নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতে পারে, একটি পরির্বতনের অনুঘটক !

চারু মান্নান

চারু মান্নান › বিস্তারিত পোস্টঃ

গুচ্ছ কবিতা-২১

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৭

গুচ্ছ কবিতা-২১

বসন্ত বেলা

বধুয়ার আঁচল ঘন, ঘোমটা সরেছে দক্ষিনা বায়
জোছনা বিভাস চন্দ্রমুখ, তারাগুলো সব মুখ লুকিয়ে রয়
তার আঁচল বিছানো পথে, আলো হাতে জোনাক জোনাকির জটলা
ঘাসফুল ঝারে দাড়িয়ে প্রেমিক যুগল, ঠোঁট মৈথনে নিঃশব্দে ঝরনা ঝরে

শূণ্য বৃত্তে

তুমি আসনি বলে, রং ধরা বসন্ত। বড়ই বেমানান। নতুন পাতার রসে ভেজা ডাইরির পাতা তাই ধসূর রং ধরেছে। কোকিলের অহেতুক ডাকে, চমকে উঠে ছিলে। তবু পা চালাতে পারনি পথে। তুমি যে বন্দি যাপিত জীবনের বৃত্তের আকড়ে। যত ভালোবাসা ছিল, এক কেন্দ্রিক। আজ তা চারিদকে বিলিয়ে দিয়েছ, মুঠো ভরে। তাই তো শূণ্য বৃত্তে শূণ্য নেশায় ভুত বুনে আছো।

জল বিনে তৃঞ্চা অর্ঘ

সে তো জাগ্রত প্রেম,
নয় মিছে নয় স্বপ্ন, নয়তো অলিক!
যার পেলব আছরে জীবন ভর
গচ্ছিত নির্ভার; বেমালুম চুপসে থাকে যুগে যুগে
যেন লজ্জাবতির শরীর তপস্যা।

একটু ছোঁয়াতেই থিতিয়ে যায় শরীর
আবার সেইতো ফিরে সময়ের খেই গিলে।
সেই জাগ্রত প্রেম নিয়ে বাঁচি মোরা যুগে যুগে
কালে কালে সেই একই প্রেম ভিক্ষা!
জল বিনে তৃঞ্চা অর্ঘ।

আমার সামান্যতম উৎসর্গ, নারী দিবসে!

১৪২২/ ২৫ ফাল্গুন/ বসন্তকাল।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩

বিজন রয় বলেছেন: সুন্দর সুন্দর কবিতারা সব।
ভাল লাগল।
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.