নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সরকারের ভুলে ডেংগু ছড়িয়ে গেছে সারা দেশে

১১ ই আগস্ট, ২০১৯ রাত ১১:০১


Tragic News

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত ছিলো, এই ঈদে ঢাকাবাসীকে খাঁচায় রাখা, বুড়িগংগায় পায়খানাকারী ও রাস্তায় আবর্জনা-ফেলানো, অপরিস্কার ঢাকাবাসীকে সারা দেশে ডেংগু ছড়াতে দিয়ে, শেখ হাসিনা দেশবাসীর কাছে অপরাধ করেছেন; উনার চিন্তা করার দরকার ছিলো, যেই ঢাকাবাসী নিজেদের বাড়ীঘর, রাস্তাঘাট, পরিবেশকে অপরিস্কার রেখে ডেংগুতে ভুগছে, তাদের কি অধিকার থাকতে পারে গ্রামগুলোতে ডেংগু রোগ ছড়ানোর; তাদের কি অধিকার থাকতে পারে ডেংগু নিয়ে গ্রামে যাবার?

১ সপ্তাহ আগে, ঢাকার এক শিশু (৮ বছরের মেয়ে) হাসপাতালে থেকে ডেংগু থেকে সেরে উঠেছছিল; মা-বাবা ওকে নিয়ে ঈদ করতে রওয়ানা হয়েছিল বরিশাল; বাচ্চা পথে অসুস্হ হয়ে পড়ে, রাতে তাকে বরিশাল হাসপাতালে নেয়া হয়; সকালে বাচ্চার মৃত্যু হয়! মাতাপিতা ইডিয়ট হওয়ার কারণে, শিশুটিকে অকালে প্রাণ হারাতে হলো। ডেংগু থেকে সেরে উঠা বাচ্চার দরকার ছিলো, অবসর, ভালো খাওয়া, ঘুম। বা্চ্চার জ্বর চলে গেলেও বাচ্চাটি আসলে সেরে উঠেনি তখনো। ডেংগুর ফলে রক্তের ঘনত্ব ও উপাধান গুলোর হার কিছুটা বদলে যায়; এই কারণে শরীর বিবিধভাবে দুর্বল থাকে, বাচ্চাটির জন্য ঈদের দরকার ছিলো না; এই ইডিয়ট পরিবারের জন্য কোন ঈদের দরকার ছিলো না।

ঢাকায় সারা দেশের বিলিওনিয়ার, মিলিওনিয়ার, চোর-ডাকাত, আদম বেপারী, ভুমিদস্যু, পিএিচডি, ডাক্তার, জালিয়াত, পতিতালয়ের মালিকেরা একত্রিত হয়েছে; এদের চুরি, ঘুষ, ব্যবসা, জালিয়াতির টাকার অভাব নেই; এদের সর্দি কাশী হলে এরা হাসপাতালে বসবাস করতে পারে। গ্রামের লোক যাবে কোথায়? ওখানে ডাক্তার নেই; যারা আছে, তারা কাজে যায় না, পরিবার থাকে ঢাকায়; কাজের নাম দিয়ে বউকে নিয়ে মলে মলে ঘুরে বেড়ায়। সবচেয়ে বড় কথা, গ্রামের মানুষের হাতে দরকারী পরিমাণ টাকা নেই; যাদের হাতে টাকা আছে, তাদের স্বামী নেই, স্বামী বিদেশে; এসব মানুষের ডেংগু হলে, কে তাদের দেখবে?

শেখ হাসিনার উচিত ছিলো, প্রেসিডেন্টকে অধ্যাদেশ দিতে বলা; প্রেসিডেন্ট নিজেও এই কাজটা করতে পারতেন; তারপর গাড়ীঘোড়া বন্ধ করে দেয়া। মানুষ হয়তো ক্ষুব্ধ হতো; কিন্তু ওরা শেখ হাসিনাকে সমীহ করতো মনের থেকে। এতে উনার জনপ্রিয়তা পরীক্ষা করারও একটা সুযোগ এসেছিলো, এবং জনপ্রিয়তা বাড়তো; দেখা যেতো কি পরিমাণ মানুষ উনার কথা শোনে, কি পরিমাণ মানুষ উনার কথা না শোনে। উনি দরকারী বিষয়গুলো অনুধাবন করতে পারছেন না, সারাক্ষণ মোহাম্মদ তুগলকের মতো ব্যস্ত।

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:


ব্লগার রাজীব নুর উনার মেয়ে, পরীকে গরুর বাজারে নিয়েছিল, পরী খুশী হয়েছিলো; কিন্তু উহা কিছুটা রিস্কি ছিলো।

২| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১১:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত ছিলো, এই ঈদে ঢাকাবাসীকে খাঁচায় রাখা, বুড়িগংগায় পায়খানাকারী ও রাস্তায় আবর্জনা-ফেলানো, অপরিস্কার ঢাকাবাসীকে সারা দেশে ডেংগু ছড়াতে দিয়ে, শেখ হাসিনা দেশবাসীর কাছে অপরাধ করেছেন;
..........................................................................................................................................................
তাহলে তিনি কি গনতান্ত্রিক সরকার প্রধান থাকতেন ?
রাশিয়া বা চীনের মতো রাষ্ট্রপ্রধানকে এই আদেশ রক্ষার্থে
প্রচুর শক্তি ব্যয় করতে হতো। তবে প্রধানমন্ত্রী সবাইকে আহব্বান করেছেন
সম্ভাব্য ক্ষেত্রে ঢাকা ছাড়ার পূর্বে ডাক্তারের পরামর্শ যেন গ্রহন করে ।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনারা গণতন্ত্রের উপর ৮ম শ্রেণী থেকে পড়ে আসছেন, কিন্তু উহাকে অনুধাবন করতে পেরেছেন বলে মনে হয় না; দেশের বৃহত্তর সংখ্যাক মানুষের স্বাস্হ্য ঝুঁকি ব্যাপারে সঠিক পদক্ষেপ নেয়াই নিশ্চয় গণতান্ত্রিক ভাবনা।

ঈদের শুভেচ্ছা নেবেন।

৩| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৪১

সুপারডুপার বলেছেন: অন্যভাবেও তো চিন্তা করা যায়।
সরকার কেন ডেংগু ছড়ানোর মশাগুলোকে খাঁচায় রাখতে পারলো না ?

১২ ই আগস্ট, ২০১৯ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:


সরকার বাংগালীরাই চালায়; ডেংগু আরো অনেক দেশে হচ্ছে; কিন্তু অবস্হার সাথে তাল মিলাতে কিছু মেডিক্যাল নিয়ম ও পদক্ষেপ দরকার।

৪| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন: খালেদা জিয়ার “ঢাকা চলো” আন্দোলন রুখতে আওয়ামী সরকার সমগ্র বাংলাদেশে সড়ক, নদীপথ ও রেলপথ বেশ কয়েকবার বন্ধ রেখেছে। - আমার জীবনে সরকার ডাকা হরতাল দেখিনি এমন কথা বলতেও শুনেছি বিএনপি বাসীদের - তারা জ্ঞানহীন উম্মাদ, জিয়াউর রহমান কারফিউ জারি করতেন সেটা অবরোধ হরতালের বাবা ছিলো। যাক প্রসঙ্গ জিয়াউর রহমান নন।

আওয়ামী সরকার বিএনপির “ঢাকা চলো” আন্দোলন রুখতে ঢাকায় মানুষ ঢুকতে দেয়নি - এবং প্রমাণ করেছে সরকার পারে। সেই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে প্রেসিডেন্ট সাহেব সরাসরি টেলিভিশনে ঘোষণা দিতে পারতেন ঢাকাবাসী এবার ঢাকায় ঈদ করুক এটি সমগ্র বাংলাদেশের জন্য বড় সমস্যা। এই সমস্যার হাল ধরার ক্ষমতা বাংলোদেশের নাই এটি বোঝার জন্য বা বলার জন্য ব্লগে বিশাল বড় থিসিস লেখার প্রয়োজন আছে বলে মনে করি না।

ধন্যবাদ চাঁদগাজী ভাই সময়ের ভয়ংকর মহামারীর ভয়াবহতা নিয়ে লিখেছেন।




১২ ই আগস্ট, ২০১৯ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে শক্তিশালী পদে(প্রেসিডেন্ট) দলের সবচেয়ে বয়স্ক, অকর্মন্য ব্যক্তিকে বসিয়ে দেয়, জাতীয় ট্রেডিশন।

৫| ১২ ই আগস্ট, ২০১৯ রাত ২:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: পুরোটা সংসদ প্রশাসন জুড়ে ভরে আছ বাতিল এ্যাক্সপায়ার্ড ডাম্পিং যোগ্য আবর্জনা। এদের জায়গা হওয়া উচিত পলাশী, পোস্তগোলা, শ্যামপুর স্ক্র্যাপ বাজারে।

এখন মনে হচ্ছে বাংলাদেশের মানুষ নমরুদের বংশধর আর মশা যেহাদের নামে মানুষ নিধন করছে। তারা ইডিয়ট ভাংগালী (ভাং খেয়ে গালী দেওয়া জাতি) তাই ঘরমুখো (ঘরের মতো মুখ) হয়ে ঢাকা ছাড়ছে এবং সমগ্র বাংলাদেশে ডেঙ্গু ছড়িয়ে দিচ্ছে। - এই দায়ভার কার?

১২ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


প্রধানমন্ত্রি ও প্রেসিডেনটের দায়িত্ব ছিলো ডেংগুর সম্প্রসারণ রোধে, ঢাকাবাসীকে কোয়ারেন্টিনে রাখা

৬| ১২ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:০২

হাসান কালবৈশাখী বলেছেন: প্রধানমন্ত্রী নিজে আহব্বান করেছেন
যেন ঢাকা ছাড়ার পূর্বে রক্তপরীক্ষা বা ডাক্তারের পরামর্শ যেন গ্রহন করে
পত্রিকা টিভিতেও বার বার সতর্ক করা হয়েছিল

১২ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



প্রধানমন্ত্র্রী সতর্ক করেছেন, আপনি করেছেন; ব্লগে আমি করেছি; রেজাল্ট শুন্য; সেইজন্য দরকার ছিল লাঠি, ঢাকার মানুষ ঢাকায় থাক!

৭| ১২ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:০৬

বলেছেন: তাহলে কি ঈদের ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়বে বলে মনে হয়?

১২ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:১০

চাঁদগাজী বলেছেন:


সায়েন্টিফিকক রিজনিং'এ বলে যে, ইনফেকটেড মানুষজন থেকে উহা সারা দেশে আরো বেশী ছড়ায়ে পড়বে।

৮| ১২ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বড়ই আচানক ঘটনা। আফসোস।

১২ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



আমাদের সরকারে যারা আছেন, এরা হয়তো আফগানিস্তানের কাবুলীওয়ালাদের থেকে কিছুটা বেশী বুদ্ধিমান।

৯| ১২ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:২৭

স্রাঞ্জি সে বলেছেন:

বস আপনাকে ঈদ মোবারক জানাতে এলাম।

১২ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনার জন্য ঈদের শুভেচ্ছা রলো।

১০| ১২ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০০

ইসিয়াক বলেছেন:
পরিস্হিতি আসলেই খারাপের দিকে মোড় নেবে। আমরা আসলে অসহায় জাতিতে পরিণত হয়েছি।
কিসের স্বাধীনতা? কিসের মুক্তি ? সব ভূয়া কথা , নেতৃত্বহীন জাতি।লোভী আর চামচাদের স্বর্গ রাজ্য ।
এখানে থাকতেই ইচ্ছা করেনা ।
ঈদ মোবারক।

১২ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


হবুরাজ্য

১১| ১২ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৯

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ঈদ মোবারক ‘চাঁদ গাজী ‘ ভাই।

১২ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:



ঈদ মোবারক, ভালো থাকুন।

১২| ১২ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫০

জাহিদ অনিক বলেছেন: ঈদের পর পরই একটা প্রাদুর্ভাব দেখা দিতে পারে, কিছুটা ভীত কিছুটা শঙ্কিত!

১২ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:


একজন ৫ম শ্রেণীর বাচ্চাও এটা নিয়ে চিন্তিত হো্যার কথা; প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট সাহেব মানুষের স্বাস্হ্য থেকে ঈদকে বড় করেছেন, এগুলো নির্বুদ্ধিতার কাজ।

সারা ঢাকার ঈদের চেয়ে ১ জন বাচ্চার প্রেণের মুল্য অনেক বেশী

১৩| ১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: দারুন সাহসী একটা পোষ্ট দিয়েছেন।
এরকম সৎ সাহস আজকাল কারো মধ্যে দেখা যায়।
আমি ভেবেছিলাম, প্রধানমন্ত্রী বিদেশ থেকে এসে ডেংগু নিয়ে নানান পদক্ষেপ গ্রহন করবেন। উনি প্লেন থেকে নামার পর এয়ারপোর্টেই উনার দলের লোকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। যা একেবারে অপ্রয়োজনীয়।

মেয়েকে হাঁটে নিয়ে আমি বিরাট বিপদে পড়েছিলাম। চারিদিকে গরু। সত্যি সত্যি কথা বলতে কি বেশ ভয়ে ভয়েই ছিলাম। মেয়ের বেশ অভিজ্ঞতা হয়েছে। তার একটা শখ পূরন করেছি। তবে আমিই বেশি ভয় পেয়েছি। মেয়ে কম ভয় পেয়েছে।

১২ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:


পরীকে সাবধানে রাখুন, ঢাকায় এই প্রকোপ শীতের (শুস্ক মৌসুম) আগ অবধি চলতে থাকবে।

১৪| ১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।
আপনি কি দেশে না বিদেশে আছেন?

১২ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:


ঈদ মোবারক। সবাই ভালো থাকুন।
এখন বিদেশে

১৫| ১২ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

যবড়জং বলেছেন: পোষ্ট বাসি হয়ে গেছে , সবাই কে সাড়ে সাত কোটি মশারি দেওয়া হোক । ঈদের শুভেচ্ছা নিবেন :)

১২ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.