নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আপনারা সবাই কেমন আছেন?

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮



এই পোষ্টটি অনেকটা পরীক্ষামুলক পোষ্ট, পোষ্টটি প্রকাশিত হবে কিনা আমি জানি না, ক্লিক করার পর বুঝা যাবে! আমি প্রবাস থেকে সামুতে প্রবেশ করতে পারিনি বেশ কিছুদিন; এই মহুর্তে চেষ্টা করার পর, লগিন করতে পেরেছি! দেখছি গত মাসের ২৯ তারিখের পরের কোন পোষ্ট নেই; আপনারা কি লিখতে পারছেন? আমি ১৩ জন ব্লগারকে লগিন করা অবস্হায় দেখছি! আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন?

মন্তব্য ৯০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো :)

আপনাকে মেইল করেছিলাম। উত্তর পাইনি।

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


আমাকে দেখতে হবে, আপনি সঠিক ইমেইলে লিখেছেন কিনা! ভালো থাকুন।
আমাদের মানুষকে যারা পেছেন টেনে রাখার চেষ্টা করছে, তারা খড়কুটার মতো হেরে যাবে

২| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

রাকিব আর পি এম সি বলেছেন: আমরাও একই ধরনের সমস্যায় পড়েছিলাম। অবশেষে প্রিয় সামুতে প্রবেশ করতে পারলাম।

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


ভাললো থাকুন; সামনে আরো সমস্যা আসবে হয়তো; তবে, মানুষ সঠিক পথ বের করবেই করবে।

৩| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

বলেছেন: আপনাকে ধন্যবাদ।।।

সবাই আপনাকে মিছ করছিলো।।

সামু ফিরে আসায় ভালো লাগলো।।।

ভালো থাকুন।।।

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


সবাই ভালো থাকুন; আমি অপেক্ষা করছিলাম।; সবাইকে ধন্যবাদ

৪| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা এই তিন দিন সামু ফেবু গ্রুপে থেকে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছি।

সেখানেও আপনার অদৃশ্য উপস্থিতি ছিল। আপনাকে নিয়ে পোষ্ট হয়েছিল মিসিং চাঁদগাজি ভায়া :)

তিন/চারদিনের শুন্যতা যেন কত যুগ পর নিজেদের ফিরে পাওযার মতো আপন অনুভব জাগিয়ে দিল :)

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের জন্য কঠিন সময় যাচ্ছে; তবে, যারা এসব অন্যায় করছে, তারা সুখী হবে না। আমাকে স্মরণ করার জন্য সবাইকে ধন্যবাদ; এই জেনারেশন টিকে থাকবে।

৫| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শেষ পর্যন্ত সামুর জয় হয়েছে। ষড়যন্ত্রকারীরা পরাস্ত হয়েছে। আপনাকে ধন্যবাদ চাঁদগাজী সাহেব।

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনাকে ও সবাকে শুভেচ্ছা; ব্লগারেরা পাহাড়িয়া নদীর মতোন, এঁদের বন্দী করার চেষ্টা করা, মহাভুল হবে।

৬| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ কী যে খুশি লাগতাছে আলহামদুলিল্লাহ

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


অনেক ভালো লাগছে! যারা ব্লগারদের লেখার আনন্দ বুঝে না, ওরা ঝরাপাতা

৭| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

নূর আলম হিরণ বলেছেন: ভালো আছি, এই সমস্যার স্থায়ী একটা সমাধান হওয়া উচিত।

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


সময় লাগবে, কপটেরা ক্ষমতা পেলে সবার জীবন কঠিন হয়ে যায়।

৮| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: মারাত্মক কষ্ট পেয়েছি। সে কথাটি বলে বোঝাতে পারব না। সামুর ফেসবুক পেজে ছিলাম দুদিন । কিছুতেই মন বসাতে পাচ্ছিলাম না।
এই মুহূর্তে শ্রদ্ধেয় ভৃগু ভাইয়ের ফেসবুকে একটি কমেন্ট দেখে চলে এলাম।

আহা কি আনন্দ আকাশে বাতাসে।

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


সৃজনহীনদের জন্য বসন্ত আসে না; সেজন্য ওরা সৃষ্টির আনন্দ বুঝে না; ওরা সব সময় পরাজিত হয়; সামনেও ওরা হেরে যাবে।

৯| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০১

তারেক_মাহমুদ বলেছেন: আপনি আশাকরি ভাল আছেন, আমরা এ কয়দিন ধরে ফেসবুকে ছিলাম আর আপনাকে মিস করছিলাম।

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


আমাকে মনে রাখার জন্য সবাইকে ধন্যবাদ; সামনেও হয়তো কষ্টকর সময় আসবে; তবে, ব্লগারদের ঠেকেনো সম্ভব হবে না, ইহা পাহাড়িয়া নদীর স্রোত

১০| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

ভুয়া মফিজ বলেছেন: আপনার শেষ পোষ্টে (বেকারত্ব নিয়ে ভাবুন টাবুন......) একটা মন্তব্য করে এসেছি। :)

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ। আরো অনেক বাধা আসবে হয়তো, আমাদের বাঁধন টিকে থাকবে।

১১| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

উম্মে সায়মা বলেছেন: পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পোস্টটি :) সবাই সামুকে ফিরে পেয়ে আনন্দে আছে.....

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা যেভাবে আনন্দিত হয়েছে, সৃষ্টিহীনরা সেটা অনুভব করতে পারবে না। আমরা সবাই ভালো থাকবো।

১২| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: : বেশ কয়েকদিন ধরে প্রবেশ করতে না পেরে আমি হতাশ হয়ে পড়েছিলাম। আজকে খুব ভালো লাগছে ।আপনাকে ধন্যবাদ

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:


আমি মনে মনে অনেক ব্যথা পেয়েছি; তবে, ব্লগিং বন্ধ করা সম্ভব নয়; যারা এসব করছে, ওরা নিজের থেকেই ভীত হয়ে যাবে।

১৩| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আলহামদুলিল্লাহ । আমি ভালো আছি। সম্ভবত আপনি খুব ভালো আছেন । আপনাকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে । সবার জন্য শুভ কামনা। সামহোয়্যারইনব্লগ দীর্ঘজীবী হোক।

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


সবাই ভালো থাকুক; জাতিকে পেছনে টানা কখনো সঠিক কাজ নয়।

১৪| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ইমেইল পেয়েছিলেন?

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


স্যরি, পাইনি

১৫| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

কালো যাদুকর বলেছেন: কেউ কি একটু বলবেন কেন সামু unreachable ছিল? বিদেশ থেকে তো available থাকার কথা। যদিনা ব্লগের ওনার কোন কারনে এটি মেরামতের জন্য বন্ধ রাখেন। কিছুই বুজলাম না।

আমি এখনো অন্ধকারে আছি।

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, সামুর নিজস্ব সমস্যা নয়।

১৬| ০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সার্ভার ডাউন ছিলো বোধহয়। আমিও ফেসবুকে সামুর সাথে ছিলাম।

০৩ রা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


সামুর ব্যাপারে নিয়মিত আপডেট দেয়া সম্ভব হলে ভালো হয়

১৭| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:০১

মনিরা সুলতানা বলেছেন: ভালো আছি ভাইয়া !!!
ইয়ে এএ কি আনন্দ আকাশে বাতাসে !!!

আশা করছি আপনিও ভালো ছিলেন ? ফেসবুক গ্রুপে আপনাকে মিস করেছি অনেক !!

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


ফেইসবুক গ্রুপের সবার জন্য শুভেচ্ছা রলো, সবাই আমাকে স্মরণ করেছেন, সবাইকে ধন্যবাদ। আমরা সবাই আজকে আনন্দিত; আমরা হয়তো আরো কষ্টকর পরিস্হিতির মাঝ দিয়ে যাবো; কিন্তু আমরাই দিবাশেষে জাতির কথা ভাববো, বলবো; এটাই আমাদের আনন্দ।

১৮| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: যাক বাবা, তাহলে spam এ চলে গেছে !

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


যোগাযোগ হবে, আপনি কোথায়?

১৯| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:০৬

কালো যাদুকর বলেছেন: লেসন লার্ন আমার জন্য:
১. সব লেখা ব্যাকআপ করা।
২. সামু ফেইসবুকে নিজেকে যুক্ত করা
৩. সম্ভব হলে একটা alternative সার্ভার বানানো। যেমন, http://www.somewhereinblog1234.net, এবং এই সার্ভার কে রেডিরেক্ট করা, যখন সামু ডাউন। ( ব্লগ ওনার এটা consider করতে পারেন).
৪. সব ব্লগারদের ফেইসবুক এ add Kora।

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:



দরকারী প্রস্তাব।

২০| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:০৯

কাওসার চৌধুরী বলেছেন:



গত তিন চার দিন থেকে কেউ ব্লগে ঢুঁকতে পারেনি। এজন্য অজানা শঙ্কা ভর করেছিল আমাদের মনে। কষ্ট আর অপমানে ব্লগারদের মনের অবস্থা খুবই খারাপ ছিল। কাভা ভাই সবাইকে একটি প্লাটফর্মে রাখতে ফেইসবুকে সামহোয়্যারইন নামে একটি গ্রুপ খোলেন; এতে অনেক ব্লগার সম্পৃক্ত হোন। আমি সহ অনেক ব্লগার আপনার খবর নেওয়ার চেষ্টা করেছি কিন্তু ফেইসবুকে আপনার কোন একাউন্টের খোজ পাইনি। আশা করি ভালো আছেন। ব্লগটা ঠিকে থাকুক বছরের পর বছর ধরে হাজারো গুণী মানুষের লেখা দিয়ে। আমরা চাই মুক্তবাক; মুক্ত প্লাটফর্ম; মুক্ত মানুষ; মুক্ত বাংলাদেশ। ব্লগ না থাকলে এই চেতনার মৃত্যু হবে।

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ সবাইকে।

খারাপ সময়ের জন্য একটা ফেইসবুক আইডি হয়তো দরকার হবে। ব্লগাররা যাতে সাময়িক সমস্যার কারণে যোগাযোগ হারিয়ে না ফেলেন, সেটার জন্য গ্রুপটার দরকার ছিলো, ভালো পদক্ষেপ; ব্লগারেরা নিজেদের মাঝে যোগাযোগের পথ বের করে নেবেন।

২১| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:০৯

শায়মা বলেছেন: ভাইয়া উই মিসড ইউ আ লট!!!!!!!!

আজ তোমাকে মেইল করতাম । সামু ফেসবুকে জয়েন করার জন্য!

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



আমি ঋনী হয়ে যাচ্ছি; আমরা সবাই এক অদৃশ্য মায়ায় আটকা পড়েছি; আমিও আপনিসহ সবাইকে মিস করেছি

২২| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আছি, কোনো এক খানে। ভাবলাম আমার ইউনিভার্সিটির ইমেইল দিবো বা ডেভেলপারটা। ঐ ইমেইলটা টেম্পোরারি। এখন ওটাই চালাচ্ছি। পরে একটা জেনুইন ইমেইল দিবো। ওটায় যোগাযোগ করতে পারেন।

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে।

২৩| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: মাঝে মাঝে মনে হয় সামহোয়ারইনব্লগের এতো শত্রু কিভাবে হলো? জামাতের কান্ডারীদের কি চোখে পড়েনা দেশে প্রিন্টিং মিডিয়া তাদের সম্পর্কে কি লিখে কি ছাপায়, সামহোয়ারইনব্লগ এখানে পরোক্ষ, প্রত্যক্ষভাবে বা কোনোভাবেই দায়ী নয়। ইন্টারনেটে দুইটা ক-খ-গ-ঘ লেখার মতো যাদের হাতে মোবাইল ফোন আছে তারাই সংবাদিক আর মোবাইল ফোনে ফটোগ্রাফার - এটি দেশের আসহ বিপদ সংকেত আর তার অনাদায়ী জের টানতে হবে আরো অর্ধশতক বছর - যদি আজতে থেকে সংশোধন শুরু হয় !!!

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


প্রতিটি ক্ষমতাধর বাংগালী চান, অন্য কেহ যেন উনার সমান না জানেন, অন্য পরিবারের ছেলেমেয়েরাযেন উনার পরিবারের ছেলেমেদের থেকে যেন কম পড়ালেখা করে

২৪| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৪১

হাবিব বলেছেন: এ বাঁধন যাবে না ছিঁড়ে

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


এটি একটি শক্ত বাঁধন, লেখকদের অনুভবতা অনেক সুক্ষ্ম

২৫| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৪৬

নীল বরফ বলেছেন: আমি তো আমার ইন্টারনেট সার্ভিসের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে ওদের উপর চড়াও হয়েছিলাম। আমি সামুতে ঢুকতে না পেরে আমার বন্ধমুল ধারনা হলো এটা আমার আইএসপির কাজ!!!। :-B । আমি সোজা জিজ্ঞেস করলাম বাংলাদেশ নামক ছোট দেশ থেকে কি তোমরা কোনো সরকারী আদেশ/নির্দেশ পেয়েছো নাকি কিছু ওয়েবসাইট ব্লক করে দেবার জন্যে!। পরে আমাকে আশস্ত করলো যে এরকম কিছুই না।
এখন আবার সামুতে ফিরে আসতে পেরে ভীষন ভালো লাগছে।

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


এই প্রচন্ড ভালোবাসা মানুষের মনকে সুন্দর করে দেয়।

২৬| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৪৬

ঢাবিয়ান বলেছেন: আশা করি ব্লগ কতৃপক্ষ সবাইকে খুলে বলবে যে কি হয়েছিল। দেশ থেকে যদি ব্লগ অপারেট করা কঠিন হয় তাহলে বিদেশে থাকা টেকনিকাল ব্লগারদের সাহায্য নেয়া যেতে পারে । সেক্ষেত্রে ব্লগ বন্ধ করা সম্ভব হবে না। ইন্টারনেটের এই যুগে বাক স্বাধীনতা কেড়ে নেয়াটা এক প্রকার অসম্ভব এখন।

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


লেখকদের বাধা দেয়া বেকুবের কাজ, বেকুবেরা সাগরে মাটির বাঁধ দেয়ার চেষ্টা করছে।

২৭| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
আমি ভালো আছি। ক্রিকেটে ভারতের সাথে হেরে খুব মন খারাপ হয়েছে। মাত্র ২৮ রানের জন্য হেরে গেলাম।

হুট করে সামু বন্ধ হয়ে যাবার পর ফেসবুকে একটা পেজ খোলা হয়েছিল। সেখানে সবাই আপনার কথা বলেছে। আপনাকে খুব মিস করেছে সবাই। মোটামোটি সামুর সেই পেজে অনেক ব্লগার এসে উপস্থিত হয়েছেন। আমিও ছিলাম।

এদিকে আমার মেয়েটা ভীষন অসুস্থ। ডেঙ্গু জ্বর। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। খুব মানসিক কষ্টে আছি। আজ ছয় দিন হয়ে গেল।

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


মেয়ের সাথে থাকেন; পরীর দ্রুত সুস্হতা কামনা করছি।

আমাকে স্মরণ করার জন্য সবার কাছে আমি অনেক অনক কৃতজ্ঞ/
ব্লগিং বন্ধ করার অপচেষ্টা করে অনেকেই মানসিক যাতনার শিকারে পরিণত হবে মাত্র।

২৮| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: আমি এবং আমরা সবাই ভাল আছি। ধন্যবাদ। আপনার এ পোস্ট সফলভাবে ব্লগে স্থান করে নিয়েছে।
আমি মনে মনে অনেক ব্যথা পেয়েছি; তবে, ব্লগিং বন্ধ করা সম্ভব নয়; যারা এসব করছে, ওরা নিজের থেকেই ভীত হয়ে যাবে (১২ নং প্রতিমন্তব্য)- প্রথম কথাটা আমিও অনুভব করেছি এবং পরের কথাটা উপলব্ধি করেছি, ফেইসবুক পেইজে সামু ব্লগারদের মধ্যে চলমান পারস্পরিক মিথষ্ক্রিয়া দেখে।
৩০ জুন ১৯ তারিখে "সামহোয়্যারইন ব্লগ গ্রুপ" নামে একটি ফেইসবুক গ্রুপ খোলা হয়েছিল। সেখানে গিয়ে দেখি, একে একে এ ব্লগের অনেকেই সেখানে আসছেন এবং তাদের লেখা দিচ্ছেন, সেই সাথে ব্লগটাকে একেবারে, দেশে বিদেশে সবার জন্য বন্ধ করে দেয়ার বিরুদ্ধে তাদের ক্ষোভ, হতাশা আর ক্রোধ প্রকাশ করছেন। আমিও আমার উষ্মা প্রকাশ করলাম এই বলে- "আজ এই গ্রুপে যোগদান করে বুঝতে পারলাম, ক্ষমতাবান অপশক্তি মানুষের কন্ঠ ও কলমকে স্তব্ধ করে দেয়ার অপচেষ্টায় আপাতঃ বিজয়ী হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, এ বিজয় বেশীদিন স্থায়ী হবার নয়। জাগ্রত মানুষের কন্ঠ ও কলমকে কেউ চিরকাল স্তব্ধ করে রাখতে পারে না।"
আমার কথাটা আজ বিকেলেই সত্যে পরিণত হলো। ব্লগ আজ আবার উন্মুক্ত হলো, সন্ধ্যের পরে লগ-ইন করলাম।
আপনি যখন লগ-ইন করেছিলেন, তখন ব্লগে উপস্থিত ছিল মাত্র ১৩ জন। এখন সেটা ৩০ জনে উন্নীত হয়েছে। আরো বাড়বে শীঘ্রই।

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


এই স্বপ্প সময়ে, সবাই সবাইকে মিস করেছেন: এটি একটি ভালোবাসার, সন্মানের বন্ধন।

অতীতকাল থেকে আজ অবধি, লেখকেরাই মানুষকে পথ দেখায়েছেন, আশা যুগিয়েছেন, স্বপ্ন দেখায়েছেন, কষ্ট ভুলায়ে দেয়ার চেষ্টা করেছেন, নতুন জীবনের কথা বলেছেন; এই বিশাল শক্তির বিপক্ষে যারা দাঁড়ায়, তারা যুগের সেরা বেকুব মানুষ।

আপনার ভাবনা ঠিক আছে, এরা স্রোতের মুখে ক্ষণিকের বালির বাঁধ মাত্র; আমরা সব সময় পথে খুঁজে পাবো, প্রয়োজনে নিজেদের অধিকার রক্ষায় নামবো। আসলে, আমি আমাদের এমপি'র সাথে কিছুটা আলোচনা করেছি, উনি কিছুটা অসুস্হ (চিকিৎসাধীন আছেন) থাকায় পুরো ব্যাপার নিয়ে কথা বলিনি; শীগ্রই উনার সাথে এই ব্যাপারে আলাপ হবে।

২৯| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:১৬

এলিয়ানা সিম্পসন বলেছেন: গুড।

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


শুভেচ্ছা নেবেন; সব ঠিক মতো চলছে? এখন ছুটি, নাকি ক্লাশ নিচ্ছেন?

৩০| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগার রূপক বিধৌত সাধুর সাথে আপনার কথা হয়েছিল নাকি?

০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, রূপক থেকে ব্লগারদের খোঁজখবর কিছুটা পেয়েছি

৩১| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ভীষণ মিস করেছিলাম।
ভাল আছি, ভাল থাকুন।

০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনি ও সবাই এই ধাক্কটা সামযলে উঠেছেন শুনে ভালো লাগলো; আমি ব্লগারদের কাছে অনেক ঋণী হয়ে গেছি

৩২| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১০:৫০

হয়ত তোমারই জন্য বলেছেন: ডিয়ার চাঁদগাজী কাক্কু এই বার দয়া করে একটা ফেসবুক আইডি করেই ফেলুন ৷অনেকেই আক্ষেপ করছেন আপনার জন্য ,WELCOME & THANK YOU...... :)

০৪ ঠা জুলাই, ২০১৯ ভোর ৫:০৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা যেন একটা আক্রমণের সামনে পড়েছিলেন; উনারা হতবিহ্বল হননি, পরস্পরকে খুঁজে নিয়েছেন, একত্রে ভেবেছেন, কথা বলেছেন, এটা বিরাট একটা ব্যাপার। আমাকেও ভুলেননি, আমি আনন্দিত যে, আমার কিছু বন্ধু আছেন বাংলাদেশে ও বিশ্বময়। যোগাযোগের জন্য একটা আইডি রাখার দরকার, মনে হচ্ছে; সবার জন্য শুভেচ্ছা রলো।

৩৩| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:০৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, আপনার পোষ্ট সফলভাবেই প্রকাশ হয়েছে । এই দুঃসময়ে ব্লগটিকে সচল রাখার জন্য সকলের মধ্যে সঠিক অনুভুতি ও সে অনুযায়ী লেখালেখি করা প্রয়োজন । কারো কোন খামখেয়ালীর জন্য সকলকে যেন খেসারত পোহাতে না হয় সে বিষয়ে সচেতনতা প্রয়োজন ।

০৪ ঠা জুলাই, ২০১৯ ভোর ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


সঠিক,খারাপ সময়ে ঐক্যবদ্ধ ও হুশিয়ার থাকার দরকার।

৩৪| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ১১:২১

জাহিদ অনিক বলেছেন: ইতোমধ্যেই মন্তব্যের মাধ্যমে দেখতে পেয়েছে, সবাই আপনাকে অনেক মিস করেছেন। আমিও করেছি সবার সাথে।
যারা বলেন যে আপনার মন্তব্য তীক্ষ্ম তারা আসলেই আপনার কথাগুলো নিতে পারেন নাই বোধয়, আপনার এই পরিমাণ জনপ্রিয়তা এই কথা বলে সবাই আপনার মন্তব্য ও লেখা কতটা আগ্রহ নিয়ে পড়ে।

ব্লগ আপাতত চালু আছে, দেখা যাক! শুভ কামনা রইলো। আবার ব্লগ বন্ধ হয়ে গেলে ফেসবুকের গ্রুপে আপনাকে দেখা যাবে আশা করছি।

০৪ ঠা জুলাই, ২০১৯ ভোর ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের কাছে আমি বেশ ঋণী হয়ে গেলাম; দুর্দিনে আমরা এক হয়ে যাবো, কোন সন্দেহ নেই, সেটা প্রমাণ হয়েছে। ফেসবুকের মাধ্যমে খারাপ সময়ে সবাইকে কাছাকাছি থাকতে হবে, সেটার ব্যবস্হা হবে।

৩৫| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১২:৫৮

রাকু হাসান বলেছেন:
ভালো আছি । দুই দিন ব্লগে ঢুকতে না পেরে মনটা অনেক খরাপ ছিল । যেন ভালো লাগার শেষ আশ্রয়টুকুও কেড়ে নিল । এখন স্বাভাবিক লাগছে । আশা করছি আপনার স্বাস্থ্য ভালো আছে ।

০৪ ঠা জুলাই, ২০১৯ ভোর ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


আমি ভালো আছি, ধন্যবাদ; আশাকরি, এইসবের মধ্য দিয়ে গিয়ে, আমরা শক্তিশালী হয়ে উঠবো, ও ঐক্যের প্রয়োজনীয়তা বুঝবো।

৩৬| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মনটা ভালো না।জানি শুধু আমার একার না সবারই এক অবস্থা। ভালো থাকবেই বা কিভাবে বলুন দুইদিন পরপর এমন হলে ।
বুঝিনা আমরা ব্লগাররা কি করলাম তাদের ।আমাদের নিয়ে এত মাথা ব্যাথা কেন তাদের ।

০৪ ঠা জুলাই, ২০১৯ ভোর ৫:১২

চাঁদগাজী বলেছেন:


দেখা যাক, আগামী ২ মাসের ভেতর আমরা ২/১ যায়গায় আলাপ করে দেখবো, ওরা দেখাুক যে,জাতির প্রতি আমাদের ভালোবাসা হীরকের মত কঠিন।

৩৭| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:৩৪

নতুন নকিব বলেছেন:



ব্লগে না ঢুকতে পেরে মাঝখানের এই সময়টায় আপনার মনের অবস্থা কেমন ছিল?

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের অবস্হা বুঝার জন্য উৎগ্রীব ছিলাম; আমি কিছু করার সময়, পাশাপাশি সব সময় ব্লগে থাকার চেষ্টা করি; মন খারাপ ছিলো।

৩৮| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:৪০

রানার ব্লগ বলেছেন: আমি আপাতত ভাল আছি । তিন দিন জ্বরে বিছানায় শুয়ে কোঁ কোঁ করেছি আর কিছুক্ষন পরে নিঃশ্বাস ছেরেছি আহারে কেউ যদি এসে মাসাজ করে দিত। এখন সব ঠিকঠাক । :)

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:


ভালো খবর, জ্বর হলো মহা বিরক্তিকর বিষয়; সুস্হ থাকুন, এই কামনা রলো।

৩৯| ০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ১:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি ২৮ জুন এর পর থেকে আর সামু ঢুকতে পারি নাই ,
গত দুদিন যাবত লগিন করতে পারছি ।

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে একটা বড় ও আলাদা জেননারেশনের জন্ম হয়েছে, এটা অনেক বড় ব্যাপার।

৪০| ০৪ ঠা জুলাই, ২০১৯ বিকাল ৪:১৯

নীলপরি বলেছেন: সামু বন্ধ হওয়ার কারণে ভালো ছিলাম না । তবে এখন ভালো লাগছে । আমারও ফেবু এক্যাউন্ট নেই । তবে , আমি একা একাই আপনি সহ সবার কথা ভেবেছি । বিশ্বাস করবেন কিনা জানি না , নিউজ চ্যানেল দেখতে দেখতে ভাবছিলাম যে আপনি হয়তো এই টপিক নিয়ে লিখতেন!

সামু যে ওপেন হোলো এটাতে আবার আশাবাদী হলাম ।

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:


অনুমান করা সম্ভব, কবিকে তাঁর ভুবন থেকে আলাদা করে রাখলে কি অবস্হা হতে পারে। সামু নিয়ে আমি একজন এমপি'র সাথে সামান্য আলাপ করেছি; উনি এখন একটু অসুস্হ অবস্হায় আছেন; উনি সুস্হ হলে, উনাকে অবস্হা বুঝানোর চেষ্টা করবো; দেখা যাক, উনি বুঝলে, আমাদের জীবন একটু সহজ হতে পারে।

৪১| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৯:১২

জুন বলেছেন: আপনি সহ সবাইকে মিস করছিলাম। এত হতাশ লাগছিলো যে বলার নয়। মনে হচ্ছিল যেন মনের দরজা জানালা সব বন্ধ হয়ে গেছে। কোথায় বসবাস করি আমরা কোন জংগলে!!

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের জন্য এটাই সত্যিকার ভুবন; এটা থেকে দুরে থাকা অনেক কষ্টকর।

৪২| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,



আপনার মতোই অবস্থায় ছিলুম আমরা সবাই। তবুও প্রতিদিন সামুকে গুঁতিয়ে গেছি, যদি উঁহু আহা করে ওঠে একটু!
আসলে সামুর জন্যে প্রানটা আঁইঢাঁই করে তো, তাই গুঁতাগুতি।
যাক আমরা সবাই ভালো আছি আপাততঃ।

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:


বাংলার জন্য সুখবর, কিছু লেখক জন্ম নিয়েছেন বাংলায়।

৪৩| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ৩:২৬

আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অবশেষে সামুতে আসতে পারলাম। ঘোর অমানিশায় ছিলাম, আলো দেখে আনন্দ পাচ্ছি।

সামু দীর্ঘজীবী হোক।

০৫ ই জুলাই, ২০১৯ ভোর ৪:০৬

চাঁদগাজী বলেছেন:


ভালো থাকুন।

সামু কেহ বন্ধ করতে পারবে না, যারা বন্ধ করার চেষ্টা করছে, তারা নিজেরাই বন্ধ হয়ে যাবে; উনারা শেখ হাসিনার অধীনে চাকুরী করেন, সেটা ভুলে গিয়ে লাফাচ্ছেন!

৪৪| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৪১

নীলপরি বলেছেন: আপনার কথাটা আশা জাগালো । উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন । আশাকরি , আমাদের সাহায্য করবেন ।

০৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



আমি উনার সাথে এই ব্যাপারে পুরোপুরি আলাপ করে দেখবো।

৪৫| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫১

পুলক ঢালী বলেছেন: গাজীভাই ভাল আছি। সামুতে ঢুকতে না পেরে ভাবছিলাম এতদিন এত মানুষের সাথে যোগাযোগ লেখাজোকা সব শেষ হয়ে গেল ?
ব্লগ চালু হওয়াতে মনেহল বুক থেকে একটা পাথর নেমে গেল।
ভাল থাকুন।

০৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের ঝামেলা নিয়েই বাংগালীদের জীবন; সামু থাকবে, সামুর শত্রুরা একদিন মাফ চাইবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.