নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারু মৃন্ময়

চারু মৃন্ময় › বিস্তারিত পোস্টঃ

যাদুকরী মুখোশ সভ্যতা

১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৮

এই সব জামা-জুতা-গলাবন্ধ-উড়ানী প্রভৃতি বহুরূপী মুখোশের ফ্যাশন বিভূতি,
তৈরী হয়না মুদ্রা নামক যাদুকরী কাগজে।
তাদের জন্ম হয়; বুননের বুনট শক্ত হয় - মানুষের রক্তে-ঘামে-কান্নায়,
নিশ্বাসে বিষপানে, ক্ষুধায় ও গলে পড়া মগজে।

যাদুকরগণ আন্দোলিত করে তাদের চোখ ধাঁধানো হাত ও আঙ্গুল
মাতৃ ধরনী নিঃশেষিত হয়ে উগরে দেয় যাদুকরী কাগজ।
কাগজের ডানার কালো ছায়ায় ঢেকে যায় চরাচর;
আলো, বাতাস, অরণ্য, পানি কিবা এক্টুখানি ঘর।
ঘোরে যাদুকরী আঙ্গুল- ঘুরে ঘুরে নাচে যাদুর কাগজ
যাদুকরদের পায়ে এসে জমা হয় নাচ শেষে হর-রোজ।

যাদু-ঢেউ আসে যায়, ফ্যাশন মুখোশ ক্ষণে ক্ষণে বদলায়।
অন্তঃসার জীবন আশ্রয় নেয় বিজ্ঞাপণ আর ওয়েব পেজে।
অতঃপর প্রান্তিক আগুনতি ডাস্টবিন পুর্ণ হয়, উপচে পড়ে
আর আদিগন্ত বিস্তৃত হয়- মানুষের রক্ত-ঘাম-মগজে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৬ রাত ১১:১২

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনি ।

২| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৭

সিগনেচার নসিব বলেছেন: চমৎকার কবিতা

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: খুব ভালো লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.