নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতে পারে, একটি পরির্বতনের অনুঘটক !

চারু মান্নান

চারু মান্নান › বিস্তারিত পোস্টঃ

গত সাতদিনের মতো আবারও বৃষ্টি জন্য পথ চাওয়া

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭

গত সাতদিনের মতো আবারও বৃষ্টি জন্য পথ চাওয়া

সেদিন দুপুরে

সেদিন দুপুরে প্রখর রৌদ্দুর তাপ
চারিদিকে গরম বাতাস বইতে ছিল, ঠিক মাথার উপর সূর্য
তীর্যক আলোর ফলা যেন,
মৃত্তিকা দহনে ফেটে চৌচির।

শুষ্ক খরায় পিপাসা প্রাণীকুলের
পথিক তার ঘামে চিটচিটে, তামাটে রং ধরা শরীর
দুফটা জলের জন্য পথে পথ হেঁটে ছিল,
জারুল ছায়ায় দু'দন্ড স্বস্তির হাওয়া বয়ে ছিল।
===
স্বস্তির বুনট বাতাস

এই বোশেকে সেদিন তার মিসকল
স্বস্তির বুনট বাতাস
যেন সাত রঙ এর রাঙা রৌদ্দুর।

বিলাসী ছেঁরা মেঘ
খুব দূর দিয়ে উড়ে গিয়ে ছিল
আবার আকাশের গ্রীবায় লুকালো।

ধরিবাজ মেঘ ধরা দিল না মোটেই
ঈশান কোণে আতশ বাজির
একটু ষ্ফুলিঙ্গ জ্বলে ছিল বেশ গর্জনেই।
===
আঁজলা ভরে জল চাওয়া

এমন পিপাসায় তুমিওতো ছিলে
তাপে দহনকাল,
এঁকে ছিল সূর্যদেব; বড়ই নির্মম প্রত্যাসা
কালে কালে তা ডুবেছিল
আশাহত কঙ্কাল বিন্যাশে

আঁজলা ভরে জল চাওয়া
বার বার শূণ্যহাতে ফিরে ছিলে
লজ্জায় অবনত চাহনীতে
বড়ই নিষ্ঠুর প্রকৃতি মেঘ ভরা আকাশে
জল বিনে বিমনা মৌনতা
===
নির্ভার উপবাসি

উপবাসি চাতক চাতকী। ফিরে মৃত্তিকা শরীর। তোমার মতো আমিও নির্ভার উপবাসি। যে দিন কবিতার খরায় তোমাকে খুব খুব মনে পরে। কঙ্কাল উপবাস। কত কত কাল ধরে। তার হিসেব কে রাখে? কে জানে তুমিও কালের সেই মেঘে উড়াল বৃষ্টির ফোটা? চাইতে চাইতে বড়ই বেমানান, বেহুদা কালের খিরকি চুঁয়ে নিঙড়ে যত সামান্য বের হয় বিশ্বাস। তাতেই তোমার মুক্তি খোঁজা। নির্ভার উপবাসি।

১৪২৩/১৭, বৈশাখ/গ্রীষ্মকাল।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল লাগলো।ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.