নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ সাহেব ড: কামাল হোসেনের মতো মানুষকেও সুযোগ দিয়েছিলেন

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০



ড: কামাল হোসেন বিএনপি'র সাথে মিলে ইলেকশান করতে চায়, যেই দলটির জন্ম হয়েছে শেখ সাহেবকে হত্যা করার ফলে; শেখ সাহেব জীবিত থাকলে বিএনপি ও জাপা জন্ম নিতো না। শেখ সাহেব নিজেই ড: কামালকে টেকনোক্রেট হিসেবে আওয়ামী লীগে স্হান করে দিয়েছিলেন, পরে বিরাট দায়িত্ব দেন, ইয়াহিয়া খানের সাথে নেগোচিয়েশন করে সরকার গঠনের ফর্মুলা বের করতে। ১৯৭২ সাল থেকে শেখ সাহেব উনাকে আইনমন্ত্রী, বিদেশমন্ত্রী, তেল ও গ্যাসমন্ত্রী সবই বানান; লোকটা কোথায়ও দক্ষতা দেখাতে পারেনি।

এই লোককে শেখ সাহেব বাংগালীদের জন্য সংবিধান বানাতে দেন, শেখ সাহেব ও ততকালীন বাংগালীরা বাংগালী জাতীয়তাবাদে বিশ্বাস করতেন, আর এই লোক কর্পোরেট ম্যানুয়েল লিখে, উহাকে সংবিধান বলে চালিয়ে দিয়েছে; আমােরিকান ১০ম শ্রেণীর বাচ্ছা ১ দিনে ইহার থেকে হাজার গুণের ভালো সংবিধান তৈরি করে দিতে পারবে।

ড: কামাল বাংলাদেশ সরকারে থাকার সময়, নিজের আন্তর্জাতিক কেরিয়ার গঠনে বেশী সময় ব্যয় করেন; উনি জানতেন না দেশে কি হচ্ছে, শেখ সাহেব কি করছেন; কি কারণে ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হলো। শেখ সাহেব হত্যার পর, দেশে বিদেশে যেভাবে মিলিটারী সরকারের বিপক্ষে দাঁড়াবার দরকার ছিলো, তার কোনটাই তিনি করেননি; সেই সময় তিনি জাতিসংঘে ও আরব দেশগুলোতে কর্পোরেট আইনবিদ হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করার কাজে ব্যস্ত ছিলেন।

বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী ও পররাস্ট্র মন্ত্রী থাকার সময় তিনি কর্পোরেট আইনবিদ হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করে্ন; সেই পেশা থেকে তিনি আনুমানিক ৩০০ কোটী টাকা আয় করেন; সেই টাকার উপর তিনি যক্ষের মতো বসে আছেন, নিজের দল গণ ফোরামের জন্য ২ পয়সাও খরচ করেন না।

আজকে ভোটে দাঁড়াক, নিজের গুণে ২০০০ ভোট পাবেন; বিএনপি থেকে দাঁড়াক, জয়ী হওয়ার কোন সম্ভাবনা নেই। যদি তিনি শেখ সাহেবের বদান্যতাকে মনে রাখতেন, তাজুদ্দিন সাহেবের অনুপস্হিতিতে আজ তিনি দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পেতেন। আসলে, মানুষের প্রকৃতি বদলে না, মানসিকভাবে উনি ক্যাপিটেলিষ্ট মানুষ, বেগম জিয়াই এখন উনার নতুন দিশারী।

উনি ভুল পথে যাচ্ছেন; খুবই সঠিক হবে, যদি তিনি জাতি গঠনে দেশের সাধারণ মানুষকে সাহায্য করেন; সেটা সম্ভব না হলে, উনার উচিত হবে শেখ হাসিনাকে সাহায্য করা, যাতে শেখ হাসিনা সাধারণ মানুষের সাথে জাতীয় ঐক্য গড়ে তোলে; সেটা সম্ভব না'হলে উনার উচিত হবে, চুপ করে বসে থাকা; কিন্তু কোনভাবেই উনার উচিত হবে না জামাত-বিএনপি'র সাথে কাজ করা।

মন্তব্য ১০৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সনেট কবি বলেছেন: সহমত

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


কৃপণ থেকে রাজনীতিবিদ বানানো সম্ভব নয়; যে মানুষ উনাকে এত বড় করেছেন, তাঁর হত্যাকারীদের দলের সাথে যোগ দিতে যাচ্ছেন তিনি।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

শুভ্র বিকেল বলেছেন: আমার মনে হয় না ওনার এভাবে রাজনীতি করার প্রয়োজন আছে। ওনি জীবনে অনেক ভুল করেছেন। এটাও সত্য ওনি, রব, বা যাদের নিয়ে ঐক্য করছেন তাদের সবায়কে মানুষ চেনে এই আওয়ামীলীগের জন্য তাই এখন আওয়ামী প্লেট একটু ফুটো করা প্রয়োজন নইলে জাত চিনাবে কি করে। তারা যদি সত্যিই ভাল মানুষ হত তবে দলের সাথে বেইমানী না করে যত টুকু সম্ভব করতে পারত। নিজের সার্থে টান পড়লেই আওয়ামীরা খারাপ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


উনার দল আছে, রবের দল আছে; রাজনীতি করুক; কিন্তু নিজেদের নেতার হত্যাকারীদের দলের প্রতি কিভাবে আস্হা জানাচ্ছেন এরা? এরা জাতির জন্য অতীতে কি করেছেন?

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পোস্টের কিছু বক্তব্য ঠিক আছে। তবে লেখাটা বড় একপেশে, কানা বগীর ছায়ের মত।


@ শেখ সাহেব ও ততকালীন বাংগালীরা বাংগালী জাতীয়তাবাদে বিশ্বাস করতেন, আর এই লোক কর্পোরেট ম্যানুয়েল লিখে, উহাকে সংবিধান বলে চালিয়ে দিয়েছে; আমােরিকান ১০ম শ্রেণীর বাচ্ছা ১ দিনে ইহার থেকে হাজার গুণের ভালো সংবিধান তৈরি করে দিতে পারবে।
.. গলাবাজি কমান। X(
আপনাকে প্রতিবার বলি সংবিধান পড়েন। ১৫৩অনুচ্ছেদের কোনটাতে সমস্যা আছে, নির্দ্দিষ্ট করে বলেন। আপনাদের গিনিপিগ বাহিনীর রাজনীতির জ্ঞান দেখে অবাক হই...:D


@উনার উচিত হবে শেখ হাসিনাকে সাহায্য করা, যাতে শেখ হাসিনা সাধারণ মানুষের সাথে জাতীয় ঐক্য গড়ে তোলে;
জাতীয় ঐক্য প্রচলিত দলগুলোর দ্বারা সম্ভব নয়। বেজি বা শেহা কেউই সেটা পারবে না।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনি জাতীয় ঐক্য ও রাজনৈতিক দলগুলোর মাঝে কোয়ালিশনের পার্থক্য বুঝার চেষ্টা করুন।

উনি সংবিধানে যা লিখেছেন, সেগুলো মোটামুটি গার্বেজ

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সত্য কথা হল উবাকে একা অপরাধী বা যাই বলেন লোভী কেরিয়ার প্রেমি বলে লাভ নাই। বাংলাদেশ এর সব বুদ্ধিজীবী, শিল্পি লেখকদের একটা জন্ম গত অভ্যাস । তারা দেশকে ভালোবাসার কথা বলেন। আবার থাকেন বিদেশে। এর পিছনে কারন ও আছে।
আমি আব্দুল গাফফার চৌধুরী কে জিজ্ঞাস করবোনা কেন তিনি বাংলাদেশে থাকেন না।বা ফকির লাল যে জামাইকা থাকে তাকেওনা।
বা আমাদের অনকে ভাষা সৈনিক যারা একাত্তরে লন্ডন ছিলেন। ঢাকা আসেনি। কেন ছিলেন তারাই জানে।

আমি কাওকে অপরাধী বলবোনা। শুধু বলবো
মানুষ ডিসিশন নিতে ভুল করে অথবা দেড়ি করে।


যাই হোক অনেকে আবার মরার ভয়ে গ্রেফতার হওয়ার ভয়েও আসেনি। যেমন নাম বলার দরকার নাই। তিনি নাস্তিক ছিলেন।
কেউ আক্রমণ করতে পারে এই ভয়ে আসেনি। এই হল আমাদের অবস্থা ।।।।


দেশের গুনি দেশপ্রেমিক অথচো তারা

থাকে বিদেশে।।
আবার তারা সারা দুনিয়াতে দেশকে ফকির গরীব। এই দেশ সেইফ না। নিরাপদ না এইসব বলে গিবত রটায়।আর বিদেশে গিয়ে বলে আমার দেশ নিরাপদ না আমাকে

রাজনৈতিক আশ্রয় দাও।।।। কি বুঝলেন। সব দান্দা। উন্নত দেশে থাকার জন্য।।।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


উনি সামান্য আইনবিদ ছিলেন, উনাকে কামাল হোসেন বানায়েছেন শেখ সাহেব; উনার উচিত বিএনপি'র বিলুপ্তির জন্য কাজ করা।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

টুটুল বলেছেন: হক কথা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:



উনার উচিত নয়, শেখ সাহেবের হতয়াকারীদের দলকে সাহায্য করা

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পাঠক১৯৭১ - নিকটা আপনার?

http://www.somewhereinblog.net/blog/dec1971

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, নিকটা আমার ছিল; আমি জানতাম না যে, সেই নিকটা ব্যানমুক্ত হয়েছে; আপনাকে ধন্যবাদ।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: জীবন যখন শুকায়ে যায়, করুনা ধারায় এসো’ গানটি রচনাকালে রবীন্দ্রনাথ ঠাকুর কি ধারনা করেছিলেন ?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


কবি ভাবনার জগতে বাস করতেন।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: কোন এক কবি বলেছিলেন, "এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ & ওয়ার"।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, উনি রাজ কবি ছিলেন!

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

হাবিব ইমরান বলেছেন: রাজনীতিকে বড়দের কাছে ছেড়ে দিন।
বাংলাদেশের বস্তা পচা রাজনীতি নিয়ে চিন্তা করতে করতে চিন্তা শেষ হয়ে যাবে কিন্তু রাজনীতির প্যাঁচ শেষ হবেনা।
ড. কামালদের তো ক্ষমতা চাই! নাকি?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:



ড: কামাল ক্ষমতায় থেকে নিজের ক্যারিয়ার গড়েছেন, এর থেকে বেশী কিছু নয়; যেই লোক উনাকে সামান্য কোর্ট থেকে বংগভবনে আনলেন, তার মৃত্যু নিয়ে চিন্তিত হয়ে, কোনদিন কিছু বলেনি; এখন হত্যাকারীদের দলকে সঝায্য করতে যাচ্ছে।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২

সুমন কর বলেছেন: সহমত।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


উনার উচিত, শেখ হাসিনাকে সাহায্য করা; শেখ হাসিনার আমলে, গত ৮/৯ বছরে সাধরণ মানুষ আপেক্ষিকভাবে ক্রমেই সম্পদ হারিয়ে ফেলছে।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার মত লোক শেখ সাহেবের মৃত্যুর পর জাতিকে কোন সার্ভিস দিতে পারেনি। উনার উচিত ছিল আওয়ামী লীগে থেকেই রাজনৈতিক ক্যারিয়ার শেষ করা। অযথা নতুন একটা দল করেছেন যে দলের কোন সিট থাকেনা সংসদে। বাংলাদেশে সময় এসেছে বড় বড় ব্যক্তিত্বদের ছোট দলে না থেকে বড় দুই দলের যে কোন একটাতে চলে যাওয়া। আলাদা করে একলা চললে তেনাদের কথা কেউ শুনে না...

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


উনাকে মানুষ শুনতো, কমপক্ষে শেখের লোকেরা শুনতেন, যদি তিনি সাধারণ মানুষের জন্য কাজ করতেন, সাধারণ মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতেন; তিনি ডা: বদরুদ্দোজাদের মত রাজনীতি করছেন; শেখ সাহেব থেকে উনি সঠিক কিছু শেখেননি; শেখ সাহেবের প্রৈ সামান্য কৃতজ্ঞতাও নেই।

আজকে তিনি শেখ হাসিনার অন্যায় ও ভুলের বিপক্ষে যদি দাঁড়াতেন, এবং সেখানে "বিএনপি" শব্দটা যোগ না করতেন, মানুষ শুনতেন।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০২

জোহা প্রকাশন বলেছেন: সম্ভবত কোন রাষ্ট্রীয় পদ না পেয়ে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ।
দেশের জন্য তাঁর কোন অবদান আছে বলে মনে পড়ছে না

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


উনাকে সব পদ দিয়েছিলেন শেখ সাহেব, উনি সেখানে নিজের ক্যারিয়ার গড়েছেন, মানুষের জন্য কিছুই করেননি।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪

উদাসী স্বপ্ন বলেছেন: ব্লাস্ট কার হাতে গড়া? এর অবদান কি?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


ব্লাষ্ট কি জিনিষ, আমি জানি না

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯

সোনালী ঈগল২৭৪ বলেছেন: আমি মনে করি উনি বাংলাদেশের রাজনীতির অন্যতম ট্রাজিক চরিত্র , জাতিকে অনেক কিছু দিতে পারতেন উনি

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ভুল করেছিলেন, এগুলো সুযোগ সন্ধানী

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭

উদাসী স্বপ্ন বলেছেন: ব্লগে সেদিন এ ভদ্রলোক বললেন নারী নির্যাতন আইন কতটা শক্তিশালী অথবা বাংলাদেশে এসিড সন্ত্রাস হঠাৎ করে নাই হয়ে গেলো অথবা এই যে গরীব অসহায় নারী নির্যাতিত, শোষনের শিকার হলে তাদের আইনী সহায়তার পথ বা বিদ্যমান ভঙ্গুর বিচারিক ব্যাবস্থার মধ্য দিয়ে মাজদার হোসেন সহ গুরুত্বপূর্ণ আইন ও পদক্ষেপের ক্রিড়ানক কয়েকজনের নাম বলেন শুনি! লেখা পড়ে মনে হচ্ছে কামালের অবদান নিয়ে সবাই পিএইচডি করছে, একটু দেখি আমাদের সেই ধ্বজভঙ্গ পিএইচডির গভীরতা কতখানি

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


ড: কামালে কি করতে চাচ্ছেন, সেটাকে বুঝার চেষ্টা করছি; আপনার কিছু বলার থাকলে পোষ্টে লিখুন।

১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১

বিএম বরকতউল্লাহ বলেছেন: রাজনীতিতে শেষ কথা নেই
যা বলে তাই শুরু
একথাটি বলেছিলেন
রাজনীতির কোন গুরু?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


এগুলো রাজনীতি নয়, এগুলো হচ্ছে, অশিক্ষিত সাধারণ মানুষকে বন্চিত করার কুটিল ভাবনা।

১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২

আলআমিন১২৩ বলেছেন: চাদগাজী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সব সময়ই শেখ সাহেব বলেন। এটা এক ধরনের বেয়াদপি। এভাবে বলার কারনটা জানাবেন কি?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


উনার নাম কি আরো আছে? আমরা বাংগালীদের নামের সাথে সাহেব দিয়ে সন্মানের সাথে সম্বোধন করে থাকি।

১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উনার প্রতি আমার ব্যক্তিগত ইন্টারেস্ট নাই। আপনার ব্যক্তিগত পর্রযাবেক্ষন আছে। উনি সংবিধান লিখেছিলেন তৎকালীন নেতাদের পরামর্রশে। যদিও আমেরিকা ভ্রমণ করে এই ব্যাপারে আইডিয়া নিয়েছিলেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের সংবিধানে সাধরণ মানুষের অধিকার নিয়ে কোন আর্টক্যাল নেই।

১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬

উদাসী স্বপ্ন বলেছেন: ব্লাস্ট গঠিত হয় ১৯৯৪ এর দিকে কিন্তু এ সম্পর্কে আপনি জানেন না। মাজদার হোসেন মামলা, বঙ্গবন্ধুর হত্যাকারীর বিচার সহ বাংলাদেশের অতিগুরুত্বপূর্ন বিচার থেকে শুরু করে বর্তমানের বেশ কিছু শক্ত আইন যার কিছু ভারতের আইন বিভাগ পর্যন্ত অনুসরন করে (এসিড সন্ত্রাস দমন ইত্যাদি) এছাড়া আরো বেশ কিছু আন্তর্জাতিক পরিমন্ডলের বাংলাদেশের জন্য কর উদ্যোগ যার সম্পর্কে আপনার ধারনা নেই সেই আপনি তার অবদান অস্বীকার করছেন। তার ওপর এটাও পরিস্কার বলেননি স্বৈরশাসক অদক্ষ স্বজনপ্রীতির জনক বঙ্গবন্ধুর সাথে বিশ্বাস ঘাতকতা কোন বিষয়ে এর পেছনে তার কি কারন সেটাও পরিস্কার করে বলছেন না। শুধু বলছেন যে ভোটে দাড়ালে ২০০ ০ ভোটও পাবে না। তাহলে শামীম ওসমান, খালেক, আসলাম এরা ভোটে জিতছে তার মানে তারা মাটির মানুষ দেশের জন্য নিবেদিত প্রান।

ভাই আপনি জানেন না, অজ্ঞ তাই বলে এসবের যে অস্তিত্ব নেই বা একজন স্কলারকে এভাবে অপমান করবেন এটা শুধু আপনার সাথে আমি ইমাম গাজ্জালীর মিল খুঁজে পাই যে হারামখোর বিজ্ঞানী ইবনে সিনাকে তিনটি কারনে কাফের ঘোষনা করে একটা বই লিখেছিলো।

আশ্চর্য আপনাদের অজ্ঞতাপূর্ন জ্ঞানীমুখোশ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


আমি ব্লাষ্ট সম্পর্কে জানতাম না। ড: কামাল হোসেন নিশ্চয় শামীম ওসমান নন; শেখ সাহেবের লোক হিসেবে জাতির প্রতি ড: কামাল হোসেনের একটা ভুমিকা থাকার দরকার আছে।

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

রাফা বলেছেন: ব্যাপার-না ।মির্জাফর ছিলো সিরাজের প্রধান সেনাপতি ।আর ডঃ কামালকে সংবিধান রচনায় সুযোগ দিয়ে কিছু করে খাওয়ার সুযোগ করে দিয়েছিলেন শেখ মুজিব।সেটা বেচেই খাইতেছে আজও।বাংলাদেশের রাজনীতিতে আরো অনেক অবাক করার মত ঘটনা ঘটবে।মান্নাও হুমকি দেয় ,শেখ হাসিনাকে।অথচ এদেরকে মানুষ যতটুকু চেনে তা শুধু আঃ লীগের কল্যাণে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


উনার লেখা সংবিধান আসলে সাধারণ মানুষের অধিকার বিরোধী।

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪

উদাসী স্বপ্ন বলেছেন:
আমি ব্লাষ্ট সম্পর্কে জানতাম না। ড: কামাল হোসেন নিশ্চয় শামীম ওসমান নন; শেখ সাহেবের লোক হিসেবে জাতির প্রতি ড: কামাল হোসেনের একটা ভুমিকা থাকার দরকার আছে।


গুড, এই তো লাইনে আসছেন। স্বৈরাচার শেখ সাহেবকে কামাল হোসেন কেন সাপোর্ট বা তার সবকিছু ব্যাপারে নিস্ত্রিয় ছিলেন তিনি সে ব্যাপারে মুখ খোলেননি আমার মনে হয় শুধু এ কারনেই তাকে পুরস্কার দেয়া উচিত। তিনি যদি মুখ খুলতেন তাহলে আমাদের সবে ধন এই নান্নামুন্না নেতাটির ঐশ্বরিক মুখোশ খুলে পড়তো। তিনি নিজের কাজকর্ম নিয়েও কিছু বলেননা তবে কর্পোরেট ক্যারিয়ার গঠন করেছেন তা তিনি নিজের যোগ্যতায় করেছেন। লীগের যেসব শুয়োর জ্যেষ্ঠ রাজনীতিক তা না করে রাজনীতি করে গেছেন তাদের সম্তানরা কিন্তু বিদেশে ঠিকই রাজার হালে ব্যাবসা বানিজ্য করে গেছেন যার সবই দেশের টাকা চুরি করে। এই যে কিছু দিন জাতীর চার নেতার এক পোলা, শুয়োরটার নাম ভুলে গেছি হানিফ মনে হয়, মরে গেছে কিনা তাও জানি না, তার সম্তানেরা ইংল্যান্ডে রাজার হালে। ভালো চাকরী ব্যাবসা সবকিছুই করছে।

পারলে তাদের কথা লেখেন। যদিও আমি আপনার বয়সে জুনিয়র, একটা উপদেশ দেই, বই পড়েন। প্রচুর বই। প্রজ্ঞার মূল্য অসীম এবং সেটা অর্জন করার উপায় প্রচুর বই

ভালো থাকবেন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:


কোন বই থেকে পড়ার শুরু করার দরকার? নাকি আপনি বলছেন, ২১শের মেলা থেকে কিনে পড়তে?

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৯

অক্পটে বলেছেন: শেখ হাসিনার বিরুদ্ধে যেই যাবে তাকেই হেয় প্রতিপন্ন করা চাঁদ আঙ্কেলের প্রধান প্রজেক্ট। তাদের সবাই কে তিনি মাথা মোটা ছোট মগজ, লিলিপুটিয়ান রাজাকার বানিয়ে দেন। বিলক্ষন এটা এই আঙ্কেলের একটা ঘোড়া রোগ এতে সন্দেহ নাই। শেখ সাহেব আর হাসিনা বলতে তিনি অজ্ঞান। তাদের কোন ত্রুটি ওনার রাডারে ধরা খায়না। শেখ সাহেব এবং হাসিনা দুজনই অসম্ভব রকমের স্বৈরাচার ছিলেন তাদের শাসনামলে। শেখের পতনের সাথে সাথেই মালেক উকিল মন্তব্য করেছিলেন আল্লাহ বাংলাদেশকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন। এমন শাসক জাতি দেখতে চায়না তাই কামাল হোসেনরা ঐক্য করার চেষ্টায় আছেন। এই চেষ্টাটা চাঁদ স্যারের পছন্দ হবেই বা কেন?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের অদক্ষতার আরেক উদাহরণ ড: কামাল। শেখ সাহেবর মুল সমস্যাগুলো কারা কারা ঠিক মত তুলে ধরেছেন, সেসব লেককদের থেকে একজনের নাম বলবেন, পারলে, উনার লেখা দেবেন।

শেখ সাহেবের স্বৈরতন্ত্র ও অদক্ষতা আমি বুঝার চেষ্টা করেছি, ব্লগাে অনেকে দেখেছেন, বুঝতে পারেছেন কিনা আমি জানিনা।

শেখ হাসিনা আমার মতে রাজনীতিবিদ নন; কিন্তু উনার আসার পথ রচনা করেছেন জেনারেল জিয়া।

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
শুধু শেখ সাহেব না,হাসিনাও ড:কামালল কে দির্ঘদিন সুযোগ দিয়েছিলেন, হাসিনা ভাগিয়ে দেননি,উনি নিজেই ৯০এ পরাজয়ের পর প্রথমে ২ বছর নিষ্কৃয় ছিল।

পরে টিএসসিতে প্রকাস্য দিবালকে বাদল গুলিতে নিহত হবার পর মন্টু ও আওরংগকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল।
এরপর ড:কামাল এই খুনি দের সাথে নিয়ে গণফোরাম করেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল, ডা: বদরুদ্দোজা, ডা: জাফর উল্লাহ, সাইফুর রহমান, মুহিত, এরা বাংলাদেশের ধনী ৫% মানুষকে নাগরিক মনে করেন।

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৭

সচেতনহ্যাপী বলেছেন: এই ভদ্রলোক না থাকলে কি আজকের আওয়ামী লীগ থাকতো??
আর বাদলকে হত্যার প্রতিক্রিয়া কি হয়েছে তখন, এখন কি হচ্ছে??!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে হত্যা করার পর, আওয়ামী লীগ কিছুই করেনি; ওরা কিছু করলে, জেনারেল জিয়া ক্ষমতায় আসতে পারতো না

২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫৫

অনল চৌধুরী বলেছেন: এই লোক কর্পোরেট ম্যানুয়েল লিখে, উহাকে সংবিধান বলে চালিয়ে দিয়েছে; আমােরিকান ১০ম শ্রেণীর বাচ্ছা ১ দিনে ইহার থেকে হাজার গুণের ভালো সংবিধান তৈরি করে দিতে পারবে।-কোটি কথার এককথা বলেছেন।
এই ব্লগে আমার প্রথম লেখাটাই ছিলো ড: কামালের চাপাবাজি নিয়ে।
তিনি অবশ্যই প্রতিভাবান অান্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অাইনজীবী।
শেভরনের বিরুদ্ধে লড়ে বাংলাদেশকে বড় বিজয় এনে দিয়েছেন।

কিন্ত দেশের স্বার্থের চেয়ে সবসময়ই নিজের পেশাকে বড় করে দেখেছেন।টাকালোভও খুব বেশী।
ড: কামাল ,ইউনুসরা অান্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও দেশের প্রতি দায়িত্ব পালন করেনি,যা করতে পারতেন।
ইউনুসের জীবনী ক্যানাডার পাঠ্যবইয়ে স্থান পেযেছে।
কিন্ত দেশে তার পরিচয় একটা চরম সুদখোর টাকালোভীর।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


ড: ইউনিস সাহেবের শুরু ছিলো বিরাট, শেষে তিনি যক্ষের মত ধন যোগাড় করে, আওয়ামী লীগের জন্য রাখে গেছেন।

২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
কামাল লড়বে শেভরনের বিরুদ্ধে?
কামালরা অলটাইম রাষ্ট্রের বিরুদ্ধে মাল্টিন্যাশনাল কম্পানির পক্ষে কাজ করে রাষ্ট্রকে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করে গেছে। এখনও করে যাচ্ছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল সাহেবকে শেখ সাহেব রাজনীতিতে আনলেন, এখন উনি যাচ্ছেন শেখ সাহেবকে হত্যাকারীদের দলে!

২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শেষ ইমেইলটা দেখেছেন?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

চাঁদগাজী বলেছেন:



দেখেছি। কাজ খুঁজে দেখেন।

২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সংবিধানের উপর কোনো জ্ঞান নাই চাঁদগাজী ভাই। ওটা কীরকম, কত পরিচ্ছেদ, অন্তত তা একবার হলেও দেখে নিয়েন। আমেরিকার ১০ম শ্রেণির বাচ্চাও এর চেয়ে হাজার গুণ সংবিধান বানাতে পারে- এটা বলে শুধুমাত্র ডঃ কামাল হোসেনকে না, সমগ্র বাংলাদেশকে আপনি হেয় ও অপমানিত করেছেন। ব্লগাররা আপনার রম্যধর্মী কমেন্ট ও পোস্ট ভালোবাসে, হুজুগে আপনাকে অনেক উপরেও নিয়ে গেছেন, কিন্তু নিজের এরূপ দায়িত্বজ্ঞানহীন কথা দ্বারা নিজেকে খুবই ছোট করে ফেলছেন। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাকে সম্মান করি, ব্লগাররাও করেন। সেই সম্মান ধরে রাখার চেষ্টা করুন। সস্তা স্টান্টবাজি না করে গঠনমূলক কথা বলুন। আপনাকে আগে থেকেই মনে হচ্ছিল আপনি স্রেফ ব্লগের একজন ভাঁড়, ব্লগের একটা সেফাতুল্লাহ ছাড়া আর কিছু না।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:




আমার মতে, সংবিধান হলো, কোন রাজনৈতিক তত্বের অধীনে নাগরিকের অধিকার, দায়িত্ব ও রাস্ট্র পরিচালনার রূপরেখা, রোডম্যাপ।

আপনি সংবিধানের ডেফিনেশন লিখুন।

কামাল সাহেব পুরাতন জিনিষপত্র, ভাংগাচুরা মাল মসলা যোগাড় করে উহাকে সংবিধান হিসেবে চালিয়ে দিয়েছেন।

২৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
কবি ভাবনার জগতে বাস করতেন।

বর্তমানে আমাদের দেশের বেশির ভাগ কবি সাহিত্যিকেরা বাস্তব জগতে বাস করে। কিন্তু ভাব ধরেন তারা অন্য জগতের মানুষ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


এজন্য বেশীরভাগ কবিরা মানুষের মনে আসন পাচ্ছেন না।

৩০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: যদি বলা হয়- যে সবচেয়ে ভালো কবিতা লিখবে তাকে গুলি করে মেরে ফেলা হবে ।

তাহলে কেউ কি কবিতা লিখেবন?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


লিখবেন, কবিরা কাউকে ভয় পান বলে মনে হয় না

৩১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২০

নূর আলম হিরণ বলেছেন: বিএনপি ও যুক্তফ্রন্ট মিলে সরকারকারের জন্য ১৪ দফা দাবী বানিয়েছে, প্রথম দফা বেগম জিয়ার নির্শত মুক্তি চাই। ড:কামাল হোসেন একজন আইনজীবী হিসেবে জাতিকে এটা জানানো উচিত, আইনের কোন ধারা অনুযায়ী বেগম জিয়ার নির্শত মুক্তি হওয়া সম্ভব?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



এটর্নী জেনারেলের উচিত, বিএপি'র জন্মে "কেন্টনমেন্ট" যুক্ত ছিলো বলে একটা রীট করা।

৩২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

এটম২০০০ বলেছেন: Under colorful you are a Hasina dalal, we knew it long ago, now others also would know. You know Dr. Kamal is a good candidate against Hasina and so yu are writing these rubbish.
Look, when Sheikh was alive and became unsuccessful in all spheres (Remember the popular story where a tumor patient wanted Sheikh to touch her tumor, because she know every thing that Sheikh touches comes to the end), Zia appeared. Instantly the USA lifted its hidden restrictions, the middle east countries opened their business and labor market for the Bangladeshi labors. USA gave privilege in garments, and Bangladesh saw fortune. Now you see 'development' under Hasina because you ignore how much foreign loan this lady took, how much money and bullion she arranged to drain out from the country and even from the safest locker of Bangladesh. ALL SHOULD RAISE DEMAND FOR OVERTHROWING HER SELF-ARRANGED INDEMNITY AND TO FIGHT AGAINST THE JUST CORRUPTION-CASES AGAINST HER. Why should only Khaleda suffer, while this lady enjoy her self-arranged indemnity?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


আসলই তো, আমি কখন নিজের অজান্তেই শেখ হাসিনার দালাল হয়ে গেছি! আপনার মাথার আকার মেপে দেখবেন প্রতি সপ্তাহে

৩৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

নূর আলম হিরণ বলেছেন: Dr. Kamal is a good candidate against Hasina Are U kidding এটম২০০০

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


ড: কামালকে একমাত্র শেখ হাসিনা ব্যতিত অন্য কোনদল, কোনভাবে জয়ী করতে পারবে না।

৩৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, আমি ঢাকার বাইরে ছিলাম তাই আপনার বেশ কয়েকটি পোষ্টে অংশগ্রহণ করতে পারিনি বলে দুঃখিত।

প্রসঙ্গে আসি,
১। গ্রামে একটি প্রবাদ আছে বাড়ীর গরু ঘাটের ঘাস পায় না ! ড কামাল হোসেন সাহেব সেই ধরনের একজন গরু যে নিজ যোগ্যতায় কোনোদিন ইলেকশানে পাশ করতে পারেন নি, তিনি কচুরিপানা'র মতো কাউকে না কাউকে ধরে ঠাই পেয়েছেন, তার যোগ্যতা নিয়ে আসলেই সন্দেহ যাগে, তার সমস্যা কোথায় ? পাঠকগণ/চাঁদগাজী ভাই, জানাবেন প্লিজ ?

২। ড কামাল হোসেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ? কি কারনে ? তিনি বিদেশে মামলা লড়েন ? বাংলাদেশেী আর কোনো উকিল ব্যারিষ্টার কি আছেন যারা বিদেশে মামলা লড়েন - আমি তো জানি কয়েক হাজার আইনজ্ঞ আছেন তারা বিদেশেই থাকেন - তাই তাদের বিদেশী মামলাই লড়তে হয় !!! মিডিয়া তাকে কাঠের পুতুল বানিয়েছে আর সরকার তাকে সুযোগ দিয়েচে বারবার যার সুযোগে ১০০ তে ১০০ সুযোগ কামাল হোসেন সাহেব নিয়েছেন এবং দেশের জন্য কোনো বিশেষ কাজ করেন নি।

৩। ড কামাল হোসেনকে বাংলাদেশের প্রয়োজন নেই - বিদেশে হয়তো প্রয়োজন থাকতে পারে, তিনি মাইগ্রেশন করে পালিয়ে থাকার জন্য শ্রেষ্ট দেশ “কানাডা” চলে যেতে পারেন অথবা আদম গন্ধমের দেশ “মালয়েশিয়া” ।

৪। ড কামাল হোসেন, ব্যারিষ্টার মওদুদ আহমদ ও ব্যারিষ্টার নাজমুল হুদার মধ্যে ব্যাক্তিগত ধ্যান ধারনার পার্থক্য কি - চাঁদগাজী ভাই কি জানাবেন ?

শেখ হাসিনা সরকার বা দেশের জন্য ড কামাল হোসেনের মতো প্রয়োজন নেই, বিএনপি করে তিনি যদি মিনে করেন তিনি জয়যুক্ত হবেন তাহলে তার যোগ্যতা আরেকবার প্রমান করুম - দেশ ও জাতি দেখতে চায় ড কামাল হোসেন কয়টি ভোট পায় ??? !!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


১) ড: কামাল মানুষের জন্য কিছু করেননি; উনি সৎ, নিজের জন্য পরিশ্রম করে টাকা কামিয়েছেন, টাকাগুলো উনার মেয়ের হাতে যাবে; একজন ভিখারিণীও উনার থেকে ১ টাকাও পাবে না।

২) শেখ সাহেবের আইন মন্ত্রী থাকাকালীন উনি নিজের জন্য আন্তর্জাতিক ক্যারিয়ার গড়েছেন।

৩) এই বয়সে বিদেশে গেলে উনাকে বাংগালী দোকানে বসে সংবাদপত্র পড়তে হবে।

৪) কামাল হোসেন সৎ ও পরিশ্রমী; মওদুদ ও নাজমুল হুদা অসৎ: মওদুদ টাকা দিয়ে রাজনীতি করে, নাজমুল হুদা টাকার জন্য রাজনীতি করে।

৩৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

এস এম ইসমাঈল বলেছেন:
ডঃ কামাল হোসেনের চারিত্রিক বৈশিষ্ট, তার নামের মাঝেই নিহিত। কবির ভাষায় বলতে হয়, তার চিন্তা ভাবনায় রয়েছে, টঙ্কাহি কেবলং, টংকাহি সত্যম”। এরা হল গুরুমারা শিষ্য, রাজনৈতিক দেউলিয়া, নীতিভ্রষ্ট রাজনৈতিক বেশ্যা আর সুযোগ সন্ধানী চরম লোভী লোক।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


যোগ বিয়োগ করলে, উনার ষোল আনাই মিছে

৩৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

হাসান রাজু বলেছেন: উনি ভুল পথে যাচ্ছেন; খুবই সঠিক হবে, যদি তিনি জাতি গঠনে দেশের সাধারণ মানুষকে সাহায্য করেন; সেটা সম্ভব না হলে, উনার উচিত হবে শেখ হাসিনাকে সাহায্য করা, যাতে শেখ হাসিনা সাধারণ মানুষের সাথে জাতীয় ঐক্য গড়ে তোলে; সেটা সম্ভব না'হলে উনার উচিত হবে, চুপ করে বসে থাকা; কিন্তু কোনভাবেই উনার উচিত হবে না জামাত-বিএনপি'র সাথে কাজ করা।

আপনার পুরো পোস্ট পড়ে বুঝলাম ডঃ কামাল হোসেন একজন নীতিহীন লোভী মানুষ । শেষে এসে এইরকম একটা মানুষকে হাসিনার তরীতে উঠিয়ে দিতে চাইছেন !!! বুঝলাম না আপনি কি চাইছেন ! জামাত-বিএনপি, নাকি হাসিনা কাকে ডুবতে দেখলে আপনার ভাল লাগবে ? স্কুলে পড়েছিলাম, ডঃ কামাল হোসেন বিদ্বান হলেও তার সঙ্গ পরিত্যাজ্য ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



ড: কামাল সাহেব, জাতির জন্য অপ্রয়োজনীয় একজন সৎ ও পরিশ্রমী মানুষ; উনারকে রাজনীতিতে এনেছেন শেখ সাহেব; বিএনপি'র প্রতিষ্টাতা শেখ সাহেবকে হত্যা করেছেন; ফলে, ড: কামালের ঐদিকে যাওয়া সঠিক হবে না; আসলে, উনি মরা ঘোড়া, কোন আস্তাবলে আছে, উহা কোন ব্যাপার না

৩৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

উদাসী স্বপ্ন বলেছেন: বই আপনে পড়বেন না, জানি রেফারেন্সও দিতে অক্ষম। বাকি রইলো সংবিধান। একটা একটা জনবিরোধী ধারাগুলো বলেন। শুধু নম্বরটা বলেন। দেশের সংবিধানের বেশ কয়টা আনকাট ভার্সন আর সেগুলোর ওপর বেশ কিছু বই আছে। দেখি কতদূর কি বুঝছেন!

খালি ধারা গুলো বলেন.... এরপর আপনাকে ছাই দিয়ে ধরি। আপনাদের মতো অজ্ঞদের ছাই দিয়ে ধরে খেলতে আমার মজা লাগে। মানুষের অজ্ঞতা আমাকে মর্ষকামী আনন্দ দেয়... শুরু করেন ধারার নম্বর থেকে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


আমি সংবিধানের ধারা মারা বলতে পারবো না; টেবিলে ইংরেজীতে একটা সংবিধান (প্রিন্টেড কপি) ছিল; মনে হয়, স্ত্রী ফেলে দিয়েছেন।

অনলাইন থেকে আরেকটা কপি নেয়ার পর আলাপ করবো।

৩৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

উদাসী স্বপ্ন বলেছেন: জানাইয়েন। আমি অলটাইম রেডি। কোনো কিছু পড়লে সহজে ভুলি না... এই ক্ষমতাটা কিছুদিন হলো রপ্ত করছি

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


ওকে, ব্লগে যখন আছি কথা হবে।

৩৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: যেই শেখ মুজিবের বদান্যতায় আজ তিনি ডঃ কামাল, সেই মুজিব বা তার দলের জন্য ডঃ কামাল আজ পর্যন্ত কি করেছেন?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



ড: কামাল সৎ মানুষ, সবকিছু করেছেন নিজের জন্য, নিজের পরিশ্রমে; এটাই জাতির জন্য একমাত্র উডাহরণ

৪০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

এস এম ইসমাঈল বলেছেন: কামাল তুনে কামাল কিয়া ভাই! উনি নিজে সৎ পথে বিদ্যা বুদ্ধি খরচ করে পয়সা পাতি কামিয়েছেন, সেগুলা অন্যকে দেবেন কোন দুঃখে?
কি হবে আমার অনাহারে উপোষ করে দেশের লোক যায় মরে? কারন উনিতো এখন ক্ষমতায় নেই, তাই কোন দায়ীত্ব ও নেই। দেশের অবস্থা খারাপ দেখলে সোজা বিদেশে পাড়ি জমাবেন। কিছূ লোকআমাদের সমাজে আছেন তারা শুধু দেশ থেকে নিয়েই যাচ্ছেন, কিন্তু বিনিময়ে কিছু দিচ্ছেন না।
হায়রে কামাইল্যা তুই আর কোনদিন ও মানুষ হবার পারলি না।






১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের হত্যার সমর্থকদের দল হলো বিএনপি-জামাত; উনি তাদের সাথে কিসের কোয়ালিশন করছেন<

৪১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

এটম২০০০ বলেছেন: H T Imam, the brainless idiot of Bangladesh has advised the BAL students fraction to open fake ID and preach in favor of Hasina and against her opponents in social media. They thought telling anything against Dr. Kamal (who is now acting for bringing back democracy) might help their 15 doctorate Hasina. Yes, above we have seen their writings. We feel pity for the bastard children of HT Imam.

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



ডক্টর কামাল ঢাকার এলিটদের হাতে ক্ষমতা নেয়ার চেষ্টা করছেন; আপনি এলিট?

৪২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই উদাসী স্বপ্ন,
যেহেতু খোলা ব্লগ যে কেউ - যে কারো সাথে সংলাপে যেতে পারে, তাছাড়া আমি আপনার মন্তব্যে লক্ষ্য করেছি আপনি চাঁদগাজী ভাইয়ের সাথে তর্ক বিতর্ক লড়াই চালাতে চাচ্ছেন - যদি আমার ভুল না হয়ে থাকে । চাঁদগাজী ভাই পোষ্ট দেন তিনি বড় একটা তর্কে জড়াতে চান না, আর আমি তর্ক বিতর্ক করার মতো পোষ্ট দিতে পারি না, বা পোষ্ট দেই না, বা আমার পোষ্ট তর্ক বিতর্ক তৈরি করতে পারে না । যাইহোক আমি বাংলাদেশ সংবিধান ও বাংলাদেশ আইন নিয়ে আপনার সাথে তর্ক বিতর্ক করতে চাচ্ছি - আমিও আপনার সম্পর্কে জানি না, ঠিক তেমনি আপনিও আমার সম্পর্কে জানেন না, বিতর্কের শর্ত:- ব্যাক্তিগত আক্রমণ, নোংরা কুটুক্তি, আর বাজে কথা বলা নিষেধ ।

মানুষের অজ্ঞতা আমাকে আনন্দ দেয় না, আমরা প্রতিটি মানুষ কোনো না কোনো দিকে অজ্ঞ - বিদেশের অনেক শিক্ষিতজন আছেন যারা “বাসি পঁচা পান্তা ভাত” গরীবের প্রতিদিনর খাবার, আর মডেল সৌখিনদের পহেলা বৈশাখে - এ সম্পর্কে জানেন না বলে - উইকিপিডিয়া করতে হয়েছে ।

https://en.wikipedia.org/wiki/Panta_bhat


৪৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই ঠাকুর

আপনি সংবিধানে কামালের কি আকাম সেটা নিয়ে করা বলেন শুনতে চাই। চাদগাজীকে অবজ্ঞা করছি কারন দেশের কিছু মানুষ আছে যাদের খেয়ে দেয়ে কাজ নেই, কোনো ক্যালিবার নাই, দিনভর জাফর ইকবাল, ইউনুস, কামাল, সুলতানা কামাল সহ বরেন্য লোকদের সমালোচনা করে। কিন্তু যখন স্পেসিফিক জিগাই বা তথ্য প্রমান দিয়ে কথা বলি তখন এদের আসল রূপ বেরোয়।

বাংলাদেশ পাকিস্তান না, কারন পাকিস্থানে সালামের মতো নোবেল লরিয়েটকে এমন কোনো অপমান নাই যে করে নাই অথচ মানুষটার ফিজিক্স নিয়ে কাজ শুধু বিস্ময়ের সৃস্টি করে। এখন পাকিস্তানের মুসলমানরা সব জঙ্গি, নিজের অজ্ঞতার কারনে নিমকহারামী রক্তের সাথে মিশে আছে। আমাদের দেশের নাহিদীয় হাইব্রীড জেনারেশন এটা করে তাদেরটা মানা যায় কিন্তু চাদগাজীর মতো লোক সেটা করে এটা মানতে অপারগ।

যাই হোক, ঠাকুর সাহেব, ধারা দেন। তার লেখা কোন ধারা এত খারাপ... চেখে দেখি

৪৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ উদাসী স্বপ্ন ভাই আপনার আর আমার উপস্থিতি আশা করি ব্লগ যারা পড়বেন তারা উৎসাহ পাবেন, আনন্দও পাবেন । আপনাকে আবারো ধন্যবাদ ।

আমি অজপাড়া গ্রাম থেকে পৃথিবীর আলো দেখেছি আমার নিজ চোখে ভিন্ন ভিন্ন ভাবে - তাই প্রথম থেকেই শুরু করি - সেই গ্রাম থেকে। গ্রামের সড়কে-পথে নানা ধরনের গাছ হয় যা চলার পথের পথিক ছিড়ে / উপড়ে / ভেঙ্গে ফেলেন - নিতান্ত অপ্রয়োজনে ভাঙ্গেন ! তবে যদি সড়কে কোনো ভাবে কোনো বটগাছ হয় - আপনি জানেন কিনা জানিনা, পথে/সড়কে সাধারণত বটগাছ কোনো মানুষ রোপন করে না, এটা পাখিদের কাজ । তখন চলার পথের পথিক সবাই তা রক্ষা করে থাকে এই কল্পনায় - এই গাছ একদিন ছায়া দেবে, এই গাছের নিচে একদিন বিশ্রাম নিতে পারবো, আমি, আমার ছেলে মেয়ে, আমার নাতীপুতি, এই বটগাছ পথ চেনাবে, এই বটগাছ গ্রাম চেনাবে - ওইযে দেখা যায় বাঁকা পথের মোড়ের বটগাছ তার পরের গ্রামটা আমাদের । ড কামাল হোসেন সেই রকম বটগাছ, তবে তিনি দিনে দিনে বটগাছে পরিনত হয়েছেন এবং তিনি নিজে তা ভালোভাবেই জানেন। ড কামাল হোসেন সাহেবের বাংলাদেশের মতো অজ পাড়া দেশে জন্ম, তার দেশের প্রতি ভূমিকা কি ? ছায়া কি দিতে পেরেছেন ??? আর কবে দেবেন ??? পরকালে !!!

৪৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৯

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই, আমাকে ধারা দেন। চাদগাজীর মূল অভিযোগ ছিলো কামালের সংবিধান নিয়া আকাম আর কামালের বিশ্বাসঘাতকতা। তারে ডাইরেক্ট জিগাইছি সে কইতে পারে নাই। সে লোকমুখে শুইনা গীবত গাইছে এইজন্য সে আমার গাইল খাইছে। গীবত কইরা গাইল দিছি বইলা আপনে আমারে দোষারোপ করলেন কিন্তু আপ্নেও স্পেসিফিক কইতে পারলেন না তার আকাম।

গীবত গাইবেন, কারন জিগাইলে কইতে পারবেন না। তখন গাইল দিলে আমার দোষ?

আবারো জিগাই স্পেসিফিক কন সাংবিধানিক আকাম....

এখনকার ব্লগারগুলা এমন কেন? এগুলা কি পাশ?

মডু, জানা আপা.... এরা কারা? এ টিম ও তো অনেক ভালো জানাশোনা লোক ছিলো। এইডা কি সময়?

৪৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩৭

অনল চৌধুরী বলেছেন: বলেছেন:
কামাল লড়বে শেভরনের বিরুদ্ধে?
কামালরা অলটাইম রাষ্ট্রের বিরুদ্ধে মাল্টিন্যাশনাল কম্পানির পক্ষে কাজ করে রাষ্ট্রকে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করে গেছে। এখনও করে যাচ্ছে।
-জনাব হাসান কালবৈশাখী,অাপনার কাছে এতাটা তথ্যবিভ্রাট অাশা করিনি।
ড: কামাল দেশের প্রতি দায়িত্ব বাদ দিয়ে অাইন পেশা নিয়েই বেশী সময় কাটিয়েছেন ঠিক,কিন্ত দেশের জন্যর অান্তর্জাতিক আদালতে লড়েছেন।
সিমিটার অার শেভরণের বিরুদ্ধে লড়ে বাংলাদেশের হাজার কোটি টাকার সম্পদ রক্ষা করেছেন।প্রথম অালোর প্রতিবেদনটা পড়লে কিছুটা জানতে পারবেন।https://www.prothomalo.com/opinion/article/1150936/&#xE0;&#xA7;&#xAE;&#xE0;&#xA7;&#xA6;&#xE0;&#xA6;&#xA4;&#xE0;&#xA7;&#x87;&#xE0;&#xA6;&#x93;-&#xE0;&#xA6;&#x86;&#xE0;&#xA6;&#xB6;&#xE0;&#xA6;&#xBE;&#xE0;&#xA6;&#xAC;&#xE0;&#xA6;&#xBE;&#xE0;&#xA6;&#xA6;&#xE0;&#xA7;&#x80;-&#xE0;&#xA6;&#xA1;.-&#xE0;&#xA6;&#x95;&#xE0;&#xA6;&#xBE;&#xE0;&#xA6;&#xAE;&#xE0;&#xA6;&#xBE;&#xE0;&#xA6;&#xB2;-&#xE0;&#xA6;&#xB9;&#xE0;&#xA7;&#x8B;&#xE0;&#xA6;&#xB8;&#xE0;&#xA7;&#x87;&#xE0;&#xA6;&#xA8;

যারা কামালের সংবিধান বিরোদী কর্মকান্ডের কথা জানতে চায়,তাদের বরছি,সংবিধানে ৭০ অনুচ্ছেদ যুক্ত করে সংসদ সদস্যদের দলীয় ভৃত্যে পরিণত করার কারিগর তিনি।
উন্নত গণতান্ত্রিক অনেক দেশে সদস্যরা নিজ দলের বিরুদ্ধেও ভোট দিতে পারে।
সংবিধানে নারী-পুরুষ সমান অধিকারের কথা বড় করে লেখা থাকলেও বাস্তবে বিয়ে বিচ্ছেদ,সম্পত্তি অঅর সন্তানের উত্তরাধিকারের ক্ষেত্রে ধর্মীয় অাইন রাখা হয়েছে।
অথচ ১৯৩৩ এ তুরস্কে কামাল পাশা অভিন্ন পারিবারিক অাইন করেছিলেন।
১৯৬২ তে অাইয়ুব খান পারিবারিক অাইন করে যে দু:সাহস দেখাতে পেরেছিলেন,১৯৭১ এ ধর্মরাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন হওয়া বাংলাদেশে ড: কামাল তার ধারে কাছেও যেতে পারেননি।
এই দুটি ধারা বাতিল করা হলে বাংলাদেশ প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হওয়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতো অার নারীদের সমান অধিকারও অর্জিত হতো।
অঅার যারা কোন নির্বাচনে তার বিজয়ী না হওয়ার কথা বলছেন তারা মনে হয় দুধের শিশু সাজতে চান।ড: কামালের কথা বাদে দিয়েও বলেন দেখি,এই দেশে কি কোন সৎ-নীতিবান লোক ভোটে জেতে?
অাব্বাস,সাদেক,ফালু মার্কা সবচেয়ে নিকৃষ্ট লোকগুলিই বিভিন্ন মারপ্যাচে ৪৭ বছর ধরে এদেশের নষ্ট অার নির্বোধ জনগণের ভোটে নেতা হয়ে অাসছে অার ভবিষ্যতেও হবে।

৪৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১২

উদাসী স্বপ্ন বলেছেন: ৭০ ধারার আর্টিক্যালের জন্য কামালকে দায়ী করা বোকামী। এটার মূল উৎস ৭২ এর সংবিধানে যা করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জাস্টিস আবু সায়ীদ চৌধূরী যেটা বঙ্গবন্ধুকে দীর্ঘস্থায়ী করার একটা ভবিষ্যত পন্থা হিসেবে। এবং এমপি সাহেবরা যে আইন করতে পারবেন এই হঠকারী সিদ্ধান্তের পেছনের কলকাঠি খোদ বঙ্গবন্ধুই নাড়ছিলো। তাই কামালকে গালি দেবার আগে বুকের পাটা থাকলে বঙ্গবন্ধুরে গালি দেন। লিংক: Click This Link

নারী পুরুষের সমান ভাগ দিতে চাইছিলো কয়েক বছর আগে লীগ। কুকুর আমিনী আর জঙ্গি মুসলমানদের হুজুর নেতারা রাস্তায় যা করলো আর যেই থ্রেট দিলো এটা বোধ হয় বাঙ্গালী ভুলে গেছে। কিন্তু কথা হইলো বাংলাদেশের সংবিধানের কুন ধারায় মাইয়াগো সম্পত্তির কথা কইছে একটু জানবার চাই। মাইয়া বিষয়ক আর্টিক্যাল সমূহ সবগুলার ধারা দিলাম, কেউ পাইলে জানান যে এইখানে ধর্মীয় কথা লিখা তাগো সম্পত্তির ব্যাপারে লিখা: আর্টিক্যাল ১০, ১৫বি, ১৯(১) সাব সেকশন ২, ১৭, ১৮, ২৭,, ২৮(১, ২, ৩),২৯ (১), ৬৫ (৩)। কেউ পারলে এর বাইরে মাইয়া নিয়া আর্টিক্যাল থাকলে দেখান আর সম্পত্তি নিয়া কুন ধারা এইটাও বলেন

৪৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩৪

অনল চৌধুরী বলেছেন: ২৮ :১ এ কি লেখা অাছে?রাষ্ট্র কারো প্রতি ধর্ম,নারী-পুরুষ বা অন্য কোন কারণে বৈষম্য দেখাবে না।
২৮:২-নারী-পুরুষ সর্বত্র সমান অধিকার পাবে।
তারপর আবার পারিবারিক আইন কেনো?
সবকিছু কি বাচ্চাদের মতো বুঝাতে হবে?

৪৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: উদাসী স্বপ্ন ভাই, আপনাকে পরিস্কার করে বলেছি ড কামাল হোসেনের ভুমিকা কি দেশে ? আর কি বলা যায় তাকে গালিগালাজ করে তো কোনো লাভ নেই, ড কামাল হোসেন গেইনার, সে দেশ থেকে যা লুটে নেওয়ার - নিয়েছে, - অর্থ, সম্পত্তি, প্রতাপ, সম্মান সব। এখন এইসব ধরার জন্য দেশে আইন আছে, তবে তার প্রয়োগ নিয়ে প্রশ্ন, তা না হলে ড কামাল বাংলাদেশে জেলে থাকতেন ।

১। ড কামাল হোসেন বিএনপি তে যোগ দিতে চাচ্ছেন - কেনো ? তার তো নিজের দল আছে, প্রশ্ন - কতো টাকার বিনিময়ে তার ইমেজ এখানে বিক্রয় হয়েছে ? যদিও ড কামাল হোসেন পরিচ্ছন্ন ইলেকশান হলেও জেতার কোনো সম্ভবনা নেই।

২। আরো শক্ত অভিযোগ বিএনপি দলের নামে যতো মামলা আছে তাতে ড কামাল হোসেন জড়িত থাকার সম্ভবনা আছে, এখন পরিস্কার ১০ ট্রাক অস্ত্র মামলা সহ গ্র্যানেড হামলা মামলায় ড কামাল হোসেন জড়িত কি না - তা আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করা অত্যন্ত জরুরী ।

৩। ড কামাল হোসেন একজন অথর্ব রাজনীতিবিদ তবে রাজনীতিতে তিনি লোভী একজন অবস্যই - তা না হলে তার নিজ পেশায় ব্যাস্ত থাকতেন, রাজনীতি গনফোরাম তৈরি করতেন না !!! রাজনীতিতে ড কামাল হোসেন গেইন করতে পারবেন তখনি যখন বাংলাদেশের রাজনীতির দাবা খেলায় দুই নেত্রীর কারো না কারো বিয়োগ হবে !!! - ড কামাল হোসেন ভালো দাবা খেলেন, তিনি দাবার মারপ্যাচ করবেন না - তা হতে পারে না !!!

*** উদাসী স্বপ্ন ভাই, আপনাকে ধারা দিচ্ছি: -
< ড কামাল হোসেন আওয়ামী লীগ সরকারে মন্ত্রী ছিলেন, আর কোনো সরকার তাকে সাংসদ হওয়ার সুযোগ দেননি, তিনি নিজেও পাশ করে সাংসদ হতে পারেন নি ।

< গনফোরাম রাজনৈতিক দল গঠন করেছেন ।

ক। গনফেরাম বিএনপিতে যোগ দিতে পারে, তবে ব্যাক্তি ড কামাল হোসেন তিনি বিএনপিতে যোগ দিতে পারেন না কারণ - তিনি আওয়ামী লীগ সরকারের প্রাক্তন মন্ত্রী, আওয়ামী লীগের কোনো ক খ গ ঘ টাইপের সাধারণ মাঠ কর্মী নন !!! - এটি বাংলাদেশের আইন, বাংলাদেশের সংবিধান ।

বাংলাদেশ সংবিধান আবার পড়ুন। রেফারেন্স হিসেবে পৃষ্ঠা নম্বর লাইন চাইবেন না, আশা করি এতোটুকু কষ্ট করা উচিত যেহেতু সংবিধান আর বাংলাদেশ আইন নিয়ে কথা বলছেন ।

- ড কামাল হোসেন সাহেব কি বিস্বাস ঘাতক নন !!! ??? ড কামাল হোসেন যদি আজকে মিডিয়াতে বা লিখিত জবাব দিয়ে থাকেন “তিনি বিএনপি তে যোগ দিচ্ছেন” তাহলে বাংলাদেশ বিজ্ঞ মহামান্য আদালত ২৪ ঘন্টার নোটিশে ওয়ারেন্ট জারী করে দিতে পারেন, ড কামাল হোসেন বডি এ্যারেষ্ট ওয়ারেন্ট !!!

আপনার ব্যাক্তিগত প্রশ্ন: এখনকার ব্লগারগুলা এমন কেন? এগুলা কি পাশ? মডু, জানা আপা.... এরা কারা? এ টিম ও তো অনেক ভালো জানাশোনা লোক ছিলো। এইডা কি সময়?

উত্তর: ব্লগে সবচেয়ে বেশী এখন “প্রেমিক, ফেসবুকার, ইউটিউবার, উভয়লিঙ্গ আইডি, ভূয়া আইডি, মেট্রিক পাশ, বেকার, উদ্ভট গল্প লেখক/লেখিকা । ব্লগে লেখা আসছে বিজ্ঞাপণ আসছে ব্লগে আর কি চাই - তাহলে তো ভূয়া আইডি একটা ও থাকার কথা না ।

সর্বশেষ ড কামাল হোসেন বাংলাদেশের জন্য কোনো কাজ করেন নি, তিনি “এ গুড ফর নাথিং” ( এ গুড ফর নাথিং - ড কামাল হোসেন সাহেবের অফিসিয়াল সংলাপের একটি প্রিয় বাক্য )

***উদাসী স্বপ্ন ভাই, আপনি কি জানতে চাচ্ছেন তা আপনার নিজের কাছেও পরিস্কার নয়, আমার যা বলার আমি বলেছি, দ্যা ক্যাস ইজ ওভার । আপনার কোনো বক্তব্য থাকলে বলতে পারেন - আমার আর কিছুই বলার নেই ।


ধন্যবাদ উদাসী স্বপ্ন ভাই, এখন ভোর ৪:৫৫ আমি সকালের নাস্তা করবো - আপনার সাথে সামনা সামনি বিতর্ক হলে অবস্যই আপনাকে ছাড়া নাস্তা করা সম্ভব হতো না - দই চিড়া গুড় ।

৫০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪০

উদাসী স্বপ্ন বলেছেন: অনলদা, কারন এই আইন গুলো সে বানায় নাই।আইন পাশ করার দায়িত্ব এমপি, বানায় মন্ত্রনালয়। রাস্ট্রপতি সাইন করে। কামাল মুজিবের আইন মন্ত্রী ছিলো না। ছিলো খুব সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী।

এই খানে কামাল শুধু সংবিধান লিখছে। এখন সংসদ সংবিধান বিরোধী আইন পাশ করলে তখন জনসাধারণ যদি মামলা করে সেটা রাস্চ্রপতির এ্যাটর্নির ওপর দায়িত্ব পড়ে। কেসে হারলে সরকারের দায়িত্ব সে রায় অনুসারে চলবে না আদালত অবমাননা করবে। এখানে কামালের দোষ কই? তারপরও তো নারী সালিশ কেন্দ্র ও ব্লাস্টের থ্রো তে সে জনমত চালাইছিলো যার ফল হিসেবে সরকারের নারী মন্ত্রনালয় চুমকি সেই াইন করতে গেছিলো কিন্তু জঙ্গি মুসলমানদের নেতা কুকুর আমিনী সহ অন্যান্য হুজুর যেই ান্দোলন করলো মনে নাই? সরকার তো মাথা নত করলো

৫১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪৩

উদাসী স্বপ্ন বলেছেন: ঠাকুর ভাই আপনে সংবিধান লেখা শুরু করলেন কবে?

আর্টিক্যাল নম্বর দেন নাইলে ক্ষমা করেন। তার অবদান খুঁজতে নেট থেকে ব্লাস্টের ঠিকানা খুঁজে ঘুরে আসেন।

আমি শিক্ষক না যে সবাইকে জ্ঞান দিয়ে বেড়াবো। তাইলে চাদগাজিরে জ্ঞান দিতাম অবজ্ঞা না কইরা। অনলদা সে হিসেবে বেটার। সে ধারে কাছে কথা বলছে। চাদগাজি আপনের থিকা অনলের জ্ঞান কিছুটা সুবিধার পাইলাম এই ব্যাপারে


ব্লগের দেখি ভয়াবহ দুর্দিন চলে

৫২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৭

উদাসী স্বপ্ন বলেছেন: সরি, স্বরাস্ট্র না পররাষ্ট্রমন্ত্রী

৫৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১১

রাফা বলেছেন: @ সোনাবীজ অথবা ধুলোবালিছাই ও উদাসী স্বপ্ন -আপনারা কি নিজেদেরকে সংবিধানের বিশেষজ্ঞ মনে করেন ? আমি দেখতে পারছি নগ্নভাবে ব্যাক্তি আক্রমণে লিপ্ত আছেন।এই জন্য আপনাদের প্রতি "ছি" বলা ছাড়া আর কিছুই বলার নাই।

সংবিধানের প্রতি আমার পূর্ণ সমর্থন ও শ্রদ্ধা রেখেই বলছি ।বলুনতো, প্রজা কি কখনও মালিক হয় ? প্রথমেই আমাকে আমার সংবিধান বানিয়ে দিচ্ছে প্রজা।তারপরেই আবার মালিক=এটা কি কন্ট্রাডিক্ট করে কিনা ? সংবিধান রচিত হয়েছে অনেক দেশের সংবিধানের আলোকেই।কাজেই এটা খুব একটা কঠিন কাজ নয়।আর অনেকেরই সন্মিলিত প্রচেস্টাই আমাদের সংবিধান।

ধন্যবাদ।

৫৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: @রাফা, ক্লাস সেভেনে সমাজবিজ্ঞান বইতে আমাদের এটা পড়ানো হইছিলো। জানি না কোনব্যাচ আপনি। যদি পারেন সেখান থেকে প্রজাতন্ত্রের সংজ্ঞাটা পড়ে আসবেন। আমাদের সময়ে বাংলাদেশের সংবিধান ক্লাস এইটে পড়ানো হইছিলো। আপনি পড়েননি বা জানেননা সমস্যাটা আপনার।

আর এটাও অবাক হই এত বড় বড় কথা বলে সবাই অথচ নিজের সংবিধান এবং এর পিছের ইতিহাস কেউ জানে না। একজনকে কোন ধারা জনস্বার্থ বিরোধী জানতে চাইলাম সেখানে সে নিয়ে আসলো কয়টা ভোট পাইছে কার সাথে কোয়ালিশন করছে

সিম্পলি গীবত গাইতেছে যেখানে অনল পর্যন্ত দেখায় দিলো কামাল দেশের জন্য মাল্টিন্যাশনাল কোম্পানীর বিরুদ্ধে লড়ছে তারপরও কেউ নিজের অজ্ঞতা স্বীকার করছে না। ব্লাস্ট নারী সালিশ কেন্দ্র মাজদার হোসেন আইন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিচারের কেউ নামও জানে না।

সেলুকাস এরকম শিক্ষার দৈন্যতা দেখে। ছিঃ

৫৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: <ড কামাল হোসেন আওয়ামী লীগ সরকারে মন্ত্রী ছিলেন, আর কোনো সরকার তাকে সাংসদ হওয়ার সুযোগ দেননি, তিনি নিজেও পাশ করে সাংসদ হতে পারেন নি ।

<গনফোরাম রাজনৈতিক দল গঠন করেছেন ।

গনফোরাম বিএনপিতে যোগ দিতে পারে, তবে ব্যাক্তি ড কামাল হোসেন তিনি বিএনপিতে যোগ দিতে পারেন না, কারণ - তিনি আওয়ামী লীগ সরকারের প্রাক্তন মন্ত্রী, আওয়ামী লীগের কোনো ক খ গ ঘ টাইপের সাধারণ মাঠ কর্মী নন !!! - এটি বাংলাদেশের আইন, বাংলাদেশের সংবিধান ।

যদি ড কামাল হোসেন সাহেব বিএনপিতে যোগ দিয়ে থাকেন বা যোগ দেন তাহলে বুঝতে হবে ড কামাল হোসেন সাহেবের রিজিকে কাশিমপুর কারাগারের মোটা চালের ভাত আছে । ব্লাষ্ট, বেলা, সিপিডি, ট্রান্সপারেন্সি ইন্টার, চিনবো না কেনো বাংলাদেশের মানুষ বাংলাদেশে থাকি । তবে ভাই আপনাকে যে কষ্ট করে বাংলাদেশ সংবিধান পড়তে হবে । সংবিধান পড়বেন তারপর সংবিধান নিয়ে আবার একটা বিতর্ক হবে - তবে আজকের শেষ কথা “ব্লগে ভয়াবহ দুর্দিন চলছে”

- আমি যেই বিষয়ে জানি না তা নিয়ে তর্কে জড়াই না, আকাশ বিজ্ঞান নিয়ে যদি কথা বলতেন - আমি হয়তো বা পড়তাম ও না, কারণ আকাশ বিজ্ঞান আমার বোঝার বাইরে - আমার জ্ঞানের বাইরে । আমি অজ্ঞ মানুষ, হাতে গোনা দুই একটা বিষয়ে অ আ পর্যন্ত জানি এর বেশী কিছু না । *** বিতর্কে আপনার মনে কোনো কারণে কষ্ট দিয়ে থাকলে মনে কিছু নেবেন না প্লিজ । ভালো থাকুন ।

৫৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৯

উদাসী স্বপ্ন বলেছেন: @ঠাকুর ভাই, আপনার মিথ্যা প্যাগান গড আল্লাহর দোহাই, দয়া কইরা স্বার্থবিরোধী ধারা বলেন নাইলে আমি গেলাম। আজাইড়া কমেন্ট এন্টারটেইন করার ইচ্ছা নাই আর। সবার দৌড় জানলাম। বাকি আছে চাদগাজি। দেখি সে কুন ইংলিশের কি বুঝছে।

যান ঠাকুর ভাই, আপনেই মহান কামাল দারোয়ান। আপনে দেশকে মালয়েশিয়া বানাইছেন আর কামাল চুর। খুশি থাকেন। আমি অজ্ঞ। ভালা থাকেন

৫৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন: উদাসী স্বপ্ন ভাই, আমি প্যাগান, গড, ঈশ্বর, জিউস, আল্লাহ, শিব, ভগবান, সব মানি সব, কারন: - সব এক জনের নাম । আমি খুশি আছি, আপনিও খুশি থাকেন ।

৫৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

এটম২০০০ বলেছেন: BANGLADESH ELECTION 2018:
অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন দলীয় প্রধান
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০১৮, ১০:৪৩ পূর্বাহ্ণ

উম্মুল ওয়ারা সুইটি: ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রক্রিয়া নিয়ে ভাবছেন না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

দলীয় প্রধান শেখ হাসিনা নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন এই জোটের কথা চিন্তা না করে দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে।
আওয়ামী লীগ মনে করে, সংবিধানের বাইরে যাওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। আওয়ামী লীগ নেতারা সাফ বলে দিয়েছেন, যে সংবিধানের বাইরে গিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার কোনো সুযোগ নেই।

ফারুক খান বলেন, সংসদ ভেঙ্গে দিয়ে তারা যে কমিশন গঠনের কথা বলছেন এবং নির্বাচনকালীন সরকারের কথা বলছেন সে দাবি মেনে নেওয়া সম্ভব না।সংসদ ভেঙে দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করে নির্বাচনের যে কথা তারা বলেছেন, এগুলো মানা সরকারের পক্ষে সম্ভব না।

SO, WHAT WOULD HAPPEN IN THE ELECTION? One of the following TWO:
(01) Election would be held as intended by BAL, where BNP, Jukto front etc. would not participate.
(02) Hasina would have to agree to BNP-Juktofront's demand and arrange election under neutral government.
WHAT WOULD BE THE CONSEQUENCES:
(01) BAL (Hasina) would win. The big powers and organizers would not recognize the dictator (as they are already doing incases of all declared republics who adopt unfair means of elections. They did it earlier incase of Khaleda also). So, there may be turmoil and many things, but at the end Hasina will be no where except in prison.
(02) Juktofront-BNP (or anything against BAL-Hasina) would win. We, however, do not know where the winner party would send the ex-dictator and her associates.

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা জয়ী হলে, মানুষের কি হবে?
বিএনপি-জামাত জয়ী হলে মানুষ কিভাবে উপকৃত হবে?

৫৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:



উদাসী স্বপ্ন , ঠাকুরমাহমুদ,

আপনারা আপনাদের বিতর্কের বিষয়সমুহের উপর পোষ্ট দিয়ে, আলোচনা করুন, ব্লগারেরা দেখুক, বুঝুক।

৬০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

এস এম ইসমাঈল বলেছেন: সবাইকে বলছি
আইচ্ছা কইনছেন দেহি, যদি ফেয়ার ইলেকশান হয়, কে জিতবো? ভাবী (খালেদা), আপু (হাসিনা), দুলাভাই (এরশাদ) নাকি দাদা (কামাল) ? সবাই খুউব ভাল থাকবেন আর এমন সুন্দর সুন্দর পোষ্ট দিয়ে আমাদেরকে মাতিয়ে রাখবেন।

মাগার গীবত আর গালাগালি করবেন না।
সবাইকে ধন্যবাদ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ও উনার কলাগাছেরা জিতবে

৬১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪৩

অনল চৌধুরী বলেছেন: ড: কামাল হোসেন বাংলাদেশের প্রথম অাইনমন্ত্রী থাকাকালেই গোজামিলের সংবিধান তৈরী করেন।https://en.wikipedia.org/wiki/Kamal_Hossain
সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ অঅইন।সুতরাং এই অঅইনের সবরকম বৈষম্য,পরস্পরবিরোধিতা ও ভুলে দায়িত্ব তাকেই নিতে হবে।

নারী পুরুষের সমান ভাগ দিতে চাইছিলো কয়েক বছর আগে লীগ। কুকুর আমিনী আর জঙ্গি মুসলমানদের হুজুর নেতারা রাস্তায় যা করলো আর যেই থ্রেট দিলো এটা বোধ হয় বাঙ্গালী ভুলে গেছে।-কয়েক বছর অাগে কনো?এইকাজ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর করলে কি সমস্যা হতো?সেটাই ছিলো অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের সবচেয়ে উপযুক্ত সময়।
তখন এর প্রতিবাদ করার জন্য কোন জামাতি বা জঙ্গী-শফি-শায়খ-হেফাজতি ছিলো না।
কামাল পাশা তো অারবী অক্ষরই বাতিল করে রোমান অক্ষরই চালু করেছিলেন।
সু্ট-কোট পরে গ্রাম্য মানসিকতা ঢাকা যায়না।ড: কামালও পারেননি।
মুক্তিযুদ্ধ শুরুর পর তিনি প্রথমে অংশ না নিয়ে পাকিস্তান চলে গিয়ে অাইনব্যবসা শুরু করেন।পরে যোগ দেন।https://bn.wikipedia.org/wiki/&#xE0;&#xA6;&#x95;&#xE0;&#xA6;&#xBE;&#xE0;&#xA6;&#xAE;&#xE0;&#xA6;&#xBE;&#xE0;&#xA6;&#xB2;_&#xE0;&#xA6;&#xB9;&#xE0;&#xA7;&#x8B;&#xE0;&#xA6;&#xB8;&#xE0;&#xA7;&#x87;&#xE0;&#xA6;&#xA8;
লেখক,সাংবাদিক ও গবেষক হিসাবে অামি যা সত্য,তাই বলি।
কামাল হোসেন বাংলাদেশে একটা দূর্বল সংবিধান বানিয়েছেন,এটা সত্য অাবার তিনি অঅইনী লড়াই চালিয়ে রাষ্ট্রের হাজার কোটি টাকার সম্পদ রক্ষা করেছেন,এটাও সত্য।

৬২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৬

উদাসী স্বপ্ন বলেছেন: কিন্তু তার সংবিধান সে নিজের ইচ্ছা মতো বানায় নাই। শেখ সাহেব থিকা শুরু কইরা বহু কেউকেটার মন রক্ষা করতে হইছে যার প্রমান তখনকার প্রেসিডন্ট সাবেক জাস্টিস ওবায়দুরের হস্তক্ষেপ থিকা শুরু কইরা আরো অনেক কিছু। আর বঙ্গবন্ধু তখনই যদি ইসলামবিরোধী জিনিস চালু করতো তাইলে বাঙ্গালীর হজ্বে যাওয়া তো পরে ত্রানের নামে সৌদী সাহায্য আর আরব গো যে স্বীকৃতি ঐটা আর পাওয়া লাগতো না। এই আরবদের জন্যই বঙ্গবন্ধু ভুট্টোর লগে হাত মিলাইতে হইছে। কামাল বাধ্য হইছে আধা সমাজতন্ত্র আধা সেক্যুলার করতে। গবেষক হইয়া এইসব তো না জানার কথা না

৬৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩৩

অনল চৌধুরী বলেছেন: আর বঙ্গবন্ধু তখনই যদি ইসলামবিরোধী জিনিস চালু করতো তাইলে বাঙ্গালীর হজ্বে যাওয়া তো পরে ত্রানের নামে সৌদী সাহায্য আর আরব গো যে স্বীকৃতি ঐটা আর পাওয়া লাগতো না- এভাবে আত্মসমর্পণ করে কি লাভ হলো?
এক ইরাক অার মিসর ছাড়া কোন অারব দেশ ১৫ ই আগষ্টের আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি।
সৌদি তো নাই।

৬৪| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৫১

সচেতনহ্যাপী বলেছেন: ভালই চলছে পরের কাঁধে তাল ভাঙ্গা!!

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


আপনি সকেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.