নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

পররাষ্ট্র মন্ত্রী সাহেব আগডুম বাগডুম বকে চলেছেন!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০


If needed, force will be applied

ভাসান চরে নির্মিত, বিশ্বের সবচেয়ে সুন্দর ও স্বাস্হ্যকর রিফিউজী ক্যাম্পে যেতে রোহিংগারা যদি উৎসাহ না দেখায়, সেই ব্যাপার নিয়ে পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, "রোহিঙ্গারা যদি স্বেচ্ছায় সেখানে যেতে না চায়, তাহলে আমরা জোর করবো৷''। মিডিয়ার সামনে "জোর করার" করার কথা বলে, ভয়ানক সমস্যার সৃষ্টি করেছেন তিনি; অবশ্যই, ৫ম শ্রেণীর ১ জন ছাত্রও এভাবে বলবে না, সে হয়তো ইহাকে আরো সাজিয়ে গুজিয়ে সুন্দর করে বলতে পারবে। আবদুল মোমেন সাহেবকে শেখ হাসিনা অকারণে এত বড় দায়িত্বপুর্ণ পদ দিয়েছেন, উনি গ্রামের ইউনিয়ন কাউন্সিলের কমিশনার হওয়ার উপযুক্তও নন।

যদি জোর করে নিতেও হয়, সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে মিডিয়ার সামনে, কিংবা বিদেশীদের সামনে বলা যাবে না; এটা কমনসেন্স, তাই না?

সরকার আড়াই হাজার কোটি টাকা খরচ করে দেড় বছরে ভাসান চরে একলাখ মানুষের বসবাসের উপযোগী আবাসিক এলাকা গড়ে তুলেছে; ১ লাখ রোহিংগা সাময়িকভাবে সেখানে বসবাস করবে; বাংলাদেশে যত আবাসিক এলাকা আছে, এটি সবচেয়ে আধুনিক: স্টিল এবং কংক্রিটের ব্লক দিয়ে তৈরি প্রতিটি ভবনে ১৬টি বারো বাই ১৪ ফুট ঘর রয়েছে, যেগুলোর প্রতিটিতে এক পরিবারের ৪ জন করে থাকতে পারবে; নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা বাথরুম৷ প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের আশ্রয়স্হল হিসেবে চরটিতে তৈরি করা হয়েছে ১২০টি শেল্টার হাউস, যেগুলোর নিজস্ব পানি এবং বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে; এ ছাড়াও আছে অনেকগুলো ৪ তলা কম্যুনিটি সেন্টার, যেগুলোকে হাসপাতাল, স্কুল, মসজিদের জন্য ব্যবহার করা হবে।

শীঘ্রই এখানে ১ লাখ রোহিংগাদের নিয়ে আসা হবে। রোহিংগারা মিডিয়া থেকে এই রিফিউজী ক্যাম্পের ক্থা শুনেছে, না দেখেই রোহিংগাদের অনেকই সেখানে না যাওয়ার ইচ্ছা জানায়েছে; এবং এটা স্বাভাবিক, বিদেশে রিফিউজি ক্যাম্পের কষ্টের সময় তারা নিজেদের মাঝে কাছাকাছি থাকতে চায়; তবে, তাদের মাঝে যারা স্বেচ্চায় ওখানে যেতে উৎসাহী হবে, তাদেরকে নেয়াই সঠিক হবে।

যেসব রোহিংগা পরিবারে বাবা নেই, ছেলেমেয়েদের নিয়ে মা আছেন, প্রথমে এসব পরিবারকে এখানে নিয়ে আসা দরকার; এরা মোটামুটি আরাকান ফিরে যেতে পারবে না, এবং এরা কোন প্রকার অপরাধের সাথে যুক্ত নয়। এছাড়া নিরীহ পরিবার দেখে, এবং যেসব পরিবারে সন্তান সন্ততি বেশী, কিন্তু আরাকানে এদের যায়গা-জমি নেই, তাদেরও এখানে আনা উচিত; এদেরকে লেখাপড়া শিখায়ে স্বাভাবিকভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে।

যেসব রোহিংগা অপরাধের সাথে জড়িত তাদেরকে এখানে না এনে, অন্য কোন দ্বীপে নিয়ে যাওয়া উচিত; অপরাধ-প্রবনদের কক্সবাজার এলাকা থেকে সরায়ে কোন দ্বীপে নেওয়ার দরকার এখুনি; তবে, তাদেরকে বা অন্য কাউকে এই ব্যাপারে জানতে দেয়া ঠিক হবে না।

পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন "জোর করার" কথা বলে, সরকারের একটি বৃহৎ ভালো প্রচেষ্টাকে ধুলিস্যাৎ করে দিয়েছে; শেখ হাসিনার উচিত উনাকে এই পদ থেকে বরখাস্ত করে দেয়া।

মন্তব্য ৫৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: আমি তো মাঝে মাঝে এদের কথা কমেডি হিসেবে নেই। মন খারাপ থাকলে এদের কথা শুনে মন ভাল হয়ে যায়।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



রোহিংগা সমস্যা জাতিকে চাপের মাঝে রেখেছে; এসব জোকার সমস্যাকে কমপ্লেক্স করে তুলছে।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: আপনার কাছে আমাদের দেশটা কেমন মনে হয় জানি না, কিন্তু আমার "আল্লাহর ওয়াস্তে চলা" একটা দেশ মনে হয়। আমরা নিজেদের দাবি মোটেও জোর করে বলতে পারি না। নিজেরা সেই শক্তভাবে কথা বলার যোগ্যতা অর্জন করব সেইটাও করি না। উল্টো অন্যের ঝামেলা নিজের ঘাড়ে আনি। আমি তো এখন আসাম নিয়ে ভয়ে আছি। একে ৭১ এর বন্ধু তারপর মুসলমান।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


আসাম রাজ্য যদি বাংগালী মুসলমানদের বের করে, ভারত সরকার ওদেরকে কলিকাতা কিংবা দিল্লী এলাকায় নিতে বাধ্য হবে। এখন কাশ্মীরে নেয়াও সম্ভব হবে।

দেশ ১৯৭৫ সালে বাংলাদেশ মিলিটারীর জেনারেলরা দখল করে, ২০০৮ সাল অবধি রেখেছিলো; এখন ফিল্ড মার্শাল শেখ হাসিনা উনাকে নিজের আ্য়ত্বে নিয়েছেন; মানুষের জন্য কিছু নেই।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: আসাম রাজ্য যদি বাংগালী মুসলমানদের বের করে, ভারত সরকার ওদেরকে কলিকাতা কিংবা দিল্লী এলাকায় নিতে বাধ্য হবে। এখন কাশ্মীরে নেয়াও সম্ভব হবে।
ভারত এক প্রদেশের সমস্যা আরেক প্রদেশ দিয়ে সমাধান করতে হলে কেন্দ্রীয় সরকারকে কি অনেক কাঠখড় পোড়াতে হয় না?
একটা আশার আলো বিজেপি হিন্দুদের প্রাধান্য বেশি দেখে একটু বিব্রত মনে হল।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:



মোদী ভোটের জন্য ধর্মকে ব্যবহার করলেও, সে গণতান্ত্রিক ভারতকে বার্মার মতো মগের মুল্লুক বানাতে পারবে না।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মন্ত্রীসভার কোন মন্ত্রীই যোগ্য নয়।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা খুঁজে খুঁজে বেকুবদের নিচ্ছেন, তিনি বুদ্ধিমানদের ভয় পান, শেষে অবস্হা বাবার মতো হয়ে যায় নাকি!

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০০

ইসিয়াক বলেছেন: আমার মনে হয় মন্ত্রি সভার বেশির ভাগ মন্ত্রিই অকর্মার ঢেকি।
শুভসন্ধ্যা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সবকিছু নিজের হাতে রেখেছেন, এগুলো দিয়ে উনি শুন্যস্হান পুরণ করেছেন।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: আপনার মতোন এরকম সত্য কথা যদি সকলে বলতো!!!
সবাই তো তেলবাজি করে, চামচাগিরি করে, দালালি করে। এরকম সাহস করে সত্য কথাটা কেউ বলে না।

আপনাকে অনেক ধন্যবাদ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:



এসব মোমেন সাহেব মাহেব অদক্ষ মানুষ, ভাইযয়ের কারণে বড় পদ দখল করে জাতিকে সমস্যার ভেতরে রাখছে।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: এই পোষ্টের জন্য ইচ্ছা করছে আপনাকে জোর করে ধরে নিয়ে গিয়ে এক বাটি থাই স্যুপ খাওয়াই। সাথে অনথন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:



আমার অবশ্য স্যুপ খাবার দরকার; অজানা কারণে কাশিতে ভুগছি বেশ কিছু সময়। সময় আসবে, আমরা ঢাকায় চা খাবো এক সাথে বসে।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন: তিনি সকাল থেকে কিছুই খাননি, অভুক্ত একজন মানুষ মিডিয়ার সামনে কি বলতে কি বলেছেন তাঁকে দুইটা ব্রিটল বিস্কুট কিনে দেন খাইতে খাইতে তার বেলা চলে যাবে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা কমপক্ষে এগুলোর মুখে টেইপ লাগায়ে দিতে পারেন।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৪

রাকিব আর পি এম সি বলেছেন: এমন বেফাঁস মন্তব্য সরকারকে বিপদে ফেলতে পারে। আপনার সঙ্গে একমত, উনাকে বরখাস্ত করা উচিত।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের সরকার বিপদে পড়ে না, জাতি বিপদে পড়ে।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
এসব মোমেন সাহেব মাহেব অদক্ষ মানুষ, ভাইযয়ের কারণে বড় পদ দখল করে জাতিকে সমস্যার ভেতরে রাখছে।

দেশের সব সেক্টরে এরকম অযোগ্য লোক দিয়ে ভরা। এজন্যই এ দেশের উন্নতি হচ্ছে না। শেখ হাসিনা এই সামান্য ব্যাপার গুলো কেন বুঝেন না??

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, শেখ হাসিনা বুঝেন; উনার ধারণা, বেকুবেরা ঘরের শত্রু বিভীষণ হবে না; হলেও, কমবুদ্ধির কারণে ধরা খাবে।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমার অবশ্য স্যুপ খাবার দরকার; অজানা কারণে কাশিতে ভুগছি বেশ কিছু সময়। সময় আসবে, আমরা ঢাকায় চা খাবো এক সাথে বসে।

বেশি করে আদা দিয়ে এক মগ রং চা খান। ঠিক হয়ে যাবে।
অথবা এক কগ গরম পানিতে তিন চা চামচ মধু দিন। তারপর খান। আরাম পাবেন।
অথবা, কিছু কালিজিরা চুলায় দিয়ে নাড়াচাড়া দেন কিছুক্ষন। তারপর ছোট একটা রুমালে পেচিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিন। একদম ঠিক হয়ে যাবে।

অবশ্যই চা খাবো। আমি অপেক্ষায় আছি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:



অনেক ধন্যবাদ

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২২

রাকু হাসান বলেছেন:

খবরটি শুনে রাগে হচ্ছে খুব । X(( X(( X(( যোগ্যলোক নিয়োগ মন্ত্রী হিসাবে । ঠিক সামান্য কমনসেন্স নেই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:



উনি মুলত: আমেরিকায় থাকেন, জাতির সমস্যা ও সমাধান সম্পর্কে কোনরূপ ধারণাহীন।

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৭

নূর আলম হিরণ বলেছেন: খবরে তো দেখলাম বলা হচ্ছে রোহিঙ্গাদের ভাসানচরে যেতে জোর করা হবে না বলছেন পররাষ্ট্রমন্ত্রী!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৫৯

চাঁদগাজী বলেছেন:




এখন হয়তো টের পেয়েছেন যে, ভুল হয়ে গেছে; গতকাল বলেছিলেন, "রোহিংগারা স্বেচ্চায় না গেলে, জোর করা হবে"।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:



লিংক যোগ করেছি এখন।

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:১৯

বলেছেন: এতে বুঝা যায় উনার কমনসেন্সের চরম অভাব আছে বলেই উনি মন্ত্রীর পোস্টে আছেন।।।


০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:



বেশীরভাগ বাংগালীর কমনসেন্স যুগোপযোগী নয়

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪

নূর আলম হিরণ বলেছেন:
ঠিক টের পেয়ে অবস্থান ক্লিয়ার করেছেন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:



রোহিংাদের উৎসাহিত করার দরকার ছিলো, কিন্তু উল্টো, ভয় লাগিয়ে দিয়েছেন

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত সুন্দর জায়গায়ও তারা যেতে না চাইলে ধরে নিতে হবে তাদের উদ্দেশ্য খারাপ। এখানে আশ্রয়প্রার্থীর কোন আবদার গ্রহণযোগ্য হওয়ার কথা না। তবে মন্ত্রীর এ ধরনের মন্তব্য বিশ্বের কাছে ভুল মেসেজ দিতে পারে। বলা যায় না, এক সময় স্থানীয়রাও অতিষ্ট হয়ে মারামারি করে বসে ওদের সাথে...

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


এইসব বিষয়ে, সব মন্ত্রীর কথা বলার কোন দরকার ছিলো না; শেখ হাসিনা ও রিলিফ মন্ত্রী কথা বললেই চলতো; শেখ হাসিনা বললে, ভুল হলেও ওজন থাকতো।

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পরাস্টো মনত্রীর পদে মগজধারী চানগাজিরে নিয়োগ দেয়া হোক


পুনশ্চ
রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে নেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী - bdnews24.com

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনি সবকিছুতেই দেরী; আমি উপরে লিংক দিয়েছি।

উনি মনে হয়, শেখ হাসিনার ফোন কল পেয়েছেন।

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @চাঁদগাজীঃ অযাচিত ব্যক্তি আক্রমন কাম্য নয়। আপনার মন্তব্যগুলো এই পোস্টের সাথে অপ্রাসঙ্গিক। এই ধরনের অন্যায় ট্যাগদেয়া থেকে অনুগ্রহ করে বিরত থাকেন। কোন ব্লগার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হলে আমরা সেটা সাধারনত গোপন রাখি। কিন্তু আপনার ব্যাপারটি ভিন্ন। এক শ্রেনীর ব্লগার আছে, তারা মনে করেন, আপনার প্রতি মডারেশনের বাড়তি সুযোগ আছে। কিন্তু তেমন কিছু নয়। অযাচিত ব্যক্তি আক্রমন করার কারনে আপনার ব্লগিং সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হলো। এখন থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার লেখা প্রথম পাতায় প্রকাশিত হবে না এবং মন্তব্য করা যাবে না। আশা করি সেই সময়টার ভেতর আপনি নিজেকে গুছিয়ে নিবেন। নিজেকে কিছুটা গুছিয়ে নিতে পারলে আপনি এই ব্লগের অন্যতম সেরা ব্লগার হবেন, তাতে কোন সন্দেহ নেই।

অত্যন্ত মর্মাহত ও দুঃখের সাথে জানাচ্ছি আমি কি এ বিষয়ে কাল্পনিক_ভালোবাসা ভাইকে বিস্তারিত লিখে একটি ই-মেইল করবো বা ব্লগে একটি পোষ্ট দিবো? আপনার মতামতের জন্য আমি অপেক্ষা করবো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:



কোন ব্লগারকে নিয়ে পোষ্ট দেয়া ইত্যাদি ব্লগের নিয়মের বাহিরে; সময় ভালো নয় দেখে, এডমিন এগুলোকে কিছুটা ওভারলুক করছেন, মনে হয়; কিন্তু নিয়ম মানেই নিয়ম; ব্লগারদের বিষয়ে সিদ্ধান্ত এডমিনই নেবেন সব সময়।

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: ।। এটি আমার সম্পূর্ণ ব্যাক্তিগত সিদ্ধান্ত।।






চাঁদগাজী ভাই, আপাতত আমি ব্লগে পোষ্ট দেওয়া থেকে বিরত থাকছি। আমি ব্লগ আইকন নই, ব্লগে ৫০-১০০ টি কমেন্টের আশায় আমি ব্লগ লিখি না। আমার অতি প্রিয়জন আমার পোষ্টে মন্তব্য করতে পারবেন না সেখানে আমার পোষ্ট অর্থহীন মনে করতে পারি। সামহোয়্যারইন ব্লগের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে আমার এই সিদ্ধান্ত - আমি আপাতত আর পোষ্ট দিচ্ছি না। আপনি ফিরে আসুন জোরালো যুক্তির আলোচনা হবে (হয়তোবা, যদি সুস্থ্ থাকি - যদি বেঁচে থাকি। ১৯৭১ নিয়ে একটি লেখা পোষ্ট দেওয়ার ইচ্ছে ছিলো)

আপনি ভালো থাকুন-সুস্থ থাকুন-ব্যাস্ত থাকুন। মঙ্গলময়ের শীতল ছায়ায় আপনি শান্তিতে থাকুন আজীবন।



০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:



আপনাকে অনেক ধন্যবাদ; আপনি স্বাভাবিক নিয়মে ব্লগিং করুন, আমার ষ্ট্যাটাস ঠিক আছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৫১

চাঁদগাজী বলেছেন:



১৯৭১ সাল নিয়ে অনেক অনেক লেখা আসার দরকার; বাংগালী জাতির শ্রেষ্ট সময়, ১৯৭১ সাল, লিখুন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


কোন কমেন্টে আমি নিয়ম ভংগ করেছি, আমি অপেক্ষা করবো; আপনি নিজের লেখা লিখুন; ব্লগের নিয়ম সঠিক থাকুক, কারো জন্য ব্যতিক্রম হওয়া সঠিক নয়।

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হ্যাপি ব্যান মুবারক


গৃহবন্দি থাকতে কেমন লাগে গাজিপাজি???:D
চা খাবেন? ঢেলে দেই??;)


পুনশ্চ
মন্তব্য ব্যান করা ঠিক আছে কিন্তু পোস্টে নিষেধাজ্ঞা দেয়াটা বাড়াবাড়ি। এ মডুর পদত্যাগ চাই...

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:



পোষ্ট পড়ছি, ভাবার সময় পাচ্ছি।

আপনি কিছু লিখুন; হাজার বিষয় আছে লেখার অপেক্ষায়

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: তাহলে এই অবস্থা !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:১৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং'এর অংশ

২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাসান চর নিয়ে একটি বড় আর্টিকেল তৈরি করেছি চলতি সপ্তাহে এটি সরকারী দপ্তারে জমা দিবো। এর একটি সংক্ষিপ্ত লেখা ব্লগে পোষ্ট দিবো আপনি ফিরে আসার পর।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



সরকারী কি দপ্তরে জমা দেয়ার কথা ভাবছেন?

২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার চোখের সমস্যার জন্য অনুরোধ:-

১। কড লিভার অয়েল (সেভেন সিস) খেয়ে দেখতে পারেন
২। আই মো (eye mo) এটি সিঙ্গাপুর ও মালয়েশিয়াতে পাওয়া যায় তাছাড়া আমাজনে অর্ডার করেও নিতে পারেন এটি চোখ পরিস্কারে অব্যার্থ ঔষধ।
উপরের দুটি ঔষধ আমি নিজে ব্যাবহার করে উপকার পেয়েছি। আমি কম্পিউটারে বসতে পারতাম না চোখ জ্বলতো আর চোখ দিয়ে অনবরত পানি পরতো।

৩। বাংলাদেশী ডাক্তার ও বাংলাদেশে এসে ডাক্তার দেখাবেন না। এরা ক্ষতি করে দিবে। বাংলাদেশে চোখের সবচেয়ে ভালো ডাক্তার ও ভালো হাসপাতাল যেটি সেটিই সবচেয়ে বেশী ক্ষতি করছে দেশে। তাদের কাছে অপারেশন ছাড়া বিকল্প কোনো চিকিৎসা নেই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের ডাক্তারদের সাথে কথা বলেছি সময়ে সময়ে, তবে উনাদর কোন প্রসেডিউর অনুসরণ করিনি, ঔষধ নিইনি।

আপনার ব্যবহার করা ঔষধটি ব্যভার করতে পারবো কিনা দেখবো; ভালো কথা, কডলিভার অয়েল আমার দরকার; ধন্যবাদ

২৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

রাজীব নুর বলেছেন: শিরোনামটা বদলে দিয়েছেন??
তবে এটার চেয়ে আগের শিরোনামটা আমার বেশি ভালো লেগেছে।

নতুন পোষ্ট পাচ্ছি না আপনার??

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



আমি ব্যানে আছি

২৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: কড লিভার অয়েল সব চেয়ে ভালো টি হচ্ছে SEVEN SEAS এর
আর চোখের জন্য সবচেয়ে ভালো এলার্জি জাতীয় খাবার পরিহার করুন। এলার্জি জাতীয় খাবার মনে করবেন আপনার জন্য হারাম।। যেমন সকল প্রকার বিন, পুঁইশাক, সকল প্রকার চিংড়ী, গরুর মাংশ, খাশির মাংশ, মহিষের মাংশ এমনকি মোরগের মাংশ খাওয়া ছেড়ে দিতে হবে। পৃথিবীতে অনেক মজাদার খাবার আছে এলার্জি জাতীয় খাবার না খেলে কিচ্ছু আসে যায় না।

টক দই দিয়ে ফল / সবজ্বী সালাদ করে আটার রুটি দিয়ে খেতে পারেন এটি সবচেয়ে উত্তম খাবার।

রুমাল/তুলা - কোমল ঠান্ডা পানিতে ভিজিয়ে চোখে দিয়ে শুয়ে থাকুন ১৫-২০ মিনিট প্রতিদিন - ৭ দিনে উপকার বুঝতে পারবেন তারপর নিয়মিত কাজটি করে যান।

রাতে ঘুমনোর ১ ঘন্টা আগে হাত মুখে পানি দিয়ে ধোয়ে নিন, এবং পায়ে ৩-৫ মগ পানি ঢালুন।

কম্পিউটার মনিটর থেকে দুই ফিট দুরে বসার অভ্যাস করুন।

প্রেসার ও ডায়াবেটিস আছে কিনা জানাবেন প্লিজ - - -

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আমি অনুসরণ করবো।

ডায়াবেটিস নেই; তবে, সুগার বর্ডারে।

২৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: সুগার বর্ডারে। - এর জন্য ডাক্তার নয় ডাক্তারের কাছে যাওয়া অর্থ ঔষধ, আপনার প্রয়োজন নিউট্রশনিস্ট। প্লিজ ভালো একজন নিউট্রশনিস্ট এর সাথে দেখা করুন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, যাবো

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

রাজীব নুর বলেছেন: একদম সত্য কথা কিন্তু

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


উল্টাপাল্টা কথা বলে, রোহিংগাদের বিশ্বাস হারাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.