নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার নুরু সাহেবের অভিশাপ লেগেছে নিশ্চয়ই

১০ ই জুন, ২০২১ রাত ৯:০৯



বয়স বাড়ার কারণে কিছু কিছু বিষয়ে একটু এডজাষ্ট করতে হয় আজকাল, সেই ধরণের একটা কাহিনী।

চাকুরী পেয়েছি বাসা থেকে ৮০ মাইল দুরে; বাস মাস, ট্রেন ম্রেন কোনকিছুই কাছাকাছি যায় না; ড্রাইভিংই না করে উপায় নেই; চোখের সমস্যার কারণে, ডাক্তার আড়াই বছর আগেই ড্রাইভ করতে না করে দিয়েছে: সন্ধ্যার পর, আমি সামনের গাড়ীগুলোর পেছনের লাল লাইট ২টি ব্যতিত গাড়ীর বাকী অংশ দেখি না; আসল সমস্যা কিন্তু এর থেকে সামান্য বড়, আমি গাড়ীগুলোকে ডবলও দেখি, কোনটা কোনলাইনে চলছে কে জানে! তদুপরি, আমার চোখ সামনের গাড়ীর দুরত্বও মাপতে পারে না, উহা কি কাছে, নাকি দুরে, আমি সহজে বুঝতে পারি না।

শীতের সময় কাজ থেকে বের হলে, অন্ধকার দেখে মনে হয় মাঝরাতে রাস্তায় বের হয়েছি; আমি আমার গাড়ীর হাজার্ড লাইট (ব্লিংকিং লাইট) জ্বালিয়ে ৬৫ মাইল স্পীডের যায়গায় ৩৫ মাইলে চালিয়ে আমি নিজকে বিপদমুক্ত রেখে চালিয়ে যাচ্ছিলাম ভালোই; আমার পেছনের ড্রাইবারেরা আমার হাজার্ড লাইট দেখে পাশ কেটে চলে যায়। কিন্তু ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে সমস্যায় পড়লাম; সেদিন একজন ড্রাইবার প্রায় ১০ মিনিট আমার গাড়ীর পেছনে গাড়ী চালাচ্ছিল; আমার সন্দেহ শুরু হলো, কিছু একটা সমস্যা আছে; শেষমেষ আমার সন্দেহই সত্য হলো, পুলিশ; উহা আমাকে সিগন্যাল দিলো থামার জন্য; আমি গাড়ী থামালাম, সাথে সাথে হ্যান্ড ব্রেকটা সামান্য টেনে দিলাম

-স্যার, ড্রাইবার লাইসেন্স ও গাড়ীর রেজিষ্ট্রেশন বের করেন। আপনি হাজার্ড লাইট দিয়ে কেন গাড়ী চালচ্ছেন, গাড়ীর সমস্যা কি?
-সমস্যা বুঝতে পারছি না, গাড়ীর স্পীড বাড়ছে না; গাড়ীর ঠান্ডা লেগেছে মনে হয়!
-এটা জোকের ব্যাপার নয়, হাইওয়েতে সমস্যাপুর্ণ গাড়ী চালানো বেশ যুঁকির ব্যাপার; এজন্য টিকিট দেয়া হয়।

আমি চোখের সমস্যার কথা বলতে পারি না; বললে, যদি আমাকে গাড়ী চালাতে না দেয়, সেটা হবে বিশাল সমস্যা; আমাকে টিকেট দিয়ে ডাক্তারের কাছেও পাঠিয়ে দিতে পারে; তা'হলে আমার বোরোটা বেজে যাবে। পুলিশ অফিসার গাড়ীর চারিপাশ ঘুরে দেখে বললো,
-গাড়ী তো তেমন পুরাতন নয়, ইহার স্পীড কেন কম?
-শীতের কারণে হতে পারে নাকি?
-না, শীতে ইন্জিন ঠান্ডা থাকে, সেটা গাড়ীর জন্য ভালো।

পুলিশ অফিসার দরজার কাছে দাঁড়ি্যে গাড়ীর ভেতরে দেখলো কিছুক্ষণ; হঠাৎ বললো,
-গাড়ীর ডেশবোর্ডে "ব্রেক" সাইন কেন?
-আমি ব্রেকে পা দিয়ে রেখেছি।
-তাতে কি "ব্রেক" সাইন দেখায়? গাড়ীর গিয়ার পার্কিং'এ দেন।

আমি তাই করলাম, ব্রেক-সাইন জ্বলছে ডেসবোর্ডে। অফিসার বললো,
-আপনি গাড়ীটাকে ধ্বংস করছেন! গাড়ীর হ্যান্ডব্রেক রিলিজ না করেই গাড়ী চালাচ্ছেন, সেজন্য গাড়ীর স্পীড নেই; উহা রিলিজ করে, চলে যান।

অফিসার চলে গেলো। নিজের উপর ভয়ানক খুশী হয়ে পথে থামলাম, একটু হাঁফ ছাড়ার দরকার। সার্ভিস ষ্টেশনটা মোটামুটি খালি; একটা খাবার দোকানে ঢুকে প্লেটে এক টুকরো সেমনমাছ ও সামান্য শাক নিয়ে পয়সা দিতে ক্যাশে গেলাম। ক্যাশিয়ার ৩ জন, মাঝের ক্যাশিয়ার ও ১ জন তরুণী ক্রেতা কি নিয়ে তর্ক করছে, বাকী ২ জন শুনছে, আমাকে নিয়ে কারো মাথা ব্যথা নেই, আমি লাইনের মাথায় দাঁড়িয়ে আছি; ২ বার হাত দেখালাম, খবর নেই। শেষে বিনা অনুমতিতেই, নিজেই ১ম ক্যাশিয়ারের সামনে গেলাম। মেয়েটা একটু বিরক্ত হলো; খাবারটা ওজন করে ক্যাশের কি-বোর্ড পান্চ করছে, এমন সময় তর্করত তরুণী (ভিয়েতনামী হতে পারে) ক্রেতা আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বললো,
-অন্ধ নাকি, আমার কুকুরকে পায়ের নীচে মাড়াচ্ছ কেন?
-কোথায় কুকুর?
-নীচের দিকে দেখ!

দেখলাম, খুবই ছোটাকারের একটা কুকুর মেয়েটার পায়ের কাছে দাঁড়ায়ে আমার দিকে ভীত চোখে তাকিয়ে আছে; একটু আগে আমার পায়ে কি একটা যেন সামান্য লেগেছিলো বলে মনে হয়।

-স্যরি, আমি দেখিনি।
-স্যরি মরি কম বলিও, চোখ খুলে হাঁটিও, তাতে সমস্যা কমবে, ঠিক আছে? নাকি তুমি অন্ধ?

মেজাজটা খারাপ হয়ে গেলো, স্যরি বললাম, তারপরও এসব ম্যাঁওপ্যাঁও! তরুণীকে বললাম,
-কুকুর আর মালিকের আকার তো সামানুপাতিক; সেইজন্যই আমার চোখে পড়েনি হয়তো!
-কি বললে, আমার আকার নিয়ে তুমি কথা বলছ? দেখ, তোমাকে আমি কি করি!

কি জঘন্য অবস্হা! স্যরি বলে আমি চুপ হয়ে গেলাম। আমি বিনা আহবানে ক্যাশে আসায় ক্যাশের মেয়েটা আমার উপর খুশী ছিলো না; সে একটু ঘি ঢেলে দিলো:
-তুমি মানুষের আকার নিয়ে কেন কথা বলছ?
-আমি চুপ হয়ে গেছি, দেখছ না?
-চুপ হয়ে গেলে কি অপরাধ মাফ হয়ে যায়?
-ঠিক আছে, আমি চলে যাচ্ছি! আমি দরজার দিকে যেতে মেয়েটা বললো, তোমার খাবারের পয়সা?
-আমি তোমার থেকে খাবার কিনে খাবো না।
-তোমাকে খেতে বলছি না, পয়সা দিতে বলছি।
-আমি যা খাইনা, সেটার জন্য পয়সাও দিইনা।
-মালিককে ডাকবো?
-ডাকো।

মেয়েটা কোন এক মার্ককে ডাক দিলো; ক্যাশের পেছনের পেছনর দরজা হয়ে একটা লোক বেরিয়ে আসলো, আমার বয়সী হবে। মেয়েটা আমার নামে নালিশ করলো; লোকটা বললো,
-মিষ্টার, আপনি খাবার নিচ্ছেন না কেন?
আমি বাংলায় বললাম, "আমার কাছে পয়সা নেই"।
-কি বললেন?
-আমার কাছে পয়সা নেই।

লোকটা মেয়ের দিকে তাকিয়ে বললো,
-এই লোক ইংরেজীই জানে না, সে আবার কিসের খাবার কিনবে? সে হয়তো দরিদ্র, খাবারটা ওকে দিয়ে দাও।
-সে এতক্ষণ ইংরেজী বলছিলো।
-বলুকগে, খাবারটা এদিকে দাও।

লোকটা খাবারটা নিয়ে আমাকে দিয়ে বললো,
-মন খারাপ করবেন না, ইয়ং মেয়েরা আজকাল কাজের থেকে অকাজ বেশী করে।
আমি বাংলায় বললাম, "ধন্যবাদ"।

ভিয়েতনামী (হয়তো) মেয়াটা বললো,
-এই লোক ইংরেজী জানে।
মালিক বললো, "ইংরেজী জানলেও ক্ষুধা লাগে"।



মন্তব্য ১০৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২১ রাত ৯:২১

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: হায়রে।

সবখানে ঝামেলাবাজী।

১০ ই জুন, ২০২১ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনার এই কাহিনী তো বই আকারের বের হয়েছিলো, তাই না?

২| ১০ ই জুন, ২০২১ রাত ১০:২২

শাহ আজিজ বলেছেন: বাহ দারুন দেখাইলেন । ;)

কুকুর আর মানুষের আকার সামানুপাতিক কেয়া দেখায়া জনাব :P

১০ ই জুন, ২০২১ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:




আমেরিকান ভিয়েতনামী মেয়েরা ডাকু! ভালো হচ্ছে, আমেরিকান কোরিয়ান মেয়েরা, এরা খুবই ভদ্র।

৩| ১০ ই জুন, ২০২১ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: গাড়ি চালানো পুরোপুরি বাদ'ই দিয়ে দেন।
যোগ ব্যয়াম করুন, মেডিটেশন করুন- তাতে মেজাজ ঠান্ডা থাকবে। এবং বিনা দ্বিধায় সকলকে ক্ষমা করে দিন।

১০ ই জুন, ২০২১ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:



আমি চালাই না আজকাল। আসলে ৩/৪ মাইল যায়গা আমি হেঁটেই যাই।
আমার মেজাজ নেই বললেই চলে।

৪| ১০ ই জুন, ২০২১ রাত ১০:৩৫

শাহ আজিজ বলেছেন: নুরু ভাইয়ের দোয়া কি সাংঘাতিক কাদেরাবাদ থেকে নিউয়রক !!!!!! মাঝপথে প্যাসিফিকে ড্রপ করে নাই পাখিতেও খায় নাই , আলহামদুলিল্লাহ ।

১০ ই জুন, ২০২১ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:



নুরু সাহেব ফানি ফানি ছড়া লেখেন, আর আমাকে এতেকাফে যেতে বলেন; খেয়েদেয়ে কাজ নেই!

৫| ১০ ই জুন, ২০২১ রাত ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: "ইংরেজী জানলেও ক্ষুধা লাগে" - গল্পের সমাপ্তিটা চমৎকার হয়েছে।

১১ ই জুন, ২০২১ রাত ২:১৭

চাঁদগাজী বলেছেন:


শুরু বা শেষে কিছু একটা দরকার।

৬| ১০ ই জুন, ২০২১ রাত ১০:৪৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: হ্যাঁ তবে এই কাহিনী না ঐ কাহিনী।

১১ ই জুন, ২০২১ রাত ২:১৯

চাঁদগাজী বলেছেন:



নিকের সাথে মিল রেখে একটা কাহিনী (আত্মকাহিনীর মতো ) লিখছিলেন, সেটার কথা বলছিলাম।

৭| ১০ ই জুন, ২০২১ রাত ১১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি দেখি সব সময় ঝামেলার পুটলি সাথে নিয়া ঘুরেন!!! জীবনটা খুব আনন্দময়।

১১ ই জুন, ২০২১ রাত ২:২০

চাঁদগাজী বলেছেন:




আমি সবকিছু সহজভাবে নেয়ার চেষ্টা করি; লেগে গেলে, উহাকে ম্যানেজ করে নিজের পক্ষে রাখার চেষ্টা করি।

৮| ১০ ই জুন, ২০২১ রাত ১১:১৫

কামাল১৮ বলেছেন: ব্লগের ক্যাচালের থেকে এই ক্যাচালটা অনেক উন্নত।বুদ্ধির প্রয়োগ আছে,সাথে যুক্তিও ।

১১ ই জুন, ২০২১ রাত ২:২২

চাঁদগাজী বলেছেন:



ব্লগেও ক্যাচাল করতে পারতাম, কিন্তু ডোডো পাখী তো উড়তে জানে না।

৯| ১০ ই জুন, ২০২১ রাত ১১:১৯

শূন্য সারমর্ম বলেছেন: পুলিশ থেকে ক্যাশিয়ার ক্যাচাল;প্রবীণ মানুষের বুদ্ধিমত্তা ছাপ।

১১ ই জুন, ২০২১ রাত ২:২৩

চাঁদগাজী বলেছেন:



জীবনক্সকে সহজভাবে নিলে প্রতিটি কাজ উপভোগ্য হয়।

১০| ১০ ই জুন, ২০২১ রাত ১১:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তন্বী মেয়েগুলো দেখলে সে কালো
চামড়ার হোক বা সাদা !আপনি
গায়ে পড়ে ঝামেলা বাধান এটা
বহুবার প্রমাণ কেরেছেন শুধু
শুধু নূরু সাহবকে দোষেণ কেন?
নূরু সাহেব আর্শিবাদ দেয়
অভিশাপ নয়

১১ ই জুন, ২০২১ রাত ২:২৫

চাঁদগাজী বলেছেন:




প্রকৃতি সৃষ্টি করেছিলো নারী; পরে উহাকে জীবন হিসেবে গড়ে তোলার জন্য বাকীটুকু করা হয়েছে

১১| ১০ ই জুন, ২০২১ রাত ১১:৫৬

স্প্যানকড বলেছেন: দেইখেন কবে জানি দুই চাইরটা খাইয়া বসেন ! এই বয়সে হাড্ডি ভাংলে জোড়া লাগার চান্স কম। ভালো থাকবেন এবং সাবধানে গাড়ি চালাবেন।

১১ ই জুন, ২০২১ রাত ২:২৬

চাঁদগাজী বলেছেন:



ভাবনাশক্তি মানুষের জীবনের গতিপথ নির্ণয় করে।

১২| ১১ ই জুন, ২০২১ সকাল ৮:৩৬

শেরজা তপন বলেছেন: Age is Wisdom -সত্যি একদম খাটি সত্যি কথা। :)

তবে আকার নিয়ে কথা বলাটা ঘোর অন্যায় হয়েছে

১১ ই জুন, ২০২১ সকাল ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



আমি ইন্টারন্যাশানেলিজমে বিশ্বাসী মানুষ; কিন্তু যখন আক্রমণ করার হয়, তখন বিরোধীপক্ষের দুর্বল বিষয়গুলোকে কাজে লাগাতে হয়।

১৩| ১১ ই জুন, ২০২১ সকাল ৮:৪৮

হাবিব বলেছেন: নুরু সাহেব ভাল লোক, কাউকে অভিশাপ দেন না। আপনার বন্ধু মানুষ।

১১ ই জুন, ২০২১ সকাল ৯:০৬

চাঁদগাজী বলেছেন:



উণি আমাকে পরীক্ষা করে দেখেন।

১৪| ১১ ই জুন, ২০২১ রাত ৯:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার শিষ্যের উপর কার নজর লাগলো !
অভিশাপ না্ইবা বললাম !

১১ ই জুন, ২০২১ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:



রাজিব আধুনিক ভাবনার মানুষ, সে বাংগালী কালচারের মানুষ, সে ভালো আচরণের মানুস।

১৫| ১১ ই জুন, ২০২১ রাত ১০:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: রাজিব আধুনিক ভাবনার মানুষ, সে বাংগালী কালচারের মানুষ, সে ভালো আচরণের মানুস।

আই লা্ইক হিম ভেরীমাচ !!

১১ ই জুন, ২০২১ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:




কিছু খারাপ ব্লগার রাজিবকে টার্গেট করেছে।

১৬| ১২ ই জুন, ২০২১ সকাল ১০:৩০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ব্লগে বিভিন্ন চিন্তাধারার মানুষ থাকবে, যে যার মত প্রকাশ করবে। কেহ নুরু ভাইয়ের মতো জন্ম-মৃত্যু অথবা ছড়া লিখবে, কেহ কবিতা লিখবে, কেহবা দেশ নিয়ে, ধর্ম ও দর্শন নিয়ে। কারো রাজনৈতিক, ধর্মীয় বা সাংস্কৃতিক চিন্তাধারা অন্যের কাছে পছন্দনীয় হতে পারে আবার নাও হতে পারে - তা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, উত্তপ্ত হতে পারে, চায়ের কাপে ঝড় উঠবে। এটাই স্বাভাবিক।

সমস্যা হয়ে দাঁড়ায় কেহ যদি কোনো কিছুকে পার্সোনালি নিয়ে বসেন। তখন দেখা যায় তার অপছন্দীয় ব্যক্তিকে আক্রমণ করে এক বা একাধিক পোস্ট দিয়ে বসেন। গোটা পোস্টই যদি অপছন্দনীয় কাউকে আক্রমণ করার উদ্দেশ্যে লেখা হয়ে তাকে তাতে হিংসা বা হেইট ছড়ানো ছাড়া আর কোনো উদ্দেশ্য সাধিত হয় বলে আমার মনে হয় না। ইদানিং সামুতে এই ধরণের ব্যক্তিআক্রমনত্বক পোস্টের সংখ্যা বেড়েছে যা খুব দুঃখজনক।

১২ ই জুন, ২০২১ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:




ব্লগারদের আমি ভালোবাসি, ক্রিমিনালদের ভালোবাসার মত মহামানব আমি নই।

Chandgazi নামে একটা নিক খুলেছে একজন, সে আজকে আসল নিকে ব্লগিং করছে; আমি এসব ক্রিমিনালকে ভালোবাসি না।

১৭| ১২ ই জুন, ২০২১ দুপুর ১:০৪

রানার ব্লগ বলেছেন: ইউরোপিয়ান অথবা আমেরিকানদের মানবতা বোধ প্রবল। এমন যদি বাংলাদেশে দেখা যেতো, আমি বলছি না নাই কিন্তু তুলনামূলক ভাবে অনেক কম।

হুমায়ূন আহ্মেদের একটা গল্প আছে
তিনি পড়াশুনা করতে ব্রিটেন গিয়েছিলেন, যে হোটেলে উঠেছিলেন তার পাসে একটা হোটেল ছিলো অনেক এক্সপেন্সিভ, তিনি উপায় না দেখে শুদু ফ্রেঞ্চ টোষ্ট খেতেন তিন বেলা এমন করে সপ্তম দিনের দিন তিনি খেতে গেলে কেউই তাকে আর খাবার দিচ্ছে না, বেচারা ক্ষুদায় কাতর বার বার ইশারা করছে কিন্তু কেউই আসছে না অর্ডার নিতে, আধা ঘন্টা পর ম্যানেজার ও এটেন্ডাররা বিশাল এক থালি সাজিয়ে এনে তার সামনে রাখে এবং বলে মানুষসের জীবনে কোন না কোন সময় সমস্যা দেখা দেয় অর্থের অভাব হয় তাই বলে এক লোক প্রতিদিন ফ্রেঞ্চ টোষ্ট খেতে পারে না আজ এই হোটেলের সব খাবার তোমার জন্য, তুমি কোন ড্রিঙ্ক খেতে চাও বলো আমি এনে দিচ্ছি।

১২ ই জুন, ২০২১ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:



হুমায়ুন আহমেদের গল্পে যা ছিলো, সেটা ৫/১০ বার আমার সাথে ঘটেছে।

১৮| ১২ ই জুন, ২০২১ রাত ৮:৩৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনাকে মহামানব হতে হবে না। এই দুনিয়া ক্লিন করার জন্য আপনাকে একা সংগ্রাম করতেও হবে না।
অধিকাংশের মধ্যেই এক সময় শুভবুদ্ধির উদয় হয় - সময়ের ব্যাপার মাত্র।

Chandgazi নামে আপনার যমজ নিকটির অকাল মহাপ্রয়াণে আমি স্প্যানকড এর মতোই মর্মাহত। আপনি তার কোনো খোঁজ খবর ঠিক মতো নেন নি বলেই মনে হয়। =p~

১২ ই জুন, ২০২১ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:



Chandgazi নিক কে তৈরি করেছিলো, এডমিন জানার কথা।

আাদের সবার মতামত আছে, অনেকের ভুল মতামত আছে; পাবলিক ডোমেইন ভুল মতামত প্রচারে বাধা দেয়ার কথা।

১৯| ১২ ই জুন, ২০২১ রাত ১০:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনিকি এখন কোন পোস্ট প্রকাশ কিংবা
অপরের পোম্টে মন্তব্য প্রদান করেতে পারছেন না!
কারো পোস্ট কি পড়তে পারছেন? আমার এ লেখাকি আপনার দৃষ্টিগোচর হয়েছে?

১৩ ই জুন, ২০২১ রাত ২:৩৪

চাঁদগাজী বলেছেন:





আপনার লেখা দেখেছি, আমার কমেন্ট করার ক্ষমতা নেই।

২০| ১২ ই জুন, ২০২১ রাত ১১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Chandgazi
ধরা খাইছে
তাকে দিপান্তর করা
হয়েছে।

১৩ ই জুন, ২০২১ রাত ২:৩৬

চাঁদগাজী বলেছেন:



বাংগালী শিক্ষিতদের সামান্য পরিমাণই মানুষ হয়, বাকীগুলো ক্রিমিনাল হয়। অনেক ব্লাগারই ক্রিমিনাল।

২১| ১৩ ই জুন, ২০২১ দুপুর ১২:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পড়ে মজা পেলাম। আপনার এই ধরনের ঝগড়াঝাটির গল্পগুলো আমাকে ভালো লাগে।

১৩ ই জুন, ২০২১ দুপুর ২:৫৪

চাঁদগাজী বলেছেন:



এগুলো জীবনের ছোটখাট ঘটনা, প্রতিদিন ঘটছে।

২২| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৪

জুন বলেছেন: নুরু ভাই এর অভিশাপ প্রায়ই লাগুক আর আমরা নিয়মিত এমন মজার মজার লেখা পাই চাদগাজী।
+

১৩ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:



আসলে, আমি অভিশাপে বিশ্বাস করি না।

২৩| ১৪ ই জুন, ২০২১ রাত ১:০৬

ডঃ এম এ আলী বলেছেন:

নুরুভাইতো মানুষের জন্ম মৃত্যুর গুণকির্তনে ব্যস্ত ।
উনার অভিশাপ দেয়ার সময় কোথায় ?

১৪ ই জুন, ২০২১ দুপুর ১:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনার শিল্পমনের পোষ্টে মন্তব্য করতে পারিনি, আমার মন্তব্য করার ক্ষমতা কেড়ে নিয়েছে সামু।

নুরু সাহেব অনেক বয়সেও হাসিখুশী থাকার চেষ্টা করেন।

২৪| ১৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০১

নজসু বলেছেন:



শ্রদ্ধেয়, বিগত পাঁচদিনে নতুন ব্লগ নেই।
আশা করি ভালো আছেন।

১৬ ই জুন, ২০২১ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:




আমি ভালো আছি; সামু আমাকে সাসপন্ড করেছে। ভালো থাকুন।

২৫| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৪:০৩

সাসুম বলেছেন: আপনার কমেন্ট করার ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবি জানাই।

আদি কালে ডাক্তার আইজুদ্দিন আর আধুনিক কালে চাদ্গাজি
এই দুজন ছাড়া বাংলা ব্লগোস্ফিয়ার খালি খালি লাগে

১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনার শেষ পোষ্ট পড়েছি; ভালো লিখেছেন। শুধু ইংরেজদের সম্পর্ক আপনার ব্যাখায় সামান্য সমস্যা আছে।

ডা: আইজুদ্দিনের সাথে "আমার ব্লগে" অনেকদিন একসাথে ব্লগিং করেছি।

২৬| ১৬ ই জুন, ২০২১ রাত ৮:০৭

জুন বলেছেন: আপনাকে কি কমেন্ট ব্যানের সাথে লেখা দেয়াও কি ব্যান করেছে সামু ?

১৬ ই জুন, ২০২১ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:



আমাকে সবদিক থেকে সাসপেন্ড করেছে সামু! ভালো থাকুন।

২৭| ১৮ ই জুন, ২০২১ রাত ৮:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:




নূর মোহাম্মদ নুরু ভাই তাবিজ তন্ত্র মন্ত্র জাদু টোনা করছেন কিনা কে জানে?

১৯ শে জুন, ২০২১ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:



উনি পানিতে ফুঁদিয়ে, বাতাসে মিশায়ে দিয়েছেন।

২৮| ১৮ ই জুন, ২০২১ রাত ১০:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মিসিউ

১৯ শে জুন, ২০২১ রাত ১:১১

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।

আসলে, ব্লগ এখন একটু ভালো চলছে; ব্লগে শান্তি ফিরে এসেছে।

২৯| ১৯ শে জুন, ২০২১ রাত ১২:৩০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @ঠাকুর মাহমুদ ভাই,
গাজী ভাইয়ের উপর থেকে জাদু-টোনা, তন্ত্র মন্ত্র অথবা অভিশাপ কাটানোর জন্য আপনি তাবিজ কবজের সন্ধান করতে পারেন। আর তানাহলে ৪/৫ টা কালো মুরগি গভীর অমাবস্যা রাতে জবাই করে দেখতে পারেন।
আমি ব্লগার 'জুন'কে একই পরামর্শ দিয়েছি তার একটি পোস্টে।

১৯ শে জুন, ২০২১ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:



ব্লগার জটিলভাই, ভুয়া মফিজ, অপু তানভির, মা.হাসান, ঢুকি চেপা, ইতয়াদিকে নিয়ে মিলাদ পড়ানোর কথা ভাবছি।

৩০| ১৯ শে জুন, ২০২১ রাত ১:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



স্বামী বিশুদ্ধানন্দ ভাই, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ তাবিজ তন্ত্র মন্ত্র জাদু টোনায় অনেক অগ্রগামী একটি দেশ। সার্চ ওয়ারেন্টে যেমন তেমন আসামীর বাড়ি তল্লাসিতে একটি বিশেষ দ্রব্য পাওয়া যায় আর তা হচ্ছে তাবিজ! বালিশের ভেতরে তাবিজ! তুষোকে তাবিজ! চুলোর নিচে তাবিজ! বাথরুমে তাবিজ! দরজার উপরেও তাবিজ! তাবিজে তাবিজে তাবিজময় বাংলাদেশ।

আমার দেখা আরেকটি শয়তানের দেশ দেখেছি মিশর! বাংলাদেশে যেমন অলিতে গলিতে ফার্মেসি! মিশরে অলিতে গলিতে তাবিজের দোকান! মিশরে উল্কি ট্যাটো’র মতো শরীরে তাবিজ এঁকে দেয়। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে মানুষ নিজের দেহে এমনকি নিজের মুখে তাবিজ এঁকে নেয়। যাতে মনুষ্যজাতির চোখ! না লাগে। (আমি এ বিষয়ে বিষদ লিখবো) আপনি তখন কালো মুরগীর কথা মনে রাখবেন, বিশাল ইতিহাস)

চাঁদগাজী ভাইয়ের তাবিজ অভিজ্ঞতা কেমন জানতে চাচ্ছি।

১৯ শে জুন, ২০২১ ভোর ৫:০৯

চাঁদগাজী বলেছেন:



চট্টগ্রামে আগে তাবিজ ছিলো না; সম্প্রতি, আমাডের এলাকায় ১ জন তাবিজ লিখে, প্রায় ১২০ কোটী টাকার জমি কিনেছে তাবিজের আয় থেকে।

৩১| ২০ শে জুন, ২০২১ রাত ১২:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:




আজকে আপনার রান্নার আয়োজন কি? আমি মিষ্টি কুমড়ার ভাজি আর ডাল দিয়ে রুটি খেয়েছি। লেবুর দাম ডাম্প করেছে। এখন খুচরা বাজারে দশ টাকায় দশটি লেবু পাওয়া যাবার কথা।

ঢাকার প্রতিটি বাজারে প্রতিদিন যে হারে গরু জবাই হয় দেখলে কষ্ট লাগে। এভাবে গরু জবাই করাটা অমানবিক আর এতো এতো মাংস খাওয়াও স্বাস্থ্য সম্মত হবার কথা নয়।

২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:




ঢাকার ৪০/৫০ ভাগ মানুষের আয়ের পুরোটাই অসতভাবে আসে; এদের খাবার বিষাক্ত খাবার।

আমি সকালে (এখন সকাল ৫:৫৮ ) চাও রুটি খাই।

৩২| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৫

মিরোরডডল বলেছেন:




-কুকুর আর মালিকের আকার তো সামানুপাতিক; সেইজন্যই আমার চোখে পড়েনি হয়তো!

ইশ ! এভাবে কেউ বলে !

-মিষ্টার, আপনি খাবার নিচ্ছেন না কেন?
আমি বাংলায় বললাম, "আমার কাছে পয়সা নেই"।
-কি বললেন?
-আমার কাছে পয়সা নেই।


ইউ আর আনবিলিভেবল !
ইচ্ছে করে শয়তানি :)

খেলাঘর কেমন আছে ?








২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:



আমি ভালো আছি; আশাকরি আপনিও ভালো আছেন।

ব্লগও ভালো আছে; আমাকে সাসপেন্ড করার পর, ব্লগে ব্যাক্তি-আক্রমণ শুন্যতে নেমে এসেছে।

আমি সব সময় প্রানবন্ত গন্ডগোল করার চেষ্টা করি।

৩৩| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৭

হাবিব বলেছেন: আপনি কি ব্যান খেয়েছেন? আপনাকে মিস করছি। আবার ফিরে আসবেন শীগ্রই।

২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, ব্যান করেছে সামু; আশাকরি,ফেরত আসতে পারবো।

৩৪| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩২

মিরোরডডল বলেছেন:




ব্লগে ব্যাক্তি-আক্রমণ শুন্যতে নেমে এসেছে।

এটাতো ভালো নিউজ ।
আশাকরি সামনে আর কখনও ব্যক্তি আক্রমন হবে না ।
আরও ভালো দিন আসবে ।

প্যাঁচা পোস্টের এরকম গণ্ডগোলের গল্পগুলো মজার হয় ।
এ সময়টায় এধরণের না বলা আরও কিছু গল্প লিখে রাখুন ।
সময় হলে পোস্ট করবেন ।

একটা গান শুনুন ।
ভালো থাকবে খেলাঘর ।





২০ শে জুন, ২০২১ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, গান ভালো লেগেছে।

আপনি বিদেশে আছেন, ওদের ভাষা, কালচার, জীবনযাত্রা ইত্যাদিকে জানার সুযোগ পেয়েছেন, ওখানকার তরুণদের ব্যক্তিত্ব বুঝার সুযোগ হয়েছে আপনার; আপনিই বলুন, বাংলাদেশের তরুণদের কয়জনের ব্যক্তিত্ব আছে যে, আমি চাইলেই আক্রমণ করতে পারবো? যাহা নেই, উহার উপর আক্রমণ কিভাবে চালাতে হয়, আমাকে হয়তো সেটাই শিখতে হবে এখন।

৩৫| ২১ শে জুন, ২০২১ বিকাল ৫:২২

মিরোরডডল বলেছেন:



আসলে বাইরের সাথে তুলনা করলে আমরা অনেক দিকেই পিছিয়ে আছি ।
ওরা কখনও জাজমেন্টাল হয়না বা পারস্পরিক ব্যবহারে রেস্পেক্টফুল হয় ।
এটাই ওদের বিউটি ।
আমাদের মাঝে এগুলোর ল্যাকিংস আছে ।

আমি দেখেছি খেলাঘরের ফান কমেন্ট অথবা একটু টিজ করা অনেকে বোঝেই না, উল্টো রিএক্টট করে, সেরকম হলে তাদের সাথে ইন্টারেকশনে যাবেন না । যারা বোঝে বা সহজভাবে নেয় তাদের সাথেই কমিউনিকেট করুন ।

আই'ম নোবডি টু এডভাউজ ইউ । বয়স এবং অভিজ্ঞতায় ছোট ।
শুধু এটুকু বলবো, এটা একটা ওপেন প্ল্যাটফর্ম । পৃথিবীর নানা প্রান্ত থেকে কতরকম মানুষ আসে ।
কেউ বা লাইক মাইন্ডেড হবে, কেউ হবে না । যে যেরকম আমরা তাকে সেভাবেই রেস্পেক্ট করবো ।

I found someone count me wrong or misunderstood me, I tried once to make it clear but it didn’t work. Then I stepped back. I don’t need to keep continue and make it bitter.

That’s exactly I wanted to say, if you find something unexpected happening and not working the way you think it should, don’t drag it, just leave as it is and move on.

You have to take care yourself and don’t allow other people to let you down.
I wish you all the best.
ভালো থাকবেন ।





২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:




আপনি, আমি, ড: আলী ও অনেকই দেশের বাইরের মানুষের সংস্কৃতি, সমাজ ও তাঁদের দেশের আইন মেনে চলছি, একই সাথে আমরা বাংগালী সংস্কৃতিও ধারণ করছি; ফলে, দেশের ভেতরে থাকা অনেকের ভাবনাচিন্তা ও ধারণার সাথে আমাদের ধারণার মিল কম হবে; কিন্তু মোটামুটি ভুলের উপর থেকে তারা আমার ভাবনাকে, ধারণাকে কন্ট্রোল করুক সেটা আমি মানতে চাইনি কোনদিন।

৩৬| ২২ শে জুন, ২০২১ দুপুর ১২:১৮

শেরজা তপন বলেছেন: এনি ওয়ে- আপনাকে মিস করছি!
আমার ফান পোস্টে লাইক দেবার জন্য ধন্যবাদ।

খারাপ লাগছে রাজীব নুরের জন্য- সারাক্ষন যেই ছেলেটা ক্যামেরা আর ছবি নিয়ে থাকঃ,তার কোন ছবি পোস্ট ব্লগের আয়োজিত ছবি প্রতিযোগিতায় পাব না বলে। সে মনে হচ্ছে ব্লগিং ছেড়ে দিচ্ছে :(

আপনার ব্যান কতদিন থাকবে বলে মনে হচ্ছে? আপনি কি আলাপ আলোচনা করেছেন কিছু?

২২ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:



না, আমার সাথে কোন আলাপ হয়নি।

ব্লগিং'এর পেছনে রাজিব অনেক বেশী সময় ব্যয় করেছেন; আসলে, উনার দরকার নিজের পারিবারিক কাজে সময় দেয়া।

৩৭| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার উপর আমার ভীষন রাগ হচ্ছে; কারণ ব্লগে আপনাকে না পেয়ে। রাজীব নুর আর আপনি কি এক সংগে ব্লগ ছেড়ে দেওয়ার চিন্তা করছেন?

২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



না, ব্লগ ছাড়ার কোন ইচ্ছা নেই, আাকে সাসপেন্ড করেছে সামু।

৩৮| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৯

নূর আলম হিরণ বলেছেন: এবারের ব্যান কিসের জন্য?

২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



আমি ঠিক জানি না; সামু কিছু বেঠিক কালচারের চাষ করছে বলে আমার ধারণা।

৩৯| ২৪ শে জুন, ২০২১ রাত ১:১০

কালো যাদুকর বলেছেন: দিস ইজ মাস্টার পিস। হাসতে হাসতে পেট ব্যাথা।

২৪ শে জুন, ২০২১ ভোর ৪:২০

চাঁদগাজী বলেছেন:



ছোটখাট গন্ডগোল মনকে সতেজ করে।

৪০| ২৪ শে জুন, ২০২১ রাত ২:৫৯

কাছের-মানুষ বলেছেন: আপনি গাড়ি চালানো পুরোপুরি বাদ দিন। ৬৫ এর জায়গায় ৩৫ এ চালানো চরম ঝুকিপূর্ন্য। ৬৫ মানে অন্যরা নিশ্চই কম করে হলেও ৭৫ এ চালায়!

আপনাকে আর্মির জেনারেলে পদোন্নতি করেছে শুনে খারাপ লাগল!!

২৪ শে জুন, ২০২১ ভোর ৪:১৯

চাঁদগাজী বলেছেন:



সামুর আচরণ ১০০ ভাগ বিশুদ্ধ বাংগালীর মতো।

গড়াী মোটামুটি চালাচ্ছি না। লেখালেখির বেলায়, আপনি কি এখনো এলিয়েন ইত্যাদি নিয়ে আছেন, নাকি পৃথিবীতে ফিরেছেন?

৪১| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৫:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমার আজকের পোস্টটিতে আপনার লাইক পেয়েছি সাত সকালেই। লেখাটি পড়ার জন্য অনুরোধ করছি। কোনো মতামত থাকলে মন্তব্য উত্তরে জানাতে পারেন। দেশের কোটি কোটি বর্গমিটার পোস্টার ব্যানারে সয়লাব হয়ে গেছে।

দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে একটিও পোস্টার নেই।

২৪ শে জুন, ২০২১ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:



আমি পোষ্ট পড়ার অনেক পরে লাইক দিয়েছি। পোষ্টটাতে এক সাথে অনেক বিষয় চলে এসেছে, পোষ্ট শুধু একটি বিষয়ের উপর রাখার চেষ্টা করবেন, একটা বিষয়ের উপর ফোকাস করবেন। আপনি পোষ্ট প্রকাশ করার আগে, আপনার কন্যাদের পড়তে দেবেন, তাঁদের মতামত নেবেন।

৪২| ২৪ শে জুন, ২০২১ রাত ১০:৪৬

শূন্য সারমর্ম বলেছেন: ফিরবেন কবে? সামু কি বলছে?
ব্লগে লেখা দেওয়ার মত কিছু জমা হয়েছে?

২৫ শে জুন, ২০২১ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:



আমি আগে কিছু লিখি না, ব্লগ পড়ার সময় কিছু চোখে পড়লে উহার উপর লিখি।

সামু আমার "এডিট" ক্ষমতা কেড়ে নিয়েছে, আমি নতুন কিছু লিখতে পারি না, বা আগের কোন লেখাকে এডিট করতে পারি না; সামু এসব ভুল কিভাবে করছে, আমার মাথায় ঢুকছে না।

৪৩| ২৪ শে জুন, ২০২১ রাত ১১:৪৯

কাছের-মানুষ বলেছেন: লেখালেখির বেলায়, আপনি কি এখনো এলিয়েন ইত্যাদি নিয়ে আছেন, নাকি পৃথিবীতে ফিরেছেন?

সায়েন্স ফিকশন আমার ভাল লাগায় জায়গা, আমি আমার মতই আছি।

২৫ শে জুন, ২০২১ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:




ঠিক আছে, যা ভালো লাগে সেটার লেখাই শক্তিশালী হওয়ার কথা।

৪৪| ২৫ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



যাদের লেখার মান নীচু, এদের অনেকেই আমাকে কমেন্ট ব্যান করেছেন।

৪৫| ২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫২

শূন্য সারমর্ম বলেছেন: ব্যাক করুন জলদি।
এতদিনের অনুপস্থিতিতে, দেশ ও বিশ্বে চলমান ঘটনাবলী নিয়ে পোস্ট চাই।

২৫ শে জুন, ২০২১ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



সামু নিয়ে আমার উৎসাহ কমতে শুরু করেছে।

৪৬| ২৫ শে জুন, ২০২১ রাত ৮:১৯

কামাল১৮ বলেছেন: আরো কতো দিন কিছু জানতে পারলেন।নূরু সাহেব ব্যস্ত আছেন পাগল,ছাগল আর গাধা নিয়ে।রাজীব নুরের জন্য দুঃখ হয়।হাতে অনেক সময়, ব্লগ নিয়ে ব্যস্ত ছিলো এখন কি করে যে সময় কাটছে।

২৫ শে জুন, ২০২১ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:




রাজিবের উচিত, কিছুদিন ব্লগিং বন্ধ রেখে চাকুরী খোঁজা, কিংবা ছোটখাট ব্যবসা শুরু করা।
নুরু সাহেব গাধা বিশেষজ্ঞ হয়ে গেছেন!

৪৭| ২৫ শে জুন, ২০২১ রাত ১০:৩১

শূন্য সারমর্ম বলেছেন: উৎসাহ কমাটাই স্বাভাবিক;তবুও চাইবো ফিরে আসুন চেনা রুপে।

২৫ শে জুন, ২০২১ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:



আছি আশেপাশে।

৪৮| ২৬ শে জুন, ২০২১ সকাল ৯:১৬

রানার ব্লগ বলেছেন: আমার ছবি ব্লগে এসে একটা লাইক দিয়ে আপনার উপস্থিতি জানিয়ে গিয়েছেন এর জন্য ধন্যবাদ, আপনাকে জেনারেল করা হয়েছে কিন্তু লেখাতো বন্ধ করা হয় নাই, আপনি লিখুন আমরা আপনাকে খুজে বের করে আপনার লেখা পড়বো। আর যদি অভিমান করে লেখা বন্ধ করে থাকেন সামু তে তাহলে বলবো আপনি নিজের ও আমাদের সাথে অবিচার করছেন। আপনার নতুন কোন ক্যাচাল লাগানো পোস্টের অপেক্ষায়।

হাটে এসে যদি হইচই চিৎকার না শুনি তাইলে হাটে আসার দরকার টা কি, ব্লগ হলো লেখকদের হাট, এখানে তর্ক হবে হল্লা হবে চিৎকার হবে এর পর সন্ধ্যা নামলে পরবর্তী দিনের প্রতিক্ষায় সবাই বিশ্রাম নিতে যাবে পরবর্তী দিনের জন্য নিজেকে সতেজ করার উদ্দেশ্যে।

২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



আমি অভিমান করার মতো মানুষ নই; সামুকে নীচু মানের আড্ডায় পরিণত করছে কিছু লোকজন, সেটা কিছুটা হতাশ করছে আমাকে।

৪৯| ২৬ শে জুন, ২০২১ সকাল ১০:২২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: উৎসাহ কমাটাই স্বাভাবিক, তবে আপনাকে যতটুকু জানতে পেরেছি আপনি সহজে হার মানার পাত্র নন। আমার পোস্টে উপস্থিত হয়ে লাইক দেয়ার জন্য অনেক ধন্যবাদ ! ভালো থাকুন সুস্থ থাকুন !

২৬ শে জুন, ২০২১ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:



রাজিব নুরের কপি-পেষ্ট সমস্যা নিয়ে পোষ্টে আমি পোষ্ট-দাতাকে সাপোর্ট করিনি; ইহা "ব্যক্তি ব্যক্তি আক্রমণ" হিসেবে গণ্য হয়েছে; রাজিব নুর বা অন্য কেহ কপি-পেষ্ট করলে আমি কখনো টের পাবার কথা নয়; কারণ, আমি ব্লগের বাহিরে কোন কিছু পড়ি না। সমস্যা ছিলো, রাজিব নুরের এই সমস্যা নিয়ে যনি পোষ্ট দিয়েছিলেন, উনার আচরণ ব্লগারের মতো ছিলো না কোনদিন; তাই, উনার কথাটুকুর মুল্য ছিলো না আমার কাছে।

৫০| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৪:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ আমার নিম্নের পোস্টকে ড্রাফট করে দিয়েছে!
রাজীব নুর খাঁন ও চাঁদ গাজীর ব্যান তুলে নেবার অনুরোধ
লাল ট্রাকটর ও লাল গাড়িওয়ালা সামু ব্লগের নিবেদিত প্রাণ প্রবীন ব্লগার জনাব চাঁদ গাজী ও রাজীব নূর খাঁন বেশ কিছুদিন হয় সামুর ব্লগে অনুপস্থিত। যতদূর জানা যায় কপি পেস্টের বিতর্কে সামু ব্লগটিম রাজীব নূর খাঁনকে সাময়িক ব্যান করা হয়েছে। তবে কি কারণে চাঁদগাজী সাহেবকে ব্যান করা হয়েছে তা আমার কাছে স্পষ্ট নয়। আমার ধারণা সুনির্দিষ্ট কারনেই তাকে ব্যান করা হয়েছে। আমি তাদের সহব্লগার হিসেবে সামু ব্লগটিমের কাছে অনুরোধ করবো সামুতে তাদের অবদানকে পূনমূল্যায়ণ করে তাদের অপরাধসমূহ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে পূনরায় তাদেরকে ব্লগে সরব হবার সুযোগ দিন। কোন মানুষই ভুল ত্রুটির ঊর্ধে নয়। আমাদের সবার মাঝেই এর বসবাস। তবে কোন ভুলের কারনে ব্লগারদের কেউ যদি ব্লগের স্বাভাবিক কর্মকাণ্ডে অংশ না নিতে পারে তা হলে তা অন্য ব্লগারদের মানবিক অনুভূতিতে নাড়া দিবেই। আমার বিশ্বাস অন্যান্য ব্লগাররাও আমার মতোর একই মানসিকতা পোষণ করেন।

সহ-ব্লগার হিসেবে আমি সামু ব্লগটিমকে অনুরোধ করবো অনুগ্রহ করে তাদের দোষত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখে পুনরায় তাদের স্বাভাবিক ব্লগিংয়ে সুযোগ দিবেন।

অনুরোধক্রমে
নূর মোহাম্মদ নূরু

২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:



আপনাকে অনেক, অনেক ধন্যবাদ; আমি আপনার পোষ্ট পরেছিলাম। সামু খাঁটি বাংগালী নিয়ম-কানুন অনুসরণ করছে।

আমার ভয় হচ্ছিলো যে, আপনাকে যদি জেনারেল করে দেয়!

৫১| ২৬ শে জুন, ২০২১ রাত ১০:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ব্যাঙের সর্দি জ্বরকে ভয় পেলে চলে!!

২৭ শে জুন, ২০২১ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনি তো জানেন, আমি মশামাছি নিয়ে ব্যস্ত হই না।

৫২| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝতে পারছি না লেখাটায় কী নেই? গভীরতা, হাস্যরস, হিউমার সবই আছে। আমি এটাকে নিঃসন্দেহে অন্যতম শ্রেষ্ঠ ছোটোগল্প বলব। শুধু নামটা পছন্দ হয় নি।

১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।
আপনার সর্বশেষ পোষ্টের শিরোনাম দেখে ভয় পেয়েছিলাম। আপনার মালিক পক্ষের ফোন যতবার আসে ধরবেন; বিরক্তি প্রকাশ করবেন না; ঢাকার সাথে পরিচিত হোন, পরে ভালো কিছু পেলে আপনি সরে যেতে পারবেন।

৫৩| ১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: আপনি আসলেই একজন যোদ্ধা - এটা প্রমাণিত ।

মানুষের জীবনে নানা সীমাবদ্ধতা থাকবে তাই বলে হেরে যাওয়া বা থেমে যাওয়া কোন সমাধান নয় । আঘাত কিংবা হেরে যাওয়ার পরেও কিভাবে ঘুরে দাড়াতে হয় সেইসব ক্ষেত্রে আপনি হতে পারেন সাবার জন্য অনুকরণীয় আদর্শ, যিনি বয়সকে বৃাদ্ধংগুলি দেখিয়ে জীবনের নানা ঘাত-প্রতিঘাতকে ফেস করে এগিয়ে চলছেন আপন মহিমায়।

তবে আবার এটাও ঠিক যে, আপনি আসলেই কিছুটা এলিয়েন :P (বিশেষ একজন) টাইপের।

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:




বিদেশী সংস্কৃতির সংস্পর্ষে এলে, বাংগালী আর আজের বাংগালী থাকে না।

৫৪| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৫

ঈশান মাহমুদ বলেছেন: পড়লাম। এবং মজা পেলাম।
যদিও ব্যাপারগুলো ছিলো আপনার জন্য বিড়ম্বনার। :)

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:



চলার পথে এটাসেটা ঘটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.