নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিবিদরা যদি দেশের সার্বিক অবস্হা নিয়ে না লেখেন, আমরা উনাদেরকে কিভাবে বুঝবো?

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২



আমি এক সময়, বক্তৃতা ও বিবৃতি দেখে ড: এমাজুদ্দিন সাহেব ও মাহমুদুদুর রহমান মান্নাকে বেশ জ্ঞানী লোক হিসেবে নিয়েছিলাম; সময়ের সাথে, আমি বিডি নিউজ-২৫ ও বিভিন্ন পত্রিকায়, দেশের সার্বিক অবস্হা নিয়ে উনাদের লিখিত, তথাকথিত কিছু 'প্রবন্ধ' পড়ি; প্রবন্ধগুলো আমার কাছে পুরো লিলিপুটিয়ান টাইপের মনে হতো; আসলে, লেখাগুলো এত কমমানের ছিলো যে, অনেকটা স্কুলের ছেলেমেয়েদের লেখা বলে মনে হতো; উনাদের লেখা থেকে আমার মনে হতো যে, এঁরা যে লিলিপুটিয়ান, উনারা নিজেই একদিন প্রমাণ করবেন; মান্না গ্রেফতার হলেন। ড: এমাজুদ্দিন সাহেব এখন চুপ হয়ে গেছেন, নিজে জেলে যাননি; কিন্তু তিনি বেগম জিয়ার 'থিংক ট্যাংক' ছিলেন, এবং আপনারা জানেন, এখন বেগম জিয়া কি কারণে, কোথায় আছেন।

ড: কামাল হোসেন কোথায়ও লিখেন কিনা আমি জানি না; তিনি বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন নিয়মিতভাবে "জাতীয় ঐক্য" গঠন করা নিয়ে; আসলে, জাতীয় ঐক্য উনি কিভাবে বুঝেন, উহা কিভাবে গঠন সম্ভব, উহার উদ্দেশ্য কি, দেশ ও জাতির উপর উহার প্রভাব কি হবে, ইহাতে মানুষের অংশ গ্রহনের কোন পথ আছে কিনা, সবই অপরিস্কার। আমার ধারণা, উনি রাজনৈতিক দলগুলোর "কোয়ালিশনকে" ভুলে জাতীয় ঐক্য বলে বেড়াচ্ছেন; উনাকে এই ব্যাপারে প্রশ্ন না করা অবধি, কিংবা উনি না লিখলে ইহা কখনো পরিস্কার হবে না; জাতীয় ঐক্য ও রাজনৈতিক দলগুলোর কোয়ালিশন এক জিনিষ নয়।

শেখ সাহেব ১৯৬৯ সালের পর, কোথায়ও কিছু লিখেছিলেন কিনা আমি জানি না, আমার চোখে কখনো কিছু পড়েনি; উনি সবকিছু বলতেন বক্তৃতায়; তিনি রিজভী সাহেবের মতো তেমন বিবৃতি দিতেন না, সেগুলোর দায়িত্ব ছিলো তাজুদ্দিন সাহেবের উপর; মাঠে দেয়া বক্তৃতা বাতাসে মিশে যেতো, মানুষ হাওয়াই মিঠাই খেয়ে লালদীঘি, পল্টন থেকে বাড়ী ফিরতেন; তবে, বিশ্বাস ছিলো যে, শেখ সাহেব কোন এক সময়ে ৬ দফা কার্যকর করবেন। কিন্তু মির্জা সাহেব, ডা: বদরুদ্দোজা, ড: কামাল, ক্যা: ওলি, মান্না, রবদের তো ৬ দফা নেই, উনাদের দফাগুলো প্রতিদিন বদলাতে থাকে বাতাসের দিক বদলের মতো; কোনদিন কত দফা দিচ্ছে, সেটাও কেহ মনে রাখে না।

শেখ হাসিনা ভারত থেকে 'পরিশোধিত তেল' আনার জন্য প্রায় ১৫০ মাইলের পাইপ লাইন তৈরির উদ্বোধন করেছেন; উহা আমার দৃষ্টিতে ভয়ংকর খারাপ পদক্ষেপ; কিভাবে ইহা ভয়ংকর? প্রথমত: দেশে রিফাইনারী করলে, এবং সাধারণ মানুষকে উহাতে অংশ গ্রহন করতে দিলে ৮/৯ বিলিয়ন ডলারের ইনভেষ্টমেন্ট হতো, হাজার খানেক ইন্জিনিয়ার ও টেকনিশিয়ানের চাকুরী হতো, দেশের টাকা দেশে থাকতো, তেলার দাম উঠানামাকে কেন্দ্র করে ঠকার সম্ভাবনা থাকতো না। এই ব্যাপারে, ড: কামাল, মির্জা সাহেব, ড: বদিউল আলম, ড: এমাজুদ্দিন, রব, মান্না, ডা: বদরুদ্দোজা কিছু লিখেছেন? না লিখলে নাগরিকারা উনাদের দক্ষতা ও উনাদের রাজনৈতিক প্রজ্ঞা সম্পর্কে জানবেন কি করে?



মন্তব্য ৬৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫

চিটাগং এক্সপ্রেস বলেছেন: আমাদের রাজনীতিবিদরা ক্ষমতার কাঙাল তাই ওরা বিদেশীদের দালাল।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিবিদরা না লিখলে আমরা তাদের জানতে বা বুঝতে পারবো না; ওদের ম্যাঁওপ্যাঁও বক্তৃতা হাওয়াই মিঠার মতো

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনারা ক্ষমতায় যে‌তে চান। আর কোন কাজ নাই। লক্ষ্যও নাই।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


উনারা ক্ষমতাকে বুঝেন কিনা, নাকি উনারা আসলে মান্না, আমাদের তো বুঝার দরকার। উনাদের সবাই কিন্তু আগে "ধুতরা ফল" দিয়েছেন জাতির জন্য; সময়ের সাথে উনাদের নতুন কোন আইডিয়ার জন্ম নিলো, নাকি মগজ শুকায়ে গেলো, আমাদের জানার দরকার আছে

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১

মোস্তফা সোহেল বলেছেন: এর আগের পোষ্ট গায়েব কেন গাজী ভাই?

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


উহা নিজের থেকে বিলুপ্ত হয়ে গেছে

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

চিটাগং এক্সপ্রেস বলেছেন: ওদের লিখার প্রয়োজন নাই। ওদের হুইস্কি আর প্রমীলা চর্চা বেশি দরকার

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


যত বাংগালী হুইস্কি খাচ্ছে, তারা গড়ে ২০ বছর কম বাঁচবেন।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গতানুগতিক রাজনৈতিক ধারা, চিন্তা, চেতনা ভাঙার জন্য আপনার মত লোকদের রাজনীতিতে আসা উচিত। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধার মত আপনার মত লোকেরা রাজনীতিতে আসতে পারবে না বা আসতে দিবে না চামচা রা...

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


নতুন শিক্ষিত, নতুন প্রফেশানেল, ও তরুণরা রাজনীতি না যাওয়া অবধি বর্তমান অবস্হার পরিবর্তন ঘটবে না

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: আজকের পোস্টটির মধ্যে আপনার পুরানো পোস্টের ছাপ পেলাম।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


আমাকে পেছনে ফিরে যেতে হবে?

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

স্রাঞ্জি সে বলেছেন:
ম্যাঁওপ্যাঁও

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:

ভাষায় কিছু নতুন শক্তিশালী শব্দ যোগ করার দরকার

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই! কি বলব– কিছু উচিত বলতে গেলে গুম হয়ে যাব। সোনার বাংলা!

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


গুম হবেন না, রাজনৈতিক আইডিয়া নিয়ে লেখেন, সরকারের বিপক্ষে যে লিখতে হবে, এমন কোন নিয়ম নেই।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: এসব নিয়ে তাদের লেখার দরকার কী! তাদের মাথা ব্যাথা নেই! মাথা ব্যাথা আমাদের! আমরা সাধারণ নাগরিক!

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


তাদের মাথা ব্যথা নেই, হয়তো মাথায় মগজও নেই, আমরা বুঝতে চাই ভেতরে কিছু আছে, নাকি ধুতরা ফুল।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২

ঢাবিয়ান বলেছেন: আপনিই কোয়ালিশন ও জাতীয় ঐক্যের ব্যপারটা গুলিয়ে ফেলেছেন। স্বৈরাচারী সরকারের আরেকদফা প্রশ্নবিদ্ধ নির্বাচন রুখতে ডঃ কামাল জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন যেখানে তিনি আহবান জানিয়েছেন শুধু রাজনৈতিক দল নয় সর্বস্তরের মানুষকে। উনি এই ঐক্যর লক্ষ্য , উদ্দেশ্য এবং বর্তমান স্বৈরাচারী সরকারের সকল অনিয়ম নিয়ে প্রতিদিনই বলিষ্ঠ বক্তব্য রাখছেন।। আপনি হয়ত সেগুলো পড়েন না।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, উনি যদি মানুষকে জাতীয় বঐক্যের জন্য দাক দেন, সেটা 'জাতীয় ঐক্য'; আবার তিনি 'যুক্তফ্রন্ট' গঠন করেছেন, সেটা 'কোয়ালিশন'; অসুবিধা নেই।

ভালো, শুধু ভোটের আগেই যদি উনি মানুষকে 'খালি হাতে'ই ঐক্যবদ্ধ করতে পারেন, এটা হবে রাজনৈতিক মিরাকল।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



পোস্টের বক্তব্য যাই-ই হোকনা কেন , সবচেয়ে দামী একটি কথা বলে ফেলেছেন ---" জাতীয় ঐক্য আর রাজনৈতিক দলগুলোর কোয়ালিশন এক জিনিষ নয় " । এই কথাটিই আমাদের নির্জ্ঞান জাতি কোনও সময়ই বোঝেনা ।
যেমন রাজনৈতিক দলগুলো যখন বলে, আমরা জনগণের পক্ষে আছি বা দেশের জনগণ আমাদের সাথে আছে ; তখন কেউ একজনও ভেবে দেখেনা তার পক্ষে কে কে আছে - তাদের সে কখনও পেয়েছে কিনা কিম্বা সে নিজে তাদের সাথে আছে কিনা ।

হায়রে ....... পাবলিক যদি এগুলো বুঝতো !!!!!!!!!!!!!!!!!!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


জাতীয় ঐক্য ও কোয়ালিশনের মাঝে পার্থক্য বুঝতে পারলে, আমি ডা: বদরুদ্দোজা, ক্যা: অলি, মান্না ও মির্জা সাহেবকে 'জাতীয় রাজনীতিবিদ' হিসেবে ঘোষণা দেবো ব্লগে।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: উনাদের জন্যই আজ দেশের এই অবস্থা। উনারা দেশ নিয়ে ভাবেন না, ভাবেন ক্ষমতা: বেগম জিয়া আর শেখ হাসিনাকে নিয়ে।

উনাদের বিবৃতিতে কখনো দেশ, জনগণ নিয়ে ভালো কিছু বলতে শুনিনি। টুকটাক যা বলেছেন ববা বলেন সব নিজেদের রক্ষা আর ক্ষমতায় যাওয়ার প্রয়োজনে বলা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


এদের কোন রাজনৈতিক আইডিয়া নেই; এদেরকে অন্যেরা রাজনীতিতে এনেছিলো।

রব ও মান্না ইউনিভার্সিটিটে থাকাকালীন হাউকাউ করেছে, সেটাকেই তারা ভেবেছে রাজনীতি, আসলে এগুলো হাউকাউ

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২

প্রশ্নবোধক (?) বলেছেন: বদ-রু, কামালরা আসলে সরকার এবং বিরোধীদের মাঝথেকে কিছু সুবিধা পেতে চান। যেন স্থানীয় নির্বাচন গুলোর পুর্বে আট দশ প্রার্থী দোয়া চেয়ে ঢাক ঢোল পেটান । শেষে ভোটে দাড়ান কয়েকজন। এটা বৃহত্তরপরিসরে তেমনই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:


এরা নিজেদের অবস্হানের কারণে রাজীতিবিদ, আসল রাজনীতিবিদ নন।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

উদাসী স্বপ্ন বলেছেন: আমার দেশের মাহমুদুর রহমান আরেক চোর। শালায়৯৬ এর শেয়ার কেলেংকারীতে জড়িত

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


কোনটার কথা বলছেন, মান্না, নাকি বেগম জিয়ার 'থিংক ট্যাংক' মাহমুদুর রহমান?

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৯

অনল চৌধুরী বলেছেন: এমাজউদ্দিন জাসাস নেতা,বিএনপি'র পা চাটা।বলে তারকেরে মতো লোক এদেশে বারবার প্রয়োজন
অার কি বলার আছে!!!!!
মান্না চোর সাদেকের সাথে মিলে লাশ ফেলতে চায়।
এদেশের পরিচিত সব নেতাই প্রায় এক।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


মান্নাকে কি মুচলেকা নিয়ে ছেড়েছে কে জানে? এখন মনে হয়, পালিত বিপক্ষের ভুমিকায় অভিনয় করছে?

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩৮

মহসিন ৩১ বলেছেন: রাজনীতি টাকার খেলা; এদেশেই না শুধু সারা বিশ্বেই; যে বা যারা এটা জানে না তারাই আসলে পাগল --সাইফ আলির মত বা শাহরুখ খানের মত। আজকাল অবশ্য অনেক সেলিব্রেতি এই শুন্যতা পুরনে এগিয়ে আসছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


ভালো দেশ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল, কানাডায় টাকা দিয়ে জয়ী হওয়ার সম্ভাবনা কম।

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৪

বাকপ্রবাস বলেছেন: রাজনীতি বিদদের কথা আসলেই কী শুনতে চান? যে ছবি ব্যবহার করেছেন সেটা দেখে মনে হল ফান করছেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



ওটা ফানি ছবি নয়, ওটা পিকাসোর হাতে আঁকা এক বাংগালী রাজনীতিবিদের পোট্রেট

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩৬

উদাসী স্বপ্ন বলেছেন: থিংক ট্যাংক...আমারদেশের সম্পাদক

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



ওটা ভয়ংকর ক্রিমিনাল, ব্লগারদের নাস্তিক ডেকেছিলো ২০১৩ সালে; যাক, উহার লালনীল সুতা বের হয়ে গেছে

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৪

ঢাবিয়ান বলেছেন: ডঃ কামাল এর জাতীয় ঐক্যে আপত্তি কেবল আওয়ামিলীগের নয় বিএনপিরও । কারন ডঃ কামাল খুব পরিস্কার করে বলে দিয়েছেন কাদের স্থান হতে পারে এই ঐক্যে । বিএনপি এই মঞ্চে আসতে হলে তাদের অনেক ছাড় দিতে হবে। জামাতের সঙ্গ ছাড়তে হবে, আসন ছাড় দিতে হবে এবং ছাড় দিতে হবে তারেক রহমানকেও ।ডঃ কামাল পরিস্কার ভাষায় বলেছেন যে এক লুটেরা সরকারকে সরিয়ে আরেক লুটেরা সরকারকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে তিনি জাতীয় ঐক্যর ডাক দেননি । এই কারনে বিএনপির লোকজন একেবারেই খুশী নয়। কারন তাদের দরকার লুটাপাঠের ক্ষমতা ।

এই মঞ্চে যোগ দিতে হলে লুটপাঠের খায়েশ ডাস্টবিনে ছুড়ে ফেলে দিতে হবে। তাই বিএনপি যদি শর্ত মেনে এই মঞ্চে যোগ দেয় সেই বিএনপি তার লুটেরা সমর্থকদের সমর্থন হয়ত পাবে না, তবে তারা জনগনের বিপুল সমর্থন পাবে। তুমুল গুম, খুন দমনের স্বীকার হওয়া বিএনপির শুভবুদ্ধির উদয় হোক এটাই কামনা করি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

চাঁদগাজী বলেছেন:


বিএনপি বিএনপি চালাচ্ছে, নাকি জামাত বিএনপি চালাচ্ছে?

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

চাঁদগাজী বলেছেন:


চেহারা কিছুই বলে না, লিখা থেকে চেনা যায়

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২

এটম২০০০ বলেছেন: Conditions and Consequences of BD Election 2018 between BAL and Anti-BAL.
CONDITION 01: There may be free and fair election.
CONSEQUENCE 01: BAL will be defeated because (i) the people hankering for democracy, (ii) young generation tortured by CHAL, (iii) Hindus (specially after knowing Surindra Sinha's situation) and (iv) the prudent section of the citizens would hates BAL.

CONDITION 02: BAL as usual would rig election by false vote, EVM etc.
CONSEQUENCE 02: BAL would win. But the result will not be accepted by the international bodies and countries ( as happened in 2006). Hasina will be forced to resign and quit. Army would come to power. There will be reelection and BAL would be thrown into the drain.
Consequence 02 would also take place if BNP, the largest opposition and having no record of dictatorship in the immediate past boycotts election. (That is the reason why the BAL leaders are begging to BNP for taking part in election".

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা, ভারত বিএনপি-জামাতকে ভয় পায়, ওরা বাংলাদেশকে পাকিস্তানের মত সন্ত্রাসীদের দেশে পরিণত করবে।

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

আল ইফরান বলেছেন: কামাল হোসেনরা যখন জাতীয় ঐক্যের কথা বলে তখন আমি আশান্বিত হই না, কারন পুজিবাদের রাঘব বোয়ালরা যখন এক হয় তখন তাতে আমজনতার কোন কল্যাণ সাধিত হয় না। আইনবিদ হিসেবে উনি জনগনের স্বার্থের বিরুদ্ধে বহুবার এই দেশের আদালতেই দাড়িয়েছেন (উদাহরন, এশিয়ান এনার্জির কেইস).আর এই লোক আসছে গণতন্ত্র উদ্ধারের ফর্মুলা নিয়ে, বিচিত্র এই দেশ! তার চাইতে হাসিনা-খালেদা অনেক নিরাপদ শত্রু।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

চাঁদগাজী বলেছেন:


কামাল হোসেন আগে ২০০০ ভোট পেতেন, এবার ১০০০ ভোট পাবেন।

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

এটম২০০০ বলেছেন: ১০-১২ দিনের মধ্যে সরকারকে এমনিতেই চলে যেতে হবে: কাদের সিদ্দিকী
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০১৮, ১২:১৩ অপরাহ্ণ

আপডেট সময় : সেপ্টেম্বর ২১, ২০১৮ at ১২:১৩ অপরাহ্ণ


শিমুল মাহমুদ : ১০-১২ দিনের মধ্যে এই সরকারকে এমনিতেই চলে যেতে হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

টাঙ্গাইল ক্লাব প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের এক কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।



বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ২০-২৫ দিনের জন্য শেখ হাসিনার পতন চাই না। আর ১০-১২ দিনের মধ্যে এই সরকারকে এমনিতেই চলে যেতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের ভোট নিয়ে এ দেশে ১০০ বছর ক্ষমতায় থাকুন। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারি মতো ভোট ছাড়া ক্ষমতা দখল করলে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত হবেন এবং আপনিই হবেন বিশ্বের প্রথম নারী স্বৈরাচার। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা হিসেবে সেটি আপনি করতে পারেন না।

ড. কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরী ও আ.স.ম আব্দুর রব সম্পর্কে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ মন্তব্য বেয়াদবি সামিল বলে মনে করেছেন তিনি ।

তিনি বলেন, আ.স.ম আব্দুর রব যদি ১০ জন লোক একসঙ্গে করে সেটি ১০ লাখ মানুষের সমান। আ.স.ম রব স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন বলেই মন্ত্রীরা তাদের গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরছেন।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রবীণ রাজনীতিক ড. কামাল হোসেন ও সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী একসঙ্গে থাকলে তাদের সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগ থাকবে বলেও জানান কাদের সিদ্দিকী।
তিনি বলেন, আপনারা একসঙ্গে চললে আছি, দুজন দুইদিকে বেগ ধরে চলে যাবেন তাহলে আপনাদের সঙ্গে নেই এবং দেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল হোসেন বাসায় উর্দুতে কথা বলেন, উনি সাধারণ বাংগালীকে চাকর মনে করেন; উনার মেয়ে স্কুল শেষ করা অবধি ১২ জন কিশোরী চাকরাণী হিসেবে ঐ মেয়েকে সাহায্য করেছে।

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: আমার পুত্র আছে, আমার ধন আছে, মূর্খেরা এভাবে চিন্তা করে যন্ত্রণা ভোগ করে! যখন আপনি-ই আপনার নয়, তখন পুত্র কিংবা ধন কিভাবে আপনার হবে?
- ত্রিপিটক

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

চাঁদগাজী বলেছেন:


দরিদ্র দেশে, সৎ অসৎ সবাই সন্তানদের ভবিষ্যত নিয়ে চিন্তায় থাকেন।

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: একটি রুমে ১২ জন মানুষ আছে। এর মধ্যে কিছু সৎ এবং কিছু অসৎ। সৎ মানুষ গুলো সব সময় সত্য বলে আর অসৎ মানুষ গুলো সব সময় মিথ্যা বলে। তাদের সবাইকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, "রুমটিতে কত জন সৎ মানুষ আছে?" উত্তরে প্রথম জন বলল, "রুমটিতে কোনো সৎ মানুষ নেই।" দ্বিতীয় জন বলল, "এক জনের বেশি সৎ মানুষ নেই।" তৃতীয় জন বলল, "দুই জনের বেশি সৎ মানুষ নেই।" চতুর্থ জন বলল, "তিন জনের বেশি সৎ মানুষ নেই।" এভাবে বলতে বলতে ১২ তম মানুষ বলল, "১১ জনের বেশি সৎ মানুষ নেই।"

প্রশ্ন হচ্ছে, রুমটিতে আসলে সৎ মানুষের সংখ্যা কত?

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

চাঁদগাজী বলেছেন:


ভাবতে হবে, সময় লাগবে, বাইরে যাচ্ছি ৭/৮ ঘন্টার জন্য, এসে উত্তর দেবো

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

সৈয়দ ইসলাম বলেছেন:
ভাইজান, সবই ধান্ধাবাজী।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১১

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের সম্পর্কে আপনার কি মাতামত?

২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

পিকো মাইন্ড বলেছেন: গণতন্ত্র বনাম উন্নয়ন- এ সর্বদা উন্নয়নের জয় হয়। শেখ হাসিনার আমলে সাধারণ মানুষ স্বপ্ন দেখতে শিখেছে। অর্থনীতির জটিলতা না বুঝায় কুটিলতার চাপায় বিএনপি চ্যাপ্টা হয়ে গেছে। স্পস্ট আদর্শের দরুণ জামায়াতে ইসলাম এখনো টিকে আছে। তবু মানুষ বিএনপি কে চায়। এটাই আওয়ামী কুটনীতির সবচেয়ে বড় ব্যর্থতা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১১

চাঁদগাজী বলেছেন:



আওয়ামীরাই বিএনপি ও জামাতকে টিকায়ে রেখেছে, ওরা অসম দলের সাথে খেলে আনন্দ পাচ্ছে

২৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সবাই লিলিপুটিয়ান মস্তিস্ক নিয়ে
এদেশরই আলো বাতাসে বড় হচ্ছে
১ম শ্রেণির নাগরিক হয়ে। আর আপনি
গজ মস্তিস্ক নিয়ে বিদেশে ৩ৃতীয় শ্রেণির
নাগরিকের ন্যায় বেকারভাতা ভক্ষণ করে
সেফু'দার মতো দেশের বদনাম করে যাচ্ছেন
আপনাকে ধিক !

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনি যেই থাকার শুরু করেন, উহা কি আর দেশ থাকে, উহা সোমালিয়া হয়ে যায়।

২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০

আলআমিন১২৩ বলেছেন: পাইপ লাইনের বিষয়ের চুক্তির সার্বিক বিষয়টি রাজনীতিবিদরা আদৌ জানেন কিনা এ বিষয়ে আমার সন্দেহ আছে। তারা বলবেন কি? এছাড়া নির্বাচন সামনে নিয়ে ভারতকে ঘাটানোর মত কলিজাওয়ালা রাজনীতিবিদ এদেশে কে আছে?

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


দেশের রাজনীতি দকল করেছে পংগু ভাবনার লোকেরা

৩০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৫

অনল চৌধুরী বলেছেন: রব এরশাদ অামলের গৃহপালিত বিরোধী দল নেতা,বদু সাম্প্রদায়িক,কাদের সিদ্দিকি দুর্নীতিবাজ অার মান্না ষড়যন্ত্রকারী।
এরা করবে দেশ পরিবর্তন!!!!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


ওরা যে জেলের বাহিরে আছে, এটাই জাতির জন্য দুর্ভাগ্য

৩১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:২৪

অনল চৌধুরী বলেছেন: বিচারপতির বিচার করবে কে??????
যারা জেলে নেবে,উহারা কি সাধু?????

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


তারা সাধু নয়, কিন্ত তারা ১ জন দুষ্টকে থামাচ্ছে, আমরা থামাতে পারিনি কাউকে

৩২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৪

বলেছেন: আপনার আজকের পোস্ট টা সত্যি অনেক উচ্চ চিন্তা ধারার জন্ম দেয়, -- মনে হয় দেশ নিয়ে আপনি অনেক ডঃ, ডাক্তার সাহেবদের তুলনায় ভালো বুঝেন।
মানুষ কেন ভোট দিতে পারে না?
কেন মৃত লোকের কবর ভাঙা হয়?
তবে আপনি এজটা ফর্মুলা দপন দেশের ভোট, নাগরিক অধিকার কিভাবে বিতর্ক ছাড়া সংঘটিত করা সম্ভব।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

চাঁদগাজী বলেছেন:


যারা দেশ চালানোর কথা নয়, তারা মানুষ মেরে ক্ষমতা দখল করার পর, দেশের একাাংশ হত্যাকারীদের সাপোর্ট দেয়, এতে মানুষ শক্ত ২ ভাগে বিভক্ত হয়ে যায়; এই ২ ভাগকে পুঁজি করে, দুষ্টরা রাজনীতি দখল করে নিয়েছে; এদের প্রতিভাগ নিজেদের পছন্দের দলকে টিকিয়ে রাখে, যদি এতে নিজেরাও ক্ষতিগ্স্ত হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.