নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বয়স বাড়ছে আমার, মাথা ব্যথা বাড়ছে অন্যের!

২৫ শে মে, ২০২১ সকাল ১১:৩২



সম্প্রতি আমার চোখের সমস্যা ও বয়স নিয়ে কিছু হাউকাউ কথা শুনতে হচ্ছে; আমার বয়স আমার কাছে কখনো সমস্যা বলে মনে হয়নি, সেটা নিয়ে একটা ছোট ঘটনা।

একটু দুরে যেতে হবে, সেজন্য একটু শক্তশালী গাড়ী দরকার; সন্ধ্যার একটু আগে, একটা পিকআপ ট্রাক ভাড়া করে নিয়ে এলাম, ভোরে রওয়ানা দেবো। পিকআপটা বেশ লম্বা, আধা ঘন্টা ঘুরেও ইহার জন্য বাসার আশেপাশে কোন পার্কিং পেলাম না। একটা পার্কিং আছে, আমাদের রাস্তাটা যেখানে পার্কওয়ের (বড় রাস্তা) সাথে মিলেছে সেখানে, একটা বড় গাছের নীচে। এলাকার লোকজন এই গাছের নীচে গাড়ী রাখে না, গাছে রাতে চড়ুই পাখীর মতো এক ধরণের পাখী রাত কাটায়, গাড়ীর উপর পায়খানা করে ভরায়ে ফেলে; না ধুয়ে গাড়ী চালানো যায় না। যারা জানেন, তারা সেখানে পার্কিং করেন না।

উপায় নেই, পিকআপ'এর দৈঘ্যের কারণে এটাই একমাত্র পার্কিং বাকী আছে; রাখলাম; পাখীরা এখনো আসেনি, আমি কিছুক্ষণ গাড়ীতে অপেক্ষা করে বাসায় গেলাম; চা খেয়ে গাড়ীর দেখার জন্য জন্য বের হলাম; রাস্তা থেকে ২ টুকরা পাথর নিলাম হাতে, পাখীদের তাড়িয়ে দেবো।

মোটামুটি অন্ধাকার হয়ে গেছে, পাখীরা ফিরেছে; ভীষনভাবে কিচিরমিচির করছে, ঘুমানোর আগে শেষ আলোচনা চলছে! আমি রাস্তার পাশে গিয়ে কোণাকুনি অবস্হান নিলাম, যাতে পাথর ছুঁড়লে উহা পার্কওয়ের উপর পড়ে, গাড়ীতে না পড়ে; পার্কওয়েতে এখনো গাড়ী চলছে, একটু পরেই রেড-সিগন্যাল পড়লেই এদিকে গাড়ী থাকবে না; পার্কওয়ের ফুটপাথে লোকজন নেই, আমার আশেপাশেও কেহ নেই। গাড়ী চলাচল বন্ধ হয়েছে, দুরে রেড লাইট।

আমি গাছের আগডাল বরাবর পাথর ছুড়লাম, ডালে না লাগলে পাথরটি পার্কওয়ের উপর পড়বে। কাজ হয়েছে, পাখায় ভীষণ আওয়াজ তুলে, বিপুল পরিমাণ পাখী কিচির মিচির করে একসাথে উড়ে চলে গেলো। আমি হাসলাম, যাও অন্য কোন যায়গায় আজ রাতে থাকগে। এমন সময়, আমার গাড়ীর পাশে পার্ককরা একটা জীপের দরজা খুলে গেলো, একটা ২২/২৩ বছরের মেয়ে বেরিয়ে এলো; আমি অন্ধকারে খেয়াল করিনি যে, জীপের ভেতর মানুষ আছে; আমি সামান্য অপ্রস্তুত হয়ে গেলাম।

-হ্যালো, আমি বললাম।
সে হ্যালোর উত্তর দিয়ে, আমাকে প্রশ্ন করলো,
-তুমি কি পাখীদের লক্ষ্য করে পাথর ছুড়েছ?
-না,আমি ঠিক পাখীদের লক্ষ্য করে পাথর ছুঁড়িনি, আমি গাছে পাথর ছুড়েছি। তুমি আমাকে এই ধরণের প্রশ্ন করছো কেন?
-কারণ আমি দেখেছি যে, তুমি পাখীদের প্রতি পাথর ছুঁড়ে মেরেছ! আমার জীবনে তোমার মত বয়স্ক লোককে রাতে পাখীর দিকে পাথর ছুড়তে দেখিনি!
-তোমার জীবন সামনে পড়ে আছে এখনো, দেখার সময় হবে; তবে, আজ রাতে তোমার জীপে পাখি পায়খানা করবে না।
-সেটা দেখার বিষয়; মানুষের বয়স বাড়লে সব মানুষই কি এসব ফানি কাজ করে বেড়ায়?
-ইহা সামান্য ফানি, সাথে আছে অভিজ্ঞতা!
-আমার মনে হয়, পাখীদের জন্য এটা ছিলো এক ভয়ংকর অভিজ্ঞতা।
-এখানে আগে কখনো গাড়ী পার্ক করেছিলা রাতে?
-না, আমি ৪/৫ ব্লক দুরে থাকি।
-এখানে কয়েকদিন গাড়ী রাখলে, তুমিও পাথর মারার শুরু করবে, বুদ্ধি বেড়ে যাবে।









মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২১ সকাল ১১:৪০

শেরজা তপন বলেছেন: মেয়েটা ভাল- পুলিশ ডাকেনি!
বয়সে বাড়ে বিজ্ঞতা

২৫ শে মে, ২০২১ সকাল ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:



ডাকলে কি পুলিশ আসে? আমাকে আমেরিকায় কয়েক'শ বার পুলিশের ভয় দেখায়েছিলো লোকজন, আমি বলতাম ডাকো!

১ জন পুলিশকে ট্রাফিক কোর্টে বেশ নাকানী-চুবানী খাইয়েছিলাম, হাকিম তাকে বকে দিয়েছিলো।

২| ২৫ শে মে, ২০২১ সকাল ১১:৪০

শাহ আজিজ বলেছেন: B-) আমিরিকা আজিব হ্যায় আমিরিকান ভি আজিব হ্যায় :-P

২৫ শে মে, ২০২১ সকাল ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:



আসলেই, আমেরিকা বেশ আলাদা, কিছুটা আজব।

৩| ২৫ শে মে, ২০২১ সকাল ১১:৫৪

শেরজা তপন বলেছেন: বয়্স নিয়ে আপনি বেশী টেনশন নিয়েননা-
আরো কম বয়েসি পোলাপানদের সাথে আড্ডা দেবার চেষ্টা করেন।
পুলিশে আপনি ভয় পাননা সেটা জেনেছি আগেই।

অফ টপিকঃ রাশিয়ায় আমার এক বড় ভাইকে গাড়িতে গাজার আস্ত গাছ রাখার জন্য পুলিশ গ্রেফতার করেছিল।(বিরাট অপরাধ)
পরবর্তিতে থানা থেকে প্রায়ই তাকে ডেকে নিয়ে যেত একসাথে গাজা খাবার জন্য।

২৫ শে মে, ২০২১ দুপুর ১২:০০

চাঁদগাজী বলেছেন:



রাশিয়া কিন্তু ভয়ংকর যায়গা, দেশটাতে ২টি সরকার: একটা পুটিনের অন্যটা মাফিয়ার; ওখানকার পুলিশ যে কি ভাবতেও ভয় লাগে; আপনার ফ্রেন্ডের ঘটনা কি পুটিন আসার আগের সময়ের?

৪| ২৫ শে মে, ২০২১ দুপুর ১২:০৯

শূন্য সারমর্ম বলেছেন: ৭১-২৩=৪৮ বছরের বড় আপনি পাথর ছুড়বেন ১ টা কেন, ৪৮ টাই ছুড়তেন।

২৫ শে মে, ২০২১ দুপুর ১২:১৫

চাঁদগাজী বলেছেন:



১টা পাথর ছুঁড়েই ধরা খাওয়ার উপক্রম; আমেরিকায় রাস্তার বিড়ালেরও অনেক অধিকার, অনেক রক্ষক।

৫| ২৫ শে মে, ২০২১ দুপুর ১২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরাতো গুলতি বানিয়ে পাখির পিছনে পিছনে দৌড়াতাম। শিকার করা পাখির ভূনা দিয়ে রাতে গরম গরম ভাত!!!
এখন বুড়া হয়ে গেছি, গুলতির নিশানা চুকে যায়।

২৫ শে মে, ২০২১ দুপুর ১২:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনি পাখী মেরে খেয়ে ফেলতেন? ভয়ানক কান্ড তো!

৬| ২৫ শে মে, ২০২১ দুপুর ১২:৫২

স্বর্ণমৃগ বলেছেন: ভাগ্যিস, গাছের ডালে বসা পাখির দিকে ঢিল ছুড়েছেন। আমাদের রমনা-সোহরাওয়ার্দীর ঝোপঝাড়ের আড়ালে বসা পাখিদের দিকে ছুড়লে খবর ছিলো!

২৫ শে মে, ২০২১ দুপুর ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:



আপনার গায়ে লাগার সম্ভাবনা?

৭| ২৫ শে মে, ২০২১ দুপুর ১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাজীসাব আপনারতো রাজ কপাল !!
মানুষ আপনার বয়স ও চোখের সমস্যর
নিয়ে ভাবছে !! আপনি এটাকে পজেটিভ
ভাবে না দেখে নেতিবাচক হিসেবে দেখছেন !
আসলে আপনার বয়স বাড়ার কোন কিছুই
আর সহজভাবে্ নিতে পারছেন না এটা
আপনার মানসিক রোগ। দ্রুত চিকিৎসকের
পরামর্শ নিন !!
রাত বিরেতে মেয়েদের সাথে উটকো ঝামেলায়
না জড়ানোই ভালো! এখানে হলে আপনার নামে
৯(১) ধারায় মামলা হতো। তখন বুঝতের ঠেলা !!

২৫ শে মে, ২০২১ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


এই ব্লগের লোকজন যতবার আমাকে ডাক্তারের কাছে যেতে বলেছেন, আমি ততবার ডাক্তারের কাছে গেলে, আমার পকেট খালি হয়ে যেতো; বাংলাদেশের কোন মেয়ে রাতে গাড়ী থেকে নেমে তর্ক করতে আসবে না।

৮| ২৫ শে মে, ২০২১ দুপুর ২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: যাক গাড়ী তো পায়খানা হতে বেঁচে গেলো। বুড়ো হোন মন থাকুক কুড়িতে

২৫ শে মে, ২০২১ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:




আমি শক্ত হয়ে আছি, এখনো কিছু গায়ে মাখি না।

৯| ২৫ শে মে, ২০২১ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: যে গাছের ফল মিষ্টি সেই গাছেই সবচেয়ে বেশি ঢিল ছোড়া হয়।
বহু বছর ধরে দেখছি- আপনার উপর কম ঝড়ঝাপটা আসে নি। কিন্তু কেউ কিচ্ছু করতে পারেনি। কেউ আপনার ব্যাক্তিত্ব আর জ্ঞানের সামনে দাড়াতে পারেনি। বরং তারাই লেজ গুটিয়ে পালায়। হুটহাট ব্লগে দুই একজন আসে নামে বেনামে। তারপর লেজ গুটিয়ে পালায়। এরকম দেখতে দেখতে এখন আমি ক্লান্ত। এই সমস্ত পুয়ালাপান তো অতীত ব্লগের অত্যয়িত জানে না। কিছু জানে না বলেই এইসব নর্দমার কীট এত ফালায়। শিক্ষা, রুচিবোধ আর ভালোত্ব থাকলে চুপ করে থাকতো।

২৫ শে মে, ২০২১ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:




হেফাজত, শিবির, এরা আধা-মানব।

১০| ২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনি এক জন প্রাজ্ঞ মানুষ।
আপনার মতো মানুষ বাংলাদেশের দরকার আছে।

২৫ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:



আমার মাথায় যা আসে, আমি তা করে বেড়াই; তবে, বাংলাদেশের গ্রামের মানুষের জন্য আমার চিন্তা হয়।

১১| ২৫ শে মে, ২০২১ রাত ১০:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার শিষ্য যতদিন আপনার ছায়ার নিচে থাকবে
ততদিন পাখি কেন কাউয়াও আপনার গায়ে বিষ্ঠা ত্যাগ
করতে পারবে না !! আমি শিওর !!

২৬ শে মে, ২০২১ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:



উনি নিজের মতো করে জীবনকে অনুধাবন করছেন, আমার কোন প্রভাব নেই।

১২| ২৫ শে মে, ২০২১ রাত ১০:৫৮

রানার ব্লগ বলেছেন: নুরু ভাই চেস্টা করে দেখতে পারেন B-)


এক মাত্র মানুষের মনই পারে তার শরিরের বয়স কে জয় করতে।

২৬ শে মে, ২০২১ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:



আমার সব সময় মনে হয়, আমার সুদিন এখনো সামনে।

১৩| ২৫ শে মে, ২০২১ রাত ১১:২৪

স্বর্ণমৃগ বলেছেন: আপনার গায়ে লাগার সম্ভাবনা?
- না। ঝোপঝাড়ে যাইনা।

২৬ শে মে, ২০২১ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:



ভালো; দরকার সক্ত ঘর বাঁধার, বনজংগলে কি কাজ?

১৪| ২৫ শে মে, ২০২১ রাত ১১:৩১

শেরজা তপন বলেছেন: ১৯৯২ সালের ঘটনা!

২৬ শে মে, ২০২১ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:




আচ্ছা, তখন তো বেশ ঝামেলা চলছিলো; সোভিয়েত ভাংছে!

১৫| ২৬ শে মে, ২০২১ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হেফাজত, শিবির, এরা আধা-মানব।

এবং এরা ক্ষতিকর। বিষাক্ত।

২৬ শে মে, ২০২১ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



জাতিকে কক্ষচ্যুত করে দিয়ে এই বন-মানুষগুলো।

১৬| ২৬ শে মে, ২০২১ রাত ১২:৫৮

নেওয়াজ আলি বলেছেন: আপনি দীর্ঘজীবী হোন। সুস্থ ও সবল থাকুন। পারলে এলাকার জন্য কিছু করতে চেষ্টা করবেন।

২৬ শে মে, ২০২১ রাত ৩:১০

চাঁদগাজী বলেছেন:



আশা আছে, এলাকার মানুষগুলোকে কিছু শেখাতে।

১৭| ২৬ শে মে, ২০২১ ভোর ৬:০১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার কারণে অন্যের মাথাব্যথা মোটেই অন্যের জন্য হিতকর নয়। মনে হচ্ছে কেহ কেহ ক্রনিক মাইগ্রেইনে আক্রান্ত হয়েছেন ! =p~

২৬ শে মে, ২০২১ সকাল ৯:০৮

চাঁদগাজী বলেছেন:




একটা তো আজকে কয়েকদিন দেয়ালে মাথা ঠুকছে, শীঘ্রই উহাকে নতুন নিক দিতে হবে! উহা আবার বইও লিখেছিলো, বাদাম খাবার সময় খেয়াল রেখে খাইয়েন, ঠাোংগায় ফ্রি গল্প পাবেন।

১৮| ২৬ শে মে, ২০২১ সকাল ৯:১৮

শেরজা তপন বলেছেন:
আচ্ছা, তখন তো বেশ ঝামেলা চলছিলো; সোভিয়েত ভাংছে!
আমার বেশীরভাগ লেখাতো সে সময়কালকে-ই ঘিরে!
আপনি সুযোগ পেলে আমার সিরিজ লেখা' কাগদা তো-ভ রাশিয়া' পড়বেন( ONCE UPON A TIME IN RUSSIA)

২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:




পড়বো, আপনি নিজে ছিলেন, নিজ চোখে দেখেছেন, ইহা বিরাট অভিজ্ঞতা।

১৯| ২৬ শে মে, ২০২১ দুপুর ১২:১৯

আমি সাজিদ বলেছেন: হাউকাউ কান্ড মান্ড দেখছি!

২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:




আমার ভাষায় ম্যাঁওপ্যাঁও কান্ড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.