নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগিং কঠিন, অনেক ব্লগার ক্লান্ত হয়ে যান সহজেই!

২৪ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯



ব্লগিং বলতে যা বুঝায়, ইহা আসলে সোজা কোন বিষয় নয়; একজন সাধারণ লেখকের পক্ষে দীর্ঘ সময় ব্লগিং করা কঠিন; কারণ, তাঁর লেখা নিয়ে আলোচনা শুরু হলে, তখন লেখার মান, উদ্দেশ্য, বিষয়ের উপর ধারণা, বিষয়ের উপর দক্ষতা সব নিয়েই আলোচনা হয়; তখন অনেক লেখক নিজের লেখা নিয়ে সমস্যায় পড়েন, নিজের ভুলভ্রান্তি ধরা পড়ে। এতে অনেক লেখক হতাশ হয়ে পড়েন, অনেক লেখক আবার ইহাকে ফিডব্যাক হিসেবে ধরে নিয়ে, নিজের লেখার মানকে উন্নত করার চেষ্টা করেন, ২য় গ্রুপের লোকজন টিকে থাকেন; যাঁরা হতাশ হয়ে যান, তাঁরা এক সময় ব্লগিং থেকে সরে যান।

কঠিন কাজ অনেকেই দীর্ঘ সময় করতে পারেন না; যিনি যেই বিষয় বুঝেন, যেই বিষয়ের প্রতি আগ্রহ আছে, সেই বিষয়ে ব্লগিং করলে, ক্লান্ত হওয়ার সম্ভাবানা কম। বাংগালীরা আছাড় খেলে মাটিকে হলেও দোষ দিয়ে থাকেন; অনেক ব্লগার ভালো লিখতে না পেরে, পাঠকদের উপর দোষ চাপিয়ে দেন; তারপর চলে যান।

রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ফাইন্যান্স, বিশ্ব পরিস্হিতি, সায়েন্স, টেকনোলোজী, ফিলোসফি, মানবতা, ইত্যাদি নিয়ে ব্লগিং করার জন্য বিষয়ের উপর সর্বাধুনিক ধারণা, সুক্ষ্ম দক্ষতা, এনালাইসিস ক্ষমতা, উপস্হাপন ক্ষমতা থাকার দরকার; এসব বিষয়ের উপর নিয়মিত লেখা হচ্ছে সারা বিশ্বে; মানুষ পড়ছেন; ফলে, এসব বিষয়ের উপর লেখা বিশ্ব-মানের চেয়ে নীচু মানের হলে, সেই লেখা হবে বিরক্তিকর ও অগ্রহনযোগ্য।

অনেককেই সাহিত্য ও ধর্ম নিয়ে লিখেন; সাহিত্য নিয়ে লিখতে হলে, সাহিত্যের উপর ভালো অধিকার থাকতে হবে; সাহিত্যে এখন জীবনের প্রতিফলন থাকতে হবে; রূপকথা, ভুত-পেত্নীর সাহিত্য লিখে এখন কেহ আর সাহিত্য অংগনে বড় অবদান রাখতে পারবেন না, সেই সংস্কৃতি, সেই ধারণা আজকের সমাজে আর নেই। ধর্ম নিয়ে যাই লিখুন না কেন, উহা আজকের সমাজের জন্য নতুন কিছু নয়; ধর্ম নিয়ে সঠিকভাবে লিখলে, উহা ধর্মের বিপক্ষে চলে যাবে সব সময়।

বাংলা ব্লগে, ব্লগিং করে অনেক বাংগালী ক্লান্ত হয়ে গেছেন, এরা চলে গেছেন অন্য কোন দিকে, এদের ফিরে আসার সম্ভাবনা কম, কারণ এরা বুঝতে পারছেন যে, এদের লেখা ব্লগের জন্য যথেষ্ট নয়। সামুর ব্লগার ড: এম এ আলী বেশ কিছু সময় লিখছেন না, উনি সম্ভবত: ব্যাকপেইনে ভোগেন সময় সময়; আমার মনে হয়, উনার না লেখার পেছনে, ইহাই কারণ।

সামুতে মাঝে মাঝে নতুন নিক দেখি, কিন্তু অনেক নতুন নিকের কথাবার্তা শুনলে মনে হয়, এরা কারো মাল্টি নিক, ইহাও খারাপ সংবাদ। নতুন ব্লগার আসবে হয়তো কোন এক সময়ে; কিন্তু আমি সেই সম্ভাবনা আজকে দেখছি না।




মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১:৩২

শূন্য সারমর্ম বলেছেন:

ব্লগিং অবশ্যই কঠিন ; বিশ্বভাবনার সাথে তুলনা করে নিজের ভাবনা তুলে ধরতে হয়, টিকে থাকতে হলে।

ধর্ম নিয়ে সঠিকভাবে লিখলে, উহা ধর্মের বিপক্ষে চলে যাবে সব সময়। - সঠিকভাবে লিখলে মানে????

২৫ শে অক্টোবর, ২০২১ ভোর ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



ধর্মের উৎপত্তির সময়কাল, ততকালীন সময়ের মানুষের জীবনযাত্রার মান, মানুষের জ্ঞান, সমাজ ব্যবস্হা, শিক্ষার মান, ঐতিহাসিক পটভুমি, ধর্মের শিক্ষা, বক্তব্য, রূপকথা, সবকিছুকে এনালাইসিস করে লিখলে, লেখাটা ধর্মের অসারতার কথাই বলবে।

২| ২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৬

রানার ব্লগ বলেছেন: অথচ ব্লগিং বিষয় টা সহজ হওয়ার কথা ছিলো।

২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনি যেটা জানেন, যে বিষয়ে আপনার জ্ঞান আছে, সেটার সম্পর্কে কম-জানা কারো থেকে কিছু শুনতে চান?

৩| ২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৩

শেরজা তপন বলেছেন: আপনার যুক্তি ও ধারনাগুলো পছন্দ হয়েছে।
যদিও আমার মত লিখতে লিখতে লিখিয়ে টাইপের লেখকেরা কচ্ছপ কামড় দিয়ে পড়ে আছে- তবুও আছিতো

ভাল থাকুন -ব্লগে আপনার প্রয়োজন অসীম।

২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


বিষয়ের উপর ধারণা, দক্ষতা ও প্রকাশের ক্ষমতা না থাকলে, উহা বিরক্ীকর পোষ্টে পরিণত হয়; ভুল ধারণাকে প্রচার করার জন্য ব্লগকে বেচে নেয়া বেঠিক কাজ।

৪| ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩৩

নূর আলম হিরণ বলেছেন: আসলে ব্লগ সম্পর্কেই এখনো এই দেশের বিশাল অংশ কোনো ধারণাই রাখে না। ব্লগ কি, কিভাবে লিখতে হয় এসব অনেকেরই অজানা।

২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:



অনেকেই অপ্রয়োজনীয় পোষ্ট লিখছেন।

৫| ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: দিন দিন ব্লগের প্রতি আমার মন উঠে যাচ্ছে।
মন খুলে লিখতে পারি না। মন্তব্যও করতে পারি না। কথায় কথায় ''জেনারেল''। আরেহ ভাই কিছু লিখলেই তাদের কাছে উস্কানি মনে হয়, ব্লগের পরিবেশ নষ্ট হচ্ছে এরকম মনে হয়। কি করবো?

২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ, ঢাকা, আমাদের জাতি ইত্যাদি সম্পর্কে আপনার ধারণা আছে, আপনি লিখতে পছন্দ করেন; আপনি যেকোন সময় লিখতে পারবেন; এখন নিজের পরিবার দেখেন।

৬| ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: সামুর এডমিনের কাছে আমার অনুরোধ- আমাকে, চাঁদগাজীকে এবং কামাল১৮ কে কখনও 'জেনারেল' করবেন না। আমরা ব্লগ এবং ব্লগিং ভালোবাসি।

২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমি সামুর লোকজনের কার্যকলাপ, ভাবনাচিন্তা, ধারণা, দক্ষতা, অভিক্ষতা, ইত্যাদি দেখতে ও বুঝতে চেষ্টা করি; আমি লিখলে পারলে ওকে, না লিখতে পারলেও ওকে।

৭| ২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি কিন্তু ২য় গ্রুপের মানুষ, তবুও টিকতে পারি নি।

২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনি তো টিকে আছেন এখনো।

৮| ২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৮

বাংলার এয়ানা বলেছেন: দারুন বলেছেন ভাই

২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



বেশীরভাগ ব্লগারের ধারণা, ভাবনা, আচরণ আধুনিক নয়; এরা অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলেন।

৯| ২৬ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি কাজের চাপে ব্লগিং ভুলে গিয়েছি। উত্তরণের সম্ভাবনাও দেখছি না...

২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:



যারা মোটামুটি বিষয়ের উপর ভালো ধারণা রাখেন, তারা হাউকাউ কিছু একটা লিখে পোষ্ট করতে পারেন না।

১০| ২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:০৬

কবিতা ক্থ্য বলেছেন: আমি তাদের মধ্যে অন্যতম।
মাফ করবেন দয়াকরে।

২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:



আপনি কিসের উপর লিখতে পারেন বলে আপনার মনে হয়?

১১| ২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪০

কবিতা ক্থ্য বলেছেন: আমি আসলে কোনো কিছুর উপরই লিখতে পারিন।
বলতে পারেন- প্রতিভা বন্চিত মানুষ - একজন।

২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



আপনি অষ্ট্রেলিয়া সম্পর্কে, সেখানকার সমাজ ও অর্থনীতি, প্রকৃতি ও মানুষ সম্পর্কে লিখতে পারেন।

১২| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৪১

খায়রুল আহসান বলেছেন: সুষ্ঠুভাবে ব্লগিং করতে চাইলে প্রয়োজনঃ

*বিষয়বস্তুর উপরে সম্যক ধারণা থাকা
*শুদ্ধ ভাষায় লেখার পারদর্শিতা
*যৌক্তিক আলোচনায় পারদর্শিতা
*লেখার মৌলিকতার ব্যাপারে সততা (অন্যের লেখা/মন্তব্য থেকে চুরি না করা)
*সহনশীলতা, পরমতসহিষ্ণুতা এবং শিষ্ট ও ভব্য ভাষায় বক্তব্য উপস্থাপনে পারঙ্গমতা
*আরও অনেক কিছু আছে, তবে এগুলোই প্রধান

২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:



অনেকের পক্ষে এগুলো মেনে চলা সম্ভবপর হচ্ছে না, মনে হয়। নতুন ব্লগারেরা, শুরুতে এসব বিষয়গুলো খুব একটা বুঝেন না; পরে যখন বুঝতে শুরু করেন, তখন নিজেই উপলব্ধি করেন যে, ব্লগিং সোজা ব্যাপার নয়।

১৩| ২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪০

ডঃ এম এ আলী বলেছেন:



অনেক বাস্তব সন্মত কথা লেখাটিতে
ফুটে উঠেছে । সামুর প্রতি আমার ভাললাগা
সমসময় ছিল এখনো তেমনি আছে ।
মাসখানেক ঢাকায় কাটিয়েছিলাম ।
ভিপিএন ব্যবহার করে সামুতে
প্রবেশ করতে হয় বিধায়
সেকদিন সামুতে বিচরণ করা
হয়ে উঠেনি । এখন নিয়মিত
হবার প্রবল বাসনা পোষন করি।

শুভেচ্ছা রইল

২৮ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:



ভালো খবর, আমি মনে করেছিলাম, আপনি বয়াক-পেইনে ভুগছেন নাকি?

দেশের মানুষদের দেখলেন, কেমন লাগলো, কেমন আছেন মানুষজন?

১৪| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: বর্তমানে ব্লগারের চেয়ে ইউটিউবার এঁর সংখ্যা বেশি। ইউটিউবে সবার একটা করে চ্যানেল আছে। নানান রকম ভিডিও বানিয়ে ছাড়ছে। ভিউ বেশি হবে- টাকাও পাওয়া যায়। বাংলাদেশে প্রায় ত্রিশ জন ইউটিবার আছেন এরা বেশ ভালো টাকা ইনকাম করছেন।
কেউ কেউ দশ থেকে ১৫ লাখ টাকা মাসে ইনকাম করছে।

ব্লগের লোকজন এখন ইউটিবের দিকে ঝুকছে।

৩০ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:



ভালো, আপনার চেষ্টা করা উচিত।

১৫| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভালো, আপনার চেষ্টা করা উচিত।
কোলবল লাগে। দামী ক্যামেরা লাগে। সাথে আরো কিছু জিনিসপত্র। এই প্রজন্ম ইউটিউব প্রজন্ম। তবে কেউ কেউ ইউটিউবে নোঙরামীও করছে ভিউ বাড়ানোর জন্য।

৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:



নোংরাী ব্যতিতও ইউটিউবে সুযোগ আছে; আপনি ঢাকার মানুষের জীবন তুলে ধরতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.