নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

\'শয়তান\' চরিত্রকে সিরিয়াস বিষয়ে আনলে, বিষয়টি গার্বেজে পরিণত হওয়ার কথা

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮



আদি সাহিত্য রচিত হয়েছে কল্পিত চরিত্র সমুহকে ঘিরে; গ্রীক মাইথোলোজীর চরিত্রসমুহ ও তাদেকে ঘিরে সাহিত্য আজকের বিশ্বের জন্য অবশ্যই বিশাল বিস্ময়; গ্রীক মাইথিলোজীর উপর নির্ভর করে গ্রীক ও রোমান ধর্মের জন্ম হয়েছিলো; এখন গ্রীক ধর্মে বিশ্বাসী ৭০ জন মানুষ আছেন গ্রীসে। একই সময়ে ভারতে হিন্দু মাইথলোজীও বিশাল বিশাল চরিত্র ও সাহিত্যের সৃষ্টি করেছিল, ইহা এখনও পুরোদমে আছে ও বেড়েই চলেছে। দৈত্য-দানব, বীর, মহাবীরেরা এই সময়েই সাহিত্যকদের মনের মাঝে জন্ম গ্রহন করেন। কিতাবী ধর্মে মাইথোলোজী আছে? অবশ্যই নেই; কারণ, বাংগালীরা কিতাবী ধর্ম মেনে চলেন।

কল্পিত দৈত্য-দানব, বীরদের পরপরই সৃষ্টিকর্তা, ও উনার অনুসারীরা সাহিত্যের মুল চরিত্রে প্রবেশ করেন; এর সাথে সাথে সাহিত্যের বড় বড় চরিত্রে আসেন রাজাবাণী, উজির নাজির, সেনাপতি, রাজপুত্র, রাজকুমারীরা। এরপর বেশ কিছু সময় ধনী মানুষেরা সাহিত্যের চরিত্র হিসেবে থেকেছে।

ফরাসী বিপ্লবের কিছু আগের থেকে হঠাৎ করে পশ্চিমের সাহিত্যে কিছু সাধারণ মানুষের চরিত্র ঢুকে পড়ে: এরা সাধারণ কৃষক, পাড়ার দোকানী, সৈন্যবাহিনীর লোকজন, স্কুলের শিক্ষক, গ্রামের মোড়ল। আমাদের দেশে এখনো গার্মেন্টস'র মেয়েরা কিছুতেই সাহিত্যকদের মগজে স্হান করে নিতে পারেনি।

কিন্তু আমাদের সাহিত্যে একটি বিশাল চরিত্র হচ্ছে, "শয়তান"; এই চরিত্রটি কিতাবী ধর্মের বইয়ের পাতা হয়ে আকাশ থেকে জমিনে চলে এসেছে, তারপর স্হায়ী হয়ে গেছে বাংলাদেশে। এখন তরুণ যদি বিয়ে না করে কোন মেয়েকে বেশী ভালোবেসে ফেলে রাতে, সে বিচারের সময় ইমামের সামনে বলে, "শয়তানের" তালেভালে সে এই কর্ম করে ফেলেছে। সেদিন দেখলাম, সমকামী মানুষও নাকি শয়তানের পরিচালনায় এসব করে বেড়াচ্ছে। সমকামীতাকে কেহ কেহ মানসিক সমস্যা হিসেবে দেখছেন, কেহ কেহ শারীরিক সমস্যা হিসেবে ধরে নিয়ে সমাধান বের করার চেষ্টা করছেন; কিন্তু শয়তান এসবের মাঝে নেই ; ভালো দিক হলো, উহার কোন লিংগ দেননি বাংগালীরা; নাকি উহা পুরুষ?

আজকে সবকিছুর ব্যাখ্যা আছে; তবে, সব ব্যাখ্যা সবাই এখনো বুঝতে পারছেন না; বুঝার জন্য ভাবনাশক্তিকে একটা স্তরে যেতে হবে; আধুনিক শিক্ষাই উহার সমাধান। যখন মানুষের ভাবনাশক্তি সীমিত ছিলো, লজিক্যাল ব্যাখ্যা করার মতো সাধ্য ছিলো না, তখন সমস্যাগুলো শয়তানের কাঁধে দেয়া হতো; আজকে আপনি যদি নিজের বুদ্ধিমত্তার অভাবকে শয়তানের কাঁধে দিতে চান, আপনার কথার কোন মুল্য থাকবে না; উহা গার্বেজে পরিণত হবে।












মন্তব্য ৫৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৮

জুল ভার্ন বলেছেন: মিডিয়া কিম্বা সমাজে 'শয়তান চরিত্র' খায় ভালো!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


শয়তানের উপর ওয়াজ চলে, উহাকে পাথর মারা হয়, সবই ঠিক আছে! কিন্তু উহা ব্লগের পোষ্টে ঢুকলে সমস্যা আছে, ব্লগে গার্বেজ রাখার মত যায়গা তেমন নেই

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৮

জুল ভার্ন বলেছেন: প্লাস।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগে কিছু কিছু দাড়ি, কমার দরকার

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিজ্ঞান আরো উন্নত হলে, মানুষ আরো বিবেকবান ও সৎ হলে আমার মনে হয় শয়তানদের দাপট কমে আসবে। কেননা কল্পিত এই চরিত্রটি নিয়ে মানুষ অত ভাববে না।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


গল্পে সাহিত্যে উহাকে এখনো রাখা যায়; কিন্তু সিরিয়াস ব্যাপারে উহার স্হান আর নেই; শয়তানের সাথে সৃষ্টিকর্তার কথাবার্তা, তর্কবিতর্ক হয়েছে, হুজুরেরা বললে চলে, এগুলোও গল্প মাত্র; কিন্তু মানুষের জীবনের ভিতরে, সামজিক জীবনে, সমস্যার মাঝে উহাকে টানলে, উহা গার্বেজ সৃষ্টি করবে।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: আজকের পোষ্টটি বুঝলাম না।
আমি স্বীকার করে নিচ্ছি আমার জ্ঞান বুদ্ধি কম। সত্যটা স্বীকার করতে আমার সমস্যা নাই।
পোষ্ট টি আবার সকালে পড়বো। তখন হয়তো কিছুটা বুঝতে পারবো।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগে অনেক দরকারী বিষয়ে পোষ্ট আসে, সেসব দরকারী বিয়য়ের মাঝে কাল্পনিক চরিত্র শয়তানকে নিয়ে আসে কিছু ব্লগারের; ইহা পোষ্টকে গার্বেজে পরিণত করে। গতকাল পড়লাম 'সমাকামী' সমস্যা নিয়ে; ইহা বেশ বড় ধরণের সমস্যায় পরিণত হচ্ছে; লেখক সেখানে যোগ করেছেন যে, মানুষকে এই ভুল পথে নিয়ে যাচ্ছে শয়তান; এই সমস্যা লিখতে গিয়ে যদি ব্লগার শয়তানের ভুমিকা খুঁজে পায় ইহার মাঝে, এই পোষ্ট অবশ্যই গার্বেজ; আমি আধুনিক লেখার মাঝে গার্বেজ যাতে যোগ না হয়, সেই ব্যাপারে কথা বলছি।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনি মানুন আর না মানুন তাতে কিচ্ছু আসে যায়না।
আমরা যারা মুসলমান, পরকালে বিশ্বাসী তারা শয়তানকে
অবিশ্বাস করেনা। কারণ শয়তান লুকিয়ে থেকে মানুষের অন্তরে প্ররোচনা দেয়।
তারপর মানুষ যখন আল্লাহর কাছে আশ্রয় চায়, বলে,
“আ’উযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম” অর্থাৎ
“আমি বিতাড়িত শয়তানের কাছ থেকে আশ্রয় চাই”
তখন সে পালিয়ে যায়। তারপর মানুষ যখন আবার দুর্বল হয়ে যায়,
তখন সে আবার আসে। আবার ওয়াসওয়াসা দেয়। এভাবে সে
তার কাজ চালিয়ে যেতেই থাকে, যতক্ষণ না সে মানুষকে পরাজিত করতে পারে।

শয়তান কখনও আমাদের কাছে এসে বলবে না, “আমি শয়তান, আমি
তোমাকে জাহান্নামে পুড়াতে চাই। আসো আমরা ‘ইয়ে’ করি।”
ইবলিস এবং জ্বিন শয়তানরা মানুষের কাছে অদৃশ্য প্রাণী।
তারা সাইন্স ফিকশনের ভাষায় কোনো এক ‘প্যারালাল
ইউনিভার্সে’ বা ‘অন্য ডাইমেনশনে’ থাকে, যেখান থেকে
তারা ঠিকই আমাদেরকে দেখতে পায়, কিন্তু আমরা তাদেরকে
দেখতে পাই না বা কোনো বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে সনাক্ত করতে পারি না।
একারণেই আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন—
যারা আল্লাহর প্রতি সচেতন থাকে, যখনি তাদের মনে শয়তান কোনো
কুচিন্তা দেয়, তারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে এবং তখনি তারা
পরিস্কার দেখতে পায় আসলে কী ঘটছে। [আ’রাফ ৭:২০১]

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:



আদি লেখকদের কাল্পনিক একটা চরিত্র হচ্ছে শয়তান; আপনি আদি যুগে আছেন, আদি লেখকদের মাঝে আপনার পৃথিবী, সেখানে শয়তান থাকা সম্ভব, সেখানে দৈত্য-দানব থাকা সম্ভব। কিন্তু আজকের বাস্তবতার বিশ্বে দৈত্য-দানব নেই, শয়তান নেই, আছেন এই যুগের জ্ঞানী মানুষজন।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:

আত্মা পরিশুদ্ধ হলে শয়তানের জায়গা নাই্ ।
নীজের দু:স্কর্ম শয়তনের ঘারে চাপিয়ে দেয়া মেনে নেয়া যায় না ।
দু:স্কর্ম করে শাস্তি পেলে বুঝবে শয়তান কাল্পনিক চরিত্র নয়, শয়তান সে নীজেই।
নীজের মনের কুপ্ররোচনার জন্য বিধাতার কাছে সাহায্য প্রার্থনার কথা বলা হয়েছে ।


০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:


বর্তমান সময়ের মানুষের কাজকর্মের ভুল-ভ্রান্তি শয়তানের ঘাঁড়ে চাপানোর সুযোগ আর নেই

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




শয়তান আছে কি নেই তা বিতর্কের বিষয়। আমার প্রশ্ন হচ্ছে হাজার অথবা লক্ষ বছর আগের শয়তান কি বর্তমান মানুষের চেয়েও জ্ঞানী?

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


আদি গল্প অনুসারে 'শয়তান'কে খুবই জ্ঞানী হিসেবে দেখানো হয়েছে; তবে, আদি গল্প ছিলো কাল্পনিক মনের সৃষ্টি; বর্তমান মানুষ অনেক জ্ঞানী

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমি বা আপনি শয়তান মেনে নিলে তো বিশ্বে কাজ হচ্ছে না। মানুষ কুকর্ম অপকর্ম করে শাস্তি পাচ্ছে থানা কোর্ট তাকেই শাস্তি দিচ্ছে শয়তানকে শাস্তি দিচ্ছে না। কিন্তু কাজটি তো শয়তান করিয়েছে - হুকুমের আসামী শয়তান, প্ররোচনাকারী শয়তান। এর অর্থ এই দাড়ায় “আদালত শয়তান বিস্বাস করেন না” ! আদালত নাস্তিক ! তা না হলে শয়তান শাস্তি পেতো আর খালাস হতো নির্দোষ মানুষ।

যেই মানুষ কুকর্ম অপকর্ম করবে তার দায়ভার একান্ত তার বা তার সহযোগিদের। শয়তানের না। এটি নিজের দোষ হাওয়া বাতাসে চড়ানোর মতো অন্ধকথা মাত্র।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:



এই পোষ্টে আমি সেটাই বলার চেষ্টা করছি।
ব্লগে সিরিয়াস বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়, এখানকার লেখার মাঝে শয়তানকে টেনে আনা বেকুবী হবে; কোন অবস্হায় বলা যাবে না যে, শয়তান আমাদেরকে বিপথে নিচ্ছে; কারণ, মানুষই সব সিদ্ধান্ত নিচ্ছেন, শয়তান আদি গল্পের এক কাল্পনিক চরিত্র মাত্র।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৫

নুরহোসেন নুর বলেছেন: শয়তানের আকৃতি কি ডোডো পাখির মত?

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:০০

চাঁদগাজী বলেছেন:



মানুষের কল্পনার সীমা নেই

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৫

নীল আকাশ বলেছেন: আমার পোস্টে আসুন। যুক্তি দিয়ে কথা বলুন। বাতাসে ঢিল ছুড়ছেন কেন?
পারলে পোস্টে এসে তর্ক করুন। তখন বুঝা যাবে এই বিষয়ে কার জ্ঞান কতটুকু?

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনার পোষ্ট পড়ার লোকের অভাব হবে না; ওখানে আমার পড়ার মতো কিছু নেই

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন: নিজের দোষ অদৃশ্য কারো উপর চাপিয়ে দেওয়ার মতো যে ঘটনা ঘটে সেখানে অদৃশ্য হচ্ছে শয়তান। নিশ্চয় সেই ব্যাক্তি জীবনে প্রচুর অন্যায় দোষ করেছেন যিনি শয়তারে উপর দোষ চাপিয়ে নিজে মুক্ত হতে চান। নিজের দোষ নিজেরই দায়ভার নিতে হবে।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:



একজন মানুষ যদি মনে করেন যে, শয়তান একটি ফেরেশতা, এবং মানুষের সাথে আছে; সেই মানুষ একজন আদি মানুষ।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




শয়তান আছে কি নেই তা বিতর্কের বিষয়, তবে শয়তান মানুষের চেয়ে বড় শয়তান না।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগে শয়তান আসার উপায় নেই, মিথ্যার উপর ভর করে কিছু লিখলে উহা ব্লগে গার্বেজ বাড়তে সাহায্য করবে মাত্র।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: ব্লগার মানেই যে একজন আধুনিক, রুচিশীল এবং কুসংস্কার মুক্ত মানুষ তা কিন্তু না।
বহু ব্লগার আছেন নির্বোধ টাইপ, গোড়ামি দিয়ে ভরা, তারা শিক্ষিত কিন্তু ভুল বিশ্বাস তারা আকড়ে ধরে রেখেছেন।
তারা লেখা পড়লেই বুঝা যায় আজও তারা কতটা অন্ধকারে আছেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


এরা ব্লগে টিকবে না

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: মনের সংকীর্ণতা ও কৃপণতাকে যাহারা অতিক্রম করিতে পারিয়াছে, কেবল তাহারাই সর্বাঙ্গীন কল্যাণ করতে পারে । _______আল-কুরআন ।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


কুরান লেখার সময়, ততকালীন সময়ের সর্বাধিক জানা-জ্ঞানকে কাজে লাগানো হয়েছে

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৬

নতুন বাঙ্গাল বলেছেন: আসলে 'শয়তান' তার জায়গা নিয়ে থাকুক মানুষের বিশ্বাস বা ভাবনায়। তবে যুক্তি নির্ভর আলোচনায় সেটা না থাকাই উচিত, কারন সেক্ষেত্রে সঠিক উপসংহারে যাওয়া যায় না। যেমন ধরুন আপনি একটা বিষয় বুঝতে চান , কেন ঈদের সময় মলম পার্টি /অজ্ঞান পার্টির ততপরতা বেড়ে যায়। এখন সেই আলোচনায় আপনি যদি 'শয়তান' এর ততপরতা ধরে নেন, তাহলে ঐ আলোচনার কোন ফলাফল থাকবে না। তবে সত্যি বলতে কি , আমাদের বাংলাদেশে 'শয়তান' আর 'ষড়জন্ত্র' তত্ব আছে বলেই কিছু লোক এখনও মুখ দেখাতে পারে সমাজে।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


আদি গল্পে শয়তান এসেছে, এখন আদিবাসীদের কাছে সে থাকুক; ব্লগারদের আধুনিক আলোচনায় তাকে যারা ভুমিকা দিচ্ছে, তারা অবশ্যই লিলিপুটিয়ান, পোষ্ট গার্বেজ

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
এরা ব্লগে টিকবে না

ব্লগে না টিকলে এরা সমাজে থাকে। সমাজকে পেছনের দিকে নিয়ে যায়।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


আমাদের জনসংখ্যার বড় অংশই সমাজকে পেছনের দিকে টানছেন।

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শয়তান কে?

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


মানব সৃষ্টি নিয়ে কাল্পনিক গল্পের এক বড় নায়ক।

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই আমলে শয়তান খুঁজতে যাওয়া বৃথা চেষ্টা। তারপরও কোটি কোটি মানুষ শয়তানে বিশ্বাস করে‌ । অপরাধ করে বলে, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


মুসলিম বিশ্বে ভাওতাবাজীর এক বড় পথ।

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন:



মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই,
মানুষের মস্তিস্কে শয়তানের বসবাস। মানুষ যখন খারাপ চিন্তা করে - খারাপ কাজ করে সেটাই শয়তান। মস্তিস্কের খারাপ অংশটির নাম শয়তান। শয়তান অদৃশ্য কেউ নয়। মানুষের খারাপ রুপটির নাম শয়তান।

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
শয়তান নাকি ডিম পারে?

স্কুলের মৌলবীস্যার বলত

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


আদি গল্প ছিলো কাল্পনিক, সেখানে সবই সম্ভব

২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

বিষাদ সময় বলেছেন: এত ঐতিহাসিক একটা চরিত্রের পিছনে আবার কেন লাগলেন? :D

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:



ব্লগে কেহ কেহ আধুনিক যুগের সমস্যার জন্য শয়তানকে দোষারোপ করেছে; শয়তান বলে কেহ নেই, উহা কোনভাবে মানুষকে প্রভাবিত করছে না

২২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শয়তান এক সময় আল্লাহর সব চেয়ে প্রিয় পাত্র ছিল। কিন্তু শয়তান সাহেব হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকৃতি জানানোতে আল্লাহ তাকে অভিশপ্ত করেন। সেই থেকে শয়তান মানব জাতির পিছনে লেগে আছে।

মানব জাতিকে বিভ্রান্ত করাই তাঁর কাজ।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:


এইটা অবশ্যই কাল্পনিক কাহিনী।

২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হজের সময় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে হয় শয়তানকে যে সাতটি পাথর নিক্ষেপ করা। কাজটি আমাদের প্রত্যেকেরই উচিত তখন মন থেকে তীব্র ঘৃণা নিয়ে শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করা । তাহলে অন্তত একটা প্রতিশোধ নেওয়া যাবে।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:


শয়তান যদি দৃশ্যমান না হয়ে থাকে, পাথর কিভাবে গায়ে লাগবে?

২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১১

সুপারডুপার বলেছেন: কয়েক মাস আগের একটি খবর নজরে এল। লিংক :“শয়তান আমাকে দিয়ে ধর্ষন করিয়েছে” দাবী ইমামের! ঘটনায় ইমাম সাহেব নিজেকে নির্দোষ দাবী করে, এই ধর্ষনের জন্য শয়তানকে দায়ী করে।

দেশে মাদ্রসা ব্যাকগ্রাউন্ডের লোকদের এই রকম কথা খুবই স্বাভাবিক। তাই তারা এক প্রকারের গার্বেজ-ই। পরে কলেজ -টলেজে পড়লেও তাদের রুট গার্বেজকে তারা সহজে ছাড়তে পারে না। কথা, কাজে ও আচরণে গার্বেজ থেকে উঠে আসা স্বভাব-ই প্রকাশ পায়।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:


এদের সাগরেদরা ব্লগেও আছে

২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন:

শয়তান যদি দৃশ্যমান না হয়ে থাকে, পাথর কিভাবে গায়ে লাগবে?

এ ব্যাপারে অভিজ্ঞ হুজুররাই ভালো বলতে পারবেন । তবে আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে যার সাথে আমার কোন শত্রুতা নেই তাকে আমি কেন আমার পাথর মারতে যাবো।

পাথর যদি শয়তানের গায়েই না লাগে তাহলে খামোখা অভিনয় করে কি লাভ?

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


দেশ, সমাজ, জাতি সম্পর্কে হুজুরদের সঠিক কোন ধারণা নেই; মাদ্রাসা দরকারী কোন কিছুর উপর জোর দেয় না, রূপকথাই শিখায়

২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ১৯৮৯ সালে আমি যখন এসএসসি পরীক্ষার্থী তখন দৈনিক ইত্তেফাক আমাদের এলাকায় আসত ছাপা হওয়ার এক দিন পরে ।সেখানে দেখতে পেলাম এক জন লেখক সালমান রুশদী কি একটা বই লিখেছেন স্যাটানিক ভার্সেস তার নাম সেই বই নিয়ে সারা দেশে তোলপাড় ।

আমাদের এলাকায়ও বিরাট মিছিল হলো। স্কুল থেকে আমরা ওই মিছিলে যোগ দিয়েছিলাম এবং বিভিন্ন ধরনের স্লোগান চিৎকার করে বলেছিলাম - সালমান রুশদির ফাঁসি চাই।

অজপাড়াগাঁয়ের একটি স্কুল এবং একটি কলেজ থেকে প্রায় হাজার খানেক ছেলেপেলে এবং এলাকাবাসী ওই মিছিলে যোগ দিয়েছিলেন। আমরা তখন এমনই উত্তেজিত ছিলাম যে পরের সালমান রুশদিকে ধরে এনে এলাকায় ই ফাঁসিতে ঝুলিয়ে দিতাম।

আজ এত বছর পরে এসে বুঝতে পারছি কি সাংঘাতিক আহম্মক ই না ছিলাম।

আফসোস!

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


শয়তান লিখতে পারে না, অজ্ঞ মানুষ লিখতে পারে না; শিক্ষিতরা লিখতে পারে

২৭| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৩৮

স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: শয়তানের কাছ থেকে আর কি বা আশা করা যায়

১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


শয়তান আপনার শিয্য, আপনিই ভালো জানেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.