নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিচারের রায় নিয়ে অভিযোগ, ক্ষোভ, অসন্তুষ্টি, শংকা; মৃতদের জন্য দু:খ, বা সহানুভুতি নেই

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭



আসছে ১০ই অক্টোবর, গ্রেনেড হত্যার বিচারের রায় হবে; এই বিচারের রায় নিয়ে অভিযোগ, ক্ষোভ, অসন্তুষ্টি, শংকা, হতাশা, ভয় প্রকাশ করেছে মির্জা ফখরুল, বিজভী, ড: খোন্দকার মোশারফ হোসেন, মওদুদ সাহেব, গয়েশ্বর রায়, আমীর খসরু ও আমান উল্লাহ আমান; কিন্তু এরা, তাদের বিবৃতি ও বক্তব্যে মৃত ও আহতদের জন্য দু:খ, বা সহানিভুতি প্রকাশ করেছে কখনো? মৃত আইভি রহমানের নাম কি আছে তাদের বিবৃতিতে, আহত শেখ হাসিনার নাম কি আছে তাদের বিবৃতিতে; বিবৃতিতে ১ লাইনে কোথায়ও দু:খ প্রকাশ করা হয়েছে এদের জন্য? মির্জা ফখরুলেরা কোথায়ও দু:খ, বা সহানুভুতি প্রকাশ করেনি; এরা অমানুষ, এদের বিবৃতি বক্তব্যের ২ পয়সাও মুল্য নেই!

সামনাসামনি যুদ্ধের সমান আক্রমণে ২৪ জনমানুষকে হত্যা করা হয়েছে, ৩০০ জন মানুষকে আজীবনের জন্য পংগু করা হয়েছে; এই আক্রমণ ও হত্যাকান্ড, আমাাকে ও যাদেরকে বিশালভাবে মানসিক কষ্ট দিয়েছে, আমরা চাবো সঠিকভাবে বিচারের মাধ্যমে কমপক্ষে ২৪ জনের ফাঁসী হোক, ৩০০ জনের জেল হোক, এদের সবার সম্পতি কেড়ে নিয়ে, সেই সম্পত্তি থেকে মৃতদের ও পংগুদের পরিবারকে ক্ষতিপুরণ দেয়া হোক।

এরা কেন হত্যাকারীদের পক্ষে কথা বলছে? সেদিন যারা বিচার করেনি, যারা "জর্জমিয়া"কে জেলে ঢুকায়ে গ্রেনেড হত্যার বিচারের নাটক করছিলো, তাদের সবার ফাঁসী হোক: তারেক জিয়া, চোরাকারবারী স্বরাস্ত্রমন্ত্রী, মন্ত্রী পিন্টু, ডিজিএফআই প্রধান, পুলিশ প্রধান, তদন্তেযুক্ত গোয়েন্দা, সবার ফাঁসি হোক! দেশের নাগরিকদের যারা হত্যা করেছে, যারা বিচারের নামে নাটক করেছে তাদের বাঁচার অধিকার নেই। এই বিচারে বেগম জিয়ারও জেল হওয়া উচিত; কারণ, উনিও জানতেন যে, "জর্জমিয়ার" বিচার হচ্ছে! একজন অসহায় নাগরিককে নাটকের নায়ক করে জেলে আটকানো যে অন্যায়, সেটার বিপক্ষে প্রধানমন্ত্রী বেগম জিয়া ক্থা বলেনি, ব্যবস্হা নেয়নি।

যারা হত্যাকারী, পরিকল্পনাকারী, ও সেদিন যারা বিচারের নামে নাটক করেছে, তাদের পক্ষ হয়ে আজ যারা অভিযোগ, ক্ষোভ, অসন্তুষ্টি, শংকা, হতাশা, ভয় প্রকাশ করছে, এরা গ্রেনেড আক্রমণকারীদের সমর্থক; এদেরকে পুলিশ দিয়ে পিটানোর দরকার আছে!

মন্তব্য ৬৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: এই রায় নিয়ে দেশ বিদেশের অনেকের অপেক্ষায় আছে।
এই রায়ে তারেক, খালেদা জিয়া এবং বাবর এর খবর আছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:


যারা মৃতদের জন্য দু:খ প্রকাশ না করে, আক্রমণকারী ও আক্রমণকারীদের সহযোগীদের বিচারের রায় নিয়ে অভিযোগ করছে, তাদেরকে ধরার দরকার আছে।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

ঠাকুরমাহমুদ বলেছেন: ফখরুল ইসলাম আলমগীর, রিজভী, গয়েশ্বর রায়, ড মোশারফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমান উল্লাহ আমান, তারেক জিয়া, খালেদা জিয়া গং সহ বাইরের কয়েকজনের নাম বিচারে সংযুক্ত হওয়া বিশেষ ভাবে প্রয়োজন মনে করি তার মধ্যে অন্যতম নাম ড কামাল হোসেন !!! নতুন তদন্ত টিম করে দেখতে হবে ড কামাল হোসেন এই মামলায় কোথায় কোথায় সংযুক্ত আছেন ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল হোসেন জল্লাদ নন

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

সনেট কবি বলেছেন: প্রকৃত অপরাধীর কঠিন শাস্তি হোক।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:



অপরাধীদের জন্য সহানুভিত আছে, ভিকটিমদের জন্য সহানুভুতি নেই; এগুলো অমানুষ

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

শাহাদাত নিরব বলেছেন: আমিও চাই সন অন্যায়ের বিচার হোক তবে যারা প্রকৃত অপরাধী তাদের বিচার হোক।
দলীয় বিবেচনা বা ব্যাক্তিগত ক্ষোভ প্রকাশ যেনো বিচারে না আসে ।
এর জন্য খালেদা জিয়া হোক আর তারেক রহমান হোক বিচারের আওতায় আনা হোক ।
কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে সেখানে যদি ২৪ জনের ফাঁসি হয় বা ৩০০ জনের জেল হয় তাহলে পিলখানা হত্যা কান্ডের জন্য কয় জনের ফাঁসি আর কয় জনের জেল হওয়া উচিৎ।
আপনি আমার চেয়ে ভালো জানেন একজন ব্রিগেডিয়ার তৈরি করতে কতটুকু শ্রম বা অর্থ লাগে ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



আপনি বাংলার রাজা লক্ষণ সেনের রাজ্য আক্রমণকারীদের বিচার চেয়ে একটা রীট করেন হাইকোর্টে, গ্রেনেড হত্যার বিচারের সাথে সেটারও বিচার হোক।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

ফেনা বলেছেন: আমার সারা অংগে ব্যথা ঔষধ দিব কোথা!!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনার বেলায়, কোন ঔষধ কাজ করবে না

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

শাহাদাত নিরব বলেছেন: রাজা লক্ষন সেনের টা চাইতে হবে কেন ?
বিশ্বজিত হত্যা মামলার বিচার চাইলেই তো কেঁপে উঠবেন ।
কিবরিয়া,সাগর/রুনি এদের টা না হয় বাদই দিলাম।
কারন এদের নাগরিকত্ব থাকলেও হত্যা কারীদের নাগরিকত্ব নাই ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:



বিশ্বজিত হত্যা মামলা,সাগর/রুনিদের ঘটনা ঘটেছে ৪/৫ বছর হলো;ওগুলোর মামলা হয়েছে, সেগুলোর বিচার হবে, যথা সময়ে; গ্রেনেড হত্যা মামলা ২০০৪ সালের ঘটনা; শেখ সাহেবের ঘটনার বিচার হয়েছে ৩০ বছের পর; বাংলাদেশে বিচারের অবস্হা সব সময়ই এই রকম

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



গ্রেনেড আক্রমণে নিহতদের জন্য আপনার কোন সহানুভিতি আছে?

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

শাহাদাত নিরব বলেছেন: প্রথম কমেন্টেই বলে আসছি হত্যা কারীদের বিচার চাই (যারা জড়িত ছিলো)
এর চেয়ে বড় সহানুভূতি কি হতে পারে ?

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


এটা অনেকটা দায়সারা সহানিভুতির কথা

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

আরোগ্য বলেছেন: দেশে কবে শান্তি ফিরবে?

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিত, সাধারণ নাগরিকেরা যেদিন নিজেরা দেশের সরকারকে নিয়নত্রণ করবে, সেদিন শান্তি ফিরে আসবে; বিএনপি-জামাত, জাপা ও আওয়ামী লীগের সময় অশান্তি চলতে থাকবে।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
যারা মৃতদের জন্য দু:খ প্রকাশ না করে, আক্রমণকারী ও আক্রমণকারীদের সহযোগীদের বিচারের রায় নিয়ে অভিযোগ করছে, তাদেরকে ধরার দরকার আছে।

এই মামলার রায়ের পরপর নমিনেশন ঘোষনা করা হবে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:


মামলার রায়ের পরপরই নমিনেশন ঘোষণা করলে, শেখ হাসিনা কিছুটা সন্মান হারাবেন; উনি বুদ্ধিমান হলে, কিছুদিন অপেক্ষা করবেন; উনার কলাগাছেরা মরবে না, উনি বাগানে পানি দিচ্ছেন।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

নূর আলম হিরণ বলেছেন: তারেক জিয়াকে এই হামলার মাস্টার মাইন্ড বলা হয়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


বাংগাদেশের প্রতি এগুলোই তারেকের অবদান; এদিকে, ফখরুলেরা মৃত ও আহতদের প্রতি সহানুভুতি প্রকাশ করে না কোনদিন।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: যারা ঘটনার মূল কলকাঠি নেড়েছেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে তৎকালীন বিরোধী দলকে নিশ্চিন্হ করে দেয়ার লক্ষে- তাদের কাছে সহানুভুতি বা দুঃখ প্রকাশ করার প্রত্যাশা করাটা কি বোকামি নয়?

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



আক্রমনে মৃতদের জন্য দু:খ প্রকাশ করা হলো, দায়িত্বশীল নাগরিকের পরিচয়; যারা দায়িত্বশীল নাগরিক নয়, তারা অভিযোগ করলে, তাদেরকে পুলিশ দিয়ে কন্ট্রোলে রাখার দরকার।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: তারা দুঃখ করে, আফসোস করে কেন, কিভাবে হাসিনা বেচে রইল??
তাদের জন্য ২য়টির ব্যবস্থা করাই উত্তম!

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


অনেক বিএনপি-নেতা সামনা সামনি বলেছে, শেখ হাসিনা বেঁচে যাওয়ায় ঝামেলা হয়ে গেলো; এদেরকে দেশ-ছাড়া করার দরকার ছিলো।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

শামচুল হক বলেছেন: প্রকৃত অপরাধী শাস্তি পাক।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



আমি অপরাধীদের নিয়ে চিন্তিত নই, চিন্তিত তাদের নিয়ে, যারা মৃত ও পংগুদের প্রতি সহানুভুতি না দেখিয়ে জল্লাদের পক্ষে কথা বলছে, তাদের নিয়ে

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

আরোগ্য বলেছেন: দারুণ বলেছেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



মৃত ও পংগুদের প্রতি যাদের সহানুভুতি নেই, তারা অসুস্হ রাজনীতি করছে

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অপরাধীরা নিশ্চয়ই শাস্তি পাবে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:



অপরাধীদের পক্ষে যারা কথা বলছে, কিন্তু মৃত ও পংগুদের প্রতি সহানুভুতি দেখায় না, তাদেরকে কন্টরোল করা দরকার।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

দূরের যাত্রী বলেছেন: আমার জানামতে লগি বৈঠা দিয়ে পিটিয়ে আওয়ামী লীগও অনেক মানুষকে হত্যা করেছিল ২০০৬ এর অক্টোবরে। কিন্তু তারাও এ নিয়ে অনুতপ্ত নয় বরং উল্লাসিত। যে যার ভক্ত, তার দোষ চোখে পড়েনা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



সেটা নিয়ে মামলা হয়েছিল কিনা আমার জানা নেই, সেই মামলা কোর্টে চলেছিলো? সেই মামলার কোন অপরাধীদের পক্ষে কে কথা বলছে, সেটার তথ্য দেন।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

দূরের যাত্রী বলেছেন: ২০০৮ এ আওয়ামীলীগ ক্ষমতায় এসে হাইকোর্টের মাধ্যমে মামলা খারিজ করে ফেলে। তোফায়েল প্রকাশ্যে গৌরব করেছিল। এবং এরকম কিছু বলেছিল যে, ২৮ শে অক্টোবরে আমরা বিজয়ী হয়েছিলাম বলে আজ ক্ষমতায় আসতে পেরেছি। ২০০৮ সালের সংবাদ তাই পত্রিকার লিংক দিতে পারলাম না।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


সম্ভব।
বেগম জিয়ার ২০০১-২০০৬ সালের শাসন আমল ছিলো ভয়ংকর, আওয়ামী লীগকে তাদের অফিসে যেতে দেয়নি ২ বছরের বেশী সময়; সেটার জন্য ২ দলের মাঝে সিভিল-ওয়ারের মতো হয়েছিল; তবে, সেদিন ২ পক্ষ থেকে যারা রাস্তায় নেমেছিলো সবাই ছিল ডাকাত। সেটার সাথে শেখ হাসিনার মিটিং'এ গ্রেনেড হামলার মামলা তুলনা করা আপনার ভুল হবে।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২

জগতারন বলেছেন:
১) যারা হত্যাকারী, পরিকল্পনাকারী,
২) ও সেদিন যারা বিচারের নামে নাটক করেছে,
৩) তাদের পক্ষ হয়ে আজ যারা অভিযোগ, ক্ষোভ, অসন্তুষ্টি, শংকা, হতাশা, ভয় প্রকাশ করছে,
৪) এরা গ্রেনেড আক্রমণকারীদের সমর্থক;
৫) এদেরকে পুলিশ দিয়ে পিটানোর দরকার আছে।


সহমত !!!

চাঁদগাজী- দীর্ঘ জীবি হোক প্রার্থনা করি !!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা আর যা পারুক, না পারুক, বিচার করাতে জানে।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

লায়নহার্ট বলেছেন: {২, ২.৫ মাস পর দেশে ইলেকশন; অনেক কিছুর জন্যই প্রস্তুত হতে হবে}

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:


মাথা খাটাতে হবে, বেশ পরিমাণ লোকজন এই ভোটের ভিকটিম হবে, মনে হচ্ছে।

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাই-এর অপরাধের জন্য পিন্টুর শাস্তি কিংবা পিন্টুর দলের জন্য তারেক রহমানের শাস্তি কেন চাইব? পুরো প্ল্যান করা হয়েছিল হরকাতুল জিহাদের মুফতি হান্নানের তত্ত্বাবধানে। তারেক জিয়া তখন রাজপুত্র। সে তখন সিএনজি আর সিম্যান্স-এর টাকা নিয়ে ব্যস্ত। তার খেয়ে দেয়ে কাজ নেই তার 'আন্টি'কে হত্যা করার মত কাঁচা কাজ করার। মুফতি হান্নানের জবানবন্দি(তারেক জিয়া বিষয়ক) পরে প্রতাাহার করা হয়েছিল। মুফতি হান্নানকে আরো সত্য কথা বলার সুযোগ না দিয়ে ফাঁসি কার্যকর করে দিয়েছে সরকার!

'জর্জ মিয়া' তৈরির কারণে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, এটর্নী জেনারেল, পুলিশ প্রধান, ডিজিএফ আই প্রধান, প্রধানমন্ত্রী(খালেদা জিয়া)'র শাস্তি দেয়া উচিত...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


মুফতি হান্নান বেঁচে থাকলে হয়তো হাদিস লিখতে পারতো; তাজুদ্দিনকে এই দেশেই হত্যা করা হয়েছিল, এবং সেই হত্যার সাপোর্টারের অভাব হয়নি

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০

পিকো মাইন্ড বলেছেন: এই রায়ে সাধারণ মানুষের কিছু যায় আসে না। রায় অনুমেয়। বিএনপি সাধারণ মানুষের সহানুভূতি অর্জনে সফল হয়েছে। সরকারের উচিত নির্বাচনের পরে রায় ঘোষণা করা। এতে বিএনপি বেকায়দায় পড়ে যাবে ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:


যেহেতু সেই আক্রমনে সাধারণ মানুষের মৃত্যু হয়নি, সাধারণ মানুষের কিছু না এলে, না গেলেই ভালো। যেই সব সাধারণ মানুষের কি যায় আসে না, তারা আসলে অসাধারণ মানুষ।

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১০

কানিজ রিনা বলেছেন: ন্য়ায়ত বিচার হলে নিশ্চয় মানুষ মেনে নেবে। এবিচার আরও আগে হওয়া দরকার ছিল। তবে ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্য় প্রোবন বিচার হলে
আপনার আপনার মত গুটি কয়েক দলকানা ছারা কেউ খুশি হবেনা যা হয়েছে খালেদার বেলায় ও বিএনপির অসংখ্য় নেতা কর্মীর জেল জরিমানা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:


আমি শুধু বলতে চেয়েছি, মৃতদের জন্য সমবেদনা প্রকাশ করেনি বিএনপি'র নেতারা

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০

আখেনাটেন বলেছেন: ভালো বলেছেন। এরকম ন্যাক্কারজনক একটি ঘটনার সাথে বিম্পি নিজেদের জড়িয়ে জাতির সাথে প্রতারণা করেছে। অপরাধীদের চরম সাজায় প্রাপ্য।

এই ঘটনার পর থেকে দুই বেগম আরো প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছেন নিজ নিজ অবস্থান থেকে। মাঝে আম জনতা চিড়ে চ্যাপ্টা হচ্ছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার অনেক কারণ আছে প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠার

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

আখেনাটেন বলেছেন: শেখ হাসিনার অনেক কারণ আছে প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠার -- হুম; কিন্তু সমস্যা হচ্ছে উনার প্রতিহিংসা শুধুমাত্র বিরোধী দলের মাঝেই সীমাবদ্ধ থাকলে ভালো হত। দুর্ভাগ্যজনকভাবে কখনও সেটা অামজনতার উপরও ঝেড়ে দ্যান।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩১

চাঁদগাজী বলেছেন:


দেশ অস্বাভাবিকভাবে চললে, আমজনতাই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়; শেখ হাসিনার মনে কষ্ট আছে, যারা উনার বাবার হত্যাকারীদের দলকে ক্ষমতায় নিয়েছে বারবার, উনি তাদের প্রতি অনুরক্ত নন।

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৬

সূর্যালোক । বলেছেন: লেখায় অনেক ক্ষোভ ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


আছে, থাকারই কথা

২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
তত্তাবধায়ক সরকারের মামলায় তদন্তে মুফতি হান্নানের নাম উঠে আসে
পরে অধিকতর তদন্তে মুল হোতা হিসেবে তারেক বাবর হারিসদের নাম আসে।

তারেকের নাম কেন?

আমদের দেশে মনস্তাস্তিক ভাবে নারিকেল চোর মানে 'গাছে যে আছে সেই চোর'।
গাছের তলায় যারা ছিল (পলাতক) চোর কি না সেটা ব্যাপার না।
যে বড়ভাইরা নারিকেল পেড়ে আনতে এই দল পাঠাইছে তারা তো আরো দুরের ব্যাপার।
শুধু গাছে যে ছিল সেই চোর।


মামলার অনেক আলামত ধ্বংশ করে ফেলা হলেও বেশকিছু উপাত্ত ও বেশকিছু গুরুত্বপুর্ন সাক্ষী ছিল।
মামলার মোট আসামি ছিল ৫২জন। বর্তমানে আসামির সংখ্যা ৪৯জন। এর মধ্যে ১৮জন পলাতক ও ছয় জন জামিনে আছে।
মামলায় মোট সাক্ষী করা হয়েছে প্রায় ৫শ জনকে। এরমধ্যে রাষ্ট্রপক্ষ ২২৫ জনের সাক্ষ্য উপস্থাপন করতে পেরেছেন।
অন্যদিকে আসামীপক্ষ থেকে সাক্ষী হাজির করা হয়েছে ২০ জনকে।
সব সাক্ষ্য ও যুক্তি উপস্থাপনের ভিত্তিতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ সব আসামির বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ষড়যন্ত্রের অভিযোগে সর্বোচ্চ শাস্তির দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

view this link

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


"জর্জমিয়া"কে আসামী করে বিচার করার প্রচেষ্টার ফলে থলের বিড়াল ধরা খেয়েছে

২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩১

বলেছেন: বিচারের বানী নিভৃতে কাঁদে,

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের জাতির ইতিহাস এই রকমই ছিলো

২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ইমেইলটা চেক করবেন?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

চাঁদগাজী বলেছেন:



আচ্ছা

২৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

রাফা বলেছেন: শেখ হাসিনা'কে হত্যা প্রচেষ্টা যতবার করা হয়েছে শুধু যদি এর দশ ভাগের এক ভাগও খালেদা জিয়ার বিরুদ্ধে ঘট'তো তাহোলে বাংলাদেশ আজকে ২য় পাকিস্তানে পরিণত হই'তো।তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলো শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গি্যেছিলো।তারেক জিয়া লন্ডনে নিরাপদে থেকে সেখান থেকেও প্রচার করেছে শেখ হাসিনার কাছে তথ্য ছিলো এই গ্রেনেড হামলার ।অর্থাত শেখ হাসিনার ত্বত্তাবধানেই হয়েছে এই হামলা।শুধু এই অপপ্রচারের কারনেই মা ও ছেলের বিচার হোতে পারে এই মামলায়।দুই হাজার ১৩,১৪ ,১৫তে যে মানুষগুলো হত্যা করা হয়েছে এদের কথা কি একবারও উচ্চারণ করে বি,এন,পি।শুধু গ্রামফোনের মত একই রেকর্ড বাজিয়ে চলেছে তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা।এই সরকার একটি মামলাবাজ সরকার।তাদের কথা মত হামলা ,মামলা না করে -কিবরিয়া,আহসান উল্লা মাষ্টার ও মমতাজ উদ্দিন সহ কয়েক হাজার নেতাকর্মি কেনো হত্যা করছেনা আওয়ামি লীগ ? যদি তাদের পথেই হাট'তো আজকের আওয়ামি লীগ তাহলে খুব সহজেই তারা আবার বাংলার ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হতে পারতো।সেটা হোচ্ছেনা বলেই এত অন্তর্জালা ।বর্তমান বি,এন,পি ক্ষমতায় আসা মানেই হইতেছে জামাতের ক্ষমতারোহণ নিশ্চিত।

ফখরুলরা সারা জিবন চাইবে তাদের অপরাজনিতী তাদের জন্য জায়েজ।এর বিরুদ্ধে কেউ কোন পদক্ষেপ গ্রহণ করুক সেটা কাম্য নয় তাদের।তাদের'কে সব সময় ইনডেমিনিটি দিয়ে রাখতে হবে।অর্থাত সকল অপকর্ম করার অধিকার শুধু তাদের।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১

চাঁদগাজী বলেছেন:

শেখ হাসিনা দেখেছিলেন, উনার বাবাকে হত্যা করার পরও জেনারেল জিয়া অর্ধেকের বেশী মানুষের ভোট পেয়েছিলো; শেখ হাসিনা মানুষকে কাছে টানেননি, বিএনপি'কে দুর্বল করেননি; সেখানে কি রহস্য, সেটা শেখ হাসিনা জানেন; অথা সেটা উার অদক্ষতা হতে পারে।

৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২১

এ.এস বাশার বলেছেন: অভিনয় দেখতে দেখতে....আমরা মরে যাব কিন্তু তারা মরবেনা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


ওদের দল ক্রমেই ভারী হচ্ছে এখনো।

৩১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

কে ত ন বলেছেন: শেখ হাসিনা অমর। তাঁকে কেউ হত্যা করার চেষ্টা করে সফল হবেনা। জিল্লুর রহমানের ভাষায়, "নেত্রীর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়ে নিয়েছেন" । কাজেই কেউ তাঁকে হত্যা করার চেষ্টা করতে গেলে নিজেই ফাঁসবে - নেত্রীর কিছু হবেনা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


উনার লোকেরা উনাকে সরানোর সম্ভাবনা আছে

৩২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

রক বেনন বলেছেন: এর দ্বারাই বোঝা যায় যে, কোন কিছুরই অতিরিক্ত ভালো নয়। সেদিন যারা ক্ষমতার অপব্যবহার করেছিল, এখন তারা বুঝবে।

পুনশ্চঃ সেদিন যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখন তারা কেমন আছে? সরকারের পক্ষ থেকে তাদের জন্য কিছু কি করা হয়েছে? অন্তত আমি মনে করি সরকারের পক্ষ থেকে প্রতি মাসে তাদের খবরাখবর নেয়া উচিত।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার সেই দিকটা ভালো, আওয়ামী লীগের লোকজন আহত নিহত হলে উনি সাহায্যের ব্যবস্হা করেন; সাধারণ নাগরিকের জন্য তেমন কিছু করেন না।

বিএনপি-প্রধান আসলে শেখ হত্যা করে আননদ পেয়েছিলো, সেটাই তারা চালিয়ে যাচ্ছিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.