নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

অপারেশন \'অনুরোধে ঢেঁকি গেলা\'

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪



বছর দু'য়েক আগের ঘটনা; বাসা থেকে কিলোমিটার খানেক দুরে একটা প্লে-গ্রাউন্ড খুঁজে বের করেছি, যেখানে একাকী লন-টেনিস প্র‌েকটিস করার জন্য ২টি কোর্ট আছে; পাশে বাস্কেটবল খেলার কোর্ট; টেনিসের কোর্টে সন্ধ্যার দিকে কেহ থাকে না; আমি সপ্তাহে ২/৩ দিন ওখানে একাকী বলে লাথি মারার প্রেকটিস করছিলাম। ঘটনার দিন, বেলা ডুবার একটু আগে আমি কোর্টে এসেছি, একাকী, বাস্কেটবল কোর্টেও কেহ নেই। মিনিট দশেক পরে, ৪ টি হাসিখুশী মেয়ে, আমার কোর্ট হয়ে বাস্কেটবল কোর্টে প্রবেশ করলো; ২ কোর্টের মাঝখানে লোহার তারের উঁচু বেড়া; মেয়েরা বেড়ার পাশে বেন্চে বসে গল্প করছে, আমার বল মারা দেখছে; আমি বুঝতেছি আমার বলের কিক নিয়েও হাসাহাসি করছে!

মিনিট পাঁচেক পর, একজন আমার কোর্টে প্রবেশ করে বললো,
-হ্যালো, তুমি মনে হয়, সেকেন্ড স্ট্রীটে থাক?
- হ্যাঁ, আমি সেকেন্ড স্ট্রীটে থাকি; তুমি কেমন আছো!
-ভালো আছি! বল মারো, আমি স্কুলের সকার টিমে খেলি, গোলকিপার।

আমি হালকাভাবে একটা বল মারলাম, সে স্টাইল করে হাতে ধরলো; বাকী মেয়েরা হাতে তালি দিলো। সে বলটাকে আমার দিকে মারলো না; বল হাতে আমার কাছে এসে বললো,
-ওরা আমার স্কুল বান্ধবী; নীল ড্রেসপরা বান্ধবীটির জন্মদিন আজকে; ওদের বাড়ীতে আমরা জন্মদিন পালন করেছি; আমরা এখন সিনেমা দেখতে যাবো; সে বায়না ধরেছে, আমাদের নিয়ে সে শ্যাম্পেন খাবে; তোমাকে ২০ ডলার দিচ্ছি, তুমি পাশের দোকান থেকে একটা শ্যাম্পেন কিনে দাও!
-তোমার বয়স কতো?
-১৫
-পুলিশ আমাকে লাল ঘরের পানি খাওয়াবে। তোমাদের জন্মদিন কি লেগেই থাকে?
-ভয় পেয়ো না, শ্যাম্পেন আমাদের জন্য নতুন কিছু নয়; এলাকার সবাই সবাইকে চেনে বলেই তোমাকে অনুরোধ করছি।
-আমিও তো এলাকার।
-তুমি নিশ্চয় আমার বাবা-মা'কে খুঁজে বের করে নালিশ করতে যাবে না!
-তা ঠিক, তবে কোনভাবে পুলিশ অবধি গেলে, জেলে কে যাবে, তুমি না আমি?
-ধুর, পুলিশে কেন যাবে? অনুরোধ করছি, অনুরোধটা রাখ।

আমি বললাম,
-ঠিক আছে আমি অন্য দোকান থেকে কিনব, ১৫ মিনিটের মতো লাগবে; তোমাদের হাতে সময় আছে?
-আছে, সময় আছে!
আমি যাচ্ছি, কিনে এসে বেন্চের নীচে আমার পানির বোতলের পাশ প্যাকেটা রেখে আমি পাশের কোর্টে খেলতে যাবো। তুমি ব্যতিত অন্য একজনকে বলো প্যাকেটটা নিয়ে যেতে! তোমার শরীরে কোন রকম ইলেকট্রনিক ডিভাইস আছে?
-তুমি চাইলে, আমি সব কাপড় খুলে দেখাতে পারবো, তুমি তা চাও? তুমি পুলিশের লোক নাকি?
-ঠিক আছে তুমি যাও, আমি ১৫ মিনিটের মাঝে আসছি; গ্লাস লাগবে?
-না, আমরা পিজ্জা দোকান থেকে নিয়ে নেবো।
- কোর্টের বাইরে অপেক্ষা করগে।
-টাকা?
-আগামী সপ্তাহে আমাকে এখানে দেখলে, আমার পানির বোতলের নীচে রেখে যেও!
ধন্যাবদ, মনে হয়, তুমি মাফিয়ার লোক!

আমি আমাদের এলাকা থেকে একুশ ডলারের একটা শ্যাম্পেন কিনলাম; মাঠে ফিরে এসে বেন্চের নীচে রাখলাম; আমি বল মারছি, ওরা মাঠের বাহিরে দাঁড়িয়েছিলো; নীল ড্রেসপরা মেয়েটা এসে প্যাকেট নিয়ে যাওয়ার সময় বললো, "ধন্যবাদ"।

মন্তব্য ৯৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯৫) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

কাবিল বলেছেন: পরে কি টাকাটা রেখে গিয়েছিলো?
স্মৃতিচারণ ভালো লাগলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


টাকাটা দিয়েছে রাস্তায়, আমি দোকান থেকে ফিরছিলাম, সে স্কুল থেকে ফিরছিলো, সে আমাকে দেখে এসে টাকা দিয়ে, ধন্যবাদ দিলো।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ১৫বছরের মেয়ে শ্যাম্পেইন গিলছে! ওরা ফ্রী সেক্স শুরু করে কত থেকে??



মেয়েরা আমাকে দেখলে ভয় পায়। কথা বলা তো দুরের কথা কাছে কেউ ঘেঁসতে চায় না। ;) (পরিচিতদের কথা আলাদা)

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


নিয়মিত গোসল করবেন, মানানসই কাপড় পরবেন, লম্পজম্প দিয়ে হাঁটবেন না, অকারণে মেয়েদের বিরক্ত করবেন না।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

ঢাকার লোক বলেছেন: ঢেকি গিলেছেন যখন হজম হয়ে যাক ! তবে ভাই, বার বার গিলা স্বাস্থ্যের জন্য ভালো না ! সূরা মায়েদার ২ নং আয়াত পড়বেন !


















১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:



আমি জানি এগুলো একটু রিস্কি

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,




ওয়াও । জম্পেস কর লিখেছেন । আপনার এধরনের টুকরা-টাকরা লেখাগুলো কিন্তু অনবদ্য হয় ।
বাই দ্য ওয়ে, আপনি মনে হয় কন্যা রাশির লোক !!!!!!! :(
আমি তো ভাবছিলুম সিনেমাতেও যেতে বলবে তারা । :P

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


আসলে, তারা আমাকে সিনেমায় নেবার কথা বললে, আমার ভালোই লাগতো

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

টুটুল বলেছেন: মন্দ না। নো রিস্ক, নো গেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


গেইনের মাজে ঢেঁকিই একমাত্র গেইন

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

ঢাকার লোক বলেছেন: আজকাল শুনেছি, এমনকি কিছু বাংলাদেশিও NYPD র বেতনভূক ইনফর্মার হিসাবে কাজ করছে! রিস্ক না নেয়াই উত্তম ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:



সঠিক, অনেক কিছুই আছে

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৪

খোলা মনের কথা বলেছেন: ১৫ বছরের বাচ্চারা শ্যাম্পেইন খায়। আমাদের দেশের ৫০% ১৫ বছরের বাচ্চারা শ্যাম্পেইন চিনে না। ৭৫% বাচ্চারা চোখে দেখেনি। (আমার মনে হয়)। স্মৃতিচরন ভাললাগলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



এতে আমাদের বাচ্ছারা কিছু মিস করছে না; পুর্ব ও পশ্চিমের মাঝে অনেক বিষয়ে মিল নেই

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: মেয়েদের অনুরোধ ফেলা যায় না, কি বলেন গাজী ভাই ;)

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


আমার জন্য বরাবরই কঠিন ছিলো

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধরে নেয়া যাচ্ছে আপনি মিশুক প্রকৃতির লোক যেহেতু সে সময় টাকা না পেয়েও আপনি তাদের শ্যাম্পেন এনে দিছেন!

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


এসব ব্যাপারে সামান্য টাকা তেমন মুখ্য নয়; আমি আমার জন্য সামান্য লেভারেজ রেখেছিলাম: আমি কিনেছিলাম নিজের জন্য, এই রকম একটা ভাব।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এবার মেয়েদের সাথে বেশী তর্কাতর্কি হয়নি...

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


ঘুরেফিরে আমি কোন মেয়েকে তর্কে পরাজিত করার পক্ষপাতি নই; গন্ডগোল করতে ভালোবাসি; তবে, হতাশ করার পক্ষপাতি নই

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @লেখকবলেছেন:নিয়মিত গোসল করবেন, মানানসই কাপড় পরবেন, লম্পজম্প দিয়ে হাঁটবেন না, অকারণে মেয়েদের বিরক্ত করবেন না

আরে ইয়ার! আমি তো আপনার মত না। ;)
এখানে অনেকেই আমায় চেনে। কেউ বলতে পারবে নিজু কোন মেয়ের সাথে কাইজা করেছে???

আমাকে সবাই সমীহ করে, ভয় পায়, ভালোবাসে...;)

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


মেয়েরা যাকে ভয় পায়, তার সাথে ভালো ব্যবহারের অভিনয় করে।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মেয়েদের সাথে ভালো ব্যবহার করেছেন জন্য ধন্যবাদ। এসব ওদের সামাজিক অবস্থায় খুবই সাধারণ ঘটনা। আমাদের বিস্মিত হবার কোন কারণ নেই। আমাদের দেশেও টিন এজ ছেলেমেয়েরা আজকাল মদ ও অন্যান্য মাদকদ্রব্য অহরহ গ্রহন করছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের সংস্কৃতি, দেহের ফিজিওলোজী, সমাজ আলাদা; আমাদের টিনএজ ছেলেমেয়ো ওদের জীবনটাকে কেটেছিটে ছোট ও বিষাদময় করার চেষ্টা করছে

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শ্যাম্পেন কেনা/খাওয়া নিষেধ নাকি?

মেয়েটার শরীর কি ইলেট্রিফায়িং ছিল? আপনি কী বললেন আর ও কী বুঝে কী উত্তর দিল? নাকি আমিই বুঝলাম না? কাপড় চোপড় খুলে দেখাইতে চাওয়া তো ভালো লক্ষণ না। আপনি দেখতে রাজীব নুর টাইপ হিরো নাকি?

এবারের এন্ডিংটা তেমন জমলো না।

আমি ভয়ে ভয়ে ছিলাম, আপনি অন্ধ মানুষ, আগের বার ২টা মেয়েকে গার্বেজ ভেবে বল মেরেছিলেন, এবার বোধহয় চারটাকেই কুপোকাত করবেন :)



১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৫

চাঁদগাজী বলেছেন:



অন্ধকার না হওয়া অবধি, আমি মোটামুটি ভালো দেখি; আজকাল, কিছু পুলিশ ইত্যাদি নিজেদের কাজ বাড়ানোর জন্য, প্রমোশানের জন্য মানুষকে প্রলোভন দেখায়ে অপরাধে জড়াতে সাহায্য করছে; তাই মেয়ের দেহে রেকর্ডিং করার কিছু আছে কিনা, জানতে চাইলাম।

এই ঘটনাটি মোটামুটি আধা অপরাধ ধরণের, সেজন্য অল্পতেই শেষ।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: ওস্তাদ আমি তো ইদানিং মন্তব্য করতে ভয় পাই।
মন্তব্য করলেও মানুষ ভাববে আমি না পরে মন্তব্য করেছি।
আসলে আমি পড়ি। মন দিয়েই পড়ি। কোনো পোষ্ট দুই তিনবার করে পড়ি।
আপনার মতো মন্তব্য করতে গিয়ে এই বিপদে পড়েছি।
আপনার স্টাইলে মন্তব্য করতে গিয়ে আজ আমার এই অবস্থা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


নিজকে প্রকাশ করবেন, ব্লগারদের কাছে আপনার সম্পর্কে একটা ভালো প্রোফাইল আছে বলে আমার ধারণা।

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এবার মেয়েদের সাথে ফান একটু কম হয়েছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


ব্যাপারটা একটু কঠিন ধরণের, এগুলো নিয়ে আজকাল সমালোচনা হচ্ছে।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চাঁদগাজী ভাই, খুবই নেগলিজিবল একটা পয়েন্ট। আপনি 'কেহ', উহা, কাহাকে, উহাকে, তাহাকে ধরনের যে-সব শব্দ (সর্বনাম) লেখেন, তা পড়লে হাসি পায়, একটা সিরিয়াস আর্টিকেলে এ ধরনের শব্দ লেখাটাকে হাস্যকর বা হালকা করে ফেলে। এগুলো না লিখে কেউ/কাউকে/তাকে/ওটাকে/ওটা/সেটা লিখলে লেখা সাবলীল হবে। এটা একটা হাম্বল সাজেশন। আপনি আপনার মতো করেই ভেবে দেখবেন আশা করি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, শব্দ ব্যবহারে আমার সমস্যা আছে, ধন্যবাদ!

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
নিজকে প্রকাশ করবেন, ব্লগারদের কাছে আপনার সম্পর্কে একটা ভালো প্রোফাইল আছে বলে আমার ধারণা।

দোয়া করবেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


'রবীন্দ্রনাথের বিকল্প নেই' যুগের থেকেই আপনি আমার পছন্দের ব্লগার।

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

আশাবাদী অধম বলেছেন: সামু বলছে, লেখায় ছবি দিলে পাঠক আকৃষ্ট হয়। অতএব লেখার বিষয়বস্তুর সাথে দূরতম কোন সম্পর্ক না থাকলেও ক'দিন পরপর ঘুরিয়ে ফিরিয়ে একই ছবি দিতে হবে? একটা পেঁচার ছবি দিয়ে আর কতদিন চলবেন? নতুন কিছু ছবি কালেক্ট করে আপনার ছবি সম্ভার সমৃদ্ধ করুন। শুভকামনা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:


ভাবছি, কিছু একটা বের করতে হবে, অনেকেই পেঁচাকে পছন্দ করেন না

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শ্যাম্পেন কেনা/খাওয়া নিষেধ নাকি?
ওনার প্রশ্নের জবাব দিলেন নাতো।

মদ/বিয়ার পানির দরে পাওয়া গেলেও রেসট্রিক্সান অনেক।
প্রাপ্তবয়ষ্ক (১৮) হলেও কিনতে পারবেন না। বয়স ২২ না হওয়া পর্যন্ত।
কেনার সময় আইডি/ড্রাইভিং লাইসেন্স শো করে বয়স প্রমান করতে হবে।
রাত ১১টার পর বিক্রি বন্ধ।
যেখানে সেখানে প্রকাশ্য স্থানে খেতে পারবেন না, পার্কিং লটেও গেলা নিষেধ।
চলন্ত গাড়ীতে আধা খাওয়া বোতল, এমনকি খালি বোতল পাওয়া গেলেও পুলিশ চালককে কমপক্ষে ৫০০ ডলার জরিমানা করার অধিকার রাখে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনি ব্যাপারটা নিয়ে সঠিক ব্যাখ্যা দিয়েছেন

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১

অচেনা হৃদি বলেছেন: সেন্ট মার্টিন দ্বীপে খুব ভালো ডাব পাওয়া যায়।
মাত্র ২০ টাকা।




(রাজীব নূর ভাইয়ার স্টাইলে একটা কমেন্ট দিলাম। দেখি তো গাজী সাহেব কি উত্তর দেয়!)

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:



ডাব খেলে ত্বক সুন্দর হয়, এসিডিটি কমে; শ্যাম্পেন খেলে পশ্চিমের মেয়েরা হাসিখুশী মেজাজে কথা বলে।

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাসান কালবৈশাখী @ ধন্যবাদ আপনাকে।

চাঁদগাজী ভাইকে ১০টা প্রশ্ন করা আর একটা প্রশ্ন করা ফলত একই কথা। এখন মোটামুটি অভ্যস্ত, জেনে শুনেই প্রশ্ন করি - এসব প্রশ্নের উত্তর পাব না, বা পেলেও খুবই আংশিক :)

আশাবাদীর কথাটা আমারও কথা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:



আমাকে কেহ কিছু বললে, প্রশ্ন করলে, শধু শেষ লাইনটা আমার মনে থাকে; আমার থেকে উত্তর চাইলে, প্রশ্নটা শেষ লাইনে নিয়ে আসবেন।

২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: এই পোস্টের কমেন্টগুলো পড়ে খুব হাসলাম।
এত ফানি ফানি কমেন্ট আর তার প্রতিউত্তর কই থেকে যে পান আপনারা!

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৩

চাঁদগাজী বলেছেন:


আপনার ফানি অভিজ্ঞতা, কিংবা ফ্যান্টাসী নিয়ে লিখুন; লোকজন পড়তে চায়।

২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: না রে ভাই , আমি মজা কইরা কথা বলতে গেলেও আমার চেহারা আর ভাষা অকারণ সিরিয়াস হইয়া থাকে। তখন আমার আবার অন্যদের বুঝাতে হয়, প্রমাণ দিতে হয় আমি ফান করে বুলছি, তারা যাতে সিরিয়াস না হয়! অইটা আবার আরেক বিপত্তি!

আমার মজার অভিজ্ঞতা অনেক কম। কাঠখোট্টা টাইপ। এই যেমন আজ এত রাতে ব্লগে আমার থাকার কথা না, কিন্তু ব্লগাচ্ছি। রসকষহীন এক চাকুরী করি, এখনো অফিসে কামলা দেই! এইসব নিয়া কী আর ব্লগ হয়!!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৯

চাঁদগাজী বলেছেন:



লেখায় আপনার হাত আছে, একটু ফান, জীবনের সাথে মিলিয়ে নেয়ার চেস্টা করবেন; আমার ভুল হয়ে গেলে সর্বাধিক স্যরি বলি; কিন্তু নিজকে গিল্টি মনে করি না।

২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার টুকরো টুকরো গল্প- উপস্থাপনের ধরন ভালো লাগে।
আমাদের টিনএজার'রাও আজকাল এসব একটু আধটু গিলে।

(ফখরুল, রিজভীর ছবি দেখলে খালেদা ম্যাডামকে কারাগারে ঢুকানো পর- তাদের অনশন নিয়ে লিখা গল্পটা প্রায়ই মনে পড়ে।)

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১০

চাঁদগাজী বলেছেন:


অনশন নিয়ে আমি লিখেছিলাম?

২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন: Really enjoyed

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২

চাঁদগাজী বলেছেন:



অলরাইট, ছোটখাট ঘটনাও মানে দাগ কাটতে পারে।

২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উন্নত বিশ্বের ব্যাপার স্যাপার ই আলাদা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


এগুলো তাদের জীবনের অংশ

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
'রবীন্দ্রনাথের বিকল্প নেই' যুগের থেকেই আপনি আমার পছন্দের ব্লগার।

শুভ সকাল।
সকালবেলা আপনার মন্তব্য দেখে মনটা খুশীতে ভরে গেছে।
রবীন্দ্রনাথের কাজটা করতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে। মাঝে মাঝে মনে হয়েছে বাদ দিয়ে দেই। শেষমেশ ৪/৫ বছর লাগলো শেষ হতে। এখন মনে হচ্ছে খুব দ্রুত করেছি। আর তার জন্যই বেশ কিছু ভুল আছে বইয়ে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



আপনি নিশ্চয় নিজের প্রচেস্টাকে উপভোগ করছেন!

২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

এ.এস বাশার বলেছেন: যদিও দারু গেলার অভ্যেস নেই ... গল্পটি ভালো লেগেছে.............
হলুদ গোলাপের শুভেচ্ছা নিন......

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১০

চাঁদগাজী বলেছেন:


আমাদের জীবনে প্রতিদিনই কিছু না কিছু ঘটছে!

২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


তা'হলে জীবন চলতে থাকুক আপন গতিতে

৩০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ মজা করে লিখলেন। তবে মেয়েগুলির সৌজন্যবোধ বোধহয় ছিলনা, নইলে বাহককে না দিয়ে নিজেরা খেল কী করে।

শুভেচ্ছা নিয়েন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


আমরা এদের তেমন চিনি না; তবে, তারা প্রতিবেশী হিসেবে আমাদের চেনে, বুঝে।

৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঘোষিত সময়ের পূর্বে তাদের অনশন শেষ করা নিয়ে ব্যঙ্গাত্মক -
(গল্পের মতো) একটা পোস্ট লিখেছিলেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:



মনে পড়ছে, লিখেছিলাম; আমার জীবনে রিজভী সাহেব, ও মির্জা ফখরুলের মত পিগমী আর দেখিনি

৩২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

নীল আকাশ বলেছেন: ভাবছি, কিছু একটা বের করতে হবে, অনেকেই পেঁচাকে পছন্দ করেন না । আমি আপনার পেঁচার প্রেম থুক্কু পছন্দ করি। আপনার এই ধরনের লেখাই ভাল লাগে। চালিয়ে যান।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ছোটকাল থেকে পেঁচা দেখতাম একটা পরিত্যক্ত বাড়ীতে, আমার কাছে ভালো লাগতো

৩৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

হাসান রাজু বলেছেন: আজব । আপনাকে পটানো এতো সহজ ? একটা জিনিস খেয়াল করলাম। কারো বেড়াল খোয়া যাক, কিংবা হুস্কির তেষ্টা পাক, বা বাড়ির সামনে শরবত বিক্রি করুক অপজিটে কোন পুরুষ চরিত্র নাই বললেই চলে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



নিজের অভিজ্ঞ নিয়ে লিখলে, সেখানে কেহ (কোন চরিত্র) প্রবেশ করতে পারবে না, এটা খারাপ নয়

৩৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, গল্পটি মজাদার, জীবন আনন্দময় । আপনার জায়গায় আমি হলেও তাই করতাম ।। ধন্যবাদ ভাই ।।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


এগুলো ঘটে থাকে, এগুলো এখানকার জীবনের অংশ

৩৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

নতুন নকিব বলেছেন:



শেষাবদি এমনতরো ঢেকিও গিলতে হচ্ছে! গলধ:করন বুঝি তাহলে ইহাকেই বলে!

এইগুলোর তো দেখছি, মান-সম্মান আর সম্ভ্রমবোধ জিরোর কোটায়! একজন বয়োবৃদ্ধ সম্মান পাওয়ার উপযুক্ত বাবার বয়সী লোককে ফরমায়েশ দেয়ার মত এই ধরনের কাজ তারা কিভাবে করতে পারে! হায়রে উন্নত দেশ! হায়রে উন্নত জাতি! এই বুঝি শিক্ষা, উন্নয়ন আর প্রগতির ফসল!

সম্ভ্রমহীন, নেশায় নিমগ্ন, এমন শিক্ষিত জাতি থেকে আল্লাহর কাছে পানাহ চাই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


বিভিন্ন জাতির বিভিন্ন সংস্কৃতি; এই সংস্কৃতিতে এটি সম্ভব। আমার মনে হয় না, এখানকার সাধরণ মানুষ সম্ভ্রমহীন, নেশায় নিমগ্ন; তা'হলে এত বড় দেশ, এই বিশাল অর্থনীতি ধরে রাখতে পারতো না।

৩৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

জাহিদ অনিক বলেছেন:


বাহ !! শুধুই ঢেঁকিই গিললেন ? এক আধা ঢোক শ্যাম্পেন গিললেন না !!! :-P =p~ !:#P

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


সবার নিজস্ব বলয় আছে, বলয়ের বাহিরে যাওয়া ঠিক নয়

৩৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা ! লেখাটি খুব ভালো লাগলো চাঁদগাজী সাহেব =p~ মজা পেলাম

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:



গল্প লেখার চেষ্টা করিনি কোনদিন, নিজের সামান্য অভিজ্ঞ বলার চেষ্টা করছি, জীবনের টুকিটাকি অনেকেই পছন্দ করছেন

৩৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: নির্বুদ্ধিতায় চাকুরি হারিয়ে পথে পথে ঘুরছি। এমতাবস্থায় আপনার পোস্টটা ভালোই লাগল।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


আপনার কাছে আমার ইমেইল আছে সম্ভবত, আমাকে একটা টেস্ট মেিল করবেন।

৩৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার ছোট ছোট গল্পগুলো খুবই ভালো লাগে আমার,
সুন্দর করে লেখেন আপনি।

শুভকামনা আপনার জন্য সবসময়

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, ড: কামাল হোসেন, মামাল হোসেন বাদ দিয়ে, আমার নিজের অভিজ্ঞতা নিয়ে আলাপ করলেই ভালো হবে, কি বলেন?

৪০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা হ্যা দারুণ হইতো শ্রদ্ধেয়, কামাল মামালের চেয়ে অনেক ভালো হতো আপনার জাতীয় ঐক্যের ডাক, তাতে একটা কিছু হওয়ার সম্ভাবনা ছিল।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


কিছু ঐতিহাসিক কারণ, ও সাধারণ মানুষের অসাধারণ ভুলের জন্য জাতিকে হিমশিম খেতে হচ্ছে।

৪১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দারুণ উপভোগ্য সব কাহিনী। পড়ে চরম ভালো লাগলো।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষ এগুলোতে আনন্দ পাবেন?

৪২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

ইব্‌রাহীম আই কে বলেছেন: এটা কি বাস্তবতা অবলম্বনে লেখা? :|

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, এটা বাস্তব ঘটনা।

৪৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

ঠ্যঠা মফিজ বলেছেন: বিষয়টা জানা ছিলনা যে আপনি কণ্যা রাশি ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


পুরুষদের সাথেও এটাসেটা নিয়ে টুকিটাকি হচ্ছে, সেগুলো নিয়ে লিখিনি

৪৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


@রূপক বিধৌত সাধু ,

আমি আপনার ইমেইলসহ মন্তব্যটি মুছে ফেলেছি; আপনাকে ইমেইল করেছি।

৪৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৬

সোহানী বলেছেন: এ ধরনের বিড়ম্বনা এখানে হয় বিশেষ করে যারা সিগারেট খায় তাদের। আমার হাজবেন্ড প্রায় শপিং মলের চিপায় সিগারেট ধরাতে গেলেই দেখা যাবে টিন এজ এর পুচঁকাগুলা সিগারেট চেয়ে বসে।........... ওরাতো দেখি আরেক ডিগ্রি সরেস, এক ধাপ উপরে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় এটা কমন, এটাকে কেন্দ্র করে বাড়ীতে রেখে অনেকে এলকোহল বিক্রয় করে।

৪৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:২৭

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ছোট খাট অপরাধ করে ফেললেন তো ভাই??

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


অনেকটা তাই

৪৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আচ্ছা যেসব দোকানে লাইসেন্স থাকে তাদের কাছ থেকে কিনলেও কি পুলিশ ধরবে??? কিছু দোকানের তো বার লাইসেন্স থাকে।।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


এলকোহল কিনতে হলে ২১ বছর বা তার থেকে বেশী হতে হয়।

৪৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: ভাগ্যিস, ঢেঁকিটা গলায় আটকে যায়নি!
কিছু এপিক প্রতিমন্তব্যঃ :) :)
*নিয়মিত গোসল করবেন, মানানসই কাপড় পরবেন, লম্পজম্প দিয়ে হাঁটবেন না, অকারণে মেয়েদের বিরক্ত করবেন না।
*গেইনের মাজে ঢেঁকিই একমাত্র গেইন
*এতে আমাদের বাচ্ছারা কিছু মিস করছে না; পুর্ব ও পশ্চিমের মাঝে অনেক বিষয়ে মিল নেই (সঠিক উপলব্ধি)।
* গন্ডগোল করতে ভালোবাসি; তবে, হতাশ করার পক্ষপাতি নই - (ঠিক আছে!)
*মেয়েরা যাকে ভয় পায়, তার সাথে ভালো ব্যবহারের অভিনয় করে
*এই ঘটনাটি মোটামুটি আধা অপরাধ ধরণের, সেজন্য অল্পতেই শেষ
*'রবীন্দ্রনাথের বিকল্প নেই' যুগের থেকেই আপনি আমার পছন্দের ব্লগার
*শ্যাম্পেন খেলে পশ্চিমের মেয়েরা হাসিখুশী মেজাজে কথা বলে
*আমার ভুল হয়ে গেলে সর্বাধিক স্যরি বলি; কিন্তু নিজকে গিল্টি মনে করি না

জীবনের টুকিটাকি অভিজ্ঞতা নিয়ে আরো লিখুন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


আপনি ভয়ংকর পাঠক, ব্লগারদের ভীত হওয়ার জন্য যথেষ্ঠ কারণ আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.