নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ওবায়দুল কাদেরের দায়িত্বহীন কমেন্টগুলো জাতীর জন্য ভীতিপ্রদ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২



বাংলাদেশের বেলায়, ভোটের আগে, সরকার-বিরোধীদলগুলো ঘুম থেকে জেগে উঠে, এটাই তাদের রাজনীতি; পারলে ভোটে জয়ী হয়, না হয়, আবারো ঘুম দেয় আজকাল; আগে, এক সময় বিরোধী, কিংবা বিপক্ষ পুরো ৫ বছরই এ্যাকশনে থাকতো, রেল লাইন মেল-লাইন সবই তুলে ফেলতো, ৭২ ঘন্টা অবধি হরতাল চলতো,পার্লামেন্টকে পল্টন বানাতো; ২০১৫ সাল থেকে সেই প্যাটার্ণ বন্ধ হয়েছে।

ভোট কাছেই, শেখ হাসিনা চাপে আছেন; ক্ষমতায় থাকার সময়, শেখ হাসিনা ধরাকে সরা জ্ঞান করেন; গত ভোটে তিনি চাপের মাঝে ছিলেন; এবারের ভোটে চাপ আরো বেড়েছে। চাপ বিএনপি-জামাত, ড: কামাল-ডা: বদরুদ্দোজা থাকে নয়, চাপ সাধারণ মানুষের থেকে: সাধরণ মানুষ ধরে নিয়েছে যে, তিনি জিতবেন; কিন্তু সমস্যা হচ্ছে, সাধরণ মানুষ সন্দেহ করছেন যে, তিনি সঠিভাবে জিতবেন না, কোন কৌশল করবেন, এটাই সমস্যা; আসলে, এই ধরণের বিশ্বাস জাতির জন্য একটা ভয়ংকর সমস্যা, এবং শেখ হাসিনার জন্যও সমস্যা, মানসন্মানের বালাই নেই।

বিএনপি-জামাতের সাথে এবার যোগ দিচ্ছে বাংলাদেশের রাজনীতির কিছু পুরাতন লোকজন, যারা হয়তো শেষ অবধি কিছু করতে পারবে না; কারণ, তারা শুরুতেই আন্দোলন পান্দোলনের কথা বলছে; তাদের আগের ইতিহাস আছে, তারা আন্দোলনে জয়ী হবে না; ফলে, শুরুতে নিজের দুর্বল দিক তুলে ধরে নিজেরাই শেষে হতাশ হয়ে যাবে।

কিন্তু এদের বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপকে আওয়ামী লীগের সেক্রেটারী, সেতুমন্ত্রী যেভাবে তাচ্ছিল্য ও অবহেলা করে, দায়িত্বহীন কমেন্ট করেছেন, তাতে মানুষজন বিস্মিত হচ্ছেন। রাজনীতিবিদরা মানুষের সন্মান হারায়েছেন আজকাল; এখন যদি, রাজনীতিবিদরা পরস্পরকে হেয় করার চেষ্টা করে, তারা মানুষের কাছে পুরপুরি ভিলেন হয়ে যাবেন; সাথে সাথে, ওবায়দুল কাদেরও। আওয়ামী লীগের আগের সেক্রেটারীগুলোর তুলনায়, ওবায়দুল কাদের খুবই দুর্বল সেক্রেটারী; ব্যাং হয়ে যদি যাঁড়ের মত পেট ফুলায়, সমুহ বিপদ হওয়ার সম্ভাবনা আছে।

সাধারণ মানুষ ধরে নিয়েছে্ন যে, শেখ হাসিনার সরকার থেকে তারা আগেও তেমন কিছু পাননি, ভবিষ্যতেও পাবেন না; শেখ হাসিনার সময়ে যদি দেশে শতকরা ১৭.৪ ভাগ হারে 'সুপার ধনী' বাড়ে, সাধরণ মানুষের জন্য কিছু অবশিষ্ট থাকার কথা নয়; ঝুঁড়ি এখন তলাহীন নয়; তবে, এখন ঝুঁড়ির কাছে ঘেঁষা যাবে না। সাধারণ মানুষের একমাত্র প্রশান্তি হলো, দেশে আফগানী ও পাকিস্তানী স্টাইলের দেশ-প্রেমিকেরা ক্ষমতা দখল করতে পারবে না, শেখ হাসিনা উহা দখলে রাখবেন।

সাধারণ মানুষ হঠাৎ করে ক্ষেপে গেলে উনার টিকে থাকার সম্ভাবনা নেই; আবার, উনাকে ফেলে, উনার থেকে ভালো কাউকে আনাও সম্ভবনাও নেই এই মহুর্তে ; কারণ, ভালো কেহ সামনে নেই; জাতির জন্য সমস্যাটা এখানে।

মানুষের সহ্যসীমা অতিক্রম হওয়ার মতো অবস্হা অনেকটা বিরাজ করছে; ওবায়দুল কাদেরের মত লোকের দায়িত্বহীন কথাবার্তা হঠাৎ করে আন্দোলনের ট্রিগার টানতে পারে, যা শেখ হাসিনার জন্য ভালো হবে না।

মন্তব্য ৬৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬

শামচুল হক বলেছেন: ঘন প্যাচালে খ্যাতা হারায়।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:


এরা সবাই শেখ হাসিনাকে সমস্যায় ফেলছে; আওয়ামী লীগের ইতিহাসে, শেখ হাসিনা ভয়ংকর দুর্বল সেক্রেটারী নিয়েছেন

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দেশের বেশীরভাগ মন্ত্রী আবুল।


আপনার পছন্দের মন্ত্রী কে??

ম খ? না মাল??

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:


আমার পছন্দের মন্ত্রী শেখ হাসিনা

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

স্রাঞ্জি সে বলেছেন:

উনারা দেশের সম্পদ.....



রাজনৈতিক রঙ্গমঞ্চে একনিষ্ঠ অভিনেতা....



২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সব সময় নিজের থেকে কমবুদ্ধিমানদের দলে রাখেন, ইহার খারাপ দিকও আছে।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

পদাতিক চৌধুরি বলেছেন: ফ্রি & ফ্রেস নির্বাচন হলে জনগনের রায়ই শেষ কথা। বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আপনার পোস্ট অনুযায়ী মাননীয়া প্রধানমন্ত্রীর কপালে দুঃখ আছে। আর যদি একতরফা ভোট হয় তাহলে অবশ্য ওনার দুশ্চিন্তার কারন নেই।
সেখানে বরং কাদের সাহেবদের প্রচেষ্টা ম্যাওপ্যাও হয়ে দাঁড়াবে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


এই মহুর্তে নিরপেক্ষ ভোট হলে, শেখ হাসিনা জয়ী হবেন; উনার জন্য বিপদ হচ্ছে, ওবায়দুল কাদের, ড: হাছান, ইনু, মাল মুহিতদের মগজহীন স্টেইটমেন্টগুলো

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১

মেহেদী হাসান হাসিব বলেছেন: সাহসীকতার পরিচয় দিলেন। খুশি হলাম আপনার বাস্তবসম্মত চিন্তাকে লেখায় তুলে ধরেছেন। শুভ কামনা জানাবেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


এগুলো সাধারণ পর্যবেক্ষণ

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২

সনেট কবি বলেছেন: পড়লাম

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:



মুখস্হা করার দরকার নেই, সময়ের সাথে আরো নতুন কিছু যোগ হবে

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

রসায়ন বলেছেন: কে টানবে আন্দোলনের ট্রিগার ?
বিএনপি ???
হা হা প গে :D

এরকম বোকা*দা বিরোধী রাজনৈতিক দল থাকলে হাজারটা বেফাঁস মন্ত্যবে কি আসে যায় ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:


বিএনপি নয়, মানুষ; মানুষ হঠাৎ করে কিছু ঘটাতে পারে।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

বলেছেন: উনি তো খবিশ আর রাবিশ নয়
উনা ওকা ওরফে কাউয়া আর কি?
সুন্দর পোস্ট
একটা মন্ত্রীর পোস্ট আপনাকে দিলে মন্দ হতো না।
সমাজকল্যাণ বিভাগের দায়িত্ব আপনাকে দেয়ার সুপারিশ তুলে ধরলাম

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:



সুপারিশ করার মত জায়গায় আছেন তো?

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

আরোগ্য বলেছেন: নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট বৃহস্পতিবার মিছিল বের করে। কিন্তু পুলিশরা তাদের লাঠিপেটা করে।এদেশে আর গণতন্ত্র রইলো না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:



বেল পাকিলে কাকার কি? নিরপেক্ষ ভোট হলেও ওদেরকে মানুষ ভোট দেবে না; তারা তাদের নিজস্ব রাজনীতি না বুঝলে, কেহ তাদের সাহায্য করতে পারবে না; ওরা একদিন বিএনপি কিংবা জাপার সদস্য হবে।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮

পিকো মাইন্ড বলেছেন: জামায়াতে ইসলামীর আদর্শ অত্যন্ত স্পষ্ট। বিএনপির কোন আদর্শ নেই৷ আওয়ামী লীগের আদর্শ কি? এবং জাসদের সাথে উহার পার্থক্য কি? সাধারণ মানুষ আদর্শের রাজনীতি বুঝে না। তা নাহলে মোস্তফা জব্বার মন্ত্রী হন কিভাবে?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার একটা আদর্শ, বিএনপিকে ক্ষমতা থেকে দুরে রাখা।
জামাতের আদর্শ হলো গণহত্যা করা ও ফাঁসীতে ঝুলা

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৯

জাহিদ অনিক বলেছেন: আগামী ২০ বছর পর বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে ?
বেকারত্ব, দুর্নীতি, আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা, ছাত্র আন্দোলন--- বাড়বে না কমবে?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৭

চাঁদগাজী বলেছেন:


এবার যদি শেখ হাসিনা ক্ষমতায় আসেন, উনি হয়তো অনুধাবন করবেন যে, জাতির সাধারণ মানুষ ভয়ানক কষ্টে আছেন, তারা অসুখী, অল্প পরিমাণ মানুষ সব দখল করে ফেলেছে, এবং উনার চারিপাশে গাধারা স্হান করে নিয়েছে; ফলে, আগামী ৫ বছরে বিশাল পরিবর্তন আসতে পারে ভালোর দিকে।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা এখনো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার ঘোষণা দেননি। তাহলে উনার চিন্তার কিছুই নেই। ওবায়দুল কাদেরের চেয়ে বেশী কথা হানিফ, হাসান, ইনু-রা বলে। কামাল হোসেন, বি চৌধুরী-রা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন কিনা এখনো পরিস্কার নয়...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৯

চাঁদগাজী বলেছেন:


ইনুপিনু, হানিফ মানিফকে কেহ খেয়াল রাখবে না, খেয়াল রাখবে ওবায়দুল কাদের ও শেখ হাসিনা কি বলছেন। শেখ হাসিনার উচিত কামালকে আওয়ামী লীগ থেকে নমিনেশন দেয়া।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৬

আমিনভাই বলেছেন: apni akjon biggho lok. apnar akjon sob chey pochhondder montri er nam dekhe kosto pelam. boja jay onek dorbol achhen tar proti.

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



আমি বাংলাদেশকে পর্যবেক্ষণ করছি ৪৭ বছর, অন্য কেহ আমার চোখে পড়েনি; আপনার জানা থাকলে জানাবেন।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৭

ঢাবিয়ান বলেছেন: ওবায়দুল কাদের জাতীয় রোবটগুলো তাই বলে , যা তাদের মেমোরিতে ইন্সটল করা হয়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


সবার মাথা ও মগজ আছে; রাজনীতি কঠিন বিষয়

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৫

আমিনভাই বলেছেন: sob goli akrokm kotha bole. apnar porjobekhon ki bole na je agoli sob ak kendro theke shikhano kotha? a kotha goli jati dongso kora chhara kichhoi nei.

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


এরা জাতির ঐক্য নষ্ট করে, নাগরিকদের পরসপরের শত্রুতে পরিণত করেছে; মানুষ জাতীয় স্বার্থ দেখে না, পারিবারিক স্বার্থ দেখে।

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: তিনি সড়ক পথে নেমেছেন।
এক ভাষনে তিনি বলেছেন- (সুর করে, টেনে টেনে) ১৬ কোটি মানূষষষ---- ১৪ কোটি মোবাইল----১৪ কোটি মোবাইল----
এই মোবাইল কে দিয়েছে????

উপস্থিত মানুষ তখন চিৎকার করে বলেছে, শেখ হাসিনা।

আমার মোবাইল আমি কিনেছি কষ্টের টাকা দিয়ে। আমাকে কেউ মোবাইল দেয়নি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:



দেশে কোন অবস্হায় ১৮ কোটী মোবাইলের দরকার ছিলো না; কোন নিয়ম নীতি না থাকায়, অকারণে দেশে ১৪ কোটী গ্রাহকের হাতে ফোন আছে; এই মহা 'অপব্যয়ের' জন্য জাতির বিশাল ক্ষতি হচ্ছে, এগুলো জন্য ডলার বাহিরে চলে গেছে, বাহিরে যাচ্ছে, বেকারত্ব বাড়াচ্ছে।

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

খাঁজা বাবা বলেছেন: বাংলাদেশের আফগান পাকি স্টাইল ও ভারতীয় স্টাইলের দেশ প্রেমিকের মধ্যে পার্থক্য কি?
কে আমাদের জন্য ভাল? কেন?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



আমাদের জন্য ১৯৭১ সালের স্বাধীনতার পক্ষের প্রজন্মের লোকেরাই ভালো, উনারা জাতিকে ভালোবেসেছিলেন

১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

আছির মাহমুদ বলেছেন: তিনি ট্রাম্পের বাংলাদেশী সংস্করণ!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প এখনো দেশের ক্ষতি করেনি, উনি দেশের ক্ষতি করছেন বলে আমার ধারণা

১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

তারেক ফাহিম বলেছেন: পড়েছি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:



নতুন কিছু যোগ হলো ভাবনায়?

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার ভাই।
ভাল লাগল লেখাটি।
আমার মতে, শেখ হাসিনার অনেক ভুলের মধ্যে একটি বড় ভুল হল- ওবায়দুল কাদেরের মত লোককে দলের সেক্রেটারি বানানো। ওর বাচালতায় সাধারণ মানুষ খুবই বিরক্ত। তাছাড়া ওর কথা বলার স্টাইল দেখলে গা জ্বলে। এতে আওয়ামী লীগের অনেক ভোট কমবে।।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:


উনার পুরো পরিবার মোটামুটি মাফিয়া পরিবার; উনি শেখ হাসিনার পর, আওয়ামী লীগকে আরো বড় মাফিয়ায় পরিণত করবে।

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: সে যাইহোক এসব নিয়ে আমার অত ভাবনা নেই। আপাতত আমার কথা হচ্ছে, আমার ভাগের মোবাইলটার সন্ধান যদি কেউ পান দয়া করে আমাকে জানাবেন :|

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনি আপনার ভাবনা নিয়ে আছেন, আপনার প্রতিবেশী উনার ভাবনা নিয়ে আছেন, সেজন্য রাস্তা ভরে যাচ্ছে টোকাই শিশুতে।

২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: নিজের ভাবনা নিয়েই এখন থাকতে হবে।

বাকস্বাধিনতা তো এখন আমাদের নেই। রাষ্ট্রীয় ব্যপারগুলো ভাবতে গেলেই তো রাষ্ট্র সংস্কার করতে ইচ্ছে হয়। ভালো মন্দ চোখে আঙ্গুল দিয়ে দেখাতে ইচ্ছে হয়। অপকর্মগুলো জনসম্মুখে তুলে ধরতে ইচ্ছে হয়। কিন্তু দিন শেষে জেল এর এক নির্জন কক্ষ আমার জন্য অপেক্ষা করবে।

এর থেকে নিজেকে নিয়েই বেঁচে থাকা ভালো নয় কি?!!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


বাক স্বাধীনতা কেহ কেড়ে নিতে পারে না, নেয়নি; আসলে, কারো বলার কিছু নেই। আপনার বাক স্বাধীনতা কে কেড়ে নিয়েছে?

২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: পরিস্থিতি এখন এমন যে, নিজে কিছু জনসম্মুখে বলার সাহসও হারিয়ে ফেলেছে জনগণ।
সব চাইতে ভালো সত্য এবং একনিষ্ঠর পথের দিকে পা বাড়ানো।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


বিএনিপ-জামাত, আওয়ামী-জাপা মিলে দেশের মানুষকে অমানুষে, বা ভেঁড়ায় পরিবর্তিত করেছে, মানুস বুদ্ধি ও সাহস হারিয়ে ফেলেছেন এদের কবলে পড়ে।

২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: উনি জানেন উনি ফেয়ারভাবে জিতবেন না। সাধারণ মানুষ বিশ্বাস করে উনি জিতবেন না। সাধারণ মানুষ কনফিউজড ভোট দেবে কাকে! নিয়মের খাতিরে ভোট দেয় / দেই আমরা। এখন আর মন থেকে ভোট মনে হয় না কেউ দেয়। ভোট না দিলেও ভৌতিক ভোট পড়ে।

সবকিছুরই শেষ হয়। কিন্তু নতুন কে আসবে সেটা আমরা জানি না। একটা মিরাক্যালের আশায় আছে মানুষ। সব ধুয়ে মুছে নির্মল হয়ে যাবে এই আশায় আছি। বোকার স্বর্গে আছি! waiting for godot!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


প্রাকৃতিকভাবেই, বেগম জিয়ার অনুসারীরা উনার থেকে কমবুদ্ধিমান; শেখ হাসিনা কৌশলে, দলে বেকুবদের নেয়; ফলে, রাজনীতিতে আগাছা ব্যতিত কিছুই নেই আজ।

আদর্শ ভোট হলে, পুরো দেশে ১ জন ভালো কেন্ডিডেট আছেন, ড: কামাল হোসেন সাহেব; উনি আবার দরিদ্রদের কেন্ডিডেট নন, উনি ডা: বদরুদ্দোজা, ড: জাফর উল্লাহ, মাহী চৌধুরী, বসুন্ধরা, ওপেক, ওরিয়নদের এমপি কেন্ডিডেট।

২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন। এ সময় খুব হিসেব করে কথা বলার। তার কথা লাগাম ছাড়া। এগুলো বুমেরাং হতে পারে। বিরুধী আন্দোলন ও জনমতে প্রভাব ফেলে ক্ষমতাসীনদের দলের সমূহ বিপদ ডেকে আনতে পারে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


তোফায়েল, মনি, গোলাম মোস্তফারা মিলে শেখ সাহেবকে বিপদে ফেলেছিলো, এই ক্লাউন শেখ হাসিনাকে বিপদে ফেলবে।

২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ওবায়েদুল কাদেরের মন্তব্যগুলো হাস্যকর। মানুষ বেশ বিনোদিত হচ্ছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগকে রাস্তাঘাটের দলে পরিণত করছে এই ক্লাউন

২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: দিনদিন ভাঁড়ে পরিণত হচ্ছেন ওকা স্যার! সো স্যাড!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


যতবড় পোষ্ট দখল করেছেন, অতবড় মাথা নেই

২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫

যবড়জং বলেছেন: :) কাদের সাহেবের কাউয়া ডাকনাম টা সার্থক করতেছেন ।।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের সব রাজনীতিবিদদের কাউয়া ডাকাই ঠিক হবে।

২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

খায়রুল আহসান বলেছেন: পরিস্থিতির ভাল বিশ্লেষণ করেছেন, কিন্তু দলকানা লোকদের তা ভাল নাও লাগতে পারে। এমন গুরুত্বপূর্ণ পদে তাঁর মত একজন ভাঁড়কে মানায় না।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, জনগণের শক্তির উপরে আপাততঃ কোন রাজনীতিকই আস্থাশীল নন। তাই তাদেরকে এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


দলগুলো মনে হয়, নিজেদের মাঝে ভোট করছে, দেশে নাগরিক আছে বলে তারা মনে করছে না।

আওয়ামী লীগে এই রকম কমদক্ষ জেনারেল সেক্রেটারী আগে কখনো ছিলো না।

৩০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোতো। উনি দেশের জনগনকে ফ্রিতে বিনোদন দিচ্ছেন।।। উনি নাকি বলেছেন দেশের সবার হাতে মোবাইল তুলে দিয়েছেন।


ভালো ফ্রি বিনোদন পাইলাম।।।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনি যে কোনস্হানেই বিনোদন পাবেন, কিন্তু উনি শেখ হাসিনার ১২টা বাজাচ্ছে, উনাকে জয়ী করতে শেখ হাসিনার লালনীল সুতো বেরুবে

৩১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

তারেক ফাহিম বলেছেন: না গাজী ভাই।
আসলে লিখতে ইচ্ছে করে না।
থুক্কু লিখতে পারলেতো ইচ্ছে করবে :(

সহব্লগারদের লিখা পড়তেই ভালোলাগে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


না পড়লে, লিখার উৎস খুঁজে পাওয়া মুশকিল।

আমি কিছু পড়লে, লিখার প্রয়োজনীয়তা অনুভব করি

৩২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

অভিশপ্ত জাহাজী বলেছেন: বাংলাদেশের একটা বৃহৎ অংশের জনগণ হলো তরুণ সমাজ যারা কিনা ২ দলের মারপ্যাচ থেকে বেড়িয়ে আসতে চায়। আবার সেরকম তৃতীয় পক্ষকেও পাচ্ছে না এখনোবধি। সমস্যা হলো আমাদের মিডিয়াকে নিয়ে। অর্থ গিলে কখন কি করে রাজনীতির মোর ঘুরিয়ে দেয় কেউ কিছু জানেনা। সাধারণ জনগণ তো টিভির রিপোর্ট নিয়েই ব্যতিব্যস্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.