নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার খায়রুল আহসান সাহেবের কোন খোঁজ-খবর কেহ জানেন?

১৫ ই মে, ২০১৯ রাত ৯:২৭



*** আপডেট: খবর পাওয়া গেছে, উনি ভালো আছেন।

ব্লগার খায়রুল আহসান সাহেব এই ব্লগের আত্মার কবি; তিনি মুলত: কবিতাই লিখেন: ভালোবাসা, সৃষ্টির রহস্য, চারিপাশের মানুষের জীবন, প্রকৃতির রূপ, ইত্যাদি'র উপর লিখেন। ৩ বছর আট মাসের মতো সময় ব্লগে লিখছেন, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে তিনি ব্লগে অনুপস্হিত। ব্লগে প্রবেশের সমস্যার কারণে কি তিনি ব্লগে নেই, নাকি কোন ধরণের শারীরিক সমস্যার জন্য তিনি ব্লগের বাহিরে, এ র‌্যাপারে কোন তথ্য আছে কোন ব্লগারের কাছে?

তিনি বাংলাদেশের মিলিটারীতে অফিসার হিসেবে উঁচু পদে ছিলেন, অবসর নিয়েছেন; ব্লগিং করেন, বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে সময় কাটান, দেশের ভেতরে ও বাহিরে ভ্রমণ করেন; খুবই অমায়িক, জ্ঞানী মানুষ।

তিনি নিজের জীবনের অনেক ঘটনা ব্লগে লিখেছেন, সেখান থেকে উনার কৈশোর, ছাত্র জীবন, যৌবন, চাকুরী জীবন সম্পর্কে কিছুটা জানা যায়; বর্তমানে তিনি নিজের বন্ধুদের নিয়ে জনহৈতষী কাজে সময় দেন, উনাদের সংগঠনও আছে, মনে হয়।

তিনি মুলত: কবি হলেও, নিজের জীবনের ঘটনা ও প্রফেশানেল হিসেবে চলমান সমাজের চিত্র তুলে ধরেন মাঝে মাঝে; তাঁর লেখার মাঝে বিশাল মমত্ববোধ আছে সব সময়। তিনি নারীদের বিপুল সন্মান করেন, মানুষের প্রতি উনার অসীম সন্মান ও মমত্ববোধ আছে; প্রকৃতির সাথে উনার নিবিড় বন্ধন আছে, তিনি কোকিলের গানের মাঝে মানুষ ও প্রাণী জগতের প্রাকৃতিক বন্ধনকে অনুভব করে কয়েকবার লিখেছিলেন।

উনার ব্লগিং'এর শুরুতে, কমেন্টের মাধ্যমে আমি উনাকে কিছুটা চাপের মাঝে রাখতাম; উনাকে বুঝতে চেষ্টা করেছি; আমি মিলিয়ে দেখছিলাম, উনার লেখা ও জীবনের মাঝে কেমন মিল আছে!

উনার সম্পর্কে আমার থেকে আপনারা অনেকেই অনেক বেশী জানার কথা; যদিও আমি উনাকে শুরুতে কমেন্টের চাপে রাখতাম, এতে উনি কখনো মন খারাপ করেছেন বলে মনে হয়নি; সময় সময়, উনি আমার অনেক পুরাতন লেখাগুলো পড়েন।





মন্তব্য ৭৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৯ রাত ৯:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: উনার অনুপস্থিতি নিয়ে পোস্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

এরকম অনেক গুণী ব্লগারকেই ব্লগে দেখা যাচ্ছে না। কারনটা মনে হয় ব্লক।

দেখা যাক কেউ উনার খবর-টবর জানেন কিনা.

১৫ ই মে, ২০১৯ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


উনার ফেসবুক আছে নাকি? আমার ফেসবুক না থাকাতে, এই ব্যাপারে আমার ধারণা নেই!

২| ১৫ ই মে, ২০১৯ রাত ৯:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও ফেসবুক ব্যবহার করি না। তাই উনার ফেসবুক একাউন্ট আছে কিনা বলতে পারছিনা।

১৫ ই মে, ২০১৯ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



ওকে

৩| ১৫ ই মে, ২০১৯ রাত ৯:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: ব্লগার খায়রুল আহসান এই ব্লগে আমার খুবই প্রিয় একজন মানুষ।তার চিন্তাভাবনা সুচ্চ পাহাড়কেও অতিক্রম করে যায়।আপনি এমন একটা মানুষকে চাপে রাখতেন এটা আসলেই বোকামী ছাড়া কিছুই না!আপনি আগে সুন্দর ব্যাবহার করা শিখুন।আপনার কথাবার্তা আপনাকে এই ব্লগে হাসির খোরাক বানিয়ে ফেলেছে।

১৫ ই মে, ২০১৯ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


উনাকে চাপ দিয়ে বুঝলাম, তিনি হীরক খন্ড; আপনাকে চাপ দিয়ে বুঝলাম, আপনি একটুকরা কয়লা।

৪| ১৫ ই মে, ২০১৯ রাত ১০:০৫

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি, ক দিন থেকে মিস করা ব্যক্তিকে নিয়ে পোষ্ট দেয়ার জন্য।

ব্লগিং সমস্যার কারনে উনার মত অনেককেই দেখতে পাচ্ছি না।

উনি সত্যি এ ব্লগের রত্ন ছিলেন। উনার যাপিত জীবনের গল্প শুনে অনেক কিছু শিখার ছিল।

আমার ব্লগের ‍শুরু থেকে উনাকে পাশে পেয়ে ব্লগের পথচলা সুগম হল, সেফ হওয়ার পিছনেও উনার অবদান অনেক।

আমিও সাময়িক ব্যস্ততা আর ব্লগিং সমস্যার কারনে ব্লগে আসতে পারি নাই।

১৫ ই মে, ২০১৯ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


আশাকরি উনি ভালো আছেন; দেখা যাক, কেহ কোন ক্লু দিতে পারেন কিনা।

৫| ১৫ ই মে, ২০১৯ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: না তার সম্পর্কে কিছুই জানি না।
মনে হয় ব্লগের সমসয়ার কারনে আসতে পারছেন না।

১৫ ই মে, ২০১৯ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


সম্ভব

৬| ১৫ ই মে, ২০১৯ রাত ১০:০৯

বলেছেন: ব্লগের "আত্মার কবি" বাহ দারুণ বলেছেন সিনিয়র ব্লগার,

মহানুভবতার পোস্টে লাইক...


সনেট কবি,ঠাকুর মাহমুদ ওদের কোন খোঁজ খবর কারো কাছে আছে নাকি!!

১৫ ই মে, ২০১৯ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:


খায়রুল আহসান সাহেব আসলেই আমাদের আত্মার কবি।

সনেট কবিকে নাকি অন্য ব্লগে দেখা গেছে; আশাকরি উনি ভালো আছেন; ঠাকুর মাহমুদও বেশ কইছু সময় ব্লগে নেই।

৭| ১৫ ই মে, ২০১৯ রাত ১০:২০

নাহিদ০৯ বলেছেন: সম্ভবত ব্লগের ব্যান এর কারনে আসতে পারছেন না। আমরা এদিক সেদিক ঘুরিয়ে আসলেও অনেকেই আসতে পারছেন না। তাদের অবস্থাটাও জানাতে পারছেন না।

বিকল্প কোন যোগাযোগ হিসেবে জানি উনি ক্যাডেট কলেজ ব্লগে নিয়মিত লিখতেন। ওখানে খোঁজ নেয়া যেতে পারে।

১৫ ই মে, ২০১৯ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:



একটু খোঁজ নেন।

৮| ১৫ ই মে, ২০১৯ রাত ১০:৩৮

নজসু বলেছেন:



ব্লগের সমস্যা কেটে গেছে।
আশা করি প্রিয় কবি এখন ব্লগে চলে আসবেন।
আমাদের সবার এতো এতো ভালোবাসা উনি সবসময় মূল্যায়ণ করে চলেছেন।

১৫ ই মে, ২০১৯ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগে কি সরাসরি প্রবেশ করা যাচ্ছে?

৯| ১৫ ই মে, ২০১৯ রাত ১০:৫৬

খেয়া ঘাট বলেছেন: সবাইকে চাপ দিতে দিতে একদিন নিজেই চ্যাপ্টা হয়ে যাবেন।

১৬ ই মে, ২০১৯ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:



সম্ভাবনা আছে; আমি কিছুদিন ব্লগে না থাকলে, মিষ্টি (মিষ্টির ছবি) বি্তরেণের সম্ভাবনা আছে!

১০| ১৫ ই মে, ২০১৯ রাত ১০:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ব্লগার খায়রুল আহসান সাহেব আশা করি শীঘ্রই ফিরে আসবেন।

মডারেটর এ সম্পর্কে ভালো জানবেন।

আপনি আশা করি ভালো আছেন।

১৫ ই মে, ২০১৯ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ভালো আছি; দেখা যাক, উনি কোথায়, কেমন আছেন!

১১| ১৫ ই মে, ২০১৯ রাত ১১:০৩

নতুন নকিব বলেছেন:



তিনি ফিরে আসুন।

আপনাকে ধন্যবাদ।

১৫ ই মে, ২০১৯ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:



ফেইসবুকে কি খোঁজ করা যায়?

১২| ১৫ ই মে, ২০১৯ রাত ১১:৪৬

সাহিনুর বলেছেন: এনাকে,সনেট কবি কে আর সত্যি অনেক দিন ধরে দেখি না , এমন আরো অনেক আছে

১৬ ই মে, ২০১৯ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:


শুনলাম, সনেট কবিকে অন্যত্র দেখেছেন এক ব্লগার; অনেক ব্লগারই টেকনিক্যাল সমস্যার জন্য ব্লগের বাহিরে আছেন।

১৩| ১৬ ই মে, ২০১৯ রাত ১২:০২

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: Last seen on Facebook on April 19. Sorry for writing in English. Can't access Avro at the moment.

১৬ ই মে, ২০১৯ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, ঐ সময়ে উনি ব্লগেও ছিলেন; এরপর ফেইসবুকে দেখা না গেলে তো, চিন্তার বিষয়।

১৪| ১৬ ই মে, ২০১৯ রাত ১২:১৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আমি একটা চিটি লিখে দেখতে পারি ফেসবুকে। আমার ফ্রেন্ডলিস্টে নেই যদিও। তবে খোঁজ নিতে ক্ষতি কি।

১৬ ই মে, ২০১৯ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই, খবর পেলে আমাদের জানাবেন।

১৫| ১৬ ই মে, ২০১৯ রাত ১২:২৪

পথিক প্রত্যয় বলেছেন: যেখানেই থাকুক ভাল থাকুক

১৬ ই মে, ২০১৯ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, উনি ভালো আছেন।

১৬| ১৬ ই মে, ২০১৯ রাত ১২:২৮

পথিক প্রত্যয় বলেছেন: উনার প্রোফাইলে গিয়ে দেখলাম উনি একজন হেভিওয়েট ব্লগার । কবিতা সমসাময়িক কিংবা জীবনের গল্প বলে গেছেন অনবদ্য দক্ষতায় আপন মহিমায় ।

১৬ ই মে, ২০১৯ রাত ১২:৩২

চাঁদগাজী বলেছেন:


উনি ব্লগারদের মাঝে আলোকিত একজন।

১৭| ১৬ ই মে, ২০১৯ রাত ১২:৩১

নতুন বলেছেন: আশা করি উনি সুস্হ আছেন....

আবার ফিরে আসবেন।

১৬ ই মে, ২০১৯ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:


উনি ভালো আছেন, অবশ্যই; ১ মাসের মতো ব্লগে না দেখে খবর নিচ্ছি

১৮| ১৬ ই মে, ২০১৯ রাত ১:৫২

ওমেরা বলেছেন: আসলেই উনি ব্লগের রত্ন। আশা করি উনি সুস্থ্য আছেন , ইনশাআল্লাহ! উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন।আপনাকে অনেক ধন্যবাদ।

১৬ ই মে, ২০১৯ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, ব্লগে প্রবেশের সমস্যায় আছেন।

১৯| ১৬ ই মে, ২০১৯ রাত ২:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই পোষ্টের মাধ্যমে আপনি সত্যি যে একজন ভালো মনের মানুষ তা প্রমাণ রেখে গেলেন। আমিও ওনাকে খোঁজছি।খায়রুল আহসান ভাই আমারও একজন প্রিয় ব্লগার।

১৬ ই মে, ২০১৯ রাত ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


ব্লগের এডমিনের সাথে কি উনার যোগাযোগ আছে?

২০| ১৬ ই মে, ২০১৯ রাত ৩:১৮

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আমি কোন সিম কোম্পানির সিম দিয়ে ব্লগে আস্তে পারি না। যাত্রা বাড়ি , জুরাইন । শ্যামপুর , কদম তলী এলাকায় কোন ব্রড ব্যান্ড লাইনে সামু আসে না- কিছু লেখতে হলে আমাকে ভি পি এন এ গিয়ে প্রবেশ করতে হয় । মাঝে মাঝে পারি না। আমার মনে হয় ভাই জান আমার মতো সমস্যায় আছে-

১৬ ই মে, ২০১৯ রাত ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:



সেটাই মনে হচ্ছে, ভিপিএন ঝামেলা; একবার আমাকে কাজের জন্য ভিপিএন ব্যবহার করতে হয়েছিলো, অনেক ঝামেলা

২১| ১৬ ই মে, ২০১৯ রাত ৩:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঠিক বলতে পারছি না। এখন পর্যন্ত কোন এডমিনকে দেখেনাই মন্তব্য করতে। যেখানেই থাকুক ভাল থাকুক।

১৬ ই মে, ২০১৯ ভোর ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, উনি এই পোষ্ট দেখলে ফেইসবুকে কাউকে বা কাউকে জানাবেন; আমার অবশ্য ফেসবুক নেই।

২২| ১৬ ই মে, ২০১৯ ভোর ৫:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার মনে হয় উনি শারীরিক কোন সমস্যায় রয়েছেন । উনার মত এই ব্লগে অনুপস্থিত আছেন ব্লগার সনেট সনেট কবি। সবারই ফিরে আসা উচিত। সবার শুভ প্রত্যাবর্তন কামনা করি।

১৬ ই মে, ২০১৯ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


উনি ভালো আছেন; ২৫ নং মন্তব্যে, ব্লগার স্রাঞ্জি সে বলেছেন, উনি কাশ্মীর গিয়েছিলেন, ফেইসবুকে সচল আছেন।

২৩| ১৬ ই মে, ২০১৯ ভোর ৬:০১

নজসু বলেছেন:



জ্বী শ্রদ্ধেয়, আমি সরাসরি ব্লগে আসতে পারছি।

১৬ ই মে, ২০১৯ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, আইএপি'রা জব্বার সাহেবের কথা শুনছেন না, জব্বারের চাকরী চলে যাবে।

২৪| ১৬ ই মে, ২০১৯ সকাল ৭:০৬

ডঃ এম এ আলী বলেছেন: তিনি এ ব্লগের সকলের প্রিয় একজন ব্যক্তিত্ব ।
সম্ভবত রমজান মাসে উনি ব্লগে কম বিচরন করেন ।
আশা করি উনি সুস্থ্য আছেন , কামনা করি
উনি আবার সরব হবেন আমাদের মাঝে।

১৬ ই মে, ২০১৯ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:



খবর পাওয়া গেছে, উনি ভুস্বর্গে গিয়েছিলেন, এখন নরকে ফিরে আসবেন।

২৫| ১৬ ই মে, ২০১৯ সকাল ৮:০৮

স্রাঞ্জি সে বলেছেন:


চাঁদগাজী সাহেব, উনাকে নিয়ে দুঃশ্চিতার কোন কারণ নাই। উনি ভালোই আছেন। সাম্প্রতিক মনে হয় তিনি কাশ্মীর গেছিলেন পরিবার নিয়ে। তিনি ফেইসবুকে এক্টিভ থাকেন নিয়মিত।

গত পরশু একটা ফেইসবুকে পোস্ট দিয়েছেন। কাশ্মীর ভ্রমণ নিয়ে। হয়তো শীঘ্রই ব্লগে সেই পোস্ট পাবেন। কাশ্মীর ভ্রামণ সম্পর্কে।

দ্রঃ ব্লগার বিদ্রোহী ভৃগু'র ভাইয়ের সাথে মাঝেমধ্যে কথাবার্তা হয় মনে হয়।

অনিঃশেষ, ব্লগার খায়রুল আহসান অতিশীঘ্রই ফিরে আসবেন ব্লগে। ধরে রাখেন।

১৬ ই মে, ২০১৯ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:



ভালো খবর, উনি ভালো আছেন জেনে খুশী হলাম।
ব্লগার ভৃগুর সাথে উনার যোগাযোগ আছে বলে মনে হয় না; ভৃগুর সাথে যোগাযোগ থাকলে উনি কাশ্মীর যাবার কথা নয়, যাবার কথা আজমীর।

২৬| ১৬ ই মে, ২০১৯ সকাল ১০:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খায়রুল আহসান সাহেবের অনুপস্থিতি আমিও খেয়াল করেছি। ব্লক হবার পরেও উনাকে ব্লগে দেখা গেছে। আশংকা করছি, উনি হয়তো অসুস্থ (আল্লাহ না করুন)। সেরকম হলে উনার রোগমুক্তি কামনা করছি।

১৬ ই মে, ২০১৯ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


ভালো খবর দিয়েছেন ব্লগার স্রাঞ্জি, উনি কাশ্মীর গিয়েছিলেন।

২৭| ১৬ ই মে, ২০১৯ সকাল ১০:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২৫ নম্বর কমেন্টে ব্লগার স্রাঞ্জি সের দেওয়া তথ্য আগে খেয়াল করিনি। এখন আশ্বস্ত হলাম।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


ঐ মন্তর‌্যটা আমি আপনার পরে দেখেছি, সুখবর

২৮| ১৬ ই মে, ২০১৯ দুপুর ১২:১৩

তারেক_মাহমুদ বলেছেন: উনি একবাক্যে ব্লগের সকলের প্রিয় মানুষ, উনি সবারই পুরানো পোস্টগুলোতে মন্তব্য করেন যেটা অনেকেরই ভাললাগে। আশাকরি অচিরেই উনার পোস্ট পাবো।

১৬ ই মে, ২০১৯ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:

ব্লগার স্রাঞ্জি সুখবর দিয়েছেন, তিনি ভালো আছেন।
উনি অন্যদের পুরানো পোষ্টও পড়েন? আমি তো মনে করেছিলাম, শুধু আমার পুরানো পোষ্ট পড়েন!

২৯| ১৬ ই মে, ২০১৯ দুপুর ১২:২৪

জুন বলেছেন: আশা করি শীঘ্রই উনি ফিরে আসবেন তার প্রিয় লেখালেখির জায়গায়। মিস করছি উনার বুদ্ধিদীপ্ত মন্তব্যের সাথে ওনাকেও।

১৬ ই মে, ২০১৯ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



উনি কাশ্মীরে ছিলেন (২৫ নং মন্তব্য), ভালো হলো, আমরা কাশ্মীর সম্পর্কে জানতে পারবো; কাশ্মীরের মানুষ ভীষণভাবে পেছনে পড়ে গেছে।

৩০| ১৬ ই মে, ২০১৯ দুপুর ২:০৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ২৫ নাম্বার মন্তব্য


আমি আগেই বুঝেছিলাম, খায়রুল সাহেব ভ্রমনে গেছেন। আপনিও পোষ্টে উল্ল্যেখ করেছেন যে, উনি দেশে বিদেশ ভ্রমনে যান।
তিনি একজন সত্যিকারের ভদ্রলোক।

১৬ ই মে, ২০১৯ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:



উনি সত্যিকারের ভদ্রলোক, এই ব্যাপারে আমার সন্দেহ নেই; তবে, ব্লগার ভৃগুর সাথে উনার উনার যোগাযোগ থাকায় আমি একটু চিন্তিত, ব্লগার ভৃগু মানুষের লব্ধ জ্ঞানের বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে বসে আছেন।

৩১| ১৬ ই মে, ২০১৯ বিকাল ৪:১৯

পথিক প্রত্যয় বলেছেন: উনি ব্লগে প্রবেশ করতে পারছেন না। সবাইকে ধন্যবাদ জানিয়েছেন । উনার ফেসবুক পেইজে কথা হয়েছে

১৬ ই মে, ২০১৯ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


ভালো খবর।

৩২| ১৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যাক নিশ্চিন্ত হয়ে গেল। অন্তত 25 নম্বর মন্তব্যকারী উল্লেখ করেছেন যে উনি সুস্থই আছেন। কাশ্মীর ঘুরে বেড়াচ্ছেন। উনার সময় গুলো আনন্দে কাটুক। আপনার জন্য শুভকামনা রইল।

১৬ ই মে, ২০১৯ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:

সুখবর

৩৩| ১৬ ই মে, ২০১৯ রাত ৮:১৮

প্রামানিক বলেছেন: এই মাত্র খায়রুল আহসান ভাইয়ের সাথে ফোনে কথা বলেছি তিনি ভালো আছেন, ব্লগে তিনি ঢুকতে পারছেন না, তবে চাঁদগাজী ভাইয়ের পোষ্টের কথা আমি উনাকে জানিয়ে দিয়েছি। ব্লগারদের খোঁজখবর রাখার জন্য পোষ্ট দেয়ায় চাঁদগাজী ভাইকে অসংখ্য ধন্যবাদ।

১৬ ই মে, ২০১৯ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


শুনে খুশী হলাম।

৩৪| ১৬ ই মে, ২০১৯ রাত ৮:৩৮

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রামনিক ভাই।

উনার ভালো আছেন জেনে ভালো লাগলো।

পরবর্তীতে কথা হলে সালাম পৌছিয়ে দিবেন।

১৬ ই মে, ২০১৯ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


বয়স হচ্ছে, শারীরিক অসুবিধা ইত্যাদি হওয়া স্বাভাবিক, তাই খবর নিলাম।

৩৫| ১৬ ই মে, ২০১৯ রাত ১০:৫২

আপেক্ষিক মানুষ বলেছেন: লেখক বলেছেন:



সম্ভাবনা আছে; আমি কিছুদিন ব্লগে না থাকলে, মিষ্টি (মিষ্টির ছবি) বি্তরেণের সম্ভাবনা আছে!


আপনি ব্লগে কিছুদিন না আসলে কিছু মানুষের খুব বেশি কষ্ট হবে যার ভিতরে আমি অন্যতম। আমি সামুতে ঢুকলেই আগে আপনাকে খুজি, যেকোন পোস্টেই আপনার মন্তব্য গুলো পড়ি। ভাল লাগে আপনার কথা গুলো।

স্যার খায়রুল আহসান ভাল আছেন জেনে ভাল লাগছে, আমিও ওনার অনুপস্থিতিতে চিন্তিত ছিলাম।

১৭ ই মে, ২০১৯ রাত ১২:৪১

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।

৩৬| ১৭ ই মে, ২০১৯ দুপুর ১২:৩৬

জাহিদ অনিক বলেছেন: বাহ । আপনার এই পোষ্টের মাধ্যমে আমিও জানতে পারলাম কবি খায়রুল আহসান এর ব্লগে না আসার কারণ। আশা করছি তিনি ফিরে আসবেন ব্লগে দ্রুতই। শুভ কামনা তাঁর জন্য।

আপনার জন্যও শুভেচ্ছা ও ধন্যবাদ

১৭ ই মে, ২০১৯ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


সুখবর, তিনি ভালো আছেন।

৩৭| ১৯ শে মে, ২০১৯ ভোর ৫:৪৯

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: উত্তর পেয়েছি, "আমি আল্লাহ রাব্বুল 'আ-লামীন এর অপার দয়ায় সুস্থ আছি এবং এখনো কিছু কিছু লেখালেখি করে চলেছি। তবে সামহোয়্যারিনব্লগে ঢুকতে পারছিনা বলে সেগুলো প্রকাশও করতে পারছি না। আর আমি ব্লগে ঢোকার কোন বিকল্প পন্থা চেষ্টা করে দেখতেও ইচ্ছুক নই।
চাঁদগাজীকে ধন্যবাদ, যে তিনি আমার শরীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। সম্ভব হলে তাঁকে আমার হয়ে এ ধন্যবাদটুকু জানিয়ে দেবেন প্লীজ।"

দুঃখিত, ব্যস্ত থাকায় দু'দিন দেরিতে জানালাম।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:



উনার দেয়া বক্তব্য জানানোর জন্য ধন্যবাদ

৩৮| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৫:৩১

খায়রুল আহসান বলেছেন: আমাকে নিয়ে আপনি এতটা ভেবেছেন এবং আমার সম্বন্ধে এত ভাল ভাল কথা বলেছেন, সেজন্য সত্যি খুবই অভিভূত হ'লাম।
যারা ব্লগে আমার এই চার সপ্তাহের অনুপস্থিতিতে আমাকে নিয়ে ভেবেছেন, আমার অনুপস্থিতি অনুভব করেছেন, উৎকন্ঠা ও উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের প্রত্যেকের কাছে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এ সহমর্মিতার কাছে আমি ঋণী হয়ে রইলাম। ভাল থাকুন সবাই, নিরাপদে থাকুন!!!

২৩ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা আপনাকে আপন করে নিয়েছেন, আপনার অনুপস্হিতে সবাই চিন্তিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.