নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতে পারে, একটি পরির্বতনের অনুঘটক !

চারু মান্নান

চারু মান্নান › বিস্তারিত পোস্টঃ

গুচ্ছ কবিতা-৭

১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

গুচ্ছ কবিতা-৭

বৃষ্টির ভাবনা

পৌষ শীতে
আকাশের নতুন প্রজেক্ট
বৃষ্টির ভাবনা;
শুঙ্ক বাতাস মেঘ জমে না
তাই বেশ দুঃচিন্তায় মেঘ,
সাগর তাই নিরব
বেলাভুমিতে তাই
ঢেউয়ে ঢলে পরে ঢেউ,

থমকে দাড়িয়ে আছে নদী
জোয়ার ভাটার সাথে
শুধু খুনসুঁটি।

নক্ষত্র কাল

এক দিন আকাশে ছিল, রাতের মৌনতার মিছিল
ঐ আকাশটাই তো স্বাক্ষী ছিল প্রহরগুলোর।
নক্ষত্রের চিবুক ধরে কত প্রহর গেছে পালিয়ে?
ঐ তারাটা খুব চেনা ছিল, সন্ধ্যা তারা মুছে গেল
প্রতি রাতে কত কত যে নতুন নতুন তারা?
চেনা ঐ তারাটার পাশেই আবার নতুন একখান
জোছনা উঠে বেশ গভীর রাতে, তারাগুলো তাই
আকাশ নীলে সরে যায় দূরে, চেনাগুলো শুধু জ্বলে।

যাওয়া আসার চক্র

যাওয়া আসার চক্র। গোলক পথে ঘুরেই চলেছে। কত কত কাল ধরে? জানার সাধ্য নেই। তাই এই পথে নিত্য যাওয়া আসা। পথ বদলে কিছু যায় আসে না। স্মৃতির খরা। টান পরে। ক্ষুধা আর যাতনা সঙ্গ যেন। একটা পেলে আরেক টা ভুলে। দহন কালেও নিঃশেষ হয় না। শুধু বেঁচে থাকে জন্ম মৃত্যু। ইতিহাস তারই পথে। আসা যাওয়ার চক্রে মাতে।

১৪২২/২৪,পৌষ/শীতকাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.