নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

শীতের দিনে

২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬

মানিকগঞ্জের ঘিওর থানার কুসুমপুরে ভাই
আমি একা আবাল চাষী জমি জায়গা নাই।
ছমির মিয়া বড্ড ধনী অনেক জমি তার
শীতকালে ফসল ফলায় বেচে গলার হার।
বাড়ির পাশে ছমির মিয়া বিঘত জমিতে
জমিখানা ভরে গেছে ফুলকপিতে।
আমার ছোট শিশু কলিম বান ধরেছে এবার
খাবে সে ফুলকপি বলে তাকে দেবার।
আমি হলাম গরীব মানুষ টাকা-কড়ি নাই
কলিম বাবার আর্জি আমি কেমনে মিটাই।
হরেক রকম সবজি ফলে ঘিওর থানায়
ফুল-বাধা কপি ফলে ভরে ধনেপাতায়।
শীতের কালে সবজি যে ভাই বেজায় মজা পাই
আমি এখন কি করি আমার টাকা নাই।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

জাহিদ অনিক বলেছেন: বাহ বাহ বাহ । সবজির উপর মায়া বেড়ে গেল ।

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৬

মাকার মাহিতা বলেছেন: অগ্রাহায়নের এই পড়ন্ত বিকেল (জাহিদ অনিক) নামের এই শুভাকাঙ্খি কে আমার বল্গ-এ পেয়ে আমি যারপরনাই আনন্দিত,বিমোহিত,পুলকিত এবং রোমাঞ্চিত। এই শীতে সবাই শীতের সবজী খান পেট ভরে। ধন্যবাদ।

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

নুহাশ রহমান বলেছেন: কবিতাটা ভাল ছিল...

২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪

মাকার মাহিতা বলেছেন: আচ্ছা, আপনি কি হুমায়ুন আহমেদ স্যারের নুহাশ ?

৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

ছাসা ডোনার বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাই!!!

২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ ভাই ছাসা ডোনার।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: নাইস

২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২০

মাকার মাহিতা বলেছেন: থ্যাকস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.