নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিপুল পরিমাণ মানুষ গ্রেনেড হত্যার বিচারের রায় নিয়ে অসুখী, মনে হয়

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২



যেই পরিমাণ মানুষ তনু হত্যার বিচার চেয়েছেন, সাগর-রুনী হত্যার বিচার চেয়েছেন, তাদেরই বড় অংশ গ্রেনেড হত্যার বিচার ও রায় নিয়ে তেমন উৎসাহিত বলে মনে হচ্ছে না; ভাবখানা এমন, যাকে হত্যা করতে চেয়েছিলো, উনি তো প্রাণ হারাননি, তা'হলে এত বিচার বিচার কেন? তাদের ভাবসাবে মনে হয়, উনি প্রাণ হারালে বিচার হলে ভালো হতো; একে তো মরেনি, আবার বিচার নিয়ে ঝামেলা!! মনে হয়, এরা চাচ্ছিলো, যারা মরে গেছেন, তাদের জন্য এত মাথা না ঘামায়ে রেডিমেট "জর্জমিয়া"কে ঝুলায়ে দিলেই হয়তো ভালো হতো, তারেক জিয়ার মতো রাজনীতিবিদকে কেন জড়ানো হয়েছে?

যারা বাংলাদেশ চাহেনি, তাদের একজনও শেখ হত্যার বিচার চাহেনি কোনদিন; জেনারেল জিয়া শেখ হত্যার বিচারের পথ বন্দ্ধ করে দিয়েছিলেন, জেনারেল জিয়ার অনুসারীরা শেখ হত্যার বিচারের পথ রুদ্ধ হওয়ার পক্ষে ছিলো ও বিচারহীনতার রাজনীতি করেছে; এরাই গ্রেনেড হত্যার বিচার চাহেনি কোনদিন; এবং গ্রেনেড হত্যার বিচারের রায় নিয়ে ভীষণ অসুখী।

বেশ পরিমাণ শিক্ষিত মানুষ মুফতি হান্নানের উদ্ধৃতি দিচ্ছেন যে, মুফতি হান্নান নিজের দেয়া জবানবম্দী এক সময় উইথড্র করতে চেয়েছিলো; মুফতী হান্নানও একজন মানুষ, তার দেয়া জবানবন্দীও একটা বিষয়; তারপর উহাকে আবার উইথড্র। ঠিক আছে, সে হয়তো উথড্র করতে চেয়েছিলো; কিন্তু তার মতো সন্ত্রাসীর কথা শুনে, কেহ কি তাতে গুরুত্ব দিয়েছিলো, কেহ কি তাকে নিজের জবানবন্দী উইথড্র করতে দেয়ার কথা?

"জর্জমিয়া" ২ বছর জেলে থাকার ফলে, বাবার আলী, তারেক জিয়া, বেগম জিয়ার গ্রেনেড হত্যার সাথে যোগ থাকার সম্ভাবনা পরিস্কার হয়ে গেছে; যদি উহাতে উনাদের অংশ -গ্রহন না থাকতো, উনারা কোন অবস্হায়, এই ঘটনার সাথে জর্জমিয়ার যুক্ত থাকার কথা বিশ্বাস করার অভিনয় করতো না, ও জর্জমিয়াকে ছেড়ে দিয়ে আসল দোষীদের খোঁজার জন্য বলতো!

জর্জমিয়াকে জেলে আটকায়ে বাবর আলী, তারেক, বেগম জিয়া ও পুলিশের লোকজন নিজেদের ভুমিকা পরিস্কার করেছে। এখন জর্জমিয়া মুক্ত, আর যারা জর্জমিয়ার বিচার করতে চেয়েছিলো, তাদের সবার বিচার হয়ে গেছে!

মন্তব্য ৭০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

রাকু হাসান বলেছেন:

হাসিনা সরকার নিজেদের বিচার ঠিক করতেছে । কিন্তু সাগর রুনি ,নূর হোসেনদের বিচার প্রশ্নবিদ্ধ । এছাড়া জজ মিয়া নাটকের জন্য গ্রেনেড হামলার বিচার নিয়ে জনসাধারণের জনপ্রিয়তা হারিয়েছে ।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


গ্রেনেড আক্রমণে শেখ হাসিনা প্রাণ হারালে, উনার জনপ্রিয়তা বাড়তো, মনে হয়!

তনু ও সাগর-রুনী হত্যা শেখ হাসিনা করেননি; কিন্তু তিনি পিগমীদের মতো বোঝাটা টানছেন, এজন্য উনার বিচার হওয়ার সম্ভাবনা আছে।

২| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: এই মামলার নিষ্পত্তি করতে ১৪ বছর লাগলো কেন?

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার দক্ষতা কম; যারা উনার সভায় এসে প্রাণ দিয়েছিলেন, তাদের প্রতি যে কোন সন্মান নেই, তার প্রমাণ

৩| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১১

সৈকত জোহা বলেছেন: প্রকৃতি যে কোন ভাবে অন্যায়ের প্রতিশোধ নেয় । মানুষের উচিত কর্মফলের পরিণতির কথা চিন্তা করে কাজ করা

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা নিজের পরিণতির কথা ভাবে না; ওরা অন্যের পরিণতি নিয়ে কথা বলে

৪| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

নূর আলম হিরণ বলেছেন: যারা শেখ মুজিব হত্যায় খুশি হয়েছে, গ্রেনেড হামলার রায়ে খুশি হয়নি তারা তো জেনারেল জিয়া হত্যার বিচার চাওয়ার কথা!

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া হত্যার বিচার উনার পরিবার চাহেনি; এরশাদের দরকার ছিলো মুক্তিযোদ্ধা অফিসারদের শেষ করা, সে নিজের থেকে তাদের ফাঁসী দিয়েছে।

৫| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪

ঢাবিয়ান বলেছেন: আপনি যেমন আপনার দলের জন্য নিবেদিতপ্রান, বিএনপির লোকেরাও তাদের দলের জন্য নিবেদিতপ্রান। দুই পক্ষই যার যার নিজ দলের পক্ষে গীত গায়।

আর জনগনের দুই দলের জজ মিয়া নাটক, প্রহসন, ফরমায়েশি রায় কোন কিছুতেই আগ্রহ নাই।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনাশক্তি সীমিত বলে মনে হচ্ছে, আপনি "জর্জমিয়া" হয়ে যাবার সম্ভাবনা আছে।

৬| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২

সৈকত জোহা বলেছেন: @ নুর হিরন, জেনারেল জিয়ার পরিবারের সদস্যরা চায় নি জিয়া হত্যার বিচার হোক । খালেদা ১০ বছর ক্ষমতায় থাকার পরও বিচার কাজ করার আগ্রহ দেখাননি

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া নিহত হওয়ায়, সবার থেকে বেশী খুশী হয়েছেন বেগম জিয়া

৭| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫

শাহারিয়ার ইমন বলেছেন: গ্রেনেড হামলা অবশ্যই ন্যাক্কারজনক কাজ ছিল । তার বিচার হওয়া জরুরী ছিল কিন্তু সত্যিকার আসামিরা পাচ্ছে কিনা টা নিয়ে মনে হয় জনগন আশ্বস্ত নয় ,আর আওয়ামী লীগের আমলে তো সুশাসন পাচ্ছে না জনগন । জনগনের আস্থা হারিয়েছে সরকার ,এই জন্য জনগন এই বিচারকে প্রশ্নবিদ্ধ করছে হয়ত । আর সরকার যা করে জনগনের কথা চিন্তা করে করেনা ,এটা সব সরকারই করে এদেশে ।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের আওয়ামী লীগ মরছে, কি বাঁচছে, মানুষ তেমন কেয়ার করে না; কারণ, আওয়ামী লীগও মানুষের জন্য কেয়ার করে না।

৮| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু মানুষ গ্রেনেড হত্যার বিচারের রায় নিয়ে ভীষণ অসুখী।

তথাকথিত নিরপেক্ষ সুশাসন দাবিদার যুক্তফ্রন্ট মার্কা ভিআইপি নেতারাও শোকে বাকরুদ্ধ।
শোকে গতকালের মিটিংও ক্যান্সেল করেছেন। বলে পরিস্থিতি একটু ঠান্ডা হোক।

এরা নাকি এসব 'নিস্পাপ' খুনি দুর্নীতিবাজ রাজাকারদের নিয়ে দেশে 'সুশাসন' আনতে চান।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



কিছু মানুষ এখনো শেখ হাসিনাকে ভালোবাসেন; কিন্তু ওরা আওয়ামী লীগকে অজগর সাপের মত ভয় করেন।

৯| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যারা বিরোধী দলনেতাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড ও উপর্যুপরি গুলি বর্ষণ করে, তাদের মুখে যখন গণতন্ত্রের কথা শুনি তখন মনে হয় গণতন্ত্রের কোন সংজ্ঞা নেই, নতুন করে সংজ্ঞায়িত করবে বিএনপি-জামাত সেটাই মেনে নিবে বাংলার মানুষ!!!

আমি নিজেও অসন্তুষ্ট রায়ে, কারণ যার ফাঁসি কাম্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া মোটেই কাম্য ছিল না। দেখা যাক রায়ের বিরুদ্ধে বিএনপি আপিল করবে শুনেছি, তখন যদি ফাঁসির রায় আসে তো বাংলার ইতিহাসের সবচেয়ে ভালো বিচার হয়ে সাক্ষী হয়ে থাকবে।

আপনার আলোচনা ভালো লেগেছে

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ যদি আগামী ৫ বছর টিকে, তখন তারেকের ফাঁসি হবে আপীলে।

১০| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার সাথে আমার একটা পরামর্শ করার ছিল ভাবছি ব্লগে করাটা ঠিক হবে কিনা।


আমরা কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান একটা রাজনৈতিক দলের নিবন্ধন করার চিন্তাভাবনা করতেছি, আইডিয়া আমারই ছিলো, গত দুই বছর যাবত ভাবছি, কিন্তু প্রকাশ করিনি "মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ" নামে একটা ফেসবুক পেজও তৈরি করেছিলাম, ভয় আর ঝামেলার কারণে এতদিন মনেই ছিল, কিন্তু কিছুদিন আগে আমার আরেক বন্ধুর সাথে আলাপ করে আরো উৎসাহিত হই।
এখন একটাই স্বপ্ন 'মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ' নামক রাজনৈতিক সংগঠনের নিবন্ধন পাওয়া।
আমাদের ইচ্ছে, সৎ দেশপ্রেমিক ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণকারী সদস্য আমাদের সংগঠনের সদস্য থেকে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত করা।

আপনার পরামর্শ ও আশীর্বাদ প্রত্যাশা করছি।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:



মুক্তিোদ্ধাদের মাঝে যাঁরা ও উনাদের সন্তানদের মাঝে যারা উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন, সেই রকম কিছু লোকের সাথে যোগাযোগ করেন; রাজনৈতিক দল গঠন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যোগাড় করে, সেগুলো থেকে বুঝার চেষ্টা করেন, কিভাবে শুরু করা যায়।

১১| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার প্রথম লাইনগুলো আসলেই সঠিক। এই বিভাজন শুরু করেছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধকে একমাত্র তাদেরই অর্জন বলে, তাদের বিরোধীদের 'স্বাধীনতার বিপক্ষ শক্তি', 'মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী' বলে ট্যাগ দিতে দিতে এখন অনুভূতিও এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে। জাতির বিরাট অংশ খালেদা জিয়ার জেলে যাওয়াতে খুশী আবার আরেক অংশ অখুশী। জাতির বিরাট অংশ মনে করে তারেক রহমানের সাথে অন্যায় করা হয়েছে, আরেক অংশ মনে করে সঠিক বিচার করা হয়েছে। অথচ দোষ করলে শাস্তি হবে এটাই নিয়ম!!!

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:



যাঁরা মুক্তিযুদ্ধ করেছিলেন, তারা ছিলেন সমাজের অশিক্ষিত ও দরিদ্র অংশ; তাজুদ্দিন ও শেখ সাহেব মুক্তিযোদ্ধাদের দেশ শাসনে অংশ নিতে দেননি; ফলে, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে পাকী পন্হীরা সহজেই ডোডো পাখীর মত শেষ করে দিতে সক্ষম হয়েছিলো; ওরাই শেখ হাসিনাকে শেষ করতে গিয়ে অসফল হয়ে, এখন বিচারের সন্মুখীন হয়েছে।

১২| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৩

আবু তালেব শেখ বলেছেন: এই সরকার যদি সঠিক বিচারও করে তাও জনগন খুশি হবে না কখনো। কারন নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে অনেক ক্ষেত্রে।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:



১৯৭৫ সালে, শেখ হাসিনা প্রাণ না হারানোর কারণেই উনার বিশ্বাসযোগ্যতা কমে গেছে! গ্রেনেড আক্রমণে মরলে, উনার বিশ্বাসযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়তো, মনে হয়!

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২০

উম্মু আবদুল্লাহ বলেছেন: আমার তো মনে হয় বেশীর ভাগই অসুখী। সেটা বিচার বিভাগের প্রতি আস্থাহীনতার কারনে।

বিচার বিভাগ সবসময়েই শাসককূলের নেক নজরে ছিল, কিন্তু এই সরকারের সময়ে তা রীতিমত ন্যাক্কারজনক পর্যায়ে চলে গিয়েছে। বিএনপি এতটা বেহায়া ছিল না।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:


বিএনপি দেশের ১ম ও যুদ্ধকালীন প্রাইম মিনিষটার, তাজুদ্দিন সাহেবের হত্যার বিচার চাহেনি; এজন্য এখন তারেক ও মির্জাকে শুলে ছড়ানোর দরকার।

বিএনপি কোন কিছুর বিচার চাহেনি, শেখ সাহেবের বিচার সাংবিধানিকভাবে বন্ধ করেছিলো।

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩১

উম্মু আবদুল্লাহ বলেছেন: আরেকটি বিষয়। বিএনপির পক্ষে একটি বড় ট্রাম্প কার্ড রয়েছে। তা মুফতি হান্নানের ফাসি। মুফতি হান্নানই একমাত্র সাক্ষী যে তারেকের নামে সাক্ষ্য দিয়েছিল যা পরে সে নিজেই প্রত্যাহার করে। তাকে অন্তত এই মামলা পুরো নিষ্পত্তি হওয়া পর্যন্ত বাচিয়ে রাখা প্রয়োজন ছিল ন্যায় বিচারের স্বার্থে। প্রশ্ন হচ্ছে, "ন্যায় বিচার" শব্দটি কি কোন গুরুত্ব বহন করে?

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:


যারা এত বড় গ্রেনেড আক্রমনের জন্য "জর্জমিয়া"কে দায়ী করে, তাদের জন্য ন্যায় বিচার হলো ফাঁসী।

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন: রাষ্ট্রপক্ষ কুশলী ২০০৪ থেকে ২০১৮ পর্যন্ত ১৪ বছর মশা মাছি মারছে !!!

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:


বেশীর ভাগ বাংগালী এসব ধরণের বড় পোষ্টের জন্য উপযুক্ত নন, এসব দায়িত্বশীল পদে, বাংগালীদের সাথে একজন বিদেশীকে নেয়ার দরকার।

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর পরামর্শ পেয়েছি, আমিও তেমনই বলেছিলাম, আগে প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা তালিকা সংগ্রহ করা দরকার।
কৃতজ্ঞতা জানবেন উপযুক্ত পরামর্শ প্রদানে

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫১

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধাদের প্রধান্য দিলেও, দল গড়তে হবে প্রফেশনালদের সামনে রেখে।

১৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫৫

কানিজ রিনা বলেছেন: নাইম জাহাঙ্গীর, আসলেও একটা তালিকা
নতুন করে হওয়া দরকার। কারন ভুয়া মুক্তি
যোদ্ধারা নাকি দুই দলেই আছে। আসল
মুক্তিযোদ্ধাদের খুজে বাহির করা ও যেসব
মুক্তি যোদ্ধারা প্রান দিয়েছিলেন তাদের সন্তানরা
আসলে মুক্তিযোদ্ধাদের অনুকরনে নিবেদিত
মুক্তিকামী মানষীকতায় গড়ে উঠেছে কিনা।

চাঁদগাজী বলেছিলেন শেখ মজিব সহিদ
হওয়ার পর মুক্তিযোদ্ধারা তিন দলে ভাগ
হয়েছিলেন তারা কতজন কোন দলে আছেন।
সেটা দেখাও প্রয়োজন চাঁদগাজীর একটা
কথা সত্যি জাতির পিতা মুক্তি যোদ্ধাদের
নিয়ে দেশ গড়ার কাজে হাত দেন নাই।
যদি মুক্তি যোদ্ধাদের নিয়ে গরতেন তাহলে
হয়ত দেশে একটাও রাজাকার থাকতনা
তারা পাকিস্তানি অনুসারী হত না বা মাথা
উঁচু করতে পারতো না।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেবের মৃ্ত্যুর পর, বিলিএফ ও আওয়ামী লীগ কর্তৃক সৃষ্ট ভুয়ারা আওয়ামী লীগের সাথে ছিল; মিলিটারী পরিবারের মুক্তিযোদ্ধারা ও বিএনপি কর্তৃক সৃষ্ট ভুয়ারা বিএনপি'তে যায়; গ্রামের দরিদ্র পরিবারের মুক্তিযোদ্ধারা কোন দলে যায়নি, কোন দল তাদের নিয়ে মাথাও ঘামায়নি, সংখ্যায় এঁরাই ছিলেন বেশী।

১৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:২৯

মাগুরগিয়াসাইবারফোর্স বলেছেন: ভািয়া ভালো আচেন

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমি ভালো আছি, আপনি কেমন আছেন।

১৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: গ্র্যানেড হত্যার বিচার হওয়াটা অবশ্যই একটি ইতিবাচক দিক | তবে ক্ষমতাসীনরা এই বিচারকে অনেকটা ম্যানিপুলেট করে প্রমান করেছে যে তারা অন্তত: বেকুব না | এরা খুব ভালোভাবেই জানে কোনোদিন ক্ষমতা হারালে তারাও নানান বিচারের প্যাচে ফেঁসে যাবে, কেহই ধোয়া তুলসী পাতা না | তাই তারা এই জঘন্য অপরাধে জড়িতদের মধ্য থেকে বেছে বেছে বাবর, রাজ্জাকুলের মতো চুনোপুটিগুলোকে ফাঁসিতে ঝুলাবে কারণ ভবিষ্যতে জনগণ এদের কথা বেমালুম ভুলে যাবে, এমনকি ডাই-হার্ড বিএনপি সমর্থকরাও | কিন্তু তারেক জিয়াকে ফাঁসির দণ্ডাদেশ দিয়ে ক্ষমতাসীনরা ভবিষ্যতে নিজেদের উপর একই ধরণের শাস্তির রিস্ক নেয় নাই | তাছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারেকের ইমেজ যাবজ্জীবনপ্রাপ্ত আসামির চেয়ে অনেক বেশি হতো যা ক্ষমতাসীনরা চায় নাই |

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:



বিচার হওয়ার দরকার ছিলো হয়েছে; তবে, সাধারণ মানুষ আওয়ামী লীগের উপর আস্হা হারায়ে ফেলেছে।

২০| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৪

রামন বলেছেন: দেশের প্রতিটি মানুষ চায় আসল অপরাধীর সাজা হোক, আর সেটা হলে বরঞ্চ মানুষ খুশিই হয়। রায় নিয়ে মানুষের মাথা ব্যাথা নেই, লোকজনদের দৃষ্টি বিচারকদের উপর। এদেশে বিচারকদের কেলেঙ্কারির অন্ত নেই। বিচারক, আমলা এবং রাজনৈতিক এই তিন ধরণের পেশাজীবীদের উপর সাধারণ মানুষের আস্থা দিনে দিনে শূন্যের কোটায় যাচ্ছে।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:



ঠিক বলেছেন, বিচারক, আমলা এবং রাজনীতিবিদদ এই তিন ধরণের পেশাজীবীদের উপর সাধারণ মানুষের আস্থা মোটেই নেই।

২১| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
"তনু ও সাগর-রুনী হত্যা শেখ হাসিনা করেননি; কিন্তু তিনি পিগমীদের মতো বোঝাটা টানছেন, এজন্য উনার বিচার হওয়ার সম্ভাবনা আছে।"

ভাবছিলাম আপনারে কিছু কমু কিন্তু যখন দেখলাম রাকু হাসানের প্রতিমন্তব্যে আপনি এ কথা বলছেন দেখে আপনাকে ক্ষমা করা হলো! ;) নতুবা আমার মত অনেকেই অন্ধ বিএনপি হয়ে যেত!

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



আমি সাধারণ মানুষদের একজন।

২২| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাই বলে এভাবে? শিক্ষকতা করা যোগ্যতা কি এদের আছে?
যারা এই বিশেষ সম্মান নিচ্ছে এদের একজনেরও কি নূন্যতম সম্মান পাওয়ার যোগ্যতা আছে?

উনার আশে পাশে যোগ্য লোক কম। অনেক কম।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৫

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া যেমন বাবর আলীকে নিয়ে খুশী ছিলেন, শেখ হাসিনাও অনেক বাবর আলী রেখেছেন উনার কেবিনেটে।

২৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

রাফা বলেছেন: এই দেশে ধর্ষনকারীর চাইতে ধর্ষিতাকেই দোষি মনে করে ।সেই দেশ শতভাগ শুদ্ধ বিচার করলেও তবে,কিন্তু-যদির দেখা মিলবেই।

ভুল অথবা শুদ্ধ আওয়ামি লীগ'তো তবু একটার পর একটা বিচার করে চলেছে।কিন্তু বিপরীতে কি দেখি ,বিচার'তো করেইনা এমনকি আইন করে বিচার করা বন্ধ করা হয়।

এখানে যারা নিরপেক্ষতার ভান করে মন্তব্য করছে এদের'কে চিনে রাখুন।এরাই হোচ্ছে সেই দেশ বিরোধীর উত্তরাধিকারি।

ধন্যবাদ।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৭

চাঁদগাজী বলেছেন:



বিএনপি হলো মারাঠাদের দল, লুঠ করে যা পায় তাতেই খুশী; ওরা ১ম ও যুদ্ধের প্রাইম মিনিষ্টার তাজুদ্দিন হ্ত্যার বিচার চাহেনি, এগুলো অমানুষ

২৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৩

নাজ রিটার্নস বলেছেন: তারেক জিয়া আরেক জজমিয়া

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


নোয়াখালীর জর্জমিয়া চোর-ডাকাত নয়, তারেক আসলে মারাঠা ডাকাত

২৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৭

রক্তহীন বলেছেন: দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু লিখবেন কি ???? গতকাল ঢাবিতে যথেষ্ট ভালো পরী

২৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪০

রক্তহীন বলেছেন: দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু লিখবেন কি ???? গতকাল ঢাবিতে যথেষ্ট ভালো পরীক্ষা দেয়ার পরও জানি চান্স হবে না। কারণ প্রশ্নফাস।প্রশ্ন যখন ফাস হবে তাহলে এত কষ্ট করে পড়ে, পরীক্ষা দেয়ার দরকার কি ছিলো৷৷৷?????? না পড়েই তো অনেকে চান্স পেয়ে যাবে।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা দেশের পড়ালেখার মান শুন্যের নীচে নিয়ে গেছে নাহিদের মত লিলিপুটিয়ানকে শিক্ষামন্ত্রী বানায়ে, ৭/৮ বছর প্রশ্নফাঁস বন্ধ করতে পারেনি; উনার বুদ্ধিমত্তা গার্মেন্টস'এর মেয়েদের থেকে কম; লাখ লাখ ছেলেমেয়ের জীবন বদলায়ে দিয়েছে এই তুঘলক।

২৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪

খাঁজা বাবা বলেছেন: দুটো ব্যপার হতে পারে
১। মানুষ সরকারের উপর প্রচন্ড খ্যাপা তাই তারেক রহমান কে দেয়া রায়ে মানুষ খুশি নয়।
২। বিচার ব্যবস্থার উপর মানুষের মোটেই আস্থা নাই। তারা কোন রায় প্রভাবিত না হয়ে দিতে পারে এই বিশ্বাস মানুষের নাই।

আওয়ামীলিগের সমর্থক গন ইদানিং কালে দেশ, সরকার ও দলের মধ্যে পার্থক্য করতে পারছে নাই, সব গুলিয়ে যাচ্ছে। কখনো বিরোধী দলে গেলে তাদের বোধের আবার উদয় হবে, যেমন টা আগে ছিল।

"যারা বাংলাদেশ চায়নি তারা শেখ হত্যার বিচার চায়নি"
যারা আওয়ামীলিগের বিরোধিতা করে তারা পাকিস্তানী?
মুক্তিযুদ্ধের কমান্ডার ওসমানী খুনিদের ও ৭৫ পরবর্তী নতুন সরকারকে সমর্থন দিয়েছিলেন। আপনি কি বলতে চান ওসমানী বাংলাদেশ চায়নি? আশা করছি জবাব দেবেন। কাদের টাইপের ম্যাও প্যাও জবাব না।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপনার ১নং ও ২ নং ভাবনা, উভয়টি সঠিক।

শেখ হাসিনা একাধারে প্রাইম মিনিষ্টার ও আওয়ালী লীগের সভাপতি হওয়ায় সরকার ও আওয়ামী লীগ এক হয়ে গেছে, যা সরকারকে অকার্যকর করে দিয়েছে।

ওসমানী সাহেব পাকি মনোভাবের লোক নন; তবে, উনি বারবার ভুল করেছেন; উনার ভুলের জন্য জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ বাংলাদেশে সামরিক সরকার চালাতে একটু বেশী সুযোগ পেয়েছে

২৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৮

খাঁজা বাবা বলেছেন: @সৈকত জোহা- জিয়াউর রহমান এর হত্যার বিচার হয়েছে এবং বিচারে ২১ জন অফিসারের ফাসি হয়েছে।
খালেদা জিয়া বিচার নিয়ে ব্যাবসা করেননি তাই আপনারা ব্যাপারটা জানেন না।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:


জিয়ার রহমানের হত্যার বিচার হয়নি, মিলিটারীর নিয়ম ভংগ করে হত্যাকান্ড চালানোর জন্য এবং টার্গেট করে মুক্তিযোদ্ধা অফিসারদের ফাঁসী দেয়া হয়েছে; বিচার হলে, এরশাদের বিচার হতো; জেনারেল মন্জুর হতয়ার বিচার হতো সাথে।

২৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আইন আছে আইনের যথাযথ প্রয়োগ নেই। আবার আছে ফাক ফোকর। সমস্যা এখানেই।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২

চাঁদগাজী বলেছেন:



বাবর আলী, তারেক, মুফতী হান্নানরা দুষ্ট লোক, এরা দলগত কারণে উপরে উঠে গেছে, এদেরকে শাস্তি দিলে দলের লোকেরা মানবে না কখনো।

৩০| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তারেকের ফাঁসি হয়নি তাই এই রায়ে আমি অখুশি।
যাদের নিয়ে তারেক জিয়া হাওয়া ভবনে গ্রেনেড হামলার চক কষেছিলেন বলে কথিত আছে, তাদের সকলের ফাঁসি হল, তারেকের ফাঁসি হল না কেন?
এর উত্তর হতে পারে- পৃথিবীর বিভিন্ন দেশ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, এরা মৃত্তুদন্ডপ্রাপ্ত আসামীদের তাদের দেশ থেকে ফেরত দেয় না। মৃত্যুদণ্ডের রায় হলে তারেক এরকম কোন দেশে আশ্রয় নিতে পারে তাই তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবৎজীবন কারাদন্ড দেয়া হয়েছে। যাতে তাকে দেশে ফিরিয়ে আনা যায়।
ইতিমধ্যে সরকার আপিল করবে, তারেক কে ফিরিয়ে আনার চেষ্টা করবে। আর যদি ফিরিয়ে আনতে পারে তাহলে আপিলের রায় হতে পারে মৃত্যুদণ্ড।(যদি এই সরকার আবার ক্ষমতায় আসে)
এখানে একটা কথা পরিষ্কার- আদালতের রায় এখন আর অন্যায়ের গুরুত্ব বুঝে হয়না, হয় পরিবেশ পরিস্থিতি আর সরকারের সুবিধা অসুবিধার গুরুত্ব বুঝে।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


তারেক ও বাবর আলী দুষ্ট লোক, আবার এরা দলের কারণে অনেক উপরে; এরা অপরাধ করলেও ধরা চোঁয়ার বাইরে থাকে; এদের বিচার যেভাবেই হোক না কেন, দলের লোকেরা মানবে না; ফলে, এদের বিচারে সব সময়ই হস্তক্ষেপ হবেই।

বাবর আলী ও তারেক কোন অবস্হায় ভালো বাংলাদেশী নাগরিক নন।

৩১| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩০

উদাসী স্বপ্ন বলেছেন: বিএনপির অনেক বাকারাতুল বুর্বাক সমর্থক বলতেছে হান্নান নাকি তারেকের জড়িত থাকার স্বীকারাক্তি অস্বীকার করে জবানবন্দী দিছিলো
২১ আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ তাঁর বইয়ে লিখেছিলেন, ‘পরবর্তীকালে অস্বীকার করলেও মুফতি আবদুল হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বীকার করে যে গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে রাজনীতি থেকে উৎখাত করা।’ (বাংলাদেশে গণতন্ত্র: ১৯৯১-২০০৬, ইউপিএল, ঢাকা) সাংবাদিক আতাউস সামাদ ২০০৪ সালের ২৩ আগস্ট প্রথম আলোর প্রথম পাতায় মন্তব্য প্রতিবেদনে লিখেছিলেন, ‘এই হামলা ছিল বাংলাদেশের স্বাধীনতার পর রাজধানীতে সবচেয়ে নারকীয়, ভয়াবহ ও ন্যক্কারজনক রাজনৈতিক সহিংসতা।’


এর পরে আর কি যুক্তি দিবে বিএনপির জঙ্গি বর্বর অশিক্ষিত ছুপা শিবির সমর্থকরা?

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


তারেক বড় হয়ে, মিলিটারী থেকে জানতে পেরেছিলো যে, শেখ সাহেব হত্যার মুল নায়ক ওর বাবা; মিলিটারীর একাংশ, যারা তার বাবার ঘনিষ্ঠ ছিলো, তারা তারেককে সাহসী করে তুলেছিলো; তারেক তার বাবার বাকী কাজটুকু করতে গিয়েছিলো; সমস্যা হলো উহার মাথায় বাবার মতো মিলিটারী মগজ ছিলো না, ছিলো পায়খানা

৩২| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯

নজসু বলেছেন: ২১ আগস্টের ভয়াবহ নৃশংস ঘটনায় যাদের পাষাণ হৃদয় এতটুকু কাঁদেনি
গ্রেনেড হত্যার বিচারের রায় নিয়ে হয়তো তারাই অসুখী ।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২

চাঁদগাজী বলেছেন:


যারা আমাদের ১ম ও যুদ্ধকালীন প্রাইম মিনিষ্টার তাজুদ্দিন সাহেবের বিচার চাহেনি, তারা জাতির জন্য ভালো মানুষ নন।

৩৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: তারেকের ফাঁসি না হওয়ায় সবচেয়ে বেশি অখুশি তার দলের নেতারা।
সরকার পরিবর্তন হলে আবার হয়ত তার রাজনীতিতে আসার সুযোগ রয়ে গেল।

সরকারী দল অখুশি প্রচারের সুযোগ কম পেল বলে।
তবে লাভটা বিচারপ্রার্থীদেরই হয়েছে- তারেকের ফাঁসি হলে ওকে আর ফিরিয়ে আনা যেত না।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ওকে ফিরিয়ে এনে আপীলের মাধ্যমে ঠিকই ফাঁসি দেয়া হবে।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০

চাঁদগাজী বলেছেন:


গ্রেনেড হত্যার মুল লক্ষ্য ছিলো শেখ হাসিনা; উনি কি বলেন? উনি রায়ে খুশী?
যারা প্রাণ হারায়েছেন, তাদের পরিবারগুলো মৃত্যুদন্ডই চেয়েছেন; এভাবে হোক, ওাভাবে হোক, তারেক নজে না আসা অবধি তাকে আনা সম্ভব হবে না।

৩৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩

রানার ব্লগ বলেছেন: আপনি কখনোই সকল কে খুশি করতে পারবেন না। যার খুশি হওয়ার সে হবে যার না হওয়ার সে হবে না ।

৩৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

নীলপরি বলেছেন: কিছু সময় মনে হয় ,সিংহাসন এক থাকে ,শুধু রাজা বদলায় । তবু আস্থা রাখা দরকার ।

১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


রাষ্ট্রের মাথায় বসে যারা অপরাধ করে যাচ্ছিল, তাদের কারো বিচার হচ্ছিল না, এবার শুরু হয়েছে!

৩৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫০

রক বেনন বলেছেন: এই সরকারও একই প্র্যাকটিস করছে। তাদের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের বিচার হয়েছে, এটা ভালো, কারন এতে সাধারন লোকের ও চাওয়া পাওয়া জড়িত ছিল। কিন্তু সরকারি দলের লোকেরা যা যা অন্যায় করেছে, তার একটার ও বিচার হয়নি ঠিক মত। শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে পেরেছেন, এটা ভালো, উনি আমাদের সবার বঙ্গবন্ধু, কিন্তু শেখ হাসিনার কাছে উনার প্রিয় বাবা। এইরকম আরও কত সন্তানের বাবা হারিয়ে গিয়েছে, সরকার কিছু করেনি। সাগরের ছেলে মেঘ হয়তো আজো বসে কাঁদে।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার সময়ে তনু, সাগর-রুনী হত্যার বিচার না হওয়া ভটংকর অন্যায়; উনি প্রজ্ঞাহীন মানুষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.