নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আফগানিস্তান: দেশকে সেনাবাহিনীর হাতে তুলে দিলো দাউদ খান।

০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৬



১৯৭৩ সালে রাজা জহির শাহ (১৯১৪-২০০৭) চোখের চিকিৎসা করাতে যান ইতালীত; এই সুযোগে উনার আত্মীয় ও প্রাক্তন প্রধানমন্ত্রী, মো: দাউদ খান দেশে সামরিক ক্যু' করে, দেশের ক্ষমতা দখল করে নেন; আফগানিস্তানকে কক্ষচ্যুত করলেন মো: দাউদ খান; সেনাবাহিনীকে ক্ষমতায় এনে জাতিকে নিয়ে অনিশ্চিত পথে রওয়ানা হলেন তিনি; জাতিকে চমকিত করার জন্য দেশকে "রিপাবলিক" ঘোষণা করলেন, রাজতন্ত্রের অবসান হলো!

রিপাবলিক হলো জহির শাহের রাজ্য, কিন্তু ক্ষমতায় সেনাবাহিনী। জহির শাহ ক্ষমতায় আসার আগ পর্যন্ত, প্রায় সব রাজারা প্রাণ হারায়েছিলো অন্যদের হাতে; জহির শাহের বাবা নাদির শাহকেও হত্যা করেছিল শত্রুরা; জহির শাহ ৪০ বছর ক্ষমতায় থেকে, হত্যার রাজনীতি বন্ধ করেছিলেন; কিন্তু দাউদ খান নতুন করে সেই পথেই পা বাড়ালেন নিজের অজান্তই।

১৯৭৮ সালে, সেনাবাহিনীর একাংশ ক্যু করে দাউদ খানকে স্বপরিবারে হত্যা করে; দু:খী কাবুলীওয়ালাদের দেশ, আফগানিস্তান রক্তের পথে যাত্রা শুরু করলো পুনরায়। রক্তের পথ মাড়ায়ে ক্ষমতায় এলো নুর মোহাম্মদ তারাকি; উনার পদ হলো প্রেসিডেন্ট, কিন্তু মিলিটারীর হাতেই ক্ষমতা রয়ে গেলো, এবং মিলিটারী ২ ভাগে বিভক্ত: আমেরিকান পন্হী ও সোভিয়েত পন্হী। দেশের কিছু অন্চলে, প্রথমবারের মতো, সাধারণ মানুষ সরকারের বিপক্ষে অস্ত্র হাতে নিচ্ছিল। তারাকি সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি করে, কিছু সোভিয়েত সৈন্য নিয়ে এলো দেশ; এটা ছিলো ভয়ানক পদক্ষেপ, আফগানরা নিজদেশে অন্যদের প্রভাব মানার লোক ছিলো না।

১৯৭৯ সালে, প্রাইম মিনিষ্টার, হাফিজুল্লাহ আমিনের নেতৃত্বে সেনাবাহিনী প্রেসিডেন্ট তারাকিকে হত্যা করে। সেনা বাহিনীতে তারাকি পক্ষের লোকেরা ও দেশের ভেতরে থাকা সোভিয়েত সেনাবাহিনী আমিনের বিপক্ষে অবস্হান নেয়; তারা তাকে সিআইএ'এর এজেন্ট মনে করতো। তারাকি পক্ষের লোকদের অনুরোধে, ও কাবুলে অবস্হিত সোভিয়েত বাহিনীকে রক্ষা করার জন্য, সোভোয়েত ইউনিয়ন বিশাল সেনাবাহিনী পাঠায়; এই বাহিনী দেশ দখল করে নেয়।

১৯৮০ সালে সোভিয়েত সমর্থকদের থেকে বাবরাক কামালকে প্রেসিডেন্ট পদে নিযুক্তি দেয়া হয়; দেশে কিছুটা শান্তি ফিরে আসে; কিন্তু সমস্যা দেখা দেয় স্বয়ং সোভিয়েত ইউনিয়নে; সেক্রেটারী ব্রেঝনেভের বয়স অনেক, দেশ চালনার ব্যাপারে সোভিয়েত কম্যুনিষ্ট পার্টির পলিটব্যুরোর মাঝে বিভক্তি দেখা দিয়েছে; ফলে, আফগানিস্তান নিয়ে তারা তেমন কোন পরিস্কার নীতি অনুসরণ করেনি।

এদিকে হাফিজুল্লাহ আমিনের লোকেরা সিআইএ'এর সাহায্য নিয়ে সাধারণ মানুষের মাঝে সোভিয়েত সৈন্যদের ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়াতে থাকে। যদিও আফগানিদের নিজস্ব ইসলাম ছিলো (সুদ ব্যবসা, আফিম চাষ, আফিম খাওয়া জায়েজ), তারা ধর্মহীন সোভিয়েত বাহিনীর অবস্হানকে চ্যালেন্জ হিসেবে নেয়।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আফগান আর্মির সদস্যরা ক্যু করে ব্যার্থ হলে দেশ ছেড়ে পালিয়ে যেতো, পরে দেশে ফিরে মুজাহিদিনদের সাথে যোগ দিতো। কয়েকদিন আগে বিসিবির একটি প্রতিবেদনে পড়েছিলাম।
এরা সেনাবাহিনীতে থাকা অবস্থায়ই, মুজাহিদিনদের সাথে যোগ দিতো এবং তাদের জন্য কাজ করতো।

০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


আফগানীরা পালায় পাকিস্তানে, খারাপ দেশে। পাকিস্তানের মাদ্রাসাগুলো থেকে ৪০/৫০ হাজার এতিম প্রাণ হারায়েছে আফগানিস্তানে।

২| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

অন্তরা রহমান বলেছেন: বইয়ের নামটা বলে ফেলুন। পড়তে চাই।

০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


বই টই কিছুই নেই

৩| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমি কিছুদিন আগে রহমতুল্লা নামের এক কর্ণেল সম্পর্কে পড়েছিলাম। যিনি ৮০ দশকে ইতালি পালিয়ে গেছিলেন; পরে মুজাহিদিনদের সাথে যোগ দিয়েছিলেন।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


ইতালী, জার্মানী, ইরানে ছিলো অনেক সৈনিক; এরা সোভিয়েত বাহিনীর ভয়ে পালিয়ে গিয়েছিলো; পরে এরা ফেরত এসেছে পাকী, সিআইএ ও আরবদের পয়সায়; দেশে এসে এরা যুদ্ধ করেছে, শান্তির জন্য চেষ্টা করেনি।

৪| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: আফগান ইতিহাস তো মোটামোটি বাংলাদেশ ১৯৭৫-২০১৯ সময়কাল বলা চলে।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া ও মো দাউদ খানের ভুমিকা একই ছিলো; এরা বিশ্বাসঘাতক।

৫| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:২৪

জাহিদ হাসান বলেছেন: সেই থেকেই শুরু । এরপর আর কখনো কাবুলিওয়ালারা শান্তিতে একটা রাতও ঘুমাতে পারেনি।
তালেবানরা মারে, আইএস মারে, পুতুল সরকারের সৈন্যরা মারে, বিদেশী সৈন্যরা মারে, পাক বাহিনী সীমান্তে মারে, আমেরিকান সৈন্যরা মারে। তাদের সবাই মারে। মার খেতে খেতে কাবুলিওয়ালারা এখন দিশেহারা।
আজো আফগানিস্তানে শান্তি এলো না।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প তালেবানদের হাতে দেশ ছেড়ে দিয়ে চলে যাবে; তার মতে এসব পায়খানার মানুষদের নিয়ে ভাবার সময় নেই; আফগানরা পাথরের যুগে ফিরে গেলে কারো মাথা ব্যথা নেই

৬| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আফগানিস্তানে নজিবুল্লাহ নামে একজন প্রেসিডেন্ট ছিলেন । তালিবানরা ক্ষমতায় এসে ওনাকে ফাঁসিতে ঝোলায়। মুখে একটি সিগারেট ঢুকিয়ে দেয়। এটা পত্রিকায় পড়েছিলাম।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


তালেবানরা আমাদের জামাতের মতো, ওরা মানুষ নয়, মগজহীন জল্লাদ

৭| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:০৪

জাহিদ হাসান বলেছেন: তালেবানরা আর কখনোই ক্ষমতায় যেতে পারবে না। তারা করবে কি আমাদের দেশের জেএমবির মত পথেঘাটে বোমা ফুটাবে।
আর আফগানিস্তানের পুতুল সরকার এদের হ্যান্ডল করতেই ব্যস্ত থাকবে। জনগনের উন্নয়ন আর হবে না। লোকেরা ভবঘুরে হয়েই চিরকাল বাস করবে। হ 8-|

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


সেটাই ঘটবে।
করাচীর পতিতালয়ে, অর্ধেক মেয়ে আফগানিস্তানের।

৮| ০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৪৯

রাজীব নুর বলেছেন: এই পোষ্টে গতকাল দু'টি মন্তব্য করিয়া ছিলাম। উহা আজ দেখিতে পারিতেছি না। ঘটনা কিহা??

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


এই নিয়ে আফগানিস্তানের উপর ৩টি পোষ্ট দিয়েছি আমি, আপনি অন্যগুলো পড়েছেন, মনে হয়।

৯| ০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: ব্লগার মাহমুদুর রহমান। মানে আমি ব্লগার বলছি ।
সে তার ভুল বুঝতে পেরেছে। দুঃখ প্রকাশ করেছে।
সে ব্লগে ফিরে আসতে চায়।
ব্লগে সে পোষ্ট করতে পারছে না, মন্তব্য করতে পারছে না।
আপনি কি কিছু করবেন??
আমার সাথে ফেসবুকে তার সাথে কথা হয়েছে।

০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমাকেও অনেক নোটীশ দেয়া হয়েছিলো গত কিছু সময় ধরে।
আমি তেমন কিছু করতে চাচ্ছি না আর, স্যরি। উনাকে বলেন, ব্লগার কাল্পনিক_ভালোবাসাকে অনুরোধ করতে।

১০| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ০৯ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৪

আলাপচারী প্রহর বলেছেন: নজিবুল্লাহ্ র জমানা নিয়ে লেখা উচিৎ

০৯ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


আমি শুধু দেখাতে চেয়েছি যে, না ভেবে মিলিটারীর হাতে দেশ তুলে দেয়ায় আফগানিস্তানের পরিণতি ভয়ানক হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.