুরের কথা, শেখ সাহেবও নেতা হওয়ার সুযোগ পেতো না

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

পিকো মাইন্ড বলেছেন: Click This Link

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


ইউনিভার্সিটিগুলো থেকে ছাত্রলীগ শতশত কোটী টাকা অন্যায়ভাবে আয় করে।

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৩

অনল চৌধুরী বলেছেন: সাহারা খাতুনের দক্ষতা যে কোন গার্মেন্টস মেয়ের থেকে কম ছিলো [/sbগারেমন্টসে েএর মেয়েরা কি প্রতিভাবান হতে পারে না?
শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব ছাত্রনেতা হওয়ায়, উনাদেরকে এত স হজে মিলিটারী হত্যা করতে সমর্থ হয়েছিলো। -দ্বিমত।তাহলে অং সান,লুমুম্বা,অালেন্দে অার ভুটো,জিয়া,ইন্দিরা মরলেন কেনা?
তারা তো কেউই ছাত্রনেতা ছিলেন না।
অাবার মোশতাক,মোয়াজ্জেম,কাজী জাফর,রব -এরা ছাত্র রাজনীতি করার পরও মরেনি।
মরার ব্যাপারটা আলাদা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২১

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব আলেন্দে নন; আলেন্দে জানতো কি হচ্ছে; তিনি অটোমেটিক রাইফেল হাতে ২ দিন যুদ্ধ করে প্রাণ দিয়েছেন।

রব, কাজী জাফর, মোয়াজ্জেম মুল্য ছাগল থেকে কম ছিলো; সিএইএ জানতো যে, শেখ সাহেব ক্রমেই আমেরিকান ব্লক থেকে দুরে চলে যাচ্ছেন। ইন্দিরাকে ষরযন্ত্র করে হত্যা করেনি; ২ জন লোক শিখদের জন্য সুইসাইডেল কাজ করেছে, যা কেহ কোনদিন ভাবতে পারেনি।

২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: আমার 'ড্রাফট' আর 'অদেখা মন্তব্য' অপশন দু'টা কাজ করছে না আজ সকাল থেকে।
আমি কি করবো?

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:

মনে হচ্ছে, সেটা সফটওয়ারে সাময়িক সমস্যা

২৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬

আবু হাসান লাবলু বলেছেন: ছাএলীগ শিক্ষা নিয়ে কাজ করলে আন্দোলন সামলাবে কে?

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


মন্ত্রী বলেছেন, এই লাঠিয়ালরা মানুষকে নাকি শিক্ষা দেবে! ইহা কি মন্ত্রী না তন্ত্রী?

৩০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

জাহিদ অনিক বলেছেন:

Trump receives Kim Jong Un letter for second meet: White House এই টান টান উত্তেজনামূলক খবর নিয়ে কিছু লিখুন ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


দেখি কি হচ্ছে!

৩১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

এটম২০০০ বলেছেন: আগামী নির্বাচনে শিক্ষার্থীরা কী আ. লীগকে ভোট দেবে?


হাসান : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের চাপে সরকার সড়ক পরিবহন আইন সংশোধনের উদ্যোগ নিতে বাধ্য হয়েছে। নতুন আইন হচ্ছে জেনে শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করে ঘরে ফিরে গেছে। কিন্তু আন্দোলনের শেষ দিকে সরকারি দলের কর্মীদের হামলা এবং পরবর্তী মামলা ও পুলিশের হয়রানির বিষয়টি ভালোভাবে নিতে পারেনি বহু শিক্ষার্থী ও তাদের পরিবার। একই ভাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থাও তাই। সারা দেশে লাখো তরুণের আন্দোলন দমন, মামলা-গ্রেপ্তার ও দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ না করায় ক্ষমতাসীনদের ওপর মনঃক্ষুণ্ন হয়েছেন তাঁরা।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের শরিক দলের অনেক নেতাই বলছেন, দুটি আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতটা না তৎপরতা দেখিয়েছে, তার চেয়ে কয়েক গুণ তৎপরতা দেখিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যা শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল না।



তবে এখন ভোটের সময় ঘনিয়ে আসায় ক্ষমতাসীন জোটের নেতাদের মনে সংশয় ও শঙ্কা দেখা দিয়েছে—এবারের নির্বাচনে শিক্ষার্থীরা তাঁদের ভোট দেবেন তো? তাই ১৪-দলীয় জোটের শীর্ষ নেতাদের অনেকে শিক্ষার্থীদের মনের এই কষ্ট দ্রুত উপশমের ব্যবস্থা নেওয়ার তাগিদ বোধ করছেন। তবে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে দলটি এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।

১৪-দলীয় জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘এ কথা সত্য যে নিরাপদ সড়ক ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মনের মধ্যে গভীর ক্ষত নিয়ে ফিরে গেছে। এই ক্ষত আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টিকে অবহেলা করা যাবে না। এই ক্ষত নিবারণের জন্য সরকার ও ক্ষমতাসীনদের জোট ১৪ দলের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’ রাশেদ খান মেনন জানান, তিনি সরাসরি দেখা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জোটপ্রধান শেখ হাসিনাকে অনুরোধ জানাবেন।

অবশ্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক নেতা বলেন, সাধারণত আওয়ামী লীগের যাঁরা ভোটার তাঁরা আওয়ামী লীগকেই ভোট দেন। তবে ভাসমান ভোটারদের বিষয়টি তাদের ভাবাচ্ছে। কেননা প্রতিটি আসনে তরুণদের মধ্যে যাঁরা ভাসমান ভোটার বা আওয়ামী লীগের কট্টরপন্থী সমর্থক নন, তাঁদের ভোট নিয়ে শঙ্কাটা বেশি। এসব তরুণের কারণে তাঁদের পরিবারের অন্য সদস্যদের ভোটও আওয়ামী লীগকে হারাতে হতে পারে। ওই নেতা বলেন, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। ভোটের আগে তরুণদের মনের ক্ষত দূর করা উচিত, অন্যথায় সেটি আওয়ামী লীগ বা ১৪-দলের জন্য সমস্যা তৈরি করতে পারে।

গত ২৯ জুলাই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী আবদুল করিম রাজীব ও দিয়া খানম বাসের চাপায় পিষ্ট হয়ে মারা যায়। পরদিন থেকে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে। তাদের সঙ্গে যোগ দেয় কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরাও। ৬ আগস্ট মন্ত্রিসভায় সড়ক পরিবহন আইনের খসড়া পাসের আগ পর্যন্ত এই আন্দোলন চলে। ১০ দিন ধরে চলা এই আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় আহত হয় কয়েক শ’ শিক্ষার্থী। তবে পুলিশ এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের কেউ কেউও গুরুতর আহত হন।

সরকারি দলের এবং তাদের শরিক দলগুলোর একাধিক শীর্ষ নেতার মতে, সরকার শিক্ষার্থীদের আন্দোলনকে শুরুতে গুরুত্ব দেয়নি। গুরুত্ব যখন দিয়েছে, তখন তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত অনেকটা বাধ্য হয়ে তড়িঘড়ি আইন পাসের প্রস্তাব করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোটা আন্দোলনের ক্ষেত্রেও সরকার বিলম্বে পদক্ষেপ নিয়েছে। দুটি আন্দোলনকেই শুরু থেকে গুরুত্ব দেওয়া হলে পরিস্থিতি এত দূর গড়াত না।

১৩ আগস্ট মন্ত্রিসভার বৈঠক শেষে কোটা সংস্কারে গঠিত কমিটির প্রধান ও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, কমিটি কোটা তুলে দিয়ে মেধাকে প্রাধান্য দেওয়ার পক্ষে মত দিয়েছে।

নিরাপদ সড়ক আন্দোলন চলাকালে এবং আন্দোলনের পর ছাত্রদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান নিয়েও আওয়ামী লীগ ও তাদের শরিক ১৪ দলের একাধিক নেতা হতাশা প্রকাশ করেছেন। সর্বশেষ গোয়েন্দা পুলিশ কর্তৃক রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ শিক্ষার্থীকে আটক করার বিষয়টি নিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা মনে করেন, শিক্ষার্থী ও তরুণেরাই ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়ের পেছনে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন। এবারের নির্বাচনেও জয়-পরাজয় নির্ধারণে এঁদের ভোট বড় ধরনের ভূমিকা রাখবে।

ভোটার তালিকায় কী পরিমাণ শিক্ষার্থী ও তরুণ ভোটার রয়েছেন, সেটা নিয়েও ভাবতে শুরু করেছেন আওয়ামী লীগ ও তাদের জোটের শীর্ষ নেতারা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার ৩০ শতাংশের বয়স ১৮ থেকে ৩০-এর মধ্যে। আর ১৮ থেকে ২৪ বছর বয়সী ভোটারের সংখ্যা ১৫ শতাংশের মতো। অর্থাৎ প্রতিটি আসনে গড়ে এই বয়সী ভোটারের সংখ্যা ৫০ হাজারের কম-বেশি। এঁদের বেশির ভাগই শিক্ষার্থী।

ইসির তথ্য অনুযায়ী, এবারের হালনাগাদ শেষে নতুন ভোটারের সংখ্যা ৪৩ লাখের বেশি। সব মিলিয়ে এবার ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখের বেশি। আওয়ামী লীগের একাধিক নেতার মতে, ৫০ হাজারের কম-বেশি ভোটার যেকোনো আসনের জয়-পরাজয় নির্ধারণের জন্য যথেষ্ট। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, বিষয়টি তাঁরা দলীয় প্রধান শেখ হাসিনাকে জানাবেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


সব ছাত্রদের ভোট ছাত্রলীগ একাই দেবে।

৩২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

খায়রুল আহসান বলেছেন: একদম শেষের কথাটা বড় শক্ত কথা বলে ফেলেছেন। দেশে থেকে কেউ এমন কথা বলার সাহস পেত না।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



অবসরে যাওয়া শিক্ষকেরা এই কথাগুলো বলতে পারতেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.