নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ড: কামাল হোসেন বিএনপি\'র নেতাদের সাথে নিয়ে ভুল করেছেন!

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৩:২৯



সংলাপে, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ড: কামাল হোসেন, আবদুর রব ও রবের স্ত্রী গেলেই চলতো; সাথে শ্রোতা হিসেবে, দলের তরুণ ২/১ জন প্রফেশানেলকে সাথে নিলে ভালো হতো; বিএনপি'র লোকজনকে সাথে নিয়ে ভুল করেছেন ড: কামাল সাহেব। বিএনপি'র নেতারা প্রধানমন্ত্রীর উপর এমনিতেই ক্ষুব্ধ; তারা প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে, ৭ দফা নিয়ে ঝাপিয়ে পড়েছে; প্রধানমন্ত্রী ৭ দফা পড়ে দেখার মতো চাপেও নেই! আরেকটা ব্যাপার, প্রধানমন্ত্রী কিন্তু মওদুদ সাহেব ও ড: খোন্দকার মোশারফকে মোটামুটি ভালোই অপছন্দ করেন।

সংলাপের শুরুতে সহজ বিষয়ের উপর, সব পক্ষের কমন সমস্যার উপর আলোচনা করে, পরস্পরের আস্হা অর্জন করতে হয়; সোজাসুজি দাবী মাবী, দফা মফা ইত্যাদিতে গিয়ে পরস্পরের উপর চাপ সৃষ্টি করা বুদ্ধিমানের কাজ নয়।

আজকে যদি শুধু ড: কামাল সাহেব, আবদুর রব ও রবের স্ত্রী থাকলে পরিবেশ হতো অনেকটা সহজ; প্রধানমন্ত্রী ড: কামাল ও রবকে ২/৪ বাক্য শুনিয়ে দিয়ে থেমে যেতেন; শেখ হাসিনা ড: কামাল বা রবকে কোনদিন মুছে ফেলেননি; ড: কামাল যদি ৭ দফার কথা না তুলে, বর্তমান পরিস্হিতি নিয়ে শেখ হাসিনার মতামত চাইতেন, তখন শেখ হাসিনা নিজের অবস্হান সম্পর্কে আলোচনা করার সুযোগ পেতেন, শ্রোতা পেতেন, এবং উনার বক্তব্যের সুত্র ধরে ড: কামাল ও রব কথা বলতে পারতেন।

১৯৪৭ সাল থেকে শুরু করে, আজ অবধি বাংগালীরা শতশত দফা দিয়ে এসেছে প্রতিপক্ষকে; এটা হলো বেকুবের আচরণ; কেহ আপনার দফা পুরণ করার জন্য ক্ষমতায় যায় না; নিজের দফা নিজকেই পুরণ করতে হয়; শেখ হাসিনাকে যদি বলা হয়, ঐক্যফ্রন্টের ১ম দাবী হলো, বেগম জিয়ার মুক্তি; শেখ হাসিনার সবচেয়ে সহজ উত্তর হবে, "যান, মুক্ত করেন গিয়ে"; অন্যের উপর দফা চাপিয়ে দিতে পারে বিজয়ীরা, ক্ষমতাশীলরা মাত্র।

যাক মনে হচ্ছে, সংলাপ কিছুটা সফল হয়েছে; সংলাপ থেকে বের হয়ে বিএনপি যেভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে, রব সেটাতে দীর্ঘদিন থাকবে না; এমন কি ড: কামালও বেরিয়ে আসতে পারে। ড: কামাল বিদেশে অনেক নেগোসিয়েশনে অংশ নিয়েছেন জীবনে; উনি রাখাল বালকদের মত লাফাবেন না।

শেখ হাসিনাও বেগম জিয়াহীন বিএনপি'কে বুঝতে চাইবেন; তিনি সহজে বিএনপি'র জন্য কোন ছাড়, কোন অবস্হায় দেবেন না; বিএনপি যদি নিজের থেকে ভালো কোন প্রস্তাব নিয়ে আসে, সেটা শেখ হাসিনা হয়তো নিতে পারে; বিএনপি'কে নিজ পায়ে দাঁড়াতে হবে, তারেক ও বেগম জিয়া আর নেই, ষড়যন্ত্র কাজ দেবে না।

তবে, এই সংলাপকে শেখ হাসিনা বিশালভাবে ব্যবহার করতে পারেন; তিনি চাইলে, বিএনপি'র তরুণ প্রফেশানেলদের ৫০ সীটে নমিনেশন দিতে পারেন। ড: কামালদের ২০/২৫ সীট, বাম পামদের ২০/২৫ সীট; রওশন, ইনুদের ২০ সীট দিয়ে একটা সরকার গঠন করে দেখতে পারেন; এখন উনার হাতে এক্সপেরিমেন্ট করার মতো সময় আছে।

মন্তব্য ৭৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ ভোর ৫:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি ছাড়া কামাল, বি চৌধুরী রা জীবনেও ক্ষমতার স্বাদ পাবে না। আর কামাল হোসেন নিজেই হাসিনার বিরাগভাজন অনেকদিন থেকে। এখানে ভোটের ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে। খালেদা জিয়ার মুক্তির কথা বাদ দিয়ে হলেও শেখ হাসিনা বাকীগুলোতে কী করবেন সেটাই দেখার বিষয়। বিএনপি নিজেও জানে খালেদা আর মুক্তি পাবে না ভোটের আগে। তারা চাইছে শেখ হাসিনার পতন হোক সাধারণ ভোটে। তারপর দেখা যাবে খালেদা, তারেকের কী হয়...
বিএনপি-ও আগের টার্মে আওয়ামী লীগ নেতাদের এভাবেই বলত - আপনাদের দাবী মানার জন্য আমরা ক্ষমতায় আসিনি...

০২ রা নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


সংলাপ ইত্যাদির জন্য প্রফেশানেল লোকের দরকার হয়।

২| ০২ রা নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আলাপ, সংলাপ, নাটক এই সব পছন্দ করি।
আমার দেখতে ভালো লাগে।

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৭:০০

চাঁদগাজী বলেছেন:


এদের আলাপে নিশ্চয়ই পরস্পরের প্রতি কোন ধরণের সন্মান, প্রফেশানেলিজম ছিলো না; সংলাপ থেকে বের হয়ে, ভাবনা নেই চিন্তা নেই, নিজেদের মাঝে বুঝাপোড়া নেই, এভালুয়েশন নেই, মিডিয়ার সমানে কাউয়ার মতো কা কা করার শুরু করেছে; এগুলো আসলে পিগমী।

৩| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: কি বলছেন ! সংলাপ তাহলে বর্তমান রাজনীতি এতটা প্রাসঙ্গিক !!! সিট অ্যালটমেন্টএ তাহলে সংলাপের প্রভাব আছে ??

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষকে শেখ সাহেব ও জেনারেল জিয়া মোটামুটি ২ ভাগে বিভক্ত করেছে: গণতান্ত্রিক ও মিলিটারী পন্হী; গনতান্ত্রিকদের মুল সমস্যা হলো, শিক্ষার অভাব; মিলিটারী পন্হীদের কোন কিছুর অভাব নেই: ওরা পাকিস্তান, মিশর, বার্মার লোকদের মতো। দেশের জনতা ২ ভাগ হয়ে থাকলে, উহা আর দেশ থাকে না।

৪| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

মীর সাজ্জাদ বলেছেন: রাজনীতি সাধনার বিষয়। হাজার বছর সাধনা করলেও তা ১০০% শেখা হবে না। সে হিসেবে প্রধানমন্ত্রী অন্যসবার থেকে বহু ধাপ এগিয়ে। তাই অন্যরা যতই চেষ্টা করুক, কোন লাভ হবে না।

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যেই রাজনীতি করছেন সাধারণ বাগগালীদের সাথে, তা ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ও বৃটিশ কলোনিয়েল সিষ্টেমের কাছাকাছি।

মানুষকে ২২/২৪ বছরের মাঝে জীবনের সবকিছু সম্পর্কে জানতে হয়, মানুষ হাজার বছর বাঁচেন না।

৫| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
হাসিনার ব্যক্তিত্বের সামনে কেউই কুলাতে পারেনি।

প্রত্যেককে একাধিকবার বক্তব্য দিতে দেয়া হয়েছিল, কেউই উচ্চগলায় বক্তব্য দেয় নি।
অনেকে পার্সোনাল সমস্যার কথা বলেছেন। (এতবর মিটিংগে পার্সনাল প্যাচাল?)

ড.জাফরুল্লাহ তার জমির দখল পাচ্ছেন না বলে আক্ষেপ করেছেন।
মোউদুদও তার বাড়ী বেদখল হওয়ার অভিযোগ করেছেন।
ফকরুল ও ভাইবার মান্না জোড় দিয়ে ম্যাডামের মুক্তি চাইছিলেন।
মুল ব্যাপার 'নির্বাচন' নিয়ে কথা বরং কম হয়েছে।

ফকরুল হতাসার কথা জানালেও
জাফরুল্লাহ চৌধুরী বললেন চারটি প্রাপ্তির কথা।
একটি হচ্ছে বিনা বাধায় সভা-সমাবেশ করতে পারা,
রাজনৈতিক হয়রানি/গায়েবি মামলা বাতিল হবে। মামলার তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী,
নতুন কোনও মামলা না দেওয়ার আশ্বাস
এবং জাতীয় নির্বাচনে অবাধে পর্যবেক্ষক নিয়োগের পথ খোলা রাখা।

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


বুঝা যাচ্চে যে, ডা: জাফর উল্লাহ ভোটে দাঁড়াবে না। ডা: জাফর উল্লাহ, মওদুদ, ড: মোশারফকে সংলাপে যেতে দেয়া ভুল হয়েছে বিএনপি'র ও ড: কামালের; সংলাপে যেতে হয় উদার-মনা মানুষকে, যারা কমন-ভাষা বের করতে সক্ষম; যারা অভিযোগ নিয়ে ব্যস্ত থাকে ও দোষারোপ করে, তারা সংলাপের উপযোগী লোক নন।

৬| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

রাফা বলেছেন: ঐক্যফ্রন্ট করে ড. কামাল স্বার্থক।বি,এন,পি-র মিটিং-এ বঙ্গবন্ধুকে নিয়ে বক্তৃতা করতে পারছেন।এবং বিএনপি সমর্থকরা শুনতে বাধ্য হোচ্ছে।কোন হট্টগোল চিৎকার করতে পারছেনা।এটুকু ভেবে দেখুন ।

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


খুবই খুশীর কথা; মনে হয়, শেখ সাহেবও জনতার মাঝে দাঁড়ি্যে ড: কামালের বক্তৃতা শুনছিলেন!

বিএনপি কেন্টনমেন্ট হারায়ে ঘাস খাচ্ছে, উহারা শেখ সাহেবকে কোনদিনও সন্মান করবে না।

৭| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

রাফা বলেছেন: ১/এই যে কোনদিনও সন্মান করবেনা -তারপরও কুইনিনের মত গিলতে হোচ্ছে।এটা'তো সবাই জানে বি,এন,পি প্রকৃতপক্ষে কখনই বঙ্গবন্ধু'কে মেনে নিবেনা।এবং শুধু এই জন্যই বি,এন,পি একদিন বিলুপ্ত হয়ে যাবে।

২/আমি হতবাক হয়ে গেলাম।বি,এন,পি-তে এমন একজন লোক নেই যে নেগোসিয়েট করতে পারে দাবি আদায় করতে পারে।কোন প্রস্তুতিও নেই।মেঠো বক্তৃতার মতই আবোল তাবোল বলে চলে আসলেন।একটা লিস্ট-ও নিয়ে যায় নাই মামলা মোকদ্দমা বিষয়ে।এমনকি কিভাবে ভালো নির্বাচন করা যায় তার কোন ফর্মুলাতো দুরের কথা কোন ধারণাও দিতে পারে নাই।

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


যখন জেনারেল জিয়া ছিলেন, উনি পার্টি চালাতেন মিলিটারী অফিসারদের দিয়ে, ডা: বদরুদ্দোজারা নেতার অভিনয় করতেন; বেগম জিয়ার সময় মিলিটারী ও ব্যুরোক্রেটরা দেশ চালাতেন, এমন কি পাকি সংস্হা আইএসআই দেশ চালয়েছে, আমীর খসরুরা অভিনয় করেছে ও ব্যবসা দখল করেছে; এরা এখন রাস্তায় বসে বেগম জিয়ার জন্য কাঁদছে

৮| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

ফেনা বলেছেন: জনাব আপনার এই পোষ্ট সরকারের আর অন্য রাজনৈতিক দলের জন্য বিশাল দিক নির্দেশনা। আপনি রাজনীতি করলে বেশ ভাল করতেন।
তবে সাবধান থাইকেন গাজী সাব আবার শহীদ তকমা লেগে গেলে সমস্যা। আমরা আপনার ভাল ভাল লেখা থেকে বঞ্চিত হয়ে যাব।

আপনার জন্য শুভকামনা।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


এগুলো মোটামুটি কমনসেন্স; সব ব্লগারদের এসব নিয়ে একটু ভাবার দরকার।

৯| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

ফেনা বলেছেন: জনাব আপনার এই লেখাটা জানাও ডোট কম এর মতামত বিভাগের জন্য নিতে আগ্রহী। সেই জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


প্লীজ, প্রকাশ করুন।

১০| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

কথাকথিকেথিকথন বলেছেন:




ভুলে ভরা এই দীর্ঘসময়ের রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে আসতে আরো সময় লাগবে। দেশের সাধারণ জনগণকে আরো দূর্ভোগ পোহাতে হবে। স্বার্থান্বেষী রাজনীতি কখনো দেশের ভালোর জন্য হয় না।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষ দরিদ্র ও অশিক্ষিত, এরা রাজনীতিতে নেতৃত্ব দিতে পারছেন না, নেতৃত্বে আসছেন, ৩০০ কোটীর মালিক কামাল সাহেব, কয়েক হাজার কোটীর ফালু, হাজার কোটীর আমান উল্লাহ আমান, শত কোটীর মির্জা ফখরুলরা।

শিক্ষত প্রফেশানেলরা রাজনীতিতে এলে, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে।

১১| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

কানিজ রিনা বলেছেন: হিন্দু শোলকে আছে ছোটখোড়াটা ভেঙে
গেছে বড় খোড়াটা আছে যতই বউ নাচন
কোচন আমার হাতের ওজন আছে।
অর্থাৎ আগের দিনের শাশুরিরা বউদের
পেট ভরে ভাত দিতনা ছোট বড় মাটির
খোড়া ভাত বাড়ার কাজে ব্যবহার হোত।
এখন কথা হোল যতই ডাঃ কামাল নাচো
আমি আমার ওজনেই ভোট করব।
তয় আপনার এই পোষ্টটা আগে দিলে
হয়ত ডাঃ কামালরা মান্য করলেও করতেন।
তবে ডাঃ কামালরা একটা প্রশ্ন রাখলে
ভাল করতেন। খালেদা জেলে রেখেছেন
যে মামলায় আপনার নামে ফকউদ্দিন
আমলের সেইসব মামলার কথা বলুন
প্রধান মন্ত্রী? যদিও খালেদা জেলে রেখেই
আপনার ভোটের নীতি চুড়ান্ত করেছেন
তথাপি খালেদা জেল থেকে বেড় হলেতো
আপনার জিতার সম্ভাবনা নাই। তাই যেভাবেই
পারা যায় আপনার সরকার খালেদার জেলেই
রাখার পক্ষে। এখন বলুন তার পরেও সর্ব
দলিয় নিরপক্ষ ভোটে আপনার দল জয়ী
হবে কিনা? এমন প্রশ্ন রাখলে কি উত্তর
হোত জানেন? ঐ ছোটখোড়াটা ভেঙেছে
বড় খোড়াটা আছে। যতই তোমরা নাচো
কোচও আমার ওজন ঠিকই আছে।
যদিও আপনি এই পোষ্টে ডাঃ কামালের
একটু সম্মান দেখিয়েছেন।
ডাঃ কামালেরা গনতন্ত্র মোতাবেক ভোটের
অধিকার প্রতিষ্ঠায় প্রতিনিয়ত কাজ করে
যাচ্ছেন। ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


দেশকে এখানে কারা এনেছে? শেখ সাহেব, তাজুদ্দিন, নাকিজেনারেল জিয়ার মিলিটারী শাসন?

১২| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: এইসব সংলাপ আসলে দেশবাসীকে দেখানোর জন্য সাজানো নাটক। অন্য উদ্যেশ্য আছে।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল তৃতীয় বিশ্বের ধনী এলিট; তবে, তিনি মওদুদ, ড: মোশারফ, বা ডা: বদরুদ্দোজা নন; উনার রাজনীতি হতে পারে বৃটিশ কলোনিয়েল যুগের, কিন্তু আমান উল্লাহ আমানের মত ডাকাতী, বা আমির খসরুদের মতো দাস ব্যবসায়ী নয়।

১৩| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

পোটলা ভরা জল বলেছেন: অামার মনে পুরো ব্যাপার টা নাটক?

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীর নেতাদের কোনভাবে কেহ বিশ্বাস করছেন না; মানুষের আস্হা নেই রাজনীতির উপর।

১৪| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

তারেক ফাহিম বলেছেন: ৩ ঘন্টার সংলাপে বাড়ী হারানো আক্ষেপ :(

কামের কাম কচুও হয়নি, নাটক দেখতাছি আমরা । :(

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


কোথায় ১৮ কোটীর হয়ে কথা বলার কথা, সেখানে মওদুদ পাকীদের(নাকি কোন বিদেশীদের ) ফেলে যাওয়া বাড়ীর দখল নিয়ে আলোচনা তুলেছে, ইডিয়ট আর কাদের বলে?

এমনিতেই শেখ হাসিনা মওদুদ, ড: খোন্দকার মোশারফকে পছন্দ করেন না; দেখেন এদের কমনসেন্স কত কম!

১৫| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

কানিজ রিনা বলেছেন: আপনার মতে জাতিরপিতা যদি মুক্তিযোদ্ধাদের
নিয়ে দেশ গড়তেন তাহলে দেশে আজ
এঅবস্থা সৃষ্টি হতনা। আপনার কথাটা সত্য।
তাহলে গোড়ায় গলদ রেখে আগা ধরে টান
মাড়া কি ঠিক? সত্যিতো মুক্তিযুদ্ধে প্রান
নিবেদিত মুক্তি যোদ্ধাদের সন্তানেরা কি দেশের
কামলা ঝি চাকর হয়ে স্বাধীন দেশে বসবাস
করেছে? আজও কি তাদের বংশধরেরা ফুট
পাতে ইষ্টেশনে ঘুমায়? নাকি তাদের স্ত্রীদের
ধোকা দিয়ে বিক্রি করা হয়েছে। কোন সরকার
মৃত মুক্তি যোদ্ধাদের সন্তান বাবা মা
ভাইবেনকে খবর রেখেছে? আপনার মতে
জিয়া এরশাদের কারনে দেশে লক্ষ লক্ষ
মা বোন ঝি চাকর হয়েছে। তাহলে মুক্তি
যোদ্ধাদের পক্ষের শেখ হাসীনা দশ বছর
কি করলেন? এখনও কেন স্টেশন ফুটপাতে
শিশু কিশোর নাখেয়ে ঘুমায়? তাহলে কি
বলব প্রান নিবেদিত মুক্তিযোদ্ধাদের অসহায়
মুক্তি যোদ্ধাদের বংশরাই আজ লক্ষ লক্ষ
ঝি চাকর? একটু ভাবুন জীবিত মুক্তিযোদ্ধা
হয়ে। মৃত মুক্তিযোদ্ধাদের সন্তান বাবা মা
নিয়ে কি আপনারাই ভেবেছিলেন?
তাহলে আপনার কথাটাই সত্য জাতিরপিতা
মুক্তি যোদ্ধাদের নিয়ে দেশ গড়ার কাজে
নামলে হয়ত দেশ আজ এমন হতনা। তিনি
আত্ব্যায়ীর হাতে মৃত্যু বরন করতেন না।
রাজাকার দেশে মাথা উঁচু করত না।
আজ দাসীরা মিডলইস্ট বিক্রি হয় নতুন
করে দাসী বিক্রির প্রথা কেন চালু করা
হোল?

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:



শেখ অনেক ভুল করেছেন, উনার ভুলে '৭৪ এ দেশে খাদ্যভাব হয়েছে; কিন্তু উনি জাতির বিপক্ষে ষড়যন্ত্র করেননি; তাজুদ্দিন সাহেব বোকা ছিলেন, মুক্তিযোদ্ধাদের পথে ছেড়ে দিয়েছেন, বাংলাদেশ চাহেনি এমন ব্যুরোক্রেটদের চাকুরীতে রেখেছেন, ও ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট পালিয়ে যাননি; কিন্তু জাতির বিপক্ষে ষড়যন্ত্র করেননি।

জেনারেল জিয়া জাতির বিপক্ষে সিআইএ ও পাকিস্তানের সেনা-বাহিনীর সাথে মিলে, ষড়যন্ত্র করে, তাজুদ্দিন সাহেব ও শেখকে হত্যা করেছে।

১৬| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এদেশে বেশীর ভাগ মানুষই স্বাভাবিক মৃত্যু পায়নি। কি শেখ সাহেব। কি মেজর জিয়া।

স্বাভাবিক মৃত্যু পেলে আজ হয়তো বা আমরা অন্য বাংলাদেশ দেখতে পেতাম।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:



তাজুদ্দিন সাহেব ও শেখ সাহেবকে হত্যা করায়, জিয়ার জঘন্য মৃতয় হয়েছে; জাতি সেটার মুল্য দিচ্ছে

১৭| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ১৫ আগস্টের পর তাজ উদ্দিন সাহেবের উচিত ছিল ঢাকা ত্যাগ করা। উনি কোন বিবেচনায় ঢাকায় রয়ে গেলেন আমার বুঝে আসে না। উনি তো আর মুজিব সরকারে ছিলেন না। ঘটনা চক্র দেখে উনার তো দেশের বাইরে চলে যাওয়া উচিত ছিল।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


মনে অনেক সন্মান ও কষ্ট আছে উনার জন্য, উনি আমাদের যুদ্ধের সময়ের প্রধানমন্ত্রী; লোকটা একজন গ্রামের চাষী থেকে কম বুদ্ধিমান ছিলেন; ১৫ই আগষ্ট ও ১৭ই আগষ্ট উনাকে পালিয়ে যাবার জন্য উপদেশ দেয়া হয়েছিলো (হয়তো )।

১৮| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
নতুন দিনের রাজনীতি দরকার। সেটা বেগম জিয়া ও শাহজাদা তারেককে দিয়ে হবে না।
তরুণ প্রজন্মের বিএনপি দরকার।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


বিএনপি হলো মিলিটারী শাসনের প্রতীক, ইহার বিলুপ্তি দরকার।

১৯| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯

ডঃ এম এ আলী বলেছেন: ভয়ের কোন কারণ নেই, সংলাপে বিএনপির সঠিক নেতাদেরই চয়ন করেছেন ড: কামাল হোসেন । এমনটাই হওয়ার কথা ছিল ।
রিজভি গ্রুপটি মনে হয় কোনঠাসা হয়ে যাচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে ।

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


তা'হলে ওকে; তবে, আমার ধারণা, শেখ হাসিনা মওদুদ সাহেব ও ড: খোন্দকারকে পছন্দ করেন না। রিজভী সাহেবের স্বাস্হ্য ও মানসিকতা রাজনীতির জন্য উপযুক্ত নয়।

২০| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:

আমি যে ব্লগে আসি তার অন্যতম কারন আপনি স্যার ।

আসলে সংলাপ হবে বাংলাদেশে এটা আশা করাটা একটু বেশি । তবে তারপর ও আশায় থাকি । তবে শেখ হাসিনা তার জায়গায় অটল থাকবেন এটা সবার ই জানা । তবে স্যার আমার মনে হয় এভাবে যদি সবাইকে সিট দিয়ে রাখা হয় পরবর্তিতে এটা একটা সমস্যার সৃষ্টি করতে পারে । কারন তখন সবাই নিজের দিকে টানতে চাইবে । এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে ।

তবে আশার কথা হচ্ছে শেখ হাসিনার মত প্রজ্ঞা নিয়ে কেউ রাজনীতি করছে না । তিনি ভাল জানেন ও বুঝেন । ওদিকে বিএনপি সবচেয়ে বড় ভুল করে যাচ্ছে । একে ওকে তাকে ধরছে । কিন্তু লাভ কাজ কিছুই হচ্ছে না । এবার যদি তারা নির্বাচনে যায়ও তারপরও সেটা ফলপ্রসূ হবে বলে মনে হচ্ছে না ।

আর লীগের উচিত তাদের ভিতরে কিছু ফিল্টার করা । কারন সাম্প্রতিক কিছু সময়ে তাদের ইমেজ অনেক খানি কমে গিয়েছে ।

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা প্রমাণ করেছেন যে, ষড়যন্ত্র করে যারা বাংগালী জাতিকে ভুল পথে নিয়ে গেছে, তিনি তাদের জানেন, তিনি তাদের হালকা শাস্তি দিয়ে আনন্দে আছেন; কিন্তু এতে মানুষের সুখ শান্তি ফিরে আসছে না; উনার বাবা থাকলে, এই দেশে শতকরা ১৭.৪ হারে "সুপার ধনী প্রসব" করতো না; উনার উচিত ছিলো, যারা তাজুদ্দিনের মত মানুষকে হত্যা করে, উনার বাবাকে হত্যা করে, ঢাকা কেন্টনমেন্টে দল তৈরি করেছে, তাদের রাজনীতি ব্যবসা বন্ধ করে দেয়া।

তবে, আপনি রম্য লিখলে পড়ে দেখবেন, লেখা আপনাকে হাসায় কিনা! লেখা আপনাকে না হাসালে, চেষ্টা বন্দ্ধ করবেন না, বারবার লিখবেন; আপনি হাসলে, সবাই হাসবে।

২১| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬

ঢাবিয়ান বলেছেন: ঐক্যফ্রন্টের সংলাপের প্রস্তাব দেয়াটাই ভুল হয়েছে। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন এক কথায় অসম্ভব।ঐক্যফ্রন্টের উচিৎ ছিল বহু আগেই সরকার পতনের ডাক দেয়া। অবৈধ , স্বৈরাচারী সরকার হটানোর দ্বীতিয় আর কোন রাস্তা যে খোলা নাই সেটা ডঃ কামাল্ ও মির্জা ফখ্রুলের বোঝা উচিৎ ছিল। শুধুশুধু এই সংলাপ নাটকের মধ্য দিয়ে কিছু সময় কেবল নষ্ট হয়েছে।

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


এখন দেশ যেই অবস্হায় আছে, সরকার পতন মোটামুটি অসম্ভব; ২০১৫ সালে, বেগম জিয়া ৩ মাস অফিসে বাস করলেন সরকারের পতন ঘটানোর জন্য; ফলাফল এখন দেখছেন।

ড: কামালের উচিত ছিলো, বিএনপি ব্যতিত শেখ হাসিনার সাথে বসে, দেশের সাধারণ মানুষের প্রকৃত চিত্র তুলে ধরা; মওদুদ, ড: মোশারফকে শেখ হাসিনা কোন সুযোগ দেবার কথা নয়।

২২| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

প্রশ্নবোধক (?) বলেছেন: সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। পানি ঘোলা করার দ্বায়িত্ব কে নিবে? তাতে যে সম্মান হানি হতে পারে!

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের সাধরণ মানুষের অধিকার রক্ষা করার মত রাজনীতি গড়ে উঠেনি; এখন যা চলছে, সেটা নিজের শ্রেণীর স্বার্থ রক্ষার রাজনীতি

২৩| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৫২

রাকু হাসান বলেছেন:

আলোচনা ভালো লাগলো । হাসিনা এখন পর্যন্ত দ্বিমুখী বক্তব্য দিয়ে আসছেন । আমি কিছু বুঝতে পারছি না । আবারও কি ২০১৪ সালের মত ঐক্য ফ্রন্টের ঘাড়ে দোষ চাপাবেন ?মনে হচ্ছে হাসিনা সিদ্ধান্তে অনড় থাকলে উনার জন্য আগামী দিনের বিবেচনায় ভালো হবে না । যত দিন যাবে তত লীগের খারাপ দিন নিকটে আসবে । প্রকৃতির আঘাত তো সহ্য করতেই হবে ।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার খারাপ দিন চলে গেছে, খারাপদিন ছিল ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট; সেজন্য, উনার ভয়ভীতি কিছুই নেই। সাধারন মানুষ উনাকে চাপ দিলে, উনি হয়তো সেই দিকে নজর দেবেন; কিন্তু উনি বিএনপি-জামাত ইত্যাদিকে গণ্য করেন বলে মনে হয় না।

২৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ২:২২

অবেলার পানকৌড়ি বলেছেন: ডঃ কামাল আলাদা দল গঠন করবেন এবং নির্বাচন শেষে দেখা যাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং প্রধান বিরোধী দল হিসেবে ডঃ কামালের দল থাকবে যেভাবে গতবার এরশাদ সাহেবের দল ছিল! ;)

০৩ রা নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৮

চাঁদগাজী বলেছেন:

শেখ হাসিনা উনাকে কখনো ফেলে দেননি; উনার জন্য পথ খোলা আছে, মনে হয়।

২৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ২:৫০

অবেলার পানকৌড়ি বলেছেন: @রাকু হাসান স্যার,
হাসিনার খারাপ দিন চলে গেছে অনেক আগেই!
@চাঁদগাজি স্যার,
সাধারণ জনগণ চাপ দিলেও তিনি নজর দেবেননা কারন ২০০১ সালে এইসাধারন মানুষের ওপর ভরসা করেই ৩ মাস আগেই ক্ষমতা ছেড়েছিলেন হাসিনা ম্যাম। ফলাফল আবেগী বাঙালি ম্যানুপুলেট হয়ে জামাত-বিএনপিকে ভোট দিয়েছে। তিনি চাইলে ২০০১ সালেও নির্বাচনে জিততে পারতেন বাট তিনি তা করেননি, তাই শেখ হাসিনার ক্ষোভ ১৬ কোটি আবেগী বাঙালির ওপরও আছে। শেখ হাসিনার দুঃখ যে মানুষ গুলির জন্য এত উন্নয়ন করল সেই মানুষরাই তাকে নিচে নামিয়ে দিলো? ফাইনালি শেখ হাসিনার সরকারকে চাইলেও বাঙালিকে মেনে নিতে হবে, না চাইলেও মেনে নিতে হবে কিছুই করার নাই।
এটা হাসিনার শাসন নয় একটা অভিমান বলা যায়। উদাহরণ হুসেবে কিছুদিন আগেই তিনি কোটা বাতিল করে দিয়েছিলেন অভিমান করে! ;)

০৩ রা নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


উনি যেটা করার জন্য মরিয়া হয়ে এসেছিলেন, সেটা হয়ে গেছে, উনি টের পাচ্ছেন না; এখন মানুষের জন্য করতে হবে, এই কথাটা উনাকে বুঝানোর চেষ্টা করতে হবে জনতাকে।

২৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৩:৫২

এলিয়ানা সিম্পসন বলেছেন: Thinking about ophthalmology. Then I can fix your eyes.

০৩ রা নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনাকে সময় নিয়ে ভাবতে হবে, এটি কমপ্লেক্স ব্যাপার।
আপনার সময় কেমন যাচ্ছ? পার্টি মার্টি কিন্তু বাদ, খুবই কঠিন হতে হবে; এই পড়ালেখা কিন্তু কঠিন!

২৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

হাসান রাজু বলেছেন: রাজনৈতিক ইডিয়ট লোকটা বেশ আদর্শবান হতে শুরু করেছে দেখছি ;) । খুব শিগ্রি দেবীর পাশে ফেরেশতার মত তাকে দণ্ডায়মান দেখতে পাব আশা করি :-<

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



কার কথা বলছেন?

২৮| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: আহারে কি দুস্ক দুস্ক লিকনি, কেউ একটা মন্তব্য তো দূরে থাউক, একটু উঁকি দিয়াও দেইকলো না। কেঠাই জানি কয়বার পড়ছিল।
আআআর আননে জহোন আর কেউ না, আই বা কিয়ের লাই দেহুম। তয় আইছি যহোন, একখান + দিয়াই যাই।

ভালা থাহুইনছে... ইতান কোবতের আগা গোঁড়া আই কিছতা বুজি না। বুঝাইয়া বলিলে দিল বহত খুশ হইত
Reseaeching on জনমদাসী B-)

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনি কি জনমদাসীকে চিনেন?

২৯| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: Opps বানান ভুল .. (Xiaomi Redmi is..... X( )
Researching হবে :)

৩০| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

এলিয়ানা সিম্পসন বলেছেন: What party? I am one of the top students!

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


আপনি ভালো করছেন, শুনে ভালো লাগছে, এভাবে ধরে রাখুন! যেকোন ধরণের পার্টি মার্টি (আড্ডা দেয়া ) বাদ; মাঝে মাঝে খোঁজ খবর দেবেন।

৩১| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি কি জনমদাসীকে চিনেন?
ANS:No
তার পোস্ট লাগবে নাকি???
আমি তার সকল পোস্ট পেয়েছি
এখন রিসার্চ করছি
সে কেন ব্লক খায়??

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


আমি উনার ভক্ত, সব পোষ্ট পড়েছি; উনাকে কেন ব্লক করা হয়েছিল, আমি ঠিক মতো বুঝতে পারিনি।

৩২| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: Even got her profile pic B-)

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:



ভালো, জমনদাসী'কে আপনি যেভাবে বুঝতেছেন, সেটা নিয়ে লিখুন।

৩৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: লিখতে তো ইচ্ছা হয় কিন্ত সময় হয় না
আপনার জন্য জনম দাসীর প্রো পিক দিচ্ছি কমেন্টেে :)

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:


উনার অনেক ভক্ত আছেন, সময় করে লিখুন।

৩৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন:


০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, উনি কিছুদিন ব্লগ মাতিয়ে গেছেন।

পারলে উনাকে নিয়ে লিখুন

৩৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

হাসান রাজু বলেছেন: কয়টা পোস্ট আগেই ডঃ কামাল হোসেন কে রাজনৈতিক ইডিয়ট বলেছেন আপনি।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


উনি আজকেও রাজনৈৈক ইডিয়ট

৩৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকার গ্রিজলি ভালুকের( Grizzly bear) ছবি কেনো?

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


বাংগালী রাজনীতিবিদদের প্রো-পিক

৩৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫৬

অনল চৌধুরী বলেছেন: ভালুকের সাথে তাদের তুলনা দিলে তো ভালুকদের অপমাণ করা হবে।
তাদের তুলনা চলে .... মতো নীচস্তরের জীবদের সাথে।

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:২৪

চাঁদগাজী বলেছেন:



ভালুক অর্থনীতিকে নীচের দিকে টানে! এসব দুষ্ট নেতারা জাতিকে দরিদ্রে পরিণত করেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.