নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতে পারে, একটি পরির্বতনের অনুঘটক !

চারু মান্নান

চারু মান্নান › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নখরা ক্রান্তিকাল

০৮ ই মে, ২০১৬ সকাল ১১:১৭

স্বপ্নখরা ক্রান্তিকাল

ধ্বংসের মাসুল গুনতে
বিদেহি কাল; কত আর কাঁদবে বল?
যুগের পর যুগ যায়
ভূতলে ধুলার আবিরে ঢাকা পরে,
কালের পরিক্রমায়
বার বার মৃত্যু শুধু ইতিহাসের সাক্ষী;
এমন সবুজ মানব গ্রহে।

বড়ই বেমানান এই যে,
প্রাণীকূলের তুচ্ছ মৃত‌্যু; সভ্যতা যায়
সভ্যতা আসে
জীবন মুক্তির সেই একই দৈন্য দশা!
মুক্তি ফেরেনি কোন কালেই
শুধু স্বপ্ন আর আশার বান,
প্রতি পলে পলে; জীবন দীক্ষার পথে
আলো জ্বলবে বলে।

এমনি স্বপ্নখরা ক্রান্তিকাল জুড়ে
আকাশ পানে, রুপসজ্জা গুলে
ভূতলের কালজয়ী বিধৌত স্বর্ণবিলাসী বিভাস
ক্রান্তিকালের আতুর ঘরে, মুক্তির গান বাজাক।

১৪২৩/২২, বৈশাখ/গ্রীষ্মকাল।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৩৫

আহমেদ জী এস বলেছেন: চারু মান্নান ,



মোটামুটি হয়েছে । মন রক্ষার্থে অহেতুক প্রশংসা করলুমনা ।
আরো আরো কবিতা পড়ুন , সাহিত্যের বাকী ঘরগুলোও ঘুরে আসুন । একদিন এমন ক্রান্তিকাল কেটে গিয়ে কবিতার মুক্তির গান বেজে উঠুক ।
শুভেচ্ছান্তে ।

০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৩৮

চারু মান্নান বলেছেন: বাহ দারুন বলেছেন ভাই,,,,,,মনটা ভরে গেল, আমার ভালোবাসা জানবেন।

২| ০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:২১

সোজোন বাদিয়া বলেছেন: নিরাশাবাদী হওয়ার কিছু নেই, চিন্তা করে যান, লিখে যান। শুভেচ্ছা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.