নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

মজাদার জলপাই আচার রেসিপি

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬



জলপাই। এই ফলের নাম শুনলেই জিভে জল আসে না এমন লোক খুব কমই আছে। বেশ মজাদার ও সুস্বাধু। বেশ টক, তবে এই প্রক্রিয়ায় আচার বানালে মজা পাবেন বেশ। এটা কেকা আপার রেসিপি না। আমার কলিগের গিন্নির। রেসিপি নিম্নরুপঃ-

উপকরণঃ
১। জলপাই ০১ কেজি।
২। মচমচা ভাজা শুকনা মরিচগুড়া (পরিমাণ মতো)
৩। দারুচিনি গুড়া, এলাচ গুড়া, তেজপাতা (পরিমাণ মতো)
৪। সরিষার তৈল (পরিমান মতো)
৫। লবন+আখের গুড় (পরিমাণ মতো)

রন্ধ্রণ প্রক্রিয়াঃ
১। জলপাইগুলো ধুয়ে পরিষ্কার পানিতে উত্তম রুপে ময়লা সাফাই করবেন।
২। এরপর শুধুমাত্র স্বচ্ছ পানি (পরিমান মতো) দিয়ে সেদ্ধ করবেন।
৩। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে একটা একটা করে বিচি ছাড়াবেন।
৪। এরপর বিচি গুলো চমৎকার করে ধুয়ে রোদে শুকাতে দিবেন।
৫। বিচি ছাড়ানোর পর জলপাইগুলো একটা পেষ্ট পানাবেন।
৬। এরপর পরিষ্কার কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিবেন।
৭। তারপর ঝুড়ঝুড়া গুড় গুলো দিয়ে নাড়াচাড়া করবেন, হয়ে গেলে
৮। লবন, শুকনামরিচ গুড়া, দারুচিনি গুড়া+এলাচ গুড়া+তেজপাতা সহ পেষ্ট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করবেন।
৯। তারপর জলপাই পেষ্ট দিয়ে নাড়বেন।
১০। তেজপাতা ফেলে দিয়ে ঐ শুকনা বিচি গুলো দিয়ে একটা একটা করে জলপাই সাইজ করবেন।
রোদে শুকানোর পর পরিবেশন করুন। এই হয়ে গেল মজাদার জলপাই আচার।

বিঃ দ্রঃ এই আচার আমি এখনো বানাই নাই। আজ ট্রাই করবো। আপনারা যদি কেউ এই উপায়ে ট্রাই করতে চান করে দেখতে পারেন। আমার কলিগ আমাকে খাওয়াইছিল। হেব্বি মজা পেয়েছিলাম। তাই তার কাছ থেকে প্রক্রিয়া জেনে আজ লিখলাম। উপকারী হলেও হতে পারে। ধন্যবাদ!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাহিতা

সুন্দর পোস্টের জন্য

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা ছবি সুন্দর মন্তব্যের জন্য।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উপকরণে একটু চিনি যোগ করলে ভালো হতো।
জলপাই অনেক টক, স্বাভাবিক মত্রায় রাখতে একটু চিনি !!
আশা করি মন্দ লাগবেনা টক মিষ্টি
জলপাইয়ের আাচার

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।
উপকরণের সাথে এড করবো!

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: জলপাই অত্যন্ত স্বাস্থ্যকর একটা ফল....
জলপাইয়ের আচার আমার অনেক প্রিয়....

পোস্টের জন্য ধন্যবাদ :)

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯

মাকার মাহিতা বলেছেন: আমার তৈরি আচার আরও মজাদার হছৈ!

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক বৈয়াম চাই কিন্তু !!

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০

মাকার মাহিতা বলেছেন: অবশ্যই পাবেন।
নাম ঠিকানা বলুন, সুন্দরবন কুরিায়ারে পাঠায়ে দিবানে।
ধন্যবাদ!

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: আচার টাচার আমি খাই না।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০

মাকার মাহিতা বলেছেন: গ্যাষ্টিক প্রবলেম আছে মনে হয়?

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

সুমন কর বলেছেন: শেষে বিচি দিয়ে সাইজ না করলেই হতো......এমনি ভালো হবে।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১

মাকার মাহিতা বলেছেন: বিচি দিয়ে সাইজ করে খেতে মজাই আলাদা।
না খেলে বুঝবেন না!

দাওয়াত রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.