নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

লকডাউন আর চাই না

০১ লা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৭



মরছে গরীব ধুকে ধুকে, ধনীরা আজ বেজায় সুখে?
ইভালীরা টাকা মেরে, কোটি টাকা পাচার করে!
দিন আনে দিন খায় যারা, রাস্তায় বড্ড বিপদ তাদের
ভেঙ্গে ভেঙ্গে আসে গন্তব্যে, হাজার হাজার টাকায় ভাড়া!
সরকারের মতিগতি বোঝা বড় দায়, সকালে কয় এক কথা
বিকেলে কয় আরেক, মরি কি জ্বালায়, মরি হায় হায়!
লকডাউন চাই না পরিষদের একটাই আর্জি সরকারের কাছে
গরীরের পেটে অনেক জ্বালা, তার মাঝে ঋনের বোঝা!
সুদের মিটার বাড়তে আছে, ব্যাংক দেয় ফোন
আসল টাকাই পাই না দিতে, সুদ দিবে কোন?
হ্যাল সরকার আর্জি করি দিও না আর লকডাউন
মরার চেয়ে ক্ষুধার জ্বালা আহা কি নিদারুন!
ছয় মাসের বাচ্চার ধারে দুধের টাকা নাই
জানি এবার হবেই হবে দুভিক্ষের হবে ধায়!
ও ভগবান করোনা তে নিয়ে নাও গো প্রাণ
তবুও আমার করো ক্ষমা দিওনা লকডাউন!

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: "ঘরে থাকুন" এই কথা বলার নৈতিকতা সরকারের অার নেই।

০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:১১

মাকার মাহিতা বলেছেন: ঠিক তাই।
ধন্যবাদ রাজীব নুর, প্রথম মন্তব্যের জন্য। ব্লগ বাসির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বেশি পোক্ত লেখনি না প্রকাশ করার জন্য, সেই সাথে কিছু বানান ভুলের জন্য ও ।
ধন্যবাদ সকলকে, ‍শুভকামনা সবসময়।

“ঘোর অমানিষা কেটে ঘুচে যাক আধার কালো
দিনের সূর্য ঝলমলিয়ে উঠুক কেটে যাক করোনা জরা
সোনালী দিনের অপেক্ষায় থাকা
ভূখা আম আদমী
শান্তির বার্তা শুনুক!”

২| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:৫০

হাবিব বলেছেন: এই লকডাউনের কোন ফায়দা নেই।

০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:০৫

মাকার মাহিতা বলেছেন: আপনি আর আমি বুঝতেছি কিন্তু উপরের আসনে যারা আছেন তারা তো বুঝতেছেনাহ!

৩| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক বিশ্রি রকম হযবরল অবস্থায় প্রশাসন!
অবর্ণনীয় ভোগান্তিতে জনগণ!

০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:০৪

মাকার মাহিতা বলেছেন: সত্যিকার অর্থে বলতে কি আপনার যে মতামত ঠিক আমারও একই মতামত। মনেহয় এটা শুধু আমার আর আপনার না সকল শোষিত মজলুম বাঙ্গালীর ব্যাথিত হৃদয়ের কথা। জানি না সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে হতভাগা বাঙ্গালীদের কপালে?

৪| ০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: বিশ্ব যখন টিকায় স্বয়ং সম্পূর্ন হয়ে করোনা মোকাবিলার পথে দ্রুত এগোচ্ছে, আমাদের গরীবের ঘরে তখন কথিত লকডাউনের বিভীষিকা !!!
শুধু তাই নয়, বিভ্রন্তিকর প্রজ্ঞাপনের পর প্রজ্ঞাপনে দেশটাকে খামখেয়ালীর হীরকের রাজত্ব বানিয়ে ছাড়ছে।

০২ রা আগস্ট, ২০২১ সকাল ৯:৪০

মাকার মাহিতা বলেছেন: হীরক রাজার দেশে অতিষ্ট সবাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.