নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

একটু পড়ে টড়ে কমেন্ট করেন, পোষ্ট দেখে ঝাপিয়ে পড়ছেন কেন?

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:২০


Please read, understand, and then comment

আজকে ব্লগে একটি পোষ্ট এসেছে, শিরোনাম, "ব্লগীয় বিশেষজ্ঞেরা"; অনেক সুন্দর পোষ্ট, অনেক ব্লগার পড়েছেন, আমিও পড়েছি; আমি ব্যতিত, আরো ১৭ জন ব্লগার কমেন্ট করেছেন পোষ্টটাতে। আমি অবশ্য একটি নয়, ৩টি কমেন্ট করেছি; পোষ্টটি এখনো ১ম পাতায় ও আলোচিত পাতায় আছে; সেখান থেকে চলে গেলে, আমার দেয়া লিংকে খুঁজে পাবেন; সময় পেলে পড়ে দেখবেন।

হাতে সময় কম থাকলে, কমপক্ষে, শেষ ২টি বাক্য মিস করবেন না; শেষ ২টি বাক্য আমি এখানেও কোট করে দিচ্ছি: "নিজের ধৈর্য্য বাড়ানোর জন্য এই বিশেষজ্ঞদের পোষ্ট পড়ি; এরপর মন্তব্য না করেই বের হয়ে আসি। কারণ কুকুরের সাথে চিল্লায় পারা মানুষের কাজ না! "

এই ২টি বাক্যে আমাদের প্রিয় ব্লগার সাহেব কিছু ব্লগারকে "কুকুর" ডাকছেন, এবং নিজকে মানুষ হিসেবে তুলে ধরছেন! এসব মানবিক ব্লগার কোথা থেকে ব্লগে আসেন? এই ধরণের মানবিক ব্লগার কি আমাদের খুবই দরকার?

সামুর দিনকাল ভালো যাচ্ছে না; এখন নিজেদের মাঝে সুম্পর্ক বজায় রাখার সময়; এখন কোনভাবে কোন ব্লগার অন্য কাউকে এভাবে সম্বোধন করার সময় নয়; আসলে, কোন সময়ই, কোন অবস্হাতেই কোন ব্লগার অন্য কোন ব্লগারকে "কুকুর" ডাকার কথা নয়; যারা এসব করে, তাদেরকে ব্লগার বলা হবে কেন? ওরা ব্লগের মতো যায়গায় বিচরণ করবে কেন? ওদের জন্য ওদের নিজস্ব যায়গা নিশ্চয় আছে।

যেই ১৭ জন ব্লগার আমার আগে কমেন্ট করেছেন, আপনারা কি এই বাক্য ২টি দেখেননি, নাকি এই বাক্যগুলো আপনাদের কাছে পরিস্কার হয়নি?

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৩

অগ্নিবেশ বলেছেন: সেই ১৭জন ব্লগার হয়ত বাড়িতে কুকুর পোষেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


সম্ভব

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: ফেসবুকের পোস্ট পড়ে পড়ে এই অবস্থা বোধহয় !

পুরোটা না পড়েই লাইক, কমেন্ট ।


পোস্টটা চোখে পড়েছিলো। বাট মন্তব্য করার রুচি হয় নি। আপনাকে ধন্যবাদ এ বিষয়ে লেখার জন্য।


ব্লগ ফেসবুক নয়। এখানে চিন্তার খোরাক আছে, আছে আলোচনা - সমালোচনা করার মতো টপিক। পুরোপুরি না পড়ে মন্তব্য করাটা বিপদজনক।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:



এরা নিজেই বুঝে না, এদের বাক্যে কি আছে!

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৭

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: বিশ্ববিদ্যালয় লেভেলে একটা ভুল শব্দ বলার জন্য দেখা গেছে পুরো বিতর্কে হারতে হইছে, সেইখানে ব্লগাররা দেখি ভুলভাল যা ইচ্ছে বকে, কেউ কিচ্ছু বলে না।
এত হাই প্রোফাইলের লোকজন ব্লগিং করে লাভ কি যদি শব্দচয়ন ঠিকঠাক না থাকে? আমি যেকোনো বিষয়ে ডিবেট চাই কিন্তু প্রাণবন্ত।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


সামুতে অনেক দক্ষ ব্লগার ছিলেন, ব্লগ ব্লকে থাকায় এঁরা নেই, সমস্যা

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১০:১১

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: হ্যাঁ, ঐ দক্ষ ব্লগারদেরই পোস্ট পড়ি, যেই গ্রাজুয়েশন শেষ করে ব্লগে নিয়মিত হওয়া শুরু করলাম, দেখি ব্লগ ব্লকে আছে, সিনিয়ররা লিখে না, হয় ব্যান নয় হাইবারনেশনে আছে।
এমন হলে ব্লগে থাকার আগ্রহ হারায়ে ফেলব।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


অনেকে ভিপিএন ইত্যাদি জানেন না, লগিন করতে পারেন না; কিছু সময়ের জন্য ব্লগারের সংখ্যা কমে যাবে।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৯

মাহের ইসলাম বলেছেন: আমি সব পোস্ট পড়ি না। তাই, বিশেষজ্ঞ সংক্রান্ত পোস্টটি পড়া ছিল না।
আপনার পোস্ট পড়ে, তারপরে সেটা পড়লাম। মন্তব্যগুলোও পড়লাম।

বিস্মিত হয়েছি, কিংবা হতাশ হয়েছি, অথবা ব্যথিত হয়েছি - এই শব্দগুলো দিয়ে আমার অনুভূতি পুরোপুরি প্রকাশ করতে পারছি না।
সত্যি বলতে কি, আপনি না বললে হয়ত আমিও শেষের লাইন দুটি খেয়াল না করে, একটা মন্তব্যও করে ফেলতাম। এমনকি মন্তব্যটা পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি ছিল।

আপনাকে ধন্যবাদ, এমন একটা বিষয় সামনে আনার জন্য।
আর কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার প্রচেষ্টার। যেখানে একাধিকবার চেষ্টা করেছেন লাইন দুটো মুছে ফেলানোর।

শুভ কামনা রইল। ভালো থাকবেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের পোষ্ট কেহ মনযোগ দিয়ে পড়ার কথাও নয়, পোষ্টে কিছু নেই; পোষ্টে উনি কিভাবে "কুকুর" অবধি গেলেন, সেটা ভাবার বিষয়।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০২

মাহের ইসলাম বলেছেন: আমি মনে করি, এটা উনার ব্যক্তিগত দৈন্যতার পরিচায়ক।
আর, আমরা এটা নিয়ে উচ্চ বাচ্য না করে, উনার বক্তব্য প্রতিবাদ বা করে; এক প্রকারের সহিষ্ণুতা দেখিয়েছি অথবা নিজেরা যে মনোযোগী পাঠক নই, সেটা প্রকাশ করে ফেলেছি। পুরো ব্যাপারটি আমার কাছে, যে দৃষ্টিতেই দেখি না কেন, পছন্দনীয় কিছু হতে পারে না। এমনকি কাম্যও নয়।
তবে, ব্লগে আমরা অনেকেই সিরিয়াসলি সব কিছু নেই না। অনেক ক্ষেত্রে স্রেফ নির্দোষ বিনোদনের মাধ্যম হিসেবেও ব্লগ ব্যবহার করি। সেই দৃষ্টিতে দেখে থাকলে, শ্রদ্ধেয় ব্লগারদের ব্যাপারে কিছু বলার নেই।

তার পরেও আমি মনে করি, 'কুকুর' এর উপমা ব্যবহার করা মোটেও উচিৎ হয়নি। এটা রীতিমতো অপমানজনক, অন্তত আমার দৃষ্টিতে।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


এসব মানুষ ব্লগিং জন্য উপযুক্ত নন।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গাজি এত ভদ্র হল কবে যে, কুকুর শব্দ পড়লে অযু নষ্ট হয়! নিজে যে কথায় কথায় অন্যকে লিলিপুট, তালেবান, জঙ্গি, ইডিয়ট... বলে তাতে তো ইমান নষ্ট হয়না।

চাঁদগাজী = সাচ্চা মুমিন ব্লগার



পুনশ্চঃ
ব্লগের অধিকাংশ ক্যাচালের জন্য আপ্নি নিজেই দায়ী।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং আপনার জন্য নয়

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: বিষয়টি চোখে পড়েছে। উনি উনার সস্তা বুদ্ধি দিয়ে লিখেছেন। উনার মানসিকতার প্রমান দিয়েছেন। এটাকে হাইলাইট করলে উনি মাথায় উঠে বসবেন। পরে আরো লিখবেন এই টাইপ লাইন না বুঝে। অবশ্য উনি অল্প বয়স। অভিজ্ঞতা কম। উনাকে ভালো হবার জন্য সময় দিতে হবে। এবং উনি উনার ভুল বুঝতে পারবেন। উনাকে সময় দেওয়া উচিত।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:



উনি নীচু ভাবনার মানুষ, ব্লগিং এর মানুষ নন।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৭

শায়মা বলেছেন:

৭. ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গাজি এত ভদ্র হল কবে যে, কুকুর শব্দ পড়লে অযু নষ্ট হয়! নিজে যে কথায় কথায় অন্যকে লিলিপুট, তালেবান, জঙ্গি, ইডিয়ট... বলে তাতে তো ইমান নষ্ট হয়না।

চাঁদগাজী = সাচ্চা মুমিন ব্লগার



পুনশ্চঃ
ব্লগের অধিকাংশ ক্যাচালের জন্য আপ্নি নিজেই দায়ী।




হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা

হাসতে হাসতে মরলাম!!!!!!


@ চাঁদগাজী ভাইয়া

পাঠক ভাইয়ার মন্তব্য পড়ো। ঢিল মারলে পাটকেলটি খেতে হয়!!!!!!!

হা হা হা হা হা হা

কাজেই থিংক বিফোর ইউ টক অর রাইট অর ........ ?

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনি আমাকে ব্লগে দেখছেন কিছু সময়।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সবার লেখা উচিত নয়।
তবে সবার পড়াশোনা করা উচিত ।
এটা মানুষের জ্ঞানচক্ষুকে খোলে দেয়।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:



এরা কখনো ব্লগিং করতে পারার কথা নয়, এখন ব্লগারেরা নেই, তাই এরা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.