নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

মনে পড়ে তোমায়

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭

আজ আমার মন ভালো নেই
শীতের এই গোধলী লগনে
তোমার সেই স্মৃতি মনে পড়ে যায়
গ্রামের সেই পথ এর নীচের রাস্তা ধরে
বহ্মপুত্র নদের চরে তোমায় নিয়ে
নগ্ন পায়ে হেটে চলা
হীম হীম ঠান্ডায় তোমার মায়াবী ঠোটের
হালকা কাপুনি আমার স্মৃতি পটে ভাসে
চরের ক্ষেতে শরিষার ফুল গুলোর সুবাশ
তোমার পারফিউমের সুবাশের মতো লাগে
তোমার কন্ঠে আমার ডাক শুনে আমি দিশেহারা হতাম
জানি শেষ পরিনতি হয় নি তোমার সাথে আমারা
তুমি অনেক মিস করেছো আমাকে
তোমার হৃদয়ের অনেক রক্তক্ষরণ
তোমাকে কাদিয়েছে শুধু আমার জন্য
আমাকে পেতে চেয়েছিলে তুমি
কিন্তু আমার জন্যই হয়তো হয়নি
আমাদের শেষ পরিনতি
তাই শীত আসলে প্রায়ই
তোমাকে মনে পড়ে
এখন আমার হৃদয়ের রক্তক্ষরণ হয়
সকাল দুপুর রাতে সবসময়
অনেক সময় তোমাতে আমি হারিয়ে যাই
তোমার ঊনষাট নাম্বারটা মাঝে মাঝে ডায়াল করি
কিন্ত জানি তুমি তো এখন অন্যকারো
তাই লাইন কেটে দেই
তাই বলি হায়রে নিয়তির খেল
আগে তুমি আমায় মিস করতে
এখন তোমার জন্য আমার হৃদয়ে
রক্তক্ষরণ হয়, অনবরত
মন বলে সবসময় কেন জানি
মনে পড়ে তোমায়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ ভাইয়া পবন সরকার।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০

আখেনাটেন বলেছেন: 'শীত আসলে প্রায়ই
তোমাকে মনে পড়ে'-
--তাহলে অন্য সময় মনে পড়ে না। ঢাকা শহরে শীতের যে অবস্থা অার কিছুদিন পর শীতকাল ঢাকা থেকে হারিয়ে যাবে। অার আপনি ঢাকা শহরে বাস করলে শীতকাল না আসায় ওনার কথা মনেও পড়বে না। এতে আর 'তোমার জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়' এই রক্তক্ষরণও হবে না। :> :P । ভালো লেগেছে প্রকাশের অনুভূতিটুকু।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩

মাকার মাহিতা বলেছেন: সত্যিকথা বলতে কি, শীতকালে তার সাথে আমার অনেক স্মৃতি, এজন্যই এসময় তার কথা মনে পড়ে, তার সাথে সকল স্মৃতির পটভুমি ঢাকাতে নয়। সবই গ্রামে। আমার স্মৃতিপটে প্রয়রই সেই ছবি ভেসে উঠে। এই আর কি।

ধন্যবাদ আখেনাটেন, চমৎকার মন্তব্যের জন্য।

শুভকামনা রইল।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

আখেনাটেন বলেছেন: 'শীতকালে তার সাথে আমার অনেক স্মৃতি'----হুম এইবার বুঝলুম কেন শীতকাল এত কষ্টের। আসলে ঢাকা শহরে শীতকালের মিষ্টি অামেজ তো পাওয়া যায় না। অার উহু উহু শীতে লেপের ভিতরে ঢুকে স্মৃতির ঝাঁপি খুলে কষ্ট ও বেদনা অনুভব করা এই যান্ত্রিক শহরের লোকজনের পাওয়ার কথাও নয়। এখানে টাকাই সুখ, টাকাই দু্‌ঃখ। শুভকামনা।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৩

মাকার মাহিতা বলেছেন: সঠিক অনুভূতিই ব্যাক্ত করেছেন।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১২

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২০

মাকার মাহিতা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.