নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতে পারে, একটি পরির্বতনের অনুঘটক !

চারু মান্নান

চারু মান্নান › বিস্তারিত পোস্টঃ

গুচ্ছ কবিতা-৮

১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২

গুচ্ছ কবিতা-৮

প্রতিটি দিন রচিত হয়

প্রতিটি দিন রচিত হয়
দূর আকাশে,
শঙ্খচিলের সিমানা চেয়ে চেয়ে।

দুঃখবিলাসী লজ্জাবতী
শিশির ভেজা শরীর বেশ সতেজ
কাঠবিড়ালীর দুষ্টুমিতে চুপসে গেল নুয়ে।

ঘাস ফুলের ম্রিয়মান ডগায়
মাকড়সার বুনা জালে বিধেছে কিটপতঙ্গ
শিশির ফোটায় ঝুলে।

পৌষ পার্বন

পৌষ পার্বন। গাঁও গ্রামে বেশ জমেছে ঠান্ডা। নারা পুড়িয়ে তাপ ছুঁয়ে হাত শিঁকে। আগুনের পাশে গোল হয়ে বসে।ওম জমানো ত্রয়ী চেষ্টা। সূর্যের মুখটি দেখবে বলে। বাড়তে থাকে বেলা সূর্যের মুখটি কুয়াশার আবিরে ঢাকে। যেন উনুনে জ্বলে ভাঁপাপুলির ভাঁপের হাঁড়ি। ধুঁয়ায় ঢাকে। শুকনা ঠোঁটে ধরেছে ফাটল। খেজুর গাছে রসের ঠিলা। ভোর সকালে ঠোঁট ডুবিয়েছে লঙ্খি পেঁচা। রসের নেশা। রসে ডুবে মরেছে যে কিটপতঙ্গ।

এমনি করে দিন আসে

এমনি করে দিন আসে
দিন চলে যায়,
দিগন্তের ঐ সিমানা বুঝি
আরও দীর্ঘ হয়।

পথের মতো সেও নাকি?
চেনা অচেনায় চলে,
দিন বদলের স্বপ্ন বুকে
নতুন মশাল জ্বলে।

মুক্তি নামের সেই যে মশাল
জ্বলবে আবার তেজে
পুব আকাশে সূর্য দেখে
আশায় বুক বাঁধে।

১৪২২/২৬,পৌষ/শীতকাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.