নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনী খেলা

০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৫



সিটি নির্বাচন তফসিল শেষ
ঢাকা-খুলনা-গাজীপুর,
ভোটের কোন খবর নাই রে
বেলা হল ভর-দুপুর!

সামনে আসছে বড় নির্বাচন
রাঘব বোয়াল রা ব্যস্ত,
সবার আশা এম পি হবে
সুযোগ এবার শেষ তো!

সংসদ নির্বাচন হবে কি স্থগিত?
সিটি নির্বাচনের মতো,
দেশের মানুষের ভোটের অধিকার
আবার হারিয়ে যেত?

আশায় আছি নির্বাচনী খেলা
জমবে বেজায় বেশ,
যেই নেতা হোক, হোক না কেন
সুখে থাকুক দেশ!



--------------------------------
ঢাকা। মঙ্গলবার, ২৫ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ।
০৫.০৮.২০১৮ ইং

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: রম্য কবিতা।

০৯ ই মে, ২০১৮ সকাল ৯:১৩

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


নির্বাচনের আগে ও পরে ঘরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে।

০৯ ই মে, ২০১৮ সকাল ৯:১৩

মাকার মাহিতা বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।

ঘরেই থাকব। বাইরে যাব না।

৩| ০৮ ই মে, ২০১৮ রাত ৮:৩৪

শামচুল হক বলেছেন: মাকার মাহিতা ইসলামপুর যার বাড়ি, সুন্দর ছড়া।

০৯ ই মে, ২০১৮ সকাল ৯:১১

মাকার মাহিতা বলেছেন: এই সেরেছে?

চিন্যাফালাইছে!

৪| ০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:১১

মোহাম্মদ আবির মাহমুদ বলেছেন: সিটি নির্বাচনে মেয়র হয়! ;)
কবিতা টা ভালো হয়েছে।

১০ ই মে, ২০১৮ বিকাল ৫:১৭

মাকার মাহিতা বলেছেন: ধই্ন্যাবাদ!

চা খাওনের দাওয়াত রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.