নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতে পারে, একটি পরির্বতনের অনুঘটক !

চারু মান্নান

চারু মান্নান › বিস্তারিত পোস্টঃ

গুচ্ছ কবিতা-১২

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

গুচ্ছ কবিতা-১২

বাজপাখির চোখ

বাজপাখির চোখ,
শিকারি পাখি সে; তার তীক্ষ্ণ চোখের
ছায়া পরে যার উপর কুপাক্যত!
সে শিকার তার।

জীবন বলে কথা
কেউ কি সেচ্ছায় তা দিতে চায়?
জীবন বাঁচানোতে সদা তৎপর
তবু জানে সে;
কখন সে বাজের চোখে পরবে?

আকাশের চোখ

আকাশের চোখ আমার দিকেই চেয়ে থাকে
আমি পথ চলিতো আমার সাথেই চলে,
চলতে পথে কত উঁচু নিচু? পাহার পর্বত নদী
খাল বিল সবুজ ঘাসের তেপান্তরের মাঠ বনভূমি
মেঠপথ কৃষকের আইলপথ নদীর ধার ঘিঁসে পথে।

দিগন্ত চেয়ে থাকে

দিগন্ত চেয়ে থাকে। ঐ দেখা যায় আমার গাঁয়ের ছায়া। টিনের চালে রৌদ্র চকচক করে। শেষ বেলা। দিগন্তের ছায়া পরে ঘাসে। সীমানার আচ্ছদন। আক্ষরিক রেখায় আঁকা। যেতে পথে সরে যায় পিছে। সীমানা ছুঁতে চাই। ধরা দেয় না। আচ্ছাদন আঙ্গিকে জেগে রয় পাহারায়। নির্ঝর দিন রাত্রী। চলে যায় একই পথে। সীমানা পেরুই না কখনও। নিত্য পাখির পথ আঁকে।

চোখে চোখে রেখেছিল

চোখে চোখে রেখেছিল
মা আমায়! বাড়ন্ত বেলা।
মৃত্যুবধি রাখবে,
চোখে চোখে প্রত্যয় ছিল তাঁরই।

উবু হয়ে বুক চেতিয়ে
হামাগুরি বেলা
পা টোলা পায়ে
চোখে চোখে ছিনু তাঁরই।

চোখে রেখেছিনু তারে

চোখে রেখেছিনু তারে
মায়ায় আপন করে, মায়া বাধনে পরেছিল বাঁধা
লুকিয়ে চেয়েছিল বলে।

সেই চাওয়াতে চোখে পরেছিল
শুভ্র প্রেমের আলো, ফেরানো ছিল ভার
সেচ্ছায় আশ্রয় চোখের মনিকোঠায়।

১৪২২/০৩, মাঘ/শীতকাল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

নুরএমডিচৌধূরী বলেছেন: চোখে রেখেছিনু তারে
মায়ায় আপন করে, মায়া বাধনে পরেছিল বাঁধা
লুকিয়ে চেয়েছিল বলে।

সেই চাওয়াতে চোখে পরেছিল
শুভ্র প্রেমের আলো, ফেরানো ছিল ভার
সেচ্ছায় আশ্রয় চোখের মনিকোঠায়।

ভাল লাগা
+++++++

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর !!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.