নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জে: এরশাদের ছেলেকে পার্লামেন্টে আনছে কোন অপরাধীরা?

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫



আমাদের পার্লামেন্টটা বিশ্বের সবচেয়ে বড়, সুন্দর ও দামী পার্লামেন্ট; এখানে জাতির সবচেয়ে বড় জ্ঞানী গুণীরা আসার কথা ছিলো; এখানে বসেই তাঁরা জাতির আগামীদিনের কক্ষপথ রচনা করার কথা।

কিন্তু আমাদের পার্লামেন্টটাকে পারিবারিক ও দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আড্ডাখানায় পরিণত করা হয়েছে; আমাদের পার্লামেন্টে দরকারী কোন বিল আজো আসেনি, ইহাকে বক্তৃতার মন্চ ও খাবার দাবার ক্লাবে পরিণত করেছে এমপি'রা ও স্পীকার। মানুষ এখন আমাদের এমপি'দের নামও জানে না, উনারা কি করেন কেহ জানে না।

এরশাদের মৃত্যুর পর হলেও, উনার দলটা বিলুপ্ত করার দরকার ছিলো, জাতির একটা কালো অধ্যায়ের সমাপ্তি ঘটতো, দু:স্বপ্নের গল্প হয়ে থাকতো জাতির মনে। এখন দেখা যাচ্ছে, সেটা না ঘটে, দু:স্বপ্নের গল্পে নতুন নায়ক যোগ করা হচ্ছে , জেনারেল এরশাদের বউ ও ভাইয়ের সাথে উহার দুরন্ত ছেলে সাদকেও আমাদের পার্লামেন্টে আনার ব্যবস্হা হচ্ছে; এগুলো জাতির বিপক্ষে অপরাধ ছাড়া অন্য কিছু নয়।

জে: জিয়া নিহত হওয়ার পর, জে: এরশাদ এসেছিলো মিলিটারীর শাসন চালু রাখতে, উনি আমৃত্যু সেটা চালিয়ে গেছেন। জে: এরশাদ বিএনপি দখল করার কথা ছিলো, হয়তো; কিন্ত সেটা ঘটেনি, তিনি নিজস্ব রাজৈতিক দল গঠন করেন; তাতে বুঝা গিয়েছিলো যে, আমাদের মিলিটারী ১৯৮২ সালের পর ভেতরে কমপক্ষে ৩ ভাগে বিভক্ত ছিল। যাক, মিলিটারীর সক্রিয় রাজনীতি ও কেন্টনমেন্টের তত্বাবধানে দল গঠন করার কারণে, জে: এরশাদ ও জে: জিয়ার দলকে নিষিদ্ধ করার দরকার ছিলো; হাইকোর্ট চাইলে আজকেও বিলুপ্তির প্রসেস শুরু করতে পারে।

পার্লামেন্ট হলো জাতির জন্য আইন প্রনয়নের স্হান, জাতির কক্ষপথ রচনার স্হান; এমন স্হানটাকে অদক্ষ, দুর্নীতিবাজ, ব্যবসায়ী ইত্যাদি ধরণের মানুষের আড্ডাখানা বানানো হয়েছে; আজকের এমপি'দের নিয়ে কেহ মাথা ঘামায় না, ওরা কি করে কেহ সেটা নিয়ে চিন্তিতও নয়, এমপি'দের সন্মান করেন, এমন মানুষ পাওয়াই দু:স্কর হবে।

বেগম এরশাদ কেন পার্লামেন্টে, ইহার সঠিক কোন উত্তর নেই; আসলে, মানুষ জানতেও চাহে না যে, বেগম এরশাদ কি জীবিত আছেন, উনি কি করেন। জে: এরশাদের ভাই কতজন আছে কে জানে? পার্লামেন্ট অনুযায়ী গণনা করলে, মনে হয় ১ জন মাত্র। জে: এরশাদের পালিত মালিত ইত্যাদি হিসেব করলে ৪ সন্তান আছে; ১ম'টা বাহির জগতে দুরন্তপনা শেষ করে, ভালো মানুষ সাজতে আমাদের পার্লামেন্টে আসবে, মনে হয়।

মন্তব্য ৮৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: উপমহাদেশে পারিবারিক রাজনীতি আরও বহুকাল চলবে মনে হয়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


পারিবারিক রাজনীতি বিশ্বের প্রায়ই দেশে আছে; তবে, তারা পরিবারের ঘোড়া, গাধা, গরু, ছাগলেকে নিয়ে আসেন না। সিরিয়ার পারিবারিক ধারা অব্যাহত রাখতে গিয়ে দেশসহ শেষ; এবং বাংলাদেেশে তা ঘটার সম্ভাবনা আছে।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


আমাকে ব্লকমুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাঁরা জেনারেল হয়ে গেছেন, তাঁদের জন্য সমবেদনা রলো, এবং আমি আপনাদের সৈনিক; এডমিনের কাছে অনুরোধ, উনাদের ব্লক তুলে নেয়ার জন্য, অনেকই ব্লগের অনেক নিয়ম কানুন মনে রাখেন না, অনেক সময় একটু ইমোশানেল হয়ে যান, আমিও এঁদের মতো একজন।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: হুমায়ূন আহমেদ এর একটা লেখায় পড়েছিলাম, গাঁ বনে শেয়াল বাঘ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


লেখকেরা জাতিক বিবেক, হুমায়ুন আহমেদ এই রকম কিছু অনুধাবন করেছেন।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


এডমিনদের ধন্যবাদ; আমার পোষ্ট সামনের পাতায় আসছে। কমেন্ট ব্যান থেকেও মুক্তি পাবার আশা করছি।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১০

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপসোস হয়

আমরা আসলেই একটি কপাল পোড়া জাতিতে পরিণত হয়েছি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



পার্লামেন্ট ভবন থেকে কলাগাছে, মলামাছদের তাড়াতে হবে, ভবনটাকে এসব বেগম এরশাদ, সাদ ইত্যাদি থেকে রক্ষা করতে হবে।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন: WELCOME BACK
আমাদের সংসদে গান হচ্ছে, কাচ্চি বিরিয়ানী আর বোরহানী হাপুস হুপুস করে গিলছে এটা দেখতেও সে এক লজ্জাকর দৃশ্য। এখন শুধু নাচ টা বাকী আছে, নাচ হয়ে গেলে ষোলকলা পূর্ণ হয়।

এরশাদ সাহেব মিলিটারি পারসন ছিলেন তিনি ডিসিপ্লিনড পারসন ছিলেন এখানে কোনো সন্দেহ নেই, ব্যাক্তি এরশাদ সাহেবকে আমি পছন্দ করি। তিনি বাংলাদেশের এক দুঃসময়ে ক্ষমতায় এসেছিলেন তাঁর ক্ষমতা ধরে রাখার প্রয়োজন ছিলোনা, কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে নর্দমার মাছি - ঘুরে ফিরে আওয়ামী জামাত বিএনপির কাছে যাবে। এবং এই কারণে এরশাদ সাহেব রাজনীতি দ্বারা কলংকিত হলেন। এরশাদ সাহেবের সাথে রাজনৈতিক অচ্ছিষ্ট এঁটো পঁচা রাজনৈতিক লোক জুড়ে গিয়ে তারা লাভবান হয়ে এরশাদ সাহেবকে মাল্টিপল ইউজ করে ছেড়ে দিয়েছে। তার অন্যতম নিকৃষ্ট উদাহরন মিজারনুর রহমান, আনোয়ার হোসেন মঞ্জু।

এরশাদ সাহেবের ছেলে সম্পর্কে যতোটুকু জানি তাকে মাদকাশক্ত নিরাময় কেন্দ্রেও রাখা হয়েছে। এই ড্রাগ এ্যডিক্ক্ট হোমো স্যাপিয়েন্স কে সংসদে কেনো?



১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


বার্মার জেনারেলরা, পাকিস্তানের জেনারেলরা, মিশরের জেনারেলদের দেশ চালানোর কথা ছিলো না; এদের সবার দায়িত্ব লেখা আছে সংবিধানে। এরশাদ যখন ক্ষমতা দখল করেছেন তখন বিএনপি'র 'সিভিলিয়ান সাইনবোর্ড' বিচারপতি সাত্তার ছিলেন; দেশ সমস্যায় ছিলো, ছোট অন্যায়ের মাঝে ছিলো; এরশাদ বড় অন্যায় করেছে।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৮

বলেছেন: এরশাদ সাহেবের নিজের ছেলে নাকি ?

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



এরশাদ সাহেবকে কোন মানুষ কোনদিন কোন ব্যাপারে বিশ্বাস করেননি; উনার বৈবাহিক জীবন উনার পুরো জীবনের মতোই কলংকময়।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২০

হাফিজ বিন শামসী বলেছেন: এমএলএসএস-এর চাকরি নিতে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দাখিল করতে হয়। কিন্তু সংসদ সদস্য হওয়ার জন্য কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। চমৎকার না?

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


শিক্ষাগত যোগ্যতা এখনো স্হির করা হয়নি; দলগুলোতে বেগম জিয়া ইত্যাদি থাকায়, ওরা ইহা স্হির করেনি।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২২

ইসিয়াক বলেছেন: welcome back
ভালো লাগছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ।

আমার ব্লকমুক্তি চেয়ে কয়েকজন এদিকে কয়েকজন ব্লগার জেনারেল হয়ে গেছেন, মনে হচ্ছে; তাঁদের প্রমোশান কিভাবে ঠেকানো যায়, সেটা ভাবছি।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২২

ইসিয়াক বলেছেন: ++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:



এই সুন্দর ভবনটাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছে না কিছু অদক্ষ লোকজন।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:






চাঁদগাজী ভাই, স্বাধীন বাংলাদেশে একমাত্র এরশাদ সাহেব জামাতের জামাতা হয়নি, বাদবাকী এমন কোনো দল এমন কোনো ব্যাক্তি আছেন ক্ষমতার জন্য যারা জামাতের সাথে হাত মেলায়নি? আঃ সাত্তার জামাতের হাতে দেশটা দিয়ে বসে পড়তেন সাত্তার সাহেবকে সরানো দরকার ছিলো। এরশাদ সাহেবের হাত রক্তে মাখা লাল হাত নয় এটি প্রমান করা কঠিন তবে আমি কিছু পোষ্ট দিবো। এরশাদ সাহেব ভুল করেছেন অন্যায় করেছেন পাপ করেছেন তবে দেশের সাথে বেঈমানী করেননি।

রওশণ এরশাদকে এরশাদ সাহেব ক্ষমতায় আনেন নি, তিনি হাউজ ওয়াইফ ছিলেন। জি এম কাদের সাহেব যা ইচ্ছা তা করুক, রাবণের ভাই বিভীষণ ছিলেন জি এম কাদের বিভীষণ নন। এই দেশ লুটে খাওয়ার জন্য ৩৫০ জন আছেন তার মধ্যে জি এম কাদের মাত্র একজন - নট ফ্যাক্ট নট গিল্ট !!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ দেশের সাথে বেইমানী করেননি; উনারা মুক্তিযুদ্ধের প্রাপ্তিটাকে ধুলায় মিশায়ে দিয়েছেন মা্ত্র; আমাদের মানুষ জেনারেল জিয়া ও ইয়াহিয়া খানের সাথে যুদ্ধ করে প্রাণ দিয়েছিলেন; জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ উনাদের প্রভু আইয়ুবের ও ইয়াহিয়ার সিষ্টেমটা চালু করেছেন; এটা বুঝা সাধারণ মানুষের জন্য কষ্টকর ছিলো, এমন কি ড: এমাজুদ্দিন, ড: জসীম উদ্দিনের মত ভিসিদের পক্ষে বুঝা কষ্টকর ছিলো।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:



যথাসম্ভব স্বল্প সময়ের মাঝে, আমার ব্লক-মুক্তি চাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




কিছু মাথা মটো উম্মাদ আছে তারা মনে করে আমি সব সময় আপনাকে সাপোর্ট করি কারণ তারা পোষ্ট পড়ে না, কমেন্ট পড়ে না, কমেন্ট পড়লে জানতে পারতো অনেক বিষয়ে আমি আপনার সাথে ভিন্নমত পোষন করি এবং সেখানে প্রচুর তর্ক বিতর্ক হয়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:



মানুষের কমনসেন্স, ভাবনা ও বুঝার বিবিধ লেভেল আছে; আশাকরি,সময়ের সাথে বাংগালীরা ব্লগিং থেকে উপকৃত হবেন।

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন:
ধন্যবাদ।
আমার ব্লকমুক্তি চেয়ে কয়েকজন এদিকে কয়েকজন ব্লগার জেনারেল হয়ে গেছেন, মনে হচ্ছে; তাঁদের প্রমোশান কিভাবে ঠেকানো যায়, সেটা ভাবছি।

সুন্দর ভাবনা । আশা করি খুব তাড়াতাড়ি সবাই ব্লক মুক্ত হবে ।আমরা সবাই আবার হৈ হৈ করে ব্লগিং করবো।
সেইদিনের প্রত্যাশায় ..........শুভকামনা রইলো ।
শুভসন্ধ্যা

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:



আশা করছি, সবাই ব্লকমুক্ত হবেন।

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৩

ডার্ক ম্যান বলেছেন: অলৌকিক ভাবে জন্ম নেওয়া একজন ব্যক্তি আমাদের সংসদ সদস্য হবেন, এটা বেশ আনন্দের।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:



অলৌকিক পার্লামেন্টে অলৌকিক এরশাদের আগমণ ঘটবে, দেশ অলৌকিক হয়ে যাবে।

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সাদ, রওশনরাই সংসদে যাবে; এসব পরিবারতন্ত্র রাজা বাদশাদের আমল থেকেই এসব চলে আসছে।

পুনশ্চঃ
সংসদ সদস্য হবার যোগ্যতা: ২৫বছর বয়স, প্লাস পরিবারতন্ত্রের সদস্য/পরিবারতন্ত্রের মুরিদ হওয়া।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


জে: এরশাদ, জে: জিয়া জাতিকে অপমান করার সব দরজা খুলে দিয়ে গেছে; যারা দেশের কেহ নয়, যারা দেশ চাহিনী তাদেরকে পার্লামেন্টে এনে জাতির স্বপ্নে লাথি মেরে গেছে।

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




এদের কে ক্ষমতায় আনে অপরাধীরা নয়, আহাম্মক জনগণই........................

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:



জনতা জে: জিয়া ও জেনারেল এরশাদকে ক্ষমতায় আনেননি; ওরা হত্যার মাধ্যমে এসেছিল; ওরা দেশকে পুরোপুরি পাকী সিষ্টেমে নিয়ে গেছে। মানুষকে দরকারী শিক্ষা থেকে বন্চিত করায়, মানুষ শেখ সাহবে ও জিয়ার মাঝে পার্থক্য বুঝতে সক্ষম ছিলো না, আজও নেই।

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন: এরশাদ সাহেব জিয়ার অনুসারী ছিলেন?
লক্ষ জিয়া ঘরে ঘরের জিয়ারা তো বলে “জিয়ার হাতে এরশাদ সাহেব পটল দিয়েছেন” - আপনি কি মনে করেন?

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


না, জেনারেল এরশাদ কোনভাবে জে: জিয়ার অনুসারী ছিলেন না; জেনারেল জিয়া মুক্তিযোদ্ধা জেনারেলদের টপকায়ে, একজন ইডিয়ট খুঁজছিলেন। কিন্তু জে: এরশাদ ভেঁড়ার চামড়া পরে বসেছিলেন।

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫০

জাতির বোঝা বলেছেন: আপনাকে প্রথম পাতায় দেখে খুবই ভালো লাগছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:




ধন্যবাদ, এখন থেকে ভেবেচিন্তে কমেন্ট করবো; একটু গৃহপালিত হয়ে যাবো, হয়তো!

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:





চাঁদগাজী ভাই, জেলারেল জিয়া রক্তপাত করে ক্ষমতায় এসেছেন, রক্তাপাত এক সামরিক ক্যু করেন। রক্তপাত করেছেন আমরন, প্রায় তিন হাজার সৈনিক কে তিনি হত্যা করেন। এবং জীবন দিতে হয়েছে তার রক্তপাতে। জেনারেল মনজু তিনি মরে গিয়ে জলের মানুষখেকো কুমির মেরে গেছেন - সাবাস ।।

জেনারেল এরশাদ রক্তপাতহীন এক সামরিক ক্যু করে ক্ষমতায় আসেন তার জীবনাবসান ও হয় রক্তপাতহীন। তাঁকে বলেদা জিয়া জেলে পুরে দেন হাসিনা সরকার টেনে বার করে রাজনীতিতে নিয়ে আসেন।

everybody has their dues in life to pay

জেনারেল এরশাদ মুক্তিযোদ্ধা ছিলেন না, এটি তাঁর অপরাধ না - তিনি পাকিস্তানে বন্দি ছিলেন - সে বিষয়ে বলতে গেলে বীর শ্রেষ্ট মতিউর রহমান প্রসঙ্গ চলে আসবে। আমি একজন সর্বোচ্চ খেতাবধারী মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলতে চাচ্ছি না।

আর সাদ, রউশন, বিদিশা কে? চিনি না ।।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:



জে: এরশাদের রক্তপাতটা একটু সুক্ষ্ম, জে: জিয়াকে হত্যার সুযোগ করে দিয়েছে এরশাদ, মুক্তিযোদ্ধা জেনারেল মন্জুর ও ১৩ জন মুক্তিযোদ্ধা অফিসারকে হত্যা করা হয়েছে উনার প্ল্যানেই। উনার আগমণই হলো আইয়ুব খানের পাকী মিলিটারীতন্ত্র চালু রাখার জন্য।

২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন: ২০১৯ পর্যন্ত আমরন এরশাদ সাহেবকে সরকারের দরকার ছিলো?
চাঁদগাজী ভাই বিএনপি বলে এরশাদ সাহেব র এর এ্যজেনন্ট আরেকদ বলে এরশাদ সাহেব আইএসআই - তাহলে আমার মতে এরশাদ সাহেব তো বাংলাদেশের জ্যামস বন্ড ০০৭ !!! এরশাদ সাহেবের মতো সুপুরুষ বাংলাদেশে না কখনো ছিলো না কখনো আর হবে।

তার বিবাহ তার মতো কলংকময়! - তিনি কোন মহিলাকে লেডিস ক্লাব থেকে ধরে নিয়ে এসেছেন? মহিলারা তার উপর ঝাপিয়ে পড়েছেন এটা জানি। আপনি কি জানেন বলেন?

আমি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মহিলা পুরুষ সম্পর্কে আমিও কিছু জানি।




১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ ১ মুটো ভাত, কাপড়ের জন্য যুদ্ধ করেছিলেন; মুক্তিযোদ্ধা অফিসারগুলো জেনারেল এরশাদের মতো সুপুরুষ ছিলেন না, কিন্তু জাতির জন্য যুদ্ধ করেছিলেন।

যেই শ্রেণী যুদ্ধ করেছিলেন, সেই শ্রেণীর মানুষের মেয়েরা পড়ালেখাহীন হয়ে চাকরাণী হয়েছে, ঝি হয়েছে, গার্মেন্টস'এ আজীবন কাজ করেছে; এরশাদ সাহেব সুপুরুষ হওয়ায়, মৃত্যুর সময় লিগ্যাল ১০০ কোটীর বেশীর সম্পত্তি রেখে গেছে; আপনারা মুক্তিযু্দ্ধের পক্ষের ৬ কোটী মানুষের অবদান দেখেন না, মুক্তিযোদ্ধা অফিসার হত্যাকারীর মাঝে দেশ-প্রেমিক খুঁজে পান!

২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ডক্টর কাশাল হোসের ভার্সেস এরশাদ (শুধু মাত্র এরশাদ) - কে বেশী দায়ী?

উত্তর দেওয়ার আগে ভেবে দেখবেন এরশাদকে জেলে পুরে কানে বন্দুক ধরে তাকে ধরে রাখা হয়েছে, ডক্টর কামাল হোসেন জেনে বোঝে শুনে বার বার জামাতের সঙ্গে আঁতাত করেছেন, যার ইলেকশান করে পাশ করার যোগ্যতাটুুকু নাই। কার কতোটুকু প্রপ্রার্টি ডক্টর কামাল হোসনের বেশী নাকি এরশাদের এর?

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনার নতুন পোষ্ট, "জেমস বন্ড" পড়েছি; আমার কমেন্ট ক্ষমতা এখনো নেই; যাক জেমসবন্ড একটা গোয়েদা কাহিনী; জে: জিয়া ও এরশাদ জাতির গোয়েন্দা কাহিনী নয়, জাতির বিশ্বাসঘাতকদের ইতিহাস।

আজকের আওয়ামী লীগে যারা এসেছে, শেখ জীবিত থাকলে এদের এসব পদে আসার সুযোগ থাকতো না; শেখ হাসিনা রাজনীতিতে আসতেন না, ড: কামালকে বেরিয়ে যাওয়ার দরকার হতো না; শেখ সাহেবকে যারা হত্যা করায়েছে, জে: জিয়া ও জেনারেল এরশাদ তাদেরই লোক।

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:





আপনারা মুক্তিযু্দ্ধের পক্ষের ৬ কোটী মানুষের অবদান দেখেন না, মুক্তিযোদ্ধা অফিসার হত্যাকারীর মাঝে দেশ-প্রেমিক খুঁজে পান! - চাঁদগাজী ভাই এই কথায় আমি ব্যাক্তিগত ভাবে কষ্ট পেলাম। আমি মুকিযোদ্ধাদের কষ্ট ত্যাগ ভালোবাসা বুঝি।

সমস্যা হচ্ছে এবং চিরন্তন সত্য হচ্ছে - ৭১ উত্তর বাংলাদেশে মুক্তিযোদ্ধারা দেশে তান্ডব করেছেন, খুনের রক্ত মুক্তিযোদ্ধারা বইয়েছেন - বলুন এই কথায় কোথায় আমি ভুল বলেছি। আমার তো নিজের চোখে দেখা রক্তাক্ত ৭৫-৮১

আমি একটি পোষ্ট দিয়ে আবার ড্রাফটে নিয়েছি। আপনি ফিরে আসুন আমার পোষ্টে প্রবল বিতর্কের কারণ আছে আপনি তাতে থাকবেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধাদের হাতে গড়ে, ১৯৭১ সালের ডিসেম্বরের ২১/২২ তারিখ থেকে অস্ত্রও ছিলো না; ওঁরা কিভাবে রক্ত ঝরাবেন? আপনারা সিরাজ শিকদার কিংবা ঐ ধরণের খুনীদেরকে মুক্তিযোদ্ধা ভেবেছিলেন? আপনারা মুক্তিযোদ্ধা দেখেছেন, নাকি চোর ডাকাতদের মুক্তিযোদ্ধা হিসেবে নিয়েছেন?

শুধু মাত্র কাদের সিদ্দিকী অস্ত্র জমা দিয়েছে শেখ সাহেব ফেরার পর।

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৫০
লেখক বলেছেন: ধন্যবাদ, এখন থেকে ভেবেচিন্তে কমেন্ট করবো; একটু গৃহপালিত হয়ে যাবো, হয়তো!


- আমিও তাই ভাবছি ইরানের শের শায়েরী অনুবাদ লিখবো। প্রতিবাদ করবোনা হাসি আক্তার খুশীর জন্য, প্রতিবাদ করবো না দেশের অরাজকতার জন্য। গৃহপালিত হয়ে যাবো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:


নিজের ভাবনাকে পরীক্ষা করে দেখার জন্য ব্লগিংই বাংগালীদের জন্য একমাত্র উপায়।

২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




সব পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলো, বেঁচে থাকা মুক্তিযোদ্ধার মধ্য সর্বোচ্চ পদকপ্রাপ্ত
কর্ণেল তাহের - বীর উত্তম
জেনারেল জিয়া - বীর উত্তম
এই দুজন সিপাহী বিপ্লবের নামে যা করেছেন তা কি?

শেখ সাহেব হত্যার সাথে জড়িত কতোজন মুক্তিযোদ্ধা ছিলো?


১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:


২৫ শে মার্চের আক্রমণের সময়ে, বাংলাদেশে ছুটিতে থাকা বেংগল রাজিমেন্টের বেশীর ভাগ অফিসার যুদ্ধে যোগদান করেনি; ২৫ শে মার্চের রাতে পালিয়ে যাওয়া অফিসারদের সামান্য কিছু মাত্র যুদ্ধে যোগদান করেছিলেন, বাকীরা ভেবেছিলেন যে, দেশ স্বাধীন হবে না; তাই লুকিয়ে ছিলেন; মনে হয়, মাত্র ৮০/৯০ জন অফিসার যুদ্ধ করেছিলেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমার জানা মতে, শেখ সাহেব হত্যায় মুক্তিযোদ্ধা অফিসার ছিলো না; এরা পালিয়ে থাকা অফিসার, যারা মুক্তিযুদ্ধের শেষদিকে ওদের পরিচিত অফিসারদের মাধ্যমে নাম লিখায়েছিলো, মনে হয়। এদের কেহ ১ নং, ২ নং সেক্টরে ছিলো না।

২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১১

মানতাশা বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++্
স্বাগতম ব্লগার চাঁদগাজী ।
+++++++++++++++++++++++++++++++++++++++্

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৫৩

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ।

সাময়িক ব্লক থেকে আমার মুক্তি চেয়ে, আপনি পোষ্ট দেয়ার পরপরই আমি আমার গত পোষ্টে আপনাকে হুশিয়ার করেছিলাম যে, আপনাকে এজন্য নিয়ম অনুযায়ী দায়ী করা হতে পারে; আপনি হয়তো দেখেননি।

আপনার কি অবস্হা?

২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: মেজর ডালিম - পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলো।
সে যুদ্ধ করেছিলো কিনা তা জানার প্রয়োজন নেই কারণ সে যেই অপরাধ করেছে তাতে তার মুক্তিযুদ্ধা হলেই কি না হলেই কি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:


পদকের ব্যাপারটা নিয়ে সমস্যা আছে; কারা কিভাবে এই লিষ্ট তৈরি করেছিলেন তা পরিস্কার নয়; কোন কমিটি টমিটি ছিলো কিনা, নাকি আগ্রহীরা নিজেরা এসব করেছে কে জানে!

২৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪২

মানতাশা বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
সাময়িক ব্লক থেকে আমার মুক্তি চেয়ে, আপনি পোষ্ট দেয়ার পরপরই আমি আমার গত পোষ্টে আপনাকে হুশিয়ার করেছিলাম যে, আপনাকে এজন্য দায়ী করা হতে পারে; আপনি হয়তো দেখেননি।
আপনার কি অবস্হা?

আপনার ব্যান মুক্তি চাহিয়া যে পোস্ট দিয়া ছিলাম তাহা আরেকটু অন্যভাবে দিলে জেনারেল হতাম নাহ।আপনি সতর্ক করিয়াছেন বলিয়া ধন্যবাদ জানাইতেছি।সতর্কবাণী আগে দেখা হয়নি।দেখলে পোস্টখানা সরাইয়া রাখিতাম।চেষ্টা করিব নিয়ম মানিয়া ব্লগিং করিতে ।কাভার সিদ্ধান্ত মানিয়া লইছি।সংযত থাকার চেষ্টা করিতেছি ,করিবো।জেনারেল হইতে সেফ হবো বলিয়াই বিশ্বাস।আপনার ব্যান দীর্ঘ হয় নাই বলিয়া ভালো লাগিতেছে।পোস্ট দিয়া ভয়ে ছিলাম ,কারণ হইলো উক্ত নিক আপনার মাল্টি বলিয়া ব্লগারগণ দাবি করিতেছিল।মানতাশা নিকটি নাতির জন্য খুলিয়া ছিলাম।পরে সে ব্লগিং করবে না বলিয়া সিদ্ধান্ত নিয়াছে।একদিন নিকে প্রবেশ করিয়া অসঙ্গতি চোখে পড়িয়া ছিল।তাহার জন্যই আমি আপত্তিকর পোস্ট করা শুরু করিয়া ছিলাম ।মোদ্দাকথা আমি ব্লগের ভালো চাই।ভালোবাসি তাহার জন্যই এসকল পোস্ট দিয়া ছিলাম।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, আপনাকে স্বল্প সময়ে "সেইফে"এ নেবেন এডমিনগণ।

এডমিনগণ জানেন, কার কার মালটি নিক আছে; উনারা জানেন যে, আমার মালটি নিক নেই; কিছু ব্লগারের ধারণাশক্তি সীমিত, কি বলতে কি বলেন, ঠিক ঠিকানা নেই; আমার মালটি নিক নিয়ে যারা অভিযোগ করেন, এডমিনগণ তাদের বুদ্ধির ঢেঁকি দেখে নিশ্চয় হাসেন।

২৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: আওয়ামীলীগ সুষ্ঠু রাজনীতি করলে মিলিটারিদের বানাদল এমনিতেই বিলুপ্ত হয়ে যেতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য আওয়ামীলীগের রাজনীতিবিদরা সেটা করছেন না। তাই সাধারণ মানুষের কাছে আওয়াম্লীগ, বিএনপি, জাতীয়পার্টি সব সমান হয়ে গেছে।

এডমিনের প্রতি আপনার ব্যানের সময়সীমা কামানোর অনুরোধ রইলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


২০১৪ সাল থেকে, কিংবা ২০১৬ সাল থেকে আওয়ামী লীগ সুষ্ঠু রাজনীতি করতে পারতো; কিন্তু সেটা হয়নি; সুষ্ঠু রাজনীতি কি আওয়ামী লীগ সেটা হয়তো আর জানে না

৩০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:০৩

গরল বলেছেন: বাংলাদেশের প্রধান বিচারপতিরাও মেরুদন্ঢীন, তা না হলে এরশাদ বা জিয়া ক্ষমতায় আসতে পারত না। পাকিস্তানের মত দেশেও পারভেজ মোশারফের মত প্রতাপশালী সামরিক শাসককেও প্রধান বিচারপতি অপসারণ করতে পেরেছে কিন্ত একটা রায় দেওয়ার কারণে এস কে সিনহাকে দেশ ত্যাগ করতে বাধ্য করতে হয়েছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



সিনহা নিজেই অযোগ্য ছিল; সিনহার অযোগ্যতাই উনাকে সেই পদে যেতে সাহায্য করেছে।

৩১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:২৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শুধুমাত্র এক এরশাদপুত্রকে ক্ষমতায় আনার কারণেই বাংলাদেশের অথর্ব ও বিচারবুদ্ধিহীন ভোটাররা অপরাধী নয় | বরং বিগত বেশ কয়েকটি সংসদ, উপজেলা ও পৌরসভার নির্বাচনে বিভিন্ন লেভেলের দুস্কৃতিকারীদের ভোটে জিতিয়ে এনে জাতি নিজেকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে |
লেজেহোমো এরশাদের মতো চরম লম্পট ও দুর্নীতিবাজ কুলাঙ্গারকে যে জাতি সংসদ সদস্য করে রাজনীতিতে পুনর্বাসিত করতে পারে সেই জাতি মাদকাসক্ত, তাড়িখোর, শেয়ার লুটেরা, ব্যাংক লুটেরা, ইয়াবা ব্যবসায়ীদের জনপ্রতিনিধি মনোনীত করবে এইটাই স্বাভাবিক |

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:



আপনার স্ট্যাটাস ঠিক আছে তো?
আমাকে ব্লকমুক্ত করার জন্য আপনারদেয়া পোষ্ট দেখার পর, আমার নিজের পোষ্টে (এই পোষ্টের আগের পোষ্টে) আপনাকে হুশিয়ার করে মন্তব্য লিখেছিলাম, আপনার পোষ্ট সরিয়ে নিতে; ভাবছিলাম, আপনাকে নিয়ম ভংগের জন্য শেষে যদি 'জেনারেল' হতে হয়। ধন্যবাদ আপনাকে।

জাতির পার্লামেন্টে সব ধরণের ভাঁড়দের চিড়িয়াখানা খুলেছে।

৩২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: হুম, সব মিলিয়ে ভালই লাগছে ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:



আমার ব্লকমুক্তি চাওয়ার জন্য ধনয়বাদ, আমি ঠিক আছি; আপনি ভালো থাকুন।

৩৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭

রায়হান চৌঃ বলেছেন: রাজনৈতিক নেতা দের ও টিকটিকির মতো নতুন লেজ গজাতে থাকে, যেমনটা ছন্দের মাঝে একটা মিল থাকে "আঘার পর মঘা" এই আর কি......

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


বর্তমান বিশ্বমানের কোন রাজনীতিবিদ বাংলাদেশে নেই; দেশের মানুষের শ্রমের টাকায় এরা অসৎ ধনী।

৩৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বব লুই কান যখন নকশা করেছিলেন, তখন জানতেন না বাংলাদেশ স্বাধীন হবে। আর তখন উপমহাদেশেও পরিবারতন্ত্র শুরু হয়নি। উনি যদি জানতেন এই মগজহীন লোকেরা এই ভবন দাপিয়ে বেড়াবে তাহলে কখনোই এত সুন্দর নকশা দিয়ে যেতেন না...

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:



ঢাকার প্রাণ কেন্দ্রে ২০০ একর জমির উপর পার্লামেন্ট ভবন; এত বিশাল এলাকার উপর কারো পার্লামেন্ট নেই;

৩৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: রাজনীতিবিদ এর ছেলে তো রাজনীতিই করবে।
রিকশাওয়ালার ছেলে রিকশাওলাই হয়।

যুগ যুগ ধইরে তো এরকমই আসছে।

যাই হোক, আপনার নতুন পোষ্ট দেখে আমি অনেক খুশি। আপনাকে ব্লগে না পেয়ে খুব মন খারাপ হয়েছিল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


আপনি যা বলছেন, সেটাই হয়তো বাংগালীদের জন্য সঠিক; কিন্তু সমস্যা হলো, ৩০ লাখ মানুষের প্রাণ কেন দিতে হলো? জে: জিয়া ও জে: এরশাদই যদি দেশ চালায়, জে: আইয়ুব খান এই ২ জনের চেয়ে হাজার গুণে বুদ্ধিমান ছিল।

৩৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এখন থেকে ভেবেচিন্তে কমেন্ট করবো; একটু গৃহপালিত হয়ে যাবো, হয়তো!

হা হা। আপনাকে নিয়ে আর পারা গেলো না।
শুভ ব্লগিং। মানতাশার ব্যাপারটা আমার জানা ছিলো না। আমি বিষয়টা অনুসন্ধান করে ঠিক করে দিয়েছি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:




আপনাকে সবদিক দেখতে হয়, সবকুল রক্ষা করতে হয়; আপনাকে অনেক ধন্যবাদ।

৩৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

নীলপরি বলেছেন: ৩৫নং মন্তব্যটা বেশ লাগলো ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


যেভাবে জে: জিয়া ও জে: এরশাদ আমাদেরকে পাকিস্তানী সিষ্টেমে নিয়ে গেছে, সেইদিক থেকে রাজিব নুরের কথাই ঠিক!

আপনার কবিতা টবিতা প্রকাশ হচ্ছে নাকি?

৩৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:






কাল্পনিক_ভালোবাসা ভাইকে ব্লগে সবাই ভয় পায় এটি কি কাল্পনিক_ভালোবাসা ভাই জানেন? আপনি কি আমার সাথে ব্লগ বিতর্ক করতে রাজি আছেন? চলুন একদিন ফাইট করি - কি বলেন?

প্রসঙ্গ: - হুসেইন মোহাম্মদ এরশাদ অথবা আপনি নিজে বলুন কি প্রসঙ্গ হয়, ব্লগে সবাই দেখুক এ্যাডমিন ভার্সেস ঠাকুরমাহমুদ ফাইট। আমার পক্ষে কাউকে পাওয়া যাবে না তবে চাঁদগাজী সাহেবকে মাঝে মাঝে পওয়া যেতে পারে আর আপনার পক্ষে সমস্ত ব্লগার !!!


৩৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:





কাল্পনিক_ভালোবাসা ভাই, ব্লগে অসুস্থ ব্লগিং থেকে বেড়িয়ে আসার জন্য একটি সুস্থ ব্লগ ফাইট হওয়া জরুরী, আপনি উক্ত পোষ্টে দেখতে পারেন চাঁদগাজী সাহেবকে আমি যেভাবে আক্রমন করেছি, এই আক্রমন আর বাড়ানো হলে চাঁদগাজী ভাই আহত হতেন। আমি মেজর ডালিম পর্যন্ত গিয়ে থেমে গেছি থাক যথেষ্ট হয়েছ। আমি ইতিহাসের ছাত্র ছিলাম না তবে আমি নিজেই ইতিহাসের মানুষ।।

চাঁদগাজী ভাই, কথা দিচ্ছি “পাাশে ছিলাম - পাশে আছি - পাশে থাকবো”।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা চলছে, চলবে; ইহা নিয়ে আমরা আলোচনা করবো, বুঝতে চেষ্টা করবো।

৪০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২২

মানতাশা বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা ব্যান তুলে নেওয়ায় ।
সুস্থ্য ব্লগিং হউক । ধন্যবাদ চাঁদগাজী ভাই।সতর্ক করিয়া ছিলেন আমায় ।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:



ভালো হলো।

৪১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @ঠাকুর মাহমুদঃ আমি যে কোন সুস্থ যৌক্তিক আলোচনা, সমালোচনা এবং বির্তকে আছি। যে কেউ আমার যে কোন বিষয়ে সমালোচনা করার অধিকার রাখেন। যেমন ইদানিং কয়েক জন করছেন। উনারা প্রতিবারই বলেন, এই বুঝি ব্যান হয়ে গেলাম। হা হা! অথচ তাঁরা ব্যান হন না। তাঁরা ব্যান হন অন্য কোন কাজের জন্য। দোষ এসে পড়ে আমার উপর।

যেমন ধরেন, যিনি সরকার চালান, তাঁকে আপনি আমি যৌক্তিকভাবে কঠোর সমালোচনা করি আবার আবার রিকশাওয়ালা বা অশিক্ষিত শ্রেনীর মানুষও তাঁকে সমালোচনা করে গালাগাল করে। ফলে ভাষাতে পরিষ্কার হয়ে উঠে কে কেমন মানসিকতার এবং কে কতটুকু জ্ঞান রাখেন। অনেকে জ্ঞান বাড়ানোর জন্য ভরসা রাখেন হরলিক্স বা অন্য কোন পানীয়তে আর স্বাভাবিক শিক্ষিত মানুষরা ভরসা রাখে লেখাপড়ায়, সুস্থ আলোচনায় এবং সুন্দর বিতর্কে।

৪২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বিচিত্র কারেণে আমি আপনাকে পছন্দ করি সেই কারণ এ্যাডমিন হওয়ার জন্য নয়, আপনার যোগ্য জাজেস এর জন্য। ভালো থাকুন-সুস্থ্ থাকুন-ব্যাস্ত থাকুন।

৪৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৫০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পোস্টটি সরিয়ে ফেলেছি | স্ট্যাটাসে এখনো সেইফ হিসাবেই আছি | :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১১

চাঁদগাজী বলেছেন:



পোষ্ট সরায়ে ভালো করেছিলেন, না হয়, সমস্যা হতে পারতো; আমার ব্লকমুক্তি চাওয়ার জন্য অনেক ধন্যবাদ।

৪৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনি যা বলছেন, সেটাই হয়তো বাংগালীদের জন্য সঠিক; কিন্তু সমস্যা হলো, ৩০ লাখ মানুষের প্রাণ কেন দিতে হলো? জে: জিয়া ও জে: এরশাদই যদি দেশ চালায়, জে: আইয়ুব খান এই ২ জনের চেয়ে হাজার গুণে বুদ্ধিমান ছিল।

দেশ স্বাধীন হবার পর থেকে সত্যিকার রাজনীতিবিদ একজনও পেলাম না। কে ভালো?? কেউ ভালো না। আসলে খাটি লোক আমাদের নেই।
তবে তাজউদ্দিন আহমেদ অবশ্যই ভালো লোক।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


তাজুদ্দিন সাহেব সৎ ছিলেন; কিন্তু বুদ্ধিমান ছিলেন না; যাঁরা ৯ মাস উনার সরকারে থেকে, বিনা বেতনে যুদ্ধ করেছিলেন, প্রাণ দিয়েছিলেন, তাঁদেরকে ভলনটিয়ার চাকুরীটা থেকে বরখাস্ত করে, নিজের চাকুরীটা রাখা কম বুদ্ধিমানের পরিচয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.