নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতে পারে, একটি পরির্বতনের অনুঘটক !

চারু মান্নান

চারু মান্নান › বিস্তারিত পোস্টঃ

গুচ্ছ কবিতা-৯

১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

গুচ্ছ কবিতা-৯

সে কেমন আছে

অনেক দিন স্বপ্ন আর সিঁথান জুড়ে
স্মৃতির ডালা নিয়ে বসে না,কথা বলে না
আগের সেই টেলিপ্যাথির সংযোগ ব্যর্থ
ভৈরবী সঙ্গ এখন আর সারা মিলে না;
স্মৃতির অনুধাপনে যত সামান্য জিঞ্জাসু
এত দিন পর, সে কেমন আছে?

অভিমান যে পথ

অভিমান যে পথ
দিয়ে ছিল মুছে, সেই পথে এখন দাড়িয়ে
পথ চলা আগুপিছু ভেবে
ঝোপ ঝাড়ে পাখিদের লুকোচুড়ি
আড়ম্বর ভাবনায় ছেদ পরে, যাই না এই পথে
যদি দেখা মিলে তার সাথে।

ভাবনা কোলাহল

বাম চোখের পাতা লাফায় বেশ কয়েক দিন। কোন দুঃসংবাদ আসবে না কি তেড়ে? অমানিশার কাল কাটতে না কাটতেই, এমন সংকেত আবার। ভাবনাকে তুলে রাখ যতন করে শিকায়। ধুলো জমে জমে স্তরের উপর স্তরে ঢেকে যাক, ভাবনার শরীর। ওকে বন্দি কর আটপৌঢ় ঘরে। না হলে যে বড়ই জালা। দিন ক্ষণের বালাই নাই। ওম পেলেই উঠে জেগে। ঘোর আঁধারে ঘুম গেলে চুকে।

মিছে আরধ্য সেই আলোর

কত জোছনা ফুরাল?
কালে কালে কত রাতের কাল গেল ঢেকে?
দেখেছিনু যে রুপ লাব্ন্য, যে আলো!
উবে গেল, উধাও হল কোন সে পথের বাঁকে?
কোন সে পথে? বাউল মনের বিলাপ
আজ এই পৌষ অপরাহ্নে, মিষ্টি লালিমার সাঁঝে
মিছে আরধ্য সেই আলোর।

১৪২২/২৭ পৌষ/শীতকাল।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

মাহবুবুল আজাদ বলেছেন: কত জোছনা ফুরাল?
কালে কালে কত রাতের কাল গেল ঢেকে?
দেখেছিনু যে রুপ লাব্ন্য, যে আলো!
উবে গেল, উধাও হল কোন সে পথের বাঁকে?
কোন সে পথে? বাউল মনের বিলাপ
আজ এই পৌষ অপরাহ্নে, মিষ্টি লালিমার সাঁঝে
মিছে আরধ্য সেই আলোর।
অপরিসীম ভাল লাগা এখানে।

২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

চারু মান্নান বলেছেন: ধন্যবাদ ভাই মাঘের ভালোবাসা,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.