নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতে পারে, একটি পরির্বতনের অনুঘটক !

চারু মান্নান

চারু মান্নান › বিস্তারিত পোস্টঃ

গুচ্ছ কবিতা-৬

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

গুচ্ছ কবিতা-৬

মন পিন্জর

ফুরিয়ে যাওয়া মেঘের মতো কষ্ট আজীবন বিদ্রুপের সঙ্গী। নদীর বুক চিরে জেগে উঠা বিষফোঁড়া যেন তারই অঙ্গে সেই চর। তেমনি হৃদয় ক্ষত। নদীর মতো আজীবন বয়ে বেড়ায়। মন পিন্জর। আবার এর উল্টাও তার থলিতে গচ্ছিত রয় আজীবন। জোছনা পেলব নন্দিত নন্দন সুখের ক্ষণ। যে ক্ষণ ছুঁয়ে বেড়ে উঠে প্রেম। প্রেম যৌবন। ভালোবাসা নামের খেঁয়া তরী যেন। এপার ওপার জোয়ার ভাটায় মন্থন।

পুরানো উঠান

সেই তো শেষ দেখা
তার সাথে; দিন ক্ষণ প্রহর
মনে আছে সব।
সজনে গাছটা বুড়িয়েছে
উঠান ক্ষয়ে গেছে; খরা বর্ষা জলে
ডালিম গাছটা মরেছে।
কুয়াতলায় আর বৌঝিদের
আড্ডা জমে না; কুয়াটা বুজেছে
বালি পানি জমে।

পোষা পাখিটি

ফিরল না আর
খাঁচায় সেই পোষা পাখিটি
ও যে পেয়েছে স্বাধীনতা
উড়বার ব্যবতি;
ঠোঁট ছুঁয়ে ভালোবাসায়
যে বাসা গড়ছে নির্লিপ্ত আশায়
সৃষ্টি সুখের মহা উৎসবে।

১৪২২/২৩ পৌষ/শীতকাল।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.