নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ছাত্ররা বাসে ঝগড়া করছে, ৮১টি ইউনিভার্সিটির চ্যানচেলর কি করছেন?

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৯:২৪



দেশের প্রেসিডেন্ট হলেন ৮১টি ইউনিভার্সিটির চ্যানচেলর, তিনি ছাত্রছাত্রীদের মা-বাবা, অভিভাবক; ছাত্ররা যখন হাফ-ভাড়ার জন্য বাস কন্ডাক্টরদের সাথে ঝগড়া করছে, উনি কোথায়, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে?

আমাদের বর্তমান প্রেসিডেন্ট, আবদুল হামিদ সাহেব (বয়স ৭৭ বছর) হাফ ভাড়ায় বাসে চড়ার সুযোগ পাননি ছাত্র জীবনে, মনে হয়; উনি যখন গুরু দয়াল কলেজে পড়েছেন, তখন সেখানে বাস ছিলো না, গরু গাড়ী ছিলো নিশ্চয়। তবে, তিনি ছাত্র রাজনীতি করতেন, ছাত্রদের পকেটে তখন একটা সিকিও থাকতো না, এটা তিনি নিশ্চয় বুঝতেন। এখন তিনি ৮১টি ইউভার্সিটির চ্যানচেলর; এখন নিশ্চয় উনার আর "হাফ ভাড়ার" দরকার হচ্ছে না; কিন্ত দেশের আড়াাই কোটী ছাত্রের যদি দরকার হয়, উহার সমাধান কেন তিনি করছেন না? উনি যখন ১ম বার এমপি হয়েছিলেন, তখন হাফ-ভাড়া দিয়েছে বাস মালিকেরা; কারণ, আমরা তখনো সামন্তবাদে বাস করতাম; এখন এসব দায়িত্ব সরকারকে নিতে হবে, উনি জার্মানী ফার্মানী যখন গিয়েছিলেন, এসব শিখার সুযোগ নিশ্চয় পেয়েছিলেন। নাকি ওসব দেখার সময় পাননি, বউয়ের জন্য কেনাকাটা করতে জার্মানীর বাজারে বাজারে ঘুরে সময় কাটায়েছেন!

১৯৬৮ সাল থেকে ছাত্র হিসেবে আমি হাফ-ভাড়ায় বাসে চড়েছি ১৯৭০ সাল অবধি; পুরোদেশে তখন ছাত্র ছিলো হয়তো ৫ লাখ; অনেক বাস অনেকটা খালি যেতো, মানুষ পায়ে হেঁটে কাজে যেতেন; ফলে, হাফ ভাড়ার কাউকে পেলেও বাসের কন্ডাক্টর খুশী হতো; অনেক সময় কন্ডাক্টর ইচ্ছা করে আমার থেকে ভাড়া নিতো না। আজকে দেশে ২ কোটী ৫০ লাখের বেশী ছাত্রছাত্রী এবং গত ৩০ বছর ধরে মানুষ বাদুর-ঝোলা হয়ে বাসে চড়ে কাজে যাচ্ছে, এবং পুরো যাতয়ত ব্যবস্হা মাফিয়ার হাতে; এখন তারা হাফ ভাড়ায় যাত্রী নিতে চাইবে?

বাংগালী ছাত্ররা পাকিস্তানী আমলে, কিংবা বাংলাদেশ আমলে কখনো "ফ্রি এডুকেশন"এর দাবী জানায়নি, ইহা জাতীয় বেকুবী; পাকিস্তানী আমলেও যারা ছাত্রদের হয়ে দাবীদাওয়া দিতো, তারাও বুদ্ধিমান ছিলো না, এবং তারা হয়তো ভেতরে ভেতরে ফ্রি পড়ালেখার সুযোগ পেতো; তবে, তারা পড়ালেখা করতো না, পড়ালেখার প্রয়োজনীয়তা কখনো বুঝেনি; মেনন, তোফায়েল, রব, নুরে আলম সিদ্দিকী ইত্যাদিরা কোন সাবজেক্টে পাশ করেছে, তারা এখন মনে করতেও পারবে কিনা সন্দেহ আছে।

ছাত্রদের জন্য হাফ ভাড়ার টিকিটের ব্যবস্হা সরকারের করা উচিত; ছাত্রদের জন্য মাসিক ডিজিটাল টিকেট দিতে পারে সরকার; সেগুলো ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিনে নিতে পারে, টিকিটগুলো সাবসিডাইসড হবে, ব্যাপারটা কঠিন কিছু নয়। প্রেসিডেন্টের অফিস প্রাইভেট বাস মালিকগুলোকে একটা চুক্তির মাধ্যমে মাসিক হারে টাকা দিবে, সমস্যা শেষ! উনি এখন সরকারী গাড়ীতে চড়ে, গাড়ীর সিটে ঘুমিয়ে পড়লে তো হবে না, ২/১ টা কাজ টাজ তো করতে হবে!



মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩৭

জুল ভার্ন বলেছেন: প্রসঙ্গত মন্তব্য করে আর ফাঁসতে চাইনা। এলাহী ভরসা.....

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ধরে নিতে পারে; মন্তব্যটা মুছে দেবো নাকি?

২| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪১

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ১০০% একমত।

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:



আপনার মনেও এসব কথা ছিলো? চলেন, বুড়োমিয়ার ঘুম ভেংগে দিই, প্রেসিডেন্ট ভবনের সামনে গিয়ে থালা-বাসন বাজাই।

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তান আমলে, আওয়ামী লীগ এগুলোর চেয়ে অনেক বেশী ভালো করার অংগীকার করেছিলো; স্বাধীনতা আসার পর, উহাদের মগজ বিলুপ্ত হয়ে গেছে।

৩| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: কথাগুলো তিক্ত হলেও, সমস্যাটির আশু সমাধান হওয়া উচিত। সেটা মহামান্য রাষ্ট্রপতি করুন, প্রধানমন্ত্রী করুন বা অন্য কোন সরকারি কর্তৃপক্ষ করুন। "হাফ পাস" ছাত্রদের ন্যায্য অধিকার। আমিও ছাত্রাবস্থায় এ অধিকার ভোগ করেছি।

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:

ব্লগে আমি অনেক ছাত্র ও শিক্ষকের পোষ্ট পড়ার পর, এখন আমার মনে হয়, উহাদের কোন অধিকার থাকা উচিত নয়; তারপরও হাফ ভাড়া টাড়া দেয়া কোন সমস্যা নয়। আওয়ামী লীগ স্বাধীনার নেতৃত্ব দিয়েছিলো; ফ্রি পড়ানো, চাকুরী দেয়া, সবই স্বাধীনতা অংগীকার, স্বাধীনতার অংশ। স্বাধীনতার পর, আওয়ামী লীগের বুদ্ধি লোপ পেয়েছে মনে হয়, দলটা মুসলিম লীগের মতো হয়ে গেছে।

৪| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: পৃথিবী জুড়ে বিশ্বাসের ভাঙ্গচূর হচ্ছে বলে আজকাল দেশে এত অশান্তি এবং বিশৃংখলা ।

২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের সরকারগুলো ঠিক আগের পাকিস্তানের মতো। স্বাধীনতার আগে, আওয়ামী লীগ বাংগালীদের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলো, এখন কিছুই দিচ্ছে না, মানুষের জন্য কিছুুই নেই, কিছু পেতে হলে দলের কেহ, কিংবা প্রশাসনের কেহ হতে হবে।

৫| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১:০০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছাত্রদের হাফ ভাড়ার ব্যবস্থা করলে, দেশের সবাই ছাত্র হয়ে যাবে।কে ছাত্র আর কে ছাত্র না এটা নির্ধারন করা এক সমস্যা হয়ে যাবে।সবার পকেটে দেখা যাবে ছাত্রের আইডি কার্ড।

২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:



আজকাল কম্প্যুটারের যুগ, ইহা সোজা হবে না; আইডি নয়, টিকিট থাকবে ক্রেডিটকার্ডের মতো, টেলিফোনের মতো ছোট রিডারে উহাকে প্রসেস করা সম্ভব হবে।

৬| ২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ৭:৩৬

নেওয়াজ আলি বলেছেন: অতি সহজ প্রশ্নের শিরোনাম। বর্তমানে উত্তর দেওয়া খুবই কঠিন। হামলা মামলায় মরণ।

২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



ড: কামাল হোসেন, কিংবা ডা: জাফরুল্লাহ চৌ: যদি এগুলো বলতেন, সরকারকে এগুলো নিয়ে ভাবতে হতো

৭| ২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দেশে ছাত্রদের এক বৃহৎ অংশ এখনো এস্টাব্লিশমেন্ট বিরোধী - এরাই ক্ষমতাসীনদের যে কোনো অন্যায়ের প্রতিবাদ করে। এই একটি অংশকে ক্ষমতাসীনরা এখনো পুরোপুরি কব্জা করতে পারে নি। অন্যদিকে পরিবহন শ্রমিকরা বর্তমানে শাহজাহান খানদের মতো পুঁজিপতি লুটেরা তস্করদের পাপেট হিসাবে ব্যবহৃত হচ্ছে।

আমাদের মহামান্য চ্যান্সেলর সম্ভবত: ছাত্রদের চাইতে শাহজাহান খানদের পেট্রন হিসাবেই অধিক স্বাচ্ছন্দ্য ভোগ করেন।

২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


ছাত্রদের মাঝে কুবুদ্ধিমানগুলো সব সময় নেতৃত্বে চলে যায়।

৮| ২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভাল বলেছেন চাঁদগাজী ভাই। কিন্তু কে শোনে কার কথা !!!

২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪২

চাঁদগাজী বলেছেন:



বাতাসে বাতাসে ৭৭ বছর চলে গেছে

৯| ২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:
প্রেসিডেন্টের দপ্তরে ভাড় নিয়োগ দেয়া হয়; যেন তিনি প্রতিটি সমাবর্তনে সবাইকে হাসিয়ে মাটিতে লুটোপুটি খাওয়াতে পারেন।

২৬ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


প্রেসিডেন্টেটের বয়স বাড়ুক, অভিজ্ঞতা বাড়ুক; আগামী ১০ বছরের মাঝে তিনি নিশ্চয় কিছু একটা করবেন।

১০| ২৬ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৪

সাহাদাত উদরাজী বলেছেন: সুশাসকের কথা এই জন্য বার বার বলি।

২৬ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


আপনার কথা ওরা শুনে না কেন?

১১| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: এযুগের ছাত্ররা বেয়াদব। এবং লজ্জাহীন।

২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের কলেজ ও ইউনিভার্সিটিতে এখন যেগুলো আছে, এগুলো ছাত্র নয়, আবর্জনা।

১২| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫২

বিটপি বলেছেন: তিনি অপেক্ষায় আছেন খালেদা জিয়া তার অপরাধ স্বীকার করে ক্ষমা চাইবেন, আর তিনি ক্ষমা করে মহৎ সাজবেন।

তার খুব ক্ষমা করার শখ। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত কেউ ক্ষমা চায়নি বলে স্টান্টবাজি করে শেষের দিকে দুজনকে দিয়ে ক্ষমা চাওয়ালেন।

২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:


জামাতের রাজাকরেরা পাকীদের জল্লাদ ছিলো, ওদের সঠিক বিচার হয়েছে।

২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়াকে ক্ষমানা করে ৭৬ কেজি'র কেক পাঠানো দরকার

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৭

সাজিদ! বলেছেন: চ্যান্সেলরকে নিয়ে আপনিই তো বোধহয় কয়েক মাস আগে একটা কথা বলেছিলেন, বাইরের দেশের রাষ্ট্রের পতি কাজ করেই বিশ্রামের সময় পান না, আমাদের এখানে একবার হলে সব কাজ শেষ, ও ভুল বললাম, বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে সারহীন স্পিচ দেওয়ার কাজটাই শুধু আছে। তো বুঝেন অবস্থা। সি এর এই অবস্থা ভিসি কেমন হবে এই কয়েক বছরে!

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনা উনার জন্য দেশের সেরা 'সিনিয়র সিটিজেন হাউস' খুলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.