নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মাশরাফি যা করেছেন, নাগরিক হিসেবে উত্তম, এমপি হিসেবে ভুল

৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৩



ক্রিকেটে মাশরাফি বাংলাদেশের মানুষের জন্য স্বপ্নের নায়ক, উৎসাহের উৎস; নাগরিক হিসেবে সুনাগরিক, তরুণ, সুন্দর; হাসপাতালে যা করেছেন, এটার দরকার আছে; ডাক্তারেরা রোগী দেখার সময় কাজে আসে না, এটার চেয়ে বড় অপরাধ আমাদের কারো জানা নেই। মাশরাফি যা করেছেন, যা বলেছেন, এটুকু করার মতো নাগরিক, সরকারী লোকজন, প্রশাসনে কেহ আজ আমাদের মাঝে নেই; ফলে, যা ঘটেছে, তা নিয়ম মাফিক না হলেও, খারাপ কিছু হয়নি; সবচেয়ে ভালো যা হয়েছে, খারাপ লোকদের সাথে উনি খারাপ ব্যবহার করেছেন।

মাশরাফি এখন একজন এমপি, ১৮ কোটী মানুষের ৩০০ জন আইন-প্রনেতাদের ১ জন, এবং ৩০০ জনের মাঝে সবচেয়ে জনপ্রিয় এমপি। উনি নতুন এমপি; আমাদের সবচেয়ে বেশীবার নির্বচিত এমপি হচ্ছেন, আমাদের দেশের প্রেসিডেন্ট; উনি কতবার এমপি নির্বাচিত হয়েছেন, তিনি নিজেও জানেন না; উনাকে দেখলে আপনাদের কি মনে হয়, জানি না, আমার মনে হয়, জাতীয় বেকার। আমাদের প্রেসিডেন্টকে যদি বিনা প্রস্তুতিতে প্রশ্ন করা হয়, এমপিদের দায়িত্ব কি, উনি জবাব দেবেন, জনসেবা।

আসল, জনসেবা বলতে যা বুঝায়, উহা কোন এমপি'র দায়িত্ব নয়, নিজ এলাকায় জনসেবার জন্য সরকারী কর্মকর্তারা আছেন, ও নির্বাচিত চেয়ারম্যানরা আছেন; এমপি'দের দায়িত্ব হলো পুরো জাতির জন্য আইন প্রনয়ন। আইন প্রনয়ের শুরু হয়, জাতির কোন সমস্যা সমাধান, বা উন্নয়নের জন্য বড় ভাবনাকে বিল হিসেবে পার্লামেন্টে এনে পাশ করিয়ে নেয়া, আইনে পরিণত করা; যেমন, দেশে ১৮ বছরের নীচে কোন শিশু "টোকাই" হয়ে রাস্তায় থাকতে পারবে না, সরকার তার খাওয়া-পরা ও শিক্ষার ভার নেবে।

এমপি হিসেবে মাশরাফি কি করতে পারতেন? উনি উপস্হিত ডাক্তারকে ও হাসপাতালের এডমিনকে নিয়ে একটা অফিসে বসে, অনুপস্হিত সকল ডাক্তারের রেকর্ড দেখে, কে কে ছুটিতে আছে, তাদের বাদ দিয়ে, বাকীদের অফিসে ডেকে আনার চেষ্টা করতে পারতেন; যারা আসতেন, তাদের সাথে হাসপাতাল নিয়ে, তাদের অবদান সম্পর্কে আলোচনা করতে পারতেন, রোগীদের নিয়ে কথা বলতে পারতেন; তাদেরকে কোন ধরণের ভয়ভীতি, হুমকি না দিয়ে, তাদের সাথে চা খেয়ে চলে যেতে পারতেন; তারপর পরেরদিন গিয়ে আবারো উপস্হিত হতে পারতেন।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৮

নূর আলম হিরণ বলেছেন: প্রথম পাতায় না আসার কারন কি? রিফ্রেশ বাঁদর থেকে মনে হয় আপনাকে লুকিয়ে রাখতে চাইছে!

০১ লা মে, ২০১৯ রাত ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


বাঁদর থেকে আমাকে লুকাতে গেলে, কোন বাংগালীর সাথে জীবনে হয়তো আমার দেখা হবে না।

২| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১৫

ঢাবিয়ান বলেছেন: খুব ভাল লিখেছেন। কিছুটা দ্বিমত থাকলেও এই ইসুতে আপনার ও আমার মুল বক্তব্য আসলে একই।

পোস্ট প্রথম পাতায় না আসার কারন কি? আর এই পোস্ট রিফ্রেশ এর ব্যপারটা কি, ঠিক বুঝে উঠতে পারছি না। কারা করছে ? কেন করছে?

০১ লা মে, ২০১৯ রাত ৩:৫১

চাঁদগাজী বলেছেন:



পোষ্ট কেন রিফ্রেশ হয়, এই ব্যাপারে আপনাকে কিছু একটা ভেবে নিতে হবে, হয়তো

৩| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকে জেনারেল করেছে নাকি?

০১ লা মে, ২০১৯ রাত ৩:৫১

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, করা হয়েছে

৪| ০১ লা মে, ২০১৯ সকাল ৮:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কোনো পোস্ট প্রথম পাতায় না গেলেও আলোচিত পাতায় যেতে পারে। আর এই পোস্ট আলোচিত পাতায় নেওয়ার জন্যই মনে হয় এই রিফ্রেশ কান্ড।

০১ লা মে, ২০১৯ সকাল ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


যারা রিফ্রেশ করছে, তারা অপরাধী, একদিন ধরা পড়বে। আমার পোষ্ট আলোচিত, মালোচিত কোন কিছুতে যাওয়ার দরকার নেই।

৫| ০১ লা মে, ২০১৯ সকাল ৯:৪৮

নতুন নকিব বলেছেন:



আপনাকে জেনারেল করা হয়েছে শুনে খারাপ লাগলো। সম্মানিত ব্লগ কর্তৃপক্ষের নিকট অনুরোধ থাকবে, তারা যেন দ্রুতই আপনাকে সেইফ স্ট্যাটাসে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করেন। ব্লগিং করতে এসে আমাদের সামান্য মতানৈক্য, মতপার্থক্য ইত্যাদি থাকতেই পারে। কিছু কথাবার্তায়, কিছু কমেন্টে আমাদের ছোটখাটো ভুল ভ্রান্তিও হয়ে যেতে পারে। এগুলো তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের সংশোধনের সুযোগ দিবেন- এটাই প্রত্যাশা। আর আমরা ব্লগাররা যে যেখানেই থাকি না কেন, আমাদের মতভিন্নতা যতই থাকুক না কেন, আমরা একে অপরের কল্যান কামনায় সবসময়ই একাট্টা।

সামু ব্লগের জয় হোক।

শুভকামনা জানবেন চাঁদগাজী ভাই।

০১ লা মে, ২০১৯ সকাল ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ।

আমাদের অনেকেই লিখতে ও লজিক্যালী ভাবতে পারেন না, ব্লগিং তাদের সাহায্য করছে। জেনারেল করাতে আমি মন খারাপ করিনি।

৬| ০১ লা মে, ২০১৯ দুপুর ১:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
মগের মুল্লুক।
খাম্বা সমর্থক ভট্টাচার্যরা বলছে -যেহেতু অবৈধ ভোটে নির্বাচিত অবৈধ সরকার, তাই কিছু বলা যাবে না।
খাম্বাচোরা ও জাশিরা জয়লাভ না করা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন অবৈধ, সব সরকার অবৈধ।
তাই যে যা ইচ্ছা তাই করবে। ফ্রী স্টাইল! কাউকে কিছু বলা যাবে না।

মাশরাফির ব্যাপারটা তো সিম্পল।
অফিস টাইমে ডাক্তারগন অনুপস্থিত। পরপর ৩ দিন অনুপস্থিত। হাসপাতালের বেতন নিয়ে কাজে না এসে প্রাইভেট ক্লিনিকে।
অফিস টাইমে বাইরের ক্লিনিকে কাজ করা কোন ধরনের নৈতিকতা?
আপনি পারবেন আপনার অফিস টাইমে দির্ঘ সময় অনুপস্থিত থাকতে?
মাশরাফি কেন? যে কেউ সাধারন একজনও প্রশ্নটা করতে পারে।

এটা কমেন্ট না। আমার পোষ্টের একটি অংশ দিলাম।
মাসরাফির এম্পি বা আইনপ্রনয়ন বিষয়ে জ্ঞ্যান দরকার নেই, সে শুধু ভোট দিবে, মানে 'হা বলুন' শুনলে হ্যা বলবে।

বাদ দেন। আমার কৌতুহল কি কারনে ব্লগরাজকে কারাগারে নিক্ষেপ? একটু ডিটেইল বলুন।

০১ লা মে, ২০১৯ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমি খুশী হতাম, মাশরাফী যদি ডাক্তারদের ডাকায়ে নিয়ে আসতেন; এবং সারা দেশের প্রতিটি হাসপাতালে যেতেন। যাক, কিছুটা কাজ হয়েছে।

জেনারেল ষ্ট্যাটাসে যাওয়াটা আমার জন্য নতুন কিছু না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.