নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সবদেশে, সবসময়, ভোট মানুষের মাঝে আশার সঞ্চার করে!

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮



আগামী ভোট কি আমাদের দেশের সাধারণ মানুষের মাঝে আশার সন্চার করছে, নাকি অনিশ্চয়তা, হতাশা ও ভয়ের সন্চার করছে? যাঁরা আগামী ভোটে, শেখ হাসিনাকে চান না, তাঁরা কি পরিমাণ আশাবাদী, সেটা তাঁরা জানেন; তাঁদের কেহ কেহ বিএনপি'র বিজয়ে আস্হা রাখছেন, অনেকেই ড: কামালের উপর আশা করছেন। কিন্তু যাঁরা শেখ হাসিনাকে বরাবরই সাপোর্ট করেন, তাঁদের কি অবস্হা? শেখ হাসিনা কিন্তু আগামী ভোটের ব্যাপারে তেমন মুখ খুলছেন না: তিনি ও তাঁর দলকে ভোট নিয়ে চিন্তিত বলেও মনে হচ্ছে না; তিনি ও তাঁর দল ভোট নিয়ে চিন্তিত না হওয়ায়, সাধারণ মানুষ বেশী চিন্তিত হয়ে যাচ্ছেন!

আফগানিস্তানের বিগত ভোটে মানুষ লাইন ধরে ভোট দিয়েছেন, ইরাকীরা নিশ্চিত সুইসাইড আক্রমনের আশংকার মাঝেও লাইন ধরে ভোট দিয়েছেন; যদিও মানুষের আশা অপুরণ থেকে যায়, তারপরও মানুষ ভোটের লাইনে দাঁড়ায়, তারপরও আশায় আশায় দিন গুণেন। বাংগালীরাও এসব দেশের মানুষের মত বারবার ভোটের লাইনে দাঁড়ায়েছেন।

বাংলাদেশের গত ভোটে, যারা এমপি হয়েছে, তারা ভোটারদের দেখেনি, ভোটারেরাও তাদের দেখনি; ফলে, গত ৫ বছর এমপি'রা সাধারণ মানুষের জন্য কিছুই করেনি! এবারের ভোট কি সাধারণ মানুষের জন্য আশার বাণী নিয়ে আসবে নাকি ভোটের সময় ভীতিজনক কিছু ঘটবে? মানুষ কি আগত ভোটের জন্য অপেক্ষা করছেন, নাকি কোনভাবে পাশ কাটিয়ে যেতে পারলেই বাঁচেন!

শেখ হাসিনা আগামী ভোটে জেতার জন্য, মানুষের সাপোর্ট পাবার জন্য আপাতত: কিছু করছেন বলে মনে হয় না, এটা ভয়ের ব্যাপার! শেখ হাসিনার কার্যকলাপে, স্বাধীনতার পক্ষের ও পুরানো আওয়ামী লীগের লোকজন খুবই ক্ষুব্ধ: উনার সময় জাতীর ধন-সম্পদ বাড়ার কথা, ধনী বাড়ার কথা নয়; কিন্তু ধনী বেড়েছে, যদিও এতবেশী ধনী বাড়ার মতো অর্থনৈতিক কর্মকান্ড দেশে নেই।

বাজেট, ঋণ ও সরকারী খরচ অনুযায়ী বুঝা যাচ্ছে, সরকার দেশের ইনফ্রাষ্ট্রাকচারে বিপুল পরিমাণ টাকা খরচ করছে; দেশে ধনীর হার বৃদ্ধি ও জিডিপি থেকে সহজে অনুমান করা সম্ভব, এই টাকাগুলো সরকারের সাথে পরিচিত বড় বড় ব্যবসায়ীরা নামে মাত্র কাজ দেখায়ে দখল করে নিয়েছে; সরকারের 'উন্নয়ন উন্নয়ন' চীৎকারের সাথে সাধারণ মানুষের অর্থনীতির সাথে কোন মিল নেই: দেশে শিক্ষিত বেকারের সংখ্যা, অর্ধ বেকার, বিদেশে চাকুরীর আশায় দালালের হাতে শেষ সম্বল তুলে দেয়ার প্রবণতা, সরকারের "উন্নয়ন উন্নয়ন" চীৎকারের সাথে মিলছে না।

ধনী বৃদ্ধির অর্থনীতি থামিয়ে, মানুষের ভাগ্য উন্নয়নের অর্থনীতি নিয়ে, সাধারণ মানুষের সাথে রাজনৈতিক আলোচনা হওয়ার দরকার আছে; ভোটের সময় হাউকাউ হলেও মানুষ আশার বাণী শুনতে চান; শেখ হাসিনা এবারের ভোট নিয়ে সেই রকম কোন আলোচনায় যায়নি এখনো, এখনো তিনি ড: কামাল, ডা: বদরুদ্দোজাকে নিয়ে ব্যস্ত; ড: কামাল বা ডা: বদরুদ্দোজা কেন উনার জন্য সাবজেক্টে পরিণত হলো, সেটা কোনভাবেই পরিস্কার নয়।

দেশে একাডেমিক কোন জরীপ ব্যবস্হা নেই; ভোটের প্রতি মানুষের আগ্রহ, ভোটের দিক থেকে দলগুলোর অবস্হান, কিছুই বুঝার উপায় নেই; সরকারী দলের লোকজনের মাঝে, যুগোপযোগী এমপি হওয়ার মতো রাজনীতিবিদ নেই বললেই চলে! আবার, অন্য রাজনৈতিক দলগুলতে রাজনীতিবিদ তো দুরের কথা ভালো মানুষই নেই। পুরো বিপক্ষের মাঝে ড: কামাল হোসেন ছাড়া, অন্যেরা পরিক্ষিতভাবে অসফল রাজনীতিবিদ; সবেধন নীলমনি, ড: কামাল হোসেনও কোনদিন রাজনৈতিক প্রজ্ঞা দেখাতে সক্ষম হননি।

মন্তব্য ৫৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ১ম

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


১ম মন্তব্যকারী, নাকি ১ম পাঠক?

২| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

খাঁজা বাবা বলেছেন: এবারো ভোট হবে না
আশা রাখতে পারছি না

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


আমাদের স্বাধীনতার ৪৮ বছর পর, ২০১৮ সালে, যখন ইসরায়েল, কানাডা, ফান্সের মানুষ তাদের ভোট, সরকার নিয়ে আশাবাদী; আর আমরা হতাশা ও অনিশ্চয়তার মাঝে ডুবে আছি।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ১ম মন্তব্যকারী,
আপনাকে অনুরোধ করবো বাংলাদেশ সরকারের সাম্প্রতিক ঋণ প্রবণতা নিয়ে একটু পড়াশোনা করার জন্য। দেশের অর্থনীতির ভাগ্যাকাশে কি অপেক্ষা করছে?

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



সরকারী ঋণ সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে; যেই পরিমাণ ঋণ নেয়া হয়েছে, পুরো টাকাটা ব্যুরোক্রেট, সরকার ও প্রশাসন মোটামুটি চুরি করে নিয়ে গেছে।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভোটের আগে ভোটারেরা খুশি থাকতো। এমপি, মন্ত্রী ও তাদের কর্মী সমর্থক'রা আসবে; চা পান খাওয়াবে, কোলাকুলি করবে। সত্য মিথ্যা প্রতিশ্রুতি দেবে।
গত কয়েকবছর ধরে এই ঐতিহ্য হারাতে বসেছে।

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


সেই ঐতিহ্য হারিয়ে যাওয়ায়, তলাহীন বাংলাদেশ ধনী প্রসবে বিশ্ব রেকর্ড করেছে।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোখের অবস্থা মনে হয় খুব খারাপ
শিরোনামের বানান ঠিক করেন!

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:



আগে ১ চোখে সমস্যা ছিল, আপনার বদদোয়ায় এখন অন্য চোখেও সমস্যা শুরু হয়েছে! শিরোনামে আমি ভুল দেখছি না

৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

কলাবাগান১ বলেছেন: মইনুল, মাসুদা ভাট্টি, আর মধ্য রাতে সিনজি মেয়েযাত্রীর প্রতি পুলিশের ব্যবহার ঘটনায় আপনার ধরি মাছ না ছুই পানি রোলে বড়ই আশাহত...

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:



গার্বেজ নিয়ে আপনি চিন্তিত? ওগুলো গার্বেজ

৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ অঞ্চলের মানুষ ভোটকে উৎসব হিসেবে নেয়।।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



মানুষ উৎসব করে, প্রতিটি ভোট আমাদের এমপি'দের জন্য চেক হিসেবে কাজ করছে

৮| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কলাবাগান১ বলেছেন: মইনুল, মাসুদা ভাট্টি, আর মধ্য রাতে সিনজি মেয়েযাত্রীর প্রতি পুলিশের ব্যবহার ঘটনায় আপনার ধরি মাছ না ছুই পানি রোলে বড়ই আশাহত...

কলাবাগানের কাছ থেকেও চমকপ্রদ কোন পোষ্ট আশা করেছিলাম।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


গার্বেজ জমা হচ্ছে, আমি দেখছি; গার্বেজ বেশী জমে গেলে, পরিস্কার করা হয় এক সময়

৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পোস্টের প্রতি লাইনে সহমত। লাইক।

আপনার পোস্টগুলোর মান এখন ভালো হচ্ছেঃ
"শেখ হাসিনার কার্যকলাপে, স্বাধীনতার পক্ষের ও পুরানো আওয়ামী লীগের লোকজন খুবই ক্ষুব্ধ"
"সরকারী দলের লোকজনের মাঝে, যুগোপযোগী এমপি হওয়ার মতো রাজনীতিবিদ নেই বললেই চলে! আবার, অন্য রাজনৈতিক দলগুলতে রাজনীতিবিদ তো দুরের কথা ভালো মানুষই নেই।"


মন্তব্যে বলার কিছু নেই। পোস্টেই সব বলা আছে।


@কলাবাগান১
প্রফেসর সাব! আপনারা এখনো পোলাপান। লেবেনচুস নিয়ে ব্যস্ত থাকেন।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:



চেষ্টা করছি, চেষ্টা করছি

১০| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আশা নয় রোমাঞ্চের সঞ্চার করে কারো কারো মাঝে আজকাল।

আগামীকালকের ভোট আজ রাতে দেয়ার থ্রিলই অন্যরকম মাইরি...

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার ব্যাপারটা জাতিকে ব্যতিক্রম হিসেবে নিতে হবে।

১১| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: শিরোনামে আমি ভুল দেখছি না

তা হলে আপনি কোন আশার সঞ্চার কররতে পারলেন না।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


আমি ভোট নিয়ে ব্লগারদের ভাবনা, অবস্হা বুঝার চেষ্টা করছি মাত্র।

১২| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮

নজসু বলেছেন: রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করবে শুনলাম।
১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে ভোট গ্রহণ হতে পারে।
আল্লাহ মালুম কি ঘটবে।
বিচিত্র আমাদের দেশের রাজনীতি।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


আমি শংকিত যে, শেখ হাসিনা ভোটকে ভয় পাচ্ছেন না; এটা ভালো লক্ষন নয়।

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: ১। ভোট শ্রেনীর মানুষের কাছে ব্যবসা। যারা ভোটে দাড়িয়েছেন তারা সীমাহীন টাকা খরচ করেন। একমাস গ্রামের মানুষের হাতে বেশ টাকা আসে।

২। শেখ হাসিনার ধারনা তিনি দেশের জন্য অনেক অনেক উন্নয়ন করেছেন। তিনি তার দলের লোকদের বলেছেন গ্রামে-গ্রামে গিয়ে মানূষদের সেসব উন্নয়নের কথা জানাতে। অলরেডি তার দলের লোকেরা উন্নয়নমেলা নাম দিয়ে গ্রামে মেলা করেছেন- মেলায় গান বাজনার ব্যবস্থা করেছেন। মেলায় আগত লোকদের দেশে কি কি উন্নয়ন করা হয়েছে তা গ্রাম বাসীদের বুঝাবো হয়েছে। ছবি দেখানো হয়েছে।

৩। বাঙ্গালীদের সব কিছুতেই আগ্রহ আছে। রাস্তায় একজন উষ্ঠা খেয়ে পরে গেলেও দশ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। কিভাবে ব্যথা কমানো যায় সে ব্যাপারে বুদ্ধি পরামর্শ দেয়। কাজেই ভোট নিয়ে মাউষের আগ্রহের সীমা অনেক।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


গ্রামবাসীরা উন্নয়নের গল্প শুনছেন, মেলায় বাঁশী কিনছেন বাচ্চাদের জন্য, মজা লুটছে ফালু, আলম ব্রাদার্স, কর্ণেল ফারুক ও উনার এমপিরা। উনার মাথা কাজ করছে কিনা কে জানে? গ্রামের বউদের স্বামীরা বিদেশে, উনি এসব বুঝেন না

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: আমি ভোট নিয়ে ব্লগারদের ভাবনা, অবস্হা বুঝার চেষ্টা করছি মাত্র।
সঞ্চার বানানটিই যখন শুদ্ধ করতে পারলেন না
তখন আপনার পক্ষে ব্লগারদের ভাবনা বুঝবার চেষ্টা ষোল আ্নাই বৃথা যাবে!

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


স্যরি, উহা চোখে পড়েনি; ঠিক করে দিচ্ছি; হাজার হলেও আপনি আমাদের গুরু

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬

জাহিদ অনিক বলেছেন:
সবদেশে, সবসময়, ভোট মানুষের মাঝে আশার সঞ্চার করে!
হ্যাঁ করে, কিন্তু অধিকাংশ সময়েই আশাহত হয়ে যেতে হয়।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


৩য় বিশ্বের মানুষ ভোট দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনো বোঝা যাচ্ছে না ভোট হবে কিনা। কারণ, কার অধীনে হবে সেটা নিয়ে ফয়সালা হয়নি। শেখ হাসিনার অধীনে কামাল হোসেন নির্বাচন করার কথা না...

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার মতে, ভোট হবে বর্তমান সরকারের অধীনে; শেখ হাসিনা সাধারণ মানুষের ভোটে পাশ করে সরকার গঠন করছেন; এরপর, উনার সরকার, অসাধরণ মানুষ, "ধনী" প্রসব করছেন; এ ব্যাপারে, ভোটের সময় উনি কিছু বলছেন না।

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩২

বাকপ্রবাস বলেছেন: রাজনীতিটা খুব সুন্দর। আওয়ামিলীগকে একটানে দুই হাত নামান, তারপর বিএনপিকে নামান তিন হাত। ঘুরেফিরে আওয়ামিলীগই উপরে থাকে হা হা হা

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


এখানে রাজনীতি নেই, ঐতিহাসিক কারণে, আমি বিএনপি বিরোধী

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, ইলেকশান আশার সঞ্চার করে কথা ঠিক কিন্তু বাংলাদেশ কি সুষ্টু ইলেকশান করার যোগ্যতা অর্জন করেছে ? বাংলাদেশে ইলেকশান অর্থ “শ খানেক খুন আর হাজার পাঁচেক কারাবন্দি আটক, বাস ট্রাকে আগুন সহ ট্রেনেও আগুন” !!!

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪১

চাঁদগাজী বলেছেন:



যাদের হাতে মানুষ প্রাণ হারাচ্ছেন, আমরা তাদের জানি; একদিন মানুষ এদেরকে গাছে সাথে ঝুলিয়ে দেবে

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: স্যরি, উহা চোখে পড়েনি; ঠিক করে দিচ্ছি; হাজার হলেও আপনি আমাদের গুরু

অর্বাচিনের গুরু হওয়া বিপদের আকড়। এরা বিপদে সটকে পড়ে। তাদের নির্বুদ্ধিতায় বেঘোরে প্রাণ হারাতে হয়।
সূজনের শত্রু হওয়া ঢের ভালো, দূর্জনের গুরু হওয়া থেকে।

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


সুজনের গুরুও নিশ্চয় সুজন, আপনার নামতো সুজন নয়।

২০| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০২

ঢাবিয়ান বলেছেন: আওয়ামিপ্রীতির কারনে আপনি ড কামাল হোসেনদের কার্যক্রম বুঝতে অক্ষম। ডা। কামাল হোসেন, মইনুল হোসেনরা খালেদা জিয়া বা তারেক রহমানকে ক্ষমতায় বসানোর রাজনীতি করছেন না। ঐক্যফ্রন্টে যোগ দেবার আগেই বিএনপিকে অনেক শর্ত মেনে তবেই যোগ দিতে হয়েছে। কোনভাবে যদি সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হয় এই স্বৈরাচারী সরকার তবে এইবার রাজনীতিতে গুনগত পরিবর্তনের গনজোয়ার তৈরী হবে এটা গ্যরান্টেড। সোসাল মিডিয়ার কল্যানে জনগন এখন অনেক শক্তিশালী। শুধু এই অবৈধ সরকারের পতন হোক তখন দেখবেন জনগনের খেল।

২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:



ড: কামাল হোসেন যা করছেন, উহাকে রাজনীতি বলা অসম্ভব; তিনি ভোটের কোয়ালিশন করছেন; আপনার কাছে সেটা রাজনীতি; রাজনীতিবিদদের রাজনীতি ভোটের আগে শুরু হয় না। উনার নিজের দল গণফোরামের রাজনৈতিক "এজেন্ডা" কি?

উনি ৩০০ কোটী টাকার উপরে বসে থাকা ঢাকার এলিট, যিনি উনার রাজনৈতিক গুরুর হত্যাকারীদের পক্ষে ভোট চাইছেন।

২১| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৯

নীলপরি বলেছেন: সবদেশে, সবসময়, ভোট মানুষের মাঝে আশার সঞ্চার করে!

এই লাইনটার সাথে একমত ।

২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


৩য় বিশ্বের মানুষের আশারদিন, ভোটের দিন

২২| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৮

ঢাবিয়ান বলেছেন: আপনি কি আসলেই পত্রিকা পড়েন না? উনি কখন বিএনপির হয়ে ভোট চাইলেন? মন্ত্রীদের স্টাইলে কথা বললেতোআর হবে না। আপনি কি ঐক্যফ্রন্টের সাত দফার কথা পড়েছেন? সাতটি দফা হচ্ছে—জামায়াতে ইসলামী ও অন্যান্য স্বাধীনতাবিরোধী দল বাদ দিয়ে সকল সমমনা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের পক্ষের দলসমূহকে এক করা; বাক, ব্যক্তি, সংবাদপত্র, টেলিভিশন, সভা-সমিতির স্বাধীনতা নিশ্চিত করা; আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা; নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা; রাজনৈতিক স্বেচ্ছাচারিতা বন্ধ করার জন্য সংসদ ও সরকারের ভারসাম্য নিশ্চিতকরণ; নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও নির্বাচনের পূর্বে সংসদ ভেঙে দেওয়া এবং মন্ত্রিসভা বাতিল ঘোষণা।

২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:



৭ দফার প্রথম দফা: "বিনা শর্তে বেগম জিয়ার মুক্তি"; বেগম জিয়া রাজনৈতিক বন্দী নন, উনি ক্রিমিন্যাল বিচারের শাস্তিপ্রাপ্ত অপরাধী।

২৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

জাতির বোঝা বলেছেন:
যে দেশে ভোট একটা উৎসব সেখানে ভোটে টাকার খেলা হতে পারে। ভোট কোন উৎসবের বিষয় নয়। সাধারণ মানুষ ভোট দিবে। তবে তাদের ভোট দেবার প্রক্রিয়া সহজতর করা দরকার। এখন সময় এসেছে অনলাইনে ভোট দেবার। এটা করলে ভোট দেবার ঝামেলা কমবে। দ্রুত রেজাল্ট জানা যাবে।

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


অনলাইনে ভোট দেয়ার ব্যবস্হা স্বয়ং আমেরিকাও করতে পারেনি এখনো।
অশিক্ষিত মানুষজন ও কমনসেন্সহীন মানুষের ভোট বাকীদের জন্য ভয়ংকর সমস্যা

২৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
শেখ হাসিনার প্লান অনির্ভরতার ঘ্রাণ!

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা দেশের অর্ধেক মানুষকে নিয়ে সমস্যায় আছেন।

২৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অর্ধেকের বেশি মানুষই উনার বিরোধী শুধু প্রশাসন উনার হাতে, নতুবা উনি এখন যক্ষায় ভোগতেন।

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:



উনার মতে, দেশের প্রশাসন চালানোর মতো দল ও ব্যক্তিত্ব নেই এই মহুর্তে

২৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কিন্তু বর্তমান সরকারের আমলে অর্থাৎ আপনার সরকার সবসময় ভোট নিয়ে মানুষের মাঝে নিরাশার সঞ্চার করেছে!

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:



সঠিক; যেই ধরণের ভোট হচ্ছে, উহাকে সৎ ভোট হিসেবে গণ্য করা মুশকিল; কিন্তু যারা বাংলাদেশ চাহেনি, ও শেখ হাসিনার বাবাকে হত্যা করেছে, তাদের ভোট উনার কি দরকার?

২৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: নির্বাচন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দেখা যাক কি হয়। এই নির্বাচনের মাধ্যমে অনেকের পরিবর্তনই চোখে পরবে। জনগণ আরো সচেতব হয়ে উঠবে বলে আশা করছি।

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


জনগণের ১৯৭২ সালের পর থেকে , ক্রমেই নীচের দিকে যাচ্ছে।

২৮| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ সুজনের গুরুও নিশ্চয় সুজন, আপনার নামতো সুজন নয়।

আপনি সূজন ? হাসালেন !! আপনি দূর্জন !!

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনি হাসছেন, ভালো ক্থা; সমস্যা হলো আপনি সবকিছুতে ৩ বার হাসেন!

২৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩২

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটির সাথে আমার কোন দ্বিমত নেই, তবে আপনার অন্যান্য পোস্টগুলোর তুলনায় এটাকে একটু অগোছালো, অসংহত এবং অসম্পূর্ণ মনে হলো।
তবে, প্রতিমন্তব্যগুলো বরাবরের মতই তীক্ষ্ণ, ক্ষুরধার।

৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



আপনি সঠিক, আমি পড়ে দেখলাম, মোটামুটি অগোছালো; মুল বক্তব্যও বেশী পরিস্কার হয়নি; ফিডব্যাকের জন্য আপনাকে ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.