নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতে পারে, একটি পরির্বতনের অনুঘটক !

চারু মান্নান

চারু মান্নান › বিস্তারিত পোস্টঃ

বোশেখের আড়ম্বর রসে ভরা পিপাসার সুখ

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩

বোশেখের আড়ম্বর রসে ভরা পিপাসার সুখ

বোশেখের খরা। তপ্ত দিন বলে, তৃঞ্চার হুটোপুটি। বাতাসে মাতাল মেঘে, ছড়িয়ে যায় পিপাসার পয়গাম। ঐ যে, সবুজ গেরাম ছিল। তা এখন রোদে পোড়া রুক্ষ। বাঁশঝাঁড় এ পাতা শুকনা করকরে। পথের ধারে নাঙা সোনালু গাছটায় বেশ ফুলের বাহার। লম্বা লম্বা ফল(বাঁদর লাঠি) ঝুলে আছে, যেন রৌদ্রজ্জ্বল বাহারি বোশেখ। বাবলার ডালে, ঝির ঝিরে পাতার ছায়ায় বসে তিলা ঘুঘু। রোদের ছায়ায় দোল খায়। উঠানে পুঁই মাচা। পুঁই গাছ মরে গেছে। মরে যাওয়া তুলসী গাছটা যেন শুকনা স্ট্যাচু। লাউ মাচা। লাতানো লাউ ডগায় যতসামান্য সবুজ রং। পাতা গুলো মরে কুঁকড়ানো। ধুলার গাদায় চড়ুই গুলোর বালুয়ারী খেলা। বৃষ্টিতে ভেজার মতো করে খেলে। চাতকীর গানে, ঝিঁঝিঁর মাদল বাজানো বোশেখের দুপর। ধুঁ ধুঁ রৌদ্র হাওয়ায় ভেসে আসে গেরামের ঝোপ ঝার হতে ঘুঘুর ডাক। সজনে গাছে, লম্বা লম্বা সজনে ঝুলে,বাতাসে দোল খায়। গরম জলে পুকুরে, দাপাদাপি গেরামের দুষ্ট পোলাপানরা। কাঁচা মিঠা আম, লবন ঝালের গুরা রৌদ্র ভেজা রসে জিহবার স্বাদ। কচি তাল কেটে তালসাচ রসে মুখ ভরে। তরমুজ বাঙ্গির মনহর হাট বাজার। গাছে ঝুলে কাঁঠাল। আনারসে টইটুম্বর। বোশেখের আড়ম্বর রসে ভরা পিপাসার সুখ।

১৪২৩/১৫, বৈশাখ/গ্রীষ্মকাল।



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩

মহা সমন্বয় বলেছেন: হুমমম ঠিক বলেছেন তবে একটু বৃষ্টি হলে ভাল হত। :)
অবশেষে আজ ঝুম ঝুম বৃষ্টি পড়ল;)

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৯

চারু মান্নান বলেছেন: ধন্যবাদ ভাই,,,,,,,,, গ্রীষ্মের ভালোবাসা,,,,,,,,

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫০

প্রামানিক বলেছেন: গরম জলে পুকুরে, দাপাদাপি গেরামের দুষ্ট পোলাপানরা। কাঁচা মিঠা আম, লবন ঝালের গুরা রৌদ্র ভেজা রসে জিহবার স্বাদ। কচি তাল কেটে তালসাচ রসে মুখ ভরে। তরমুজ বাঙ্গির মনহর হাট বাজার। গাছে ঝুলে কাঁঠাল। আনারসে টইটুম্বর। বোশেখের আড়ম্বর রসে ভরা পিপাসার সুখ।

হা হা দারুণ তবে গরমে অস্থা চরমে উঠেছে। ধন্যবাদ মান্নান ভাই।

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪০

চারু মান্নান বলেছেন: কবি ভাই, আমার ভালোবাসা জানবেন,,,,,,,,,,

৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

আহমেদ জী এস বলেছেন: চারু মান্নান ,




বোশেখের আড়ম্বর রসে ভরা পিপাসার সুখ দেখতে হলে এখানে একবার ঢুঁ মেরে আসতে পারেন অনুগ্রহ করে , তাতে আপনার পিয়াস মিটবে হয়তো ------অম্বরে ঘন ডম্বরু-ধ্বনি গুরু গুরু গুরু ....( পালাবদলের দিন )

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১

চারু মান্নান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই,,,,,,,,,,,আমার পিয়াস মিটেছে,,,,,,,আমার ভালোবাসা,,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.