নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

ঘুরে এলাম সাতারকুল ব্রিজ (ছবি ব্লগ-১)

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩

গুগলম্যাপ এ ঢু মেরে বহুদিন চোখে পড়েছে এই সাতারকুল ব্রিজ কিন্তু যাওয়া হয়নি কখনো। আজ গিয়েছিলাম সেখানে। অনেক ভাল লাগল। স্থির চিত্রগুলো নিজের মোবাইলোগ্রাফি...


১) সাতারকুল ব্রিজ


২) মাছ ধরার যন্ত্র


৩) সাতারকুল স্কুল এন্ড কলেজ


৪) কবরস্থান রোড


৫) কাজী বাড়ি

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩০

মলাসইলমুইনা বলেছেন: এটা কি করলেন ! এতো সুন্দর বেড়াচ্ছিলাম সাতারকুল আর কাজী বাড়িতে নিয়ে পুরো উল্টিয়ে ফেলে দিলেন ! তবুও ভাগ্যিস সাতারকুল স্কুল এন্ড কলেজের পুকুরে ফেলেন নি ! ফটো ব্লগ বড়ইসুন্দর !

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৫

মাকার মাহিতা বলেছেন: ছবি যে কেন উল্টে যায় আমি বুঝি না। মনে হয় দ্রুত আপলোড দিতে গিয়েই এই বিপত্তি। এডিট করব কি না বুঝতেছি না? প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।

সতারকুল ভ্রমনের নিমন্ত্রন রইল।

২| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৩

কালীদাস বলেছেন: আরও ছবি দেন। পোস্ট মাত্র জমা শুরু করেছিল ...

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১২

মাকার মাহিতা বলেছেন: কথা সত্য বলেছেন, সময় ছিল না, তাই দিতে পারি নাই, আর লোভ ও সামলাতে পাচ্ছিলাম না, যে কখন সামুতে আপলোড দেবো...আরও চমৎকার ছবি আছে...

৩| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৭

জাহিদ অনিক বলেছেন:



সাতারকুল ব্রিজ - এ ব্রিজ কি সাঁতার দিয়ে পার হতে হয় ?


লোকেশনটা কোথায় ? এই মহাবিশ্বেই তো !

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১১

মাকার মাহিতা বলেছেন: না ভাই, সাঁতার দিয়ে পার হতে হয় না। হেটে পার হওয়া যায়!

লোকেশনটা ঢাকার ভিতরেই, বিস্তারিত আমার ছবি ব্লগ-২ তে।

হ্যা ভাই, অবশ্যই এই পৃথিবী নামক গ্রহে...

৪| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৭

জাহিদ অনিক বলেছেন:



সাতারকুল ব্রিজ - এ ব্রিজ কি সাঁতার দিয়ে পার হতে হয় ?


লোকেশনটা কোথায় ? এই মহাবিশ্বেই তো !

৫| ১২ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:৪২

সাদা মনের মানুষ বলেছেন: এতো কম ছবিতে আমার কখনো আশ মেটে না।

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৮

মাকার মাহিতা বলেছেন: ছবি আরও আছে, ব্লগ-২ তে স্বাগতম! ব্লগ-২ আসছে...

৬| ১২ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওইটা আমাদের প্রতিবেশি এলাকা :)

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৬

মাকার মাহিতা বলেছেন: মনে হয় পূর্বাচল রোডের পাশাপাশি?

৭| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৮

জুন বলেছেন: অনেক অনেক আগে একবার গিয়েছিলাম সেই ব্রীজ পেরিয়ে সাতারকুল। তখন ছিল শীতকাল, গভীর পানি থেকে জেগে ওঠা দিকশুন্যপুর সেই বিরান প্রান্তরে ছোট ছোট দ্বীপের উপর কিছু কিছু মাটির ঘর বাড়ি নিয়ে এক একটি গহীন গ্রাম । আর ব্রীজটি ছিল বাঁশের তৈরী যা পার হতে গিয়ে ভীষন ভয় পেয়েছিলাম মনে পরে ।

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬

মাকার মাহিতা বলেছেন: বাড্ডা এলাকার কিছু আনকমন নাম রয়েছে, তার মধ্যে সাতারকুল নাম টা অন্যতম। আমি প্রথম যখন এই নাম ট শুনি, আমার মনের মাঝে কিউরিসিটি জেগেছিল যে, সাতারকুল জায়গা কেমন হবে। আমি ভেবেছিলাম কুলকিনারা নাই এমন একটা জায়গা হবে হয়তো এটা, যেদিকে তাকাব শুধু জল আর জল! গতকাল সেখানে গিয়ে সত্যিই দেখলাম তাই। আমার ধারনার সাথে একেবারে মিলে গেছে। আর আপনি যেহেতু অনেক দিন আগে গিয়েছিলেন তখন তো আরও অন্যরকম দেখেছেন।

আপনার বর্ণনার মতো ঠিক এখনো কিছু জায়গা রয়েছে। তবে যা দেখলাম জলের উপর বিশাল বিশাল ঘর আর তার মাঝে মুরগীর খামার। ব্রয়লার মুরগী।

সবমিলিয়ে সাতারকুল ভ্রমন খারাপ হয়নি। নেক্সষ্ট ট্রুর কাঠালদিয়া হয়ে বেরাইদ...

৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৮

প্রামানিক বলেছেন: আমি অনেক আগে গিয়েছিলাম সাঁতার কুল আর ফকির খালি।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৪

মাকার মাহিতা বলেছেন: ফকির খালি কোথায়?

৯| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮

প্রামানিক বলেছেন: সাতার কুলের দক্ষিণের গ্রাম।

০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৯

মাকার মাহিতা বলেছেন: ও তা নাকি?

সেটাও মনেহয় চমৎকার গ্রাম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.