নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কিছু মুসলিম নাগরিক দেশের ভেতরে অন্য একটি সামাজিক ব্যবস্হা গড়তে চায়

২৬ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৩



*** কোন এক ইডিয়ট পোষ্টটাকে রিফ্রেশ করছে ***

শ্রীলংকার শিক্ষার হার ভারত, পাকিস্তান ও বাংলাদেশের থেকে বরাবরই বেশী ছিল; সিংহলীরা শতকরা হারে সবার চেয়ে বেশী শিক্ষিত; তামিলেরা পেছনে পড়ে গেছে অনেক কারণে; মুসলমানদের পড়ালেখা নিয়ে সমস্যা আছে, এদের অনেকেই মাদ্রাসা থেকে শিক্ষিত; শ্রীলংকার মুলমানদের মাঝে অনেক আরব আছে। আরব মুসলমানরা যেখানে যায়, তারা সেই দেশের আইন-কানুনের মাঝে নিজেদের নিয়ম-কানুন (শরীয়াহ আইন) চালু রাখতে চায়, দেশের মাঝে আরেক নতুন দেশ গড়ে তোলে; ফলে, তারা মুল প্রবাহের সাথে তাল মিলাতে পারে না তেমন।

বর্তমান বিশ্বে আইনের সংজ্ঞা বদলে গেছে: এখন আইন শুধুমাত্র দেশের পার্লামেন্টের মাধ্যমে সৃষ্টি হয়; এখন সব দেশের সংবিধান আছে, সংবিধানের আলোকে পার্লামেন্ট আইন তৈরি করে; এখন কোথায়ও ধর্মীয়, গোত্রীয়, বা সামাজিক ট্রেডিশনের নিয়ম কানুনকে আইন হিসেবে প্রতিষ্টিত করার উপায় নেই। কিন্তু আরব মুসলমানেরা তাদের শরীয়া আইনকে প্রতিষ্ঠা করতে চেষ্টা চালিয়ে যায়; তাদের যুক্তি, আল্লাহের আইনই সবচেয়ে শক্তিশালী আইন; তারা ভুলে যায় যে, রাষ্ট্র চালায় সরকার, আল্লাহ রাষ্ট্র চালান না।

প্রায় মুসলিম দেশ, ও যেখানে আরবেরা গেছে, সেসব দেশে একটা গ্রুপ সুযোগ পেলে শরীয়া আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে; কিন্তু বর্তমান বিশ্বের কোথায়ও শরীয়া আইন প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা নেই; এতে করে, শরীয়া আইনে আগ্রহীরা হতাশ হয়ে পড়ে ও দেশের আইন ব্যবস্হা বিপক্ষে কথা বলে; ফলে, তারা মুলধারা থেকে পেছনে পড়ে যায়, বিক্ষুব্ধ হয়ে উঠে দেশের আইনি ব্যবস্হার উপর।

শ্রীলংকার গৃহযুদ্ধ দেশটিকে ৩ দশক ধরে পেছনে টেনেছে; শিক্ষিতের হার বেশী হওয়া শর্তেও গৃহযুদ্ধের কারণে দেশটি এগুতে পারেনি; সম্প্রতি দেশটি ক্রমেই ভালোর দিকে যাচ্ছিল; এখন যেই ঘটনা ঘটেছে, এবার মুসলমানেরা বিপদে পড়বে; ৩ শত লোক মরলে ৩ শত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের কোন আর্থিক ক্ষতি হয়নি; তবে, শতকরা ৯০ ভাগ মানুষ এখন মুসলমানদের বিপক্ষে চলে যাবে। ফলে, মুসলমানেরা আর ভালো করতে পারবে না; অনেক মুসলমান ভয়েই দেশ ছেড়ে পালাবে।

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৩

টারজান০০০০৭ বলেছেন: কাহু ! আপনার পোস্টের তেলেসমাতি কারবার দেখিয়া বিস্মিত ! আধা ঘন্টায় বান্দরের দল বারবার পড়িয়া পন্ডিত হইয়া গেল !!

২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:

ব্লগ অবধি ইডিয়টরা পৌঁছে গেছে; বাংলার মানুষের মাঝে শতকরা ২০ ভাগ ইডিয়ট আছে কমপক্ষে।

২| ২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩০

তারেক_মাহমুদ বলেছেন: আপনার পোস্টেও দেখছি ভুতের আছর পড়েছে

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৯

চাঁদগাজী বলেছেন:




বাংলায় ভুতের অভাব কোনদিন ছিলো না। ভুতের উপর ৪ লাইনের পোষ্ট দেন, ৪০ জন মন্তব্য করবেন।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ভূত :D

২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



বাংলার সব যায়গায় ভুত বা ইডিয়ট আছে, এবং অনেক; উহারা ব্লগেও এসে গেছে। শেখ হাসিনা সেটার সুযোগ নিচ্ছে; ভুত, জ্বীন, যাহা নেই, তাহা নিয়ে লিখেন, দেখবেন অবস্হা কি!

৪| ২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কাজের প্রয়োজনে আমি দীর্ঘদিন শ্রীলঙ্কাতে ছিলাম। অসাধারণ একটি দেশ ।মানুষ গুলোই খুব ভালো । মুসলিম জনগোষ্ঠীর বেশিরভাগই তামিল ভাষায় কথা বলে। এমনকি তারা মসজিদে জুম্মার দিন বয়ান করে তামিল ভাষায়। মানুষগু‌লো খুবই আন্তরিক ছিল বিশেষ করে বাংলাদেশিদের সাথে। ভারতীয়রা আমা‌দের‌কে কিছুটা অবহেলার চোখে দেখলেও সেখানে শ্রীলঙ্কান‌দের আন্তরিকতা চোখে পড়ার মতো।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


মুসলমানেরা অন্য ধর্মীয়দের দেশে বসবাস করলে, ওদের খেয়ে ওদের থালিতে লাথি মারে।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নির্বোধেরা মানুষ মেরে সরিয়া আইন বাস্তবায়ন করতে চায়।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:



আরবের রাখাল পাখালরা কিভাবে সমাজ চালায়েছিলো, উহা কার দরকার?

৬| ২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

রাজীব নুর বলেছেন: মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। ধর্ম দিয়ে মানুষের বিচার করলে পৃথিবীতে শান্তি আসবে না।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


ধর্ম হলো ব্যক্তির বিশ্বাস; রাষ্ট্র এখন ধর্মকে ধারণ করার মতো অবস্হানে নেই।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

রাজীব নুর বলেছেন: ব্রুনাই'তে তো কিছু দিন আগে ঘোষনা দিয়ে শরিয়া আইন চালু হয়েছে।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:০১

চাঁদগাজী বলেছেন:


সব নাগরিককে তেলের পয়সার ভাগ না দেয়ার ফন্দি

৮| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুধু শ্রীলঙ্কা নয়, সারা পৃথিবীতেই মুসলমানরা ক্রমাগতভাবে কোণঠাসা হয়ে চলেছে।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:০১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে কি অবস্হা?

৯| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৮

মাহমুদুর রহমান বলেছেন: রাষ্ট্র চালায় সরকার আল্লাহ্‌ চালায় না।

আল্লাহ্‌ রাষ্ট্রীয় বিধি-বিধান দিয়েছেন বলেই তো সে আল্লাহর বিধানই অনুসরন করছে।তাতে আপনার এতো জ্বলবে কেন?
আপনার আইনে বাংলাদেশ চলে বলেই তো আজ এদেশে ধর্ষণের বিচার পায় না মানুষ,হত্যার বিচার পায় না।এই বিষয়টাতো আল্লাহর আইনের বিরুদ্ধে।কারন আপনি নিজের তৈরি আইনে চলছেন।

সমস্যা হলো,
সন্তান বাবার চেয়ে বেশী বুঝতে গেলে যা হয় ঠিক তেমনি স্রষ্টার চেয়ে সৃষ্টি ভালো বুঝতে গেলে এই অবস্থাই হয়।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:০২

চাঁদগাজী বলেছেন:



আপনার মন্তব্যে আমার পোষ্টের মানহানী হয়।

১০| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৯

কালো যাদুকর বলেছেন: সবই ঠিক আছে, এখন সমাধান কি?
শুধু একপক্ষকে দোষ দিয়ে কি আর সমাধান হবে, না হবে না।
সবার কথাই শুনতে হবে।
তেমনি জদি আমার পারস্পরিক সহানুভূতিশীল হই তাহলে বল্গেও একটা সমাবস্থা আসবে। বেশিরভাগ সময়েই আমরা অপর মতামতকে দমিয়ে কথা বলি। এটি ঠিক নয়।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


রাষ্ট্রীয়ভাবে মতামত যাচাই বাচাই হয় পার্লামেন্টে, ব্লগে বা রাস্তায় নয়

১১| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:১৫

গোলাম রাব্বি রকি বলেছেন: সব দেশের লোকজন শিক্ষত হয়ে একেবারে পৃথিবীকে উদ্ধার করে ফেলছে ! যত দোষ নন্দ ঘোষ ..

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনি টাইপ করতে পারেন হয়তো; আপনাকে শিক্ষিত বলে মনে হয়নি।

১২| ২৭ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:২১

আখ্যাত বলেছেন:
তবে আশার কথা হলো
আলিয়া এবং কওমী মাদ্রাসা ধীরে ধীরে মূল ধারায় ফিরে আসতে শুর করেছে।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:০৬

চাঁদগাজী বলেছেন:



ওরা যা পড়ে, যা করে, বেহেশতে যেতে দিলে, বেহেশতটা নষ্ট করে দেবে।

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:২৩

আখ্যাত বলেছেন: Click This Link

https://www.bangladeshtoday.net/ফেনীতে-ছাত্রীকে-আগুনে-ঝল/

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



আমি ক্লিক ফ্লিক করতে ভালোবাসি না; আমার যখন পড়ার ইচ্ছে হয়, আমি আমার পোষ্ট পড়ি।

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৬

নীলপরি বলেছেন: এধরনের সব ঘটনাই খুব মর্মান্তিক । সব মানুষ শান্তির কথা কবে বুঝবে কে জানে ।
শুভ বুদ্ধির উদয় হোক ।

২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


শুভবুদ্ধি বাড়ে বুদ্ধিমানের, কুবুদ্ধিমানেরাই হত্যাকান্ড চালাচ্ছে।

১৫| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ধর্ম হলো ব্যক্তির বিশ্বাস; রাষ্ট্র এখন ধর্মকে ধারণ করার মতো অবস্হানে নেই।


ধর্ম কে ধারন করেও তারা চুরী করে, দূর্নীতি করে, ওমরা করে। নীতির কথা বলে।

২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



রাজতন্ত্রের পেষণ থেকে মনকে রক্ষা করার জন্য ধর্ম আবিস্কার করেছিলো কমবুদ্ধিমানরা; উহার প্রয়োজন শেষ হয়েছে, আয়োজন এখনো আছে।

১৬| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
সব নাগরিককে তেলের পয়সার ভাগ না দেয়ার ফন্দি

তেলের ভাগ তো জনগন পায় না। সরকার পায়। সেই টাকা দিয়ে দেশের উন্নয়ন করা হয়।

২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


ওসব দেশে আবার সরকার আছে নাকি, আছে সুলতান, মুলতান, রাজা, খাজা

১৭| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৯

গোলাম রাব্বি রকি বলেছেন: লেখক বলেছেন:
আপনি টাইপ করতে পারেন হয়তো; আপনাকে শিক্ষিত বলে মনে হয়নি

যেহেতু আমি ব্লগে বেশিদিন হলে আসিনি , তবে যতদিন হলে আছি ততদিনে আপনার লেখা দেখে আপনাকেও আমার আপনার উপরোক্ত মন্তব্যের মতই মনে হয়েছে ।

২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগে যায়গার অভাব নেই, ঝুলতে থাকেন।

১৮| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৫

ডার্ক ম্যান বলেছেন: শ্রীলঙ্কার হামলা অর্থনৈতিক কারণে। চায়নাকে ঠেকানোর জন্য যদিও ধর্মীয় জুজুকে সামনে রেখে হয়েছে ।

২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


মোল্লারা চায়নাকে ঠেকাচ্ছে?

১৯| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৯

ডার্ক ম্যান বলেছেন: মোল্লাদের সামনে রেখে হয়েছে ।

২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


সম্ভব, গাধা দিয়ে কুরবাণী!

২০| ০২ রা মে, ২০১৯ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: আমার একমাত্র বিনোওদন হলো এই ব্লগ।
সেই ব্লগিংটাও করতে পারছি না।
আশা করি আমার বর্তমান মানসিক অবস্থাটা বুঝতে পারছেন?

০৩ রা মে, ২০১৯ রাত ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং করতে কি অসুবিধা হচ্ছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.