নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকান মিড-টার্ম ইলেকশান হয়েছে গতকাল, ২ পক্ষই জিতেছে!

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯



সিনেট মেজরিটি ৫১ সীট, রিপাবলিকান; হাউজ মেজরিটি ২২২ সীট, ডেমোক্রেট; ২ দলই জয়ী।

প্রেসিডেন্ট ট্রাম্পের দল, রিপাবলোকানরা সিনেটে, ১০০ সীটের মাঝে ৫১ সীট ধরে রেখে মেজরিটি পেয়েছে; বিরোধীদল, ডেমোক্রেটরা হাইজে, ৪৩৫ সীটের মাঝে ২২২ সীট ধরে রেখে মেজরিটি পেয়েছে। ২০১৬ সালে, ট্রাম্পের বিজয়ের দিন, রিপাবলিকানরা সিনেট ও হাউজে মেজোরিট পেয়েছিলো।

আমেরিকার 'মিড-টার্ম ইলেকশান' হলো, প্রেসিডেন্ট নির্বাচনের ২ বছর পর, হাউজ, সিনেট ও গভর্ণর নির্বাচন; এই নির্বাচন গুলোতে প্রেসিডেন্টের জনপ্রিয়তা প্রকাশ পায়। রিপাবলিকনরা সিনেটে আগের তুলনায় ২ টি সীট বেশী পেয়েছে; ডেমোক্রটরা হাউজে ২৫টির মতো রিপাবলিকান সীট জয়ী হয়েছে; এখনো সিনেটের ৪টি সীট ও হাউজের কিছু সীটের রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি; কারণ, এদের ভোটের পার্থক্য খুবই কম, এদের রেজাল্ট দেয়ার জন্য ডাকযোগে আসা ভোট গুণতে হতে পারে।

নির্বাচনে ট্রাম্পের কিছুটা পরাজয় হয়েছে, সে হাউজের মেজোরিটি হারায়েছে; কিন্তু, আমেরিকায় প্রায় মিডটার্মে এই ধরণের ঘটনা ঘটে! সে কমপক্ষে সিনেট ধরে রাখতে সক্ষম হয়েছে।

আমেরিকার পার্লামেন্টের নাম কংগ্রেস; ইহা ২ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট; আপার হাউসের নাম সিনেট, এখানে প্রতি প্রদেশের ২ জন করে মোট ১০০ জন জনপ্রতিনিধি আছেন; লোয়ার ক্ক্ষ হাউজ নামেই পরিচিত, এখানে ৪৩৫টি সীট আছে। সিনেটে, ক্ষমতাসীন দল, ১০০ টি সীটের মাঝে ৫০ পেলেই মেজরিটি পেয়ে যায়; কারণ, ভাইস প্রেসিডেন্টের কাছে একটি রিজার্ভ ভোট আছে, যা তিনি সময় মতো প্রয়োগ করতে পারেন। লোয়ার হাউজে ২১৮ সীট পেলে, মেজরিটি। কংগ্রেসে "বিল" পাশ করাতে হয় উভয় হাউজে।

"বিল" শব্দটি বাংলাদেশের শিক্ষিত মানুষের কাছেও মোটামুটি হেঁয়ালী হয়ে রয়েছে; কারণ, শিক্ষিতদের শিক্ষার মান খুবই নীচু হওয়ায়, তারা বিল ইত্যাদি বুঝে না বললেই চলে।

আমেরিকান ভোট বাহির থেকে খুব একটা বুঝা যায় না; টেলিভিশন, নিউজপেপারে বেশী প্রচার চলে; সভা মিছিলও হয়, তবে বেশীর ভাগই কোন হলের মাঝে হয়ে থাকে। প্রার্থীদের বেতনভুক্ত কর্মীরা বাড়িতে বাড়িতে যায় ও রাস্তাঘাটে মানুষের সাথে কথা বলে; প্রার্থী নিজ এলাকায় মিটিং করে নিজের এজেন্ডা নিয়ে কথা বলে, টেলিভিশনে বিজ্ঞাপন দেয়।

ইলেকশান কমিশন ভোটের আয়োজন করে খুবই নিখুতভাবে; বেশীর ভাগ ভোট হয়ে স্হানীয় স্কুলগুলোতে; এই সময়, ইযলেকশান কমিশন স্হানীয় লোকদের সাময়িক চাকুরী দেয় মানুষকে সাহায্য করার জন্য; বেশীর ভাগ ভোট হয় মেশিনে।

বাহির থেকে যাতে ভোট হ্যাকিং হতে না পারে, এবার ব্যালট পেপারে ভোট দিয়ে উহাকে "স্কেন" করে মেশিনে নেয়া হয়েছে; সাথে ব্যালটও থেকে গেছে; কোনরূপ সন্দেহ হলে, তারা পেপার ব্যালেট গণনা করতে পারবে। এবারের মেশিনগুলো কোনভাবে পাবলিক নেটওয়ার্কে ছিলো না; ফলে হ্যাকিং হওয়ার কোন উপায় ছিলো না।


মন্তব্য ৭১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

আখেনাটেন বলেছেন: হাউজে রিপাবলিকানরা গরিষ্ঠতা না পাওয়ায় ট্রাম্পের হাঁকডাক কিছু কমবে বলে মনে হয় কি?

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


হাঁকডাক অবশ্যই কমবে; তবে, সিনেট ধরে রাখাতে, প্রমাণিত হয়েছে যে, সে পপুলার প্রেসিডেন্ট

২| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন সব। মধ্যবর্তী নির্বাচনে মেজরিটি হারালে কী প্রেসিডেন্টের কোন সমস্যা হয়?

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


উভয় হাউজ হারালে বেশ অসুবিধা হয়; ট্রাম্প হারালে, তাকে বাদ দেয়ার চেষ্টা করতো ডেমোক্রেটরা

৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: এই সব বিষয় নিয়ে আমি কিছুই জানি না।
আচ্ছা, জানাটা কি জরুরী?

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


গণতন্ত্র বুঝতে হলে, ইসরায়েল ও আমেরিকার ভোট বুঝতে হবে।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল খবর।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প কিচুটা কন্ট্রোলে আসবে, এতদিন হাত-পা ছেড়ে চীৎকার করছিলো

৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমেরিকা নিয়া আমার মাথা ব্যাথা নাই,
আমি ওদের খাইও না পরিওনা,
যারা ওদেরটা খায় তারা
ভাবুক ওদের নিয়া!

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


আমার সন্দেহ হচ্ছে, আপনার মাথা আছে কিনা আদৌ!

৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫১

জুন বলেছেন: সবার যেমন ধারনা হয়েছিল ট্রাম্পের জনপ্রিয়তা বুঝি তলানীতে এসে ঠেকেছে , সামান্য ধাক্কাতেই বুঝি পরে যাবে । কিন্ত এই ইলেকশনের মাধ্যমে বুঝিয়ে দিল সে এখনো মরে নি । সি এন এনের এন্ডারসন কুপার আর আমানপুর মনে হয় এই ফলাফলে হতাশ :||

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


সিএনএন বিশালভাবে হতাশ; তারা বলছিলো, মাত্র ২টি সীট পেলেই ডেমোক্রেটরা সিনেট পেয়ে যাবে; কিন্তু উল্টো, সবার আগে, ডেমোক্রেটরা ২ সীট হারায়ে বসেছিল গতকাল।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

জুন বলেছেন: দুই বছর আগে নির্বাচিত হয়ে ট্রাম্প এন্ডারসন কুপারকে যেই ধমক দিয়েছিল সে অপমান কি সে জীবিত থাকতে ভুলতে পারবে !
তাই প্রচারের মাধ্যমে তাকে ধরাশায়ী করাই ছিল সি এন এনের লক্ষ্য যা চুড়ান্ত ভাবে ব্যার্থতায় পর্যবসিত হয় ।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


এতদিন, ট্রাম্পের মুল বিরোধীদল ছিলো সিএনএন।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪

ঢাবিয়ান বলেছেন: আশা করি এবার নিজ দেশেও এরকম স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচনের পক্ষে লিখবেন।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:



আমাদের দেশে সুষ্ঠু নির্বাচনের করার আগে একজন নবী আসতে হবে।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০১

ঢাকার লোক বলেছেন: ভাই, আমেরিকান ভোটাররা নেভাদায় মৃত ব্রোথেল মালিক ডেনিস হফ কে নির্বাচিত করেছে শুনেছেন হয়তো, এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আশা করছি !

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


নেভেদা ষ্টেইটের যেই ডিস্ট্রিকে যে জয়ী হয়েছে, সেখানে মোটামুটি তার মতো লোকজনই বেশী বাস করে। আমি তার সম্পর্কে জানতাম না, আপনার কমেন্ট থেকে জানলাম; সে আমেরিকার পার্লামেন্টে নয়, নেভেদা রাজ্যের এসেম্বলীতে জয়ী হয়েছে

১০| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩১

শাহারিয়ার ইমন বলেছেন: ট্রাম্পের নাকি ক্ষমতা কমে যাবে এই নির্বাচনের ফলে ?

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, এখন বিরোধীদল তার বিল ইত্যাদি নিয়ে নেগসিয়েশন করতে পারবে।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

মাহমুদুর রহমান বলেছেন: এই বিষয়টা জানা ছিল না।জানিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


আপনি কি ভোটার?

১২| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: আমেরিকা গত কয়েক প্রেসিডেন্ট দুই টার্ম করে চলেছে, এবার ট্রাম্প ও দুই টার্ম থাকবে তার আলামত প্রমাণ তাই মনে হচ্ছে, ট্রাম্পের জনপ্রিয়তা মজাদার । হিলারী’র রাজনীতির কবলে অনেক নারীই ট্রাম্পকে তাদের শারীরিক লাঞ্চনার কারণ জ্ঞান করেছে, ট্রাম্প আটকে পরেনি, হিলারী - তিনি বারবার প্রমাণ করলেন তিনি একজন নারী তিনি মানুষ নন ! হিলারী ট্রাম্পের সাথে “নারী কেলেংকারী” রাজনীতি না করলে হয়তো বা কোনো ভালো ফলাফল পেতেন । হিলারী’র আমেরিকার প্রেসিডেন্ট হবার যোগ্যতা নেই - ফলাফল ট্রাম্প প্রেসিডেন্ট ।

আমেরিকার সরকারের জনপ্রিয়তা অর্থ মধ্যেপ্রাচ্যে নতুন করে সমস্যা হতে হবে ।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:



হিলারী নিজকে প্রেসিডেন্সিয়াল হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছিল; ট্রাম্প আবারও জেতার লক্ষণ দেখা যাচ্ছে

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই বলেছেন: - আমাদের দেশে সুষ্ঠু নির্বাচনের করার আগে একজন নবী আসতে হবে।

- তাহলে বাংলাদেশ থেকে কেয়ামত শুরু হবে, শেষ নবীর পর আবার হযরত ঈসা (আঃ) এর আসার কথা ! সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে কেয়ামত শুরু হওেয়ার সম্ভবনা।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:


মানব জাতি নবী দেখেছন, কিন্তু কেয়ামত দেখবেন না; আগের মানুষ অনুমান করেছিলেন যে, পৃথিবীর সাথে মানব জাতি বিলুপ্ত হবে; সেটা মোটেই মোটেই সঠিক নয়, মানুষ আরেক মিলিয়ন বছর টিকে কিনা সন্দেহ, পৃথিবী আরো কয়েক বিলিয়ন বছর থাকবে।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১১

ঢাকার লোক বলেছেন: ভাই, আমার মনে হয় আপনি আমাকে ভুল বুঝেছেন, আমি তার চরিত্র সম্বন্ধে মন্তব্য করতে চাইনি, এতো উন্নত শিক্ষিত দেশে প্রায় মাসখানেক আগে মৃত একজন প্রার্থী কিভাবে এতো লোকের ভোট পেতে পারে কিছুটা আশ্চর্য্য জনক নয় কি ? এখানে একজন প্রার্থী সম্বন্ধে আমেরিকান ভোটারদের অজ্ঞতা বা নিদেন পক্ষে উদাসীনতা (ইনডিফারেন্স) র পরিচয়ই কি মিলে না ?

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৫০

চাঁদগাজী বলেছেন:



এখানে দলীয় প্রভাব আছে, মৃত ক্যান্ডিডেট ভোট পেলে, তার দলের লোক নিযুক্তি পায়; এটাই েখানে কাজ করেছে, মনে হয়।

১৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫৭

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ, ভালো পয়েন্ট, আমারো এখন তাই মনে হচ্ছে ! এখানে রিপাবলিকানরা জোট বেঁধে ডেমোক্র্যাট প্রার্থীকে পরাজিত করে পরবর্তীতে একজন রিপাবলিকান নিযুক্ত হওয়ার ব্যাবস্থা করেছে। প্রার্থী মারা গেছে তা জেনে শুনেই।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, জেনেশুনেই করেছে।

১৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
স্টেট গভর্নর নির্বাচনেও ডেমক্রেটরা গতবারের চেয়ে ৭ টি বেশী স্টেট দ্খল করেছে।
এরপরও ডেমোক্রেট ২৩
রিপাবলিকান ২৫

০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, ডেমোক্রেটরা ভালো করেছে; তবে, আগামীতে ট্রাম্প আবার আসতে পারে।

১৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:২৮

ফেইরি টেলার বলেছেন: আপনি ইউ এসকে কনসেন্ট্রেশন করে লিখেছেন, কিন্তু ইউ এসের ইলেকশন এখন অনেকটাই রাশিয়া,মধ্যপ্রাচ্যের অর্থ্ প্রযুক্তি নির্ভর । ইউ এস এর মাথায় ট্রাম্পের মত নেতা থাকলে রাশিয়ারও লাভ , মধ্যপ্রাচ্যেরও লাভ ।এতে ইউ এস এর ইনটারনাল কনফ্লিক্ট আরো প্রকট হবে । তবে ই ইউ একটু বেকায়দায় থাকবে এতো চেষ্টা করেও কনস্টানটিনোপোলের ( ইসতানবুল ) নাগাল পেলো না, জেরুসালেম দখলে আসলেও আরব দুর্গের ভেতর সেটাকে বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না এটা খুব ভালোভাবেই জানে । এজন্য গা বাচাতে থেরেসা মে আগে ভাগেই ই ইউ থেকে বের হবার চেষ্টা করছেন । জার্মানরা পুরোনো বন্ধু তুর্কিদের কাছে টানার চেষ্টা করছে । রাশিয়া সুযোগের সদ্ব্যবহার করতে জানে , তাই ১ম বিশ্বযুদ্ধের তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও জার্মানি, তুরস্ককে দলে টানতে পারছে

উপরোক্ত ঘটনাবলী প্রমান করে, আগামী নির্বাচনে ঘিরে ইউ এস কে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে , গৃহযুদ্ধ দেখা দিলেও অবাক হব না

০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় ভোট নিয়ে গৃহযুদ্ধ হবে না; কেননা, এদের ইলেকশান সিষ্টেম পশ্চিমা বিশ্বের মডেলে। তুরস্ক ধর্মীয় পথে এগুচ্ছে, আস্তে আস্তে সিরিয়া, ইরাকের মত হয়ে যাবে মানুষের জীবন। রাশিয়া ও চীনের মানুষের কোন মরাল নেই, এগুলো মানুষের গুণাগুণ হারিয়ে ফেলবে ক্রমেই।

১৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
গণতন্ত্র বুঝতে হলে, ইসরায়েল ও আমেরিকার ভোট বুঝতে হবে।

ওদের গনতন্ত্র আর আমাদের গনতন্ত্র তো এক না।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমাদেরটা গণতন্ত্রের নামে কলোনিয়ালিজম; বনাগলাদেশে হরিণ বলে ছাগল বিক্রয় সম্ভব

১৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ট্রাম্প লোকটা খুব বেশী খারাপ নয়। সে দেশপ্রেমিক। তার মতো লোকের দরকার আছে।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানরা তাকে নিয়ে বিপদে আছে: যারা রাজনীতিবিদদের বিশ্বাস করে না, তারা ট্রাম্পকে সমর্থন দিয়ে যাচ্ছে।

২০| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১

স্বপ্নীল ফিরোজ বলেছেন: পৃথিবীর অনেক দেশের মানুষই আছে যারা কেবলমাত্র আমেরিকার পাসপোর্ট পাবার আশায় প্রেগন্যান্ট বউকে নিয়ে ডেলিভারির সময় আমেরিকায় যায়। সেখানে ডেলিভারির পর পাসপোর্ট নিয়ে ফিরে আসে। এমন অনেক রেকর্ড আছে।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


এটার বিপক্ষে বিল আনার কথা ছিলো, এখন ট্রাম্প হাউজ হারায়েছে; এই বিল হয়তো সরাসরি পাশ হবে না

২১| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

নজসু বলেছেন:


আমেরিকা পৃথিবীর জ্যাঠা। B-)
তাই তাদের সম্পর্কে আমাদের অবশ্যই অবহিত হওয়া প্রয়োজন। :D

শুনেছিলাম, এই ভোটে ডেমোক্র্যাটরা বেশি আসন পেলে ট্রাম্পের একছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে।
সত্যি নাকি?

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

চাঁদগাজী বলেছেন:



ট্রাম্প রিপাবলিকান দলের, ডেমোক্রেটরা বিরোধী দল; বিরোধীদল বেশী আসন পেলে ট্রাম্পের একছত্র আধিপত্য "কমে আসবে"; এবং তাই ঘটেছে, ডেমোক্রেটরা "লোয়ার হাউজে মেজরিটি" পেয়েছে; ট্রাম্পের আধিপত্য কমে আসবে এখন।

২২| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

বলেছেন: এর আগের নির্বাচনে মাত্র একজন মুসলিম জিতেছিল, এবার জিতেছে তিনজন - এতে কি ডেমোক্রাটদের জনপ্রিয়তা বৃদ্ধির প্রমাণ হয়?

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:


মুসলিম কিংবা অমুসলিম জেতার সাথে আমেরিকার ভোটের কোন সম্পর্ক নেই; মুসলিমরা গণতান্ত্রিক নন।

২৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আমাদের দেশীয় নির্বাচনগুলো কখন যে এমন হবে!

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র বিলুপ্তির পর

২৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

হাসান রাজু বলেছেন:


বিদ্যা অল্প হইলে মানুষ এমন ভয়ঙ্কর হয়। বড় বড় বিজ্ঞানিরা এই ঘোষণা দিতে পারেন না। পৃথিবী সৃষ্টি ও শেষ বিষয়ে স্টিফেন হকিং এর থিওরিকে এখন পর্যন্ত সব চেয়ে বেশি যৌক্তিক মনে করা হয় । সেখানে তার কোন বক্তব্যে নেই দুনিয়ার শেষ দিনটির আর কত বাকি। কিন্তু আমাদের চাদ্গাজি সাহেব আমাদের মোল্লাদের (চাদ্গাজি সাহেবদের বিশ্বাস মল্লারা জানে কম আওড়ায় বেশি। কথা অনেকাংশে সত্য।) ও ছাড়িয়ে গেছেন।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:


ষ্টিফেন হকিং বিশ্বের প্রতিটি বিষয়ের উপর কয়েক লাইন করে লিখেননি; উনার লেখা থেকে সার্বিক লজিক বুঝার দরকার আছে।

আমি যা লিখেছি, "মানব সভ্যতা মাত্র মিলিয়ন বছরের মাঝে বিলুপ্ত্ হবে, পৃথিবী আরো কয়েক বিলিয়ন বছর থাকার সম্ভাবনা; ফলে, কেয়ামত নামে যেই ধারনা আছে, উহা সঠিক নয়"; এটাই সঠিক।

২৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

হাসান রাজু বলেছেন: আহা !!! লজিক ??? এই একখান জিনিস যা আপনার থেকে পালিয়ে বাচে সব সময়।
.....কেয়ামত নামে যেই ধারনা আছে, উহা সঠিক নয়"; এটাই সঠিক। তা এই বচন খানার লিজিক কোথায় ? গাঁয়ের জোরটাই কি লজিক?

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনাশক্তি গরুর রচনা লেখার লেভেলের, এগুলো নিয়ে মানুষ ২ হাজার বছর কথা বলে আসছেন; আপনি জানেন না বলে, এগুলো ভুল নয়।

২৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ট্রাম্পকে অনেকেই পছন্দ করেন, যদিও অ্যামেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হিসাবে তিনি সঠিক বাছাই নন।

০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকানরা রাজনীতিবিদদের উপর হতাশ; রাজনীতিবিদরা মিথ্যা কথা বলে, ভুল আশ্বাস দেয়।

২৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

হাসান রাজু বলেছেন: খারপ না তো ভাই। গরুর রচনায় বাস্তবিকতা আছে, গরুর রচনার গরুর দুটি পা, দুটো শিং বাস্তবে পেয়ে যাবেন। সেখানে এমন অলীক উদ্ভট কথা বলা নাই যে মানুষ আগে ধ্বংস হবে না পৃথিবী।
যে সব বিষয়ে কিছু ধর্ম বিশ্বাসী তার বিশ্বাস থেকে আর আধা শিক্ষিতরা জ্ঞানীদের কথার অমীমাংসিত অংশকে পুঁজি করে ২ হাজার বছর ধরে ক্যাচাল করে আসছে। কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বলেনি পৃথিবীর আগে মানুষ ধ্বংস হয়ে যাবে। বরং তাদের বিশ্বাস পৃথিবী ধ্বংস হবার আগে মানুষ তার অস্তিত্ব অন্য কোন গ্রহে সুরক্ষিত করে নিবে।
এমন অবাস্তব, উদ্ভট কথাবার্তা বলে যদি তার ব্যাখ্যা না দিতে পারেন অন্তত মাথা নিচু করে কেটে পড়ুন। মখা পাবলিকের মত ঘাড় বাঁকা করে খিস্তি করবেন না।

০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, " কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বলেনি পৃথিবীর আগে মানুষ ধ্বংস হয়ে যাবে। বরং তাদের বিশ্বাস পৃথিবী ধ্বংস হবার আগে মানুষ তার অস্তিত্ব অন্য কোন গ্রহে সুরক্ষিত করে নিবে। "

-মানুষ অন্য কোন গ্রহে যেতে পারবে না। আমাদের সৌর জগতের বাহিরে, বসবাসযোগ্য কিছু গ্রহ থাকতে পারে; তবে, সেখানে যাওয়ার মত " সময় ও যানবাহন" নেই; সেখানে যেতে কয়েক'শ বছর লাগতে পারে, এত সময় যানের মাঝে কেহ বেঁচে থাকবে না।

২৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

হাসান রাজু বলেছেন: গরুর ৪টি পা

০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


এটার উপর ফোকাস রাখেন; কেহ প্রশ্ন করলে যেন সঠিক উত্তর দিটে পারেন।

২৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, সংক্ষেপে খুব সুন্দর আলোচনা করেছেন। আমেরিকান শাসন পদ্ধতি সম্পর্কে যাদের তেমন ভাল ধারণা নেই, তারা আপনার এই আলোচনা থেকে উপকৃত হবেন।
সিনেট ধরে রাখাতে, প্রমাণিত হয়েছে যে, সে পপুলার প্রেসিডেন্ট - ট্রাম্পের সম্বন্ধে যত সমালোচনাই শুনি না কেন, এই রেজাল্টের পরে আর আপনার এ কথাটির সাথে দ্বিমত পোষণ করার কোন অবকাশ নেই।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পের কারণে বিশ্বে কিছুটা উলট পালট হবে; তবে, নতুন করে যুদ্ধ হওয়ার সম্ভাবনা কমছে।

৩০| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

সাত সাগরের মাঝি ২ বলেছেন: ভাল খবর।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:



আমেৈকার জন্য খুবই ভালো হয়েছে, 'চেক এন্ড ব্যালেন্স হয়েছে'।

৩১| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চাঁদগাজী ভাই,

১৩ নং মন্তব্যকারী আমায় প্রশ্ন না করে আপনায় করেছেন, তাই কষ্টকরে আপনায় একটু ওখান থেকে ঘুরে আসতে হবে। Click This Link view this link

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:



ঠিক আছে

৩২| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২১

ফেইরি টেলার বলেছেন: রাশিয়ান, চাইনিসদের মোরালিটি খারাপ না । ব্যাপারটা হচ্ছে, তাদের ফরেইন পলিসি নির্ধারিত হয় ন্যাশনাল স্বার্থকে বেস করে । দেশের স্বার্থ রক্ষার জন্য খারাপ থেকে খারাপতরো হতেও তারা প্রস্তুত ।

তুরষ্কের অবস্থা ইরাক সিরীয়া হবার কোন সুজোগ নেই । অটোম্যানদের কথা কে না জানে । পতন হবার হলে ১ম বিশ্বযুদ্ধেই শেষ হয়ে যেত , কিন্তু মিত্রশক্তির ( আমেরিকা,রাশিয়া,গ্রেট ব্রিটেন, ফ্রান্স, আরব বিদ্রোহী সাউদী,ইজিপ্ট ) সবাই মিলেও সেন্ট্রাল পাওয়ার তুর্কী,জার্মান,জাপান জোটকে পরাস্ত করতে পারে নি । এখন তো আরো সম্ভব না

ভ্লাদিমির পুতিনের অনেকদিনের লালিত স্বপ্ন ইউ এসের ভেতর একটা গৃহযুদ্ধ লাগাবে । ট্রাম্প এডমিনিস্ট্র্যাশনই তার স্বর্ণযুগ । এবার না পারলে আর সম্ভব না ।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:



আপনি বিশ্বের সঠিক ইতিহাস জানেন বলে মনে হয় না।

৩৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: শুনে ভালো লাগছে। আমাদের দেশের গণতন্ত্র যে কবে এমন হবে!!!
আপনাকে জানাই অনেক অনেক শুভ কামনা প্রিয় স্যার।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনার জন্য শুভেচ্ছা রলো; আমাদের মুল দল, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক-মনা দল নয়; ফলে, সহজে কিছু বলা যাচ্ছে না।

৩৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আত্নহত্যা করে কেয়ামত ভাবলেই তো কেয়ামত!

মন মানষে যারা আর্লি কেয়ামত চাইছে তাদের জন্য।
যত দ্রুত - 'টুয়ার্ডস সেভেন্টিটু ভার্জিন + সুরার নহর'

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


কিছু ধর্মীয় ভাবনার সাথে মানুষের লব্ধ জ্ঞানের সংঘর্ষ অনিবার্য

৩৫| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২২

হাসান রাজু বলেছেন: হা হা হা .....। আপনার যুক্তি আর দূরদৃষ্টি হাস্যকর। একসময় মানুষ ভাবত শুধু বেলুন দিয়ে আকাশ পথে কত আর পাড়ি দেয়া যায়। আজ এই মুহূর্তে কয়েক লক্ষ মানুষ আকাশে উড়ছে। মানুষের তৈরি যান পার্কার সোলার প্রোব এখন সূর্যের কাছাকাছি রয়েছে। আপনি কোন বিশ্বাসে বলে দিলেন মানুষ অন্য কোথাও তার আস্থানা গড়তে পারবেনা? এই আপনার জ্ঞানের দৌড়?
এটার উপর ফোকাস রাখেন; কেহ প্রশ্ন করলে যেন সঠিক উত্তর দিটে পারেন। আপনার ফোকাস ঠিক আছে তো? অনেকেই মন্তব্য করে আপনি আবোল তাবোল আর অপ্রাসঙ্গিক মন্তব্য করেন ।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:



আমার বেশ কিছু মন্তব্য বেশ আবোল তাবোল হয়ে থাকে; সেটাও ব্লগিং'এর অংশ।

সুর্যের কাছাকাছি, বা অন্য নক্ষত্রের ডোমেইনে মানুষের তৈরি যান যাবে; কিন্তু সেই সব যানবাহনে করে, মানুষ অন্য নক্ষত্রের গ্রহ অবধি "জীবিত" যেতে পারবে না।

৩৬| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চাঁদগাজী ভাই,
১৩ নং মন্তব্যকারী আমায় প্রশ্ন না করে আপনায় করেছেন, তাই কষ্টকরে আপনায় একটু ওখান থেকে ঘুরে আসতে হবে। Click This Link view this link


- উক্ত ব্লগারের ব্লগের সাথে আমার কোনো আলোচনা নেই বা আমি কোনো মন্তব্যও করিনি, অযথা মুর্খ্য লোকের মতো তিনি নোংরা খেলা খেলে আপনাকে তার ব্লগে নিয়ে শত প্রশ্নে ফেরে হেনস্তা করেছেন ??? !!! তিনি কি মানষিক অসুস্থ আছেন !!! তিনি ১৩ নং মন্তব্যকারী না বলে নিজ স্বার্থে আপনাকে তার ব্লগে আহবান করতে পারতেন, তা না করে একজনের নাম মাঝে অপব্যাবহার করেছেন - এরা ব্লগিং কবে শিখবে ? হাইস্কুল ফেইল লোক তার ব্যাবহারে পরিচয় - ছিঃ ।

চাঁদগাজী ভাই এইসব ব্লগারদের ইগনোর করুন ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.