নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতে পারে, একটি পরির্বতনের অনুঘটক !

চারু মান্নান

চারু মান্নান › বিস্তারিত পোস্টঃ

জলমাকড়ষা ছায়া জলে হেঁটে যায় সন্তর্পণে

১৮ ই মে, ২০১৬ সকাল ১০:২১

জলমাকড়ষা ছায়া জলে হেঁটে যায় সন্তর্পণে

ভেবে ভেবে আর খোঁজ করা হল না
খোলা আকাশে মেঘ নেই বলে,
উধাও হয়ে গেল যে কখন? জানতে পারেনি কেউ
মেঘ নিলীমায়
বেশ তো সহবোধ; কাব্য গুলে ঈশাণ কোনে
রণরঙ্গি সাজ সাঁঝে।

ধেনুর পালে কলমি ঘ্রাণ সাদা কইতর উড়ে
সাঁঝের সোনালী রং গায়ে মেখে
রৌদ্র খরায় উনুন চালে
চাল কুমড়ার ডগা মরে গেছে, নেতিয়ে নিঃসার
চুন মাখা কুমড়া সাঁঝঘন আঁধারে;
জোছনা বিলাপে ঢাকে।

রাত বাড়তে থাকে,রাত গভীর!
ডাহুকী তার নলখাগড়ার বন চুষে বেড়ায়
খুঁজে মরে রাত গড়িয়ে ভর দুপুর! মাছরাঙা মাছ ধিয়ানে
উচ্চবাচ্য নেই; জলে নলখাগড়ার ছায়া পরে
জলমাকড়ষা ছায়া জলে হেঁটে যায় সন্তর্পণে।

১৪২৩/০১,জ্যৈষ্ঠ‌/গ্রীষ্মকাল।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৬ সকাল ১১:০৫

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর লিখেছেন কবি, ভাল লাগল।

১৮ ই মে, ২০১৬ দুপুর ১২:২৩

চারু মান্নান বলেছেন: ধন্যবাদ ভাই,,,,,,,,,এই গরমে ভাল থাকুন!

২| ১৮ ই মে, ২০১৬ রাত ৮:৩৩

আহমেদ জী এস বলেছেন: চারু মান্নান ,



বাক্যগুলো পুরোপুরি অর্থবোধক হয়নি , সম্ভবত সঠিক জায়গায় যতি চিহ্ণের অবর্তমানে । তবে সহজ শব্দ, যা ভালো লাগার মতো ।
শুভেচ্ছান্তে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.