নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

পটুয়াখালী, ভোলা, বরিশাল, খুলনা ও নোয়াখালীতে গ্লোবেল ওয়ার্মিং সন্মেলন হওয়ার দরকার

১১ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২



'জলবায়ু পরিবর্তন' নিয়ে ১২ দিনের কনভেনশন, COP26 (অক্টো ৩১-নভে ১২) চলছে গ্লাসগো শহরে, আগামীকাল শেষ হবে ; আলোচনার বিষয়: গ্লোবেল ওটার্মিং'এর সুদুর-প্রসারী ধ্বংশ থেকে মানব জাতিকে ও পৃথিবীকে রক্ষা করা; আমাদের প্রাইম মিনিষ্টার এখন ওখানে অবস্হান করছেন; গত কয়েকদিন তিনি ওখানকার বাংগালীদের দেয়া সংবর্ধনায় কথা বলেছেন।

দেশে ফেরার পর, প্রাইম মিনিষ্টারের উচিত হবে, পটুয়াখালী, ভোলা, বরিশাল, খুলনা ও নোয়াখালীতে গ্লোবেল ওটার্মিং সন্মেলন করা।

২০০৯ সাল থেকে প্রাইম মিনিষ্টার COP ( Conference of the Parties ) সন্মেলনে যাচ্ছেন, ওবামার সময় কিছু টাকা পয়সা পেয়েছিলেন; ট্রাম্পের সময় উহা বন্ধ হয়ে গিয়েছিলো; এবার বাইডেন আসার পর আবার পাওয়া শুরু করেছেন। সামনের বছরগুলোতে অনেক টাকা পয়সা আসবে।

'জলবায়ু পরিবর্তন'এর ফলে বংলাদেশের যেই ক্ষতি হবে, সেটা আমেরিকা ও ইউরোপের দেয়া টাকায় হ্যান্ডলিং করা সম্ভব; তবে, আগামী ২০/৩০ বছর আমেরিকা ও ইউরোপের অবস্হা কি হবে? ট্রাম্প বা ট্রাম্পের মত লোকেরা আগামীতে আমেরিকায় আবার ক্ষমতায় আসবে; জার্মানীতে মার্কেল থাকবে না ক্ষমতায়।

আমরা কি ভিক্ষা জন্য বসে থাকবো, নাকি নিজেরা কিছু করার চেষ্টা করবো? আমরা কি রোম ও গ্লাসগো গিয়ে ইংরেজিতে বক্তৃতা করতে থাকবো, নাকি বরিশাল, পটুয়াখালী, ভোলা, নোয়াখালীতে সন্মেলন করে বাংলায় বলবো যে, এসব এলাকায় একদিন লবন-পানি আসবে? সন্মেলন হওয়ার দরকার আমাদের দক্ষিণ অন্চলে, সেখানে উপস্হিত থাকার দরকার আমাদের গ্রামের লোকদের ও আমাদের প্রাইম মিষ্টারের, যাতে আমাদের মানুষ আসন্ন বিপদ সম্পর্কে জেনে নিজ পায়ে দাঁড়ানোর কথা ভাবার শুরু করে।

মার্কেল, বাইডেন, ওবামারা ক্ষমতায় থাকলে ডলার আসবে সন্দেহ নেই; কিন্তু জলবায়ু পরিবর্তন কি শুধু বাংলাদেশে হবে, নাকি সারা বিশ্ব ইহাতে ভুগবে? অষ্ট্রেলিয়ার আগুন নিভাতে বাংগালীরা যাবে? জাপানের সাইক্লোনের পর বাংলাদেশ কি উদ্ধারকার্যে সাহায্য করবে? নাকি ইউরোপ বন্যায় চেসে গেলে বাংলাদেশ কিছু করবে? ওরা কতদিন সাহায্য করবে? ২০/৩০ বছর পর আমেরিকা ও ইউরোপের ক্ষমতায় কারা থাকবে? মনে হয়, সময় হয়েছে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করার।



মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা নিশ্চয়ই কিছু একটা করবেন।
পুরো জাতি তার দিকেই তাকিয়ে আছে। এমন কি দেশের মন্ত্রী এমপিরাও তার দিকে তাকিয়ে থাকেন।

১১ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:



উনার ও উনার প্রশাসনের ইচ্ছা, যা করতে হয়, আমেরিকা ও ইউরোপ করুক।

২| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৮

বঙ্গদুলাল বলেছেন:

১১ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:



গত ৫০ বছর এই ধরণের লোকজন দেশ চালাচ্ছে; উনি বলছেন, ৭৮৯টি প্রজেক্ট হাতে নিয়েছে; হতে পারে, এই ধরণের 'ফ্যানটম' প্রজেক্ট দেখায়ে এরা টাকাগুলো নিয়ে যায়।

৩| ১২ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০২

শূন্য সারমর্ম বলেছেন:

ভিক্ষুক নিজ পায়ে দাড়ায় না, বসে বসে হাত পাতে;দেশীয় সম্মেলন হবে না।

১২ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:১২

চাঁদগাজী বলেছেন:


এখন থেকে ১০/১৫ বছর পর, মানুষ মিডিয়া থেকে অবস্হা জানতে পারবেন; বিদেশীরা উপকুলের মানুষকে সরাসরি সাহায্য করতে এলে, মানুষ বুঝতে পারবেন।

৪| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ৮:২০

এস সুলতানা বলেছেন: আশা করি প্রাইম মিনিষ্টার সেটাই করবেন ।

১২ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:



দেখা যাক।

৫| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: আমি তো মনে করি এই দেশে জন্ম নেওয়াটাই পাপ।

১২ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



স্বাধীনতার পর, দেশটাকে দুষ্ট লোকেরা দখল করে নিয়েছে।

৬| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪১

শূন্য সারমর্ম বলেছেন:

দেশে জীবিত কয়েকজন ব্যাক্তিত্ববান বাঙালী নাম বলুন তো।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:




আমার জানামতো ১ জনও নেই; কেহ যদি থেকে থাকে, আমি দেশে না থাকাতে জানি না

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:



বক্তিত্ব-সম্পন্ন অনেক মুক্তিযোদ্ধা আছেন, কিন্তু এরা গ্রামের মানুষ; আপনি এদের চেনার কথা নয়।

৭| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১:০৪

শূন্য সারমর্ম বলেছেন:

বাহ!১৮ কোটিতে ১৮ জন বাঙালীও নেই!

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ২:০৭

চাঁদগাজী বলেছেন:



আমি যাদের দেখেছি, বা মিডিয়ার কারণে জানি, তদের মাঝে নেই।

৮| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: স্বাধীনতার পর, দেশটাকে দুষ্ট লোকেরা দখল করে নিয়েছে।

ভালো লোকেরা দুষ্টলোকদের কেন দমন করলো না?

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:



আমাদের মিলিটারী, প্রশাসন ও রাজনৈতিক দলগুলো মানুষের অশিক্ষার সুযোগ নিয়েছে।

৯| ১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: সময়োপযোগী সতর্কবার্ত!
যার যার সাধ্য, সবাই আমলে নিন, কিছু কাজ করুন!

১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


উপকুলের শিক্ষিতরা যদি এখন থেকে মানুষযকে হুশিয়ার করেন, তারা কিছুটা প্ল্যান করতে পারবে। উপকুল এলকাগুলোকে "বিশষ জোন" করে, সেখানকার সব ছেলেমেয়েকে ফ্রি ও স্পেশাল ট্রেনিং দিয়ে আয়ের জন্য প্রফেশান দেয়ার দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.