নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারু মৃন্ময়

চারু মৃন্ময় › বিস্তারিত পোস্টঃ

আনুগল্প - নিভৃত ক্ষরণ

১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৫

ছেলেটা গল্পে গল্পে বলেছিলো - আমার কারো সাথে ঘর শেয়ার করতে ভাল্লাগে না; আর প্রেম বিয়ে একদম ভালো লাগে না, অভিনয় অভিনয় লাগে । মেয়েটাও বলেছিলো, ঠিক বলেছেন; আমারো তাই । এভাবেই চলছিলো বন্ধুতা, কথা বার্তা আর শেয়ারিং। একদিন মেয়েটা বল্লো, চলো কক্সবাজার যাই, আমি কখনো সমুদ্র দেখি নাই। ছেলেটা বললো চলো তোমাকে কক্সবাজার দেখাই । কক্সবাজারে ঘুরে ফিরে রাতে হোটেলে বিশ্রাম ডবল বেড রুমে। পাশের বিছানা থেকে মেয়েটা বলল , আমার খুব মাথা ব্যাথা করছে - একটু ম্যাসেজ করে দিবা । ছেলেটি সানন্দে রাজী। তারপর ধীরে ধীরে তাদের নিশ্বাস ভারী হয়ে এলো, চুড়ান্ত সময়ে ছেলেটা সতর্ক হলো। বল্লো প্রটেকশন নাই তো! মেয়েটা বল্লো কিচ্ছু হবেনা - আইপিল পাওয়া যায়। ছেলেটা ভাবলো আমি তো পুরুষ, থামি ক্যাম্নে। তারা ফিরে এলো নিজ শহরে । মেয়েটা বল্লো , এখন চল বিয়ে করি। ছেলেটা বলতে চাইলো আমার বিয়ে ভাল্লাগে না, ভন্ডামী লাগে, অভিনয় অভিনয় লাগে । বলতে পারলো না , কারন মেয়েটা আগেই বলে দিয়েছে এখন তুমি বিয়ে না করলে আমার নিজেকে প্রতারিত লাগবে। অতঃপর ছেলেটা আর কিছুই বল্লো না, শুধু মনে মনে নিজকে বলে উঠলো - ওয়েল্কাম টু ভন্ডামী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.