নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আংকেল, অংকটাকে এত কঠিন করলে কেন?

০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০১



এ'টি প্রবাসের একটি ছোট বাংগালী মেয়ের উপর লেখা কাহিনী, সে গত বছর ও এ'বছর বাংগালীদের পিকনিকে অংক প্রতিযোগীতায় অংশ নিয়েছিলো; গত বছর, সবার পরে সে অংকের সমাধান করে একটি বিশেষ পুরস্কার পেয়েছিলো, এবার সে ১ম স্হান অধিকার করেছে; মেয়েটার সাফল্যে আমি খুবই খুশী হয়েছি।

আমি বাংগালীদের সাথে পিকনিকে যাই ফুটবল খেলতে; গত কয়েক বছর, আমার এলাকার বাংগালীরা আমাকে একটা কাজ ধরায়ে দিয়েছেন: পিকনিকে, বাচ্চাদের অংক প্রতিযোগীতাটা পরিচালনা করতে। গত বছর, পিকনিকে ২য় গ্রুপের( তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিশুদের) অংক প্রতিযোগীতা চলছিলো, ২১ জন শিশু অংশ গ্রহন করেছে; ৯/১০ মিনিটের ভেতরেই ২০ জন তাদের সমাধান জমা দিয়েছে আমার কাছে; আমি সমাধানগুলো দেখছি; শুধু একটা ছোট মেয়ে তার অংকটি তখনো মনোযোগ দিয়ে কষছে; আমি তার পাশে গিয়ে জিজ্ঞাসা করলাম,
-কি অবস্হা?
-আংকেল কথা বলো না প্লীজ, আমি অংকে ভুল করেছি, অংকটা আবার করছি।

সে আরো ৩/৪ মিনিট পরে অংকটি জমা দিলো; সে জানে যে, সে প্রতিযোগীতায় ভালো করেনি; সে আমার কাছে জানতে চাইলো, অংটি শুদ্ধ হয়েছে কিনা; আমি জানালাম,
-অংকটি শুদ্ধ হয়েছে!
-ধন্যবাদ আংকেল! আংকেল, তুমি অংকটাকে এত কঠিন করলে কেন?
-এটা প্রতিযোগীতা, এবং দুই শ্রেণীর শিশুদের জন্য একটা প্রবলেম; তুমি কোন শ্রেনীতে পড়?
-তৃতীয় শ্রেণীতে?
-সেজন্য তোমার কাছে প্রবলেমটি কঠিন মনে হয়েছে, ইহা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মাঝামাঝি।
-ঠিক আছে! আমি আগামী বছরের জন্য ভালো প্রস্তুতি নেবো।
-আমি ভাবছি, তুমি একটা স্পেশাল পুরস্কার পাবে এবার!
-কিভাবে?
-কারন, তুমি ভুল অংক জমা দাওনি, এবং সবাই জমা দিয়েছে জানার পরও তুমি হাল না ছেড়ে অংটির সঠিক সমাধান বের করেছ, সেজন্য!

আনন্দে তার চোখ দু'টো উজ্বল হয়ে গেলো; সে দৌঁড়ে গিয়ে তার পরিবারের লোকদের জানালো। পুরস্কার দেয়ার সময়, আমি তার স্পেশাল পুরস্কারটি তার হাতে তুলে দিলাম। আমার মনে হয়েছিলো, সে সবার চেয়ে বেশী খুশী হয়েছিলো।

এবার পিকনিকে গেছি; বাস থেকে নেমে, মালামাল নামাতে সাহায্য করতে গিয়ে বেশ ঘেমে গেছি; আমি বার্থরুমের দিকে যাচ্ছি; পাশের থেকে একটা ছোট মেয়ে দৌঁড়ে আসছে আমার দিকে! আমি থামলাম; সে বললো,
-হ্যালো আংকেল, তুমি কেমন আছো, আমাকে চিনেছ?
-ভালো আছি; তোমাকে কি করে ভুলতে পারি, তুমি কেমন আছ?
-ভালো, অনেক ভালো আংকেল। আংকেল, অংকের প্রতিযোগীতা হবে?
-অবশ্যই হবে! তোমার প্রস্তুতি কেমন?
-আমি অনেক প্রস্তুতি নিয়েছি।

এবার সে ১ম স্হান পেয়েছে, অনেক খুশী। আমি ফুটবল খেলার পর, মাঠে ছেলেদের সাথে বসে বিশ্রাম নিচ্ছি; এমন সময়ে দেখি সেই মেয়েটা তার ৩ জন বান্ধবীকে নিয়ে আমার পাশে এসে থামলো; আমি বললাম,
-কি খবর আংকেল?
-আংকেল, এরা আমার বান্ধবী; এরা বিশ্বাস করছে না যে, গত বছর, সবার শেষে অংক জমা দেয়ার পরও আমাকে পুরস্কার দিয়েছিলে!
-হ্যাঁ, দিয়েছিলাম! কারণ, তুমি অংকটির সঠিক সমাধান করা অবধি হাল ছেড়ে দাওনি, সেজন্য তুমি পুরস্কারটি পেয়েছিলে।

মন্তব্য ৫৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা বাংলাদেশের ছেলে-মেয়েরা গণিত ও বিজ্ঞান খুবই ভয় পাই। একই সাথে ভয় পাই ইংরেজি। অথচ জীবনে ভালো ভাবে চলতে গেলে এই বিষয় গুলো খুবই জরুরী।

০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



অংকে ভালো জ্ঞান না থাকলে, মানুষের ভাবনাগুলো ঘোলাটে থাকে।

২| ০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শেষের লাইন গুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের মানুষদের জন্য।

০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


সব সময়, সব অবস্হান থেকে অন্যের জন্য কিছু করা সম্ভব।

৩| ০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কাশ্মীর পরিস্থিতি নিয়ে একটি পোস্ট দিন। আমি কিছুই বুঝতে পারছি না।

০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


লিখবো, ভারতীয় কাশ্মীরের দু:খের কারণ পাকিস্তানী জংগীদের হস্তক্ষেপ

৪| ০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

মাহের ইসলাম বলেছেন: ভালো লেগেছে।

আমি নিজেও অংক ভয় পাই।

০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



অংক অনেক বিষয় থেকে সোজা, প্র‌েকটিস করতে হয়।

৫| ০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: লেগে থাকো - এটা এক ধরনের আর্ট অব প্রবলেম সলভিং। আপনার সমাধান সঠিক হওয়ার দরকার নেই বাট সলুশান স্টেপগুলো ঠিক হলেই অনেক। ক্রমাগত পরিচর্যার মাধ্যমে আপনি আপনার স্কিল বাড়াতে পারবেন।

গণিত অলিম্পিয়াডে এমনটাই করা হয়৷ একেকটা অংকের শত শত উত্তর থাকতে পারে কিন্তু সমাধানের দিকে যে এপ্রোচ - তা অনেকাংশেই মিলে যেতে পারে৷ তাই অংশ অংশ করে নম্বর রাখা হয়।

জীবনে আজ কেউ কিছু পারলো বলে বসে থাকলে চলবে না। পূর্ণ উদ্যোগে ঝাপিয়ে পড়তে হবে। তাই মেয়েটি সফল হয়েছে। আপনার এমন সুচিন্তিত কর্মযজ্ঞে ভালোলাগা রইলো।

আমার এক কাজিনের কথা বলি। ও প্রথম শ্রেণীতে না উঠেই সরল অংক করতে পারতো। এরকম এগিয়ে থাকা জীবনে অনেক কাজে দেয়।

জীবন সম্পর্কে আপনার অন্য ধরনের মূল্যায়ন আছে। যেটা আপনার এধরণের লেখায় ভিন্ন মাত্রা এনে দেয়।

০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:



বেশীরভাগ বাচ্চা অংক ভালোবাসে, তাদেরকে সাহায্য করলে, ওরা সেটা কাজে লাগাতে পারে।

৬| ০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

রোকনুজ্জামান খান বলেছেন: ক্লাস 1 এবং 2 এর ছেলে মেয়েরা অংক মুখস্ত করে ফেলে। একটু চেন্জ করে দিলেই আর পারে না ।

০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


তাই? এটা তো বেশ সমস্যা!
তবে সব দেশে নয়, শেখানোর মেথোডোলজির উপর নির্ভর করে, মনে হয়!

৭| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০০

আনমোনা বলেছেন: মেয়েটি বুঝতে পেরেছিলো অংক ভুল হয়েছে, তারপরেও সময় নিয়ে সঠিক সমাধান করেছে। অভিনন্দন জানাই।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


মেয়েটির ঐকান্তিকা আমাকে বিমোহিত করেছিলো

৮| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০১

ঢাকার লোক বলেছেন: তৃতীয় চতুর্থ শ্রেণীর বাচ্চাদের অঙ্কটা কি ছিল যদি দিতেন তো চেষ্টা করে দেখতাম পারি কিনা !

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


আমাকে অনেক টাইপ করতে হবে; অন্য এক সময় দেবো; এটা ছিলো লম্বা 'সিনারিও', সেখান থেকে যোগ, বিয়োগ, পুরণ, ভাগ ও শতকরা হিসেব করে, একটা পরিবারের বাজার খরচের হিসেব করা।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৭

চাঁদগাজী বলেছেন:



*** আমি বাচ্চাদের জন্য হাতে লিখে, ফটোকপি করেছিলাম; সেজন্য আপনার জন্য দিতে দেরী হলো, স্যরি।


MATH PROBLEM
SECOND GROUP( 3rd & 4th Grades)

NAME:

SCENARIO:
No taxes on food items.
A person bought the following items in a store:

1. Five bottles of water, each for $.99.
2. One box of mangoes for $15.00.
3. Eight ounce of American cheese; per pound for $4.50.
4. One gallon of milk for $3.99.
5. A bag of rice for @20.00 at a discount of 10%.
6. A bottle of Orange juice for $3.99 with an instant coupon of $0.50.
7. Half dozen of limes, priced at 4 for $1.00.
8. One water melon of 7 pounds, priced @0.49 per pound.

At the cash, the person rendered a $50 bill and a coupon of $1.00 good for milk.

QUESTION: How much cash the person will receive back?
ANSWER:

Thank you very much for your participation.

৯| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১১

অন্তরা রহমান বলেছেন: বাহ। আসলেই তো। একটু উৎসাহ, একটু অনুপ্রেরণা কতটা দূর নিয়ে যেতে পারে শিশুদের। খুব ভালো লাগলো। এটা আমার এলাকাই। কারন এটা নিখাদ জীবনের গল্প।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


এটা হয়তো অনেকের কমন এলাকা।

আপনার গল্পটা অনুবাদ গল্প হওয়ায়, আমি একটু আকর্ষণ হারায়েছিলাম; সময় করে পরে পড়বো।

১০| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: এই পোষ্টের সাথে যদি দুই একটা ছবি দিতেন। খুব ভালো হতো।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


হয়তো, কিন্তু আমি ছবি তুলি না। জেনে নেবো, সেই মেয়েটার পুরস্কার গ্রহনের কোন ছবি তোলা হয়েছিলো কিনা।

১১| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি প্রায় একই ছবি বেশিরভাগ পোস্টে ব্যবহার করেন। এগুলো ব্যবহার করতে পারেনঃ


০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, ধন্যবাদ; সামনের দিনগুলোতে দেবো।

১২| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩২

ইসিয়াক বলেছেন:
ভালো লেগেছে । প্রতিটি অঙ্ক মানে ই হলো বৃত্তের বাইরে বের হতে শেখা। প্রত্যেক অঙ্কের মধ্যে তার সমাধানের সূত্র থাকে ।
গণিত মানে আলো ,আলোর পথে হাঁটা.......

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


বুয়টের শিক্ষক ড: কায়কোবাদ একটা পদক্ষেপ নিয়েছিলেন; পরে ড: জাফর ইকবালও উহাতে ছিলেন, মেথ-অলিমপিয়াড

১৩| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৯

ঢাকার লোক বলেছেন: থাক ভাই, লম্বা অঙ্ক আর কষ্ট করে টাইপ করতে হবে না, এমনিতে আপনার চোখের অবস্থা ভালো না। বেশ কিছুদিন আগে OCUVITE খেয়ে দেখতে বলেছিলাম, ডাক্তারকে জিজ্ঞেস করেছিলেন ?

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


স্যরি, OCUVITE'এর কোন সাইড এ্যাপেক্ট আছে? আগামীকাল ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবো; আমি আজকে অনলাইনে দেখবো। আপনাকে ধন্যবাদ।

১৪| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৮

ঢাকার লোক বলেছেন: এতে LUTEIN নামের এক বিশেষ 'ভিটামিন' আছে যা বয়সজনিত "ম্যাকুলার ডিজেনেরেশন" প্রতিরোধে সহায়ক । এর কোন সাইড ইফেক্ট আছে বলে আমার জানা নেই । আপনার ডাক্তার নিশ্চয় ভালো বলতে পারবেন । ভালো থাকুন !

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


সাহায্যের জন্য ধন্যবাদ

১৫| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার নিজের ধারণা, ব্রিটিশরা বৃহত্তর বাংলাকে স্বাধীনতা দিলে বর্তমানে আমরা খুব ভালো একটি দেশে বসবাস করতে পারতাম। আমাদের দেশের নাম হতে পারত বাংলা ভারতে পশ্চিমবঙ্গ নামে কোন ঝামেলা থাকতো না। ফারাক্কা সমস্যা থাকতো না‌ নেপালের সাথে আমাদের অভিন্ন সীমান্ত থাকতো।

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:


কংগ্রেস ছিলো অনেক শক্তিশালী; পশ্চিম বংগের কংগ্রেস নেতারা এক ভারতের পক্ষে ছিলেন; ফলে, তখন ৩য় দেশের কথা উঠেনি।

আমরা আজো ভালো থাকতে পারি। শেখ হাসিনা দুষ্টদের ভয়ে, মগজহীন লাঠিয়াল দ্বারা দেশ চালাচ্ছেন; উনি দেশের জন্য ভাবার আগে, নিজের প্রাণ রক্ষার ব্যবস্হা নেন; লাঠিয়ালদের মাথায় ভাবনাশক্তি কম, ওরা পেশীর লোকজন; ফলে, আমাদের এই অবস্হা

১৬| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: বুঝলে অংক সাবজেক্ট'টা অনেক মজার। আমাদের দেশে আগে কোচিংএর অংক মুখস্থ করানো হতো। এখন সৃজনশীল পদ্ধতিতে, একটা সমস্যাকে কয়েকটা অংশে বিভক্ত করে মার্ক দেওয়া হয়। ফলে বর্তমান ছাত্রছাত্রীদের বেশিরভাগই অংক ভালোভাবে না জেনে, না বুঝেও এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে প্রমোশন পাচ্ছে।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


ব্যুরোক্রেট, রাজনীতিবিদরা ও প্রশাসন আরবদেশে ও অন্য দেশে শ্রমিক বিক্রয়ে আগ্রহী।

১৭| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১২:১৯

বলেছেন: সময়ই বড় শিক্ষক।।

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


সময় শিক্ষিতদের জন্য শিক্ষক মাত্র।

১৮| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, আপনার গল্প পড়ে চোখে পানি চলে এসেছে, মেয়েটির সাথে দেখা হলে বলবেন - আপনার মতোই তার আরেকজন আংকেল আছেন ঢাকায় থাকেন তাঁর নাম ঠাকুর মাহমুদ, সে তার জন্য মন থেকে দোয়া করেছে। আমার ছেলে রাফিন ও এমন হয়েছে অনেকটা আমার আব্বার মতো অফুরন্ত ধর্য্যে শক্তি, আপনি চাঁদগাজী ভাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনার ছেলে শক্তিশালী চরিত্র নিয়ে বড় হোক।
মেয়েটার সাথে ২ মাসে ভেতরে দেখা হওয়ার সম্ভাবনা আছে; একটা অনুষ্টান হবে সেপ্টেম্বরে, আপনার কথা বলবো তাকে।

১৯| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ক্ষুরধার বুদ্ধির জন্য গণিত ও বিজ্ঞান চর্চা করতে হবে। এর কোন বিকল্প নেই।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৭

চাঁদগাজী বলেছেন:


মানুষের সত্যিকার সঠিক কমনসেন্স গড়ে উঠে লজিক ও বিজ্ঞানের উপর; আর বিজ্ঞানের শুরু হলো অংকের মধ্য দিয়ে

২০| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গণিতে ভাল হলে অনেক জটিল ব্যপার সহজ হয়ে যায়...

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৮

চাঁদগাজী বলেছেন:



গণিত চারিপাশ সম্পর্কে একটি সঠিক ধারণা গড়ে তুলে

২১| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:১০

ওমেরা বলেছেন: আপনি তাকে পুরস্কার দিয়ে সঠিক কাজ করেছেন । তার দৃঢ়তা ও চেষ্টা ,অনেকের জন্য অনুপ্রেরনা ও অনুসরন করার মত ।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:০১

চাঁদগাজী বলেছেন:


সেই মহুর্তে আমার সামনে সে একজন নিবেদিত চরিত্র হিসেবে উঠে এসেছিলো

২২| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটা কাজ করেছেন।! বাচ্চাদের এইভাবে মুল্যায়ন করা উচিত। আমার ফ্যামিলির অনেক বাচ্চা আমার কাছে বেশি থাকে। কারন আমি তাদের সকল প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করি, বিরক্ত হই না। আমি দেখেছি, যে সকল বাচ্চারা বেশি প্রশ্ন করে তারা সাধারন বাচ্চাদের চেয়ে বেশি এগিয়ে থাকে।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৪

চাঁদগাজী বলেছেন:


প্রতিটি বাচ্চা স্নেহ আদরের মাঝে বড় হউক।
বাচ্চাদের শেখার ক্ষমতা থাকে অপরিসীম, পরিবেশ পেলে এরা শক্তিশালী মানুষ হিসেবে গড়ে উঠে সব সময়।

২৩| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২৩

তারেক_মাহমুদ বলেছেন: শিশুদের এভাবেই উৎসাহিত করা উচিত, খুব ভাল কাজ করেছেন।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৫

চাঁদগাজী বলেছেন:


আমার কাছে সমনে হয়েছে যে, সেটাই আমার কর্তব্য

২৪| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: আরেকবার আসলাম মন্তব্য গুলো পড়তে।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনি একজন পপুলার ব্লগার

২৫| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৯

অজ্ঞ বালক বলেছেন: অংক ডরাই। একসময় পারতামই না। চাকরি খোঁজা যখন শুরু করলাম দেখলাম অংক না পারায়, পরীক্ষায় ডিম পারার চান্স বাইরা যাইতাসে। পরে দুই মাসে অংক তামা তামা কইরা ফালাইসিলাম। এই মেয়ে বহুদূর যাইবো মনে হয়। কারন যেই গুণ সে দেখাইসে এইখানে এগুলা সারাজীবন টিক্কা থাকে।

০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:০০

চাঁদগাজী বলেছেন:


এই ছোট মেয়েটা জীবনে সুখী হোক।

বাংগালীরা অংক জানে না বলেই, অনেক ব্যাপারে তাদের ধারণাগুলো ঝাপসা

২৬| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:০৩

সেলিম আনোয়ার বলেছেন: অংক আমার সবথেকে প্রিয়। পড়ালেখায় ভাল করতে হলে ভয় পেলে চলবে না। উদ্যম নিয়ে পড়ে যেতে হবে। ব্যাস। কোনকিছু্ ই এত কঠিন নয় ।

০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


অংক না জানায়, বাংগালীদের ধারণাগুলো ঝাপসা

২৭| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:২০

তারেক ফাহিম বলেছেন: একটু উৎসাহ-ই বাচ্চাদেরকে আরও আগ্রহী করে তোলে।

আপনার উৎসাহে বাচ্চাটি প্রথম স্থান ধরে রাখবে বলে মনে করছি।


ব্লগে কাশ্মির নিয়ে লিখা চোখে পড়ছে না, আপনার নিকট থেকে পোষ্ট আশা করছি, বিজ্ঞ।

০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমরা যদি আমাদের বাচ্চাদের সুযোগ দিতাম, ১৯৯৪ সাল থেকে আমরা বিশাল শক্তিশালী এক দেশে পরিণত হতে পারতাম।

কাশ্মীরের উপর লেখা উচিত।

২৮| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩৭

ঢাকার লোক বলেছেন: কষ্ট করে অঙ্কটা টাইপ করে দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ ! ছোট্ট মেয়েটি যথার্থই বলেছিলো, তৃতীয় চতুর্থ শ্রেণীর বাচ্চাদের জন্য এ অঙ্ক সত্যি কঠিন ছিল, বিশেষ করে ১০% ডিসকাউন্ট হিসাব করা এ বয়সে আমরাও কজন শিখেছিলাম সন্দেহ ! যারা সঠিক উত্তর দিতে পেরেছে তারা প্রত্যেকেই মেধাবী সন্দেহ নেই , সবাই পুরস্কার পাওয়ার উপযুক্ত।
বাজারের হিসাবই বলেন আর জীবনের হিসাবই বলেন, জীবনে কখনো মিলেছে মনে পড়ে না ! তাই আমি দোকানদার হলে ক্রেতা আর এক পেনিও ফেরততো পেতোই না, বরং তার আরো কিছু দিতে হতো ! !

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:


নিউইয়র্কে বাংগালী দোকানে মহিলারা গেলে, দোকানীরা মহিলাদের পকেট খালি করে দেয়।

অংকটা অনেকেই ভুল করেছিলো; আমেরিকার ৩য়, ৪র্থ শ্রেনীর ছেলেমেয়েরা সোজা ধরণের শতকরা পারে। আমি যাদের সাথে যাই, তারা সব বাচ্চাকে পুরস্কার দেয়, এই দরকারী বিষয়গুলো তাদের শিখাতে পেরেছি; তবে, ১ম, ২য়, ৩য় ও স্পেশাল পুরস্কারগুলো একটু আলাদা।

২৯| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ২:৪৫

জাহিদ অনিক বলেছেন: বাহ দারুণ কাজ অবশ্যই--
বাচ্চাদের উতসাহ দেয়া বড়দের দায়িত্ব। আপনি যদি বাচ্চাটাকে ধমক দিয়ে বলতেন যে, তুমি তো দেরীতে জমা দিছো তোমার খাতা জমা নেয়া হবে না। তাহলে সে অনেকদিন অংক ভয় পেত।
অংক ব্রেইন ডেভলপ করতে সাহায্য করে।

ভালো লাগলো।

১০ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনাদের সাথে চলছি, কিছু অভিজ্ঞতা তো বাতাসেই বাড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.