নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রেসিডেন্ট ট্রাম্প বর্ণবাদকে উসকে দিচ্ছেন আমেরিকায়

১৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:৪৫



বহুবর্ণের মানুষের দেশ হিসেবে, বর্তমান বিশ্বে, আমেরিকা সবচেয়ে কম বর্ণবাদী সমাজ; ১৯৬০ সালের পর, এই দেশে বর্ণবাদ দ্রুত সহনশীলতার মাঝে আসে, এবং গত ৪০ বছর বর্ণবাদ কোনভাবে মানুষকে ভীত করেনি; ২০১৫ সালের আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশানে বর্ণবাদ কিছুটা কাজ করেছে; তবে, মুখে উচ্চারিত হয়নি; এবার, প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা খোলাখুলিভাবে অসাদাদের বিপক্ষ কথা বলার শুরু করেছেন।

গতকাল, ট্রাম্প নর্থ-কেরোলিনাতে ইলেকশান প্রচারণা চালাচ্ছিলেন; বক্তৃতায় তিনি ২ জন অসাদা ও ১ জন স্পেনিশ ডেমোক্রেট কংগ্রেস উইম্যানকে আক্রমণ করে কথা বলেন; এই সময়, উনার সভায় উপস্হিত সাদা লোকজন, "ওদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দাও, ওদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দাও", বলে অনেকক্ষণ শ্লোগান দিতে থাকে; ট্রাম্প ওদের থামানোর কোন চেষ্টে করেননি।

২ জন অসাদা কংগ্রস উইম্যান আবার মুসলমান; নির্বাচিত হওয়ার পর থেকেই এরা ২ জন ট্রাম্পের বিপক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছেন; এদের একজন হচ্ছেন, মিনোসেটা থেকে নির্বাচিত কংগ্রসওম্যান, ইলহান ওমার, ইনি সোমালিয়ায় জন্ম গ্রহনকরা রিফিউজি। উনার বিপক্ষে ট্রাম্প ও রিপাবলিকানদের অভিযোগ হচ্ছে, উনি ইসরয়েল বিরোধী।

অন্য মুসলিম কংগ্রসওম্যান হচ্ছেন, রাশিদা তালেব; ইনি মিশিগান রাজ্য থেকে নির্বাচিত হয়েছেন, এবং ফিলিস্তিন বংশদ্ভোত। ইনি গত আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের আগে, ট্রাম্প-বিরোধী কার্যকলাপ ও মিছিলের জন্য ২ বার জেলে যান; ফলে, ট্রাম্প উনার ব্যাপারে বেশ কঠিন।

৩য় কংগ্রসওম্যান হচ্ছেন, ওকাসিও করটেজ; ইনি স্পেনিশ, নিউইয়র্ক থেকে নির্বাচিত ও খুবই কম বয়সী; ইনি নির্বাচিত হওয়ার পরপরই ট্রম্পের বিপক্ষ বড় ধরণের অবস্হান নিয়েছেন, এবং স্পেমিশদের পক্ষে কথা বলছেন। বর্তমানে, মেক্সিকো সীমান্ত হয়ে দক্ষিণ আমেরিকার রিফিউজীরা স্রোতের মতো ঢুকছে; ট্রাম্প নির্দয় হাতে তাদের নিরুৎসাহিত করছে; আপর দিকে ওকাসিও ওদের পক্ষ নিয়ে লেগে গেছে।

এই ৩ জন কংগ্রস উইম্যানকে নিয়ে আরেক বড় সমস্যা হচ্ছে, এরা নিজেদের দলের স্পীকার ন্যান্সী পেলোসিকে "রেসিষ্ট" বলেছে; সেই সমস্যা নিয়ে ডেমোক্রেটরা বিপাকে। এদিকে ট্রাম্প ৩ জনকে আমেরিকান-বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

আক্রমণের মুখে হলেও, কংগ্রসওম্যান ওকাসিও মোটামুটি ভালো অবস্হানে আছেন; নিউইয়র্কে স্পেনিশরাই এখন বৃহৎ জনগোষ্ঠী; আবার, স্পেনিশরা আমেরিকার ২য় বৃহৎ জনগোষ্ঠী(১৯%), এরা আফ্রিকান আমেরিকানদের (১৪%) চেয়ে বেশী এখন।

যেহেতু, কংগ্রেসে ডেমোক্রেটরা মেজোরিটি, এই ২ মুসলিম কংগ্রসওম্যানদের লো-প্রোফাইলে থাকার দরকার ছিলো, ও আইন প্রণয়ন নিয়ে কাজ করার দরকার ছিলো; তারা এককভাবে ট্রাম্প বিরোধীতা করতে গিয়ে অবশ্যই ভুল করছেন; এদেরকে সামনে রেখে বর্ণবাদকে উসকে দেয়া ট্রাম্পের পক্ষে সহজ হচ্ছে!

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: ট্রাম্প আসলে বোকা।

১৯ শে জুলাই, ২০১৯ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প আমেরিকাতে বর্ণবাদ সমস্যার পুনর্জন্ম দিলে, অবস্হা ভয়ানক হবে।

২| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ১:২০

বলেছেন: ট্রাম্প টুইটারে লেখেছে,
যারা যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন, তাঁদের উচিত ‘যেখান থেকে তাঁরা এসেছেন, সেখান ফিরে যাওয়া। যেসব ধ্বংসস্তূপ ও অপরাধের আখড়া থেকে এসেছেন, সেখানেই ফিরে গিয়ে সেগুলো ঠিক করতে সাহায্য করুন। তারপর যুক্তরাষ্ট্রে এসে আমাদের দেখান, কীভাবে কাজগুলো করলেন...............…




ট্রাম্প আমেরিকাকে শেখাচ্ছেন কীভাবে ঘৃণা করতে হয়।’ Make America great again ......

১৯ শে জুলাই, ২০১৯ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:


উপদেশ একেবারে খারাপ নয়; মুসলমানেরা নিজ দেশকে ধ্বংস করে এখন পশ্চিমে যাচ্ছে; উহাকেও ধ্বংস করে দেবে।

৩| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ২:০৯

আপেক্ষিক মানুষ বলেছেন: চাঁদ মঙ্গলের অংশ, হার্টের বিশেষ জায়গায় কিডনী থাকে :P :P

১৯ শে জুলাই, ২০১৯ রাত ২:২৫

চাঁদগাজী বলেছেন:


তবে, ট্রাম্প এখনো পপুলার; সে কাজ করে, যারা কাজ করে না, তাদেরকে সে ২ পয়সাও দাম দেয় না; তৃতীয় বিশ্বের সরকার প্রধানরা ভয়ে আমেরিকা ভ্রমণে আসছে না ওর সময়ে

৪| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ৩:০৫

আপেক্ষিক মানুষ বলেছেন: লেখক বলেছেন:


উপদেশ একেবারে খারাপ নয়; মুসলমানেরা নিজ দেশকে ধ্বংস করে এখন পশ্চিমে যাচ্ছে; উহাকেও ধ্বংস করে দেবে।


কিন্তু আমারতো মনে হয় এসব জঙ্গি-ফঙ্গি সব আমেরিকারই বানান। তারাই মধ্যপ্রাচ্যের দেশ গুলো ধ্বংস করছে।

১৯ শে জুলাই, ২০১৯ ভোর ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:



মধ্য প্রাচ্যের দেশগুলোতে, নিজেদের সরকারগুলো মানুষকে অশিক্ষিত করে রেখেছিলো ও সম্পদ থেকে বন্চিত করে রেখেছিলো; আবার, নাগরিকদের মাঝে সুন্নী, শিয়া, ওয়াহাবী, আহমেদীয়া ও দ্রুজ বিভক্তি গৃহযু্দ্ধ লাগিয়ে দিয়েছে; উহা বহুমুখী সমস্যা; ওদেরই একপক্ষ আমেরিকাকে ডেকে নেয় সব সময়।

৫| ১৯ শে জুলাই, ২০১৯ ভোর ৬:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি আমেরিকার নাগরিক হলে হিলারীকে ভোট দিতাম। ট্রাম্পকে আমার পছন্দ হয়নি আগে থেকেই।

১৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


ভোটে দাঁড়ানোর আগে, হিলারী ৩০ বছর রাজনীতি করেছিলেন; কিন্তু কিছু ব্যাপারে মিথ্যা বলেছিলেন; বিশেষ করে ই-মেইলের ব্যাপারে। আমেরিকান নাগরিকেরা মিথ্যা বলেন না, কেহ মিথ্যা বললে, তার সাথে তারা নেই।

৬| ১৯ শে জুলাই, ২০১৯ ভোর ৬:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
পত্রিকায় পড়েছি। আমেরিকার জন্য এটা সত্যিই একটু বিপদজনক মোড় । উগ্রবাদী আমেরিকানদের উগ্রতা বাড়িয়ে দিতে ইহা একটি সহায়ক অস্ত্র। আল্লাহ না করুক, বিষয়টি যেন দাঙ্গায় রূপ না নেয়।

১৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় দাংগা কখনো হবে না; তবে, অনেকেই সাদাদের ভয় করার শুরু করবে

৭| ১৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০০

কালো যাদুকর বলেছেন: এইটা তার পরের ইলেকসনের (২০২০) ট্রাটেজি মনে হচ্ছে। ১৮৮০ সালের কথাবার্তা কি আর ২০১৯ এ চলে। জাস্ট মানুষরে ডিসট্রাক করতেছে।

১৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


সে জনতাকে ভাগ করার চেষ্টা করছে; আরেকটা ব্যাপার, সে আসলে সাদাদের বাহিরে অন্যেরা কিছু জানে বলে বিশ্বাস করে না।

৮| ১৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ট্রাম্পের আমলে আমেরিকার জনগনের মূল্যবোধ ও সহনশীলতায় ঘুন ধরেছে।

১৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিবিদরা ট্রাম্পকে চাপের মাঝে রাখছে; আর, ট্রাম্প রাজনীতিবিদদের অসন্মান করে বেড়াচ্ছে।

৯| ১৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫১

ইসিয়াক বলেছেন: +++

১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার কষ্টের সময়টা আবার ফিরে আসতে পারে।

১০| ১৯ শে জুলাই, ২০১৯ সকাল ১১:১৩

রাকু হাসান বলেছেন:

ট্রাম্প যুগ আমেরিকাকে নতুন করে চেনালো আমাদের ।বর্ণবাদ উষ্কে দিচ্ছেন সেই সবের প্রমাণ আরও আগেও পেয়েছি আমরা । তবে আসছে নির্বাচনে আমিরিকানরা ট্রাম্প কে আবারও নির্বাচিত করলে অবাক হওয়া যাবে না । ট্রাম্পের মতাদর্শী অনেক মানুষ যুক্তরাষ্ট্রে আছেন । বা যারা বর্ণবাদ থেকে প্রায় বেরিয়েই আসছিল তারাও এখন জেগে উঠছে ট্রাম্পের কল্যাণে ।

১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় বর্ণবাদকে আয়ত্বে এনেছিলেন মানুষ, অমানুষ ট্রাম্প উহাকে আবার চালু করছে; ইহা ভয়ংকর ভীতির সৃষ্টি করবে নতুন ইমিগ্রেন্টদের মাঝে।
তবে, কিছু ইমিগ্রেন্ট নিজেদের আসল আমেরিকানদের স্হানে স্হাপন করার চেষ্টা করছে, যারা গুণী নন।

১১| ১৯ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৪৫

নতুন নকিব বলেছেন:



শুরু থেকেই এই ভদ্রলোককে মাথা খারাপ মনে হয়েছে। তার মানসিক সুস্থতা কামনা করছি। ভাল লিখেছেন। আপনার চোখেরও সুস্থতা আশা করছি।

১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, চোখের অবস্হা কিছুটা ভালো। আমেরিকার মানুষকে আবার ক্ষেপিয়ে তুলছে ট্রাম্প।

১২| ১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৩

নীলপরি বলেছেন: এই নিউজটা পড়িনি এখনও ।

১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:



এটি আমেরিকানদের চিন্তিত ও ভীত করার মতো ঘটনা।

১৩| ১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা আছে?

১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


এখনো সম্ভাবনা আছে! শক্ত প্রতিপক্ষ ছিলো প্রাক্তন ভাইস প্রে: বাইডেন; কিন্তু কামিলা হ্যারিস নামে এক ডেমো মহিলা ক্যানন্ডিডেট উনাকে ভুল আক্রমণ করে হতবুদ্ধি করে দিয়েছেন; ডেমোরা নিজ পায়ে কুড়াল মেরেছে, মনে হয়।

১৪| ১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

সেলিম আনোয়ার বলেছেন: অনেক প্রবাসী চাকুরী খুইয়েছেন তার আমলে। অভিভাসিরা খুবে একটা ভাল নেই মনে হয় । এ অবস্থা থেকে উত্তরণ হোক আমেরিকার।

১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


চাকুরী হারানোর ব্যাপারটা, মনে হয়, এগুলো সঠিক নয়, চাকুরী বেড়েছে; তবে, বর্ণবাদ মাথাচাড়া দিতে শুরু করেছে

১৫| ১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আমার বন্ধুর চাকুরী গেছে। তিনি নতুন চাকুরি খুজছেন। :) কি কারনে গেছে তা জানি না ।

১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা এখন গলাকাটা ক্যাপিটেলিজম অনুসরণ করছে, ট্রাম্প ভয়ংকর ক্যাপিটেলিজমে বিশ্বাস করে; এর উপর, নীচু ও মাঝারি লেভেলের ম্যানেজার পদে যোগ হয়েছে, ভারত, রাশিয়া, চীন, ফিলিফিন, কোরিয়া, পাকিস্তান, পুর্ব ইউরোপের লোকেরা, যাদের কারণে চাকুরীর অবস্হা টলমল; সাদাদের ব্যতিত অন্যদের চাকুরী কচুপাতার পানির মতো।

তবে, যথেষ্ট পরিমাণ চাকুরী আছে!

১৬| ১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

তারেক ফাহিম বলেছেন: আমেরিকাকে পূর্বের অবস্থায় নিয়ে যেতে ট্রাম্প-এর মতবাদ-ই যথেষ্ট।

১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:



সেটাই সে ঘটাতে চাচ্ছে, আমেরিকা শংকিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.