নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সৌদী অয়েল-প্রসেসিং প্ল্যান্টে কারা আক্রমণ চালায়েছে?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৩



গত শনিবার (সেপ্টেম্বর, ১৪) সৌদী আরবের আবকিক অয়েল-প্রসেসিং প্ল্যান্টে ড্রোন-গাইডেড মিসাইল আক্রমণ চালিয়ে, বিশ্বের সবচেয়ে বড় অয়েল-প্রসেসিং প্ল্যান্টটিকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে; এতে সৌদীর দৈনিক তেল উদপাদন ক্ষমতা অর্ধেক হয়ে গেছে; সৌদী এখন ৫.৫ মিলিয়ন ব্যারেল কম উদপাদন করছে; বিশ্ববাজারে গতকাল তেলের ব্যারেল ৫ ডলার বেড়ে গেছে। প্রথমে মনে করা হয়েছিলো যে, প্ল্যান্ট টি চালু করতে ৬ মাসের বেশী সময় লাগবে; আজকে বলছে, ১ মাসে ভেতর চালু করা সম্ভব হবে। এই আক্রমনের ফলে, সৌদী তেল কোম্পানী 'আরামকো'এর আইপিও পেছনে চলে গেছে!

এই আক্রমণ চালালো কারা? আক্রমণের কিছুক্ষণ পরে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবী করেছে যে, তারা এই আক্রমণ চালায়েছে; আসলে, হুতিদের কাছে দা-কুড়াল ব্যতিত কিছু থাকার কথা নয়; ওদের কাছে যেসব অস্ত্র আছে, এগুলো ইরানের দেয়া; তারা এতদুরে ড্রোন-গাইডেডে মিসাইল পাঠানোর মতো মাথার মালিক নয়।

ইয়েমেন সৌদীর প্রতিবেশী, এবং সবচেয়ে দরিদ্র আরবদেশ; সৌদী সবচেয়ে ধনী আরবদেশ; তাদের সাংস্কৃতিক মিল আছে, ধর্মীয় গরমিল আছে। হুতিরা ইরানী সাহায্য পেয়ে, সৌদীপন্হি প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সৌদীরা ক্রমাগতভাবে ইয়েমের উপর বিমান আক্রমণ চালিয়ে যাচ্ছে; এত ভালো আক্রমণ চালিয়েছে যে, ওখানে বালি ব্যতিত অন্য কিছু তেমন নেই। সোদী বলছে, হুতিরা ইরানের হয়ে সৌদীতে আক্রমণ চালাচ্ছে; আসলে, হুতিরা ১০০/১৫০ মাইল দুরত্বের রকেট আক্রমণ চালায় সৌদীর উপর, এগুলো আতসবাজীর মতো।

যেই ধরণের ড্রোন-গাইডেড মিসাইল ব্যবহার করেছে, এগুলো আছে আমেরিকা, রাশিয়া, ইসরায়েল ও ইরানের কাছে; হুতিদের দিলেও ওরা এগুলো ব্যবহার ও কন্ট্রোল করতে পারবে না।

আমেরিকা বলছে, ইরান এই কাজ করেছে; এবং ইরাক বর্ডারের কাছাকাছি ইরানী ভুমি থেকে এগুলো ছোঁড়া হয়েছে। ইরানের সাথে সৌদীর ধর্মীয় সমস্যার কারণে, আমেরিকা-ইরান সম্পর্ক প্রায় যুদ্ধাবস্হায় আছে। ইতিমধ্যে, ইরান একটি আমেরিকান ড্রোন ধ্বংস করেছে। গত কয়েক মাসে পারসিয়ান উপসাগরে কয়েকটি ট্যাংকার মাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে; আমেরিকা বলছে, ইরানীরা এসব কাজ করেছে।

যদিও ট্রাম্প বলছে যে, উপসাগর এলাকায় আমেরিকা যুদ্ধ শুরু করতে চাচ্ছে না; অবস্হা দেখে ইহা বিশ্বাস করা মুশকিল। সৌদীরা এত বড় আক্রমণ হজম করার লোক নন; তবে, ইরান বলছে, এগুলো হলো ইরান আক্রমণ করার ট্রিকস মাত্র!

ইরান যদি এই আক্রমণ না চালায়, কেহ যদি ইরান আক্রমণের জন্য অজুহাত তৈরি করতে এই কাজ করে থাকে, উহা কিভাবে বের করা যাবে? নুরু সাহেবও ব্লগে নেই, এসব কঠিন সমস্যার সমাধান কে করবে?

মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৬

ইসিয়াক বলেছেন: আমি খবরটি পড়েছি । ইরান সৌদি সমস্যার জটিল মোড় সাথে মাথা গরম ট্রাম্প ।
বিশ্ব রাজনিতী ভয়াবহ দিকে মোড় নিচ্ছে ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


ইরানের তেল আছে, তারা ধনী; সৌদীর তেল আছে, তারা ধনী; সমস্যা ধর্মীয় মিল নেই; ইরান ধর্মীয়দের দ্বারা নিয়ন্ত্রিত, সৌদীরা ধর্মের রক্ষক।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: ১৯৩৩ সালে একদল আমেরিকান জিওলজিস্ট এসে নেমেছিল সৌদি আরবের পারস্য উপসাগর তীরের বন্দর জুবেইলে। সৌদি বাদশাহ আবদুল আজিজ মাত্র মার্কিন কোম্পানি স্ট্যান্ডার্ড অয়েল'কে তেল অনুসন্ধানের অনুমতি দিয়েছেন। আজকের সৌদি আরামকোর যাত্রা শুরু সেখান থেকে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


আরামকো ইতিহাসের সবচেয়ে বড় আইপিও আনবে মার্কেটে।

নুরু সাহেব ব্লগে নেই, আমরা কিভাবে বের করবো, আক্রমণ চালালো কে?

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: আমার মনে হয় নুরু সাহেব অফিসে বসে ব্লগিং করতে গিয়ে ধরা খেয়েছেন। তারপর তার পিসি কেড়ে নেওয়া হয়েছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


এটা তো অনুমান মাত্র; এটা যদি সত্য হতো, আমরা অফিসের খোঁঝ খবর নিতে পারতাম। যাক, আক্রমণ চালায়েছে কারা?

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: আক্রমন করেছে ঊর্ধ্বতন কর্মকর্তারা। এটা তো বুঝাই যায়।
বাংলাদেশে চাকরী টিকিয়ে রাখা অনেক মুশকিল। একজন আরেকজনের পেছনে লেগে থাকে।

আর উনি যে রকম পোষ্ট দিতেন, সে রকম একটা পোষ্ট তৈরি করতে অনেক সময় লাগে। অসংখ্য সাইট থেকে লেখা নিয়ে নিয়ে সাজিয়ে একটা পোষ্ট তৈরি করা অনেক দিকদারি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের প্রতিটি পরিবারের লোকেরা চায়, অন্য পরিবার নিজেদের পরিবার থেকে খারাপ থাকুক। বাংগালীরা বুঝে না যে, অন্য পরিবারেরও আয়ের দরকার আছে, ভাতের দরকার আছে।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৭

সোহানী বলেছেন: কথা হচ্ছিল সৈাদেতে আক্রমন নিয়ে আর নূর ব্রাদার আক্রমন চালালেন নুর ভাই এর উপ্রে... B:-)

লেখক বলেছেন: বাংলাদেশের প্রতিটি পরিবারের লোকেরা চায়, অন্য পরিবার নিজেদের পরিবার থেকে খারাপ থাকুক। বাংগালীরা বুঝে না যে, অন্য পরিবারেরও আয়ের দরকার আছে, ভাতের দরকার আছে।

্উত্তরটা ভালো লেগেছে!

আসলে সে পুরোনো খেলা খেলতে চাচ্ছে আম্রিকা। সৈাদির তেলের উপর কই ভাজার জন্য ট্রাম্প এবার প্রস্তুত ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:


সৌদী রাজ পরিবার আমেরিকা ও ইসরায়েলের সাহায্যে ক্ষমতায় থেকে তেলের ট্রলিয়ন ডলারের মালিকানা ধরে রাখছে; ইরান সব শিয়াকে অস্ত্র দিয়ে, শিয়াইজম বড় করছে; যুদ্ধ হলে, ইরান নিজেই ইয়েমেন হয়ে যাবে।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগার নুর ভাই আবার কোথায় হারালেন!?

ইরান বা আমেরিকা, দুটো দেশই সন্দেহজনক! হামলার ফলে তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ার ফলে যাদের ফায়দা হচ্ছে তাদের হাত থাকার সম্ভাবনা বেশি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:


তেলের দাম বাড়াতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে চীন, জাপান ও তেলহীনরা; ফলে, এসব দেশের চোখে ফাঁকি দিয়ে কেহ সহজে তেলের পয়সার জন্য এত বড় পদক্ষেপ নিতে পারবে না; এসব ড্রোন, মিসাইল ইত্যাদিতে কোন না কোন দেশ যুক্ত আছে।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৬

ডার্ক ম্যান বলেছেন: ইয়েমেনের সাথে যারা সংযুক্ত ভবিষ্যতে তাদের পরিণতি খারাপ হবে ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:


ইয়েমেনীদের শতকরা ৬৫ জনের মানসিক সমস্যা আছে; ইয়েমেন বেকুবে ভরা, ওদের সাথে কেহ থাকার কথা নয়; ইরান ওদেরকে রুটিট বদলে অস্ত্র দেয়।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: যুক্তরাষ্ট্রের সাথে সাউদি আরবের সখ্যতা তাতে ইয়েমেন কখনো বাধা হয়েছে জানা যায়নি, তবে ইয়েমেনের ইরানের সাথে বন্ধুত্বের দায়ভার নিতে হচ্ছে। যুক্তরাষ্ট্র ভুল পথে এগিয়ে আরেকটি গাল্ফওয়র করবে যার পরিনতি হয়তো যুক্তরাষ্ট্রের খারাপ হতে পারে এবার, কারণ রাশিয়া এবার শত বছরের শোধ একবারে তুলে নিবে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:


হুতিরা প্রতিদিন বোমায় প্রাণ হারাচ্ছে; কিন্তু সৌদীর বর্ডারে ইরানী আতসবাজী বজায় রাখছে; ইয়েমেনীদের উচিত ইরানের হচ্ছে জংগী আক্রমণ বন্ধ করা।

যুদ্ধ হলে, ইরান লিবিয়ার লেভেলে যাবে।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ইরান ইয়েমেন আক্রমণের জন্য সাউদি আরবকে ব্যাবহার করে যুক্তরাষ্ট্রকে “পঞ্চম কোনো দেশ” উস্কানী দিচ্ছে। এই উস্কানীতে পা দিয়ে যুক্তরাষ্ট্র এবার ভয়ংকর আগুনে পা রাখতে পারে এর জ্বালা ভয়ংকর হবে। লিবিয়া যেই ভুলগুলো করেছে ইরান তা করবে না। লিবিয়ার সাথে কেউ ছিলো না, কিন্তু ইরানের সাথে মহাশক্তিধর রাশিয়া আছে - এখানে যুক্তরাষ্ট্রের ভাবা উচিত কমপক্ষে ৫০০ বার। যুক্তরাষ্ট্র লাফ দিলে পায়ের নিচের মাটি সরে যেতে পারে।

আর এখানে আরব গাল্ফ সমস্যায় ভিন্ন কেউ আক্রমণ করছে ইরান ইয়েমেনকে দোষী করতে - সন্দেহকৃত দেশ আছে ০৪ টি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:০২

চাঁদগাজী বলেছেন:


ভোটের আগে ট্রাম্প যু্দ্ধে যাবার সম্ভাবনা কম। আমেরিকা যদি কিছু করতে চায়, ঢালাও আক্রমণ করবে না: তেল তোলাটা বন্ধ করায়ে দেবে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


রাশিয়া কোনভাবে, কারো পক্ষ হয়ে, আমেরিকার বিপক্ষে যুদ্ধে যাবে না।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
তেলের দাম মাত্র ২৯ সেন্ট বেড়েছে, পার গ্যালন।
কোন যুদ্ধ হবেনা। নিশ্চিত থাকেন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনি থাকতে যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে প্রতিদিন কত গ্যাল গ্যাসোলিন ব্যবহৃত হয়?

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তেলের বিকল্প একটা কিছু আবিষ্কার করা দরকার।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


বিকল্প জ্বালানী বের করে হয়েছে; সর্বোপরি, ইলেকট্রিক্যাল গাড়ী এখন ভালো করছে।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইয়েমেনের বিদ্রোহীদের আক্রমণ করার সম্ভাবনা আছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


ইয়েমেনে বালি ও হাড্ডিসার কিছু মানুষ বাকী আছে, কেহ ওদের খেতে দেয় না, ইরান ওদের বারুদ খেতে দিচ্ছে!

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। সত্যিই তো, নুরু সাহেব ব্লগে নাই, এই কঠিন সমস্যার সমাধান করবে কে?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:



নুরু সাহেব ব্লগে না থাকলে আমার মগজও কাজ করে না।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:২৫

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ট্রাম্ফ কারো বিরোদ্ধে যুদ্ধে যাবে না।ওনার যত যুদ্ধ সব মুখের যুদ্ধ।বুশের মতো লোক আমেরিকায় আরো কয়েক দশকে ও আসবে না।তবে বুশ ভূল পথে ছিল।বুশ, রিগান এরা সব সময় মুসলিমদের বিরোদ্ধে অস্ত্র ধরেছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫২

চাঁদগাজী বলেছেন:



বর্তমান বিশ্বে, আরবেরা হলো মগজহীন; ওদের তেলের পয়সা সবাই ভাগযোগ করে নিচ্ছে; শুধু দরিদ্র আরবেরা পাচ্ছে না।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫

নতুন বলেছেন: ১০ বছর পর পর বড় যুদ্ধ দরকার আমেরাকার, তাতে অস্রবিক্রি বাড়ে আবার যুদ্ধের পরে দেশের পূনগঠনের জন্য ঠিকাদারেরা কাজ পায়।

ইরানকে প‌্যাচে ফেলার জন্য চেস্টা করবে। কিন্তু আমার মনে হয় না ইরান এখন যুদ্ধে যাবার মতন অবস্হায় আছে বা যেতে চাইবে।

এই আক্রমন ইয়ামেনীদের নামেই হয়েছে কিন্তু এটা নিজেদের চালও হতে পারে।

এদের দ্বারা সবই সম্ভব।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


গত কয়েক মাসের ঘটনা ইরানের পক্ষে ছিলো না; ইরান আমেরিকার ড্রোন ধ্বংস করে কোনভাবে লাভবান হয়নি, বিশ্বকে জানালেই হতো; এই ধরণের ড্রোন যেই ধরণের তথ্য সংগ্রহ করে, ইহা ইরানের জন্য নিয়মি্ত ছিল।

ইরান বিশ্বের সাপোর্ট পাচ্ছে না; কারণ, তারা পুরো আরব বিশ্বে শিয়া জংগী বাহিনী গড়ে তুলেছে।

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০২

রায়হান চৌঃ বলেছেন: মাথামোটা সৌদী দের কাছে টাকা ছাড়া আর কিছুই নেই, এরা নারী ছাড়া আর কোন কিছুই বুঝতে চায় না, বুঝে ও না। এরই মধ্যে ইরান অনেক হাই সেলারী দিয়ে দুনিয়ার মেধা গুলোকে নিয়ে নিজেদের জন্য (রাশিয়ান বেইজ্‌ড) টেকনোজি কে আপগ্রড করে নিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, আরব বিশ্ব এমন কি আমেরিকার জন্য ইরান গোঁদের উপর বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা চাইছে ইরান কে এখনি কন্ট্রোল করার জন্য, কিন্তু ইরান এ সব পাত্তা না দিয়ে তারা তাদের কাজ করে যাচ্ছে। আর এ দিকে ইরান এবং সৌদী-এরাবিয়ানরা ধর্মীয় মাজহাব নিয়ে ধন্দে আছে, যেমন টা কুয়েত ও ইরাকের সাথে ছিল। আর এই ধর্মীয় মাজহাব ধন্দ টা কে কাজে লাগিয়ে আমেরিকার অস্ত্র বিজনেস এই আরব-গাল্প জুড়ে।

"আবকিক্‌" জায়গাটা আমার শহর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দুরে, ঐ জায়গায় এখনো সৌদী- আরামকোর ঐ (হামলাকৃত) প্রজেক্ট ছাড়া আর কোন স্থাপনা নেই। তবে নতুন করে সৌদী সরকার ঐ এরিয়া কে গ্রীন ইকোনোমিক জোন হিসেবে চিহ্নিত করেছে এবং নতুন করে শিল্পাঞ্চল হিসেবে প্রস্তুক করছে, নতুন করে কিছু ইন্ড্রাষ্ট্রি গড়ে তোলা শুরু করেছে।
ভালো থাকবেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


ইরান ও সৌদী কি নিয়ে লেগেছে? ইরান কি কারণে লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে অস্ত্র সরবরাহ করছে?

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের প্রতিটি পরিবারের লোকেরা চায়, অন্য পরিবার নিজেদের পরিবার থেকে খারাপ থাকুক। বাংগালীরা বুঝে না যে, অন্য পরিবারেরও আয়ের দরকার আছে, ভাতের দরকার আছে।

চমৎকার বলেছেন। দামী কথা বলেছেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



এই ব্যাপারে, প্রতিটি পরিবার আমার কথাকে সন্মান করবে, আশাকরি

১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ট্রাম্প পরবর্তী নির্বাচন নিয়ে এখন থেকেই চিন্তিত...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


যদি বড়ভাবে কিছু না বদলায়, সে জয়ী হওয়ার সম্ভাবনা আছে।

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নবীজীর আমল থেকেই ওই এলাকাটি উত্তপ্ত। তিনিও অনেক যুদ্ধ করেছেন মানবতার শান্তির জন্য।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


শতকরা ৬০ ভাগের বেশী ইয়েমেনির মানসিক সমস্যা আছে; আরবের বেশীরভাগ মানুষ খারাপ বুদ্ধি দ্বারা পরিচালিত

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ওহুদের যুদ্ধে নবীজীর একটি দাঁত মোবারক শহীদ হয়েছিলেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


আরবেরা সেই সময় থেকেই মারামারি ইত্যাদি করে বেড়াতো

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

রায়হান চৌঃ বলেছেন: দেখুন গাজী সাহেব, এ বিষয় গুলো নিয়ে আমাদের (বিশেষ করে যারা সৌদী আবরে কাজ করে বা সৌদী আরামকো এর সাথে জড়িত ) কথা বলা মোটেও উচিৎ নয়। তারপর ও একটা কথাই বলব- মূলত এরাবিয়ান দের "ইগো" এবং ধর্মীয় মজহাব (শিয়া / সুন্নী ) বিষয় গুলো কে ই আমি দায়ি করছি।

ভালো থাকবেন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


সৌদীতে ২০ লাখের বেশী বাংগালী আছে; বাংলাদেশের ২০ লাখ পরিবারের আয় সেখান থেকে আসে।

২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

রায়হান চৌঃ বলেছেন: গাজী ভাই,
আমি ২০১০ সালে এখানে এসে প্রথম জব এখানকার Saudi Chevron শুরু করি। তখন সৌদী সরকার এর হিসেবে প্রয় ২৪ লাখ বাংলাদেশী কাজ করতো। তবে ২০১৮ থেকে চলতি বছর শেষ নাগাদ আমার ধারনা ৩০% থেকে ৩৫% বাংলাদেশে চলে গিয়াছে বা যাবে। ২০২০ এর শেষ নাগাদ আরো ৪০% বাংলাদেশী চলে যেতে বাধ্য, এমন কি আমি নিজে ও। আমার ধারনা, ২০২০ সালের মাধ্যে সৌদী এরাবিয়ান রেমিট্যন্স ৬০% এর নিচে নামবে, নামতে বাধ্য।।

বাংলাদেশ কি পারবে এই ৭৫% বেকার এর ভার বহন করতে ?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সরকার এদেরকে চিনেও না, সরকারের কারো কাছে এদের নাম, ঠিকানা ইত্যাদি নেই, এদের নিয়ে কোন প্ল্যান থাকার কথা নয়, এদের নিয়ে যে ভাবতে হবে, সেই রকম ১ জন মানুষও সরকারে, কিংবা প্রশাসনে নেই।

অথচ, সরকার চাইলে, এদের চাকুরী থাকা অবস্হায়, এদের জন্য একটা রিটায়ারমেন্ট'এর ব্যবস্হা করতে পারতো; সেই রকমভাবে ভাবার মতো ইকোনোমিষ্ট, ফাইন্যান্সিয়াল মানুষ বাংলাদেশে নেই।

২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭

রায়হান চৌঃ বলেছেন: গাজী ভাই,
"বাংলাদেশ সরকার এদেরকে চিনেও না, সরকারের কারো কাছে এদের নাম, ঠিকানা ইত্যাদি নেই, এদের নিয়ে কোন প্ল্যান থাকার কথা নয়, এদের নিয়ে যে ভাবতে হবে, সেই রকম ১ জন মানুষও সরকারে, কিংবা প্রশাসনে নেই", ভলো বলেছেন গাজী সাহেব।

অথছ এই মানুষ গুলোই বাংলাদেশের মারুদন্ড সোজা করে রেখেছিল। আমি বাংলাদেশ সংসদের ৩০০ আসনের বিপরিতে দু পায়া টোকাই মার্কা বেয়াদপ গুলো থেকে কিছু আশা করছিনা। তাই বলে কি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপট থেকে সার্টিফাইড- বিসিএস ক্যাডার ভুক্ত মানুষ গুলো থেকে ও কিছু আশা করতে পারি না ?

আপনি জানেন ? লবন এর পরিবর্তে সোডিয়াম সালফেট, চিনি এর পরিবর্তে মেগনেসিয়াম সালফেট, ঘনচিনি বলতে সোডিয়াম সাইক্লোমেট / পটাসিয়াম সাইক্লোমেট এ সয়লাব আমার বাংলাদেশের বাজার। সত্যি আমি জানিনা বাংলাদেশ প্রক্ষাপটে এর ব্যবহার কি বা কত টুকু প্রয়োজন ? তবে এ টুকু বুঝি এ গুলোর উৎপাদন বাংলাদেশে হয় না, সম্পুর্ণ আমদানি নির্ভর।

কি বলবেন গাজী সাহেব ? আমি বলবো বিসিএস ক্যাডার এবং ঐ ৩০০ আসনের বিপরিতে শুধু দু পায়া পশু আর পশু।

"নৈতিকতা একটি পরিবারের / একটি দেশের / একজন মানুষের আলংকার", পরিবার থেকে নৈতিকতা যদি না শেখা যায় তবে কি আর করা..........
মনে কিছু নিবেন না, আমি কোন রাজনৈতিক দলের পালতু কুকুর নই। যে কথায় কথায় ঘেউ ঘেউ করব। তবে "বাংলাদেশ জিন্দাবাদ", "জয় বাংলা" শব্দগুলো এক সময় সুগন্ধি মনে হলেও এখন সুগন্ধের পরিবর্তে দুর্গন্ধটা ই বেশি পাই।

ভালো থাকবেন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



দেশের আয়, ব্যয়ের সম্পদ কাহাদের শ্রমের বিনিময়ে আসছে, সেটা শেখ হাসিনা, অর্থমন্ত্রীরা, শিক্ষামন্ত্রীরা একদিনের জন্যও অনুধাবন করেনি; যাদের শ্রমে সম্পদ উৎপাদন হয়, তাঁদের জন্য সঠিকভাবে কিছু করার চেষ্টা হয়নি ৪৯ বছরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.