নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

এবার ফিলিস্তিনী সমস্যা নিয়ে মুসলিম দেশগুলো এখনো চুপ কেন?

১৫ ই মে, ২০২১ দুপুর ২:৪৮



সম্ভাব্য কারণ, বেশীরভাগ মানুষের কাছে পরিস্কার হয়েছে যে, গাজায় ১২২ জন ফিলিস্তিনীর মৃত্যু ও বাড়ীঘর বিনষ্টের জন্য হামাস দায়ী, হামাস বিনা কারণে রকেট ছুঁড়েছে। আরব ও ইহুদীদের মাঝে টেনশন চলছিলো জেরুসালেমে এবার, এবং জেরুসালেমেই মারামারি শুরুও হয়েছে ফিলিস্তিনী ও ইহুদীদের মাঝে; এবারের ঘটনা ফিলিস্তিনী ও পুলিশ থেকে শুরু হয়নি; ফিলিস্তিনী ও ইহুদীদের মাঝে মারামারি শুরু হলে পুলিশ আসে। পুলিশ জড়িত হওয়ার পর, ফিলিস্তিনীরা আল আকসা মসজিদ প্রাংগন দখল করে; মসজিদ প্রাংগনে জড়ো হওয়া নিষিদ্ধ করা হয়েছিলো।

গাজায় কোন ধরণের মারামারি, কোন ধরণের কোন গন্ডগোল হয়নি; বরং, জেরুসালেমের গন্ডগোল ইসরায়েলের ভেতরে কিছুটা ছড়িয়ে পড়ে, সেখানে "ইসরায়েলের আরব নাগরিকেরা ও ইহুদীরা" মারাারিতে জড়াচ্চিলো।

এই অবস্হায় হামাস প্রায় ২০০ রকেট ছোঁড়ে তেল আবিবের দিকে ও জেরুসাললেমের দিকে, জেরুসালেমের দিকে রকেট ছোঁড়া যথাসম্ভব এইবার ১ম বার ঘটেছে; এতে কিছু সাধারণ মানুষজন আহত হয় রকেটে; তখন ইসরায়েলী এয়ারফোর্স গাজা আক্রমণ করে। পরের রাত থেকে গাজার রকেটে তেল আবিবে প্রথম মানুষ মারা যায়।

এখন অবধি, জেরুসালেমে কেহ মারা যায়নি (যথাসম্ভব ), গাজায় মৃত ১২২, আহত ৫'শতের বেশী, ইসরায়েলের ভেতরে ৮ জন ফিলিস্তিনী প্রাণ হারায়েছে, ৭ জন ইহুদী নাগরিকের মৃত্যু হয়েছে।

মুসলিম দেশের বেশীরভাগ মানুষ অনুধাবণ করছে যে, হামাসের কারণে এই হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে; মনে হয়, সেই জন্য বেশীরভাগ মুসলিম দেশ চুপ; এমন কি লেবানন ও ইরানের মানুষও অনেকটা চুপ; এ'ছাড়া সব সময় বড় ধরণের প্র‌তিবাদ আসে মরক্কো ও তিউনিশিয়া থেকে, তারাও অনেকটা চুপ এবার। ব্লগার রাজিব বললেন, হেফাজতও এখনো চুপ বাংলাদেশে।


মন্তব্য ৫৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২১ বিকাল ৩:০৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:

এই ছবিটির আমার প্রশ্ন, উত্তর দিন

১৫ ই মে, ২০২১ বিকাল ৩:২৯

চাঁদগাজী বলেছেন:



উত্তর হলো, আমার অনুমতি নিয়ে জাতিসংঘ ইসরায়েল নামের দেশ গঠন করেছে ১৯৪৮ সাকের ১৪ই মে, এবং জামাল নাসেরের নেতৃত্বে ( ১৯৪৮ সালের ১৫ মে সকালে ) ১২টি মুসলিম দেশ ইসরায়েল আক্রমণ করেছে। আপনি ফিলিস্তিন দেশ গঠনের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।

২| ১৫ ই মে, ২০২১ বিকাল ৩:৫৭

নেওয়াজ আলি বলেছেন: মধ্যপাচ্যের মুসলিম দুই/ চারটা বিয়ে করতে পারলেই সুখী। বাকিটা নসিব :D

১৫ ই মে, ২০২১ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:



সেটা আরবী ট্রেডিশন।
ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর, মিডলইষ্ট শিক্ষার প্রয়োজনীয়তা বুঝেছে।

৩| ১৫ ই মে, ২০২১ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: ইউরোপের দেশগুলো ইসরায়েলের সমালোচনা মেনে নিতে একেবারেই নারাজ।

১৫ ই মে, ২০২১ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:



ইউরোপিয়ানরা মোটামুটি ইহুদী-বিরোধী; বেশীরভাগ ইউরোপিয়ান মানুষ চায় যে, প্যালেষ্টাইন হোক; কিন্তু হামাস, পিএলও ও ইরানের জন্য ইহা সম্ভব হচ্ছে না।

১৫ ই মে, ২০২১ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



আরবদের বিচারবুদ্ধি একেবারেই কম, তারা বিশ্বের সাথে মিলে চলতে পারে না।

৪| ১৫ ই মে, ২০২১ বিকাল ৪:৩৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আপনাকে তো এই অবৈধ দেশটির সমর্থক হিসেবেই দেখা যায়। ফিলিস্তিন দেশ গঠন আবার কি, নৈতিক ভাবে ফিলিস্তিন'ই তো সেখানকার একমাত্র বৈধ রাষ্ট্র। জাতিসংঘ তো মূলত বিশ্বব্যপি পশ্চিমাদের শোষনকে জায়েজ করা্র হাতিয়ার

১৫ ই মে, ২০২১ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



প্যালেষ্টাইন নামে স্বাধীন কোন দেশ ছিলো না; উহা হওয়ার কথা ছিলো ১৯৪৮ সালের ১৪ই মে; উহা হয়নি আরবদের ভুলের জন্য। আরবরা যুদ্ধ শুরু করেছিলো ১৯৪৮ সালের মে'মাসের ১৫ তারিখ ভোর ৪টায়, ৭ দিনের মাঝে সেই যুদ্ধে পরাজিত হয়ে, আরো ৩টি যুদ্ধে পরাজিত আজকের পজিশনে এসেছে।

আমার সাপোর্ট নিয়ে নাতিয়ানাহু গাজা আক্রমণ করেছে?

৫| ১৫ ই মে, ২০২১ বিকাল ৫:০২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ইউরোপিয়ানরা মোটামুটি ইহুদী-বিরোধী; বেশীরভাগ ইউরোপিয়ান মানুষ চায় যে, প্যালেষ্টাইন হোক; কিন্তু হামাস, পিএলও ও ইরানের জন্য ইহা সম্ভব হচ্ছে না।
আপনেও তো সেই ইহুদি প্রোপাগান্ডায় বিশ্বাসি লোক। অসভ্য ইউরোপিয়ানদের হাতে মার খেয়ে ইহুদিরা যে সব দেশ থেকে ইহুদিরা পালিয়ে এসেছিল এখন প্যালেস্টাইন ছেড়ে আবার সেসব দেশে ফেরৎ যাক। ইউরোপিয়ানরা তো এখন খুব মানবতাবাদী সুতরাং এখনতো আর তারা ইউরোপিয়ানদের হাতে নির্যাতিত হওয়ার সম্ভবনা নাই তাইনা? অথবা ১৯০৪ সালে চতুর্থ জায়োনিস্ট কংগ্রেসে ইহুদিদের জন্য আর্জেন্টিনায় ইহুদিদের জন্য যে পৃথক রাষ্ট্র করার কথা হয়েছিল, সেটাই বাস্তবায়ন করুক।

আপনার কথায় নেতানিয়াহু নাচবে কেনো। আমি বলেছি, আপনিও ইসরাইলের সুরে কথা বলছেন। যদি ইহুদি দখলদারি না হতো তবে সেখানে কি হতো?
যাইহোক, ফিলিস্তিনের বুকে ইসরাইল নামক রাষ্ট্র অনৈতিক, ব্যক্তিগত ভাবে এটা মানেন কি? যাষ্ট, হ্যা অথবা না তে উত্তর চাচ্ছি।

১৫ ই মে, ২০২১ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



ইহুদীদের একটা দেশ দরকার ছিলো; ঐতিহাসিক কারণে বৃটিশ তার কলোনীতে ইহুদীদের যায়গা দিয়ে, দেশ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো, বিশ্ব সেটার সমর্থন করেছে; প্যালেষ্টানীরা বৃটিশ থেকে স্বাধীনতা চেয়েছিলো, বৃটিশ সেটা দিতে চেয়েছিলো; কিন্তু তারা বেশী ভুমি চেয়েছিলো; সেটা হয়নি দেখে দেশ নেয়নি; এটা ইতিহাস; জাতি সংঘ ও বৃটিশ সঠিক কাজ করেছে।

৬| ১৫ ই মে, ২০২১ বিকাল ৫:৩৭

স্প্যানকড বলেছেন: কার ক্ষেমতা আছে এই গোষ্ঠীর লগে লাগতে যায়। সবাই নিজের গদি ঘর নিয়া ব্যস্ত ! ইয়া নাফসি জপে!

১৫ ই মে, ২০২১ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:



কোন গোষ্ঠীর কথা বলছেন? মোটামুটি সবগুলো দেশই প্যালেষ্টাইন ও ইসরায়েল, ২টি দেশই চায়। হামাস ও ইরান ইসরায়েল চাহে না, সমস্যা সেখানে।

৭| ১৫ ই মে, ২০২১ বিকাল ৫:৫৫

নীল আকাশ বলেছেন: ভুল বিষয়ে ভুল ধারনা থেকে লেখা আপনার পুরাতন অভ্যাস।
প্যালেস্টাইন আসলে কাদের দেশ? কারা এখানে উড়ে এসে জুড়ে বসেছে? তারাবীহর নামাজ পড়া অবস্থায় ইসরাইলী সৈন্যরা মসজিদে অতর্কিত আক্রমন করেছে। সত্য গোপন করছেন কার স্বার্থে?
আরব রাষ্ট্ররা রাজবংশীয় ক্ষমতার লোগে এইসব নিন্দনীয় কাজ করছে। এইজন্য ইসলামে রাজবংশ পুরোপুরি নিষিদ্ধ করা হইয়েছে।

১৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:




কোন বিষয়ে আপনার কোন সঠিক ধারণা নেই।

৮| ১৫ ই মে, ২০২১ বিকাল ৫:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


চাই শান্তি স্থাপিত হোক।
দুটি দেশ হোক।

১৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:



এটাই শান্তি, মারামারি লাগলে রকেট ছোঁড়া ও নিজ জাতির মানুষকে বোমার শিকারে পরিণত করা।

৯| ১৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মারামারি আর হানাহানি নয়।
ইসরাইল রাষ্ট্র এখন বাস্তবতা।
সুতরাং উচিত হবে ইসরাইল রাষ্ট্রকে মেনে নিয়েই পৃথক প্যালেস্টাইন প্রতিষ্ঠা করা। সেটা করতে গেলে সহনশীলতা লাগবে।
যেটা বর্তমান প্যালেস্টাইনের কারো মাঝে দেখা যায় না।

১৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



হামাস, পিএলও ও ইরানের কারণে প্যালেষ্টাইন হতে পারবে না।

প্যালেষ্টাইনের একজন লোকও বলছে না, সাধারণ মানুষের উপর রকেট কেন ছাড়ছে হামাস!

১০| ১৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

কামাল১৮ বলেছেন: মুসলমানরা ভাবছে,এইবার তারা জিতে যাবে।তাই চুপ চাপ আছে।

১৫ ই মে, ২০২১ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



হামাসের কাজ হলো গাজাকে ধ্বংস করা।

১১| ১৫ ই মে, ২০২১ রাত ৮:১২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



ইতিহাস জানা আছে, সেটা শুনতে চাইনি। জিজ্ঞেস করেছিলাম, ফিলিস্তিনের বুকে ইসরাইল নামক রাষ্ট্র অনৈতিক, ব্যক্তিগত ভাবে এটা মানেন কি? আগেও খেয়াল করেছি, ফেঁসে গেলে আপনি স্ট্রেটলি সঠিক উত্তর না দিয় ঘুরপ্যাঁচ শুরু করে দেন, অথবা প্রসঙ্গ চেঞ্জ করেন।
দখলদার এবং টেরোরিস্ট ইসরাইলের প্রতি আপনার ব্যক্তিগত পক্ষপাতিত্ব সরাসরি বলতে লজ্জা পান, এজন্য ঘুরায় প্যাঁচায় বলার চেষ্ট করেন।

আপনে যেটা বলেছেন সেটা তো এমন যে, আমি রাজিব নূরে ভাইয়ের বাড়ির দখল করে কিছুদিন পরিচালনা করলাম এবং ছেড়ে আসার আগে রাজিব নূর ভাইয়ের বাড়িই, আপনার এবং রাজিব নূর ভাইয়ের মধ্যে ভাগ করে দিলাম।

এখন প্রথম কথা হচ্ছে, আমি যে রাজিব নূর ভাইয়ের বাড়ি দখল করেছি সেট্ই তো অবৈধ, সুতরাং সেটা ভাগ করে আরেকজন কে দেয়া বা না দেয়ার কোন রাইট কি আমার আছে?
ডিভাইডেট এটাতো বৃটিশদের কমন পলিসি, সব জায়গায় এমনটা করছে। কেনো তাদের নিজেদের ভূমি ইহুদিদের দিতে পারলো না?

১৫ ই মে, ২০২১ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



ততকালীন সময়ে, বৃটিশ কলোনীতে ২টি দেশ করার প্রস্তাবকে বিশ্ব মেনে নিয়েছে, সেটাই সেই সময়ের ইতিহাস। ভুমির মালিকানা ছিলো মানুষের, দেশের মালিক ছিলো বৃটিশ।

১২| ১৫ ই মে, ২০২১ রাত ৮:১৬

ডঃ এম এ আলী বলেছেন:



বিষয়টির গুরুত্ব ও পরিনতি বুঝতে হলে হামাস নিয়ে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার সকলের ।
ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় হামাস। ফিলিস্তিনের পশ্চিম তীর ও
গাজা থেকে ইসরায়েলি দখলদারির অবসানের দাবিতে ‘ইন্তিফাদা’ বা ফিলিস্তিনি গণজাগরণ শুরুর পর
১৯৮৭ সালে হামাস গঠিত হয়। সংগঠনটির সনদ অনুযায়ী তারা ইসরায়েলকে ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ।
আর তাদের চাওয়া হলো, ফিলিস্তিন রাষ্ট্র হবে বর্তমান ইসরায়েল, গাজা ও পশ্চিম তীর নিয়ে গঠিত একক
ইসলামি রাষ্ট্র।

ইসরায়েলবিরোধী কট্টর অবস্থান, ইসরায়েলে রকেট হামলা চালানোর দীর্ঘ ইতিহাস ও এই অবস্থান থেকে সরে না
আসার দৃঢ় ঘোষণার কারণে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে কোনো কোনো দেশ। এ তালিকায় রয়েছে
ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২০০৫
সালে রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার পরের বছরই ফিলিস্তিনি আইন পরিষদ প্যালেস্টিনিয়ান লেজিসলেটিভ
কাউন্সিলের (পিএলসি) নির্বাচনে জয়ী হয় হামাস। এরপর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন
ফাতাহর সঙ্গে তাদের দ্বন্দ্ব শুরু হয়। ২০০৭ সালের জুনে গাজায় হামাস ও ফাতাহর মধ্যে প্রচণ্ড লড়াই বেধে যায়।
এরপর হামাস গাজায় সরকার গঠন করে। এখনো গাজার শাসনক্ষমতায় তারা। পশ্চিম তীরের শাসনক্ষমতা
ফাতাহর হাতে।

গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে হামাসের রকেট হামলা চালানো বন্ধ করার কথা বলেই ২০০৮ সাল থেকে
এ পর্যন্ত ৪টি বড় অভিযান চালায় ইসরায়েল। মিসরে মুসলিম ব্রাদারহুডের পতনেরপর প্রায় নিঃসঙ্গ হয়ে যায়
কট্টরপন্থী এ সংগঠনটি। ইরানের কাছ থেকে এখনো কিছু অস্ত্র ও অর্থ সহায়তাপায় বলে মনে করা হয়। তবে
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিদ্রোহীদের সমর্থন করায় হামাসের দিক থেকে মুলত মুখ
ফিরিয়ে নিচ্ছে ইরান । এবারকার ঘটনা কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার পালা ।

তথ্যসুত্র : প্রথম আলো ও বিবিসি



১৫ ই মে, ২০২১ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েল তাদের সৈন্য হারাতে চাইবে না; দরকার ছিলো গাজা দখল করে, হামাসকে ধরে, মরক্কো কিংবা তিউনিশিয়ায় পাঠায়ে দিয়ে, গাজাতে সাধারণ মানুষ থেকে একটা গভর্নিং কমিটি গঠন করে, ওদের হাতে প্রথমে গাজা স্বাধীন করে, ক্রমে বাকী ভুমি হস্তান্তর করা।

১৩| ১৫ ই মে, ২০২১ রাত ১০:৩৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



বিশ্ব কিভাবে মেনে নিলো, এই ইতিহাস আবার কই পাইলেন। পশ্চিমাদের তৈরি ফ্রড জাতিসংঘের কথা বলবেন না প্লিজ! একেবারে জাতিসংঘের গঠনতত্ত্ব ধরে ধরে তার ভণ্ডামো প্রমাণ দেখিয়ে দেয়া যায়।

বাইদ্যাওয়ে, আমি যদি গায়ের জোরে আপানার বাড়ি দখল করি তবে কি আপনে আমাকে আপনার বাড়ি মালিক হিসেবে মেনে নেবেন?

১৫ ই মে, ২০২১ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:



জাতি সংঘ ফ্রড হবে কেন? ইহা সময়েৃ প্রয়োজনে হয়েছে।

প্যালেষ্টাইনে কেহ কারো বাড়ী দখল করেনি। ভারতেও কেহ কারো বাড়ী দখল করেনি।

১৫ ই মে, ২০২১ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:



জাতি সংঘ সম্পর্কে আপনার ভুল ধারণা আপনাকে অনেক কিছু সঠিকভাবে ভাবতে সাহায্য করছে না।

১৪| ১৫ ই মে, ২০২১ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আরবদের বিচারবুদ্ধি একেবারেই কম, তারা বিশ্বের সাথে মিলে চলতে পারে না।

ওদের তেল আর হজ্ব না থাকলে ওদের খবর ছিল।

১৫ ই মে, ২০২১ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:




আরবেরা এখনো বেদুইন।

১৫| ১৬ ই মে, ২০২১ রাত ৩:০১

অনল চৌধুরী বলেছেন: আপনার একমাত্র কাজ মিথ্যাচারে মাধ্যমে সন্ত্রাসী এ্যামেরিকা, ইউরোপ ও ইসরাইলের সব কাজের পক্ষে নিকৃষ্টভাবে ওকালতি করা।
ফিলিস্তিন নিয়ে কুমিরের কান্না না কেদে বরং ওদের মৃত্যুতে মদ খেতে খেতে আনন্দ করেন, যেটা করছে আপনার প্রভূরা।

১৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:




আপনার মতো লোকেরা জাতিকে কোন বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি।

১৬| ১৬ ই মে, ২০২১ সকাল ৯:৫১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আমার ভুল ধারনা?

১৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:



আমি আপনার ব্লগিং অনুসরণ করছি; কোন বিষয়ে আপার সঠিক ধারণা নেই।

১৭| ১৬ ই মে, ২০২১ সকাল ৯:৫৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আমার ভুল ধারনা?

১৭ ই মে, ২০২১ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:



আপনার প্রায়ই পোষ্টের বিষয়ের উপর আপনার ধারণাগুলো ভুল থাকে।

১৮| ১৬ ই মে, ২০২১ দুপুর ১২:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইজরাইল একসময় নিপীড়ীত ছিল এখন নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

১৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:



কোন আরব জাতি, কিংবা ইরান যদি বাংগালীদের প্রতিবেশী হতো আমরা ইয়েমনের লেভেলে থাকতাম আজ; ইসরায়েল টিকে আছে।

১৯| ১৬ ই মে, ২০২১ দুপুর ১:২৬

নিশাচর১/১০০ বলেছেন: নির্বাচনে নেতানিয়াহুর পরাজয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে রাজনৈতিক অস্থিরতার প্রয়োজন হয়ে পরেছিল। ওদিকে, ফিলিস্তিনিদেরও এই ফাঁদে পা না দিয়ে এড়িয়ে যাওয়ার উপায় ছিল না।

১৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:



ইসরায়েলীরা নুজের দেশকে ভালোবাসে, ওরা যা কিছু করে, নিজ জাতির ক্ষতি যাতে নয়'হয়, সেটা ভাবনায় রাখে।

২০| ১৬ ই মে, ২০২১ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: এই ইজরায়েল ফিলিস্তিন সংঘাত যত না ধর্মীয় লড়াই, তার থেকে অনেক বেশী দুর্বলের ওপর সবলের অত্যাচারের উদাহরণ। যেকোন ধর্ম বর্ণ জাতের লোকেরই উচিত এর প্রতিবাদ করা।

১৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



এটা ইউরোপিয়ান ও আরবী সংস্কৃতির মাঝে গরমিলের সমস্যা।

২১| ১৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২৬

অনল চৌধুরী বলেছেন: সব আরব দেশ তুরস্কের উচিত একসাথে ইসরাইল আক্রমণ করে ধ্বংস করে দেয়া, যেভাবে রোমান সম্রাট টাইটাস খ্রিষ্টপূর্ব ৭০ সালে ওদের আক্রমণ করে শেষ করেছিলো, যেটা এখন তারা একতাবদ্ধ হলে পারে।Siege of Jerusalem (70 CE)

১৬ ই মে, ২০২১ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:




আপনার নেতৃত্ব পেলে তা ঘটবে! ১৯৪৮, ১৯৬৭ ও ১৯৭৩ সালে সবগুলো আরবদেশ মিলে পারেনি, আপনি নেতৃত্ব দেননি।

২২| ১৬ ই মে, ২০২১ রাত ১১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কেউ যদি কোন ঐতিহাসিক ঘটনার সঠিক রেফারেন্স সহ প্রকাশ করে তখন কে ইতিহাস ভালো জানে আর কম জানে সেই প্রশ্নের কোন ভ্যালু থাকে না। আশা করি এই বিষয়টি আমাদের সকলের মনে থাকবে।

যাইহোক, এই সমস্যার মুল কারন আরব না। অন্তত আমি ধর্ম ভিত্তিক কোন কারনে এই কথাটি বলছি না। এই সমস্যার মুল কারন হচ্ছে ব্রিটেন। পরের ধনে পোদ্দারী বলে একটা ব্যাপার আছে, সেটাই ব্রিটিশরা করেছে। আজকে যাদেরকে সভ্য জগতের বাসিন্দা বলে মানা হয়, তারাই একটি স্বাধীন রাষ্টকে দুইভাবে ভাগ করে অন্য জাতির কাছে দেয়ার এক অদ্ভুত ও অন্যায় প্রস্তাব তুলে।

ব্রিটিশরা যেমন এই উপমহাদেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করে আজীবনের জন্য পঙ্গু করে গেছে, তেমনি ফিলিস্থিনের সাথেও এই অন্যায় করেছে এই বেনিয়া রাষ্ট্র। বাস্তবতা হচ্ছে, - মানবধিকার শুধুমাত্র পশ্চিমা বিশ্বের জন্যই সংরক্ষিত।

যে সকল শিক্ষিত মানুষ, ইচ্ছাকৃতভাবে ইতিহাঁসের বিকৃতি ঘটায় সম্পূর্ন নিজস্ব চিন্তা চেতনাকে উপরে রাখার জন্য, তারা শিক্ষিত হলেও দুর্জন।

১৭ ই মে, ২০২১ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:



১ম বিশ্বযুদ্ধের সময় (১৯১৭ সালে ) বৃটিশ প্যালেষ্টাইন দখল করে; তার আগে ইহা ছিলো অটোম্যান সাম্রাজ্যের (রাজতন্ত্র ) প্রদেশ, ইহা কোন স্বাধীন প্রজাতন্ত্র বা প্যালেষ্টাইন রাজ্য (নিজেদের রাজা, সরকার ইত্যাদি নিয়ে ) ছিলো না। বৃটিশ ইহাকে কলোনিয়েল রাজ্য হিসেবে দখল করে রাখে; যেভাবে তারা আমেরিকা, কানাডা, ভারত, বার্মাও আফ্রিকার অনেক দেশকে দখল করে রাখে।

কলোনিয়েল সিষ্টেমে দেশের মালিক ছিলো বৃটিশ; যেমন, তরাা ১৮৫৭ সাল ১৯৪৭ অবধি ভারতেকে শাসন করেছে: দেশ তাদের, যেভাবে দেশ ছিল মোগলদের, বা দেশ ছিলো নবাবদের।

২৩| ১৭ ই মে, ২০২১ ভোর ৫:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
ফিলিস্তিন এক সময় অটোম্যানদের অধীনে ছিলো একটি স্টেট ছিলো। কিন্তু তাদের নিজস্ব বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছিলো। শুধুমাত্র যুদ্ধকালীন সময়ে অটোম্যানদের হয়ে লড়বে এমন একটি চুক্তি ছিলো।

প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা ব্রিটিশদের বিপক্ষে ছিলো। তখন যেহেতু আরবরা ঐ অঞ্চলে বেশি ছিলো তাই ব্রিটিশরা তাদের সহযোগিতা পাবার আশায় একটা মুলা ঝুলায়। বলা হয় যুদ্ধে জয়ী হলে, ফিলিস্তিনকে পুরো স্বাধীন করে দেয়া হবে। আপনি নিশ্চয় এই তথ্যটিকে ভুল বলবেন না। আপনার সুবিধার জন্য বলছি ইতিহাসে বেলফো ঘোষনা হিসাবে একে খুঁজলে পাবেন।

ইহুদিরা বিজ্ঞান চর্চায় একটা সময় বেশি মনোনিবেশ করে। কারন এরা একাতাবদ্ধ থাকতে পছন্দ করে এবং কূটকৌশল সৃষ্টিতে ওস্তাদ। ফলে এক ইহুদি বিজ্ঞানী বৃটিশদেরকে একটি বিশেষ বোমা তৈরী করার কৌশল বাতলে দেয় । যার ফলে উপহার হিসাবে এই ফিলিস্তিনকে চায় ইহুদিদের হাতে তুলে দেয় ব্রিটিশ আর আমেরিকা।

যদি এটা সত্য হয়, তাহলে ব্রিটিশ ও আমেরিকানদের আসল চরিত্র প্রকাশিত হয়ে যায়। কথায় বলে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। মুখে মুখে মানবতার কথা, পৃথিবীর বিবেক সেজে বসা এই সব জাতির নেতাদের কথা শুনলে হাসিও পায়, দুঃখও লাগে।

যে কেউ ইসলাম ধর্মকে পছন্দ না করতে পারে, মুসলিমদের পছন্দ না করতেই পারে। কিন্তু সব কিছু ধর্ম দিয়ে দেখতে হয় না। মানুষের চোখেও দেখা প্রয়োজন।

১৭ ই মে, ২০২১ ভোর ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



১৯১৭ সালে (১ম মহাযুদ্ধ ) বিশ্বের যেই রাজনৈতিক ও সামরিক অবস্হা ছিলো, তারই পরিপ্রেক্ষিতে বৃটিশ তার কলোনিয়েল দেশগুলোকে ক্রমেই ছাড়তে বাধ্য হয়েছে, এবং ২য় বিশ্বযুদ্ধের পর তদের কলোনী মোটামুটি হাত ছাড়া হয়ে গেছে; যেসব জাতি তখন স্বাধীনতা পেয়েছে, তারা বৃটিশ ও জাতি সংঘের সাথে মিলে কাজ করে, নিজেদর স্বাধীনতা বুঝে নিয়েছে।

২৪| ১৭ ই মে, ২০২১ ভোর ৫:৪১

অনল চৌধুরী বলেছেন: সব পাপিষ্ঠ ইহুদী এভাবেই ধ্বংস হোক।
ইহুদি উপাসনালয়ের গ্যালারি ভেঙে নিহত ২, আহত শতাধিক (ভিডিও)

১৭ ই মে, ২০২১ ভোর ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



"পাপ' দর্শনের টার্মিনোলোজী নয়, দর্শনে আছে অন্যায়, ক্রাইম ইত্যাদি।

২৫| ১৭ ই মে, ২০২১ সকাল ৯:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্রিটিশরা যে প্রতারনা করছে, এই বিষয়ে আপনার কি সন্দেহ বা দ্বিমত আছে?

১৭ ই মে, ২০২১ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, ততকালীন সময়ের বিশ্ব পরিস্হিতি, কলোনীর মালিকানার প্রথা, ইহুদী জাতির বাসস্হানের প্রয়োজনীয়তা, ইহুদীদের প্রতি ইউরোপের ও আমেরিকার স হানুভুতি, প্যালেষ্টাইনের মুসলিম নেতৃত্বের একগুয়েমী, সব মিলিয়ে তারা সিদ্ধান্ত নেয় যে, প্যালেষ্টাইনে ২টি নতুন স্বাধীন জাতির বাসস্হানের ব্যবস্হা করার দরকার; আবার ২য় বিশ্বযুদ্ধে প্যালেষ্টাইন মুসলিম নেতৃত্ব (আল আকসার ইমাম ) হিটলারকে সাপোর্ট করায়, বৃটিশ তাদের প্রতি স হানুভুতিশীল ছিলো না।

২৬| ১৭ ই মে, ২০২১ সকাল ১০:০২

রানার ব্লগ বলেছেন: কোন আরব জাতি লাগবে না পাকিস্তান আমাদের প্রতিবেশী হলেই হইছিলো আর কি, এই দেশ আফগানিস্তানের থেকেও জঘন্যতম অবস্থায় থাকতো, ভারতের সিমান্ত প্রতিবেশি হয়ে হালকা পাতলা ভালই আছে বাংলাদেশ।

আমার নিজেস্ব ধারনা, হামাস ফিলিস্তিনের স্বাধিনতা নিয়ে মোটেও সজাগ না তার তাদের নিজেস্ব এজেন্ডা বাস্তবায়নের কৌশল হিসেবে এই স্বাধীনতার ধোয়া ছড়াচ্ছে।

১৭ ই মে, ২০২১ বিকাল ৩:১৫

চাঁদগাজী বলেছেন:



হামাস আসলে প্যােলেষ্টাইনের সাধরণ মানুষকে মোটেই গণনা করে না; তারা ইরান, কাতার ও অন্যদের টাকায় ভালো চলছে ও বেকুবের মতো নিজের জাতিকে গরুর মতো পাহারা দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.