নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা ও পশ্চিমা বিশ্বে রিসেশানের শুরু হয়েছে গতকাল থেকে

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৫



রিসেশান হচ্ছে, যখন ষ্টকমার্কেটের ইনডেক্স হঠাৎ করে পড়ে যায়, এবং দীর্ঘ সময় অবধি পড়তে থাকে, কয়েক কোয়ার্টারের জিডিপি নীচের দিকে, ইন্ড্রাষ্ট্রিগুলো লাভের বদলে ক্ষতির সন্মুখীন হয়, ব্যাংকে অলস ক্যাপিটেল পড়ে থাকে, মানুষ চাকুরী হারাতে থেকে, মানুষ কেনাকাটা কমিয়ে দিতে বাধ্য হয়।

বাংলাদেশে মুহিত সাহেব অর্থমন্ত্রী থাকাতে ওখানে রিসেশন হয় না: উনি মানুষের থেকে গরুর মুল্য বাড়িয়ে রেখেছেন; ফলে, সমস্যা হচ্ছে না।

গতকাল, আমেরিকান স্টকমার্কেটের সবচেয়ে বড় সুচক "ডাও ইন্ডাষ্ট্রিয়েল' ৮৫০ পয়েন্টের মত পড়ে গেছে, ইহা ৩.৫% পতন; আজ ভোরে ষ্টকমার্কেট খোলার আগেই ৩৫০ পয়েন্ট নীচে আছে, মার্কেট শুরু হলে, ইহা যদি গতকালের মতো পড়ে যায়, ইনভেষ্টমেন্ট ব্যাংকগুলো ও ফান্ডগুলো তাদের বিনিয়োগ বদলায়ে বন্ডের দিকে যেতে থাকবে, সেটা ভয়ংকর ভয়ের সৃষ্টি করতে পারে।
আমেরিকার পতনের সাথে তাল মিলিয়ে জাপান ও ইউরোপের ষ্টকমার্কেট পড়ে গেছে; জাপানের ষ্টকমার্কেট পড়েছে ৪%; পশ্চিমা অর্থনীতির মাঝে জাপানী অর্থনীতি সবচেয়ে খারাপ অবস্হায়, তারা উৎপাদনমুখী অর্থনীতির থেকে বিনিয়োগমুখী অর্থনীতির দিকে চলে গেছে গত ২০ বছরে, তাদের উৎপাদনমুখী অর্থনীতি দখল করে নিয়েছে চীনারা।

****এই মহুর্তে "ডাও ইন্ডাষ্ট্রিয়েল' ৬০০ পয়েন্টের কাছাকাছি নীচে চলে গেছে; সমস্যা দানা বাঁধছে!

গতকালের ষ্টকমার্কেট পড়ে যাবার পেছনে চীনাদের অবদান বেশী, তাদের ষ্টকমার্কেট 'বেয়ার মার্কেটে' চলে গেছে প্রায় বছর খানেক আগে; গতকাল চীনারা তাদের মুদ্রার মান কমায়ে দিয়েছে। যাক, হিসেব অনুযায়ী রিশেসান শুরু হওয়ার কথা ছিল গত বছর থেকেই; কিন্তু ট্রাম্পের সরকার মানুষকে ক্রমাগতভাবে ভালো অর্থনীতির কথা বলে বছর খানেক ধরে রেখেছে।

আমেরিকা ও পশ্চিমা বিশ্বে রিসেশান শুরুকে তরান্বিত করে বড় বড় কর্পোরেশগুলো; তারা প্রথম পদক্ষেপ হিসেবে চাকুরীতে নতুন লোক নেয়া বন্ধ করে দেয় ও কিছু লোক চাটাই করে প্রথমদিকে; এই অবস্হা দেখার সাথে সাথে মানুষ ভ্রমণ করা বন্ধ করে দেয়, ও নতুন গাড়ী কেনা বন্ধ করে।

এই সপ্তাহের মাঝে বুঝা যাবে আমেরিকান কর্পোরেশনগুলো ও বড় বড় ব্যাংকগুলো কি কি পদক্ষেপ নেয়। পশ্চিমের অর্থনীতির আরেক খারাপ দিক হলো, "শর্টসেল বিনিয়োগকারী ফান্ডগুলো"; ইহারা আসলে শকুনের মতো, রিসেশান দেখা দিলে, ইহারা শকুনের মত ষ্টকমার্কেটের আকাশে উড়তে থাকে; ইহাদের ভয়ে, সাধারণ বিনিয়োগকারীরা তাদের ষ্টকগুলো কম দামে বিক্রয় করার শুরু করে। আজ সকাল থেকে এক সুইডিস শকুনকে দেখালো সংবাদে, এই ইডিয়ট সুইডেন থেকে ৬০ বিলিয়ন ডলার আমেরিকায় এনে "শর্টসেল" ব্যবসায় বিনিয়োগ করেছে, এবং সকালে সে হাসতে ছিলো, সে বলেছে, গত ৬ মাস থেকে তারা ভয়ংকর ভালো করছে। আমেরিকা এসব বিদেশী শকুনদের ব্যবসা করতে দিয়ে নিজের বিপদ বাড়াচ্ছে।

মন্তব্য ৫৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

উদাসী স্বপ্ন বলেছেন: ইউরোপেও তো একই কাহিনী। মনে হয় না এটা বেশীদিন স্থায়ী হবে। আজকেই নিউজে আসছে

১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


পুরো রিসেশান শুরু হওয়ার মতো অবস্হা এখনো নেই; তবে, জাপানী মার্কেট ক্রাস করলে ভয় ছড়িয়ে পড়বে; কারণ, জাপানের ৮০%মানুষ বিনিয়োগের টাকা থেকে আয়ের একাংশ পেয়ে থেকে। চীনের রিয়েল ষ্টেইট কর্পোরেশনগুলো রিসেশান সৃষ্টি করতে চাইবে, তারা বেশী বিনিয়োগ করে ফেলেছে রিয়েল ষ্টেইটে, যা বিক্রী হচ্ছে না; রিসেশান শুরু হলে, তারা সেগুলোকে সরকারের ঘাঁড়ে চাপিয়ে দেবে।

২| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

কে ত ন বলেছেন: তাতে চিন্তার কি আছে? আপনি আছেন, ট্রাম্প আছে, সবচেয়ে বড় ভরসা আমাদের প্রধানমন্ত্রীর মোস্ট ট্যালেন্টেড তথ্য উপদেষ্টা আছে। আপনারা সবাই মিলে "মেইক আমেরিকা গ্রেট এ্যাগেইন"

১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


কিন্তু আপনার মত একজন থাকলেই ছিদ্র করার জন্য যথেষ্ঠ

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

কে ত ন বলেছেন: শ্চর্য ব্যাপার, রিসেশানের জন্য কি আমি দায়ী? আমি তো চীনে যাইইনি কখনো।

১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনি দায়ী না, আপনি যেকোন জাতির জন্য বোঝা

৪| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

বিদেশে কামলা খাটি বলেছেন:
অর্থনীতি খুব কঠিন জিনিস।
সহনশীলতা খুব ভালো জিনিস।

১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:



আপনি একা নন, অর্থনীতি মুহিতের জন্যও কঠিন; সুখবর যে গাধা নাকি আর থাকবে না; উহাকে দেশ থেকেই বের করে দেয়ার দরকার।

৫| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

ঢাকার লোক বলেছেন: ভাই , আমেরিকায় বাড়িঘরের দাম এখন অনেক, এ চ্যান্সে একটু পড়লে দুই চারটা কিনে নেন !

১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:




আমার কাছে কোনদিন টাকা ছিলো না, আমি সাধারণ চাকুরীজীবি

৬| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

পদাতিক চৌধুরি বলেছেন: এমন সমস্যা মাঝে মাঝে এলেও ওদের অর্থনীতির সূচক উন্নয়নমুখি। তবে বিনিয়োগকারীদের ধৈর্য্যের পরীক্ষা । যেমন তিতলি এই মুহূর্তে আছড়ে পড়েছে উড়িষ্যার গোপালপুরে ঘন্টায় ১৫০ কিমি বেগে। দুর্যোগ শীঘ্র কাটবে বলে আশাবাদী ।

১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


ক্যাপিটেলিজম মানুষকে ক্রমাগতভাবে নিপীড়নের মাঝে রাখে

৭| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

কে ত ন বলেছেন: বোঝা থেকে আমি যাতে আপনার মত সম্পদে পরিণত হতে পারি, সেজন্য আমাকে কি করতে হবে?

১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:




আমি জাতির জন্য কিছু নই; তবে, জাতির সাধারণ মানুষদের ১ জন; আপনি নিজকে জাতির সাধারণ মানুষ হিসেবে মানিয়ে নেয়ার চেষ্টা করেন।

৮| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০

উদাসী স্বপ্ন বলেছেন: কেতন বাবাজী দেখি আপনার পিছে লাগছে। চিনতাছেন এইটা কুন হালা? আমার পিছে কিছু দিন ছিলো।

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


ব্লগের মান কমায়ে দিয়েছে এই ধরণের কিছু ব্লগার

৯| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৩

অনেক কথা বলতে চাই বলেছেন: আমি শুধু index fund-এ বিনিয়োগ করি, বিশেষ কোন কম্পানির স্টক বা বন্ডে না। তাও আজ দেখি আমার বিনিয়োগের market value অনেক কমে গেছে।

Canadian Index Fund
Canadian Bond Fund
US Index Fund
International Index Fund

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনাকে একই সাথে " CALL ও PUT কম্বিনেশন " অপশনে কিছু বিনিয়োগ করতে হবে, যাতে নীচের দিকে গেলেও, আপনি হঠাৎ করে বেশী না হারিয়ে বসেন।

১০| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: এই বিষয়ে তো আমি কিছুই জানি না।
তাই কোনো মন্তব্য করলাম না।

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



গার্মেন্টস'এর এক্সপোর্ট কমে গেলে, ঢাকার রাস্তায় ভাসমান মেয়ের সংখ্যা বাড়লে, সেটাই হবে সুচক।

১১| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশ এর আগে ২০০৯ সালের রেসেশানে মোটামুটি ভালোভাবে উতরে গিয়েছিল। এবার কী পারবে? গত কয়েকদিনের খবর অনুযায়ী রপ্তানী আয় ও রেমিট্যান্স-এর অবস্থা গত বছরের তুলনায় ভালো...

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


২০০৯ সালে, বাংলাদেশ কোনভাবেই "মোটামুটি ভালোভাবে উতরে যায়" নাই; বাংলাদেশের সরকার মানুষকে গরু ছাগল থেকে থেকেও কম দেয়াতে, উহা সরকারের কেহ অনুভব করেনি মাত্র।

২০০৮ সাল থেকে ২০১৬ সাল অবধি, গার্মেন্টেস এর মেয়েদের গড়ে ২ ঘন্টা বেশী কাজ করতে হয়েছে তৈরি কাপড়ের দাম কমাতে গিয়ে; এগুলো ড: আলী আকবরের চোখেও পড়ে না, সাধারণ মানুষ কি করে বুঝবে?

১২| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৫

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: স্টক মার্কেট নিয়েও এখানে পোস্ট হয় দেখে ভালো লাগলো। যদিও আমার অ্যাকাডেমিক বিষয় স্টক মার্কেটের সাথে রিলেটেড কিন্তু এ সম্পর্কে নিউজ একদম পড়া হয় না বললেই চলে। আসলে নিউজপেপারই পড়া হয়ে উঠে না। পোস্টদাতার কাছ থেকে এমন পোস্ট আরও আশা করছি। তাহলে ব্লগের কল্যাণে পড়া হয়ে যাবে বেশ কিছু। যদিও আমার ব্লগে তেমন একটা আসা হয় না।
যাই হোক, শুভ কামনা রইলো। :)

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:



ব্লগে আসিয়েন, আমি ষ্টক মার্কেট সম্পর্কে মোটামুটি বুঝি, আমি সামনের দিন গুলোতে আরো লিখব।

১৩| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৬

অনেক কথা বলতে চাই বলেছেন: "CALL ও PUT কম্বিনেশন" এটা তো তাদের জন্য যারা সক্রিয়ভাবে অংশ নেয় বিনিয়োগে। আপনি মনে হয় সক্রিয়। আমার মতো অলস যারা, তারা Couch Potato portfolio বানিয়ে সেটার মধ্যে index fund-এর উপর বিনিয়োগ করে বসে থাকে। দৈনিক বিনিয়োগ নিয়ে নাড়াচাড়া করে না। বছরে একবার re-balance করে।

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:



আমার কোন বিনিয়োগ নেই, আমি ট্রেডিং সফটওয়ার কোম্পানীতে চাকুরী করেছিলাম কিছু সময়

১৪| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০১

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি আশ্চর্য্য হই পৃথিবীর যেকোনো দেশে ষ্টক মার্কেটে প্রভাব পড়া অর্থ ষ্টক মার্কেটে জড়িত প্রতিষ্ঠানেও প্রভাব পড়ে, কিন্তু একমাত্র বাংলাদেশে ষ্টক মার্কেট লুট হয়ে গেলেও প্রতিষ্ঠানের কিছুই হয় না !!!


***শেয়ার মার্কেটে সিঙ্গার/বেক্সিমকো কোম্পানীর শেয়ার যখন জাম্প করে মার্কেটের শেয়ার ক্রেতা বিক্রতার মধ্যে মরা কান্না শুরু হয় কিন্তু সিঙ্গার/বেক্সিমকো/শাইনপুকুর তারা ক্ষতিগ্রস্থ হয় না - কিভাবে সম্ভব ? প্রতিষ্ঠান তো দেউলিয়া ঘোষণা হওয়ার কথা !!!


বাংলাদেশে আছি তাই বাংলাদেশ মার্কেট নিয়ে বলতে হলো, মার্কিন ষ্টক মার্কেট আমি দেখেছি - এটাই অরিজিনাল শেয়ার মার্কেট, শেয়ার মার্কেট এমনি হওয়া উচিত।

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


ওরা ষ্টকমার্কেটের কোন নিয়ম মানে না: ওরা আপিও'র সময় ম্যানিপুলেশন করে ১০ গুণ বেশী টাকা নিয়ে নেয়, সেগুলো লুকায়ে রাখে, কর্পোরেশনে বিনিয়োগ করে না; সহজ ডাকাতি

১৫| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
@ ঠাকুরমাহমুদ
প্রতিদিন শুনি শেয়ার বাজার ডাকাতি .. লুট হয়ে বর্তমানে ধ্বংশ!

বাস্তবতা হচ্ছে অপপ্রচারের পরও দেশের পুজিবাজার যেকোন সময়ের চেয়ে শক্তিশালি। পাকিস্তানের চেয়েও ৩ গুন বড়।
স্টকমার্কেটের সবাই জালিয়াত হলে মানুষ জেনেশুনে এখানে মরতে আসতো না
বর্তমানে ২১ টি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশী বড় আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগ করছে, দিন দিন বাড়ছে।
ঢাকা স্টক একঞ্জের একটি বড় অংশ কেনার জন্য চীন ও ভারত রিতিমত প্রতিযোগিতা করে , শেষ পর্যন্ত চীন উচ্চমুল্যে কিনে নিয়েছে। তারা বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ ভাল, আভ্যন্তরিন ক্রেতা .. বাজারটা বড়, ঝুকি কম জেনেই বড় অঙ্কের বিনিয়োগ করছে। বিকাশ কিনে নিছে চিনারা, আলিবাবারাও ঢুকে পড়েছে ..

২০০৯ সালের রিসেশন মোটামুটি ভালোভাবে উতরে গিয়েছিল। এবার কী পারবে?

বাংলাদেশ পারতে পারবে হয়তো।
কারন বাংলাদেশে জিডিপির বেশিরভাগ অবদান কৃষক, জাইল্লা, হাসমুরগীর খামারিরা।
শিল্পপতিরা নয়।
এদেশে এক্সপোর্টের চেয়ে আভ্যন্তরিন চাহিদা, বাজারটা অনেক বিশাল।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:



চীনারা জেনে গেছে যে, আপনি বাংলাদেশের নাগরিক।
চীনারা ষ্টক মার্কেটে বিনিয়োগ করতে যায়নি, ওরা 'আইপিওর' টাকায় ভাগ বসাতে গেছে।

১৬| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: @হাসান কালবৈশাখী,
বাংলাদেশ ষ্টক মার্কেটে চীনা প্রতিষ্ঠান শুধু কেনো ? আমেরিকা, ইংল্যান্ড এমনকি ভীনগ্রহ থেকে এ্যালিয়েন এসেও যদি বিনিয়োগ করে আশ্চর্য্য হওয়ার কারণ নেই - পৃথিবীতে বাংলাদেশ একমাত্র দেশ যেই দেশে ষ্টক মার্কেটে বিনিয়োগ করে লাভবান হবে প্রতিষ্ঠান - মারা পরবে সাধারণ জনগণ !!! চীনারা বাংলাদেশ লুট করে নিয়ে যাবে তাতে যাদের কিছু আসে যায় না শুধু মাত্র তারাই গর্ব করে বলবে বাংলাদেশে চীন চলে আসছে ।

চীন বাংলাদেশে সেলফোনের ব্যাটারী চার্জার বিক্রিবাট্টা করে জীবন যাপন করে । যেইদিন বাংলাদেশ চীনের কাছে বাংলাদেশের নারকেলের শলার ঝাড়ু বিক্রি করবে সেইদিন বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে পৃথিবীতে তালিকায় আসবে।

বাংলাদেশের শিল্পপতিরাও সাধারণ জনগণ। অসাধারণ হচ্ছে আমলা আর রাজনৈতিক ব্যাক্তি যারা দশ টাকার গোলাপী নোটের বিনিময়ে দেশ বিক্রি করে দেন দশ মিনিটে ।

১৭| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৩

কাজী ফররুখ আহমেদ বলেছেন: ঠাকুরমাহমুদ ভাই, গুরু কেমন আছেন ? আপনাকে স্বরন করে দিতে চাই বাংলাদেশের মানুষ জেনেশুনে মরতে চায়, প্রমাণ ডেষ্টিনি ২০০০ লিঃ ইউনিপে টু ইউ তে বাংলাদেশের সাধারণ মানুষ বিনিয়োগ করেছে তাদের কাছে এখনো ডেষ্টিনি ২০০০ লিঃ ইউনিপে টু ইউ ঈশ্বর সমতুল্য ! বাংলাদেশের মানুষ হচ্ছে সেই জাতি যারা নিজের গলা নিজে কেটে আনন্দ পায় ।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:০১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ ভেবে কাজ করে না, তারা প্রায়ই নিজ পায়ে কুঠাল মারে

১৮| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
বাংলাদেশে সরকারী, বেসরকারী, কর্পোরেট যতো লুট ডাকাতী হয় সব অপপ্রচার ! সব অপপ্রচার !!
ডেষ্টিনি ২০০০ লিঃ ইউনিপে টু ইউ - অপপ্রচার !
বাংলাদেশ শেয়ার মার্কেট ধ্বস - অপপ্রচার !

খাম্বা তারেক প্রজেক্ট হাজার হাজার কোটি টাকা - অপপ্রচার !
বঙ্গব্ন্ধু সেটেলাইট হাজার হাজার কোটি টাকা - অপপ্রচার !

তাহলে বাস্তব প্রচার কোনটি ? দেশের জন্য, জনগণের জন্য যার প্রয়োজন ছিলো ? সেটেলাইট উড়িয়ে বাংলাদেশ কি জাপান হয়ে গেছে ?

***শেয়ার মার্কেট কি ? কার অর্থ, কাদের বিনিয়োগ, বাংলা ষ্টাইলে ছিলা শেষ, এখন চাইনিজ ষ্টাইলে ছিলতে হবে তাই চীনের আগমন ? আবার জনগণ হুমড়ি খেয়ে পড়বে শেয়ার মার্কেটে আবার হবে নতুন ভাবে ব্যাবচ্ছেদ !!! চাইনিজ ব্যাবচ্ছেদ !!!

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:০৫

চাঁদগাজী বলেছেন:


চাইনীজরা বাংগাদেশ মার্কেটকে ষ্টাডি করে বুঝেছে যে, এখানকার লোকেরা আইপিও'এর থেকে ক্যাপিটেল লুকায়ে ফলে, ওরা যদি ২০টা আইপিও আনতে পারে ২ বছরে, ওরা স হজেই বিলিয়ন ডলার আয় করতে পারবে।

১৯| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪৯

অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকার চিন্তা কি?
গণতন্ত্র প্রতিষ্ঠার নামে যেকোন তেল-খনিজের দেশ দখল করলেই তো সংকট মিটে যাবে।সৌদির সাথে সম্পর্ক তো ভালো যাচ্ছে না।
বেশী বাড়াবাড়ি করলে লাদেনের আখড়া ,সন্ত্রাসীদের ঘাটি -এইসব বলে দেশটা দখল করে নিলেই তো সব ঝামেলা শেষ !!!
এক ঢিলে অনেক পাখি!!!!!

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:০৬

চাঁদগাজী বলেছেন:



২০০৭ সাল থেকে ২০১৪ সাল অবধি, আমেরিকা বিশাল রিসেশান সামাল দিয়েছে, কোন দেশ দখল করেনি।

২০| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:২৬

অনল চৌধুরী বলেছেন: অাগে দখল করাগুলি থেকেই অনেক আসছে।অার অস্ত্রের মাধ্যমে করছে না কিন্ত হুমকি দিয়ে সুবিধা আদায় করছে।

১২ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:০৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার অগাধ সম্পদ; কিছু দুষ্ট আমেরিকান বাহিরের থেকে টাকা আয় করে, এর মাঝে সৌদীই প্রধান; বাকী আমেরিকানরা নিজেদের নিয়ে ব্যস্ত

২১| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২

বাকপ্রবাস বলেছেন: শেয়ার মার্কেটে যারা (ব্যাক্তি) ইনভেস্ট করে তারা কী বুঝে করে? বিশেষ করে বাংলাদেশে

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে খুবই সামান্য কিছু মানুষ উপকৃত হয়, বাকীরা টাকা হারায়; কারণ, ব্রোকারেরা অসৎ

২২| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮

নূর আলম হিরণ বলেছেন: আমাদের দেশের শেয়ার মার্কেটে চীনাদের প্রবেশ ভালো লক্ষণ নয়। চীনারা ব্যবসায় লস দেওয়ার জাত নয়!

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


ওরা ষ্টক মার্কেটে ঢুকে উহা থেকে আইপিও'র টাকায় ভাগ বসাবে, সফটওয়ার ব্যবসা নিজের হাতে নেবে; আরও কোন উদ্দেশ্য আছে; ছাগল মুহিত এসব বুঝতেছে না

২৩| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ইমেইল এর উত্তর দিয়েছি। সময় পেলে দেখবেন।

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনি কোন কারখানায় উৎপাদনে কোন একটা টেকনিক্যাল চাকুরী নেন, লজ্জা করবেন না; কাজ শিখলে আপনি ডিগ্রির কারণে ম্যানেজার হ্য়ে যাবেন অল্প সময়ে।

২৪| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯

শাহারিয়ার ইমন বলেছেন: এর ফলে আমাদের দেশে কি প্রভাব পড়বে ?

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


মালয়েশিয়া ও আরব যাওয়া অনেক কমে যাবে।
কিছু গার্মেন্টস বন্ধ হয়ে যাবে; অন্য গার্মেন্টসগুলোতে কাপড়ের দাম কমাতে মেয়েদের বিনা ওভার টাইমে লম্বা ঘন্টা কাজ করতে হবে।

২৫| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কানাই মাস্টার রিসেশানে পশ্চিমাদের যা খুশি তাই হোক কোন হ্যাডেক না
কথা হলো এতে আমাদের কি লাভ ক্ষতি তা বস্তিারিত ব্যাখ্যা করে বুঝিয়ে দাও।
আলকাতরা নিয়ে তামাশা করিওনা !!

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



আমি ১ম প্যারাগ্রাপে রিসেশনের ডেফিনেশন দিয়েছি, হা প্রথমে মুখস্হ করেন।

রেডিমেট কাপড়ের দাম কমে যাবে, তাতে কিছু গার্মেন্টস বন্ধ হয়ে যাবে; চালু গার্মেন্টসগুলোতে কাপড়ের দাম কমাতে মেয়েদের বিনা ওভার টাইমে লম্বা ঘন্টা কাজ করতে হবে; মালয়েশিয়া ও আরব যাওয়া অনেক কমে যাবে।

২৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৭

খাঁজা বাবা বলেছেন: ভাগ্য ভাল আমাদের মুহিত শেয়ার বাজার বোঝেন না।
বিপদ আসলে আমরা ভয় পাব না, টের ও পাব না। ;)

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:



মুহিত হলো জাতীয় লিলিপুটিয়ান, বিপদ আসে যায়, মানুষ জানে না; কিন্তু বিপদে জাতির অর্ধেক মানুষ দিশেহারা

২৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭

আবু হাসান লাবলু বলেছেন: শেয়ার বাজার ভালো করে বুঝার চেষ্টা করছি , পরামর্শ আশা করছি। ধন্যবাদ।

১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



খোন ব্যাপার না বুঝলে, প্রশ্নাকরে দেবেন, আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো

২৮| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮

রক বেনন বলেছেন: অর্থ আর নীতি এই দুইটি শব্দ যে কি করে একসাথে ব্যবহার হয় তা ই বুঝি না। অন্তত বাংলাদেশে। রিশেসান শুনলেই ভয় লাগে।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


মুহিত, সাইফুর রহমান ও কিবরিয়া সাহবে আসলে সামান্য কৃষকের মতও বুদ্ধিমান ছিলেন না, এরা জাতিকে ধ্বংস করেছে।

২৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

খায়রুল আহসান বলেছেন: এ পোস্ট লেখার পর তো এক মাসের বেশী পার হয়ে গেল। বর্তমান অবস্থাটা কেমন বলে মনে করেন?

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


রিসেশনের সম্ভাবনা রয়ে গেছে; আমেরিকান সরকার ইন্টারেষ্ট কমায়ে উহাকে সাময়িকভাবে কন্ট্রোল করবে; চাকুরীর বাজার ভালো; ফলে, ভীতিটা কিছু কেটেছে; রিসেশনের বড় ফ্যাক্টর হলো, মানুষের মাঝে ভয় ও বেকারত্বের হার বেড়ে যাওয়া; তবে, এই ২টি প্রাথমিক ধাক্কা সামলায়েছে। আমেরিকা আগামী জূন অবধি সমস্যার দিকে যা্চ্ছে না

৩০| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: ২৯ নং প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.